এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • arjo | ২০ মার্চ ২০০৯ ২৩:১৪ | 168.26.215.13
  • আমি এখন পিভট পয়েন্ট ব্যালান্স রক্ষা করছি। জীবনে এমন দিনও আসবে, ভাবি না। এক সুসিল টই ....
  • a x | ২০ মার্চ ২০০৯ ২৩:১৪ | 99.152.72.73
  • রঞ্জনদা বিল্ডার আপনাদের ছাদের তালা ভাঙ্গল মানে? বিল্ডার কি? যে বাড়িতে আছেন সেটা কি ফ্ল্যাট? সেই বাড়ির ম্যানেজমেন্ট বা প্রোমোটার? ছাদ কি আপনাদের প্রপার্টি? তাইলে তো FIR করা যায়, তালা ভেঙ্গে ঢোকার জন্য? আমি সিওর নই। আর ঐ প্রতিবেশীদের গল্প সব জায়গাতেই এক, বরঞ্চ আপনি প্রবাসে থেকেছেন বলেই বোধহয় কম দেখেছেন।
  • M1 | ২০ মার্চ ২০০৯ ২৩:১৪ | 59.93.200.15
  • এরিয়ল এ হোক বা টাইড
    আমার কাছে সব এক
  • d | ২০ মার্চ ২০০৯ ২৩:০৯ | 117.195.32.154
  • যাঃ অপ্পনও দেখে ফেলল?
    অবশ্য আমি আসলে চোখে কম দেখি ও সেই ক্ষতি পূরণ করার জন্য কানে বেশী শুনি। ইয়ার্কি না, সত্যি সত্যি আমার আত্মীয়স্বজন বলে থাকেন আমার নাকি কুকুরের মত সজাগ কান। অবশ্য কুকুরের কান যে খুব সজাগ ---- সেই প্রমাণ কোথায় পাওয়া যায় জানিনা।
  • Arpan | ২০ মার্চ ২০০৯ ২৩:০৯ | 122.252.231.12
  • কারণ একটা টাইমস নিউ রোমান ১২ আর পরেরটা এরিয়াল ১০।
  • a x | ২০ মার্চ ২০০৯ ২৩:০৬ | 99.152.72.73
  • হ্যাহ্যাহ্যা
  • Arpan | ২০ মার্চ ২০০৯ ২৩:০৫ | 122.252.231.12
  • ইয়েস এইবার দেখলাম। ফাফতে দেখাচ্ছে।
  • san | ২০ মার্চ ২০০৯ ২৩:০৪ | 123.201.53.141
  • আমি তো সাফারিতে দেখছি।

    পিসি কোনো গালাগালি হল? আমার ভাইপো ভাইঝিরা তো পিসিই ডাকে। স্যানপিসি নয় অবশ্য।
  • a x | ২০ মার্চ ২০০৯ ২৩:০৪ | 99.152.72.73
  • যারা দেখতে পাচ্ছেনা তারাই আসলে ঐ ১২ ডেসিবেলের ওপরে শুনতে পায়না। বয়েস বেড়েছে বললেই হয়, আমাদের কারুর কারুর কমছে, কি আর করা যাবে।
  • d | ২০ মার্চ ২০০৯ ২৩:০৩ | 117.195.32.154
  • ঃ))
    সেরেছে! অক্ষ খেরে গিয়ে একেবারে অতীতে গিয়ে আর্য্যদের ভারত আগমন ভিশ্যুয়ালাইজ করছে।
  • san | ২০ মার্চ ২০০৯ ২৩:০৩ | 123.201.53.141
  • এদের সেনিলিটি এসে গেছে। চোখেও ঠিকঠাক দেখেনা।

    অক্ষ, আমরা বরং এদের ক্ষমাই করে দিই। বুড়োমানুষ।
  • arjo | ২০ মার্চ ২০০৯ ২৩:০৩ | 168.26.215.13
  • প্রথম - নন এরিয়াল এরিয়ান
    চতুর্থ - এরিয়াল এরিয়ান

    কেব্বে কেলাবে আমাকে? দৌড় করাবো এখানে ঘাম পড়বে পুণেতে।
  • Arpan | ২০ মার্চ ২০০৯ ২৩:০২ | 122.252.231.12
  • অনার্য সংস্কৃতি ঢুকে গেছে মাঝের তিন পুরুষে।
  • dipu | ২০ মার্চ ২০০৯ ২৩:০২ | 121.243.161.234
  • আমি আই ই তে এক দেখছি।
  • d | ২০ মার্চ ২০০৯ ২৩:০২ | 117.195.32.154
  • আমি তো বাপু IEতেই দেখছি। এবং একই দেখছি।

    স্যান হোয়াট অ্যাবাউট স্যানপিসী? ডাকি? ডাকি?
  • Arpan | ২০ মার্চ ২০০৯ ২৩:০১ | 122.252.231.12
  • কুনটায়?
  • a x | ২০ মার্চ ২০০৯ ২৩:০০ | 99.152.72.73
  • আব্বে কেব্বে বলে এক দেখায়, আমি এক্‌খুনি ফাফা খুলে দেখলাম। আদৌ এক দেখাচ্ছেনা। প্রথম আর্য্য আর চতুর্থ আর্য্যর মধ্যে বিস্তর তফাৎ।
  • san | ২০ মার্চ ২০০৯ ২৩:০০ | 123.201.53.141
  • কোন লাভ নেই নেম কলিং শুনে শুনে আমার ভালমতই অভ্যেস আছে। নেকুস্য নেকু থেকে শুরু করে চরিত্রহীনা অব্দি সব গুছিয়ে শোনাই আমার কপাল। সেই তুলনায় তোমরা এখানে আর কি এমন বলবে ;-)
  • d | ২০ মার্চ ২০০৯ ২২:৫৮ | 117.195.32.154
  • অমনি বল্লেই হল! আজ্জো তো এরিয়াল নন-এরিয়াল বলেছে। মোটা-সরু নিয়ে কিচ্ছুটি বলে নি। এমনকি "এরিয়ান' সম্পর্কেও তেমন কিছু বলে নি। তবে আমার ব্যক্তিগত মত হল চাইলে আজ্জোকে ক্যালানোই ভাল। খিল্লির চেয়ে নির্ঘাৎ অনেক বেশী তৃপ্তি পাওয়া যাবে।
  • Arpan | ২০ মার্চ ২০০৯ ২২:৫৮ | 122.252.231.12
  • আব্বে, ফাফতেও সব ঠিক দেখায়। আইই নিপাত যাক।
  • a x | ২০ মার্চ ২০০৯ ২২:৫৮ | 99.152.72.73
  • তোমাদের কম্পু মুড়ি মুড়কি এক দর করে দেয়। আমরা কি করতে পারি?
  • M1 | ২০ মার্চ ২০০৯ ২২:৫৭ | 59.93.200.15
  • আমি কমিউনিজমে বিশ্বাসী তো,তাই আমার ঘরে সব এক।
    সরু মোটা কিছুই বুঝিনাঃ(
  • dipu | ২০ মার্চ ২০০৯ ২২:৫৭ | 121.243.161.234
  • আমিও অকই দেখছি।
  • Du | ২০ মার্চ ২০০৯ ২২:৫৫ | 71.252.226.146
  • আমিও তো একই দেখছি - আলাদা দেখানোর চক্রান্ত ভেস্তে দাও, ভেস্তে দাও।
  • anaamik | ২০ মার্চ ২০০৯ ২২:৫৫ | 59.164.101.115
  • আরে ওঁকে এক্সাতাশদি বলে ডাকো না। নিজের আইডেন্টিটি প্রমাণ করার জন্যে উনি প্রত্যেকবার গুনে গুনে সমান সংখ্যক x লিখবেন বসে বসে :P

    কাকুর রাজ্যে সবাই সমান। ক্রোম ব্যবহার করলে কেউ সরু-মোটা হয় না, কোন ডনের ধমকিতে লোকে মচকালেও তাদের লিঙ্করা এসে পাতা ভচকায় না।
  • a x | ২০ মার্চ ২০০৯ ২২:৫৫ | 99.152.72.73
  • এইসব একচোখামি আমরা মোটেই বরদাস্ত করবনা। আর্য্যকে কিছু বলা হলনা কেন? ওকে কেন গ্লোরিফাই করা হল? উত্তর চাই।
  • d | ২০ মার্চ ২০০৯ ২২:৫২ | 117.195.32.154
  • আমি কতরকম ফন্ট সাইজ করে টই দেখলাম। একই তো দেখছি। ঃ( ঃ(
    এই অক্ষ আর স্যান নির্ঘাৎ নিজেরা যা দেখতে চাইছে, তাই দেখছে, আবার অন্যদেরও তাই দেখানোর চেষ্টা করছে। এবার অন্যরা যদি ওদের কথা শুনে ঠিক করে না দেখে, তাহলে ওরা নিশ্চয় আমাদের "ঠিক করে বোঝানোর' চেষ্টা করবে।
    দাও দাও ওদের দুজনকে ধরে খিল্লি দাও। তেড়ে নেম-কলিং করো ওদের।
  • dipu | ২০ মার্চ ২০০৯ ২২:৫২ | 121.243.161.234
  • ঐ ক্ষক্ষ মনে হয় চান ওনাকে 2x বলে ডাকা হোক।
  • arjo | ২০ মার্চ ২০০৯ ২২:৫০ | 168.26.215.13
  • ঐ টইএর উপরে থাকলে নন এরিয়াল আর নীচে হলে এরিয়াল। ফন্ট বদলে যায়। ব্যাটা অনামিকটা রিপাবলিকান উপর দিকে পাল্লা ভারী করছে। দাও ওটাকে শূলে চড়িয়ে।
  • san | ২০ মার্চ ২০০৯ ২২:৫০ | 123.201.53.141
  • যাঃ, একটা ছড়া লিখতে গিয়ে অনামিকও মোটা হয়ে গেল রে !
  • a x | ২০ মার্চ ২০০৯ ২২:৪৯ | 99.152.72.73
  • ওনাকে কি সুসিল নাম দেওয়া হবে?
  • Arpan | ২০ মার্চ ২০০৯ ২২:৪৯ | 122.252.231.12
  • ভিপিপি = ভেরিয়েবল পারফরম্যান্স পে
  • d | ২০ মার্চ ২০০৯ ২২:৪৮ | 117.195.32.154
  • কথা হল ঐ কলকাতা থেকে লেখেন ক্ষ্‌ক্ষ্‌ক্ষ্‌ক্ষ্‌ক্ষ.... , তিনি কল্পনাশক্তিতে বেশ চ্যালেঞ্জড। প্রথমে হাজারে হাজারে "ক্ষ" লিখলেন, পরে অনুরোধে দুটো "ক্ষ''য় থিতু হলেন। একজন বাঙালী নেবার জন্য কোন ছদ্মনাম খুঁজে পাচ্ছেন না!
    ভাবাযায়!
  • a x | ২০ মার্চ ২০০৯ ২২:৪৮ | 99.152.72.73
  • ও ইগলু টইএর কমা ইত্যাদির জন্য, ওর আগে থাকলে বড়, তলায় থাকলে ছোট, এরকম কিছু ফান্ডা বোধহয়।
  • san | ২০ মার্চ ২০০৯ ২২:৪৭ | 123.201.53.141
  • আমি মোটা আর সরু ফন্ট দেখছি। ইয়ে মানে এটা কি হিপনোটিজম হচ্ছে? কে সে?
  • san | ২০ মার্চ ২০০৯ ২২:৪৬ | 123.201.53.141
  • না না , ওটা তো থার্ড টই। ওর আগের টইতে শ্যামলবাবুর নাম দেখ আর তার জাস্ট নিচে দেখ আজ্জোদার নাম কি সরু।

    SS লিখছেন আজ্জো .... হুম !
  • a x | ২০ মার্চ ২০০৯ ২২:৪৬ | 99.152.72.73
  • আমি ফন্ট সাইজ বড় দেখছি, বোল্ড না। দ কি বলতে চাইছে এসবই বিরোধী পক্ষের অপপ্রচার? সংগ্রামী মানুষদের থেকে আলাদা করে দেবার এক ঘৃণ্য প্রয়াস? তবে হতেই পারে সিআইএ কিম্বা সুসিলদের ষড়যন্ত্র। কিস্‌সু বলা যায়না।
  • dipu | ২০ মার্চ ২০০৯ ২২:৪৫ | 121.243.161.234
  • SS আসলে সুসিল সমাজ ঃ)))
  • d | ২০ মার্চ ২০০৯ ২২:৪৪ | 117.195.32.154
  • SS নামটাই তো ক্যাপিটালে লেখা। কাজেই বড়ই দেখাবে। তবে SS.... লিখছেন arjoটা বেশ খিল্লিযোগ্যই বটে।
  • Du | ২০ মার্চ ২০০৯ ২২:৪৪ | 71.252.226.146
  • বাংলায় কাকা কিকরে এল - অসমীয়াতে ওটা খুড়া
  • dipu | ২০ মার্চ ২০০৯ ২২:৩৯ | 121.243.161.234
  • আম্মো সব এক দেখছি।
  • arjo | ২০ মার্চ ২০০৯ ২২:৩৮ | 168.26.215.13
  • এটা বাগ। ঐ ইগলু টই এর ভজঘট নাম আমাদের যন্ত্র নিতে পারছে না। যা খুশি করছে। ওটায় হওয়া উচিত ছিল লিখছেন - SS, arjo অথছ দেখাচ্ছে SS--লিখছেন arjo। ওটাই ওর ওপরে থাকা আর নীচে থাকা টইএর মধ্যে বৈষম্য সৃষ্টি করছে। ব্যাটা সুসীল টই। ধরে খিল্লি দাও ওটাকে।
  • d | ২০ মার্চ ২০০৯ ২২:৩৮ | 117.195.32.154
  • অ্যাঁ!!???
  • san | ২০ মার্চ ২০০৯ ২২:৩৭ | 123.201.53.141
  • চোখের খুব কাছে এনে দ্যাখো তো।
  • d | ২০ মার্চ ২০০৯ ২২:৩৬ | 117.195.32.154
  • কি বিপদ! আমি তো একই দেখছি সবকটা।
  • san | ২০ মার্চ ২০০৯ ২২:৩৩ | 123.201.53.141
  • আরে তাই তো। প্রথম দুটো টই তে নামগুলো বোল্ড আসছে এখন , বাকিগুলো তো না !

    এটা মনে হয় ইচ্ছে করে করা নয়।নাকি?
  • a x | ২০ মার্চ ২০০৯ ২২:২৮ | 99.152.72.73
  • মানে ঐ সর্বশেষ আপডেটিত টই লিস্টে।
  • a x | ২০ মার্চ ২০০৯ ২২:২৬ | 99.152.72.73
  • আচ্ছা এরকম কিছু কল করা হয়েছে কি, যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে করা পোস্ট গুলোতে নামগুলো একটু বড় দেখাবে, তার আগের গুলো ছোট? ক'দিন থেকে এটা দেখছি, টিম কি এটাকেই বোল্ড বলেছিল?
  • d | ২০ মার্চ ২০০৯ ২২:০৭ | 117.195.32.154
  • "অনন্যশরণো ভব'
  • Du | ২০ মার্চ ২০০৯ ২২:০১ | 71.252.226.146
  • সবশেষের লাইনটা কি?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত