এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • a x | ১০ এপ্রিল ২০০৯ ০১:২৩ | 143.111.22.23
  • লঘু গুরু ঠিক করার জন্যই পেনাল ব্যবস্থা। সেটা কম্যুনিটি থেকেই উঠে আসে। বাইরে থেকে না। অরিজিতের ক্ষেত্রে সেটা প্রথমে হওয়া উচিৎ ছিল নাগরিক কমিটি। সেটা না হওয়াতে প্রশাসন।

    বাইনারি, হ্যাঁ তোর মা ইত্যাদি ভার্সাস, মাথা হেঁট করে ঝুলিয়ে রাখার মধ্যে তফাৎ আছে। আপনার কাছে নেই?
  • Blank | ১০ এপ্রিল ২০০৯ ০১:২৩ | 59.93.196.82
  • সুপ্রঈম কোর্টের এই নিয়ম অনুসারে র‌্যাগিং নিয়ে কোনো স্টুডেন্ট কমিটি কিচ্ছু বলতে পারে না।
    The Raghavan Committee report,submitted to the court in May 2007, includes a proposal to include ragging as a special section under the Indian Penal Code. The Supreme Court of India interim order (based on the recommendations) dated May 16, 2007 makes it obligatory for academic institutions to file official First Information Reports with the police in any instance of a complaint of ragging. This would ensure that all cases would be formally investigated under criminal justice system, and not by the academic institutions own ad-hoc bodies.
  • sibu | ১০ এপ্রিল ২০০৯ ০১:২১ | 71.106.244.161
  • IPCতে যদি দুধ না খেলে জেল লেখা থাকে তো দুধ না খেলে জেল। এখন সেটা হয়তো অন্যায় আইন। সেরকম হলে আইনের বিরুদ্ধে আন্দোলন করতে হবে ও আইন বদলানোর চেষ্টা করতে হবে। বেআইনী আন্দোলন করলে শাস্তি পেতে হবে।

    তা তুমি যদি মনে কর এই ছেলেটি র‌্যাগ করে ঠিক করেছে, বা লঘু পাপে গুরু-দন্ড পেয়েছে, তুমি ডিটেইলড কেসটা বলে জনসমর্থন পাবার চেষ্টা কর, ফ্যাকাল্টির ওপর নৈতিক চাপ সৃষ্টির চেষ্টা কর।
  • Blank | ১০ এপ্রিল ২০০৯ ০১:২০ | 59.93.196.82
  • ধুস। এদেশে র‌্যাগিং হওয়াই উচিৎ। এতক্ষন ঘেঁটেও সুপ্রীম কোর্টের দেয়া রুলস গুলো পেলাম না। সরকারি পেজ গুলো কোনো টা অ্যাভেলবল না। কারা এগুলো মেনটেন করে!!!!
  • san | ১০ এপ্রিল ২০০৯ ০১:১৮ | 123.201.53.131
  • কার্যকরী হয়না বলেই অন্যায়? সে তো এত এত আইন দিয়ে ক শতাংশ পণ আটকানো গেছে? তাই বলে কেউ পণ চাওয়ার পরে তাকে পুলিশে দেওয়া অন্যায়? কেননা এভাবে তো এত এত রাজ্যে কমানো যাবেনা ?????

    পণ ফণ কে তো আবার বেশিরভাগ লোকেই লঘুপাপ ই মনে করে, যদি আদৌ পাপ ভাবে আর কি ঃ-)))
  • Binary | ১০ এপ্রিল ২০০৯ ০১:১৮ | 198.169.6.69
  • মানে অক্ষ বলতে চাইলো, 'তোর মা খা....' বা ..... এসব বল্লে, সেটা র‌্যাগিং নয় বা কম র‌্যাগিং বা লঘু পাপ, আর এক্ষেত্রে ছমাসে সাসঃশন, গুরু দন্ড হয়ে যাচ্ছে ইত্যাদি ঃ)))
  • Blank | ১০ এপ্রিল ২০০৯ ০১:১৬ | 59.93.196.82
  • তাহলে তো মাওবাদী হয়ে দেশের সরকার ও শাসন ব্যবস্থার প্রতিবাদ জানানো উচিৎ। দেশের সরকারের পয়সায় পড়াশুনো কেনো? আর 'ওগো আমার চাকরি চাই, আমায় সাসপেন্ড করো না' বলে কান্নাকাটি কেনো।
  • san | ১০ এপ্রিল ২০০৯ ০১:১৬ | 123.201.53.131
  • লঘু গুরু কে ঠিক করে? আমি যদি বলি, মোটে ৬ মাস?
  • a x | ১০ এপ্রিল ২০০৯ ০১:১৫ | 143.111.22.23
  • কারণ, লঘু পাপে গুরুদন্ড কোথাও ঠিক কার্যকরী হয়না।
  • san | ১০ এপ্রিল ২০০৯ ০১:১৪ | 123.201.53.131
  • করা তো সবকিছুই যায়, ক্ষমাও করা যায়, কিন্তু ক্ষমা না করা অন্যায় নয় তো
  • a x | ১০ এপ্রিল ২০০৯ ০১:১৪ | 143.111.22.23
  • একিরে ভাই IPC তে যদি লেখা থাকে আমি সকালে উঠে দুধ না খেলে আমার সাতদিনের জেল?
  • san | ১০ এপ্রিল ২০০৯ ০১:১৪ | 123.201.53.131
  • ৬ মাস জেলে পুরলে অন্যায়? কেন?
  • a x | ১০ এপ্রিল ২০০৯ ০১:১৩ | 143.111.22.23
  • একবার ওয়ার্নিং, পরেরবার মাইক বাজেয়াপ্ত, এসব স্টেপও করা যায়।

    এগেন এই ছেলেটির কি বলেছে/করেছে জানিনা। কিন্তু "র‌্যাগিং" একটা ভাস্ট ব্যবহারকে বলা যেতে পারে, সব কিছুতেই তো এক দাওয়াই না।

    বাইনারি, আপনি বারবার ঐ রাজনৈতিক রং নিয়ে বলছিলেন বলেই সুরেন্দ্রনাথ/বঙ্গবাসীর কথা।
  • Blank | ১০ এপ্রিল ২০০৯ ০১:১২ | 59.93.196.82
  • কেন অন্যায়? IPC যদি লেখা থাকে যে এই অপরাধের শাস্তি ৬ মাস জেল
  • ranjan roy | ১০ এপ্রিল ২০০৯ ০১:১২ | 122.168.210.136
  • তিনবছরে ঈশানকেপ্রথম একটু একটু ক্রুদ্ধ লাগছে। এর চেয়ে কত কঠিন বল এর আগে হাসিমুখে ডাক্‌ করেছে বা সহবাগের মত স্কোয়ার কাট করে থার্ডম্যানের মাথার ওপর দিয়ে ছয় মেরেছে।
    এবার আমার একটাই বক্তব্য এবং শেষ বক্তব্য।
    কোন নতুন ছেলে কে এই কনফিডেন্স দেয়াটা শিক্ষাপ্রতিষ্ঠানের কর্তব্য যে ও অসহজ ফিল করলে অথরিটি ওর সঙ্গে আছে, অন্ততঃ ওর কথা শুনবে। এই ব্যাপারটাই অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে নেই।

    ফুটনোটঃ এক্ষুণি ছোটশালি ফোনে জানাল যে ভোপালে এম এল বি কলেজে ভর্তি হয়ে র‌্যাগিংএর সময় সে সিনিয়রদের জানিয়েছিলো যে ফাইনাল ইয়ারের ওমুক ওর মেজদি( আমার স্ত্রী)। তাতে ক্যাম্পাসে র‌্যাগিং হল না। কিন্তু ফেরার পথে বাসে দু'স্টপ পরে সিনিয়রদের এক গ্যাং চড়লো, সবার আগে ওর মেজদি। উঠেই বল্লো-- নতুন ব্যাচের সবাই উঠে দাঁড়া। এ লড়কি! শুনাই দে রহা কি নহী? ভ্যায়রা হ্যায় কা?
    -- দিদি, আমি! তোর ছোট বোন।
    --- তো ক্যা হুয়া? কৈ পক্ষপাত নহী হোনা। ঠিকসে খড়ে হো যা!
  • a x | ১০ এপ্রিল ২০০৯ ০১:১১ | 143.111.22.23
  • না, কিন্তু ঐ লোকনাথ বাবা লোকগুলোকে নিয়ে গিয়ে ৬ মাস জেলে পুরলে অন্যায়। সেটা যতই দৃষ্টান্ত মূলক হোক। এটা খুব সূক্ষ কিছু কি বোঝার মত?
  • Blank | ১০ এপ্রিল ২০০৯ ০১:০৯ | 59.93.196.82
  • ওহ মামু শেষে যুক্তি এখানে নিয়ে এলো। কি আজব!!!

    যারা দোল খেলতে ভালবাসে তারা খেলুক গে। আমাকে দিয়ে জোর করে খেলানোটা অপরাধ। তার জন্য পুলিশ ডাকা অবশ্যই যায়। আমি ডাকবো কি ডাকবো না সেটা আমার ওপর নির্ভর করে।

    ধরা যাক অজ্জিত দা। আজ অজ্জিত দার বাড়ির পাশে মাইক বাজিয়ে লোকনাথের উৎসব হচ্ছে বলে অজ্জিত দা অনেক জায়গায় মেল করেছে। এই খানে অজ্জিত দার ভুল কোথায়?
    মামুর যুক্তি অনুসারে,
    ১) মামু (মামু মানে এখানে অ , আ, ই প্রভৃতি), এক্ষেত্রে কিছুই করতো না, সহ্য করে নিত। তাই অজ্জিত দার কাজ টি অন্যায়।
    ২) সরকার প্রকাশ্যে ধর্মাচরন বন্ধ করতে পারবে না, তাই অজ্জিত দার অভিযোগট অন্যায়। বা সরকারের মাইক বাজানো নিয়ে বিধি নিষেধ টি অন্যায়।
  • sibu | ১০ এপ্রিল ২০০৯ ০১:০৮ | 71.106.244.161
  • কথা হল, ইউনির আচরনবিধিতে যদি থাকে জোর করে রং দিলে অ্যাকাডেমিক সাসপেনশন, আর সে নিয়ে ইউনিয়ন জঙ্গী আন্দোলন করে, তো তখন ইউনিউয়নের নেতাদেরও শাস্তি পাওনা হয়। বরং ছাত্র প্রতিনিধিরা তখন আচরনবিধি বদলানো নিয়ে মৃদু স্বরে দরবার করলে ঠিক হয়।
  • Binary | ১০ এপ্রিল ২০০৯ ০১:০৮ | 198.169.6.69
  • র‌্যাগিং প্রমানিত হলে সাসপেন্সন, এটা বোধহয় উনিভার্সাল রুল, এই ক্ষেত্রে এটাই প্র্যোগ করা হয়েছে, তাই না ?
  • san | ১০ এপ্রিল ২০০৯ ০১:০৮ | 123.201.53.131
  • কিন্তু আমরা তো ক্রাইমের ক্ষেত্রে সারা দেশে এক বিচার চাই। তোমরা তো সেটাও লোকাল কমিটির হাতে তুলে দেবে বললে। ৪৯৮ তো ক্রাইম নিয়ে ডিল করে, আচরণবিধি নয়। তবে তুমি বধূ নির্যাতনকে ক্রাইম না ভেবে আচরণবিধির সমস্যা ভাবলে অন্য কথা ঃ-)))))
  • Binary | ১০ এপ্রিল ২০০৯ ০১:০৬ | 198.169.6.69
  • 'বনিনারি' আবার কে ঃ)))
  • Ishan | ১০ এপ্রিল ২০০৯ ০১:০৬ | 12.163.39.254
  • না। ওটা তোমাদের মত। এই তো মেনে নিলে। সব জায়গায় আলাদা আলাদা ফ্যাকাল্টি আলাদা আচরণবিধি ঠিক করবে। ঃ)
  • san | ১০ এপ্রিল ২০০৯ ০১:০৪ | 123.201.53.131
  • তা, তোমাদের মত হল এই, যে প্রত্যেকটা ৪৯৮ মামলার জন্য পাড়ায় পাড়ায় কমিটি তৈরি হোক, কলকাতার কমিটি হয়তো ঠিক করল জেল হোক, ব্যারাকপুরে ঠিক করল ধমকধামক দিয়ে ছেড়ে দেওয়া হোক, আর একেবারে গ্রামের দিকে বলল, নির্যাতন কিসের, বউরা তো বরের কথামতই চলা উচিত।

    মানে সব জায়গার পালস আলাদা আলাদা তো। কেউ হয়তো ওসব অপরাধ মনেই করল না। অনেকেই নির্ঘাৎ করেওনা।
  • Ishan | ১০ এপ্রিল ২০০৯ ০১:০৪ | 12.163.39.254
  • ফাইন। ব্ল্যাংক আই বানিনারি যদি মনে করে, দেশ থেকে দোলখেলা তুলে দিতে পারবে পুলিশ দিয়ে, তাহলে দিক। এ নিয়ে আমি আপাততঃ রণে ভঙ্গ দিলাম। ঃ)

    ডিঃ আমার দোল খেলতে বাজে লাগে। কিন্তু পাড়ার বা হস্টেলের ছেলেপুলে গায়ের জোরে রং মাখালে পুলিশে যাবার কথা ভাবিনি কখনও।
  • Blank | ১০ এপ্রিল ২০০৯ ০১:০৩ | 59.93.196.82
  • ছাত্র দের কাজ নিয়ে যত রচনা লেখা যায়, তার মধ্যে অন্তত র‌্যাগিং এবং অকারন মারামারি পরে না
  • Blank | ১০ এপ্রিল ২০০৯ ০১:০২ | 59.93.196.82
  • বাইনারি দা কে পুর্ন সমর্থন।
  • sibu | ১০ এপ্রিল ২০০৯ ০১:০১ | 71.106.244.161
  • ছাত্রদের কাজ শুধু পড়া নয়, ঠিক কথা। কিন্তু ছাত্রদের কাজের মধ্যে শিক্ষকদের কাজে বাধা দেওয়া পড়ে না।
  • Du | ১০ এপ্রিল ২০০৯ ০১:০১ | 65.124.26.7
  • কজনের 'কেরিয়ার ডুম' হলে পরের বছর আর অ্যাতো কূটকচালি প্রশ্নের মধ্যে যেতে হবেনা।
  • Binary | ১০ এপ্রিল ২০০৯ ০১:০১ | 198.169.6.69
  • পানু পড়তে (জোর করে) যদি কারো বমি আসে, তাহলে তাকে বাধ্য করাটা অবশ্য আই রিপিট অবশ্য-ই ক্রাইম। দোলে জোর করে রং দেওয়া-ও।
  • Blank | ১০ এপ্রিল ২০০৯ ০১:০১ | 59.93.196.82
  • দেশে বিদেশে অনেক মহিলা খোরপোশ পাওয়ার জন্য মিথ্যে মামলা করে।
    'চম্পলা সর্দার' মামলার পরে যেকোনো রেপ কেসের মামলা তুলে দেওয়া উচিৎ, কারন ঐ ধরনের মামলা অনেকেই ইচ্ছে করে করে থাকে
  • Ishan | ১০ এপ্রিল ২০০৯ ০১:০০ | 12.163.39.254
  • ছাত্রদের কাজও শুধু পড়া নয়। কি কি সব কমিটিতে নেওয়া হয়। ছাত্রপ্রতিনিধিদের ঐ জন্যই নির্বাচন করা হয়।
  • sibu | ১০ এপ্রিল ২০০৯ ০০:৫৯ | 71.106.244.161
  • পৃথিবীর সব দেশেই এই পীয়ার ইভ্যালুয়েশন দিয়েই ইউনি চলে। কখনো কখনো তাতে ঘটে। কিন্তু মোস্টলি সিস্টেমটা কাজ করে।
  • Blank | ১০ এপ্রিল ২০০৯ ০০:৫৯ | 59.93.196.82
  • বাস্তব অভিজ্ঞতা হলো,
    'ভোটে অজস্র জোচ্চুরি হয়'
    'আদালতে চলা মামলায় অজস্র মামলায় মিথ্যা সাক্ষী হয়'।
    চলুন এগুলো তুলে দি
  • Binary | ১০ এপ্রিল ২০০৯ ০০:৫৯ | 198.169.6.69
  • আবার এলুম,

    ঈশান তেড়েফুঁড়ে প্রমান কত্তে চাইছে, যে শিক্ষকরা (ফ্যাকাল্টি) র‌্যাগিং-এর সাজা দেন, তারা-ও দেবদুত কিছু নন (ছাত্রীদের সঙ্গে শোয়া ইত্যাদি)। নন তো ন। কে বলেছে তারা দেবদুত। কিন্তু তাই বলে র‌্যাগার-এর শাস্তি হবেনা কেন ? গাঁজা খাওয়া যদি অ্যান্টি ডিসিপ্লিন হয় তবে তাকেও শাস্তি পেতে-ই হবে। কার-ও যদি ক্রনিক হার্তের সমস্যা থাকে তার খাটের তলায় চকোলেট বোম ফাটালে, সেটাও র‌্যাগিং।

    অক্ষ, সুরেন্দ্রনাথ কলেজ আমি দেখেছি। তুমি যেটা র‌্যাগিং বলছ ওখানে, সেটাও দেখেছি। তাই বলে, এখানে, যাদব্‌পুরের এই পার্টিকুলার কেসটা লঘু হয়ে যায় না, বা এখানে যারা যারা, কম্যুনিটি ওয়ার্ক নিয়ে গলাবাজি করছে, তাদের রঙ-ও ফিকে হয় যায় না।
  • san | ১০ এপ্রিল ২০০৯ ০০:৫৮ | 123.201.53.131
  • শিক্ষকদের কাজ শুধু পড়ানো নয়। কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ ফর্মালি অ্যাসাইন করা হয় তো।
  • Ishan | ১০ এপ্রিল ২০০৯ ০০:৫৮ | 12.163.39.254
  • শিবুদা। তাড়াবে কারা? ফ্যাকাল্টি? সেখানে তো শিক্ষকরাই থাকবেন। ঃ)

    স্যান। বাস্তব অভিজ্ঞতা হচ্ছে, সমান প্লাটফর্ম মাপাটা ইজি না। অনেকসময় লোকে কনসেন্ট দিয়ে দেয়, যখন সে সত্যিই হিউমিলিয়েটেড হয়, তখনও। আবার অনেক সময় লোকে হিউমিলিয়েটেড না হলেও বাজে বাওয়াল করে। এ সেই ৪৯৮এ র কেসে মতো।
  • Blank | ১০ এপ্রিল ২০০৯ ০০:৫৭ | 59.93.196.82
  • যে ওটা পড়তে চাইবে না, অবশ্যই তার কাছে ওটা র‌্যাগিং
  • Blank | ১০ এপ্রিল ২০০৯ ০০:৫৬ | 59.93.196.82
  • অবশ্যই র‌্যাগিং, কারন রঙে আমার খুব অ্যালার্জি। আর আমি ওটা এনজয় করছিনা। জোর করে করানো হচ্ছে।
    আমার কাছে সুর করে পানু পড়াটা মজার লেগেছিলো।
  • sibu | ১০ এপ্রিল ২০০৯ ০০:৫৬ | 71.106.244.161
  • শিক্ষকদের কাজ শুধু পড়ানো নয়, ইউনি চালানো। এদেশে ক¾ট্রাক্টে তিনট ক্লজ থাকে - টীচিং, রিসার্চ অ্যান্ড কমিউনিটি সার্ভিস (ইউনি চালানো এর মধ্যে পড়ে)।
  • Blank | ১০ এপ্রিল ২০০৯ ০০:৫৫ | 59.93.196.82
  • ইচ্ছার বিরুদ্ধে জোর করে কিছু করানো টা র‌্যাগিং।
    (প্লিজ মামু, এবারে এম্নি বলো না যে পরীক্ষার হলে জোর করে টুকতে না দিয়ে এম্নি পরীক্ষা দিতে বলাটা র‌্যাগিং)
  • Ishan | ১০ এপ্রিল ২০০৯ ০০:৫৫ | 12.163.39.254
  • দোলে রং দেওয়াটা ক্রাইম? পুলিশে দেওয়া উচিত? বা চকলেট বোম ফাটানোটা?

    তাহলে পানু পড়া কেন ক্রাইম না?
  • sibu | ১০ এপ্রিল ২০০৯ ০০:৫৪ | 71.106.244.161
  • রঞ্জনদা, আম্মো মনে করি শাস্তি ডিসপ্রোপোরশনেট হলে চলবে না। তবে কোনটা প্রোপোরশনেট সেটা ফ্যাকাল্টি ও সেনেট ঠিক করুক। ছাত্ররা আবেদন নিবেদন করতে পারে। কিন্তু এ নিয়ে জঙ্গী আন্দোলন করা বেআইনী।
  • arjo | ১০ এপ্রিল ২০০৯ ০০:৫৪ | 168.26.215.13
  • ব্বাব্বাই জনতা, বাকীটা রাতে দেখে নেব। হ্যাপি র‌্যাগিং। ঃ))
  • Blank | ১০ এপ্রিল ২০০৯ ০০:৫৪ | 59.93.196.82
  • দম দির অভিজ্ঞতার একটা কাউন্টার পার্ট আমার কাছে আছে। কিছুদিন আগে অব্দি আমার প্রোজেক্টে একজন ছিল, যে সগর্বে জানাতো যে তার আগের এক্সপিরিয়েন্সটি জাল। এবং তার আগের টার পে স্লিপ ফটোশপে জালি করা।
  • san | ১০ এপ্রিল ২০০৯ ০০:৫৩ | 123.201.53.131
  • ব্ল্যাংকিকে করা প্রশ্নের উত্তর আমি আমার বিবেচনা মত দিচ্ছি।

    সমান প্লাটফর্মে না থেকে বাওয়ালি করলে ডেফিনিটলি র‌্যাগিং। যেমন সিনিয়র জুনিয়র। যেমন রুলিং ইউনিয়ন। ইত্যাদি। অর্থাৎ যারা কোন একটি ক্ষমতা কাজে লাগিয়ে বাওয়ালি করে। এবং সেই ক্ষমতার জন্য ভয় দেখিয়ে চুপ করিয়ে রাখে।

    হল?
  • arjo | ১০ এপ্রিল ২০০৯ ০০:৫৩ | 168.26.215.13
  • শিক্ষকদের কাজ পড়ানো সেইজন্যই তাঁরা মাইনে পান। তাঁরা সেটাই করুন না।
  • sibu | ১০ এপ্রিল ২০০৯ ০০:৫২ | 71.106.244.161
  • যে সব শিক্ষক অপদার্থ তাদের তাড়ানো উচিৎ। কিন্তু তাদের রাখলে তাদের মত করে কাজ করতে দিতে হবে।
  • Blank | ১০ এপ্রিল ২০০৯ ০০:৫২ | 59.93.196.82
  • মামু সেই বিখ্যাত লুপ টা চালাচ্ছে যেটা বহুবার অন্য কেউ চালালে মামু নিজেই বলে। ' এক অন্যায় দিয়ে অন্য টাকে সাপোর্ট করা যায় না'।
  • Blank | ১০ এপ্রিল ২০০৯ ০০:৫১ | 59.93.196.82
  • অবশ্যই র‌্যাগিং , কারন এখানে এক পক্ষ ভিক্টিম আছে। আর এসব প্রশ্ন আসবেই বা কেনো? ইস্কুলে ভর্তির সময়ে তো এমন কোনো কিছুই হয় নি।
    কোথাও বেড়াতে গিয়ে একটা হোটেলে উঠলাম। হঠাৎ একটা লোক আমাকে ডেকে জিজ্ঞাসা করলো, 'কি হে নাম কি?' এবং বাকি টা মামুর কথামত্ন।
    তো মামু একে কি বলবে?
  • Ishan | ১০ এপ্রিল ২০০৯ ০০:৫০ | 12.163.39.254
  • কিছু শিক্ষকের উদ্দেশ্য কেবল ফাঁকি দেওয়া, টিউশনি করা, নিজের পার্টির লেজুড়বৃত্তি করা, আর মস্তি ম্যাক্সিমাইজ করা। এবং কথায় কথায় চাত্রদের হিউমিলিয়েট করা। চান্স পেলেই ছাত্রীদের সঙ্গে শোয়া।

    তাদের হাতে শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্ব ছেড়ে দিয়ে দেশ ও দশের কি উপকারটা হবে, সেটা বোঝা গেলনা।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত