এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • sayan | ১৩ এপ্রিল ২০০৯ ১৫:৫৫ | 160.83.96.81
  • "ও' কমন নিলে "ভূত নাসান (নাচান)' কার নাম।
    উঃ - রোকেয়া
  • dipu | ১৩ এপ্রিল ২০০৯ ১৫:৫৫ | 207.179.11.216
  • ঃ-))

    আমার নয়, কম্পুর গাল।

    ভুতোদা, আমার বাড়ির কাছে কোনো ডাক্তার খুঁজে পাইনি।
  • rokeyaa | ১৩ এপ্রিল ২০০৯ ১৫:৫২ | 203.110.243.21
  • ভূত-"ও', না সা-"ও'-ন, কার নাম "ও'?
  • sayan | ১৩ এপ্রিল ২০০৯ ১৫:৫০ | 160.83.96.81
  • বলি কি, নিজের গালে এই থাবড়া মারার কাজটা আউটসোর্স করে দাও দীপু।

    (অদ্ভুত কম্পু তো!)
  • Bhuto | ১৩ এপ্রিল ২০০৯ ১৫:৪৯ | 203.91.207.30
  • দীপু ডাক্তার দেখা, মনিটরটার একটা পার্টস (নাম টা ভুলে গেলাম) সেটা গেছে মনে হয়, কি যেন বলে একটা, কালো মতন দেখতে , একটা পাইপ মতো থাকে।

    সিঁফো, ইভেন্ট লগ দেখ না।
  • dipu | ১৩ এপ্রিল ২০০৯ ১৫:৩৩ | 207.179.11.216
  • ও,
    আমারও একটা প্রবলেম হচ্ছে পুরনো সিআরটি মনিটরে। লেখা ও ছবি মাঝে মাঝে হরাইজন্টাল হয়ে যাচ্ছে। বাঁগালে একটা থাবড়া কষালে আবার সিধে হচ্ছে।
  • r | ১৩ এপ্রিল ২০০৯ ১৫:২১ | 198.96.180.245
  • "ও দেখা দিয়ে যে চলে গেল,
    চুপিচুপি কি বলে গেল
    (ও) চুপিচুপি কি বলে গেল........"
  • Blank | ১৩ এপ্রিল ২০০৯ ১৫:২০ | 203.99.212.224
  • সত্যি এই নতুন লিফটটা পরিষ্কার। আর পানের পিক চার পাশে একটু কমেছে মনে হলো।
  • h | ১৩ এপ্রিল ২০০৯ ১৫:১৯ | 203.99.212.224
  • ভাট সাহিত্যে ও রা।
  • sinfaut | ১৩ এপ্রিল ২০০৯ ১৫:১৫ | 203.91.207.30
  • আগের প্রশ্নটা শুধু ও না, যে কেউ উত্তর করতে পারেন। আমি কিচু মনে করবোনা।
  • sinfaut | ১৩ এপ্রিল ২০০৯ ১৫:০২ | 203.91.207.30
  • ও,
    আমার একটা প্রবলেম হচ্ছে, কম্পুটারে। থেকে থেকেই ফায়ারফক্স চলতে চলতে পুরো কম্পুটার ফ্রিজ করে যাচ্ছে। এমনকি কীবোর্ড থেকে ইনপুটও দেওয়া যাচ্ছে না। একদম সুইচ টিপে রিস্টার্ট করা ছাড়া কোনো উপায় থাকছে না। এমন ক্ষেত্রে, একমাত্র রিস্টার্ট করার পরই আমি কোনো লগ দেখতে পারি। তো, কোন লগ দেখলে বুঝতে সুবিধে হবে ফাফার প্রবলেমটা সত্যি কী?
  • r | ১৩ এপ্রিল ২০০৯ ১৫:০১ | 125.18.104.1
  • তোমার মেইলাইডিটা কি?
  • Samik | ১৩ এপ্রিল ২০০৯ ১৪:৫৩ | 122.160.41.29
  • রঙ্গন, আমি নিজেই তোমায় আজ এসেমেস করতে ভুলে গেছিলাম। তবু মনে ক'রে করে দিয়েছো, বিশাল থ্যাঙ্কস। yousendit এ যদি না যায়, তা হলে স্‌প্লিট করে পাঠিয়ে দাও, আমি জুড়ে নেব।
  • r | ১৩ এপ্রিল ২০০৯ ১৪:৪৮ | 125.18.104.1
  • দেখছি।
  • Bhuto | ১৩ এপ্রিল ২০০৯ ১৪:৪২ | 203.91.207.30
  • yousendit এ তুলে দেওয়া যায় না? ম্যাক্স সাইজটা কত খেয়াল হচ্ছে না। এখানে খোলে না।
  • r | ১৩ এপ্রিল ২০০৯ ১৪:৩৮ | 125.18.104.1
  • বে থে, সিডি থেকে মেশিনে তুললাম। কিন্তু পুরো মালটা ৭২ এম্বি- একটাই ট্র্যাক। নেবে কি করে?
  • Bhuto | ১৩ এপ্রিল ২০০৯ ১৪:৩৫ | 203.91.207.30
  • ভাট কে গুঁতিয়ে দিতে হচ্ছে কেন? কই গেল সব। (নিজেই ছিলাম না এতক্ষণঃ))
  • dipu | ১৩ এপ্রিল ২০০৯ ১৩:২৬ | 207.179.11.216
  • ৫৮% শেয়ার নয়.....Satyam said Tech Mahindra agreed to buy a 31 percent stake at 58 rupees per share -- a 23 percent premium to Satyam's last closing price.
  • d | ১৩ এপ্রিল ২০০৯ ১৩:১৫ | 144.160.5.25
  • ৫৮% শেয়ার।

    আপাতত মার্জ করছে না। যে যেমন আছে, সে তেমন থাকবে।
  • Blank | ১৩ এপ্রিল ২০০৯ ১৩:১১ | 203.99.212.224
  • কত পার্সেন্ট ছেলে পিলে রাখবে এরা? সব ই কি রেখে দেবে?
  • d | ১৩ এপ্রিল ২০০৯ ১২:৫২ | 144.160.5.25
  • সত্যমের ডিল হয়ে গেল।
  • sayan | ১৩ এপ্রিল ২০০৯ ১২:৫১ | 160.83.96.82
  • সারারাত জেগে সেক্টর সে জিবি তক গুনে ওম্নাথেখন ঘুমেদ্দেশে বোধয় ঃ)
  • Blank | ১৩ এপ্রিল ২০০৯ ১২:৩৬ | 170.153.65.23
  • আর দুদিন মাত্তর
  • sinfaut | ১৩ এপ্রিল ২০০৯ ১২:৩৫ | 203.91.207.30
  • সোমনাথ, শেষ পর্যন্ত কী হলো তাহলে? বাঁচলো?
  • dipu | ১৩ এপ্রিল ২০০৯ ১২:২৩ | 207.179.11.216
  • যাঃ, এনারাইরা সব ঘুম্মে পোল্ল।
  • dipu | ১৩ এপ্রিল ২০০৯ ১১:৫৭ | 207.179.11.216
  • হাইব্রিড কিনা আমি কি করে জানব মশাই? আমি কি পুষিচি? নন্দিনীর মালিককে জিগ্গেস করুন।
  • sayan | ১৩ এপ্রিল ২০০৯ ১১:৫৪ | 160.83.96.81
  • হুঁ। টিকবিরিয়ানির সেই ইমেইল গোটা পিথীমিময় ঘুরেছিল। বেশ সময় নিয়ে শ্যালো ফ্রায়েড হৃষ্টপুষ্ট একটি টিকটিকি। তবে উহা নাকি বিরোধীদের অপপ্পচার ছিল। নন্দিনী'র বলে পোমান হয়নি।
  • sibu | ১৩ এপ্রিল ২০০৯ ১১:৫৩ | 71.106.244.161
  • বউ নিয়ে ডেনিসে খেতে চল্লুম জনগন। গুঃনাঃ।
  • san | ১৩ এপ্রিল ২০০৯ ১১:৫২ | 123.201.53.131
  • ফোটোশপড যে একেবারেই হতে পারেনা, তা বলা যায়না।হতে পারে কেউ মজা করার জন্য এরকম অ্যাটাচমেন্ট বানিয়ে পাঠিয়েছে।

    আবার এও সত্যি এরকম খবর পেলে লোকে বন্ধুবান্ধবকে জানিয়েও দেয়, কেননা সাবধানের মার নেই।

    কাজেই ঃ-)
  • sibu | ১৩ এপ্রিল ২০০৯ ১১:৫০ | 71.106.244.161
  • হাইব্রিড টিকটিকি? যে রোজই তাদের নেজ বড় হয়ে যাচ্ছে?
  • dipu | ১৩ এপ্রিল ২০০৯ ১১:৪৯ | 207.179.11.216
  • টিকটিকি ভয় পেলেই ন্যাজ খসিয়ে দ্যায়, তাপ্পর নতুন ন্যাজ বানিয়ে ন্যায়। তাই টিকটিকি ও ন্যাজের ম্যাপিংটি মোটেই ১ঃ১ নয়। এমনও হতে পারে দোকানটি ৫ টা টিকটিকি পুষেছে আর রোজ তাদের ভয় দেখিয়ে ন্যাজ খসাচ্ছে আর বিরিয়ানিতে দিচ্ছে।
  • sibu | ১৩ এপ্রিল ২০০৯ ১১:৪৮ | 71.106.244.161
  • ইশ্‌শ্‌। টিকটিকির ন্যাজ কি ফোটোশপড?
  • san | ১৩ এপ্রিল ২০০৯ ১১:৪৪ | 123.201.53.131
  • আরে না না। আইস্ক্রিমের মধ্যে কিছু একটা জিনিস ডুবে ছিল যেটা দেখে এক কাস্টমার চেঁচামেচি করে বলেছে এটা টিকটিকির ল্যাজের অংশ, ওরকম দেখতে। এখন সে প্যানিক করেছে, না সত্যি ল্যাজ, ক্যা জানে।

    তবে বিরিয়ানিতে টিকটিকির ছবি মেলে অ্যাটাচমেন্ট হিসেবে এসেছিল ঃ-)
  • sibu | ১৩ এপ্রিল ২০০৯ ১১:৪১ | 71.106.244.161
  • এই দোকানটা টিকটিকির ল্যাজের বিরিয়ানী বিক্কিরি করে না কেন? মানে ফ্লোরিডায় যেমন কুমীরের ন্যাজের পকোড়া, কিউবান দোকানে ষাঁড়ের ন্যাজের ঝোল বিক্কিরি হয় এক্সোটিক আইটেম বলে - এরাও তো তেমনি কল্লেই পারে।
  • sayan | ১৩ এপ্রিল ২০০৯ ১১:৪০ | 160.83.96.82
  • টিকটিকির ল্যাজ বস্তুটা তো খুব নরমসরম। গোটাটা একসাথে ছিল?
    আর এখানে খুব চিক পক্স হচ্ছে তো। চলেরা শুরু হল কবে?
  • san | ১৩ এপ্রিল ২০০৯ ১১:৩২ | 123.201.53.131
  • না, জয়নগর ঃ-)

    তবে ডোমলুরেরটায় যে থাকেই না এই গ্যারান্টি দিতে পারব না।

    তারপর আবার অপ্পন কাল ভয় দেখাল বেঙ্গালুরুতে নাকি কলেরা হচ্ছে !
  • dipu | ১৩ এপ্রিল ২০০৯ ১১:২৯ | 207.179.11.216
  • হ্যা হ্যা হ্যা। ডোমলুরের নন্দিনী?
  • san | ১৩ এপ্রিল ২০০৯ ১১:২৮ | 123.201.53.131
  • আরে এই নন্দিনী তো খুব রিস্কি জায়গা। একবার শুনলাম বিরিয়ানিতে টিকটিকি। কাল ফের শুনলাম আইস্ক্রিমের মধ্যেও নাকি টিকটিকির ল্যাজ। এত টিকটিকি পায়ই বা কোথায়? কেনে নাকি?
  • d | ১৩ এপ্রিল ২০০৯ ১১:২৭ | 203.143.184.11
  • হ্যাঁ আইসক্রীম থাকে, ড্রাই ফ্রুটস থাকে আবার বেশ ঘন প্রায় ক্ষীরের মত দুধও থাকে।
    স্মুদি'র চাইতে ভাল খেতে।

    আর রঞ্জনদার বলা গল্পটা জানি তো।
  • a x | ১৩ এপ্রিল ২০০৯ ১১:২০ | 99.152.72.73
  • মস্তানিতে কি আইসক্রিম থাকে? অনেকটা স্মুদি বলে যা চলে এখানে সেরকম?
  • d | ১৩ এপ্রিল ২০০৯ ১১:১১ | 203.143.184.11
  • অ্যাকচুয়ালি পিনাকীর লেখা পড়তে আমার হেব্বি ভাল লাগছে। তবে "আলোচনা' নয়, বুবুভা পেলে ভারী খুশী হব।
  • Binary | ১৩ এপ্রিল ২০০৯ ১১:০৬ | 70.64.8.206
  • হ্যাঁ, শিবুদা, মেল কোরো।
  • Binary | ১৩ এপ্রিল ২০০৯ ১১:০৩ | 70.64.8.206
  • 'নিয়ে যেতে পারলে', মানে বলতে চেয়েছি, বেড়ে ওঠা। তুমি হয়তো মানবে না, কিন্তু আমি মানি, ভালো করেই মানি, বেড়ে ওঠা, আর পরিবেশ আর ছোটোবেলা পরের অনেক কিছু-ই ঠিক করে দেয়। তাই বলেছি 'নিয়ে যেতে', আর কিছু না।
  • a x | ১৩ এপ্রিল ২০০৯ ১১:০১ | 99.152.72.73
  • ডিএসএফ।
  • sibu | ১৩ এপ্রিল ২০০৯ ১১:০১ | 71.106.244.161
  • ঠিক আছে, আমি আর একটু সলিড প্ল্যান করে ই-মেইলে কথা বলে নেব।
  • arjo | ১৩ এপ্রিল ২০০৯ ১১:০১ | 24.42.203.194
  • এই দেখো বাইনারীদা এমনি এমনি র‌্যাগড হচ্ছে। আমি তো শুধু অক্ষর কথা হনুর কয়েন করা ওয়ার্ড দিয়ে রিপ্লেস করেছি। ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। ঃ(। উল্টে আমিই র‌্যাগড হয়ে গেছি। বিটিডব্লু ডিসেফ কি?
  • a x | ১৩ এপ্রিল ২০০৯ ১০:৫৯ | 99.152.72.73
  • কি মুশকিল নিয়ে যেতে পারলে মানে? মানে নিয়ে যাওয়াটা কোনো কৃতিত্বের বা না নিতে পারলে কোনো ফেলিওর এরকম তো নয় আমার কাছে। কি করবে সেতো সে জানবে, যবে জানবে। আর তাই, স্টিল, you never know
  • Binary | ১৩ এপ্রিল ২০০৯ ১০:৫৮ | 70.64.8.206
  • আজ্জো, আমি কি বলেছি, যে ডিএসেফ ঘরানা ? আমি কিন্তু র‌্যাগড হলাম ঃ)))))

    শিবুদা, তুমি একটু এগিয়ে, ব্যান্‌ফ এসে ক্যাম্প করো তাইলে, বা ভ্যাঙ্কুবার হলেও চলবে।
  • sibu | ১৩ এপ্রিল ২০০৯ ১০:৫৬ | 71.106.244.161
  • তবে তো টাইম ম্যাচ করলে ভ্যাঙ্কুবার কি গ্লেসিয়ারে একটা গুরুর আড্ডা অ্যারেঞ্জ করাই যায়।

    বাসের থ্রেডটা মিস করে গেছি। অক্ষের রাগের মিথ যেমন সত্যি সিপিএম ঘরানার সব মিথই তেমনি সত্যি হোক :D
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত