এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Ishan | ১৬ এপ্রিল ২০০৯ ০১:৩৭ | 12.163.39.254
  • ফুটবল আবার খেলা নাকি? ও তো হেজিমনি?

    বাইনারি। আমার আইডেন্টিটি ক্রাইসিস নিয়ে যথেষ্ট মাথা ঘামিয়েছেন। আর না ঘামালেই খুশি হব।
  • Tim | ১৬ এপ্রিল ২০০৯ ০১:৩৭ | 198.82.167.98
  • অপ্পনের কথাটা টাইপ করেও মুছে দিতে হলো।
  • Arpan | ১৬ এপ্রিল ২০০৯ ০১:৩৭ | 122.252.231.12
  • হুঁ, এই জন্যই সিল্পায়ন নিয়ে এত আপত্তি!
  • Tim | ১৬ এপ্রিল ২০০৯ ০১:৩৬ | 198.82.167.98
  • ড্রিবল আবার ফালতু হয় নাকি? আজ্জোদার সিল্পের মর্ম বোঝেনা!
    ডিঃ ব্যতিক্রম ছিলো ডেনিলসন।
  • arjo | ১৬ এপ্রিল ২০০৯ ০১:৩৩ | 168.26.215.13
  • কি দিয়ে মাপা হল?
  • Arpan | ১৬ এপ্রিল ২০০৯ ০১:৩৩ | 122.252.231.12
  • আজ্জো অসাবধানে হেজিমনির ফাঁদে পড়লেন।
  • Arpan | ১৬ এপ্রিল ২০০৯ ০১:৩২ | 122.252.231.12
  • ক্লাব লেভেলে ফিগোর চেয়ে রোনাল্ডোর সাফল্য/অবদান বেশি।
  • arjo | ১৬ এপ্রিল ২০০৯ ০১:২৮ | 168.26.215.13
  • রোনাল্ডো ফালতু বেশি ড্রিবল করে। লুই ফিগোর ধারে কাছে যেতে পারবে না।
  • Blank | ১৬ এপ্রিল ২০০৯ ০১:২৮ | 59.93.202.207
  • সেটাও পুরো মামুর মতন

    (ডিঃ ইহা প্রশংসা)
  • Arpan | ১৬ এপ্রিল ২০০৯ ০১:২৬ | 122.252.231.12
  • এঃ রোনাল্ডো ছেলেটা পর্তুগালে খেলতে এসে কী আওয়াজ খাচ্ছে। পুউরো মামুর মতন। তাও কী খেলছে রে ভাই।
  • sibu | ১৬ এপ্রিল ২০০৯ ০১:২০ | 207.47.98.129
  • লাও ঠ্যালা, মামু এখন পাদ্রীবাবার ঈশ্বর হয়ে গেছে। মামুর নাম মুখে আনাও অপরাধ।
  • Binary | ১৬ এপ্রিল ২০০৯ ০১:২০ | 198.169.6.69
  • এইজন্য-ই তো বল্লুম আইডেন্টিটি ক্রাইসিস ঃ))
  • Ishan | ১৬ এপ্রিল ২০০৯ ০১:১৮ | 12.163.39.254
  • আর হ্যাঁ, আমি জম্মোসূত্রে মোহনবাগান, কিন্তু বিবাহসূত্রে ইবে।

    তবে অপ্পন যাই বলুক, সার্ভে থেকে ইওরোপিয়ান ফুটবল, সবেতেই হেজিমনি আছে। মাক্কালী। ঃ)
  • arjo | ১৬ এপ্রিল ২০০৯ ০১:১৮ | 168.26.215.13
  • হেজে আরও ছোট। ;)
  • Ishan | ১৬ এপ্রিল ২০০৯ ০১:১৬ | 12.163.39.254
  • আমার নামে, খেতমজুরের মুখ, যৌথখামার, নকশালপন্থী, কিসব কটিন কটিন কথা বলছে রে ভাই। বুঝিওনা ঠিকঠাক। এর চেয়ে হেজিমনি ভালো। অন্ততঃ সাইজে ছোটো।
  • Tim | ১৬ এপ্রিল ২০০৯ ০১:১৪ | 198.82.167.98
  • ইস্টবেঙ্গলের কথা আর বলতে লাগে নাকি? মামু মোবা সাপোর্টার হলে কি হবে, ইবেভাবাপন্ন। ঃ-)))
  • Binary | ১৬ এপ্রিল ২০০৯ ০১:০৪ | 198.169.6.69
  • ল্যাদোষ যেরম বীরু বীরু বল্ল, বীরু এবারে ট্যাংকের মাথায় উঠে, 'সুসাইড .... সুসাইড' বলে চ্যাঁচাবে।
  • lcm | ১৬ এপ্রিল ২০০৯ ০১:০২ | 128.48.7.72
  • সে কি! আমি তো ইষ্টবেঙ্গল ছাড়া ভাবতেই পারি না ঃ) আর, ক্রিকেটে একজনই... বীরু...বীরু...
  • Binary | ১৬ এপ্রিল ২০০৯ ০০:৫৭ | 198.169.6.69
  • ঈশানের আইডেন্টিটি ক্রাইসিস (মনে দ্বন্দমুলক ... ইত্যাদি),
    ১) ঈশেন নাইটরাইডার্সের সাপোর্টার দাদা ক্যাপ্টেন হলে, নকশাল পন্থী ব্যাক্তি পুজারী ঃ)), দাদা আবার বুদ্ধবাবুর ফ্যান, ব্যাপারটা কি খাড়াইল ?
    ২) ঈশান ইন্ডিয়ার সাপোর্টার নয়, কারণ 'বিশ্বজোড়া যৌথখামার', দেশ ও দশের ঊর্দ্ধে।
    ৩) ঈশান মোহনবাগানের সাপোর্টার, মোহনবাগান, পচ্চিমবাংলার, বাবুকাল্‌চার আর জমিন্দারির মুখ, কিন্তু ঈশেন 'ফসল জমি ক্ষেতমজুরদের' মুখ, কিন্তু ঈশেন ইস্টবেঙ্গলের নয়, ইস্টবেঙ্গল আবার সর্বহারা বাস্তুচ্যুত-দের, এখানেই বা কি খাড়াইল ?

    ঃ))))
  • Tim | ১৬ এপ্রিল ২০০৯ ০০:৩২ | 198.82.167.98
  • মামু ইন্ডিয়াকেও সাপোর্ট করেনা?
  • Arpan | ১৬ এপ্রিল ২০০৯ ০০:২৪ | 122.252.231.12
  • যাই, খেলা শুরু হয়ে গেল। হাপটাইমে এসে ঈশানের রিপ্লাই পড়ে যাব। ঃ)
  • Arpan | ১৬ এপ্রিল ২০০৯ ০০:২৩ | 122.252.231.12
  • হ্যাঁ, আর সেগুলিতে খেলে মাতায় প্রাক্তন কলোনির ফুটবলাররা। হেজিমনির মুখে ঝাঁটা মারি। ঃ)
  • Bratin | ১৬ এপ্রিল ২০০৯ ০০:১৪ | 117.194.97.141
  • আমিও সাপোর্টার হিসাবে একদম ঈশানের মত।
  • Ishan | ১৬ এপ্রিল ২০০৯ ০০:০৬ | 12.163.39.254
  • আমি নাইট রাইডার্সের সাপোর্টার। যদি দাদা ক্যাপ্টেন থাকে।

    ফুটবলে, ফুটবলে, ... হ্যাঁ মোহনবাগানের। এইসব ইংরিজি কেলাব গুলোকে চিনিনা। আজ্জোর ভাষায় যত্তোসব কলোনিয়াল হেজিমনি। ঃ)
  • Tim | ১৫ এপ্রিল ২০০৯ ২৩:৫৭ | 198.82.167.98
  • এইটা একঘর টাইপো হয়েছে। ঃ)
  • Tim | ১৫ এপ্রিল ২০০৯ ২৩:৫৭ | 198.82.167.98
  • আমি লা লিগায় বার্সা'র সাপোর্টার
    সিরি এ তে এসি মিঃ
    ইপিএলে লিঃপুঃ (লিঃ পু হেরে গেলে ম্যানিউ)
    চ্যাম্পিয়ন্স লিগে এসি নিউট্রাল ঃ)
  • Bratin | ১৫ এপ্রিল ২০০৯ ২৩:৫০ | 117.194.97.141
  • অকশন।

    অনামিক, হয়ে যাক এক হাত। তুমি কি register করবে? ওটা বেশ ভালো site
  • Tim | ১৫ এপ্রিল ২০০৯ ২৩:৪৯ | 198.82.167.98
  • খুব মেকানিকাল লাগে খেলা ওদের। অবশ্যই ব্যক্তিগত মত। ফ্যানেরা পিলিজ রাগ কইরেন না।
    ম্যানিউ মন্দ না। রোনাল্ডো আছে বলেও হয়ত। ঃ)
    তোমরা কি একটা করেই ক্লাবকে সাপোর্ট করো?
    মানে লিগ প্রতি একটা করে করো না?
  • Blank | ১৫ এপ্রিল ২০০৯ ২৩:৪৩ | 59.93.202.207
  • তারা পারে না এমন না। কিন্তু যারা টোকে তারা অবশ্যই অনেক বেটার পারে। টেকনলজি গুলো মোটামুটি চেনা থাকে তো
  • Arpan | ১৫ এপ্রিল ২০০৯ ২৩:৪০ | 122.252.231.12
  • যাত্তারা, আর্সেনালের ওপর রাগ ক্যানে?

    আর ম্যানিউ?
  • Tim | ১৫ এপ্রিল ২০০৯ ২৩:২৯ | 198.82.167.98
  • বাংলা দেখতে পাচ্ছিনা আর বানাম্ভুল হচ্চে। ঃ(
  • Tim | ১৫ এপ্রিল ২০০৯ ২৩:২৮ | 198.82.167.98
  • জারা কোনোদিন টোকেনি তারাও ভালো ধরতে পারে।
  • Blank | ১৫ এপ্রিল ২০০৯ ২৩:২৫ | 59.93.202.207
  • ভুল ক্যানে?
  • Tim | ১৫ এপ্রিল ২০০৯ ২৩:০১ | 198.82.167.98
  • ইপ্পির কথায় মনে পল্লো। ব্ল্যাংকি না কে যেন লিখেছিলো ""যারা টোকাটুকি করে তারাই শুধু টোকাটুকি ধত্তে পারে""। ভুল। ঃ-)

    ইয়ে, কাল লিঃপুঃ জিতলেই ভালো হতো। চেলসিটাকে কেন জানি ভাল্লাগে না। আর্সেনালকেও।

    সবশেষে, মামু কি আমাদের খাওয়াচ্ছে হালখাতা টাইপের কিছু একটা করে? আন্দোলন শুরু হোক!
  • Arpan | ১৫ এপ্রিল ২০০৯ ২১:২৪ | 122.252.231.12
  • আপিস থেকে নেট ব্রাউজ করা রেস্ট্রিক্টেড হয়ে গেছে। ওডিসির অভিশাপ।

    হনুর রিকোয়েস্টটা এই দেখলাম। আমাকে মেল করে জিনিসটা পাঠিয়ে দাও আর কী করতে হবে লিখে দাও।
  • Binary | ১৫ এপ্রিল ২০০৯ ২১:০৪ | 198.169.6.69
  • মাস্টারমশাই-রা মুষকো হয় নাকি ? আমারতো মনে হয় এদেশে মাস্টারমশাইরা টাই পরা সফি-সফি সিইও-র মতন। হাসি হাসি মুখকরে গালি দেন।
  • sibu | ১৫ এপ্রিল ২০০৯ ২০:১২ | 71.106.244.161
  • ধুত্তোর, নববর্ষে মেয়ের ইস্কুলে গার্জিয়ান কল। গুরু ছেড়ে এখন ঐ মুস্কো মাস্টারমশাই, ছোঃ।
  • Du | ১৫ এপ্রিল ২০০৯ ১৯:৫২ | 65.124.26.7
  • অতিকৈ চেনেহর মুগারে মহুয়া, তাতোকৈ চেনেহর মাকো
    তাতোকৈ চেনেহর বহাগর বিহুটি - নেপাতি কেনেকৈ থাকো।

    সকলকে শুভ নববর্ষ - ভালো থাকুন/থেকো সবাই।
  • arjo | ১৫ এপ্রিল ২০০৯ ১৯:৪৪ | 168.26.215.13
  • অকশন না ক¾ট্রাক্ট?
  • Bratin | ১৫ এপ্রিল ২০০৯ ১৯:৩৭ | 117.194.97.247
  • সবার নতুন বছর আরো ভালো কাটুক এই প্রার্থনা জানাই ।

    আজকে প্রায় ১ বছর পরে ন-কাকার বাড়িতে bridge খেলে ফিরলাম। মন টা খুশিয়াল ।ঃ-))
  • rimi | ১৫ এপ্রিল ২০০৯ ১৯:১৩ | 168.26.215.135
  • অক্ষ, ঐ ওয়েবসাইটটা ছিল , হোমপেজের বাঁদিকে নিচের দিকে দেখবে পাখিদের বিভিন্ন ক্যাটেগরি অনুযায়ী আইডেন্টিফাই করার লিন্‌ক আছে, যেমন স্টেট অনুযায়ী, কিম্বা কালার কিম্বা শেপ অনুযায়ী।
  • Arijit | ১৫ এপ্রিল ২০০৯ ১৭:৩২ | 117.194.227.233
  • ফেরার টিকিট কাটার সময় আর কোনো ট্রেনে ১০০-র কমে ওয়েটিং লিস্টও ছিলো না।
  • Sudipta | ১৫ এপ্রিল ২০০৯ ১৭:০২ | 122.169.130.241
  • অরিজিৎদা, লা-লু-রি যাওয়ার জন্যে তিস্তা তোর্ষায় চেপেছিলে কেন? ও ট্রেনটা শুধু ডুয়ার্স যাওয়ার জন্যে ভালো, কারণ গন্তব্যের খুব কাছে পৌঁছে দেয়। মানে হাসিমারা, চাপড়ামারি, চিলাপাতা, জলদাপাড়া বা বক্সার কথা বলছি। রিজার্ভেশন না পেয়ে থাকলে অবিশ্যি আলাদা কথা।
  • Arijit | ১৫ এপ্রিল ২০০৯ ১৫:০০ | 117.194.224.190
  • ওখানে লোকজন বল্ল সেরা সময় হল সেপ্টেম্বরের শেষ হপ্তা থেকে অক্টোবরের প্রথম দুই-তিন হপ্তা - আকাশ পরিস্কার থাকে, ধুলো কম থাকে - তাই সবুজটা অনেক বেশি সবুজ। এপ্রিল-মে খুব একটা ভালো সময় নয়। দেখি পুজোর সময় কোথাও একটা ঢুঁ মেরে আসবো।
  • shrabani | ১৫ এপ্রিল ২০০৯ ১৪:৫৮ | 124.30.233.101
  • আমার খির্সু পৌড়ী দারুন লেগেছে, গাড়ওয়াল এলে সবাইকে যেতে বলব, বিশেষ করে খির্সু। নীল আকাশ, সাদা বরফের পাহাড় আর সবুজ পাইন দেওদারের জঙ্গল, ছেড়ে আসতে মন চায়না।
  • dipu | ১৫ এপ্রিল ২০০৯ ১৪:৩৪ | 207.179.11.216
  • র কি বলল?
  • Arijit | ১৫ এপ্রিল ২০০৯ ১৪:৩২ | 117.194.224.190
  • র‌্যাগিং-ট্যাগিং নিয়ে বিস্তর গোলযোগ হয়েছে মনে হচ্ছে। সাহস করে পিছিয়ে পড়বো কিনা বুঝতে পারছি নে, কারণ তাতে ফের আবহাওয়া গরম হওয়ার সম্ভাবনা আছে। এম্নিতেই বড্ড গরম। লোলেগাঁও থেকে অর্ধেক নামার পর থেকেই বেশি করে টের পাচ্ছি।
  • Arijit | ১৫ এপ্রিল ২০০৯ ১৪:২৮ | 117.194.224.190
  • অ্যাকচুয়ালি সুইস আল্পস দেখলে চোখটা অন্যরকম হয়ে যায় তো! প্রায় একই ল্যাণ্ডস্কেপ - ধরো গ্রিন্ডেলওয়াল্ড আর লোলেগাঁও বা রিশপ - কিন্তু একটা দেশ ট্যুরিজম দিয়ে করে খাচ্ছে, আরেক দেশে ট্যুরিজম কে-কি-কেন-কবে-কোথায়...

    তাছাড়া সবুজ রংটার তফাত আছে - কেন কে জানে - আমি ইউকে আর সুইজারল্যাণ্ডের সবুজের মতন চোখ ভোলানো সবুজ আর কোথাও দেখিনি - আম্রিকাতেও না। জার্মানিতে কিছুটা। এটা আবহাওয়ার জন্যে, নাকি ধুলোর জন্যে - জানি না।
  • r | ১৫ এপ্রিল ২০০৯ ১৪:২৫ | 125.18.104.1
  • দীপাঞ্জনও স্মৃঃমেঃ হয়ে পড়ছে।
  • Arijit | ১৫ এপ্রিল ২০০৯ ১৪:২০ | 117.194.224.190
  • লা-লু-রি গেছিলুম। ব্যাপক না লাগলেও মন্দ লাগেনি। ওদিকে চারদিন ধরে লোডশেডিং - আলো নেই, মোবাইলের টাওয়ার নেই, জলের অবস্থা খারাপ - তায় একটু একটু মেঘলা আর কুয়াশার জেরে আবছা এক ঝলক কাঞ্চনজঙ্ঘা ছাড়া বিশেষ কিছু দেখতে পাইনি। প্রচুর ধুলো, তাই আকাশ পরিস্কার থাকলেও ধোঁয়াটে। লাভা থেকে রিশপ ট্রেকটা মন্দ নয় - ঋতিও হাফ হেঁটে হাফ পিঠে চড়ে ম্যানেজ করেছে - এবং লোকজন ওকে হাঁটতে দেখে অন্যদের উৎসাহ/আওয়াজ দিচ্ছিলো। আর ঘটনা হল ওই রাস্তায় গাড়িতে না যাওয়াই ভালো - যারা গেছে তাদের কাছে শুনলুম, এবং রাস্তার হালত দেখে নিজেরও তাই মনে হচ্ছিলো।

    প্রচুর জিএলপি দেখলুম - গুরুংএর মিটিং ছিলো কোথাও - ট্রাকে চড়ে এক লট যাচ্ছিলো - সব কালো ড্রেস, কালো ফেট্টি, কোমরে কুকরি - মেয়েদের মাথায় বেগুনী টুপি - ফাটাফাটি ড্রেস। নেপালি ড্রাইভার বল্ল আগের মাসে দেড় হাজার টাকা দিয়েছে, এমাসে নাকি হাজার। প্রায় আট হাজার জিএলপি আছে। ওই ড্রাইভারই বল্ল এদের পরে কাজ না দিতে পারলে এরাই গুরুংকে পেটাবে। আপাতত অল্প টাকা আর ভবিষ্যতের সুখস্বপ্ন দেখিয়ে কাজ করাচ্ছে।

    এবং তিস্তা তোর্সা অতি ঢপের ট্রেন।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত