এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • debu | ০৯ এপ্রিল ২০০৯ ১১:৫৭ | 72.130.158.122
  • বুরেঁ নজর বালে তেরা মুখ কাঁলা
    দেখে্‌ল হোবে? খরচা আছে
  • Arpan | ০৯ এপ্রিল ২০০৯ ১১:৫৭ | 216.52.215.232
  • কথাটা বলেছিলাম কারণ কতগুলো মেয়ে দল বেঁধে পাবে গেল এইটা হিন্দুত্ববাদীদের সহ্য হচ্ছে না। তো, তারা ফিজিক্যাল অ্যাসল্টের পথ নিল। অন্য জায়গায় জ্যাঠামশায়েরা হয়ত চোখ টেরিয়ে তাকাবেন ও মন্তব্য ছুঁড়বেন।

    দুটোই বোগাস।
  • M1 | ০৯ এপ্রিল ২০০৯ ১১:৫৭ | 59.93.181.134
  • আম্মো রেস্টোরেণ্টে গিয়ে পাশের টেবিলে আগে খাবার এসে গেলে তাকাই,কি অর্ডার দিলো নজর দি বেশ করে
  • a x | ০৯ এপ্রিল ২০০৯ ১১:৫৬ | 99.152.72.73
  • টিমের কি কল্পনাশক্তি ঃ-))
  • Tim | ০৯ এপ্রিল ২০০৯ ১১:৫২ | 71.62.2.93
  • এক হ্যান্ডু ট্র্যাফিক সার্জেন্ট গড়িয়াহাটের মোড়ে মনোযোগ সহকারে ঘুষ খাচ্চে। এরম সময় কেউ যদি পাশে দাঁড়িয়ে মোলায়েম দৃষ্টিতে যুগপৎ অ্যাপ্রিসিয়েশন এবং শালীনতা নিয়ে তাকিয়ে থাকে, তাহলে আপত্তি উঠবেই।
  • shrabani | ০৯ এপ্রিল ২০০৯ ১১:৪৯ | 124.30.233.101
  • এই রাস্তাঘাটে বড় বড় হাঁয়ের জন্যে কলেজবেলায় হীল পরা ছাড়তে হয়, কলকাতায় যতদিন থেকেছি নিজের হাইটের জন্য অস্বস্তি হয়েছে। এদিকে আসার পর এখন ঠিকঠাক লাগে।ঃ)
  • Somnath | ০৯ এপ্রিল ২০০৯ ১১:৪৯ | 220.226.186.71
  • তাহলে ব্রতীনদার সাথে সল্টলেক এলাকার গপ্পো গুজব ব্যপারটা পরের সপ্তাহে গেল, যদি কিছু বেশি জনতা অ্যাভেলেবল হয় এই আশায়।

    কপি টু অরিদা, ব্ল্যাংকি, সিঁফো, r, h
  • Tim | ০৯ এপ্রিল ২০০৯ ১১:৪৫ | 71.62.2.93
  • না না, অনেকেই মাইন্ড করবে।
  • rabaahuta | ০৯ এপ্রিল ২০০৯ ১১:৪৪ | 121.241.111.12
  • ছোটোবেলায় প্রচলিত ধারনা ছিল, কনজাংটিভাইটিস দৃষ্টি বিনিময়ে ছড়ায়, তো যার হতো, তার ব্যাপক রেল 'এই তাকিয়ে দিলাম', আর সেকি আতঙ্ক জনমানসে
  • Tim | ০৯ এপ্রিল ২০০৯ ১১:৪৩ | 71.62.2.93
  • এইরম কন্সালটেন্সি কল্লে হাজারে হাজারে ক্লায়েন্ট আসবে।
  • shrabani | ০৯ এপ্রিল ২০০৯ ১১:৪২ | 124.30.233.101
  • তাকানোর রকমফের আছে ভাই। সুন্দর লেগেছে বলে তাকালে দুনিয়ার কেউই বোধহয় মাইন্ড করবেনা!ঃ)
  • sibu | ০৯ এপ্রিল ২০০৯ ১১:৩৯ | 71.106.244.161
  • বেঙ্গালুরুতে সোসিত জনগন বিউটি অ্যাপ্রিসিয়েট করার সময় পায় না মনে নিতেছে।
  • Tim | ০৯ এপ্রিল ২০০৯ ১১:৩৯ | 71.62.2.93
  • আবাপ ঝাড়ির কোনো ভালো নাম দেয় নি এখনও?
  • san | ০৯ এপ্রিল ২০০৯ ১১:৩৮ | 12.144.134.2
  • আরে, তাকানো মাত্রেই খারাপ কে বলেছে।

    সে কি আর আমি সুন্দর দেখতে ছেলেপুলে দেখলে একটু মন দিয়ে দেখি না? ;-)

    কিন্তু ড্যাবড্যাব করে তাকিয়ে থাকাটা কিঞ্চিৎ ব্যাড ম্যানার্স, সেটাই বলেছি। আর কোলকাতায় অনেক লোক দেখেছি যারা অপরপক্ষের অস্বস্তি এনজয় করে বলেই মনে হয়।

    রেস্তোরায় আরো বেশি অস্বস্তিকর, সেটাও ঠিক।

    অন্য শহরেও থাকতেই পারে, আমি তো অত থাকিনি।

    তবে বেঙ্গালুরুতে এসব সত্যি কম।

    আর সুরক্ষার কথা আসল, অপ্পন বলল কখন কি হয়ে যায় কে জানে, সেই থেকে। তাকানো থেকেই কথাটা এসেছে, তবে একেবারে ওয়ান টু ওয়ান কোরিলেশন বানিয়ে নয় ঃ-))))
  • sibu | ০৯ এপ্রিল ২০০৯ ১১:৩৭ | 71.106.244.161
  • আরেন্না। আমি কেন খেতে দেব? আমি তো মাইমাকে ঝাড়ি কনসালট্যান্সি করছি।
  • Bratin | ০৯ এপ্রিল ২০০৯ ১১:৩৬ | 117.194.98.113
  • দীপু, "মিনসে' কথা টা বলতে গেলে

    where clause এ বয়েস greater than ৪০ হতে হবে। ঃ-))
  • Tim | ০৯ এপ্রিল ২০০৯ ১১:৩৫ | 71.62.2.93
  • ১) চোখ লাল করিবার উপায়সমূহ সংক্ষেপে বর্ণনা কর। (১০)
  • Bratin | ০৯ এপ্রিল ২০০৯ ১১:৩৪ | 117.194.98.113
  • সেটা ই বলছি "শালীনতার সীমা না ছাড়িয়ে"। চোখে র "মুগ্‌ধতাবোধ" বা "অন্য কিছু" র মধ্যে তো আমরা তফাত করতে পারি।
  • shrabani | ০৯ এপ্রিল ২০০৯ ১১:৩৪ | 124.30.233.101
  • বাঙালী রেস্তোঁরা হলে অসুবিধে নেই, কেউ তাকাচ্ছে দেখলে উচ্ছে অর্ডার করে তাকে অফার করলেই হবে!
  • Tim | ০৯ এপ্রিল ২০০৯ ১১:৩৩ | 71.62.2.93
  • তার আগে ভাষাটা পপুলারাইজ কত্তে হবে তো!
  • dipu | ০৯ এপ্রিল ২০০৯ ১১:৩২ | 207.179.11.216
  • চোখ লাল করে গিয়ে বল্লেই হয়....পোড়ারমুখো মিনসে! দেখচিস কি? দোবো চোখ গেলে?
  • shrabani | ০৯ এপ্রিল ২০০৯ ১১:৩০ | 124.30.233.101
  • শুধু তাকানো হলে তো কথা ছিলনা, একলা দেখলে তাকানো। সেটা সবসময় সৌন্দর্য্য অ্যাপ্রিশিয়েট করতে নাও হতে পারে!
  • Tim | ০৯ এপ্রিল ২০০৯ ১১:২৯ | 71.62.2.93
  • তাপ্পর থেকে সিবুদা খেতে গেলেই একদল লোক পাশে দাঁড়িয়ে ড্যাবড্যাব করে চে থাকবে। ফিরিফুড! ঃ)
  • Bratin | ০৯ এপ্রিল ২০০৯ ১১:২৭ | 117.194.98.113
  • তাকানো ব্যাপার টা খারাপ কি? এটা তো সৌন্দর্য্য কে appreciate করা। তবে সেটা শালীনতার সীমা না ছাড়ালে ই হল।
  • sibu | ০৯ এপ্রিল ২০০৯ ১১:২৭ | 71.106.244.161
  • ভাবছিলুম রেস্তোঁরায় কেউ তাকিয়ে থাকলে তাকে ডেকে বললে কেমন হয় - বুঝি ভাই,ভাল খাবার দেখলে খেতে ইচ্ছে হয়। তুমি বরং এখান থেকেই একটু তুলে খাও।
  • Tim | ০৯ এপ্রিল ২০০৯ ১১:২৭ | 71.62.2.93
  • তাকানোর সাথে সুরক্ষা রিলেটেড তো বটেই। এইজন্য পাসওয়ার্ড টাইপ কত্তে হলে খ্যাল রাখতে হয় কেউ তাকাচ্চে কিনা।
  • shrabani | ০৯ এপ্রিল ২০০৯ ১১:২৫ | 124.30.233.101
  • আসলে রেস্তোঁরায় কেউ তাকালে সেটা সবচেয়ে বেশী অস্বস্তিকর। ওরকম করে তাকালে কি ঠিক করে খাওয়া যায় নাকি!
  • pi | ০৯ এপ্রিল ২০০৯ ১১:২২ | 69.255.233.93
  • অন সিরিয়াস নোট, তাকানো তে অস্বস্তি হতেই পারে। আমারো কখনো হয়না এমনটি নয়।
    তবে আমার মনে হয়, তাকানোটা কিছু অস্বাভাবিক নয়। তাকানোটা যার দিকে তাকানো হচ্ছে, সে বুঝতে পারলে সাধরণতঃ লোকে তাকানো বন্ধ ও করে দ্যায়, অস্বস্তি হচ্ছে বুঝতে পারলে তো বটেই।
    ব্যতিক্রম কি নেই ? অবশ্য ই আছে ?। কিন্তু তার সংখ্যা এতই বেশি হবে যে বলতে হবে, কলকাতার লোক বেসিক্যালি ইচ্ছাকৃত ভাবে অস্বস্তি উৎপাদক, এটা মেনে নেওয়াটা একটু চাপের।

    আর তাকানোর টপিক থেকে সুরক্ষা আসেনি ?
    না এলে তো ভাল ই ঃ)
  • sibu | ০৯ এপ্রিল ২০০৯ ১১:২০ | 71.106.244.161
  • না জানলে আর এখেনে জেনে কাজ নেই। প্রাইভেট চ্যানেলে জানিয়ে দেব ঃ))।
  • shrabani | ০৯ এপ্রিল ২০০৯ ১১:২০ | 124.30.233.101
  • আলাদাই তো! সেটা জেনেই বলছি, বলতে ইচ্ছে হল তাই।
  • Binary | ০৯ এপ্রিল ২০০৯ ১১:১৭ | 70.64.8.206
  • সেটা তো জানিনা ....
  • Bratin | ০৯ এপ্রিল ২০০৯ ১১:১৬ | 117.194.98.113
  • pi, স্ট্যাটিস্টিকাল ডাটা র presentation আর interpretation মধ্যে ই সব গল্প। জানো ই তো স্ট্যাটিস্টিক্স জগতে সব থেকে খারাপ ধরনের মিথ্যে। ঃ-)))
  • sibu | ০৯ এপ্রিল ২০০৯ ১১:১৪ | 71.106.244.161
  • বাইনারি কি সেই ল্যাব থেকে টেস্টটিউব চুরির কতা কইতিছে?
  • Binary | ০৯ এপ্রিল ২০০৯ ১১:১২ | 70.64.8.206
  • একটা লতুন কথা শিখলুম, 'ওবজেক্টাম সেক্সুয়ালিটি', মানে ব্যাপারটা আগে জানতাম, নামটা শিখলাম।
  • san | ০৯ এপ্রিল ২০০৯ ১১:১১ | 123.201.53.131
  • তাকানো আর সুরক্ষা টা আলাদা টপিক ছিল
  • shrabani | ০৯ এপ্রিল ২০০৯ ১১:১০ | 124.30.233.101
  • মায়াবতী বহেনজীর রাজত্বে ইউপি ও শীলা দীক্ষিতের সুশাসনের দিল্লীতে সুরক্ষা ও মহিলা কথাদুটো একসাথে উচ্চারন করলেও হাস্যকর শোনাবে।
    সৌম্য বিশ্বনাথন আর জিগীশা বা নয়ডার এয়ার হোস্টেস এরা তো হাই প্রোফাইল কেস, এন সি আরের পথেঘাটে খেটে খাওয়া মেয়েরা রোজ কত উধাও হয়ে যাচ্ছে বা দুর্ঘটনার শিকার হচ্ছে তার কোনো লেখাজোকা নেই।
  • san | ০৯ এপ্রিল ২০০৯ ১১:১০ | 123.201.53.131
  • সে তো বরেরা বলতে পারবে ! !
  • pi | ০৯ এপ্রিল ২০০৯ ১১:০৮ | 69.255.233.93
  • তবে, ইয়ে, এই 'তাকানো' নিয়ে কথা হতে হতে 'সুরক্ষা' প্রসংগ টেনে আনার যৌক্তিকতাটা আমার ঠিক বোধগম্য হতেছে না।
    মানে কলকাতার লোকের ঐ 'সবেতেই আদেখলার মতন তাকানো'র কথা হচ্চে।

    ভালো দেখতে লাগলে বা কোনো কারণে ইন্টারেস্টিং লাগলে, আমি ও তো তাকিয়ে দেখি (কলকেতার ই নোক কিনা ঃ)) ছেলে মেয়ে নির্বিশেষে। ছেলেদের একটু বেশি ই হবে ( নিজেকে নিয়ে যথেষ্ট ডাটা মনে স্টোর্ড করে থাকলে স্ট্যাটিস্টিক্যালি কনফিডেন্ট হয়ে থাকলে বলে দিতুম, 'হয়তো' আর হয়তো বলার দরকার হত না ঃ))।
    কিন্তু, তার মানে কি, আমি তাদের জন্য বিপজ্জনক ??!! ঃ((

    নাঃ, একটা কারণ খুঁজে পেলুম বোধ হয়।

    সেটা আবার এক্সপ্লেইন ও করে দিতে পারে, কেন রাম/রহিম রাজ্যের থেকে বাম রাজত্বে সুরক্ষা কম হবে। ঐ পর্দা- টর্দা ই বেশ ভালো। লোকে তাকাতেও পাবে কম আর তাই সুরক্ষাও বেশি ঃ)

    তবে এ নিয়ে আর তক্কো করিব না।
    কারণ, ঘুম পাচ্ছে ঃ)
    স্যান আমাকে সেন্সলেস বললো সেই দুঃখ টা নিয়েই ঘুমোতে যাই, কি আর করা। ঘুমোলে এমনিতেও সেন্স থাকবে না, সেটাই যা ভরসার কথা। ঃ)
    ( ডিঃ মঃ)

    আর হ্যাঁ, ঠাউর্দার মনে হতেছে ভীমরতি ধরেচে ঃ)
  • Arijit | ০৯ এপ্রিল ২০০৯ ১১:০৭ | 61.95.144.123
  • সকালে দেখলুম ঘোড়ার গাড়ি এসেছে - বাবা লোকনাথের শোভাযাত্রা বেরোবে। এখানে ঘোড়ার পিছনে থলে লাগানো নাই - মানে গোটা রাস্তা...সকালে ওইটুকুনি সময়ের মধ্যে অদ্ধেক ভত্তি হয়ে গেসলো - বিকেলে কি হবে কে জানে।

    ওখানে দুম করে একটা লোকনাথ মন্দির, যে বাড়িটা হয়েছে সেটা অনেক কর্পোরেশন আইন ভেঙে - একটা সিনিস্টার কিছু আছে বলে মনে হচ্ছে।

    কয়েকটা নিউজ চ্যানেলে মেল করে দিলাম।
  • Binary | ০৯ এপ্রিল ২০০৯ ১১:০৬ | 70.64.8.206
  • মানে কারো বউ-এর ওপর অন্যকোনো ব্যাটাছেলের টাল থাকলে, বরের গব্ব বোধ হয় !!!
  • san | ০৯ এপ্রিল ২০০৯ ১১:০৫ | 123.201.53.131
  • না পাইদি, উল্টোটাই বলতে চাইছি, বামশাসিত 'বলেই' নয়, বামশাসিত 'হয়েও' তো কম ঃ-(

    উল্টোটাই আমরা আশা করে থাকি কিনা ।
  • Binary | ০৯ এপ্রিল ২০০৯ ১১:০২ | 70.64.8.206
  • স্যানের মন্তব্যে ফুত্তি পেলুম, আর উল্টোটা-ও কি হয় ?
  • pi | ০৯ এপ্রিল ২০০৯ ১১:০২ | 69.255.233.93
  • বামশাসিত রাজ্য বলেই মেয়েদের সুরক্ষা কম এটা আবার কি ধরণের ছুঁড়ে দেওয়া স্টেটমেন্ট হল ? 'বাম' এর সাথে সুরক্ষা এরকম পাউলির এক্সক্লুশান নীতি মেনে চলে টলে বলে তো জানা ছিল না !

    আর জেনেরালাইজেশন যদি করতেই হয়, তাহলে ডাটার ভিত্তিতেই করা ভালো , নয় কি ? পরিসংখ্যান কিন্তু অন্য কথাই বলে ! ঃ)
    আগের থেকে নিরাপত্ত কমেছে অবশ্য ই তবে বাম-রাম রাজত্ব দিয়ে যদি কেউ তুলনা করতে চায়, তাকে এই ডাটা যা বলছে, সেটাও তো শুনতেই হবে। ঃ)

    সত্য মিথ্যা জানিনে, উইকি বলে,
    In reported crimes against women, the state showed a crime rate of 7.1 compared to the national rate of 14.1.
    একটা সার্ভের কথাও পড়েছিলুম মনে হচ্ছে যেখানে কলকাতাকে অন্য মেট্রো সিটির থেকে বেশি সুরক্ষিত বলা হয়েছিল।

    দিল্লিতে নিরাপত্তা কম থাকার কথা তো বহুবিদিত। তো সে জায়গাতে তো কখনো বাম জমানার প্রশাস চলে নি, বরং বহুকাল রাম রাজত্বেই ছিল বলা চলে।
    তো, ইহা হইতে কি ইনফার করিব ?

    স্যান যদি বাম বলতে সিপিএম মিন করে থাকে ( যেটাতেও কিনা আমার আপত্তি থাকবে ঃ) ), তালেও বলবো, সিপিএম বলেই মেয়েদের জন্য তারা বেশি বিপজ্জনক, এরকম জেনেরালাইজেশন ও করা যায় না। ঠিক ও না বোধ হয়।
    আর তার মানে এই না যে নন্দীগ্রাম ও আরো নানা জায়গায় সিপিএম ও তার মদতে ধর্ষণ, খুনের ঘটনা, তাপসী মালিকের কথা আমি অস্বীকার করবো। শুধু বলছি, প্রথমটি না করেও দ্বিতীয়টি করা যায়।
  • Bratin | ০৯ এপ্রিল ২০০৯ ১১:০১ | 117.194.98.113
  • san10:58 am র মন্তব্য তো সাংঙ্ঘাতিক!! ঃ-))
  • Binary | ০৯ এপ্রিল ২০০৯ ১১:০১ | 70.64.8.206
  • হাঃ হাঃ
  • sibu | ০৯ এপ্রিল ২০০৯ ১১:০০ | 71.106.244.161
  • বাইনারি তো তাদের দেখেইছিস। কিন্তু নামগুলো আর এখানে করিস না।
  • sibu | ০৯ এপ্রিল ২০০৯ ১০:৫৯ | 71.106.244.161
  • হি হি ঃ)। এটা তুমি একটু গিন্নির কাছে কনফার্ম করে দেবে? মানে বুড়ো বয়েসে নিশ্চিত না হয়ে রিস্ক নেবা কি ভাল?
  • Binary | ০৯ এপ্রিল ২০০৯ ১০:৫৯ | 70.64.8.206
  • শিবুদা হেই বান্ধবীদের আমি দ্যাখসি, মনে লয়।
  • san | ০৯ এপ্রিল ২০০৯ ১০:৫৮ | 123.201.53.131
  • কি যে বলেন। মেয়েদের কিছুই চিনলেন না ! নিজের বরের উপরে অন্য মেয়েদের টাল আছে/ছিল শুনলে বউয়েরা মুখে যাই বলুক ভিতরে ভিতরে বেশ গব্ব বোধ করে (আম্মো করি ঃ-))))))
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত