এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • sibu | ২৫ মার্চ ২০০৯ ১০:৪২ | 71.106.244.161
  • অজ্জিতকে দ ক্যালাবে শুনে বাকী শিশুরা নীরব।
  • d | ২৫ মার্চ ২০০৯ ১০:৩৬ | 203.143.184.11
  • এইবার অজ্জিতকে আমি বেধড়ক ঠ্যাঙাবো। মাক্কালি ...........
  • h | ২৫ মার্চ ২০০৯ ১০:২১ | 203.99.212.224
  • আমি ভাবলাম, আমার জ্বালাময়ী বক্তৃতাটা কোথাকার কে নেপো ওয়াই এসে মেরে দিয়ে চলে গেল।
  • h | ২৫ মার্চ ২০০৯ ১০:২০ | 203.99.212.224
  • ও।
  • sinfaut | ২৫ মার্চ ২০০৯ ১০:২০ | 203.91.193.5
  • এইবার দেখছি হানুদা আগের কোনো পোস্ট পছন্দ না হলে পুরো পোস্টটাকেই বাগ বলে দেবে। ঃ-))
  • Arijit | ২৫ মার্চ ২০০৯ ১০:১৭ | 61.95.144.123
  • বাগ নয় হে - টাইপো। দুটো key জাস্ট ওপর নীচে - কাজেই...
  • Arijit | ২৫ মার্চ ২০০৯ ১০:১৬ | 61.95.144.123
  • এই যে এইটা - http://geocities.com/sayankb/maratha/ - বিষয় বেঁটেখাটো মারাঠারা কি করে দৌলাতাবাদের সিঁড়িতে উঠতো।
  • h | ২৫ মার্চ ২০০৯ ১০:১৩ | 203.99.212.224
  • একটা আজব বাগ রয়েছে টই তে। আমার একটা পোস্ট এ আমার নাম এইচের বদলে ওয়াই দেখাচ্ছে।
  • lcm | ২৫ মার্চ ২০০৯ ১০:১১ | 69.236.175.23
  • কোথায় অ্যানিমেশন? লিংক?
  • Arijit | ২৫ মার্চ ২০০৯ ০৯:৪৭ | 61.95.144.123
  • রবাহুত-র অ্যানিমেশনের একখান কালেকশন বানিয়ে গুরু-তে রেখে দিতে পারো। বুবুভা/কুটকচা৯ ইত্যাদির কথাও ভাবতে পারো - অ্যানিমেশন দিয়ে।
  • baps | ২৫ মার্চ ২০০৯ ০৯:০৮ | 203.199.41.181
  • আরেনাঃ ব্যাপক হয়েছে রবাহুত। একখান বানালে হয়। এই রিসেসান এর বাজারে পেট্রল বাঁচাতে ভালই চলবে। তারপর দুষন রোধ এর নতুন প্রয়াস বলেও চালান যাবে।
  • santanu | ২৫ মার্চ ২০০৯ ০৭:৫৭ | 82.112.6.2
  • রোকেয়া ধন্যবাদ KGP র খবরটার জন্য। শালা আবাপ, By habit লিখে দিয়েছে 'ছাত্রদের দুই গোষ্ঠীর বিবাদ"

    মনমেজাজ এমনিতেই ভালো, আজ কলকাতা যাওয়া, আরো ভালো হলো।
  • RATssss | ২৫ মার্চ ২০০৯ ০৫:০২ | 24.24.228.247
  • এই যে, সবাইকে রুহান হাম্পি দিয়েছে। নামের বানান নিয়ে কটাক্ষ করায় দমদিকে বুড়ো-আঙুল দেখিয়েছে। পামিতাদির দেওয়া ডাকনামটাও রুহানের খুব পছন্দ হয়েছে।

    যাদের অক্কুট নেই, তাদের জন্য ছবি রইল পিকাসাওয়েবে।
    http://picasaweb.google.com/RATssss/Ruhaan# নজর রেখো এখানেই, পরে আরো ছবি অ্যাডানো হবে ঃ-)
  • Tim | ২৫ মার্চ ২০০৯ ০২:৪৩ | 198.82.167.98
  • বাংলা দেখা যাচ্ছে না। ঃ(
    রবাহূত, অসা হয়েছে। ঃ)
  • ranjan roy | ২৫ মার্চ ২০০৯ ০২:২৩ | 122.168.26.178
  • অপ্পন ও বি,
    না ভাই, আমার জ্বলেনি। কোনো সন্দেহ নেই আমাদের ক্লাসিক্যাল ব্যাংকের চাকরিতে খাটুনি ও গণতান্ত্রিক অধিকারঃ)))) নিওক্লাসিক্যাল আইটিদের চেয়ে অনেক কম।
    আমার বড়মেয়ে আধা-আইটিওলা। অর্থাৎ গেমিং ইন্ডাস্ট্রিতে থ্রি-ডি অ্যানিমেশন করে। খানিকটে রবাহুত যেমন বানিয়েছেন -ঐ জাতের।
    এমনিতে পাঁচদিনের হপ্তা। কিন্তু অধিকাংশ শনিবারে প্রোজেক্ট আছে বলে কাজ করতে হয়। দরকার মত সারারাত্তির ল্যাবে থাকতে হয়।
    দুমাস চাকরি চলে গিয়ে বেকার ছিল। এখন দিল্লিতে পেয়েছে। কিন্তু ওর দুঃখ আর্টিস্টদের কোন ইজ্জৎ নেই। শুধু আইটি প্রোগ্রামারদের আছে। আট ঘন্টা কাজ করতে হবে। কিন্তু
    টাইম ট্র্যাকার লাগানো আছে। মাউস না নড়লে টাইম ট্র্যাকার নড়বে না। ফলে তুমি কম্পোজিশন নিয়ে ভাবতে পারবে না।ঃ)))

    অপ্পন,
    আমার সমস্যাটা একটু সময় লাগবে। কিন্তু মর‌্যালি ভাল জায়গায় আছি। জল-আলো এসেছে। যদিও ফুলের টবগুলো নীচে বাগানে পড়ে আছে।
    তবে আমরা হাসিমুখে হেঁড়ে গলায় গান গেয়ে বন্ধুবান্ধব-নাটকের দলের-ব্যাংকের লোকজনের যাতায়াত মিলিয়ে বেশ আছি। ফলে ওদের জ্বলছে। বিল্ডারের সাথী এক সর্দার যে একটা ফ্ল্যাট ও কিনেছে রোজ রাত্তিরে পার্কিং স্পেসে ক'জন মোসাহেব জুটিয়ে খোলাখুলি বসে ড্রিংক করছিলো। আমার স্ত্রী খোলা জায়গা ছেড়ে নিজের ঘরে গিয়ে খেতে বলায় কোন কাজ হয়নি।
    গত তিনদিন ধরে রাত এগারটার সময় উনি যখন কুকুর ঘুরিয়ে আনেন তখন ওদের মজলিশের সামনে গিয়ে কোনকথা না বলে চুপচাপ দাঁড়িয়ে মিনিট দুয়েক খালি সর্দারজীর চোখের দিকে তাকিয়ে ছিলেন। ওরা অস্বস্তিবোধ করে একটু পরে বোতল-গ্লাস নিয়ে গাড়িতে করে অন্য কোথাও যাচ্ছিল। এখন পুরোপুরি বন্ধ হয়েছে। আমাদের দেখে জোরেজোরে কথা হাহা-হিহি বন্ধ। বারকয়েক পুলিস এসে ওদের খোঁজ করায় ওরা স্টেটমেন্ট দেবার বদলে লুকিয়ে পড়েছে।
    আস্তে আস্তে কর্পোরেশন থেকে অ্যাপ্রুভড প্ল্যান এসব বের করে আন অথরাইজড্‌ কন্সট্রাকশন, ইজমেন্ট, হ্যারাসমেন্ট, কনজুমার কোর্ট --এগুলো করবো। কাগজ তৈরি করছি।
    তবে আজ ভালো ভাবে খেয়ে পরে থাকতে কোন অসুবিধে হচ্ছে না।
    ফলে- নো টেনশন্‌।
  • m | ২৫ মার্চ ২০০৯ ০১:৪৪ | 12.217.30.133
  • রবাহুত, দিব্যি হয়েছে।
  • Blank | ২৫ মার্চ ২০০৯ ০১:৩০ | 59.93.254.169
  • রবাহুত, ঐ মারাঠি ক্যারেকটারের ছবিটা কি ভাবে করলেন? হাতে আঁকা? যদি তাই হয় তো কি ভাবে আঁকলেন? কোনো সফট ওয়ারে নাকি অন্য কোনো মেথডে?
  • Du | ২৫ মার্চ ২০০৯ ০১:০৩ | 74.7.148.7
  • এইবারে কি আক্ষরিক অর্থে সাদা কলার কালো হাতের বিরুদ্ধে স্লোগান উঠতে চলছে ??
  • pi | ২৫ মার্চ ২০০৯ ০১:০২ | 128.231.22.89
  • test
  • m | ২৫ মার্চ ২০০৯ ০০:৩৭ | 12.217.30.133
  • আমরা ছোট বেলায় টিনটিন কে একটা গান শিখিয়েছিলাম-
    আমাদের বিপ্লগি কাজের নেতিত্তে,কেন্দ্যীয় শক্তি বলো কে?
    জানি জানি ভারতের কমিউনিস্ট পার্টি,মাক্‌স্‌বাদী,নেলিনবাদী
    লিবারেশান(এইটা জোরে চেঁচিয়ে)
    ভাব টাব দিয়ে দিব্যি গাইতোঃ)
  • arjo | ২৫ মার্চ ২০০৯ ০০:৩৪ | 168.26.215.13
  • অদ্ভূত একটা মিটিং করে এলাম। আমরা এখন একটা কাজ করছি যার জন্য কিছু কাজ অফশোরে পাঠাতে হবে। টাকার অংকটা খুবই কম। তা মিটিঙে এক বস জাতীয় লোক হঠাৎ খুব খেপে গিয়ে বললে দুই সপ্তাহ আগে লোক তাড়ানো হয়েছে কারণ বাজেট নেই অথচ এখন আমরা ইন্ডিয়াতে কাজ পাঠাচ্ছি? সম্পূর্ণ আনএথিকাল। আমি এই মিটিং ছেড়ে বেরিয়ে যাচ্ছি। সবাই বাকরুদ্ধ, কারণ কেউই এই জাতীয় কমেন্ট এক্সপেক্ট করে নি। মিটিং তারপরেও চলল কিন্তু কেমন একটা চাপা টেনশন।
  • b | ২৫ মার্চ ২০০৯ ০০:০২ | 117.193.36.58
  • আমাদের এই শুক্কুরবার তেলুগু নববর্ষ উপলক্ষে ছুটি আছে। তাছাড়া শনি রবি....
    এছাড়াও ছুটি পাই তামিল নববর্ষ, ওনাম গনেশ চতুর্থী ইত্যদিতেও।

    কারুর জ্বলল কি?
  • Arpan | ২৪ মার্চ ২০০৯ ২৩:৫৭ | 122.252.231.12
  • ও রঞ্জন্দা, এইগুলান আমাদেরো নাই। উপরন্তু সন্ধ্যা ছ'টায় বাড়ি আসা নাই। বাড়ি এসে পড়লে পরিবারের সাথে সময় কাটাবার উপায় নাই। শুক্কুরবারের আগে উইকেন্ডে বেড়াতে যাবার প্রোগ্রাম ফাইনাল করিবার হিম্মত নাই।

    সে যাগ্গে, আপনাদের সমস্যার সুরাহা হল কিছু?
  • rokeyaa | ২৪ মার্চ ২০০৯ ২৩:৪২ | 203.110.243.21
  • আম্রা আরো সোসিত। আমাদের অফিশিয়াল ছুটি ১২ টা, এরা তাও দেয় না ঃ(
    আম্রা নাকি ছুটির দিনে ল্যাবে থেকে গবেষণার জন্য টাকা পাই!
  • ranjan roy | ২৪ মার্চ ২০০৯ ২৩:৩৭ | 122.168.68.2
  • সব শ্যালকেরা চাদ্দিন ছুটি লড়িয়ে সোসিত হইতাছে!
    এরা কোন দেশে সোসিত? আলাস্কায় না কামচাটকায়?
    সবচেয়ে সোসিত আমরা ব্যাংককর্মীরা।
    ছুটি নাই, ছুটি নাই!
    রাজ্য, কেন্দ্রীয় সব কর্মচারী শ্যালকদের ছুটি আছে, কিন্তু ব্যাংকের ভেড়ুয়াদের জন্যে এগুলি নেই। কেবল নেগোশিয়েবল্‌ ইন্সট্রুমেন্ট অ্যাকট্‌ এর অধীনে ছুটি ঘোষণা হলে তবে।
    ফলে আম্বেদকরের বা হজরত মহম্মদের জন্মদিনে ছুটি নাই। ভাইফোঁতায় নেই, মহাস্টমীতে নেই, মহালয়ায় নেই। জন্মাস্টমীতে নেই, গণেশপূজোয় নেই,রাখীতে নেই, গুড ফ্রাইডে, ইস্টার কিছুতে নেই। সরস্বতীপূজোয় নেই। বাবা ঘাসীদাসে নেই, রবিদাসে নেই, তুলসীদাসে নেই। রবীন্দ্রজয়ন্তীতে নেই, গান্ধীর মহাপ্রয়াণে নেই।বিশ্বকর্মা পূজোতে নেই।
    সারাবছরে গান্ধীজয়ন্তী, ১৫ আগস্ট, ২৬ জানুয়ারী ছাড়া আর মাত্র ১৮দিন ব্যাংক বন্ধ। সোসন আর কাকে বলে!
  • Bhuto | ২৪ মার্চ ২০০৯ ২২:৫৪ | 122.172.8.57
  • যাহ, কবিতীর্থ চলে গেলেন।
  • Bhuto | ২৪ মার্চ ২০০৯ ২২:৫১ | 122.172.8.57
  • আহ স্যর এখানে? আমি ভাবলাম শুধু পোলাপানেরা খেলা করছে এখন। স্যর একটা পদ্যের স্টাইলে ভোটের নাড়া, পিলিজ, ভোটের আগে আপনার গলায়, একবার হয়ে যাক।
  • Bhuto | ২৪ মার্চ ২০০৯ ২২:৫০ | 122.172.8.57
  • পারমিতাদি নেই বলে উত্তর দিচ্ছিলাম না, তবুও লিখি। আমি ঠিক ঠাক, খেলাধূলা করে বেড়াচ্ছি পাম্মিতাদি, তোমার খবর কি? দেখা যায় না ক্যান?
  • sayan | ২৪ মার্চ ২০০৯ ২২:৪৬ | 115.108.25.26
  • পায়ে স্প্রিং বাঁধা লোকটাকে এইমাত্র দেখলাম। বেশ ভালো হয়েছে।
  • rabaahuta | ২৪ মার্চ ২০০৯ ২২:৪২ | 117.96.41.132
  • এটা তো ফ্ল্যাশ এ তৈরি... তো (macromedia/ adobe)ফ্ল্যাশ খুলে একটু নাড়া ঘাঁটা করলেই বোঝা যাবে। টাইম লাইন থাকে, সিম্বল বানানো যায়, ঐসব আরকি। ফান্ডার কিছু নেই, একটু স্কিল বানানো শুধু।
  • rokeyaa | ২৪ মার্চ ২০০৯ ২২:৪২ | 203.110.243.21
  • তুমি নিশ্চয় পরাগ কে চেনো? ও হোস্টেলে আমার রুমমেট ছিলো।
  • dipu | ২৪ মার্চ ২০০৯ ২২:৪১ | 121.243.161.234
  • হেবি ঘুম পাচ্ছে
  • dipu | ২৪ মার্চ ২০০৯ ২২:৩৯ | 121.243.161.234
  • হ্যাঃ, ষেশ।
    আহামরি কিছু নয়। অথচ কত আশা ছিল। কত পেরাইজ পেয়েছে।
  • rokeyaa | ২৪ মার্চ ২০০৯ ২২:৩৫ | 203.110.243.21
  • সিনেমা শেষ?
    (সারাদিন কঠিন কঠিন নামের সিনেমা দেখলে সোসন হবে না?)
  • rokeyaa | ২৪ মার্চ ২০০৯ ২২:৩৩ | 203.110.243.21
  • রবাহুত, এই জিনিষগুলো শেখার ইচ্ছে আছে। কি করে শেখা যায়?
  • dipu | ২৪ মার্চ ২০০৯ ২২:৩৩ | 121.243.161.234
  • হুঁ, তখন বলা হয়নি, রবাহুতর ঐ নাপিয়ে নাপিয়ে সিঁড়ি টপকানোটা আমারো খুব ভাল লেগেছে।
  • rabaahuta | ২৪ মার্চ ২০০৯ ২২:২৬ | 117.96.41.132
  • ধইন্যবাদ সবাইকে (যাঁরা আমার পিঠ চাপড়েছেন আরকি)!
    অক্ষকে, না সেরকম কিছু নেই; আসলে গ্রাসাচ্ছাদনের জন্যে যেসব ডিজাইন আমাকে করতে হয় সেগুলো করে/করতে আমার নিতান্তই বমি পায়।
  • rokeyaa | ২৪ মার্চ ২০০৯ ২২:২৪ | 203.110.243.21
  • ওটা আবাপ ঢপ দিয়েছে। সুসিলরা আবার বিবাদ করে নাকি? আজ তো ক্লাসে সব স্যার এসে ব্যাখ্যা করলেন যে এতে কেরিয়ারে ক্ষতি হতে পারে।
  • d | ২৪ মার্চ ২০০৯ ২২:১৩ | 117.195.46.89
  • হ্যাঁ দেখে এলাম। ৩৭০৬ পাতায় আছে প্রশ্নটা।
  • d | ২৪ মার্চ ২০০৯ ২২:১০ | 117.195.46.89
  • শান্তনু KGP এবং মোমবাতি নিয়ে কি যেন একটা জিগ্যেস করেছিল। ঠিক প্রশ্নটা মনে পড়ছে না। আজ সকালের দিকে মনে হয় জিগিয়েছিল।
  • rokeyaa | ২৪ মার্চ ২০০৯ ২২:০২ | 203.110.243.21
  • কে এবং কি জিগ্যেস করেছে?
  • d | ২৪ মার্চ ২০০৯ ২১:৫০ | 117.195.46.89
  • এই রোকেয়া, শান্তনু কি জিগ্যেস করে গেল যে। উত্তর দেবে কে? অ্যাঁ?

    ভাল কথা, শুঁয়োপোকা কিন্তু বেশ ফটোজেনিক দেখতে। ব্ল্যাঙ্কি, ইপ্পি, এরা সব শুঁয়োপোকার ছবি তোলে না কেন?
  • dipu | ২৪ মার্চ ২০০৯ ২১:৪৬ | 121.243.161.234
  • ঐ স্টেট হলিডের দিনও আমি সোসিত হব ঃ-(
  • dipu | ২৪ মার্চ ২০০৯ ২১:৪০ | 121.243.161.234
  • মেডিটেরানিও
  • rokeyaa | ২৪ মার্চ ২০০৯ ২১:৩৬ | 203.110.243.21
  • কি সিনেমা?
    এত ছুটি নিলে সোসন কি করে হবে? অর্থনীতি টুক্রো টুক্রো হয়ে যাবে তো!
  • sayan | ২৪ মার্চ ২০০৯ ২১:৩৪ | 115.108.25.26
  • মঃবাঃ পর সোঃবাঃ, এর মধ্যে একটা শনি, একটা রবি, আরেকটা স্টেট হলিডে - তার্মানে দুদিন ছুটি। এর্পরেও ছটা সিএল ভোগে যাবে। সোসিতো হতে দে? হুঁঃ।
  • dipu | ২৪ মার্চ ২০০৯ ২১:৩৪ | 121.243.161.234
  • সিনেমা দেখছি।
  • rokeyaa | ২৪ মার্চ ২০০৯ ২১:৩২ | 203.110.243.21
  • কেউ নেই?
  • Bhuto | ২৪ মার্চ ২০০৯ ২০:৫৩ | 122.172.8.57
  • এই শোষণ কাটাতে তোকে শুষতে হবে, কয়েক গামলা অ্যালকোহল। তালেই ফিট।

    ওদিকে কাল যে আমার মামু অর্থাৎ DD র জন্মদিন সে খেয়াল আছে কারুর।
  • Bhuto | ২৪ মার্চ ২০০৯ ২০:৫১ | 122.172.8.57
  • যাক সিঁড়ির-রহস্যের সমস্যা রবাহূত মিটিয়ে দিয়েছে।

    হ্যাঁ বাড়ি চলে এসেছি , তবে খেলা কত্তি নয়। খেল খতম।

    ওহ হ ওগুলো ঘুঁটে ছেল? আমি ভাবলাম সোসিত হয়ে অজ্জিতদার মুখ লালচে এবং তারপরে কালচে মেরে গেছে সেটাই বোঝাতে চাইছে।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত