"ফাইনান্সিয়াল ক্রাইসিস ফর বিগিনার্স" পেজটা বেশ ইউজফুল মনে হচ্ছে। লেখাগুলো পড়ে পড়ব।
h | ১৯ মার্চ ২০০৯ ১৪:৩০ | 203.99.212.224
এটা আমি বলিনি বলেই মনে হয়। কে যানে কে বলেসে?
stoic | ১৯ মার্চ ২০০৯ ১৪:২৯ | 160.103.2.224
একজনের নয়। সাইমন জনসন, জেমস কোয়াক আর পিটার বুন এই তিনজন লেখে দেখছি।
h | ১৯ মার্চ ২০০৯ ১৪:২৮ | 203.99.212.224
তার আগে এটিকেট নিয়ে আর কটা ইমেল করে নিয়ো ঃ-))))))
r | ১৯ মার্চ ২০০৯ ১৪:২৮ | 198.96.180.245
ঐ যে কইলা, রঞ্জনদা নাকি রামকৃষ্ণ মিশনে দীক্ষা নিয়েছেন। ;-))
r | ১৯ মার্চ ২০০৯ ১৪:২৭ | 198.96.180.245
দাঁড়া, পড়ে দেখি। কার ব্লগ এটা?
stoic | ১৯ মার্চ ২০০৯ ১৪:২৬ | 160.103.2.224
বৈজয়ন্ত, আমি ইদানিং ইকোনোমিক ক্রাইসিস এর ওপর একটা ব্লগ ফলো করছি, বেসলাইন সিনারিও বলে। মানে আমার মতো এই বিষয়ে গন্ডমূর্খ লোকের তো খারাপ লাগছে না। সময় পেলে দেখে তোর কমেন্টস দিস। http://baselinescenario.com/ আর পড়তে পড়তে ভাবছিলাম, তুই তোর ব্লগে এইসব বিষয়ে কিছু লিখতে পারিস তো ? মানে সময় টময় পেলে আর কি। এই ব্লগ টা লেটেস্ট ইস্যু অফ টাইম ম্যাগাসিনে রেফার করেছে।
আজ আমাদের এখানে জাতীয় ধর্মঘট। http://news.bbc.co.uk/2/hi/europe/7951949.stm ভিভ লা গ্রেভ !! ভিভ লা রেসিস্তঁস্!! আমি আমার ফরাসী সংগ্রামী কমরেড প্রতি বিন্দুমাত্র সলিডারিটি না দেখিয়ে হেঁটে ল্যাবে এয়েচি। বিজ্ঞানের কি মহিমা। ঃ-)
quark | ১৯ মার্চ ২০০৯ ১৪:০০ | 202.141.148.99
RHLinux 9.0 এ মেমোরি স্টিক অটোমাউন্টেড নয়। কি ক'রে মাউন্ট করব? কম্যান্ডটা কি?
r | ১৯ মার্চ ২০০৯ ১৩:২৯ | 125.18.104.1
ন্যাড়াস্যারকেঃ মেঘনাদ-মনোজ মডেলটা কি? ক্রনোলজিকালি বা থিমেটিকালি, কোনোভাবেই মেলাতে পারলাম না।
Arijit | ১৯ মার্চ ২০০৯ ১৩:২৩ | 61.95.144.123
এগজিট পোল তো আগে হত না। তখন প্রণয় রায় যা করতেন তাই করবেন - অ্যানালিসিস। চার পাঁচ ফেজে ভোট হলে এগজিট পোলের ইমপ্যাক্ট থাকবেই।
lcm | ১৯ মার্চ ২০০৯ ১৩:০৯ | 69.236.175.23
দিল্লীতে কংগ্রেসে গত ১০-১৫ বছর ধরে একটা চেঞ্জ হয়েছে। প্রথমত, উত্তরপ্রদেশ-এর দাপট কমেছে। আর, ক্যাবিনেটে এখন এমন লোকজন ইম্পর্ট্যান্ট পোর্টফোলিওতে আছেন, যাদের তেমন পলিটিক্যাল বেস বা মাসল্ নেই - মনমোহন, প্রনব, চিদাম্বরম...।
যাই হোক, কিন্তু আইন করে এক্সিট পোল বন্ধ করল কেন? প্রনয় রায় তাহলে এখন কি করবেন?
r | ১৯ মার্চ ২০০৯ ১৩:০৫ | 125.18.104.1
একি! রঞ্জনদা তাহলে দীক্ষা নেন নি। বোধি রাগের মাথায় কি সব বলে না!
Arijit | ১৯ মার্চ ২০০৯ ১৩:০২ | 61.95.144.123
একটা ব্যাপারে মনমোহনের সাথে মতে মিলে গেলো বলে আনন্দিত হব না শঙ্কিত হব বুঝতে পারছি নাঃ-)
lcm | ১৯ মার্চ ২০০৯ ১৩:০০ | 69.236.175.23
তবে কবে একটা কোথাও মনমোহন সিং দুঃখ করে বলেছিলেন, যে, পলিটিক্স-এ জেনারেল ছাত্র-ছাত্রীরা রা আসতে চায় না। ভাল লোকজন কম নেই, কিন্তু তারা ফুল টাইম (এমনকি পার্ট টাইম) পলিটিক্স এড়িয়ে চলেন। এটা ভালো লক্ষণ নয়।
dipu | ১৯ মার্চ ২০০৯ ১২:৫৯ | 207.179.11.216
বাংলার রাজনীতিতে সেরা কমেডি অবশ্যই মমতা অপেরার গলায়দড়ি পালা।
Arijit | ১৯ মার্চ ২০০৯ ১২:৫৫ | 61.95.144.123
এখনও প্রভাবিত করে না। তবে আস্তে আস্তে করতে শুরু করবে। অর্গানাইজড পলিটিক্সের অবস্থা খুব খারাপ। রাজনীতিক আর শু-বা প্রায় সিননিমাস।
lcm | ১৯ মার্চ ২০০৯ ১২:৫৩ | 69.236.175.23
অরিজিৎ, এই 'প্রচুর' লোকেদের ভোট কি ফলাফলকে প্রভাবিত করে? তাহলে, লক্ষণ শেঠ এবং নিরুপম সেন - এরকম দুজন প্রার্থী জেতে কি করে (লোক/বিধান সভা মিশিয়েই বলছি)।
Arijit | ১৯ মার্চ ২০০৯ ১২:৫১ | 61.95.144.123
এগুলো আমার ঠেকে শেখা। কলেজে অত পলিসি দেখে ভোট হয় না। আমি কখনো জিতিনি তার একটা বড় কারণ আমি অ্যারোগ্যান্ট, রুড ছিলুম - এখনও আছি।
quark | ১৯ মার্চ ২০০৯ ১২:৪৯ | 202.141.148.99
আমার মনে হয় এই সততা, ভদ্রতা ইত্যাদি বেশ বিপজ্জনক জিনিস। এগুলো থাকলে জেতা যাবে এমন কোন কথা নাই, কিন্তু না থাকলে হারার চান্স বেড়ে যেতে পারে।
lcm | ১৯ মার্চ ২০০৯ ১২:৪৯ | 69.236.175.23
রঞ্জন, একদম ঠিক। ঐ "ইকনমিক' কথাটাও বাদ দেওয়া যেতে পারে।
Arijit | ১৯ মার্চ ২০০৯ ১২:৪৮ | 61.95.144.123
প্রচুর লোক, ইন ফ্যাক্ট বেশ বড় সংখ্যা - মুখ দেখে ভোট দেয় - মুখ, পাড়ার লোক, অমুকের পরিচিত ইত্যাদি। দলীয় পলিসি বা ম্যানিফেস্টো দেখে নয়।
ranjan roy | ১৯ মার্চ ২০০৯ ১২:৪৭ | 122.168.169.147
হনুর স্টেটমেন্ট "" কারো ইকনমিক পলিসিতে নতুন কিছুই নাই, সবই বাল''-- এক্কেবারে আমার অন্তরের কথা।তাই দুহাত তুলে সমর্থন করলাম।
lcm | ১৯ মার্চ ২০০৯ ১২:৪৭ | 69.236.175.23
এই তো, h ফিরে এসেছে। একটা প্রশ্ন - ক্যান্ডিডেট তো রেপ্রেজেন্ট করে পলিটিক্যাল পার্টিকে। এই ইন্ডিভিজুয়্যাল অনেস্টি, এটিকেট, ম্যানারিজিম... - এগুলো দিয়ে কি ভোটে জেতা যায়। মানে এগুলো কি কোনো ডিসাইডিং ফ্যাক্টর হয়। বা হলেই, সিগনিফিক্যান্ট কিছু কি হয়।
Bhuto | ১৯ মার্চ ২০০৯ ১২:৪৫ | 203.91.207.30
আরে দুত্তেরি, আমি তো মজা করেই বললাম। তোকে বোঝাতে কে বলেছে। ভাটের কি কোনো মাথামুন্ডু থাকে? তায় আবার আমাকে অত বোঝাতে হবে ক্যানে? আমি বুঝেছি ঠিক ই একটু মস্করা করছিলাম। বলতে পারি টানলাম কেসটাকে। তোর প্রথম লেখাতেই বুঝেছি। নো কোদাল অনলি কাস্তে বা ঘাস।
আচ্ছা এবারের যদি দু পক্ষের মঞ্চ থেকে এমন স্পীচ বের হয় ।
T.M.C - আমার ঘাসফুল হয়ে মানুষের উঠোনে, ঘরের কোনায়, বাগানে ছেয়ে যাব, সঙ্গে থাকব সর্বক্ষণ। (অর্থাৎ ঘরে ঘরে পৌঁছে যাবো)
C.P.I (M) আমরা মেহনতী মানুষের কষ্ট লাঘব করতে বাড়িতে বাড়িতে গিয়ে যত আগাছা ঘাস , পাতা ফুল আছে সব কেটে দেব এই কাস্তে দিয়ে। (অর্থাৎ ঘরে ঘরে পৌঁছে যাবো)
Arijit | ১৯ মার্চ ২০০৯ ১২:৪৪ | 61.95.144.123
আমরা স্ক্রুটিনির আগের দিন ওভালে লেট নাইট মিটিন করে পুরো তৈরী হয়ে গেছিলুম। প্রথমে আমাদের প্যানেলের নামগুলো - কোনো বাওয়াল নেই - দিব্যি বেরিয়ে গেলো। তাপ্পর যেই না সিপিরটা উঠেছে - প্রথম পোস্ট - জয়েন্ট ট্রেজারার - সন্দীপ রাহার তিনমণি হাতটা টেবিলের ওপর পড়লো - না স্যার, এটা তো হ-হ-হয় না...পিকসা প্রায় চেয়ার থেকে উল্টে পড়ে যান আর কি। ব্যাস্ তুমুল গণ্ডগোল, শেষে অনশনে বসে গেলুম...পরের দিন আমার মৃত্যুদিনের প্রথম অ্যানিভার্সারি ছিলো (তখন অবশ্য মৃত্যুদিন বলে মনে হত না) - বউ (তখনও লিটারেলি বউ নয়) সেজেগুজে রেডি সিনিমা দেখতে যাবে বলে - খবর গেলো যে আমি অনশনে বসে আছি...স্লোগান উঠছে "ছাত্র পরিষদের প্রেসিডেন্ট কে, পিকসা আবার কে' - পরে পিকসা এসে দুঃখু করলেন "প্রেসিডেন্সীতে AISF একবারই জিতেছিলো - তখন অসীম চ্যাটার্জী প্রেসিডেন্ট, আর ভাইস প্রেসিডেন্ট কে ছিলো জানো? এই শোভেন রায়। আর আমাকেই তোমরা ছাত্র পরিষদের প্রেসিডেন্ট বানিয়ে দিলে!'
;-)
quark | ১৯ মার্চ ২০০৯ ১২:৪৪ | 202.141.148.99
কাল থেকে কি হয়েছে কে জানে, আমার কম্পুতে আবাপ'র শুধু ছবি আসছে! বাকি বেবাক ফাঁকা।
Arpan | ১৯ মার্চ ২০০৯ ১২:৪৩ | 65.194.243.232
পাপ্পু হল তেলুগুতে ডাল। আইটিপিএলের সামনে একটা ঝুপ্স আছে।
h | ১৯ মার্চ ২০০৯ ১২:৪২ | 203.99.212.224
আমি সর্বত্রই ফ্রিলি ই বলি আর লিখি। শুধু এখানে নয়। তাই আইসোলেশনের এক্সপেরিয়েন্স এটা নতুন নয়।
তবে আমার আইসোলেশন টা কোনো ইস্যু নয়। এমনকি একটা বাজে কবিতাও তৈরী না হলেই মঙ্গল। ইস্যুটা হল, যেই ভোটে জিতুক, ভদ্র রা বা গুন্ডারা, আপাততঃ যা পরিস্থিতি, কারোর ইকোনোমিক পলিসিতে নতুন কিসু নাই। সব ই গম্ভীর বাল। অতএব যাঁরা এটিকেট বা জেনেরালি বিহেভিওরাল কোড নির্মাণে ব্যস্ত থাকতে ভালোবাসেন, তাঁদের মোনোপোলি আদৌ কন্টেস্টেড হবে না, এই ইলেকশনেও।
এতে সকলেই শান্তিতে থাকবে আশা করা যায়। শুধু নেটিকেটের শিক্ষাটা বাড়ানো মুশকিল হবে, কারণ কারো পলিসিতে বা ইলেকটোরাক প্রমিসে, টিচিং এড এর বাজেট বড়াতে হবে, এইরকম অসইরণ কথাবার্তা আদৌ নাই।
সোনালী গুহ-এর একটা গল্প আছে, ওনার স্পীচে থাকতো মাঝে সাঝে। ছোটবেলায় শুনেছিলাম। বলে ফেলি , অনেকে হয়তো শুনেছ।
" আজ ৩০ বছরের বাম জামানায় জ্যোতিবাবু জ্যাঠা থেকে মামায় পরিণত হয়েছেন। অবাক হচ্ছেন? হবেন না। আজ থেকে ৩০ বছর আগে যখন উনি (নাম ধরেই বলেছিলেন) রাস্তা দিয়ে যেতেন আমাদের বাবা-কাকারা বলতেন -আহা জ্যোতিবাবু বড়াদাদার মতন। আর আজ ৩০ বছর পরে যখন ওনার কনভয় যান তখন বাবা-কাকারা বুকের বাঁদিকটা (মুখের এক্সপ্রেশন মারাত্মক) ডলতে ডলতে বলেন শা.. জ্যোতি গেল।"
ডিঃ কাউকে অসন্মান করা উদ্দেশ্য নয়। এটা নিজে কানে শোনা, এবং হয়তো পঃ বঃ এর অনেক লোক শুনেছেন । বাক্যের বিন্যাস ও হুবহু এমনটাই ছিল। গল্প হিসাবে বলে ফেললাম।
san | ১৯ মার্চ ২০০৯ ১২:৩৬ | 220.227.190.18
ওফ্ফ আমি তোকে ওরাংওটাং বলিনি। বা ওরাংওটাংকে ভুতো বলিনি। বলছিলাম মনে হয় বলেও বেশ গালাগাল দেওয়াই যায়। (এমনি কোদাল নিয়ে কেন যে বোঝাতে হয় এদের)
বাই দ্য ওয়ে 'ধ্রুপদী'র ডেফি টা ভুলে গেছি। আরেকবার বলে দেওয়া হোক।
আর হনুদার বোধ হয় আসলে খিদে পেয়েছে।(মঃ নয়)
Arijit | ১৯ মার্চ ২০০৯ ১২:৩৫ | 61.95.144.123
কলেজে আমরা একবার উদুম বাওয়াল দিয়েছিলাম ইলেকশন নমিনেশন নিয়ে। নিয়ম অনুযায়ী (লোকসভা বা বিধানসভায়) প্রার্থী যে কেন্দ্রে দাঁড়াচ্ছেন সেই কেন্দ্রের ভোটারই তাঁকে নমিনেট এবং সেকেণ্ড করতে পারেন। বাইরের কেউ নয়। তো কলেজের ইলেকশনে এসব নিয়ম কেউ মানতো না - ছিপির ফার্স্ট ইয়ারের ক্যাণ্ডিকে নমিনেট করতো ফোর্থ ইয়ারের ছেলে। সেকেণ্ড ইয়ারে রি-ইউনিয়ন ইলেকশনের আগে আমরা এই নিয়ে উদুম বাওয়াল শুরু করেছিলুম - স্ক্রুটিনির সময়। ইলেকশনও বয়কট করেছিলুম। হারতুম তো বটেই - কিন্তু এর ফলে যেটা হয়েছিলো সেটা হল পরের বছরই নতুন কনস্টিট্যুশন তৈরীর কাজ শুরু হয়ঃ-)
ranjan roy | ১৯ মার্চ ২০০৯ ১২:৩৩ | 122.168.169.147
মাইরি! কলেজে ইলেকশানে দাঁড়নো নিয়ে আমার কিছু ভাট পারফর্ম্যান্স আছে। ৬৭তে মৌলানা আজাদ আর ৬৮তে গড়িয়ার এন্ড্রুজ কলেজে আমি ফার্স্ট ইয়ারের ক্লাস রিপ্রেজেন্টিটিভের জন্যে বাম প্যানেল থেকে দাঁড়িয়ে ছিলাম। কিন্তু প্রথম দিন থেকেই ক্লাস কেটে ক্যান্টিন ও কমনরুমে সিনিয়রদের সঙ্গে রাজনীতি নিয়ে গরম গরম বাতেলাবাজি করার ফলে পাবলিকের খেয়াল ছিল না যে আমি ফ্রেশার। ফলে নবীন বরণ অনুষ্ঠানে সিনিয়ররা আমাকে চেয়ার থেকে তুলে বল্লো-- হ্যাংলামি করিস না। আগে ফ্রেশারদের খেতে দে। ওরা বিদেয় হলে তো আমরা খাবই। এটুকু তর সইছে না? ফলে দুটো কলেজে ভোটিংএর সময় আমি ক্যান্ডিডেট, কিন্তু ভোট দিতে গেলে জালি করছি সন্দেহে অপোজিশন আমার আইডেনটিটি চ্যালেঞ্জ করলো। কার্ড দেখাতে হোলো। কি হাসি! কি গেরো! রেজাল্ট জামানত জব্দ হওয়ার মত। তারপর ফার্স্ট ইয়ারের বন্ধুরা বল্লো- তুমিই শালা বাম প্যানেলের প্রার্থী রঞ্জন রায়? শ্যালক , একবারও আমাদের বলেছো যে আমাকে ভোট দাও? রোজ দেখা হচ্ছে, আমিষ জোক শোনানো হচ্ছে, কিন্তু আসল কথাটি বল নি কেন? ভোট চাইতে লজ্জা করে? তাহলে দাঁড়ালে কেন? এমন ঢ্যামনামি সাতজন্মে দেখিনি, ইত্যাদি।
Arijit | ১৯ মার্চ ২০০৯ ১২:৩১ | 61.95.144.123
ধ্রুপদী অনাবাসী
lcm | ১৯ মার্চ ২০০৯ ১২:৩০ | 69.236.175.23
এই এক মুশকিল হয়েছে। এত অ্যাক্রোনিম। যাই হোক, অর্পন, এই ধ্রু অঃ - এটা কি? ধ্রুবতারা ...??
dipu | ১৯ মার্চ ২০০৯ ১২:২৯ | 207.179.11.216
আচ্ছা, পিয়োদা কেমন আছেন? কোন কাগজ তো কিচ্ছু বলে না।
Arpan | ১৯ মার্চ ২০০৯ ১২:২৭ | 65.194.243.232
আহা বোকো না, ধ্রু অঃ রা একটু পিছিয়ে পড়েন মাঝে মাঝে।
dipu | ১৯ মার্চ ২০০৯ ১২:২৫ | 207.179.11.216
হাওড়ায় যে বার দাঁড়িয়েছিলেন, সে বার ভোটের আগের দিন থেকেই রিগিং রিগিং করে তুমুল হল্লা করেছিলেন। মোটামুটি এটাই ওনার প্যাটার্ন।
Arijit | ১৯ মার্চ ২০০৯ ১২:২৪ | 61.95.144.123
আর উঠতি হবেন কি করে? পাঁচবার হয়ে গেছে;-)
dipu | ১৯ মার্চ ২০০৯ ১২:২৩ | 207.179.11.216
দূর মশাই, শুনলেন না আগে পাঁচবার হেরেছেন..... পিছিয়ে পড়ছেন ঃ))
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন