এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Blank | ০৭ এপ্রিল ২০০৯ ১১:৪৩ | 203.99.212.224
  • আগামী কল্য আমার অডিট হ্যাজ
  • Arijit | ০৭ এপ্রিল ২০০৯ ১১:১৮ | 61.95.144.123
  • এখন অনেকেই এরকম করছে - নভেল-টভেলের পুরো ভার্চুয়াল অ্যাপ্লায়েন্স আছে - ডাউনলোডিয়ে খেলাধুলা করা যায়।
  • Arijit | ০৭ এপ্রিল ২০০৯ ১১:১৭ | 61.95.144.123
  • ডিরেক্ট অ্যাকসেস হয় না সম্ভবতঃ - লজিক্যালি আলাদা মেশিন তো (যদিও কনফার্ম করতে হবে - ভুলে গেছি) - তবে নেটওয়ার্ক অ্যাকসেস হয় (ssh, scp, ftp ইত্যাদি)।

    হার্ডওয়্যারটা শেয়ারড। তার ওপর একটা ভার্চুয়ালাইজেশন লেয়ার থাকে যেটা সিস্টেম লেভেলের অ্যাকসেস কনট্রোল করে।
  • ranjan roy | ০৭ এপ্রিল ২০০৯ ১১:১৬ | 122.168.78.127
  • জেনে আশ্বস্ত হলাম যে ইন্দোডাক্তারের জীবনানন্দচর্চা শেষ হয় নাই। ভয় ছিলো অসুস্থতায় মিস করেছি।
  • nyara | ০৭ এপ্রিল ২০০৯ ১১:১৪ | 64.105.168.210
  • কিন্তু তা বলে সফটওয়্যার ট্রাই করতে সাড়ে তিন গিগ ডাউনলোড?

    গেস্ট OS থেকে হোস্ট OS-এর ফাইল সিস্টেম অ্যাক্সেস করা যায়?
  • Arijit | ০৭ এপ্রিল ২০০৯ ১১:০৯ | 61.95.144.123
  • এইসব বড় বড় জিনিসের আলফা-বিটা ভার্সনের জন্যে ভার্চুয়ালাইজেশনের আইডিয়াটা ভালো। যে কোনো কম্পুতে ভার্চুয়ালাইজেশন এনেবলড থাকলে পাতি আরেকটা খোপে একখান পুরো সেপারেট কম্পু হয়ে যায় (এবং হোস্ট os যা খুশি হোক না কেন, ওপরের গেস্ট আরেকটা কিছু হতেই পারে) - যা কিছু খেলাধুলো ওই খোপের মধ্যে হল, আসল কম্পুতে কোনো ক্ষতি হবে না।
  • dipu | ০৭ এপ্রিল ২০০৯ ১১:০৬ | 207.179.11.216
  • এইবার বুঝলুম কেন মোটা হয়ে যাচ্ছি!!
  • Arijit | ০৭ এপ্রিল ২০০৯ ১১:০৪ | 61.95.144.123
  • আম্মো তো ওই সাইবার কুলি হিসেবে কাজ করতে করতে সায়টিকার শিকার হয়েছি। বারো বছর ধরে আমার সঙ্গী। যখন কাজের চাপ থাকে তখন পুরো কাঁদিয়ে ছাড়ে।
  • Arijit | ০৭ এপ্রিল ২০০৯ ১১:০২ | 61.95.144.123
  • আস্ত VM বানিয়ে দিচ্ছে না তো?
  • Arijit | ০৭ এপ্রিল ২০০৯ ১১:০১ | 61.95.144.123
  • "Cyber Coolies in BPO' বলে একটা আর্টিকল বেরিয়েছিলো EPW-তে - বেশ কয়েক বছর আগে। সেখানে প্রথম এগুলো নিয়ে লেখা হয়।
  • nyara | ০৭ এপ্রিল ২০০৯ ১০:৫৯ | 64.105.168.210
  • ওরেশ্‌শালা! সিনফট ঠিকই ধরেছে। পুরো os-টাই গুঁজে দিয়েছে। VirtualizedVirtualized OS-এর গল্পটা কি? একটা ভার্চুয়াল সেগমেন্ট থেকে অন্য OS-এর ফাইল সিস্টেম অ্যাক্সেস করা যায়?
  • sinfaut | ০৭ এপ্রিল ২০০৯ ১০:৪৮ | 203.91.207.30
  • :-D
    কী পুরেছে তাতে? ide র সাথে কি os ফিরি?
  • nyara | ০৭ এপ্রিল ২০০৯ ১০:৪৭ | 64.105.168.210
  • মাইক্রোসফট কি অসম্ভব $&[$, একটা IDE-র ট্রায়াল ভার্সান করে রেখেছে 3.3GB-র ISO
  • Bratin | ০৭ এপ্রিল ২০০৯ ১০:৩৩ | 117.194.97.233
  • সেই sale র ৮০% অবধি ছাড় । তার নিচে * দিয়ে ছোটো করে লেখা "শর্ত প্রযোজ্য" ।

    সেই রকম আর কি !! ঃ-))
  • Arijit | ০৭ এপ্রিল ২০০৯ ১০:২৮ | 61.95.144.123
  • http://www.anandabazar.com/khela.htm - একদম তলায় ছোট করে "ভ্রম সংশোধন' - অথচ খেলা নাদেখে রিপোর্টিং-এর জন্যে লজ্জিত নয়।
  • Bratin | ০৭ এপ্রিল ২০০৯ ১০:১২ | 117.194.97.233
  • /ভক্ত
  • Bratin | ০৭ এপ্রিল ২০০৯ ১০:০০ | 117.194.97.233
  • আর্য এক দম এক মত। আমি গাভাসকারের অন্ধ ভত্ত। ওর ক্রিকেট প্রতিভা নিয়ে কথা বলার মূর্খামি খান সাহেব কি করে করেন কে জানে। এমনি তেই ও ই পাগল টা কে আমি এক দম দেখতে পারি না। একে বারে বদ্ধ পাগল...

    কি কি কি র র র ন!! যত্তো সব।

    আমার স্ত্রী আবার এটা দেখলে আবার প্রচুর চাপ। তিনি আবার ও ই পাগল টার অন্ধ ভক্ত। ঃ-))
  • dipu | ০৭ এপ্রিল ২০০৯ ০৯:৫৬ | 207.179.11.216
  • গসিপ ট্যাবলয়েড নয়তো কি!! ব্র্যাড পিট কার পিঠে আলতো টোকা মারল, আবাপ ছেপে দিল ঃ)
  • arjo | ০৭ এপ্রিল ২০০৯ ০৯:৫১ | 24.42.203.194
  • আবাপ করে নি কিন্তু শাহরুখ জেনে বুঝে করেছে নাইট রাইডার্সের পাবলিসিটি। প্রথমে বুকানন আর সৌরভ। তারপর শাহরুখ আর গাভাসকর। হাই প্রোফাইল সব ফাইট। আবাপ যেভাবে প্রেজেন্ট করছে তাতে তো পুরো গসিপ ট্যবলয়েড মনে হচ্ছে।
  • sibu | ০৭ এপ্রিল ২০০৯ ০৯:৪৬ | 67.152.86.163
  • আরে মামুর পোশ্নের তো সহজ উত্তর আছে। মোহনবাগান গোরাদের হারিয়েছিল না! সেই থেকে সাহেবদের ফুটবল নিয়ে মাতামাতি করায় কালা আদমিদের হেজিমনি পোকাশ পায়।
  • Tim | ০৭ এপ্রিল ২০০৯ ০৯:৪৩ | 71.62.2.93
  • আমাকে নিয়ে আবার বিতর্ক কিসের, হ্যাঁ? ঃ)
  • arjo | ০৭ এপ্রিল ২০০৯ ০৯:৩৬ | 24.42.203.194
  • এই ডাংগুলি এসে ক্রিকেট খেলাটার কোনো মান ইজ্জত রইল না। শাহরুখ খান নাকি গাভাসকরকে বলেছে উনি টি ২০ খেলার কিছু বোঝেন না। হতেই পারে আবাপ বানাচ্ছে। এই যে একটি টীম ঘিরে একের পর এক বিতর্ক এও কি কেন্দ্রীয় চক্রান্ত? টেস্ট ছাড়া আর কিছু দেখবই না। আজকাল ওয়ানডে টাও কেমন ম্যাড়ম্যাড়ে লাগে।
  • Arijit | ০৭ এপ্রিল ২০০৯ ০৯:২৭ | 61.95.144.123
  • http://elections.ndtv.com/frmtextdata.aspx?city=wb - এনডিটিভির সাথে আমার গুণতি মিলে যাচ্ছে। আম্মো পোলস্টার হব।
  • dipu | ০৭ এপ্রিল ২০০৯ ০৯:২৭ | 207.179.11.216
  • নিউজিল্যান্ডের কি কপাল মাইরি!
  • Bratin | ০৭ এপ্রিল ২০০৯ ০৮:২৮ | 117.194.96.172
  • সোমনাথ,অরিজিত,বুনান তাহলে কবে হবে বুধ বার নাকি বেস্পতি বার।

    রঙ্গন আর সিঁফো কে পাওয়া যাবে না? একটু চেষ্টা করা যায় না? ঃ-(((
  • h | ০৭ এপ্রিল ২০০৯ ০৭:৪১ | 61.95.144.10
  • ইশান, আমি আবার কবে তোমার কোন পাকা ধাণে (গুরু ছাড়া) মই দিয়েছি বাবা, আমাকে আবার কঠিন কঠিন কোচ্চেন কেন। এর উত্তর আমি আমার মত করে দেওয়ার চেষ্টা করব।
  • Bratin | ০৭ এপ্রিল ২০০৯ ০৭:০২ | 117.194.97.21
  • আর ৩ টে উইকেট চাই......
  • Du | ০৭ এপ্রিল ২০০৯ ০২:২৩ | 74.7.148.7
  • জল যে আয়না তাই।
  • a x | ০৬ এপ্রিল ২০০৯ ২৩:৫২ | 143.111.22.23
  • ইন্দো, জেগে থাকলে একটু মেল চেকিও প্লিজ।
  • nyara | ০৬ এপ্রিল ২০০৯ ২৩:৪৬ | 67.88.241.3
  • ঘোর সংকট। সোমনাথের সর্পতে রজ্জুভ্রম হচ্ছে। আমার সঙ্গে বরং সামনের টিকিওলা লোকটার মুখের কিছুটা মিল আছে। টিকিতেও প্রভু যীশুর চিহ্ন।
  • omnath. | ০৬ এপ্রিল ২০০৯ ২৩:৪১ | 117.194.194.136
  • ঐ যে, কালো কোট। পুরো অর্কুট প্রোফাইল তো!!
  • nyara | ০৬ এপ্রিল ২০০৯ ২৩:৩৫ | 67.88.241.3
  • ন্যাড়াদাকে আবার কোথায় দেখলে ছবিতে!?
  • omnath | ০৬ এপ্রিল ২০০৯ ২২:৪৬ | 117.194.200.130
  • আচ্ছা সবাই কি হুতোর আঁকা সার্ভের ছবিটা পুরোপুরি দেখতে পেয়েছো। এখানে তো ছোট্ট দেখায়।

    ছবিটার উপর রাইট ক্লিক করে প্রিন্ট ক্লিক করবে। তারপর প্রিন্টারটা সিলেক্ট করবে - যদি কোনো পিডিএফ প্রিন্টার মেশিনে ইন্সটাল করা থাকে তো সেটা, কিংবা, মাইক্রোসফট ডকুমেন্ট ইমেজ প্রিন্টার।

    এবার ফাইলের নাম দিয়ে দিলেই ছবিটা পিডিএফ বা .mdi ফাইল হিসেবে সেভ হবে। তারপর মজা করে দেখতে হবে।

    ছবিতে ন্যাড়াদা কে দেখতে পেয়ে আমি হঠাৎ মস্তি পেয়ে গেলাম।
  • Bratin | ০৬ এপ্রিল ২০০৯ ২২:৪৫ | 117.194.97.28
  • ইষ্টবেঙ্গলের সমর্থকেরা এত চুপচাপ কেন??

    জবাব চাই। জবাব দাও । ঃ-)))
  • Du | ০৬ এপ্রিল ২০০৯ ২২:১৬ | 74.7.148.7
  • বন্দুকের প্রশ্নে চামড়ার রঙের কোন বিভেদ নেই - পড়ে একটা শিরশিরে ভিস্যুআল ফীলিঙ হল - বন্দুক জানে কালার ইস অনলি স্কীন ডীপ !
  • I | ০৬ এপ্রিল ২০০৯ ২২:১৪ | 59.93.213.140
  • সৈকতকে(মামু নয়),
    গাঞ্জে ফেরেস্তে পড়া। আর নাইয়ার মাসুদ প্রথম গল্প পড়ে আর পড়তে ইচ্ছে হয় নি। তবে তখন মুড খারাপ ছিল।
  • Ishan | ০৬ এপ্রিল ২০০৯ ২১:৫৪ | 12.217.30.133
  • আমারও একটা প্রশ্ন ছিল। হনুকে।

    এই যে, দেশের খেলা ছেড়ে ইউরোপ না কোথাকার গোরাদের ফুটবল নিয়ে লাপালাপি, এতে হনু কেন কোনো কলোনিয়াল হেজিমনির গন্ধ পায়না?

    প্রশ্নটি সিরিয়াস এবং ফ্রি ফর্ম টেক্সটে উত্তর প্রত্যাশা করে।
  • Somnath | ০৬ এপ্রিল ২০০৯ ২১:৪৬ | 117.194.200.130
  • হুম্‌ম্‌ম, সিঁফো নাই, বোধিদা নাই, রাঙাদা হয়তো নাই। মাত্র আমি অরিদা, বুনু আর ব্রতীনদা। এমনি কোথাও একটা লাঞ্চ করলেই হয়। বুধবার বা বৃহস্পতিবার দুপুরে। কিংবা নেক্সট উইক।
  • a x | ০৬ এপ্রিল ২০০৯ ২০:১৬ | 143.111.22.23
  • ওহো সরি, আরো একটা প্রশ্ন ছিল। এই সব বাড়িতে মেয়েদের ওপর ডোমেস্টিক ভায়োলেন্সে বন্দুকের ব্যবহার কিরকম যদি একটু জানান।
  • a x | ০৬ এপ্রিল ২০০৯ ২০:১৫ | 143.111.22.23
  • হুকো কে একটা প্রশ্ন ছিল।

    যাদের বাড়িতে এইসব বন্দুক টন্দুক আছে, সেই বাড়িতে ঐ বন্দুকে কজন বাড়ির লোক মারা গেছে ভার্সাস কজন ই¾ট্রুডার মারা গেছে, একটু বলবেন? এবং বছরে কটা "অ্যাক্সিডেন্টাল ফায়ারিং" হয়?
  • Blank | ০৬ এপ্রিল ২০০৯ ১৯:৫৬ | 170.153.65.23
  • হানুদা সুভাষ থেকে রামকেষ্ট হয়ে গেলো। মাক্কালি বলে শরীর এড়িয়ে চলতে লাগলো
  • h | ০৬ এপ্রিল ২০০৯ ১৯:৪৬ | 203.99.212.224
  • যা সব বলতাছো, আজ বাড়ি গিয়া তোমার খ্যাংরা কপালে আছে। তখন আবার বহির্জগতে স্মুদ পুলটিশ খুঁজবা এবং তার জন্যে পুনরায় খ্যাংরা ...

    আঃ কঃ বাঃ? ক।
  • h | ০৬ এপ্রিল ২০০৯ ১৯:৩১ | 203.99.212.224
  • একেই বলে জনমত নির্মান। র এর কথা শুনে, আর্জোর নতুন সার্ভে পেয়ে গেল।
  • arjo | ০৬ এপ্রিল ২০০৯ ১৯:২৮ | 168.26.215.13
  • ঃ))))। মাইরী এখনি পিঠ চুলকাচ্ছে। এদেশে খড়খড়ে দেয়ালের এত অভাব। সবই কেমন স্মুদ, মসৃণ পিছলে পিছলে যায়।
  • h | ০৬ এপ্রিল ২০০৯ ১৯:২৭ | 203.99.212.224
  • এর পর থেকে ক লিখতে গেলে আমি ডিঃ দেব, তাতে লিখবো, ছবি, নাম ও সহি দেখিয়া লইবেন। আমাদের জনপ্রিয়তার সুযোগ লইয়া অনেকে নতুন ক নামাইয়াছে, প্রতারিত হইবেন না ;-)
  • h | ০৬ এপ্রিল ২০০৯ ১৯:২৪ | 203.99.212.224
  • আর্জো, র - ঃ-)))))))))))))
  • dipu | ০৬ এপ্রিল ২০০৯ ১৯:১৮ | 121.243.161.234
  • ঃ-))
  • r | ০৬ এপ্রিল ২০০৯ ১৯:১৫ | 125.18.104.1
  • ভালো না লাগলে চুলকান?

    ক) হ্যাঁ, খ্যাঁস খ্যাঁস করে
    খ) হ্যাঁ, মানে ঐ আর কি, প্লিজ কাউকে বললেন না
    খ) হয় তো, মনে পড়ছে না
    গ) শালা তোর তাতে কি?
    ঘ) এটা বেশ ইন্টারেস্টিং প্রশ্ন, দাঁড়ান, ভাবি
    ঙ) ছিঃ
    চ) চ্‌ছ্‌ছ্‌ছিঃঃঃ!!
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত