এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • san | ১১ এপ্রিল ২০০৯ ০০:১০ | 123.201.53.131
  • যাদবপুরের উদা টা গুরুর নয়। এখানে দিয়ে লাভ নেই। শিবপুরের কথায় বলেছি তো একটা। আর যাদবপুর বা শিবপুরের সবাইকে বলিনি, সেটা ভাল করে লিখেও দিয়েছিলাম। ইন কেস কারো কনফিউশন থাকে।
  • a x | ১১ এপ্রিল ২০০৯ ০০:০৮ | 143.111.22.23
  • আরে সেই তো বললাম - সে করছে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে।
  • Arpan | ১১ এপ্রিল ২০০৯ ০০:০৮ | 122.252.231.12
  • কিন্তু যাদবপুর আর স্বর্গের চোঙার থুড়ি চাঙড়ের রহস্যভেদ এখনো হলনি!
  • sayan | ১১ এপ্রিল ২০০৯ ০০:০৪ | 115.108.25.26
  • এই সেদিন এক কন্যা বলছিলেন যে করমর্দন করার সময় কর-এ প্রয়োজনীয় চাপের তুলনায় স্বল্পতর চাপ প্রয়োগ করে মর্দন করা হলে তাহা আপব্রিঙ্গিং এর সমস্যা।

    শুনে মুখে রা ফুটে নাই। তখনই বুঝেছিনু আপব্রিঙ্গিং নিয়ে খোঁটা দেওয়া একটি সোসিওপোলিটিকোসাইকোলজিকাল অবস্থানমাত্র!
  • san | ১১ এপ্রিল ২০০৯ ০০:০২ | 123.201.53.131
  • ধর্ষণ কে লোকে কালচারের অঙ্গ ভাবে কোথাও বলিনি। আমার মুখে কথা বসানো হচ্ছে। মুখে কথা বসানোকে মিথ্যাভাষণ বলা যায় না নির্ঘাৎ। কে জানে কি বলে। তবে এ তো রেগুলারই চলছে।
  • Arpan | ১০ এপ্রিল ২০০৯ ২৩:৫৭ | 122.252.231.12
  • আরে ধুর, আপব্রিঙ্গিংয়ের গন্ডগোল বললে মোটেও গায়ে লাগে না! এরম গোদা একটা সালিশিসভাসুলভ মন্তব্য পড়ে বেশ আমোদ লাগে। ঃ(
  • Du | ১০ এপ্রিল ২০০৯ ২৩:৫৪ | 71.123.206.135
  • তোমায় কে চিমটি দিয়েছে তা জিজ্ঞেস করিনি। যে অপরাধের বিচার করছো সেটা সে কেন করেছে তা তো একটা প্রশ্ন?
  • pi | ১০ এপ্রিল ২০০৯ ২৩:৫০ | 128.231.22.89
  • ধুর অক্ষদা কিছু পড়া করে না। 'একট্রাপোলেট' করা টরা সব আমার 'মস্তিষ্কপ্রসূত' । ওসব এখানে কেউ করেনা। যে ই ওকথা বলবে, সেটা তার 'মস্তিষ্কপ্রসূত' হবে !

    মামু ও পড়ায় ফাঁকি দ্যায়।
    নইলে ১ নং এ ঐ চুরি, গণপিটুনি র কথা লিখলো ক্যানো। কাল আমি লিখেছিলাম বলে তো স্যান আমাকে বল্লেন যে , ওটা আমাদের 'কালচারের' মধ্যে পড়ে না, খালি ঐ শ্লীলতাহানি, ধর্ষণ , র‌্যাগিং পড়ে। শুধু সেগুলোর জন্য ই ঝুলিয়ে রাখার মতন দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
  • a x | ১০ এপ্রিল ২০০৯ ২৩:৪৮ | 143.111.22.23
  • আমাদের ক্রাফটের টিচার সুমিত্রাদি চিমটি কাটতেন মাঝে মাঝে। এ ছাড়া কেউ চিমটি কাটেনি কখনো। তিনি কাটতেন, ওটা দৃষ্টান্তমূলক শাস্তি ভেবে।
  • Du | ১০ এপ্রিল ২০০৯ ২৩:৪৬ | 71.123.206.135
  • কেন চিমটি কেটেছে? কেনই বা গলা কাটছে?
  • lcm | ১০ এপ্রিল ২০০৯ ২৩:৪৬ | 128.48.7.72
  • বাজারে এত অ্যাক্রোনিম, তার মধ্যে আবার ...
    যাকগে, গুগল-এ গেলে এরকম দেখাচ্ছেঃ
    DSF : Disciples Seminary Foundation , Dubai Shopping Festival,...
    DSO: Dar Star Orchestra, Day Sales Outstanding,...
    SFI : Sustaintable Forestry Initiative, Strong Future International,...

  • a x | ১০ এপ্রিল ২০০৯ ২৩:৪৫ | 143.111.22.23
  • ঈশ্বর। আলাদা অপরাধ কেন? চিমটি কাটা আর গলা কাটা এক?
  • a x | ১০ এপ্রিল ২০০৯ ২৩:৪৪ | 143.111.22.23
  • আর্য জোর করে টেনে লিস্ট লম্বা করনা ঃ-( ৫ ইস সাবসেট অফ ১।

    পিনাকী তো টই খুলে সেটাই লিখছিল দু, তাতে তো তাকে বলা হল এসব বড় বাতেলা না মারতে!
  • Blank | ১০ এপ্রিল ২০০৯ ২৩:৪৩ | 59.93.213.193
  • আলাদা অপরাধ কেন? কলেজের শিক্ষিত রা করছে বলে ?
  • Du | ১০ এপ্রিল ২০০৯ ২৩:৪৩ | 71.123.206.135
  • যাকগে এই বাজারে আমার এক সহপাঠী সিনিয়রদের কি বলেছিল বলে যাই - সিনিয়রেরদের'স্মার্ট' প্রশ্নের মুখে অত্যন্ত বিরক্ত হয়ে ছেলেটি বলে - 'অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করি মোক বিব্রত নকরিব' - ওতেই দাদাদের উৎসাহের হাওয়া নিভে যায়।

    'উল্টো করে ঝোলানো' এতবার শুনলাম - বিপরীতে কম্যুনিটি সার্ভিস কি বোঝানো ডিটেল অতটা উঠে এলোনা। ওটাই যদিও শেখার ছিল।
  • arjo | ১০ এপ্রিল ২০০৯ ২৩:৪২ | 168.26.215.13
  • ৫। যাদবপুরে তোমাদের রঙের লোক শাস্তি মানে নি তাই তোমরা র‌্যাগিংয়ের পক্ষে এত কথা বলছ।
  • a x | ১০ এপ্রিল ২০০৯ ২৩:৪১ | 143.111.22.23
  • ৪) আপনি যদি দৃষ্টান্তমূলক শাস্তি বনাম কম্যুনিটী সার্ভিস দিয়ে সংশোধন, বা অন্য কোনোরকম অ্যাপ্রোচ যেটা ইনফ্যাক্ট আলোচনার শুরু জায়গা, সেটা নিয়ে কিছু বলে ফেলেন, আপনি আসলে বড় বড় কথা বলে আসল জিনিস ঘুরিয়ে দিচ্ছেন।
  • arjo | ১০ এপ্রিল ২০০৯ ২৩:৪০ | 168.26.215.13
  • উঁহু।

    অ্যাজাম্পশানটা হচ্ছে খুন, রেপ, র‌্যাগিং সব একধরণের অপরাধ। তাই সবক্ষেত্রেই পুলিশ আর দৃষ্টান্তমূলক শাস্তি দরকার।
  • dipu | ১০ এপ্রিল ২০০৯ ২৩:৩৮ | 121.243.161.234
  • তালিবানদের ধরে ধরে ন্যাটো বাহিনীতে ভর্তি নেওয়া হোক। আর হ্যাঁ, মাওবাদীদের সালওয়া জুড়ুমের মেম্বার করা হোক। রমরাজ্য এল বলে।
  • a x | ১০ এপ্রিল ২০০৯ ২৩:৩৮ | 143.111.22.23
  • কতগুলো অদ্ভূত অ্যাসাম্পশন চলছে -

    ১) যারা ঐ কড়া শাস্তি চায়না সব র‌্যাগিং এর ক্ষেত্রে, এরা সবাই কোনো না কোনোভাবে DSO বা DSF (আমি ইনফ্যাক্ট জানিও না কারা প্রতিবাদ করছে এই সাস্পেনশনের), বা তাদের ঘরের মাসি পিসি।

    ২) এরা কেউ র‌্যাগিং এর কোনোরূপ শাস্তি চায়না।

    ৩) র‌্যাগিং এবং ধর্ষণ, খুন, চুরি সব একই ধরণের অন্যায়। এবং র‌্যাগিংএর ক্ষেত্রে যা যা বলা হচ্চে সব একস্ট্রাপোলেট করে ঐ গুলোতে নিয়ে গেলেই কেল্লা ফতে।
  • Blank | ১০ এপ্রিল ২০০৯ ২৩:৩৪ | 59.93.213.193
  • পুলিশের বেশির ভাগ ইনফরমার রাই প্রাক্তন চোর ডাকাত। ওরা না থাকলে পুলিশ ডিপার্টমেন্টকে ছোলা ভাজতে হতো
  • a x | ১০ এপ্রিল ২০০৯ ২৩:৩৪ | 143.111.22.23
  • খুব ভালো, যারা র‌্যাগ করে, তাদের র‌্যাগিং বিরোধী কমিটিতে বসিয়ে দাও। কোনো প্রবলেম নেই তো?

    আবার কাল এসে অন্য কথা বলা হবেনা তো? যে র‌্যাগিং বিরোধী কমিটির লোকেদের আগে র‌্যাগিং বিরোধী হতে হবে বা এরকম কিছু?
  • arjo | ১০ এপ্রিল ২০০৯ ২৩:৩৩ | 168.26.215.13
  • বোঝো এবারে তাহলে খুনী, রেপিস্টদের ধরে ধরে পুলিশ করতে হয়। ঃ)))))))))))))
  • san | ১০ এপ্রিল ২০০৯ ২৩:৩২ | 123.201.53.131
  • ** থেকে
  • Blank | ১০ এপ্রিল ২০০৯ ২৩:৩২ | 59.93.213.193
  • স্যান এটা ঠিক কয়েছে একদম। যারা টোকে, তারা ছারা কারোর পক্ষে সম্ভব না ঐ জিনিস বার করা।
  • san | ১০ এপ্রিল ২০০৯ ২৩:৩১ | 123.201.53.131
  • এতে অবাক হবার কিছু নেই।

    টোকাটুকিতে সবচেয়ে ভাল গার্ড দিতে পারে যারা নিজেরা টোকাটুকি করেছে, কেননা তারা কৌশলগুলো জানে।

    যে জন্মে টোকেনি, তার ধরার চান্স অপেক্ষাকৃত কম।

    সুতরাং যদি টোকা বন্ধ করতে চাও, যারা রেগুলার টুকত, তাদের থীক সলিউশন চাও। একে বলে স্ট্র্যাটেজি। ঃ-)
  • pi | ১০ এপ্রিল ২০০৯ ২৩:৩১ | 128.231.22.89
  • বাই দ্য ওয়ে , কাটাছেঁড়া যখন হচ্ছেই, ভালো করেই হোক।
    পাইলেও আরো পাইতে পারি 'কেউ=আমি' র মতন অমূল্য রতন ঃ)

    ' বাই দ্য ওয়ে, ঈশান বা অক্ষ বা পাইদি বা রোকেয়াকে র‌্যাগিংএর সমর্থক তো কেউ বলেনি। এটা আউট এন্ড আউট মিথ্যে কথা',
    এই কথাটির ইনওয়ার্ড বিশ্লেষণে দুই টি মিথ্যে ধরা পড়িল।
    এক তো , র‌্যাগিংএর সমর্থক 'কেউ 'কেউ' সত্যি বলেছে , শুধু তাই নয়,
    উল্লিখিত নামের ব্যক্তিদের সমর্থক বলা হয়েচে, এরম একটা একটাও আমি বলি নি।
    অথচ আমাকে মিথ্যেবাদী বলা স্টেটমেন্টটি তে সেটিও আমি বলেছি বলে বলা হল।
    আবারো মিথ্যে।
    কিম্বা 'এটা = '?

    কিম্বা এখন আবার স্যান বলবে, ঐটা আমি বলেছি সে তো ও বলেনি। সেইটি কোরোনি বাপু। নৈলে কিছুক্ষণ আগের তোমার একটি পোস্ট কোট করতে আবার বেশ কিছুটা সময় নষ্ট হবে
    ঃ)

    আরো এত সময়, বাইট নষ্ট করে লেখার একটাই উদ্দেশ্য।
    একবার বলেচ বলেচ। ভবিষ্যতে এরকম যাকে যা নয় তাই অভিধায় ভূষিত করার আগে একটু ভেবে দেখো। এটা তো আর তোমার 'বাড়ির বৈঠকখানা' নয় !

    আর ভাটাবো না, টইতে লিখি গে ঃ)
  • arjo | ১০ এপ্রিল ২০০৯ ২৩:২৮ | 168.26.215.13
  • আঃ তখন তো গুরু ছিল না, আর তক্কোও হয় নি আর শাস্তির কথাও ওঠে নি। শাস্তি থাকলে ঠিকই মাথা পেতে নিত। ফেয়ার এনাফ।
  • Blank | ১০ এপ্রিল ২০০৯ ২৩:২৮ | 59.93.213.193
  • ছরি :D
  • Ishan | ১০ এপ্রিল ২০০৯ ২৩:২৮ | 12.163.39.254
  • রং দেখে জাস্টিফাই করা হলে তো মুশকিল। রং না দেখে বরং আসুন ঝুলিয়ে দিই। ঃ)
  • Blank | ১০ এপ্রিল ২০০৯ ২৩:২৭ | 59.93.213.193
  • আজ কি বার !
  • Du | ১০ এপ্রিল ২০০৯ ২৩:২৬ | 71.123.206.135
  • আমার কথা বলতে পারি দ প্রথমত - আমি সরাসরি বাক্যটা না দেখলেও - কাল থেকেই জানতাম - শিবুদা ওরকম কিছু বলতে পারে - অনেকক্ষণ লজিক্যালি চেষ্টাও করেছে - তারপর সে রেগে গিয়ে বলেছে। হঠাৎ করে এসে কাউকে অপমান করতে বলেনি। তবে গুরুর পাতায় 'মাল' কেন লোকে লোককে ছাগলও বলে - সে তাদের ব্যপার। কিন্তু অন্য পক্ষ এখানে কোন চাপের মধ্যে নেই , না এলেই হলো, কিন্তু কলেজ অপিসে কারো জন্য পড়া/কাজ ছেড়ে দিতে হলে তো মুশকিল।
  • Ishan | ১০ এপ্রিল ২০০৯ ২৩:২৬ | 12.163.39.254
  • তবে এটা ভারি ভালো লাগছে পড়ে, যে, এককালে হস্টেলে র‌্যাগিং করা নিয়ে যে জাতীয় ছেলেপুলেদের সঙ্গে ফাইট দিতে হত, তারাই আজকাল বাতলে দিচ্ছে কিভাবে র‌্যাগিং বন্ধ করতে হবে। ঃ)

    তবে দাঁতমুখ ভাঙা বা পুলিশ দিয়ে উল্টো করে ঝোলানোর প্রশ্নে অবশ্য তারা নিজেদের বাদই দিচ্ছে। কি যেন বলে, ফেয়ার এনাফ। ঃ)
  • omnath | ১০ এপ্রিল ২০০৯ ২৩:২৬ | 117.194.199.122
  • যেমনটি সব সময়েই হয়, তক্কাতক্কির শেষে ব্যক্তিগত খার মিটিয়ে নেওয়া। এখন সেই ফেজ। নতুন কী?

    আমি যা বুঝলাম, শাস্তি হিসেবে সাসপেনশনটা একটু বেশি হয়ে গেছে বলে লোকে নেগোশিয়েশনে নেমেছে। টুকতে গিয়ে হল থেকে বের করে দিয়ে ক্ষান্ত না থেকে যদি কলেজ থেকে পার্মানেন্ট সাসপেণ্ড করা হত তখন যেমন হত আর কি।

    তো SFI কর্তৃপক্ষের সাথে আছে, আর অন্য দলটা ছাত্রদের দলে পেয়ে বিক্ষোভ করছে। ইত্যাদি।
  • d | ১০ এপ্রিল ২০০৯ ২৩:২৫ | 117.195.43.169
  • আর এই ঈশানচন্দর, তোমার না কয়েকশো-হাজার কাজ পড়ে আছে? সেগুলো সারবে কবে?

    ব্ল্যাঙ্কের এখনই "শনিবার' হয়ে গেল??
  • lcm | ১০ এপ্রিল ২০০৯ ২৩:২৫ | 128.48.7.72
  • কারা কারা সিপিএম হাত তোলো। আমি আমার-টা বলে দিই - সকালের দিকে আমি তৃণমূল, লাঞ্চের সময় ওবামা, ভর দুপুরে নকশাল, বিকেল গড়িয়ে এলে সিপিএম, সন্ধেবেলা কংগ্রেস, রাতে ঘুমোনোর আগে লালুর পার্টি ( কি যেন নাম!)
  • Ishan | ১০ এপ্রিল ২০০৯ ২৩:২৩ | 12.163.39.254
  • আমাকে একটা প্রশ্ন করা হয়েছিল, যে এস এফ আই র‌্যাগার হলে আমার স্ট্যান্ড কি হত। আমি তার উত্তর দিয়েছি। যে স্ট্যান্ডটা পাল্টাতনা। এবার এর সঙ্গে এস এফ আই এর কিছু সম্পর্ক আছে কিনা ব্ল্যাংকিকে জিজ্ঞাসা করুন।
  • Blank | ১০ এপ্রিল ২০০৯ ২৩:২৩ | 59.93.213.193
  • কোলকাতা পুলিশ ছারা বাকি পুলিশের চাকরি ভালো না। ঐ খাকি ড্রেস টা বড় বাজে দেখতে। সাদা টা তাও ভালো
  • Blank | ১০ এপ্রিল ২০০৯ ২৩:২১ | 59.93.213.193
  • শনি বার জল খেতে ইচ্ছে করে না
  • arjo | ১০ এপ্রিল ২০০৯ ২৩:২১ | 168.26.215.13
  • ভেবে দেখলাম কথায় কথায় পুলিশ ডাকলে একটা সুবিধা আছে। অনেক পুলিশ লাগবে, মানে অনেকে পুলিশে চাকরী পাবে। ভেবে দেখুন মন্দার বাজারে ভালো দাওয়াই কিন্তু। ডিমান্ড সাইড ইকনমি।
  • lcm | ১০ এপ্রিল ২০০৯ ২৩:২০ | 128.48.7.72
  • ধুর! ধুর! ভাটিয়ালি-তে একটু জল ঢেলে দিই ]]]]]]]]]]]]
    ]]]]]]]]]]]]
    ]]]]]]]]]]]]
  • d | ১০ এপ্রিল ২০০৯ ২৩:১৭ | 117.195.43.169
  • "কিসব মালের পাল্লায় পড়েছি' --- আমার দেখা গুরুচন্ডালিতে একটা অন্যতম কুৎসিৎ বাক্য। আমার কাছে ঐ দ্ব্যর্থবোধক "তোর মা .... আর এই বাক্যটা সমজাতীয়। আমার সামনে উচ্চারিত হলে এই দুটো ক্ষেত্রেই আমি হাত-পা চালাতাম। তারপরে যা হয় হোক। তা, "তোর মা .... ' নিয়ে ব্যকুল বাইনারি বা দু এই বিষয়ে কোন রা কাড়ে নি। বুঝতে পারছি সমরঙের কারণেই।

    আর এইখানে ... বোধির সাথে এক্কেবারে কড়াক্রান্তিতে একমত। প্রত্যেকটা দল নিজেদের প্রয়োজনে র‌্যাগিং/ র‌্যাগিং-বিরোধীতা ব্যবহার করে।
  • san | ১০ এপ্রিল ২০০৯ ২৩:১৫ | 123.201.53.131
  • তবে এর সঙ্গে এসেফাই এর সম্পর্ক কি !

    আমিও তো এটাই বলব । আমি ক্যাম্পাসে মদ খেয়ে ঢুকেছি, বেশ করেছি, কিন্তু সেটা ধরতে পেরে যদি আমাকে সাসপেন্ড করা হত, সেটাও বেশ করাই হত। আর তখন আন্দোলন করাটা একেবারেই বেশ করা হত না।

    র‌্যাগিং প্রসঙ্গে না হলেও। ব্যাপার তো একই। আমার মত অনেকেই এরকম ভাবতে পারে, যাদের সঙ্গে এসেফাই এর বিন্দুমাত্র সম্পর্ক নেই ! এগুলো তো একেবারেই একস্ট্রাপোলেট করা হচ্ছে।
  • Blank | ১০ এপ্রিল ২০০৯ ২৩:১৪ | 59.93.213.193
  • পরিক্ষায় তো হামেশাই টুকতাম। তাই বলে ধরা পরে পরিক্ষা হল থেকে বার করে দিলে ঘেরাও করতে যাবো নাকি? !!!!!!!!!
    অনেক কেই বার করে দিয়েছে ধরা পরার পরে। কোনোদিন তাদের জন্য কাউকে আন্দোলন করতে দেখিনি। কেউ অমনি করতে চাইবে বলেও মনে হয় না। সেটা আরো বড় অন্যায় বলেই মনে করি।
  • san | ১০ এপ্রিল ২০০৯ ২৩:১২ | 123.201.53.131
  • দু দি ভাল করে লিখে দিয়েছে
  • san | ১০ এপ্রিল ২০০৯ ২৩:১১ | 123.201.53.131
  • ব্ল্যাংকি তো এও বলেছে, ও র‌্যাগিং করে শাস্তি পেলে সেই শাস্তি কমানোর বিরুদ্ধে ঘেরাও করা অনুচিত মনে করে। ফেয়ার এনাফ।
  • Blank | ১০ এপ্রিল ২০০৯ ২৩:১১ | 59.93.213.193
  • দু দি আমার কথাটা বুঝেছে ঠিক।
  • Du | ১০ এপ্রিল ২০০৯ ২৩:১০ | 71.123.206.135
  • সে এই কথাও বলেছে , শাস্তি এরকম হবে জানলে সে করতোনা।

    জানার পরেও করলে শাস্তিটা নিতো, এবং সেটার জন্য কাউকে দাঁড়াতে হত না। এই রেস্পন্সিবিলিটিটা ছাত্রদের জানা দরকার।
  • Blank | ১০ এপ্রিল ২০০৯ ২৩:০৯ | 59.93.213.193
  • আমি র‌্যাগিং করেছি, কারন জানি র‌্যাগিং করলেও আমার কিস্যু হবে না। কেউ কিস্যু বলবে না।
    সাসপেনসান মার্কা ভয় থাকলে হার্গিস ঐ জিনিসের ধারে কাছে যেতাম না। আমি র‌্যাগারদের 'পোলাপান, তাই ছারিয়া দাও কথার বিরোধী'। আর আমি করেছি মানেই কাজটি ভাল কাজ এমন দাবী ও করেছি কি আমি !!!!!
    আমাদের দু বছর পর থেকে যখন বেশ কড়াকড়ি হলো ইউনিভে, তখন সামান্য চাটাচাটিও বন্ধ হয়ে এসেছিল।
  • arjo | ১০ এপ্রিল ২০০৯ ২৩:০৯ | 168.26.215.13
  • এই যাদবপুরের বাইরে তো আর বেরতে পারছে না। কতবার বলব যাদবপুর সম্বন্ধে বিশেষ ডেটা নেই ওটা নিয়ে আলোচনাই হচ্ছে না। আর একটু বেড়ে উঠুন কমরেড।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত