এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Blank | ১০ এপ্রিল ২০০৯ ০২:৪৫ | 59.93.240.50
  • অবশ্য জানি না FIR করা হয়েছে কিনা। না করাটা বে আইনি। যদিও তার সাথে সাসপেন্ড করাটা কোনো ভাবেই আটকাচ্ছে না।

    Ragging is a crime says the Supreme Court. The apex court has directed educational institutions to register criminal cases against those indulging in ragging activities.

    An FIR has to be compulsorily registered in cases of ragging and the local courts must give priority to such cases, ruled the SC.
  • Ishan | ১০ এপ্রিল ২০০৯ ০২:৪৫ | 12.163.39.254
  • ক্রাইমের জবাবে ভালোবাসা? ক্রাইমের তো শাস্তি হওয়া উচিত।

    শাস্তির দাবীতে মুখর হও। গাল দিয়েছে বলে ঝুলিয়ে দিতে পারলেই বেটার হত। অন্ততঃ জেলে পাঠাও। তার নিচে থেমে যাওয়াটা আসলে র‌্যাগিং এর পক্ষে থাকা। দ্বিচারিতা।
  • Binary | ১০ এপ্রিল ২০০৯ ০২:৪৪ | 198.169.6.69
  • আর অক্ষ-র লিস্টিটা একটু কারেকশন করে দিচ্ছি, দেখি অন্যরকম শোনায় কিনা।

    ১) তোর মা ইত্যাদি বলার জন্য ছমাসের সাঃশন। এক্ষত্রে, যদি ভিকটিমের রুচি মনসিকতার বিরুদ্ধে গিয়ে জোরকরে বলাহয়।
    ২) থাপ্পড়, ঘুঁশি মারলে ১ বছর ঐ।
    ৩) হিটারে হিসি করতে বল্লে, দেড় বছর ঐ।
    ৪) সিডিউল কাস্ট কে সোনা চাঁদ বল্লে, পার্মানেন্ট সাঃশন।
    ৫) উলঙ্গ করে মেয়েদের হোস্টেলে যেতে বল্লে, ঐ (পার্মানেন্ট)
    ৬) মাথা মুড়িয়ে রাস্তায় দাঁড় করিয়ে রাখলে ঐ।

    অন্যরকম শোনাচ্ছে ???
  • Blank | ১০ এপ্রিল ২০০৯ ০২:৪২ | 59.93.240.50
  • মামু ওটা বলে লাভ হয় নি। ইউনিভারসিটি এক্ষেত্রে শুধু মাত্র 'ভালবেসে' ৬ মাস সাসপেন্ড করেছে। ওর নামে FIR করা মাত্র ওকে সাসপেন্ড করতেই হতো। ও পরে ফের ইউনিভে ঢোকার পারমিশান পেতো তখনই যদি আদালত ওকে নির্দোষ বলতো। এই ঘটনাটা সম্পুর্ন হতে হতে ওর কোর্স শেষের সময় হয়ে যেতো।

    (র‌্যাগিং অবশ্যই অপরাধ। র‌্যাগিং কেসে ইউনিভার্সিটি কে FIR করতে হয় যদি ওটা ইউনিভে হয়। হোস্টেলে হলে সেই কতৃপক্ষকে। আর সেই ছাত্রকে সাসপেন্ড করতে হয়। অবশ্যই কম শাস্তি হয়েছে)
  • a x | ১০ এপ্রিল ২০০৯ ০২:৪১ | 143.111.22.23
  • বাবা বাইনারি, সব জায়গায় গন্ধ খুঁজে বেড়ালে চলবে? আমি বঙ্গবাসী তে পড়েছি বাবা, তাই নিজ অভিজ্ঞতা থেকে বলেছি। এবার আমি এতই এলিটিস্ট যে আসলে এটা একটা রিভার্স স্নবারি এটা আপনি বলতেই পারেন, পুলিশে যাবোনা, প্রমিস।
  • Ishan | ১০ এপ্রিল ২০০৯ ০২:৪০ | 12.163.39.254
  • অনেকটা লিখে বিশদে বুঝিয়ে দিয়েছ। ধন্যবাদ।
  • san | ১০ এপ্রিল ২০০৯ ০২:৪০ | 123.201.53.131
  • সে তো কত লোকে লিখতে পড়তে জানেনা, কিন্তু একেবারে বাংলা জানেনা বলে দেওয়াটা ঠিক হবেনা।

    তাই জানতে চাইছিলাম তুমি বাংলা 'পড়তে' জানো কিনা। আই মিন বাংলা বর্ণমালা জানো কিনা ঃ-)
  • san | ১০ এপ্রিল ২০০৯ ০২:৩৯ | 123.201.53.131
  • বাংলা জানো কিনা বলিনি তো, বাংলা পড়তে জানো কিনা বলেছি।

    পড়তে বর্ণমালা লাগে।বর্ণমালা ছাড়া পড়া টাফ আছে।

    অবশ্য পড়তে কথাটা তো তুমি পড়তে পারোনি ঃ-)
  • Ishan | ১০ এপ্রিল ২০০৯ ০২:৩৮ | 12.163.39.254
  • বাইনারি। অন্য কোনো যুক্তি থাকলে দিন না। কেউ তো আটকাচ্ছে না। ঃ)
  • Ishan | ১০ এপ্রিল ২০০৯ ০২:৩৭ | 12.163.39.254
  • বাংলা = বাংলা বর্ণমালা। জেনে নিলাম।
  • Binary | ১০ এপ্রিল ২০০৯ ০২:৩৭ | 198.169.6.69
  • তারমানে একমাত্র আদালত-ই ক্রাইমের শাস্তি দিতে পারে, কলেজ কত্‌পক্ষ র‌্যাগিং-এর শাস্তি দিতে পারে না, যেহেতু উহা ক্রাইম প্রমানিত ঃ)))
  • san | ১০ এপ্রিল ২০০৯ ০২:৩৬ | 123.201.53.131
  • কথাটা বাংলা নয়, তবে বাংলা বর্ণমালায় লেখা তো, সেটা পড়তে জানো কিনা শিওর ছিলাম না ঃ-)

    নইলে এক জিনিস এতবার বলতে হয়?
  • Ishan | ১০ এপ্রিল ২০০৯ ০২:৩৫ | 12.163.39.254
  • বাইনারি বুদ্ধিমান।
  • Binary | ১০ এপ্রিল ২০০৯ ০২:৩৫ | 198.169.6.69
  • যা বলেছি
  • Binary | ১০ এপ্রিল ২০০৯ ০২:৩৪ | 198.169.6.69
  • এইরে ব্ল্যাংকি ক্রাইম বলে দিলো, এবারে ইশান বলবে পুলিশ-আদালত ছাড়া ক্রাইমের শাস্তি হয় না ইত্যাদি .....
  • Ishan | ১০ এপ্রিল ২০০৯ ০২:৩৪ | 12.163.39.254
  • ক্রাইম। তাই তো? তা ক্রাইম যখন আইনী পথে বিচার করো। জেলে পাঠাও। জেলে পাথানোর দাবীতে আন্দোলন করো।

    অন্য কিছু করাটা তো দ্বিচারিতা হয়ে যাচ্ছে।
  • Ishan | ১০ এপ্রিল ২০০৯ ০২:৩২ | 12.163.39.254
  • ইয়ে আমি জানতাম না, যে পানিশেবল অফেন্স কথাটা বাংলা। জেনে নিলাম।
  • san | ১০ এপ্রিল ২০০৯ ০২:৩২ | 123.201.53.131
  • পরিষেবায় আমার অধিকার, এর মানে কোত্থেকে দাঁড়ালো, যে পরিষেবাস্থলে ক্রাইম /অফেন্স ঘটলে বিচার চাওয়া যাবে না????
  • Blank | ১০ এপ্রিল ২০০৯ ০২:৩১ | 59.93.240.50
  • ক্রাইম। বেসিক হিউম্যান রাইটস ভায়োলেসান। ভয়ানক ক্রাইম।
  • m | ১০ এপ্রিল ২০০৯ ০২:৩০ | 12.217.30.133
  • ওগুলো যে অনেকসময় পারষ্পরিক পরিষেবার মধ্যে পড়ে নি কি ভাবে ঠিক হবে? গুঁতো খাও বদলে ভালো নাম্বার পাও- নাম্বার পাবার পর যে আমার সুস্থ চেতনা মাথাচাড়া দিয়ে উঠবে না কে বলতে পারে?
    তখন কি হবে,গুঁতো মারার অপরাধে জেল আর বিশেষ মূল্য দিয়ে কেনা নাম্বার ফেরত?
  • Ishan | ১০ এপ্রিল ২০০৯ ০২:৩০ | 12.163.39.254
  • বাইনারি। ওটা জাস্ট কাউন্টার লজিক। যে এভাবেও ভাবা যেতে পারে। আমি ঐ স্পেসিফিক কেসের কিছুই জানিনা, ফলে...

    কিন্তু আমাকে এই সোজা প্রশ্নটার কেউ উত্তর দিলনা। যে র‌্যাগিংকে জনতা পুরোটাই "ক্রাইম' হিসেবে ট্রিট করতে চায়, না সোসালিও ট্রিট করতে চায়, কমিউনিটির পয়েন্ট অফ ভিউ থেকে।
  • Blank | ১০ এপ্রিল ২০০৯ ০২:৩০ | 59.93.240.50
  • কখনো ই শাস্তি যোগ্য নয়। 'প্রতিবাদ এবং প্রতিরোধ' থাকলে কোনো জিনিস ই শাস্তি যোগ্য নয়।
  • Binary | ১০ এপ্রিল ২০০৯ ০২:২৭ | 198.169.6.69
  • মানে র‌্যাগিং টা শাস্তিজোগ্য নয়, কি বলতে চাও ?
  • Ishan | ১০ এপ্রিল ২০০৯ ০২:২৭ | 12.163.39.254
  • আমারও খুব সিরিয়াস প্রশ্ন আছে। যখন তালিবানরা বলে ওল্টো করে ঝুলিয়ে কাউকে পাথর ছুঁড়ে মেরে ফেলা হোক, তখন স্যানের মতো পুলিশপ্রেমী শান্তিপ্রিয় নাগরিকরা হাততালি দেয় কিনা?
  • san | ১০ এপ্রিল ২০০৯ ০২:২৬ | 123.201.53.131
  • ঈশান , আর কতবার বলব, মানসিক নির্যাতন পানিশেবল অফেন্স? বাংলা পড়তে জানোনা?
  • Binary | ১০ এপ্রিল ২০০৯ ০২:২৬ | 198.169.6.69
  • কনুই মারার জন্য অবশ্য-ই জেল হওয়া উচিত শুধু সাসপেনসন নয়। কিন্তু 'তোর মা' ইত্যাদি বল্লে কি শাস্তি হবে না, না কলেজ ঘেরাও হবে ???
  • Ishan | ১০ এপ্রিল ২০০৯ ০২:২৫ | 12.163.39.254
  • বাইনারিকে। সেক্ষেত্রে মনে করতে হয়, ক্রাইম প্রমাণ করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ছিলনা। তাই কায়দা করে ফাঁসিয়ে দিল। বিনা দোষে। ঃ)
  • rabaahuta | ১০ এপ্রিল ২০০৯ ০২:২৪ | 117.96.52.186
  • আমার চেনা ছেলে, বেথে জমাতিয়া, তার বাড়ি ছিল ত্রিপুরার প্রত্যন্ত গ্রামে। তো সেখানে নিয়ম হল, ছেলেদের ১৫/১৬ বয়েস হলেই বন্দুক তুলে নিতে হবে (তার এবং আরো কারো কারো, আশে পাশের গ্রামের ছেলেদের কাছে শোনা, প্রায় ১৫ বছর আগে, আমার নিজের চোখে দেখা নয়)। তার মা বাবা তাকে পাঠিয়ে দেয় শিলং, এর থেকে বাঁচার জন্যে। 10thএর পর ভর্তি হল ত্রিপুরা পলিটেকনিকে। সেখানে, 'তোর মা...' ইত্যাদি গালাগাল, যেটা তার কাছে আপত্তিকর মনে হয়, মানতে না পেরে হাত চালায়, এবং ব্যাপারটা বাড়তে থাকে। পাহাড়ের বেশিরভাগ লোকজন, যেমন দেখেছি, একটা কিছু নিয়ে বেশিদিন ঘষটাতে পারেনা, ঠিকঠাক চোখে দেখবার মত সমাধান খোঁজে। তো সেরকম কিছু না পেয়ে, ইনস্টিট্যুট, পিয়ার, এবং চারদিকে কারো কাছেই, সে ফিরে যায় গ্রামে। আজ সে সফল জঙ্গী, নাকি মৃত, না আত্মসমর্পনকারী জানিনা।
    বিচ্ছিন্ন ঘটনা, শিবপুর যাদবপুর থেকে বহুদূর, ঠিক র‌্যাগিং ও হয়তো নয়। কিন্তু একটা রেসিডেন্সিয়াল প্রতিস্‌ঠান এ পড়তে এসে,পরিচিত পরিবেশ থেকে দূরে, তারপরের এই অ্যাগোনি,- পুলিশ- শুভবুদ্ধি- ক্যামেরডরি- কমিটি- কে মেটায়? খুবই বিচ্ছিন্ন ঘটনা- কিন্তু কঠিন অঙ্কও বটে।
  • san | ১০ এপ্রিল ২০০৯ ০২:২৩ | 123.201.53.131
  • আচ্ছা আমার একটা অন্য প্রশ্ন আছে।সত্যি কৌতুহল।

    এই ঈশানের মত যারা বলেন, পালস, সংস্কৃতি এসব উড়িয়ে দেওয়া যায়না, বা উচিত না , তারা কিভাবে রিয়াক্ট করেন, যখন কোনো রাজনৈতিক দল বলে হিন্দুদের পালস মেনে কাউ স্লটার নিষিদ্ধ হোক? বা এরকম কিছু? যুক্তি তো একই, আমাদের এতদিনের ঐতিহ্য, সমস্কিতি, পালস।

    সিরিয়াসলি বুঝিনা।
  • Du | ১০ এপ্রিল ২০০৯ ০২:২৩ | 65.124.26.7
  • না তার বিচার কমিটিতে অন্ততঃ এমন একজনকে রাখতে হবে যে ওর কনুই মারাকে খুব কিছু অপরাধ মনে করে না, এবং পুরো কমিটির সিদ্ধান্ত এনার মতের সাথে না মিললেই সেটা আর মানা হবে না।
  • Binary | ১০ এপ্রিল ২০০৯ ০২:২৩ | 198.169.6.69
  • দু-কে ক্ল্যাপ।

    বিশ্বদিদ্যালয় কত্‌পক্ষ -ই তো শাস্তি হিচ্ছে, ক্রাইম-এর মত নয় র‌্যাগিং-এর মত। ক্রাইমের মত হলে তো জেল হয়ে যেত, এক্ষেত্র সাসপেন্সন।

    অক্ষ-এর স্যাটায়ারটা সত্যি-ই হওয়া উচিত, সিরিয়াসলি, আজ থেকে-ই

    আর অক্ষ, যেভাবে সুরেন্দ্রনাথ/বঙ্গবাসি-র কথা তুলেছিলো, তাতে কোথাও যেন সেই এলিটিস্ট গন্ধ পেয়েছিলাম, সরি, অত পরে বলতে হল ঃ)))
  • a x | ১০ এপ্রিল ২০০৯ ০২:২২ | 143.111.22.23
  • আদালত অবধি যায় কি করে? হঠাৎ একদিন সকাল বেলা গিয়ে মামলা ঠুকে দেয়? পুলিশকে জানানো, ডায়রী করা, এসব দরকার নেই?
  • Ishan | ১০ এপ্রিল ২০০৯ ০২:২২ | 12.163.39.254
  • কেউ যদি ধরে নিয়েই বসে থাকে যে র‌্যাগিংকে সাপোর্ট করা হচ্ছে, তাহলে তো ল্যাটা চুকেই গেল। ঃ)
  • Ishan | ১০ এপ্রিল ২০০৯ ০২:২১ | 12.163.39.254
  • ব্ল্যাংকি এই বন্দুক হাতে নিয়েছিল এই আদালত দেখাচ্ছে। অবস্থান ঠিক করতে পারেনি। ঃ)

    কোনটা কতমাস সেটা আদালত বুঝবে। তাহলে তো আগে পুলিশ কেস করতে হয়। "গালাগাল দিয়েছে' মর্মে পুলিশ কেস হবে তো? ঃ)
  • Blank | ১০ এপ্রিল ২০০৯ ০২:২০ | 59.93.240.50
  • আইন, আদালত, এবং পুলিশ এই তিনটে জিনিসকে কি ইচ্ছে করে ঘাঁটা হচ্ছে!! তাও র‌্যাগিং কে সাপোর্ট করার জন্য!!!
  • Ishan | ১০ এপ্রিল ২০০৯ ০২:১৯ | 12.163.39.254
  • ব্ল্যাংকি। আমি তো আইপিসি কে আইন বললাম। সেটাও বুঝি সুশীল সমাজের স্ট্যাম্প মারা? ঃ)
  • a x | ১০ এপ্রিল ২০০৯ ০২:১৯ | 143.111.22.23
  • আচ্ছা অমুক শিক্ষক বায়োলজি প্র্যাক্টিকাল ক্লাসে রেগুলার ছাত্রীদের কনুই মারে (এটা সত্য ঘটনা), তো তার কিছু শাস্তিও তো দাবী করা যাবেনা, এটা কি পরিষেবার মধ্যে পড়ে বা আমাকে অতিরিক্ত পরিষেবা না দেওয়াই বাঞ্চনীয় এরকম কোনো দাবী তাইলে করা ঠিক না?
  • Blank | ১০ এপ্রিল ২০০৯ ০২:১৮ | 59.93.240.50
  • কোনটা কত মাস সেটা আদালত বুঝবে। আদালতে দোষি প্রমানিত হলে কলেজ থেকে বার করে দেওয়া হবে। মামলা চলা কালীন সাসপেন্ড থাকবে।
  • Ishan | ১০ এপ্রিল ২০০৯ ০২:১৮ | 12.163.39.254
  • তো , আমি ধরেই নিচ্ছি, যে, সবাই খুব পুলিশ আইন আদালতকে শ্রদ্ধা করে। তাহলে, সোজা হিসেব, যে অপরাধের জন্য আদালত শাস্তি দেবে, সেটা অপরাধ। যেটার জন্য দেবেনা সেটা ক্রাইম নয়। সেক্ষেত্রে ঠ্যাঙানো বা শারীরিক নির্যাতন এগুলো হিসেবে আসবে। আর দোল বা গায়ে জল ঢালা, এগুলো আসবেনা। যেহেতু আমরা ল অ্যাবাইডিং জনতা, তাই হয়, আমরা সেই আইনের বিরুদ্ধে বন্দুক হাতে নেমে পড়ব, নইলে, টুঁ শব্দটিও করবনা। এখানে যেহেতু বন্দুক নেই, তাই, সবাই মেনে নেবেন, আশা করি, যে, গায়ে জল ঢালা বা খিস্তি করা কোনো অপরাধ নয়। কারণ ওর জন্য পুলিশে ধরেনা।
  • Blank | ১০ এপ্রিল ২০০৯ ০২:১৭ | 59.93.240.50
  • ওহ মামু আজকাল সরল সমীকরন ছারা বোঝে না। অথবা মামু আজকাল নাগরিক এবং সুশীল সমাজের স্ট্যাম্প ছারা অন্য কিছুকে আইন বলে মানতে রাজি নয়।
  • Du | ১০ এপ্রিল ২০০৯ ০২:১৭ | 65.124.26.7
  • বড়লোক ক্ষমতাশালী ব্যবসায়ী বাবা ইউনিয়নকে জিজ্ঞেস করা হোক তোডি বেচারা লঘুদোষে গুরুদন্ড পাচ্ছে কিনা?
  • san | ১০ এপ্রিল ২০০৯ ০২:১৬ | 123.201.53.131
  • ঈশানকে ঃ

    আমি শিবুদার পক্ষে তো। আইন পাল্টে রেলাবাজদের উল্টো কোরে ঝোলানো হোক এইরকম দাবি করছি। জনমত তৈরির চেষ্টা করছি। নিজের হাতে কোথায় নিলাম ? তোমাদের কাউকে দেখা মাত্র সত্যি ঝুলিয়েছি নাকি? ঝোলালে ক্রাইম হত, কেননা রেলাবাজদের ঝোলানো আপাতত ক্রাইমের মধ্যে পড়ে।

    যাতে ঝোলানো হয়, সেই মর্মে কথা বলা তো অপরাধ নয়।
  • a x | ১০ এপ্রিল ২০০৯ ০২:১৬ | 143.111.22.23
  • এরকম কোনো লেজার তৈরি হোক তাইলে।
    ১) গায়ে জল ঢাললে ৬ মাস সাসপেন্ড
    ২) বাপ মা তুললে ৭ মাস ঐ
    ৩) চিমটি কাটলে ৯ ঐ
    ৪) মুখের সামনে হাঁচলে ৬ মাস একদিন ঐ

    ব্যাস হয়ে গেলেই একেবারে সব ইনস্টির ভর্তির ফর্মের সাথে হাতে হাতে ঘুরবে।
  • Ishan | ১০ এপ্রিল ২০০৯ ০২:১৫ | 12.163.39.254
  • হ্যাঁ, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান শাস্তি দিতে পারে। কিন্তু "ক্রাইম' এর শাস্তি দিতে পারেনা। সেটা একমাত্র আদালতই পারে।

    আর আমি এতো পুলিশ আদালত করছি, কারণ, এই আলোচনায় বারবারই শুনতে হয়েছে, দেশে আইন আছে, পুলিশ একশবার ক্যাম্পাসে ঢুকবে, না মেনে নিতে চাইলে মাওবাদী হয়ে যাও। সেগুলো অনেকেই খেয়াল করেননি, কারণ তখন কথাগুলো নিজেদের পক্ষে যাচ্ছিলো। আমি তাই ধরে নিয়েছি, এখানে সবাই পুলিশ ও আদালতকে প্রচন্ড শ্রদ্ধা করেন। সেটা সত্যি কিনা জানতেও চাইলাম, কিন্তু কেউ রা কাড়লনা।
  • san | ১০ এপ্রিল ২০০৯ ০২:১৩ | 123.201.53.131
  • অক্ষদিকে

    ছাত্ররা পরিষেবা কেনে, সেটা ঠিকঠাক পাওয়া তাদের অধিকার।ক্লাস, খাতা দেখা ইত্যাদি।

    কিন্তু ক্রাইম বা পানিশেবল অফেন্স টা ইনস্টি নির্ভর নয়। আইডিয়ালি নয়। যাদবপুরে রেপ করলেও রেপ। জলু তেও তাই। এখানে শাস্তির কমাবাড়া ঠিক করা ছাত্রের অধিকারের মধ্যে পড়ার কোন কারণ নেই। জনমত গঠন নির্ঘাৎ করতে পারে। ইচ্ছে হলে। কিন্তু দাবি করতে পারেনা।
  • Binary | ১০ এপ্রিল ২০০৯ ০২:১১ | 198.169.6.69
  • ঈশান খালি পুলিশ-আদালত বলে কেন, বিশ্ববিদ্যালয় কত্‌পক্ষ-ও তো একটা প্রতিষ্ঠান, সে-ও তো শাস্তি দিতে পারে, নাকি স্যান যা বল্ল, ডিএসএফ-এর মতো আমরা সবাই নকশাল হয়ে গেছি ?
  • Blank | ১০ এপ্রিল ২০০৯ ০২:১১ | 59.93.240.50
  • আমি তো বল্লুম মাওবাদী হতে হবে। সরকার ও এই আইন মানিনা মার্কা অন্দোলন করতে হবে। বন্দুক পেলে ভালো, না পেলে জুতো ছুরতে হবে। এবং 'আমি তো চাকরি পাবো না' মার্কা কান্নাকাটি ছারতে হবে।
  • Ishan | ১০ এপ্রিল ২০০৯ ০২:১০ | 12.163.39.254
  • দেশের জুরিসডিকশানে ক্রাইম, বা পানিশেবল অফেন্স, কথাগুলোর একটা মানে আছে।

    আমি কোনো এক হরিদাস পাল অবশ্য আজ বলতেই পারি, পানিশেবল বাই মাওয়িস্টস, বা পানিশেবল বাই অথরিটি, কেই বা আটকাবে, কিন্তু তাতে কথাগুলোর কোনো মানে দাঁড়ায়না।
  • Binary | ১০ এপ্রিল ২০০৯ ০২:০৯ | 198.169.6.69
  • অক্ষ আবার ডাইভার্ট করে, এখানে র‌্যাগিং-এর কথাই হচ্ছে শুধু। ক্লাশে পড়ানো হয় না-টা নিশ্চই বিচার্য্য হবে অন্য কোনো ফোরামে ।
  • a x | ১০ এপ্রিল ২০০৯ ০২:০৮ | 143.111.22.23
  • স্যানকে বললাম ওটা। (আবার আলোচনাটা খালি জেনেরিক থেকে স্পেসিফিকে ঘুরপাক খাচ্ছে)।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত