আরে, গুরুতে লোকজন নেই কেন? বাড়ীতে ঝগড়া করলে গিন্নি গোঁসাঘরে খিল দেয় জানি। গুরুতেও কি একই প্রথা চালু হল নাকি?
sibu | ১৪ এপ্রিল ২০০৯ ০১:১৭ | 207.47.98.129
হ্যাঁ, তেচোখা মাছ খাওয়া যায়। কিন্তু খেয়ে হজম করা যায় কিনা জানি না।
Binary | ১৪ এপ্রিল ২০০৯ ০১:১৭ | 198.169.6.69
মাইমা এই তেচোখা মাছের পোশ্নটা করেই চলেছেন, ব্যাপারটা কি ?
Somnath | ১৪ এপ্রিল ২০০৯ ০১:১৬ | 117.194.193.18
হয়ে গেল।
মোটের ওপর শ-দুই জিবি ডেটা ছিল, যা আমি মেশিন থেকে মুছে দিয়েছিলাম এক্সটার্নাল হার্ড ডিস্কে কপি করে। সেগুলো সব ফিরে পাওয়া গেল। এখন আবার আমার হার্ডডিস্ক গুলো ভর্তি। তিল ঠাঁই আর নাইরে।
এক্সটার্নাল ড্রাইভটার কি হয়েছে বলি।
সীগেট ডেটা রিকভারি (ফর উইন্ডোজ) দিয়ে ডেটাগুলো অন্যত্র সেভ করে রাখা গেল। কিন্তু হার্ড ডিস্কটা ভোগেই গেছে। ওটার আইকনে ক্লিক করলে এখনো সেই একই এরর।
এবার বল এই হার্ড ডিস্কটা দিয়ে কি করব? সার্ভিস সেন্টারে ফেরত দেবার চেষ্টা করব, নাকি ফর্ম্যাট মারার প্রয়াস রাখব?
কাল রাতে সময় পেলে ছোটোদের জন্যে - হার্ডডিস্কের রক্ষণবেক্ষণ পদ্ধতি ও বিশল্যকরণী - নিয়ে পোবোন্ধো লিখে দোবো।
m | ১৪ এপ্রিল ২০০৯ ০১:১৫ | 12.217.30.133
তেচোখা মাছ খাওয়া যায়? এই সহজ প্রশ্নটার উত্তর জানতে কি একটা টই খুলতে হবে!
Bratin | ১৪ এপ্রিল ২০০৯ ০১:১১ | 117.194.96.252
এই বাম আর ডান নিয়ে প্রসঙ্গে, ভুপেন হাজারিকা কে নিয়ে মাঝে লেখা হয়েছিল
"আমি এক যাযাবর,বামে রা আমাকে গাইয়ে নিয়েছে,ডানে রা দিয়েছে ঘর"....
Du | ১৪ এপ্রিল ২০০৯ ০১:০৯ | 65.124.26.7
যত বেশি বলবে ততই লোকে আরো অন্য বুঝবে - তার চেয়ে চেক বক্স ভালো। অন্ততঃ যে শুনছে সে জানে ওর মানে কি।
Du | ১৪ এপ্রিল ২০০৯ ০১:০৭ | 65.124.26.7
সিরিয়াসলি নিচ্ছে কিন্তু কেউ কারো কথা বুঝছে না। সার্ভে কি আর সাধে এসেছে ?
a x | ১৪ এপ্রিল ২০০৯ ০১:০৭ | 143.111.22.23
আমার এখনও ট্যাক্সো ফর্ম ভরা হয়নি। ধুর।
Binary | ১৪ এপ্রিল ২০০৯ ০১:০৫ | 198.169.6.69
এইজন্য-ই তো আমি তক্কো-ফক্কো করিনা। র্যাগিং-এর টই নিয়ে হেজে গেছি। চিরকাল-ই স্কুল-কলেজের ইউনিয়ানগুলো পোঁয়াপাকামির আখড়া মনে হয়েছে, তবে কাজ কিছু যে হয়না তা বলছি না, তাই ঐ তক্কে হ্যাঁচ্চো। আর বাম/আংকেল স্যাম নিয়ে কথা টা ল্যাদোষ আগেই বলেছে, 'যৌবনে বাম/ ......./বার্ধক্যে ভাম' ইত্যাদি, এতেও কোনো তক্ক নেই, কারণ এখেন গুরুতে সক্কলে সক্কলের পিঠ চুলকানো-ই প্রধান, তাতে আমলাশোলের কিছুই ছেঁ.. যায় না। ঃ)))
ভাট অনেকটা আমার গাড়ির ফুয়েল গেজের মত, কখন কাঁটা নড়েও না চড়েও না, আবার কখেনো কখনো সাঁসাঁ করে নীচে নামে।
দাঁড়িতে হাত বোলানোর জন্য এখন শিবুদার দাঁড়ি অ্যাভেলেবল, ..... ঃ)))
stoic | ১৪ এপ্রিল ২০০৯ ০১:০৫ | 160.103.2.224
পাই অ্যাতো রেগে গেলেন ক্যানো ? একটু গলা ছেড়ে গান করুন, সব রাগ কমে যাবে। সিরিয়াসলি। ঃ)
stoic | ১৪ এপ্রিল ২০০৯ ০১:০২ | 160.103.2.224
তার সাথে অ্যাড কত্তে হবে যে সবাই সব কিছু খুব সিরিয়াসলি নিচ্ছে। ঃ)
a x | ১৪ এপ্রিল ২০০৯ ০১:০০ | 143.111.22.23
সবাই সবাইকে খুব সিরিয়াসলি নিচ্ছে আজকাল।
আর এলসিএম ভারী সুইট লোক।
arjo | ১৪ এপ্রিল ২০০৯ ০০:৪২ | 168.26.215.13
বিবির সাথে তক্কো করার মুশকিল হল বিবি দিন দুই বাদ বাদ এসে অ আ ক খ থেকে শুরু করেন। বার খেয়ে খানিক লেখার দিন দুই বাদে আবার একই জায়গায় চলে যান। আসলে উনি ঠিক তর্কে উৎসাহী নন। টই খুলে নিজের মতামত জানিয়েছেন। তা সেই টই আর কত বাড়বে। এইযে ল্যাদোষ দা এতকথা লিখল বিবি তার উত্তরে কালকে লিখবেন উনি কতবার চীনে গেছেন সেখানে দেখেছেন কি সুন্দর সুন্দর রাস্তা, কত ফোয়ারা। আম্রিগায় বসে চীনের সম্বন্ধে বলাটা মানায় না। কিন্তু টাটায় চাকরী করে আমলাশোলের কথা বলা মানায়। ধুত্তোর।
a x | ১৪ এপ্রিল ২০০৯ ০০:৩৯ | 143.111.22.23
স্ক্যান করার পর আদ্ধেকটা কালো দেখানোর মানে কি? স্ক্যানারের একদিকের বাতি গেছে?
pi | ১৪ এপ্রিল ২০০৯ ০০:৩২ | 128.231.22.89
তবে, কি আর আসে যায়। গুরুর প্ল্যাট্ফর্ম, সেখানে সবাই যেহেতু ইক্যুয়াল, যে যাকে ইচ্ছে আরবিট যা ইচ্ছে বলে দিতে ই পারে, সে কথা যত ভিত্তিহীন, যত অপমানজনক ই হোক না কেন ! এত আর সিনিয়র , জুনিয়র হায়ারার্কি নয় যে কেবল শুনে যেতে হবে, প্রত্যুত্তরে গলা ফাটিয়ে বা পায়ে পা দিয়ে ঝগড়া করার অপশন তো আছেই। তাও না পারলে না ঝগড়া করতে উৎসাহ বোধ না করলে ,সে কদিন আসবে না , বাস হয়ে গেল তো ! একটু বাজে ই তো লেগেছে। সেটা আর এমনকি বাজে ব্যাপার। এতে কোন তেমন সো-কলড ক্ষতি তো তার আর হচ্ছে না। এরকম তো হয়েই থাকে। বা এরকম ই নাকি হয়ে থাকে। মানে যা শুনলাম, এটাই যখন এখানকার কালচার ... ঃ)
a x | ১৪ এপ্রিল ২০০৯ ০০:৩০ | 143.111.22.23
টইএর নামের লেংথ ও আলোচনার লেভেল ব্যস্তানুপাতে চলে আবিষ্কার করা গেল।
sibu | ১৪ এপ্রিল ২০০৯ ০০:২৯ | 207.47.98.129
আরপিএম মানে প্যাকেজ ম্যানেজার কইছিলাম।
Bratin | ১৪ এপ্রিল ২০০৯ ০০:২০ | 117.194.96.252
@অর্পন ,এই বাজারে প্রচুর উইকেট পড়ছে ।
Arpan | ১৪ এপ্রিল ২০০৯ ০০:১৮ | 122.252.231.12
গুন্নাইট।
Arpan | ১৪ এপ্রিল ২০০৯ ০০:১৮ | 122.252.231.12
ব্রতীন, টিসিএস লোক ছাঁটতাসে?
arjo | ১৪ এপ্রিল ২০০৯ ০০:১৭ | 168.26.215.13
এখানে এখন এফএম চলছে। আমি তো রোজ শুনি।
san | ১৪ এপ্রিল ২০০৯ ০০:১৭ | 123.201.53.131
অপ্পন তাইলে গ্র্যান্ড ভাইভার জন্য পড়া মুখস্থ করুক, গুন্নাইট ঃ-)
Blank | ১৪ এপ্রিল ২০০৯ ০০:১৬ | 59.93.198.168
আমার অসুবিধে নেই
Blank | ১৪ এপ্রিল ২০০৯ ০০:১৬ | 59.93.198.168
আর পি এম? দেশে এখন এ এম চলছে
Arpan | ১৪ এপ্রিল ২০০৯ ০০:১৫ | 122.252.231.12
আর গ্রান্ড ভাইভা! টিসিএসে চাগ্রি লাগিয়েছি শুনেই তো ক্ষমাঘেন্না করে ছেড়ে দিল।
Bratin | ১৪ এপ্রিল ২০০৯ ০০:১৪ | 117.194.96.252
বুনান,তাহলে আমরা কি বেস্পতি বার বসব?? বেশ একটা নববর্ষ নববর্ষ ব্যাপার থাকবে কি বল?
rokeyaa | ১৪ এপ্রিল ২০০৯ ০০:১২ | 203.110.243.21
ট্যাকোমিটার দিয়ে এইসব হয় না। গ্র্যান্ড ভাইবায় পাস করা চাপ তোমার।
rokeyaa | ১৪ এপ্রিল ২০০৯ ০০:১০ | 203.110.243.21
মোটোর দিয়ে করা যায়।
Arpan | ১৪ এপ্রিল ২০০৯ ০০:১০ | 122.252.231.12
টেকোমিটার? ;-)
san | ১৪ এপ্রিল ২০০৯ ০০:১০ | 123.201.53.131
ইংরেজরা গম্ভীর হওয়া বোঝাতে স্মাইলি দ্যায়? জানতাম না তো !
rokeyaa | ১৪ এপ্রিল ২০০৯ ০০:০৯ | 203.110.243.21
revolution per minute? আমি জানি।
sibu | ১৪ এপ্রিল ২০০৯ ০০:০৮ | 207.47.98.129
এই, কে আরপিএম তৈরী করতে জানে? আমাকে একটা বানাতে হবে।
Blank | ১৪ এপ্রিল ২০০৯ ০০:০৮ | 59.93.198.168
ব্রতীন দা আবার ইংরাজি তে গম্ভীর হয়
sayan | ১৪ এপ্রিল ২০০৯ ০০:০৬ | 115.108.25.26
ও সব কিছুনা। আমি বরং ঘুমুতে যাই। আচ্ছা।
Bratin | ১৪ এপ্রিল ২০০৯ ০০:০৫ | 117.194.96.252
hmmmm...... ঃ-))))
san | ১৪ এপ্রিল ২০০৯ ০০:০৪ | 123.201.53.131
আয়কর, বেদনা, দাবা এসব কোত্থেকে এলো?
Arpan | ১৪ এপ্রিল ২০০৯ ০০:০২ | 122.252.231.12
আয়? কর?
সান্দা পেগলে গেছে।
sayan | ১৪ এপ্রিল ২০০৯ ০০:০২ | 115.108.25.26
** বেদনা, বেদনা
san | ১৪ এপ্রিল ২০০৯ ০০:০২ | 123.201.53.131
আহা পাইদি অত রেগে থেকো না। রাগের মাথায় লোকে কতকিছু বলে। অত ধরতে নেই। খুব বেশি রাগ হলে তিনটে গালাগাল দিয়ে যাও, মিটে গেল।
sayan | ১৪ এপ্রিল ২০০৯ ০০:০২ | 115.108.25.26
কি দাবা? পা দাবানো? ফুট ম্যাসাজ? আমার সমদেবনা রইল।
Bratin | ১৪ এপ্রিল ২০০৯ ০০:০০ | 117.194.96.252
সিঁফো র broad band এসে গেছে (গোপন সুত্রে প্রকাশ) তবু দাবা খেলছে না ঃ-((
sayan | ১৩ এপ্রিল ২০০৯ ২৩:৫৯ | 115.108.25.26
(এই রোকেয়াটা উল্টে গিয়ে আয়কর এর মত কথা বলছে)
Arpan | ১৩ এপ্রিল ২০০৯ ২৩:৫৯ | 122.252.231.12
এই মাঝরাত্তিরে দাবা!!
rokeyaa | ১৩ এপ্রিল ২০০৯ ২৩:৫৮ | 203.110.243.21
ব্রতিনদার ৯ঃ৩৭-এর পোস্টে ঐ কথাগুলৈ আছে। তাই ঘেঁটে গেছলাম।
sayan | ১৩ এপ্রিল ২০০৯ ২৩:৫৭ | 115.108.25.26
ভয়! ফুঃ। চলে আয় এক হাত হয়ে যাক।
Blank | ১৩ এপ্রিল ২০০৯ ২৩:৫৭ | 59.93.198.168
ক্লায়েন্ট কি দেবে তাই দিয়ে মাইনে হয় না। তবে কতটা ইনসেনটিভ মিলবে সেটা অনেকটা ঠিক হয়।
san | ১৩ এপ্রিল ২০০৯ ২৩:৫৫ | 123.201.53.131
অ্যাঁ, আমার 'অধিপতি' ? বেঙ্গালুরু শহরে থাকো, তোমার প্রাণে ভয়ডর নেই বাছা?
Arpan | ১৩ এপ্রিল ২০০৯ ২৩:৫৫ | 122.252.231.12
আরে রোকেয়া কোত্থাও ক্লায়েন্ট দিয়ে মাইনে ঠিক হয় না।
pi | ১৩ এপ্রিল ২০০৯ ২৩:৫৪ | 128.231.22.89
আমার তো নিজেকে মি... , নাঃ, আরো অনেক কিছুই মনে হচ্ছে। মেজাজটা ঐ যাকে বলে ভচকিয়ে গেচে। ভাবছি গুরু লেখা পড়া দুটো ই কাটিয়ে দি ক'দিন। মন দিয়ে লেখাপড়া করি গে। কাজে দেবে ঃ)
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন