এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • sibu | ০৯ এপ্রিল ২০০৯ ১০:৫৪ | 71.106.244.161
  • গিন্নি যে গুরুর নিয়মিত পাঠিকা। যে কটা চুল বাকী আছে তাদের এক্ষুণি গুডবাই বলতে চাই না।
  • shrabani | ০৯ এপ্রিল ২০০৯ ১০:৫৩ | 124.30.233.101
  • শুধু তাকানোতে মারামারি? পারলাম না!ঃ)
  • san | ০৯ এপ্রিল ২০০৯ ১০:৫১ | 123.201.53.131
  • শিবুদা এই সব গল্পগাছা দিয়ে 'আমার জীবনের নারীরা' গোছের একটা বুবুভা লেখেনা কেন? ঃ-)
  • shrabani | ০৯ এপ্রিল ২০০৯ ১০:৪৯ | 124.30.233.101
  • শুধু কলকাতায় কেন, এরকম তো এদেশে অনেক জায়গাতেই দেখা যায়।
  • sibu | ০৯ এপ্রিল ২০০৯ ১০:৪৯ | 71.106.244.161
  • হায় হনু, সে সুখের দিন দুই যুগের অধিক কাল পূর্বে গত হইয়াছে।
  • h | ০৯ এপ্রিল ২০০৯ ১০:৪৫ | 203.99.212.224
  • এর গূঢ় মেসেজটি হল, শিবুদা মেয়েদের ছোটোখাটো অসুবিধের দিকে নজর না দেওয়া সঙ্কেÄও অসংখ্য মেয়েরা শিবুদার সঙ্গে কফি খেতে চাইছে তদুপরি, অন্যদের জিব ভ্যাঙাচ্ছে;-) গুরু পুরো ডন হুয়ান।
  • sibu | ০৯ এপ্রিল ২০০৯ ১০:৪১ | 71.106.244.161
  • কফি হাউসে দুই বান্ধবীকে নিয়ে খেতে গেছি। একজন ফিসফিস করে জানাল পাশের টেবিলের জনতা ড্যাবড্যাব করে তাকাচ্ছে। তাতে তার ভারী অসুবিধা হচ্ছে। আমি খুব খচে গিয়ে বল্লুম এই সবে ঘুমিয়ে উঠেছি, তোর জন্য এখন মারামারি কত্তে পারব না। অন্যজন মধুর হেসে পাশের টেবিলের চোখে চোখ রেখে দাঁত আর জিভ দেখিয়ে পকোড়ায় কামড় দিল এবং চোখে চোখ রেখেই চিবোতে থাকল। এক মিনিটের মধ্যে পাশের টেবিল চোখ নামিয়ে নিল।

    যদিও অ্যানেকডোটাল, মাইমা এই টোটকাটি ট্রাই করে দেখতে পারেন।
  • sinfaut | ০৯ এপ্রিল ২০০৯ ১০:৪০ | 203.91.207.30
  • অ্যাপল G5 শুনছি ওভারহিট হয়ে বহুত লোকের মেশিন চটকে দিয়েছে। আর এ নিয়ে আপেল নীরব। এমনকি ফোরামের এ বিষয়ে থ্রেডগুলোকেও মুছে দিচ্ছে।
  • dipu | ০৯ এপ্রিল ২০০৯ ১০:৪০ | 207.179.11.216
  • ঠাউদ্দা মোনয় সিকিদা
  • a x | ০৯ এপ্রিল ২০০৯ ১০:৪০ | 99.152.72.73
  • কিন্তু এরকম কিলিং কম্বো বাঙ্গালরা পারবেইনা মাথা থেকে বার করতে!
  • Binary | ০৯ এপ্রিল ২০০৯ ১০:৩৯ | 70.64.8.206
  • তেঁতুলের চাটনি আর আচার মাখলে সে নিম বেগুন আর নিম বেগুন থাকে নাকি ?
  • san | ০৯ এপ্রিল ২০০৯ ১০:৩৮ | 123.201.53.131
  • কিন্তু ঠাকুদ্দা বলে ওটা কে লিখলেন !

    সুরেলা গলার রাজ আগে জানলে আজ আমিও পাইদির মতন গান গাইতে পাত্তাম ঃ-(((((
  • san | ০৯ এপ্রিল ২০০৯ ১০:৩৭ | 123.201.53.131
  • কিন্তু সর্ষের ব্যাপাট্টা তো বাঙালবাড়িতেই বেশি !!!
  • Binary | ০৯ এপ্রিল ২০০৯ ১০:৩৬ | 70.64.8.206
  • অরিজিত ঠিক-ই বলেছে, তক্ক করে বা পুলিশে ফোন করে লাভ নেই। একবার বিটি রোডের রথের মেলায় চর ঘন্টা ট্রাফিকে আটকে থেকে, বিরক্তি প্রকাশ করলে, বাসের সহ যাত্রী কে বলতে শুনেছি, 'ঠিক-ই আছে দাদা, যখন রেড রোডে রাস্তা জুড়ে ইদের নামাজ পড়া হয়, তখন তো কিছু বলেন না ? .....'
  • a x | ০৯ এপ্রিল ২০০৯ ১০:৩৬ | 99.152.72.73
  • পাই নিশ্চয়ই নাক চিপে ঐ তেতো গুলো খেতো!
    আর এই সর্ষে উচ্ছেটা নিগ্‌ঘাত ঘটি বাড়ির ব্যপার।
  • Arijit | ০৯ এপ্রিল ২০০৯ ১০:৩৪ | 61.95.144.123
  • করতে পারলে তো মিটেই যেত বহুকাল আগে। আমাদের তো এটাই মেন সমস্যা - কাঁকড়াত্ব, এবং "কি আর এলো গেলো' মেন্টালিটি। নাগরিক কমিটি টমিটিতে বহু বছর গলা ফাটিয়ে বাবা হাল ছেড়ে দিয়েছে। বারো বছর না থাকার সুবাদে আমার কোনো পরিচিতি নেই।
  • a x | ০৯ এপ্রিল ২০০৯ ১০:৩১ | 99.152.72.73
  • পাড়ার লোকজনকে অর্গানাইজ করো! ঃ-)
  • Arijit | ০৯ এপ্রিল ২০০৯ ১০:২৯ | 61.95.144.123
  • টিভি চ্যানেলে আজ করবো। মেল আইডি আর নাম্বার খুঁজছি।
  • Arijit | ০৯ এপ্রিল ২০০৯ ১০:২৮ | 61.95.144.123
  • এক্স জুডিশিয়াল লোকজন যেখানে উপস্থিত সেখানে লোকাল থানা কিস্যু করবে না। আর থানায় ফোন করার পরের হ্যাপাটুকু (মানে গোটা বাড়ি এবং উঠোন থেকে বোভাইন এমনকি হিউম্যান স্ক্যাটোলজি পরিস্কার অবধি) বাড়িতে দুই বুড়োবুড়িকে পোয়াতে হবে - আমরা তো আজ রাতে থাকছি না।
  • Binary | ০৯ এপ্রিল ২০০৯ ১০:২৬ | 70.64.8.206
  • আরে মাইমা, রেস্তূরেন্ট ঢুকবেন, নিজের মত অর্ডার করবেন, তারিয়ে তারিয়ে খাবেন, কেউ তাকালে, মিস্টি করে বলবেন, 'একটূ চেখে দেখবেন নাকি ?', ফুরিয়ে গেল ......
  • Arpan | ০৯ এপ্রিল ২০০৯ ১০:২৬ | 65.194.243.232
  • বা টিভি চ্যানেলে? তালে আরো বেশি কাজ হবে হয়ত। ঃ-o
  • Arpan | ০৯ এপ্রিল ২০০৯ ১০:২৫ | 65.194.243.232
  • কল কর নাই? লোকাল থানায়?

    কালিপুজোর পরের রাতে আমাদের ব্লকের কেউ থানায় কল করে ফাংশন থামিয়ে দিয়েছিল।
  • san | ০৯ এপ্রিল ২০০৯ ১০:২১ | 123.201.53.131
  • নিম বেগুনে একটু তেঁতুলের চাটনি/আচার মেখে , আহা
  • Arijit | ০৯ এপ্রিল ২০০৯ ১০:১৯ | 61.95.144.123
  • কাল রাত্তির সাড়ে এগারোটা অবধি কান ফাটানো মাইক বেজেছে লোকনাথের "মন্দীর' উদ্বোধনে। ১৬ই এপ্রিল অবধি মাইক নিষিদ্ধ, এবং রাত দশটার পর তো আগে থেকেই নিষিদ্ধ। পাড়ায় বয়স্ক লোকজন আছে, আমার বাড়িতে দুটো ছোট ছোট ছেলেমেয়ে আছে - কিন্তু কে শুনবে বা বুঝবে?

    সবচেয়ে বড় কথা হল এই উদ্বোধনের চিফ গেস্ট ছিলেন শ্যামল সেন - একসময় গভর্নর, চিফ জাস্টিস এবং মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। বলা যেতেই পারে তিনিও এই বেআইনী মাইক ব্যবহারের সঙ্গী এবং মদতদাতা। কারণ লোকনাথের ভক্ত সাজার সময় তিনি আইন এবং মানবাধিকার - দুটোই ভুলে গেছিলেন। আজও তিনি আসবেন সভাগৃহ অলঙ্কৃত করতে।

    ফাকিং শিট।
  • m | ০৯ এপ্রিল ২০০৯ ১০:১৯ | 12.217.30.133
  • উচ্ছের অভাবে বা তেতো আর সুন্দর গন্ধ দুই ই চাইলে শিউলি পাতা দিয়ে লাউ দিয়ে মুগডালের জুড়ি নাই।
  • Arpan | ০৯ এপ্রিল ২০০৯ ১০:১৭ | 65.194.243.232
  • নিম-বেগুন তো স্বর্গীয় ব্যপার।
  • m | ০৯ এপ্রিল ২০০৯ ১০:১৬ | 12.217.30.133
  • আমার দিকে কেউ ড্যাবড্যাব করে বা লিক মেরে তাকালে আমার তাদের দিকে তাকিয়ে দেখতে কোনো অসুবিধা নেই- কিন্তু সমস্যাটা হচ্ছে,একা একজন মহিলার খিদে পেলে পেয়ারাওলার কাছ থেকে পেয়ারা খাওয়া চলবে কিন্তু রেস্তোরায় ঢুকলে লোকে চোখে নীরব জিজ্ঞাসা নিয়ে তাকাবে,আর তার মধ্যে নিজের প্লেট ভর্তি বিরিয়ানির আলু কিম্বা মাংস সুড়ুৎ করে খেয়ে ফেলাটা একটু অস্বস্তিকর।
    আর কেনা জানে কেবিনে একদল মহিলা অথবা প্রেম্প্রত্যাশী যুগল ছাড়া ঠাঁই পাওয়া মুশকিলঃ)
  • dipu | ০৯ এপ্রিল ২০০৯ ১০:১৬ | 207.179.11.216
  • কালমেঘ রসের কাছে কেউ পাত্তাই পায় না।
  • sibu | ০৯ এপ্রিল ২০০৯ ১০:১৪ | 71.106.244.161
  • উচ্ছে একটা মোটামুটি ব্যাপার। তেতোর মধ্যে ভাল হল নিম-বেগুন।
  • Tim | ০৯ এপ্রিল ২০০৯ ১০:০৯ | 71.62.2.93
  • ক্লাবগুলো সব কেমন হয়ে যাচ্ছে। মানে খেলাগুলো আর কি।
  • Sudipta | ০৯ এপ্রিল ২০০৯ ১০:০৭ | 122.169.138.196
  • বাপ রে, দীপু তো বার্সার কড়া পাখা ঃ)
  • dipu | ০৯ এপ্রিল ২০০৯ ১০:০৪ | 207.179.11.216
  • এই মরসুমেই বার্সা বছর তিনেকের মধ্যে সবচেয়ে বিধ্বংসী ফর্মে আছে।
  • Sudipta | ০৯ এপ্রিল ২০০৯ ১০:০২ | 122.169.138.196
  • জিতলেও আগের মত আর খেলা ভালো লাগে না, সেটাই বলছিলাম আর কি!
  • Arpan | ০৯ এপ্রিল ২০০৯ ১০:০২ | 65.194.243.232
  • হায়, আমার প্যাকেজে টেন স্পোর্টস আসে না। আর্সেনাল সেমাই-ফাইনালে উঠলে নেব ভাবছি। ঃ-))
  • Sudipta | ০৯ এপ্রিল ২০০৯ ১০:০০ | 122.169.138.196
  • অর্পণদাকেঃ হিডিঙ্ক বেশ ভালো গেম রীডার; চেঞ্জ গুলো এত ভালো করে, অনেক সময় খেলার রং বদলে যায়।
  • sayan | ০৯ এপ্রিল ২০০৯ ১০:০০ | 160.83.96.81
  • আলু সজনেডাঁটা উচ্ছে রাঁধুনি মশলাবড়ি দিয়ে তৈরী শুক্তো গরম ভাতের সাথে .... উপ্‌ল্‌স!
  • dipu | ০৯ এপ্রিল ২০০৯ ১০:০০ | 207.179.11.216
  • ইনকনসিস্টেন্ট আবার কি!! রোজই তো জিতছে!

    আর উচ্ছেপাতা একরকম হলদে রঙের পোকার ও খুব ফেভারিট।
  • Arpan | ০৯ এপ্রিল ২০০৯ ০৯:৫৭ | 65.194.243.232
  • ** তুলনা করবার জন্য
  • Arpan | ০৯ এপ্রিল ২০০৯ ০৯:৫৭ | 65.194.243.232
  • স্যানকেঃ এই উত্তরটা প্রত্যাশা করছিলাম। ঃ))

    ইসে, তুলনা করতে বলিনি। তবে এখানেও দিন খারাপ হচ্ছে। ম্যাঙ্গালোরের রিসেন্ট ঘটনাগুলি মনে করলেই বোঝা যায়।
  • Thaakuddaa | ০৯ এপ্রিল ২০০৯ ০৯:৫৫ | 122.162.236.234
  • ছোট্ট থেকে এত উচ্ছে খেয়ে খেয়ে তবেই না আজ পাইয়ের এমন মধুর গানের গলা হয়েছে। তোমরা, যারা ছোটবেলায় উচ্ছে, শুক্তো এসব পাইয়ের মত ভালোবেসে খাও নি, তারা পারবে পাইয়ের মত এমন সুংদর করে গান গাইতে? আমি তো আপিসে বাড়িতে রোজ একবার করে ইস্নিপ্‌স খুলি আর পাইসঙ্গীত শুনি, তাই দেখে তোমাদের ঠাকুমা আজকাল মাঝে মাঝেই আমার দিকে সন্দেহের চোখে তাকায়। ঃ-)

    তবে পাইদিমণির এক নং আর দু নং পয়েন দেখে আমাদের যৌবনকালের শিব্রাম চক্কোত্তির একখান কবিতা মনে পড়ে গেল। পুরোটা মনে নেই, মানে কবির পাশের বাড়িতেই ছাদে একটা সুন্দরী মেয়ে রোজ কাপড় শুকোতে দিতে আসে। আহা, তার পরেই কী প্যারাডক্স!

    মেয়েটি আমার দিকে ফিরেও তাকায় না।
    কিন্তু আমি ওর দিকে তাকালেই, সে চোখ সরিয়ে নেয়।
  • Arpan | ০৯ এপ্রিল ২০০৯ ০৯:৫৫ | 65.194.243.232
  • কাঁচা মুগডাল উচ্ছে এবং উচ্ছেপাতা দুই দিয়েই ব্যপক হয়।
  • Sudipta | ০৯ এপ্রিল ২০০৯ ০৯:৫৫ | 122.169.138.196
  • কার-ও দিকে তাকাতে হলেও ম্যানার্স (মানে দৃষ্টি মানেই কুদৃষ্টি না-ও তো হতে পারে)!!! বাপস!!! তাই লোকজন আজকাল এত সানগ্লাস পরে! তবে ইয়ে, কবি বলছেন, 'সকলেই সকলকে আড়চোখে দেখে', সুতরাং চিন্তার কিছু নেই ঃ))
  • san | ০৯ এপ্রিল ২০০৯ ০৯:৫২ | 123.201.53.131
  • না তাড়াতাড়ি বলে যাই উচ্ছে দিয়ে কাঁচা মুগডাল ব্যাপক বস্তু একটি
  • Arpan | ০৯ এপ্রিল ২০০৯ ০৯:৫২ | 65.194.243.232
  • হিডিঙ্কের নতুন করে ফ্যান হচ্ছি। ঃ-)
  • san | ০৯ এপ্রিল ২০০৯ ০৯:৫১ | 123.201.53.131
  • 'সবেতেই' মানে হল কোলকাতার লোকে বেসিকালি আদেখলা। ছেলে মেয়ে নির্বিশেষে। ড্যাবড্যাব করে তাকিয়ে থাকে।

    আর ইয়ে লোকে তাকাচ্ছে কিনা এটা জানার জন্য নিজেকে আড়চোখে বা সোজাচোখে সকলের দিকে ঘুরে ঘুরে দেখতে হয়না। অন্তত সব রকম সেন্স ঠিকঠাক কাজ করলে।

    আর লোকে বেসিক ম্যানার্স ট্যানার্স মানবে কিনা সেটা তাদের ব্যাপার যদি হয়, তো আমি তাতে মনে করব কিনা সেটাও হোপফুলি আমার ব্যাপার হওয়া উচিত।

    ম্যানার্স সম্পর্কিত আরেকটি প্রবন্ধ হনুদার দিক থেকে ধাবিত হওয়ার আগেই কেটে পড়লাম ঃ-)
  • Sudipta | ০৯ এপ্রিল ২০০৯ ০৯:৪৭ | 122.169.138.196
  • বার্সা আজকাল কেমন যেন ইনকনসিস্টেন্ট হয়ে গেছে, অনেক দিন পর ভালো জিতল।

    উচ্ছের চচ্চড়ি বা উচ্ছে ভাতে (সেদ্ধ) কাসুন্দি সহযোগে বেশ মনোরম আহার্য ঃ)
  • dipu | ০৯ এপ্রিল ২০০৯ ০৯:৪১ | 207.179.11.216
  • ওদিকে বার্সেলোনা বেয়ার্নকে চারবার পুরে দিয়েছে।
  • M1 | ০৯ এপ্রিল ২০০৯ ০৯:৪১ | 59.93.240.216
  • এইতো মনে করিয়ে লোভ বাড়িয়ে দিল ও ও ও ও ও ও ও ।উচ্ছে দিয়ে কাঁচা মুগের ডাল
  • h | ০৯ এপ্রিল ২০০৯ ০৯:৪১ | 203.99.212.224
  • লিভারপুল।
  • Sudipta | ০৯ এপ্রিল ২০০৯ ০৯:৪১ | 122.169.138.196
  • চোখ থাকলে লোক তাকাবে, এত মনে করার কি আছে, গুরুত্ব না দিলেই হয়, বা আড়চোখে না দেখলেই হয় কেউ তাকাচ্ছে কিনা ;-)
    (নিরাপত্তা নিয়ে এখন-ই কিছু বলছি নে)

    হানুদা কি ম্যান ইউ না লিভারপুলের সাপোর্টার?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত