এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • h | ২৪ মার্চ ২০০৯ ১১:৪৩ | 203.99.212.224
  • ছিল। কিন্তু সেটা সায়ন র কে করবে না স্যান ব্ল্যাংকি কে করবে আর কোনটার ফর্ম আর কন্টেন্টের দ্বন্দ্ব কি ভাবে মিটবে এটা সম্পর্কে ব্রড তৃতীয় কনসেনশাস তৈরী করে নেওয়ার জন্য আমরা একটু আলোচনা করছি।
  • san | ২৪ মার্চ ২০০৯ ১১:৪৩ | 123.201.53.131
  • আরে আমি কি করলাম শিবুদা। আমি তো সামারি লিখছিলাম শুধু। গল্প তো কালকের। সেটাও সায়ন্দার নিজের মুখে বলা। এত সহজে বিবমিষ হলে কিকরে চলবে?
  • Tim | ২৪ মার্চ ২০০৯ ১১:৪০ | 71.62.2.93
  • কিরম স্নেহ ওগুলো? সম্পৃক্ত না অসম্পৃক্ত? ;-)
  • Bhuto | ২৪ মার্চ ২০০৯ ১১:৪০ | 203.91.207.30
  • ঃ-)
  • Bhuto | ২৪ মার্চ ২০০৯ ১১:৪০ | 203.91.207.30
  • বোধিদা, এই তোয়ালে সংক্রান্ত ব্যপারটা কি মেল করা উচিৎ ছিল?
  • sibu | ২৪ মার্চ ২০০৯ ১১:৩৯ | 71.106.244.161
  • শরচ্চন্দ্রীয় নায়িকাদেরই তো ভয় পাবার কথা। একবার ধরলে আর ছাড়বে না। বাবা গো।
  • Bhuto | ২৪ মার্চ ২০০৯ ১১:৩৮ | 203.91.207.30
  • ঐ দেখো, বেড়ানোর মধ্যেও দল? সিপিয়েম? আরে কেরালাতেও তো সিপিয়েম ঘোরে? তো? সাবজেক্ট এ রাজনীতি এসে গেলেই আর গভীরে যাওয়া হয় না। আসল কথা হচ্ছিল পঃবঃ ট্যুরিজম তোয়ালে পরে থুড়ি কাজ করে কিনা।
  • h | ২৪ মার্চ ২০০৯ ১১:৩৮ | 203.99.212.224
  • ফস্টির সঙ্গে নস্টির ইয়ে মূলক ব্যাপার গুলো আমরা কাল পজ্জন্ত তোয়ালে দিয়ে ঢেকে রেখেছিলাম। জাস্ট প্রথম বর্ষা, ভিজে মাটির গন্ধ ইত্যাদি ক্লাসিকাল লিটেরাল কনস্ট্রাক্টের স্যাংকটিটির কথা ভেবে। তাই বলে কি বলেছি, তার পরে আর এগুবে না, আষাঢ়স্য প্রথম দিবসের কি কালে কালে ভরা ভাদর হতে তেমন বারণ আচে?
  • Arijit | ২৪ মার্চ ২০০৯ ১১:৩৭ | 61.95.144.123
  • দামি এক্সক্লুসিভিটি উইথ এথনো টাচ্‌ - জ্জিও মামা।
  • Arijit | ২৪ মার্চ ২০০৯ ১১:৩৬ | 61.95.144.123
  • এই সবুজটা এক এক জায়গায় এত আলাদা যে দেখে চমকাতে হয়। তবে আমার দেখা সেরা সবুজ ইংল্যাণ্ডে - ওরকম সবুজ মাঠঘাট-ফার্মল্যাণ্ড আমি অন্য কোথাও দেখিনি সুইজারল্যাণ্ড ছাড়া। আমেরিকাতেও অনেক সবুজ - ধু ধু মাঠ - কিন্তু ইংল্যাণ্ডের সবুজে চোখ জুড়িয়ে যায়।
  • dipu | ২৪ মার্চ ২০০৯ ১১:৩৪ | 207.179.11.216
  • ত্রিপিটকে চপ্পলে শুঁয়োপোকা চেপ্টানো স্ট্রিক্টলি বারণ করা হয়েছে।
  • quark | ২৪ মার্চ ২০০৯ ১১:৩৪ | 202.141.148.99
  • কারণ "স্নেহ সর্বদা নিম্নগামী"...
  • sibu | ২৪ মার্চ ২০০৯ ১১:৩৩ | 71.106.244.161
  • আরে স্যানের আজকে হল কি? প্রথমে পঃবঃ ট্যুরিজমকে তেড়ে গালাগালি। তাপ্পর সায়নের খোলা তোয়ালের ডেসক্রিপশন দিয়ে যাবতীয় স্ট্রেট পুরুষমানুষের বিবমিষা উদ্রেক। সর্বশেষে নিজের পদযুগলের দিকে দৃষ্টি আকর্ষণ।
  • h | ২৪ মার্চ ২০০৯ ১১:৩৩ | 203.99.212.224
  • স্যানের যেটা মেন চাই, সেটা হল, দামী এক্সক্লুসিভিটি, সঙ্গে একটু এথনো টাচ। সুন্দরবনে তাজবেঙ্গল। লবিতে ওয়েল বিহেভড বাঘিনীরা, ইংরেজিতে কফি বা শাড়ি বা ইম্পোর্টেড বিয়ার রেকমেন্ড করবে। করতে করতে কনটেক্‌স্‌চুয়াল ইনফর্মেশন হিসেবে, একদিন স্থানীয়দের ডুবে ডুবে মীন ধরা দেখাবে আর ফিরে এসে ডিনারে বোঝাবে, আমরা কেন জীবন জীবিকার স্বার্থে মাঝে মাঝে মানুষ খাই ;-)
  • san | ২৪ মার্চ ২০০৯ ১১:৩৩ | 123.201.53.131
  • তবে হ্যাঁ। কালকের ভাট পড়ে আমার একখান প্রশ্ন জেগেছে বটে।

    ব্ল্যাংকির জন্য লোকে 'স্নেহময়ী' কেন খুঁজছিল? মানে স্নেহ দিয়ে কি হবে? দেশ থেকে কি প্রেম ফস্টিনস্টি সিডাকশন সব উঠে গেছে ? যে আজকের যুবসমাজকে স্নেহ দিয়ে কাজ চালাতে হচ্ছে???

    না শরচ্চন্দ্রীয় নায়িকার বাইরে অন্যকিছু ভাবতে বাঙালী এখনো ভয় পায়?
  • Blank | ২৪ মার্চ ২০০৯ ১১:৩২ | 170.153.65.23
  • পঃ বঙ্গের ট্যুরিসমের সাইট গুলো খুব ই বাজে। ওদেখে কারোর পক্ষে কিস্যু বোঝা সম্ভব না।
    উঃ বঙ্গ, মানে ডুয়ার্স থেকে শুরু করে ওপরের দিকটা ছারা ঘোরার কিছু নেই (গোর্খা ল্যান্ড হলে ওটও পঃ বঙ্গের বাইরে চলে যাবে)।
    বাকি বঙ্গের landscape বেশ বাজে। সবুজের খুব অভাব (ও যতই আমার সোনার বাংলা বলনা কেন)। কেরালা দিকে যে ঘন সবুজ, অমনি বাংলায় কোথাও দেখি নি। এমনকি ভারতের ই খুব কম জায়গায় দেখেছি। অত্যধিক কৃষি, আর পশু পালন স্বাভাবিক vegitation আটকে দিয়েছে। তার ওপর অত্যদিক জনসংখ্যা।
    মুর্শিদাবাদ বা বাঁকুড়ার মতন জায়গা কে ভালো ট্যুরিস্ট স্পট করতে হলে আগে কিছু মোমবাতির কারখানা দরকার। অনেক মোমবাতি মিছিল বেড়োবে।
  • Arijit | ২৪ মার্চ ২০০৯ ১১:৩২ | 61.95.144.123
  • কমপ্লেক্সে ভুগছে না সদ্য "কাঁটা লাগা' দেখেছে?
  • sayan | ২৪ মার্চ ২০০৯ ১১:৩১ | 160.83.96.81
  • অ্যাডাল্ট গল্প? অ, বুঝিছি। তোয়ালে শুনলেই মনের গোচরে হুঁ হুঁ ... না??

    দীপু কখনও চপ্পলে শুঁয়োপোকা চিপ্টে মারোনি?

    এই সিফি কাঁটা নিয়ে একটা কমপ্লেক্সে ভুগছে ঃ((
  • saikat | ২৪ মার্চ ২০০৯ ১১:২৯ | 202.54.74.119
  • অবশ্য বাঙালী যে টুরিসম পারে না, সেটা ভুল। একটু বেশীই পারে, কখে্‌না কখনো। যেমন দীঘা। জায়গাটা শেষ।
  • h | ২৪ মার্চ ২০০৯ ১১:২৮ | 203.99.212.224
  • ঃ-))))))))))))
  • sinfaut | ২৪ মার্চ ২০০৯ ১১:২৭ | 203.91.193.5
  • ভ্রমনসঙ্গীর থেকে বেশি কিছু করতে গেলেই সেটা মনমোহিনী শাইনিং ইন্ডিয়ার আওতায় এসে যাবে।
  • san | ২৪ মার্চ ২০০৯ ১১:২৭ | 123.201.53.131
  • প্লেটোনিক মাই ফুট। উদোম গা, খোলা তোয়ালে, গায়ে কাঁটা দেওয়া , এত কিছুর পরে বলে কিনা প্লেটোনিক ! তাহলে আর সেনসুয়াস কারে কয়?
  • dipu | ২৪ মার্চ ২০০৯ ১১:২৬ | 207.179.11.216
  • আর শুঁয়োপোকার ক্বাথ সবুজ হতে যাবে কেন?
  • Arijit | ২৪ মার্চ ২০০৯ ১১:২৬ | 61.95.144.123
  • নিউকাসল। ব্ল্যাংক ওখেনে থাকে না;-)
  • san | ২৪ মার্চ ২০০৯ ১১:২৬ | 123.201.53.131
  • একখানা ভ্রমণ সঙ্গী লিখলেই টুরিজম প্রোমোট করার কাজ শেষ?

    এই না হলে সিপিএম।
  • h | ২৪ মার্চ ২০০৯ ১১:২৫ | 203.99.212.224
  • পশ্চিম বঙ্গ কেন নিউ কাসল বা কেরালা হয়ে উঠছে না এই ডিবেট প্রায় ভারত কেন আমেরিকা বা ভেনেজুয়েলা হয়ে উঠছে না টাইপের মিনিং ফুল;-)
  • Arijit | ২৪ মার্চ ২০০৯ ১১:২৫ | 61.95.144.123
  • ভ্রমণসঙ্গীতে অনেক আছে - সেটা ঠিক। কিন্তু তাও আমি যাবো না।
  • dipu | ২৪ মার্চ ২০০৯ ১১:২৫ | 207.179.11.216
  • দীঘা কি আর দীঘা থাকবে গা, ও যে গোয়া হয়ে যাবে!! আর বেশি দেরি নেই।
  • sinfaut | ২৪ মার্চ ২০০৯ ১১:২৩ | 203.91.193.5
  • কাঁটা বেছে?
  • Arijit | ২৪ মার্চ ২০০৯ ১১:২৩ | 61.95.144.123
  • নাঃ এখনও "সেল' হল না - মানে ওইরকম ছায়া সুনীবিড় শান্তির নীড় আমার পছন্দের ট্যুরিস্ট স্পট নয়। আমি কি করবো? ঃ-((

    তবে পঃবঃ ট্যুরিজমের সাইটটি যে অতি বালের সেটা মনে হয় কদিন আগেই লিখেছিলুম।
  • h | ২৪ মার্চ ২০০৯ ১১:২৩ | 203.99.212.224
  • প্লেটোনিক কই, আমি তো রীতিমত অ্যাডালট গপ্পের সম্ভাবনা দেখতে পাচ্ছিলুম, 'রোমাঞ্চ' কি সোজাকথা ;-)
  • sayan | ২৪ মার্চ ২০০৯ ১১:২২ | 160.83.96.81
  • যে/যারা আমার নামের আগে র/বাৎ ইত্যাদি লাগিয়ে, প্লেটোনিক সম্পর্ক স্থাপন করে আমোদিত হয়েছে তাদের্সবার্জন্য রইল জংলি শুঁয়োপোকার একবাটি সবুজ সতেজ ক্বাথ।
    বঁ অ্যাপেতিত।
  • h | ২৪ মার্চ ২০০৯ ১১:২১ | 203.99.212.224
  • একটা হাতের কাছে ভ্রমণ সঙ্গী থাকলে দেখানো যেত প্রচুর গ্রাম প্রোমোট করা হয়েছে। সমস্ত জায়্‌গায় অসংখ্য লোক গিয়ে তেড়ে মাংস ভাত আর মাছ ভাত পেঁদিয়ে আসছে। বলতে পারো, সেক্সি ট্যুরিস্ট স্পট হিসেবে তুলনায় কিছু কম জায়্‌গা হয়েছে। চা বাগানে গিয়ে থাকলে বা মন্দার্মণির দামী হোটেলে গিয়ে থাকলেই হয়। লোকের কড়ি ফেলার অভ্যেস বাড়লেই, সে সব তৈরী হবে।

    স্যানের পশ্চিমবঙ্গের উপরে রাগটা বেসিকালি ভিত্তিহীন। ঘুরে দেখে নি।

    আমি সিবুদার সঙ্গে একমত যে এখানকার গ্রাম সুন্দর। কিন্তু অপরিচিত সুন্দর দেখতে চাওয়াটাই তো ট্যুরিজমের মূল মোটিভেশন। আমি সারাজীবন এইরকম জায়্‌গায় বেড়াতে চাই, যেখানে চাইলেই মাছ ভাত পাওয়া যাবে না ;-)
  • saikat | ২৪ মার্চ ২০০৯ ১১:১৯ | 202.54.74.119
  • যেমন এইটা - সবুজ বন। অজয় নদীর পাড়ে।

    http://travelphotos.co.in/sabujban/#more-216

    এ রকম তো আরো করা যায়। হচ্ছে, তবে অতি অল্প। দীঘার আগে তাজপুর বলে একটা জায়গা ডেভলপ হচ্ছে।
  • sayan | ২৪ মার্চ ২০০৯ ১১:১১ | 160.83.96.81
  • অজ্জিদ্দা মনে হয় কখনও কেরালায় যায় নি। একবার ঘুরে এসো; নারকেল গাছের সারির মাঝে একফালি মেঠো এবং পরিচ্ছন্ন আলপথ, পাশে বয়ে যাওয়া শান্ত নদী, দিগন্তবিস্তৃত ধানফসল - চারদিকে শুধু সবুজ। যাবে নাকি?
  • d | ২৪ মার্চ ২০০৯ ১১:১০ | 203.143.184.11
  • গোয়া রাজ্যে বেশ কিছু গ্রামে ৩০০ - ৪০০ বছরের পুরানো পুরানো বাড়ীতে রীতিমত পর্তুগীজ স্টাইলে থাকতে দেয়। মানে সেই পরিবারগুলোর ওটাই সোর্স অব ইনকাম। ঐ খাঁটি পর্তুগীজ স্টাইলে থাকা ও খাওয়ার জন্য বহু লোক যায়।

    GMVN আর KMVN এর ওয়েবসাইট থেকেও WBSTC র তুলনায় বেশী তথ্য পাওয়া যায়।
  • san | ২৪ মার্চ ২০০৯ ১১:০৯ | 123.201.53.131
  • ধুর আমার মাথায় অত প্ল্যান আসেনা। কিন্তু সারা পশ্চিমবঙ্গে কারোরই আসেনা এ তো হতে পারেনা রে ভাই।
  • san | ২৪ মার্চ ২০০৯ ১১:০৮ | 123.201.53.131
  • ওয়াটার স্পোর্টস। স্পা, আয়ুর্বেদ।
  • Arpan | ২৪ মার্চ ২০০৯ ১১:০৭ | 216.52.215.232
  • শিবুদার ১০ঃ৫৩-এর পোস্টের সাথে সম্পূর্ণ একমত। অরিজিত একদিন ভোরভোর হাওড়া-খড়গপুর লাইনের ট্রেন ধোরো আর জানলার পাশের সিট নিও।
  • sayan | ২৪ মার্চ ২০০৯ ১১:০৭ | 160.83.96.81
  • স্যানের সঙ্গে একমত।
    পঃবঃ এর অনেক গ্রামের সাথে কেরলের ব্যাকওয়াটারের প্রচুর মিল। প্রভুদের সদিচ্ছা থাকলে এবং কর্মে অরুচি না থাকলে ট্যুরিজমে অবশ্যই ডিভেলাপমেন্ট হতে পারত।
  • Arpan | ২৪ মার্চ ২০০৯ ১১:০৫ | 65.194.243.232
  • পুকুর আছে? তাতে মাছ ধরার ব্যবস্থা করা যায়।

    নদী আছে? তাতে হাউসবোট ভাসানো যায়।

    ফাঁকা জমি আছে? তাতে আয়ুর্বেদিক ম্যাসাজ ইত্যাদির ব্যবস্থাসম্পন্ন স্পা বানানো যায়।

    মেন্টোস খাইলে আরো দিমাগ কি বাত্তি জ্বলিবে। তারপরে কাজ হবে কি হবে না সে অন্য প্রসংগ।
  • Arijit | ২৪ মার্চ ২০০৯ ১১:০৩ | 61.95.144.123
  • শিবকালীপুর বা নিশ্চিন্দিপুরের অনেক সুন্দর ছবি বইয়ে আঁকা হয়েছে - কিন্তু আমার আদৌ যেতে ইচ্ছে করে না। তো এরকম নিশ্চয় অনেকেই মনে করে।
  • Arijit | ২৪ মার্চ ২০০৯ ১১:০০ | 61.95.144.123
  • আচ্ছা একজন ট্যুরিজম অপারেটর হিসেবে দক্ষিণ বঙ্গের একটা গ্রামকে আমার কাছে "সেল' করো দিকি। আমি কেন গ্রাম দেখতে যাবো? পাহাড় আছে? ঝরনা আছে? জঙ্গল আছে? পেল্লায় দুর্গ আছে?
  • san | ২৪ মার্চ ২০০৯ ১০:৫৭ | 123.201.53.131
  • এদিকে তো কত্ত গ্রামকে টুরিস্ট স্পট হিসেবে প্রোমোট করা হয়। শুধু কেরালা কেন কর্ণাটকের এই যে কুর্গ ডিস্ট্রিক্ট বা শিমোগা ডিস্ট্রিক্ট। এর মধ্যে কত্ত কত্ত গ্রামকে টুরিস্ট স্পট হিসেবে প্রোমোট করা হয়েছে। 'কি করে করবে' র জন্য তো করার ইচ্ছে থাকতে হবে আগে।
  • Arijit | ২৪ মার্চ ২০০৯ ১০:৫৪ | 61.95.144.123
  • গ্রাম দেখতে কজন যায়? আর কেনই বা যাবে? গ্রামকে ট্যুরিস্ট স্পট হিসেবে প্রোমোট করাই বা হবে কি করে?
  • nyara | ২৪ মার্চ ২০০৯ ১০:৫৩ | 64.105.168.210
  • চোপ, বিপ্লব চলছে।
  • sibu | ২৪ মার্চ ২০০৯ ১০:৫৩ | 71.106.244.161
  • কেরালার ব্যাকওয়াটার দেখেছি। খুব সুন্দর। কিন্তু পঃবঃ গ্রামগুলি এর চেয়ে কম সুন্দর নয়।
  • san | ২৪ মার্চ ২০০৯ ১০:৫৩ | 123.201.53.131
  • যত্তসব। কেরালার টুরিজ্‌ম ডেভেলপ করেছে মেরেকেটে বছর দশেক হবে। তোমরা কি বলতে চাও দশ বছর আগে হঠাৎ করেই সুন্দর সুন্দর জায়গা গজিয়ে উঠেছে? আর যদি সুন্দর জায়গা থাকলেই আপনাআপনি টুরিজম ডেভেলপ করে যায় তো কেরালায় এদ্দিন করেনি কেন?

    বেসিকালি পঃ বঙ্গে কাজ করবার তো কেউ নেই।
  • h | ২৪ মার্চ ২০০৯ ১০:৪৪ | 203.99.212.224
  • কেরালার ট্যুরিজম ভালো, তার একমাত্র কারণ কেরালার মত সুন্দর জায়গা খুব কম। এছাড়া মিডিয়া হাইপ যেটা ওরা যত্ন করে করেছে, সেটাকে সাসটেন করতে পারছে, জায়্‌গা গুলো জাস্ট ব্যাপক সুন্দর বলে। চোখ ধাঁধানো সুন্দর মাইরি। যাইনি, শুধু ফিল্ম দেখেছি। বন্ধুর তোলা। ইনক্রেডিবল।
  • san | ২৪ মার্চ ২০০৯ ১০:৪৪ | 123.201.53.131
  • কেরালা আমি বার তিনেক গেছি - দুবার চাদ্দিন করে আর একবার পনেরো দিনের টুর। দুর্দান্ত। পারলে আরো বার দশেক চলে যাই। তবে জল না ভাল লাগলে চাপ।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত