এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arijit | ০৭ এপ্রিল ২০০৯ ১৭:৩১ | 61.95.144.123
  • অ। সে এখনো বলি হয়তো - তবে টোনড ডাউন। ফ্যাক্টগুলো তো থেকেই যায়ঃ-)
  • r | ০৭ এপ্রিল ২০০৯ ১৭:৩০ | 198.96.180.245
  • পশ্চিমবঙ্গের মত বিরোধীশূন্য অবস্থা। শ্যামলবাবুও "চ্যালেঞ্জ নিবি না শালা" দেখার পর থেকেই ম্রিয়মাণ। একটা নন্দীগ্রাম-ফন্দিগ্রাম না হলে হচ্ছে না।
  • r | ০৭ এপ্রিল ২০০৯ ১৭:২৭ | 198.96.180.245
  • নো নো, মা উইথ ছেঁড়া কাঁথা এন্ড অল দ্যাট। ;-)
  • Arijit | ০৭ এপ্রিল ২০০৯ ১৭:২৫ | 61.95.144.123
  • মা-টা কি? মা তারা ব্রহ্মময়ী?
  • shrabani | ০৭ এপ্রিল ২০০৯ ১৭:২৫ | 124.30.233.101
  • দ,
    এখানেই বলে যাই। কোথাও যাবনা বলে টলেও বেরোচ্ছি পৌড়ী, খিরসু, ল্যান্সডাউন। তোমার কলকাতা কবে?
  • r | ০৭ এপ্রিল ২০০৯ ১৭:২৪ | 198.96.180.245
  • আজ থেকে চার পাঁচ বছর আগে হলেও অজ্জিত মা-টা বলত, আর গোটা এক দু বছর আগেও জেনারালাইজেশন-টেশন বলত। এখন কেউ কিস্যু বলে না।
  • dipu | ০৭ এপ্রিল ২০০৯ ১৭:২২ | 207.179.11.216
  • হুঁ, হেবি গরম পড়েছে বটে। ইচ্ছে হচ্ছে ন্যাচারিস্ট হয়ে যাই।
  • Bhuto | ০৭ এপ্রিল ২০০৯ ১৭:২১ | 203.91.207.30
  • খেতে যাবো এই সব জায়গায়। এবারে পূজোতে কনফার্ম
  • Bhuto | ০৭ এপ্রিল ২০০৯ ১৭:২০ | 203.91.207.30
  • র-দা, জানো কি বা শুনেছ কি? বেঙ্গালুরুর সেই সুখের দিন আর নাই। জনগণ খেপে যাচ্ছে কথায় কথায়। গরমে পেগলে যাচ্ছে। খিক খিক, গরম কাকে বলে দেখেনি তো। তখন খুব বলতো ,কলকাতা? সে তো খুব গরম জায়গা। হে হে এখন হাঁসফাঁস করছে।
  • Sudipta | ০৭ এপ্রিল ২০০৯ ১৭:১৯ | 122.169.138.196
  • হ্যাঁ হ্যাঁ, গজব। কারেক্ট, মনে পড়েছে, ওদের আবার আন্ডার গ্রাউন্ডেও বসার জায়গা আছে। মানে মাটির সমতলে এক প্রস্থ, নীচের তলায় আর এক প্রস্থ কুর্শি সাজানো, অ্যাম্বিয়েন্সটা ভালো বেশ
  • Sudipta | ০৭ এপ্রিল ২০০৯ ১৭:১৮ | 122.169.138.196
  • ধুস! এখন হিঞ্জ অ্যালবাম আর কেউ ইউজ করে নাকি! অত ঝামেলা পোষায় না। লুজ লীফ অ্যালবাম অনেক ধর তক্তা মার পেরেক তুলনায়;
  • Arijit | ০৭ এপ্রিল ২০০৯ ১৭:১৭ | 61.95.144.123
  • আমার আজ ডেফারড সোসন - রাত্তির সাড়ে এগারোটায় শুরুঃ-(
  • Bratin | ০৭ এপ্রিল ২০০৯ ১৭:১৭ | 117.194.97.208
  • সুদীপ্ত, "গজব" কি রেঁস্তোয়া টির নাম??
  • Bhuto | ০৭ এপ্রিল ২০০৯ ১৭:১৭ | 203.91.207.30
  • তার চেয়েও তামিলনাড়ুর লোকেরা বেশি কেঁদো হয়।

    র-দা ভুল কিছু বললে তবে তো পিতিবাদ হবে। বলিলাম না.....অমৃতসমান।
  • Sudipta | ০৭ এপ্রিল ২০০৯ ১৭:১৬ | 122.169.138.196
  • আমার প্রতিবাদের ভাষা
    আমার প্রতিরোধের আগুন ইত্যাদি ইত্যাদি ...
  • anaamik | ০৭ এপ্রিল ২০০৯ ১৭:১৫ | 196.15.16.20
  • দীপু ছোকরা বড়ই বাজে বকে। hinge album-এর তুলনায় loose leaf album-এর উপকারিতা সম্বন্ধে ২৫ নম্বরের রচনা লিখতে দিয়ে একটা বিচ্ছিরি মিটিঙে গেলুম।
  • Arijit | ০৭ এপ্রিল ২০০৯ ১৭:১২ | 61.95.144.123
  • প্রতিবাদে প্রতিরোধে প্রতিশোধে কমরেড
    গড়ে তোলো গড়ে তোলো গড়ে তোলো ব্যারিকেড

    করে দিলাম। কিছুর একটা।
  • dipu | ০৭ এপ্রিল ২০০৯ ১৭:১১ | 207.179.11.216
  • বেঙ্গালুরুর লোকজনকে দেখলেও বেশ মারকুটে মনে হয়। সব যা কেঁদো কেঁদো চেহারা। একটা বাঘে খেতে পারবে না।
  • r | ০৭ এপ্রিল ২০০৯ ১৭:১১ | 198.96.180.245
  • লোকজন কিরম ঠান্ডা মেরে গেছে মাইরি! কেউ কোনো কতার পিতিবাদই করে না। ধুস্‌!
  • Arijit | ০৭ এপ্রিল ২০০৯ ১৭:০৯ | 61.95.144.123
  • শিরোমণি অকালি দল ওই সাংবাদিক ভদ্রলোককে ২ লাখ টাকার পুরস্কার দিচ্ছে।
  • Bhuto | ০৭ এপ্রিল ২০০৯ ১৭:০৮ | 203.91.207.30
  • আক্ষেপের ও খিল্লির বিষয় হলো, কলকাতায় আমি তেমন কোন খাবার জায়গা চিনি না ঃ( , ঐ একটু আধটু পার্ক ষ্ট্রীট । দু একজন সঙ্গে করে নে গেছিল তাই চিনি। নইলে তেমন সঙ্গ পাই নাই ঃ( । দেখি ইক্কুলের বন্ধুগুলো যারা কলকাতায় আছে তাদের সঙ্গে পুনরায় যোগাযোগ স্থাপনের চেষ্টা চালাই।
  • r | ০৭ এপ্রিল ২০০৯ ১৭:০৭ | 198.96.180.245
  • মমতা, দেবেগৌড়া আর জগদীশ টাইটলারকে দেখলেই বোঝা যায়। ইয়ু গেট হোয়াট ইয়ু ডিজার্ভ।
  • dipu | ০৭ এপ্রিল ২০০৯ ১৭:০৬ | 207.179.11.216
  • ম্যানেজার এইমাত্র একটা সুখবর দিল। শুক্কুরবার গুড ফ্রাইডের দিনে আসতে হবে :x:x
  • Bhuto | ০৭ এপ্রিল ২০০৯ ১৭:০৬ | 203.91.207.30
  • হে হে , র-দার বাণী অমৃতসমান।
  • Sudipta | ০৭ এপ্রিল ২০০৯ ১৭:০৬ | 122.169.138.196
  • সুতানুটির উল্টোদিকে কি একটা রেস্তোরা ছিল, নাম ভুলে যাচ্ছি, উর্দু নাম। ওখানেও খাবার দাবার বেশ ভালো, গতবার পুজোর সময় খেয়েছিলাম
  • r | ০৭ এপ্রিল ২০০৯ ১৭:০৫ | 198.96.180.245
  • কলকাতার লোকেরা অসহ্য ঝগড়ুটে। তবে বেঙ্গালুরুর লোকেরা মারাত্মক কুচুটে, আর দিল্লির লোকেরা ভয়ানক মারকুটে।
  • Arijit | ০৭ এপ্রিল ২০০৯ ১৭:০৪ | 61.95.144.123
  • সেদিন আমাদের বাড়িতে যে কাঠের কাজ করে তাকেও নাকি ফোং করেছিলো। ঋক ছোটবেলায় একবার ৯৯৯ ডায়াল করে বাড়িতে পুলিশ ডেকে এনেছিলো - এখানে ভাগ্যিস ওরকম রেসপন্স নাই।
  • Sudipta | ০৭ এপ্রিল ২০০৯ ১৭:০৪ | 122.169.138.196
  • এয়ারপোর্টে যাওয়ার একটা নতুন গেট খুলে দিয়েছে, আড়াই নম্বর গেট; গাড়ি যেতে পারছে। বারাসাত, বেলঘরিয়া, বিরাটির লোক জনের জন্যে বেশ সুবিধের, এক নম্বর দিয়ে অতটা আর ঘুরতে হবে না, কাল দেখলুম।
  • Bratin | ০৭ এপ্রিল ২০০৯ ১৭:০৩ | 117.194.97.208
  • কাল রাতে "সুতানাটি জংশনে" "মাটন আকবরী" খেলাম। just যাতা।

    কে বলে কলকাতা বাজে ।এখন ই এক হাত হয়ে যাবে ঃ-))
  • Arijit | ০৭ এপ্রিল ২০০৯ ১৭:০৩ | 61.95.144.123
  • আমার মেয়ে আজ সকাল থেকে বার তিনেক আমাকে ফোং করেছে - দাদাইয়ের ফোন নিয়ে এলোপাথাড়ি টিপে। খালি ফোন আসছে, আমি তুল্লে ওদিক থেকে হাও-হাও আর তারপর খটাস করে ফেলে দেওয়ার আওয়াজ।
  • dipu | ০৭ এপ্রিল ২০০৯ ১৭:০২ | 207.179.11.216
  • আর একটা মজার রুট এয়ারপোর্ট - যাদবপুর। মনে হয় ট্যুরিস্টদের কোলকাতা ঘোরানোর জন্য চালু হয়েছিল।
  • Arijit | ০৭ এপ্রিল ২০০৯ ১৬:৫৯ | 61.95.144.123
  • *শুরু*
  • Bhuto | ০৭ এপ্রিল ২০০৯ ১৬:৫৯ | 203.91.207.30
  • হে হে, তবে কিনা এমনগুলো দু-তিন দিন বোধহয় উপভোগ করা যায় মজা হিসাবে। তবে অজ্জিতদার জায়গায় আমি থাকলে , ফোন করে কাউকে একটা অন্য ভাষায় এমন কটকট করতাম মেয়েটার নিন্দ উড়ে যেত।
  • Arijit | ০৭ এপ্রিল ২০০৯ ১৬:৫৯ | 61.95.144.123
  • গড়িয়া-বিবাদিবাগের একটা মিনিবাসকে আমি প্রায়ই দেখি বাইপাস দিয়ে যেতে - সম্ভবতঃ তার ডিউটি শুধু বিবাদিবাগে, যাওয়ার পথে গড়িয়া-চিংড়িঘাটা খেপ মেরে যায় (কারণ ওর অজ্জিনাল রুট যাদবপুর-গোলপার্ক-গড়িয়াহাট-বালিগঞ্জ সার্কুলার রোড দিয়ে)।
  • Sudipta | ০৭ এপ্রিল ২০০৯ ১৬:৫৮ | 122.169.138.196
  • এখন তো কারো বাড়ি গেলেই রেডিমেড আমপান্না খাওয়াচ্চে ! হা আমপোড়া, যো আমপোড়া!!
  • Bratin | ০৭ এপ্রিল ২০০৯ ১৬:৫৭ | 117.194.97.246
  • গরম কালে দিবা নিদ্রার পরে কাঁচা আম মাখা বা আম-পোড়ার সরবত । আহা জিবে জল এসে গেল খানিক টাঃ-)))
  • Sudipta | ০৭ এপ্রিল ২০০৯ ১৬:৫৭ | 122.169.138.196
  • র একখানা খাঁটি কতা কয়েছে
  • dipu | ০৭ এপ্রিল ২০০৯ ১৬:৫৬ | 207.179.11.216
  • সেই যাদবপুর-পূর্বাচল কি এখনো আছে? ভারি মজার বাস, যাদবপুর থেকে সল্টলেক যেত হেস্টিংস হয়ে।
  • Bhuto | ০৭ এপ্রিল ২০০৯ ১৬:৫৬ | 203.91.207.30
  • আমি এত বকছি বটে। কিন্তু ভেবে দেখলাম কলকাতায় আমি শৈশব কাটিয়েছি। তাই বেশি কিছু হয়তো জানিনা। সুতরাং বলাটা ঠিক হবে না। না করেছি কলকাতায় কাজ ( একটু করেছি ছাত্রাবস্থায়), না থেকেছি বেড়ে ওঠার গত ৬ বছর।
  • san | ০৭ এপ্রিল ২০০৯ ১৬:৫৬ | 12.144.134.2
  • বাচ্চা? র এখনও বাচ্চা? আর বড় হয়ে বাঘ কবে হবে?

    নাকি বাচ্চা বললে আজকাল র খাওয়াচ্ছে !
  • Sudipta | ০৭ এপ্রিল ২০০৯ ১৬:৫৫ | 122.169.138.196
  • কি মুশকিল , আমি পাকা পেয়ারা খাই নে তেমন, তবে খেতে ভালোবাসি না; ডাঁশা পেয়ারা বিটনুন দিয়ে খেতে বেশ লাগে।
    ইয়ে তবে এই কাঁচা আমের প্রিপারেশনটা ভালো, অন্ততঃ ঐ কাসুন্দি-রসগোল্লার বদহজমের চাইতে (মঃ) ;-))
  • dipu | ০৭ এপ্রিল ২০০৯ ১৬:৫৫ | 207.179.11.216
  • ব্যাঙ্গালোরটা এতটাই ধুর, এখানে কেউ স্ট্যাম্প জমায় না।
  • Arijit | ০৭ এপ্রিল ২০০৯ ১৬:৫৪ | 61.95.144.123
  • প্রথমদিন আপিস থেকে বাড়ি ফেরার সময় এই সেক্টর ফাইভ থেকে যাদবপুর এইটবি অবধি একটি মেয়ের কনস্ট্যান্ট মোবাইলে (একটাই কলে) এই ভিবি-জাভাস্ক্রিপ্ট সংক্রান্ত বকরবকর শুনে মাথা যা ধরেছিলো এখনো ছাড়েনি।
  • Bhuto | ০৭ এপ্রিল ২০০৯ ১৬:৫৪ | 203.91.207.30
  • এই তো বাঘের বাচ্চার মতো কথা। কারেক্ট। তবে মজার জায়গা বটে।
  • dipu | ০৭ এপ্রিল ২০০৯ ১৬:৫৪ | 207.179.11.216
  • আমি চিরটাকাল প্রলেতারিয়ান বাসে চড়েছি। ৫। আমি কি মহান।
  • r | ০৭ এপ্রিল ২০০৯ ১৬:৫৩ | 198.96.180.245
  • কলকাতা বেসিকালি অত্যন্ত জালি এবং ধুর জায়গা। প্রবলেম হল, বাকি শহরগুলো আরও জালি আর ধুর।
  • san | ০৭ এপ্রিল ২০০৯ ১৬:৫২ | 12.144.134.2
  • ও, তালশাঁস গতকালই খেয়েছি
  • Bhuto | ০৭ এপ্রিল ২০০৯ ১৬:৫২ | 203.91.207.30
  • এতক্ষণ খেয়াল করিনি। কে 'কচি' ? আমরা বড়ো হয়ে গেছি।
  • Arijit | ০৭ এপ্রিল ২০০৯ ১৬:৫২ | 61.95.144.123
  • এসটি৬ টাইপের বাসে চড়লেই চতুর্দিক থেকে ক্লায়েন্ট-সার্ভার-জেএসপি-জাভাস্ক্রিপ্ট-ডিবি ইত্যাদি কঠিন কঠিন শব্দের বর্ষণটা আমার মোটেও ইন্টারেস্টিং লাগে না। তার ওপর বেশ গাঁ গাঁ করে মোবাইলে এফএম। আর একই বাসে এই সীট থেকে ওই সীটে মোবাইলে কথোপকথন। বোরিং।
  • san | ০৭ এপ্রিল ২০০৯ ১৬:৫২ | 12.144.134.2
  • আমি তো এই উইকেন্ডেই দুদিন ঘুমঘুম দুপুরে কাঁচা আম, তেঁতুল, কাসুন্দি আর লংকা একসঙ্গে মেখে খেয়ে ফেললাম ঃ-)

    কিন্তু পাকা পেয়ারা আবার মানুষে খায় !
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত