আমার কখনো ৮০০ জিবি ছবি হয়ে গেলে আমি হিমালয়ে চলে যাব। সব পার্থিব মায়া কাটিয়ে।
Tim | ১২ এপ্রিল ২০০৯ ২২:২৫ | 71.62.2.93
হেহে এইটা ভালো দিয়েছে। ঃ)
rokeyaa | ১২ এপ্রিল ২০০৯ ২২:২৪ | 203.110.243.21
দু-একদিন আগে এখানে একটা "এথ্ক্য়াল হ্যাকিং' এর ওয়ার্কশপ ছিলো। তাতে বললো যে ঐ song.pk-টা নাকি পাকিস্তানের হ্যাকাররা ভারতের কম্পুতে অ্যাটাকের জন্য বানিয়েছে!
arjo | ১২ এপ্রিল ২০০৯ ২২:২৩ | 24.42.203.194
আমারই গেছে মাস ছয়েক আগে। সিনেমা টিনেমা নয় হাজার হাজার লাইনের কোড, কোটি কোটি পিপিটি আর ডকু (ওখান থেকেই ঝেড়ে ঝেড়ে কাজ করতাম) ইত্যাদি ইত্যাদি। আমিও রিকভার করতে পারি নি। নইলে কি আর তোমাকে কনসাল্টেন্সি দিই? লোকে নিজে করতে গিয়ে ব্যর্থ হলে সেই বিষয়ে কনসালটেন্ট হয়। ঃ)
nyara | ১২ এপ্রিল ২০০৯ ২২:১৫ | 64.105.168.210
আমার ইন্টার্নাল হার্ডড্রাইভ ঐ লো ভোল্টেজের চক্করে মায়া হয়ে গেছিল। ext2 ছিল। আমি তরপরেও বার কয়েক চালাবার চেষ্টা করায় হার্ড ড্রাইভের অন্তিম সৎকার সম্পূর্ণ হয়। প্রফেশন্যাল ডেটা রিকভারি সার্ভিসে দিয়েছিলাম। বলল কিসু করা যাবে না।
সোমনাথ প্রথম থেকেই আটঘাঁট বেঁধে নাবছ, ভালই করেছ।
Somnath | ১২ এপ্রিল ২০০৯ ২২:০২ | 117.194.194.75
এঃ, আর্যর কথামত উল্টে পাল্টে কিছু করা হয় নি এখনো, তার আগেই সীগেট এর ফাইল রিকভারি সফটওয়ার নামিয়ে, তার ক্রাক দিয়ে ইন্সটল করে স্ক্যান চালিয়েছি। এখন সেক্টর ধরে ধরে স্ক্যান করছে। গত একঘন্টায় ৬৬ জিবি স্ক্যান করেছে।
chkdsk করা যেত হয়ত, সেটাও এখনই দেখলাম। কিন্তু মনে হয় না কোনো কাজে দিত। ডস এ গিয়ে মঃ দিতে তো ওতে ঢুকলই না। chkdsk থোরাই করত?
আসলে এখনও আশা আছে, কেন বলছি, ওতে একটা অটোইন্সটল সফটওয়ার আসে, সেটাতে ভিস্তা তে সিস্টেম চেক করতে দিলে বলেছে সিস্টেম ঠিক ঠাক আছে।
দেখা যাক। ফাইল রিকভারিটা ফ্লপ করলে ফাইল স্ক্যাভেঞ্জার চালাবো। সেটাও ডাউনলোড করে রেডি আছি।
দূর দূর সিফো। সেন্টু খাসনি । ন্যাড়াদার ও এরকম হার্ড ড্রাইভ চাঁদে যাওয়ার অভিজ্ঞতা আছে বলেছিল তো।
এ অবস্থায় র্যাগিং, ইউনিয়ন খিস্তি সবই কেমন ধূসর লাগে।
গুলালের গান নামা, আর শুনতে থাক। উফ্ফ্ফ্ফ্ফ্ফ্ফ্ফ্ফ্ফ্ফ্ফ্ফ্ফ
Arpan | ১২ এপ্রিল ২০০৯ ২১:৫২ | 122.252.231.12
কেলো হল তো! না আমার এরকম হয়নি কখনো।
sinfaut | ১২ এপ্রিল ২০০৯ ২১:০১ | 218.248.76.24
এসেছে, তবু আসে নাই। হাওয়ায় ভর করে বলছে, জানলা দিয়ে ঢুকতে পারি, কিন্তু কেন ঢুকবো?
dipu | ১২ এপ্রিল ২০০৯ ২০:৫৩ | 121.243.161.234
আর বুড়ো হাড়েও ব্যারেটো কি খেলাটাই খেলল। এখন সব কিছুই নির্ভর করছে বেস্পতিবার সাদা-কালোদের ওপর।
arjo | ১২ এপ্রিল ২০০৯ ২০:৫২ | 24.42.203.194
১। রোকেয়া চাপ নেই, র্যাগিংয়ের মূল কেলাকেলিটা খুব জেনেরিক স্তরে হয়েছে। ঐ যাদবপুরের পার্টিকুলার কেসটায় আমার নিজের এবং আমার ধারণা আরও অনেকের বিশেষ কোনো ইন্টারেস্ট ছিল না।
২। সোমনাথ, খুব সম্ভব কিছু ব্যাড সেক্টর তৈরী হয়েছে। হার্ড ডিস্ক অ্যাকসেস করলে যদি ডিস্ক রোটেট করার শব্দ শুনতে পাও, তাহলে মনে হয় ঠিক আছে। কিছু জিনিষ ট্রাই করতে পার। ক, আনপ্লাগ করে খানিক সময় দিয়ে প্লগইন কর, তারপর ডিস্ক রোটেট করতে শুরু করলে উল্টে দাও, খ, খানিক রেস্ট দাও। আমার ধারণা একটু রেস্ট পেলে ওটা আবার চলতে শুরু করবে।
৩। আমি মোটেই গাঁগাঁ নই। কেলাস থ্রীর আগে সবাই আমাকে কেলাত, কিন্তু কেলাস থ্রীর পর থেকে ভাবলাম ঘুরে দাঁড়ানোই ভালো। তাই থ্রী থেকে আমি সবাইকে কেলাতাম। থ্রীতে সিক্সের সিংহকে কেলিয়েছিলাম - বুলি করতে এসেছিল, ফোরে সেভেনের দ্বৈপায়ণকে কেলিয়েছিলাম, এইটে টুয়েলভের সৌমেনকে কেলিয়েছিলাম। আমাকে কেলাতে এলে আমি কেলিয়ে দিই, আত্মরক্ষা। কিন্তু গ্লোবাল ব্যাপারে আর একটু থিওরেটিকাল স্টান্স নিই।
sayan | ১২ এপ্রিল ২০০৯ ২০:৩৭ | 115.108.25.26
মোবা ২ - ডেম্পো ১ আই লীগে চার্চিলের সাথে সমান পয়েন্ট। বাইচুং এর ফ্লাইং কিক্টা অনেকদিন মনে থাকবে।
h | ১২ এপ্রিল ২০০৯ ২০:৩২ | 61.95.144.10
তোদের বাড়িতে নেট আইসা গ্যাসে?
h | ১২ এপ্রিল ২০০৯ ২০:৩১ | 61.95.144.10
এই জন্যে আমি কোন ইনফো দি ই না নি ই ও না। সুদু ইনফর্মেশনের সঙ্গে মিডিয়ার, বক্তব্যের সঙ্গে স্মৃতির, ইতিহাসের সঙ্গে দর্শনের, ঘটনার সঙ্গে ভাবনা র দ্বান্দ্বিক সম্পর্ক নিয়ে নিরবিচ্ছিন্ন বক্তৃতা করে যাই। এইটেই গাঁগাঁ বাদের মূল কথা;-)
চাপ নিসনা রোকেয়াঃ-)
sahana | ১২ এপ্রিল ২০০৯ ২০:২৯ | 218.248.76.24
বাঙ্গলা সিনেমাগুলো আমি খুঁজে দিতে পারব আর বাকিগুলোর জন্য ভয়ানক সমব্যথী। ভারি দুখ্খু পাচ্ছি মনে।
rokeyaa | ১২ এপ্রিল ২০০৯ ২০:২৪ | 203.110.246.230
ভূল ইনফো দেওয়ার জন্য অত্যন্ত দুঃখিত, ফেটসুর এই "আন্দোলন' নিয়ে আমার কিছু বলার নেই।
Somnath | ১২ এপ্রিল ২০০৯ ২০:১২ | 117.194.193.86
কুবুন্টু সিস্টেমে ফাইল কপি করতে করতে আর ব্রাউজ করতে করতে দুম করে কারেন্ট অফ হয়ে গিয়ে এখন আমার সীগেট ১ টিবি এক্সটার্নাল হার্ড ডিস্ক কোরাপ্টেড অ্যাণ্ড আনরিডেবল বলছে। ড্রাইভ টা দেখাচ্ছে, কিন্তু ক্লিক করলে এই এরর মেসেজ দিয়ে থেমে যচ্ছে উইন্ডোতে।
প্রায় ৪০০ জিবি সিনেমা, গান ছিলো। মালটা কি ভোগে গেল?
কেউ বলতে পারবে যারা এক্সটার্নাল হার্ড ডিস্ক ইউজ করেছো, ন্যাড়াদা, অপ্পন?
d | ১২ এপ্রিল ২০০৯ ১৮:৩৮ | 117.195.37.179
তাও একটু খটকা আছে। আবার মেলালাম।
I | ১২ এপ্রিল ২০০৯ ১৮:২২ | 59.93.215.249
মেল ব্যাক করলাম।
d | ১২ এপ্রিল ২০০৯ ১৮:১৯ | 117.195.37.179
মেলে ইংরাজী করে লিখে দিয়েছি।
I | ১২ এপ্রিল ২০০৯ ১৮:০৭ | 59.93.215.249
ডম, এইখানে বাংলা করে লিখে দাও। মেলে পড়তে পারছি না। ল্যাটিন লাগছে।
বড়ি দিয়ে লাউঘন্ট, আহা। অথবা মাছের মাথা দিয়ে আমিষ ঘন্ট।
Arpan | ১২ এপ্রিল ২০০৯ ১৩:৩৮ | 122.252.231.12
যে সুক্তোয় জলের ভাগ বেশি। লাউসুক্তোর মতন নয়। নানাবিধ তরিতরকারি পড়ে। কদাপি দুধ দেয় না। নিরামিষ ও আমিষ দুইই হয়।
d | ১২ এপ্রিল ২০০৯ ১৩:১১ | 117.195.37.179
য্যাঃ কি যে বলে! লাউচিংড়ি ছাড়াও, লাউ ছেঁচকি, লাউঘন্ট কিম্বা বাকলাভাজা --- সবই অতি ভাল খেতে।
a x | ১২ এপ্রিল ২০০৯ ১৩:১০ | 99.152.72.73
জলসুক্তো কি?
d | ১২ এপ্রিল ২০০৯ ১৩:০৯ | 117.195.37.179
আমি করেছি আমডাল, এঁচোড়ের তরকারী আর আমের টক।
ব্রতীন, এটা পুণের স্পেশ্যাল ড্রিঙ্কস। আমাকে দিল্লীর লস্যির দুঃখ ভুলিয়ে দিয়েছে। ঐ দুধ ইত্যাদি দিয়েই তৈরী হয়।
san | ১২ এপ্রিল ২০০৯ ১৩:০৮ | 123.201.53.131
লাউ একটি মোস্ট ওভারহাইপড সবজি। স্বাদহীন, কচকচে।
কতবার লাউচিংড়ি থেকে চিংড়ি বার করে খেয়ে নিয়ে আবার লাউটা ফ্রিজে ঢুকিয়ে রেখেছি ঃ-)
Arpan | ১২ এপ্রিল ২০০৯ ১৩:০৭ | 122.252.231.12
উচ্ছেকুমড়ো, জলসুক্তো, আর পাবদার ঝোল। শেষপাতে জলপাইয়ের টক।
Bratin | ১২ এপ্রিল ২০০৯ ১৩:০৬ | 117.194.96.224
দ, মস্তানি টা কি বস্তু?
d | ১২ এপ্রিল ২০০৯ ১৩:০৫ | 117.195.37.179
পুণেতেও আজ পোচন্ড গুমোট। আমি বাজার করতে বেরিয়ে ২ গ্লাস মস্তানি মেরে এলাম।
a x | ১২ এপ্রিল ২০০৯ ১৩:০৪ | 99.152.72.73
আরে না রোদে রংটা বেগুন হয়। আকৃতি তো আগে থেকেই, তো ছায়াতে তো আর লাউ থাকে বলতে পারিনা।
san | ১২ এপ্রিল ২০০৯ ১৩:০৩ | 123.201.53.131
রোদে বেরোলে গালের আকৃতি পাল্টে যায় ?????
উইকেন্ডের বাজারে জনতা কি খাচ্ছে? আমরা উচ্ছেচচ্চড়ি, মোচা আর মাছভাজা। দুপুরের জন্য কাঁচা আম।
a x | ১২ এপ্রিল ২০০৯ ১৩:০২ | 99.152.72.73
হ্যাঁ বড় বেগুন। ভাজা খাবার বেগুন। মাদ্রাজী বেগুন না।
d | ১২ এপ্রিল ২০০৯ ১৩:০২ | 117.195.37.179
ইন ফ্যাক্ট kcও বোধায় আবাজই দেলেন ... ঃ(
d | ১২ এপ্রিল ২০০৯ ১২:৫৯ | 117.195.37.179
আকৃতি বেগুনের মত!!!?
হ্যাঁ "ভচকিয়ে' টাই আমাদের বাড়ীর শব্দ। এখানে লিখেছিলাম দেখে অনামিক ইত্যাদি কেমং আবাজ দেছেলো।
a x | ১২ এপ্রিল ২০০৯ ১২:৫৬ | 99.152.72.73
আমার গাল বেগুন হয়ে যায়, আকৃতি ও রং দুই।
a x | ১২ এপ্রিল ২০০৯ ১২:৫৫ | 99.152.72.73
আচ্ছা প্রত্যেক পরিবারেই কিছু শব্দ ব্যবহার হয়না, যেগুলো আর কোথাও হয়না, কেউ কোনোদিন বানিয়েছিল আর চলেই আসছে? আমাদের বাড়িতে বেশ কিছু আছে এরকম। ভচকিয়ে দেখে মনে পড়ল।
d | ১২ এপ্রিল ২০০৯ ১২:৫০ | 117.195.37.179
নাঃ আপেলের মত গাল হয়, কিন্নরী বা গাড়োয়ালিদের। আমারও রোদ্দুরে বেরোলে দুঃখজনকভাবে টমাটোর মতই হয়ে যায়। ঃ(
ইন্দো আছিস নাকি রে? তোর হাতের কাছে জীবুবাবুর সমগ্র আছে? তাহলে মেল চেকিয়ে উত্তর দে।
সৈকত-২, আপনি আছেন এখন? ইন্ডো না থাকলে আপনাকে জিগ্যেস করতাম। খুব দরকার।
a x | ১২ এপ্রিল ২০০৯ ১২:৩২ | 99.152.72.73
বাইনারী ট্র্যাফিক রুলটা বলে ভালো করলেন। উপমাটা আমার দেওয়া ছিলনা। but it just proved my point। ধন্যবাদ।
Arpan | ১২ এপ্রিল ২০০৯ ১২:৩০ | 122.252.231.12
না না তা কেন, তোমরা সব তরুণ তুর্কী, রক্ত গরম! ঃ)
san | ১২ এপ্রিল ২০০৯ ১২:২৭ | 123.201.53.131
অপ্পনের গায়ের চামড়া মনে হয় প্লাস্টিকের ঃ-)
Arpan | ১২ এপ্রিল ২০০৯ ১২:২৩ | 122.252.231.12
না না, রাস্তায় তেমন ঘাম কই? স্পেন্সারের ভেতরে এসি অফ করে রেখেছে বেশি খদ্দের নেই বলে, ঢুকে পুরো ঘেমেনেয়ে গেলাম।
Bratin | ১২ এপ্রিল ২০০৯ ১১:৫৪ | 117.194.98.53
বাজার ,দোকান করে এলাম .. মাটন রেঁধে এলাম। ভালো ই গন্ধ ছাড়ছে। লোকজন কিঞ্চিত চাপে আছে । ;-))
Binary | ১২ এপ্রিল ২০০৯ ১১:৪৯ | 70.64.8.206
লাল হলে আপেলের মত হলেই ভাল শোনাবে ঃ)))
san | ১২ এপ্রিল ২০০৯ ১১:৪৮ | 123.201.53.131
ইয়েস, রাস্তায় বেরোলেই ঘাম হচ্ছে। আমার ক্ষেত্রে শুধু ঘাম নয় মুখ লাল হয়ে টোম্যাটোর মতও হয়ে যাচ্ছে। বিচ্ছিরি গরম। দিনের বেলা।
Binary | ১২ এপ্রিল ২০০৯ ১১:৪১ | 70.64.8.206
গুরু-র একটা জিনিষ সত্যি সত্যি খারাপ লাগে, যে মাঝে মাঝে, যেমন এই ক্ষেত্রে, খুব খুব ব্যাক্তিগত ঢিল (কাদা নয়) ছোঁড়াছুঁড়ি-তে চলে যায় ......
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন