উহা 'ডন দম-বেন' কেই সাহস করে জিগ্যেস করুন! ঘোরালো উত্তর পেয়ে দমবেন না। :P
আমি যা জানিঃ মোটামুটি সামনের উইকেন্ড অব্দি খোলা থাকা উচিৎ। সার্ভে রেসাল্ট কিছু বিভাগের ভবিষ্যৎ নির্ধারণ করবে। প্রত্যেক-টা প্রশ্নের নম্বর / % সব্বার সঙ্গে শেয়ার করা হলে কিভাবে হবে, আমি শ্যিওর নই।
r | ৩১ মার্চ ২০০৯ ১৮:৩৪ | 125.18.104.1
মা! মা গো!
Arpan | ৩১ মার্চ ২০০৯ ১৮:৩২ | 216.52.215.232
দীপু, সান্দার অনেক গুপ্ত/সুপ্ত প্রতিভা আছে। সামান্য তেলুগু ভাষা তার কাছে এমন কী?
san | ৩১ মার্চ ২০০৯ ১৮:২৮ | 12.144.134.2
আর হ্যাঁ সৈকতদা সাধারণতঃ যা যা করেনি, বা করব বলে করেনি তার জন্য গাল খেয়ে থাকে। যা করেছে তার জন্য গাল দিতে বিশেষ দেখিনা। তাই কম্পেয়ার করা কি ঠিক হবে?
san | ৩১ মার্চ ২০০৯ ১৮:২৭ | 12.144.134.2
আমারও মূলতঃ সরিয়ে দেবার কথাটা শুনে খারাপ লেগেছে। একটা সার্ভে তো কাউকে কামড়ায়না। জাস্ট আমার পছন্দ হোলোনা বলেই তুলে নাও তুলে নাও করবার কি আছে? একজনের মতামতের জন্য একটা এফর্ট খামোখা তুলে নেবার কথা ভাবাই বা হয় কিকরে?
sinfaut | ৩১ মার্চ ২০০৯ ১৮:২৪ | 203.91.207.30
এর উত্তর হলোঃ সবাই তো এখানে এমনই করে। কোথায় কখন করে তা জিজ্ঞেস কোরো না।
আমারো পোড়া জিভ সুড়সুড় কচ্ছে। সার্ভে পছন্দ না হলে অংশগ্রহণ কোরোনা ও চাইলে সেইটা জানিয়ে দাও সবাইকে। কিন্তু যারা করতে চায় তাদের সেই সুযোগে বঞ্চিত করতে চাও কেন?
anaamik | ৩১ মার্চ ২০০৯ ১৮:২০ | 196.15.16.20
আমি বাইরে বেরোলে সবসময়েই জুতো পরি। প্রশ্ন-টা বললে হোতো না? সেই ভোর সাড়ে এগারোটায় আপিশে এয়েচি আর সন্ধ্যে সাড়ে নটার কল-টা সুন্দর করে কাটানো গিয়েছে :P
( প্রো-ম্যা-গুলো কী ইউনিয়ন-বাজ রে বাবা, একটার সঙ্গে লড়াই লাগলে সব কটা এসে আক্রমণ করে ! )
dipu | ৩১ মার্চ ২০০৯ ১৮:১৮ | 207.179.11.216
আমার ম্যাঞ্জার তেলুগু, বাংলা লিখতে পারে না।
Arpan | ৩১ মার্চ ২০০৯ ১৮:১৭ | 65.194.243.232
অ, এতদ্বারা জানা গেল, সায়নই দীপুর ম্যাঞ্জার।
h | ৩১ মার্চ ২০০৯ ১৮:১৭ | 203.99.212.224
নাঃ একটা কথা পরিষ্কার করে না বললে আমার জিভ সুড় সুড় করছে। এই সার্ভেটা গুরুচন্ডলির ইউজার হিসেবে আমার কাছে সম্পূর্ণ ইউজলেস বলে মনে হয়েছে। এটা আমার মতামত। সার্ভে কেন করা হয়েছে, সেটা সম্পর্কে যেহেতু কোন জাস্টিফিকেশন নাই, তাই আমার মতামতেরো কোন জাস্টিফিকেশন দেওয়ার কোন প্রয়োজন বোধ করছি না। আপাততঃ।
sayan | ৩১ মার্চ ২০০৯ ১৮:১৬ | 160.83.96.81
এক পেয়ালা চা আর এক পিরিচ চ্যানাচুর খায়া আসলাম।
dipu | ৩১ মার্চ ২০০৯ ১৮:১৫ | 207.179.11.216
ইস্স্স। দ্যাকো দিকি। খালি পেটে আবার পিত্তি পড়ে।
Arpan | ৩১ মার্চ ২০০৯ ১৮:১৩ | 65.194.243.232
ও, আপনি তো স্যার মাঝে মাঝে দয়া করে পায়ের ধুলো দ্যান। তাই গরীবের প্রশ্ন চোখে পড়ে না। ঃ P
Blank | ৩১ মার্চ ২০০৯ ১৮:১২ | 170.153.65.23
কেউ আমারে পাত্তা দিচ্ছে না। ইদিকে আজ আমি ভয়ানক শোষিত। এমনকি মাত্তর খান কয়েক লঙ্কার চপ আর কাশ্মীরি চপ খেয়েই ওপরে উঠে এসে কাজাচ্ছি। এমনকি একটার বেশী কুলপীও খাই নি তারপর ঃ(
Arpan | ৩১ মার্চ ২০০৯ ১৮:১১ | 65.194.243.232
আম্মো সোসিত। আমার ডেভেলপাররা সব চা-জলখাবার খেতে গেছে। এরপরে কানারাত্তিরে সব ভুলভাল ডিজাইন রিভিউ করতে বসাবে।
dipu | ৩১ মার্চ ২০০৯ ১৮:১১ | 207.179.11.216
ইনফ্যাক্ট আজ্জোদা বর্ণিত এই দ্বিতীয় সার্ভেটার দরকার আছে কিনা তাই নিয়েও একটা সার্ভে করা যায়।
anaamik | ৩১ মার্চ ২০০৯ ১৮:১০ | 196.15.16.20
কোন প্রশ্ন? টাইম, স্পেস ইত্যাদি ম্যানেজমেন্ট-এর সঙ্গে রিমোটলিও যদি জড়িত থাকে, তবে আমি তাতে জড়িত নই :D
h | ৩১ মার্চ ২০০৯ ১৮:১০ | 203.99.212.224
ওকে। পয়েন্ট টেকেন।
জেনেরালি জিসি এত ফর্মাল কি? সৈকত তো ব্যাপক পরিশ্রম করেছে গুরু নিয়ে আগে। আমরা তো তারে কেউ ই সমালোচনা করতে ছাড়ি না। ছাড়ি কি? কেউ ই কাউকে সমালোচনা করতে ছাড়ে কি? কোনো ইস্যুতে। আমার জেনেরালি সেটা-ই ভাল্লাগে। ইনফর্মালিটি র প্র্যাকটিস বলেই মনে হয়।
মাঝে মাঝে তোর রেগে যাওয়ার অভ্যেস আছে, আমরা জানি। নিজেদের মধ্যে এটা চলে। তাই এই সম্পর্কে খুব বেশি প্রোভোকড না হলে আর কিসু বলছি না।
arjo | ৩১ মার্চ ২০০৯ ১৮:০৮ | 168.26.215.13
এক মিনিট এক মিনিট। সার্ভের দরকার আছে কিনা সেই নিয়ে একটা সার্ভে করলে হয় না?ঃ)
অপ্পন, আসিতেছে আজকেই উত্তর পাবে। আমি ঠিক ক্লিয়ার ছিলাম না, উত্তরটা আমি দেব কিনা।
dipu | ৩১ মার্চ ২০০৯ ১৮:০৭ | 207.179.11.216
আম্মো। ওদিকে ম্যানেজার চানাচুর খেতে গেছে ঃ-((
Arpan | ৩১ মার্চ ২০০৯ ১৮:০৬ | 65.194.243.232
কিন্তু আজ্জো বা অনামিক কেউ নিজেদের সময় ও এনার্জি ব্যয় করে আমার প্রশ্নের উত্তর দিল না! আমার প্রশ্ন বেসিকালি পছন্দ হয়নি। ঠিকাছে। রোজ রোজ আর বলব না এই নিয়ে।
Blank | ৩১ মার্চ ২০০৯ ১৮:০৪ | 170.153.65.23
ভয়ানক শোষিত হচ্ছি
san | ৩১ মার্চ ২০০৯ ১৭:৫৮ | 12.144.134.2
এক মিনিট। সার্ভে ডিজাইন করতে তো লোকজনকে পরিশ্রম করতে হয়েছে। নিজেদের কাজকম্ম থেকে সময় বার করেই তারা সেগুলো করেছে। সময় এবং এনার্জি খরচ করে।অন্তত এইটুকু মনে রেখেও হনুদা এরকম বারবার এক কথা না বলতে পারো তো। তোমার পছন্দ হয়নি হয়নি।রোজ রোজ বলার কি আছে।
***আমি সার্ভের জন্য কোন কাজ করিনি। তবে যারা করেছে তাদের উৎসাহ দেখেছি। তাই খারাপ লাগছে।
h | ৩১ মার্চ ২০০৯ ১৭:১৬ | 203.99.212.224
ওকে।
r | ৩১ মার্চ ২০০৯ ১৭:১৪ | 125.18.104.1
কি দরকার! যে যেখানে আছে শান্তিতে থাকুক। হলুদ আলো। সানলাইট বার। প্রশ্নপত্র। ত্রিপিটক।
h | ৩১ মার্চ ২০০৯ ১৭:১১ | 203.99.212.224
বাই দ্য ওয়ে, সার্ভেটা সরালে হয় না?
Arpan | ৩১ মার্চ ২০০৯ ১৭:০৯ | 216.52.215.232
গুরুতে তিন অক্ষরের যুক্তবর্ণ সাপোর্ট করে না, স-ক-ল বা স-প-ল এগুলো কোনটাই লেখা যায় না। ব্যতিক্রম র-ফলা, য-ফলা, ঋ-ফলা ইত্যাদি।
sinfaut | ৩১ মার্চ ২০০৯ ১৭:০৭ | 203.91.207.30
বলেছি না কমিউনিস্ট পশ্চিমবঙ্গে বাস করে লোকে ভাববাদী হয়ে পড়ে। নিরামিষ খায়। ত্রিপিটক পড়ে। হায়, একি ডাইকোটমি।
arjo | ৩১ মার্চ ২০০৯ ১৬:৫৮ | 24.42.203.194
দেকো লোকে কত ফ্যাকড়া তোলে। আচ্ছা জেনেরিক করে নিন। কিন্তু কমরেড আইনস্টাইন মাথায় রাখতে গিয়ে যে গ্যালিলিওকে উড়িয়ে দিলাম। পশ্চিম প্রান্তে আর সূর্যোদয় হয় কি করে। ওসব উলুবেড়ের লোক কলকাতায় চাকরী করতে এলে কলকাতার ই হয়।
Arijit | ৩১ মার্চ ২০০৯ ১৬:৪৯ | 61.95.144.123
আইনস্টাইনকে ভুলে মেরে দেবেন না - স্থান এবং কাল যদি বদলায় তাহলে পাত্রও বদলাবে। সন্দেবেলা এবং উলুবেড়ে হলে সিঁফো না, ট্যাঁফো হবে;-)
arjo | ৩১ মার্চ ২০০৯ ১৬:৪৬ | 24.42.203.194
অ্যাঁ সিঁফো উলুবেড়ের! জানতাম না। ওটা পশ্চিম পড়ে নেবেন।
sayan | ৩১ মার্চ ২০০৯ ১৬:৪১ | 160.83.96.82
কনফিকার এর নতুন ভ্যারিয়েন্টটার কথা যত শুনছি তত পুলক জাগছে। এমন কোড লিখেও সুখ।
Arpan | ৩১ মার্চ ২০০৯ ১৬:৪১ | 65.194.243.232
আব্বে পচ্চিমে। উলুবেড়ে তো।
Arpan | ৩১ মার্চ ২০০৯ ১৬:৩৯ | 65.194.243.232
মেনেছিল তো। কিন্তু ওই পচা ব্যাঙ্কে কেন অ্যাকাউন্ট খোলো তাও জিগ্যেস করেছিল।
arjo | ৩১ মার্চ ২০০৯ ১৬:৩৮ | 24.42.203.194
সেই মায়াময় দিনেই ভাগীরথীর পূর্বপ্রান্তে এক নতুন সূর্য্যের উদয় হইবে, নাম তার সিঁফো - রুশোর পোস্ট কলোনিয়াল উত্তরাধিকার।
Arijit | ৩১ মার্চ ২০০৯ ১৬:৩৬ | 61.95.144.123
সেদিন খবরে দিয়েছিলো। আর আমি সেই যখন বলেছিলুম যে টাকা কাটে তখন কেউ মানেনি।
dipu | ৩১ মার্চ ২০০৯ ১৬:৩৬ | 207.179.11.216
ভাটিয়ালির কি হবে?
dipu | ৩১ মার্চ ২০০৯ ১৬:৩৬ | 207.179.11.216
সেই মায়াময় দিনে গুরু কি ছেপে বেরোবে?
Arpan | ৩১ মার্চ ২০০৯ ১৬:৩৫ | 65.194.243.232
পঃবঙ্গে বাস করলে এমন সব মানসকল্পছায়ায় আশ্রয় নিতে ব্যপক লাগে। ছ'মাসে ন'মাসে বাড়ি গিয়ে টের পাই।
এমন এক দিনের স্বপ্ন দেখি যখন মানুষ ইন্টার্নেট কি ভুলে যাবে, কীবোর্ড দিয়ে পিঠ চুলকাবে, কম্পিউটার ডাব্বার ভিতর পুরে রাখবে রান্নার মশলাপাতি। এসবই মায়া। সবই বয়ে যায়। আমারও বয়ে গেল।
anaamik | ৩১ মার্চ ২০০৯ ১৬:২৭ | 196.15.16.20
এঃ। এই জন্যেই ঐসব পচা শহরে থাকতে নেই।
টাঃঈঃ যথেষ্ট ভালো, অন্ততঃ রিলায়েন্স-এর মত নিজেদের তার নিজেরা চুরি করে সার্ভিসের বিল পাঠায় না। কানেক্শন দিব্যি স্টেব্ল্, তবে ১১ ঘন্টা পরে টাইম আউট হয়ে যায় ঃ-(। স্পিড ২৫৬ আন্লিমিটেড-এ ৩০-এর ওপরে নিয়মিত থাকে তো।
এয়ার্টেলের সার্ভিস অবশ্য আরো ভালো, কিন্তু আদ্ধেক জায়গায় যায় না। ঃ-(((
লোকে কোন্ ন কোন্ নগরে থাকবে, আর নিজেদের সমস্ত অভিজ্ঞতা জেনেরালাইজ করবে, যত্ত সব। :P
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন