এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • vikram | ১৭ এপ্রিল ২০০৯ ১৮:২১ | 193.120.76.238
  • আমি একমাত্র লোক /প্রথম লোক যে হাগতে হাগতে ভাটিয়ালিতে পোস্ট করেছি। এমন নানা রেকর্ড আছে।
  • r | ১৭ এপ্রিল ২০০৯ ১৮:২১ | 198.96.180.245
  • ওর নামই তো বিক্রম পাদরাশি।
  • sayan | ১৭ এপ্রিল ২০০৯ ১৮:১৪ | 160.83.96.81
  • এই পাদু ব্যাপারটার (বিশেষত ডিম ও বাদাম) উপর ভিকিদার দুর্বলতা প্রাচীনকালের, এখন প্রায় মিথে পরিণত হয়েছে।
  • r | ১৭ এপ্রিল ২০০৯ ১৮:১২ | 198.96.180.245
  • উত্থানপাদ
  • vikram | ১৭ এপ্রিল ২০০৯ ১৮:০১ | 193.120.76.238
  • নিরামিষ পাদ
  • shrabani | ১৭ এপ্রিল ২০০৯ ১৭:৪৯ | 124.30.233.101
  • আজ শুক্রবারের বাজারে আমাকে দুই খান বিয়েবাড়ী যেতে হবে!

    ওপরের লাইন দেখে কেউ হিংসে দিলে তার জন্যেঃ
    -দুইই ভেজ!ঃ)
    হ্যাঃ উঃ এঃ।
  • shrabani | ১৭ এপ্রিল ২০০৯ ১৭:২৩ | 124.30.233.101
  • আমি সিঙ্গুর টইয়ে লিখতে চাইনা কারণ প্রসঙ্গটা সিঙ্গুর নয়। কেরালায় এল ডি এফ আর ইউ ডি এফ পালা করে জেতে। পশ্চিমবাংলার মত লাগাতার কেউই সরকারে থাকেনা। এটা মোটামুটি সবাই জানে জনতা থেকে পলিটিশিয়ান সবাই যে এ টার্মে এরা আছে তো পরের বার ওরা আসবে।
    কিন্তু পারফর্মেন্সের প্রশ্নে দুইই সমান। কেউই তাদের শাসনকালে এমন কিছু করেনি/করেনা কেরালার জন্য যার জন্য লোকের মনে হবে এবারও এদেরই থাকা উচিৎ।
    যা যা হয় তা যেই থাকুক হয়। তাই কেরালার কোন কিছুর জন্য কোনোভাবেই শুধু এক পক্ষকে দোষ দেওয়া যায়না যেটা খুব সহজে পশ্চিমবঙ্গে যায়।

    লোকসভায়ও হিসেবটা এরকমই হয়, রাজ্যে সরকার যদি এল ডি এফ বেশীদিন আছে দেখা যায় সেবার হয়ত লোকসভায় ইউ ডি এফ বেশী ভোট পেল।
  • arjo | ১৭ এপ্রিল ২০০৯ ১৭:১৬ | 24.42.203.194
  • শিবুদা, কাল তো ঘুমিয়ে পড়েছিলাম। অংক আজ করব।

    স্টোইক, চাপ নেই। ঃ)। বাই দা ওয়ে রোমারিওর খেলা কাল ডিটেলে দেখলাম। সত্যি বলতে কি ওয়ার্ল্ড কাপে রোমারিওকে যা দেখেছি সেতো এই রোমারিওর ছায়া। আর ক্লাব ফুটবল আমি ফলো করি না। বুঝেছি কেন ব্যাটা পেলের ওপর এত চটা। ঃ)))।
  • dipu | ১৭ এপ্রিল ২০০৯ ১৬:৫৩ | 207.179.11.216
  • একেই বলে পাদপ্রদীপের আলোয় আসা।
  • vikram | ১৭ এপ্রিল ২০০৯ ১৬:৩৭ | 193.120.76.238
  • বাংলাদেশের কবিঃ

    ডোম্বীপাদ, ভুসুকুপাদ (নন ভেজ)

    সেলিব্রিটিঃ প্রভুপাদ (ভেজ)

    বিভিন্ন পাদের নামঃ ডিম্পাদ, বাদাম্পাদ (ভেজ)
    রোল্পাদ, চাঁপ্পাদ (নন ভেজ)

    নমুনা মাত্র।
  • Blank | ১৭ এপ্রিল ২০০৯ ১৬:২৮ | 170.153.65.23
  • ভাগ্যিস ভালো হয় নি
  • dipu | ১৭ এপ্রিল ২০০৯ ১৬:২৭ | 207.179.11.216
  • ভালো হয়নি। আমায় বললে বিদ্যুল্লতা নাম দিতাম।
  • Blank | ১৭ এপ্রিল ২০০৯ ১৬:১৬ | 170.153.65.23
  • আবহাওয়া দপ্তর
  • dipu | ১৭ এপ্রিল ২০০৯ ১৫:৫৪ | 207.179.11.216
  • বিজলি নামটা কে দিল?
  • Blank | ১৭ এপ্রিল ২০০৯ ১৫:৪৪ | 170.153.65.23
  • হারিকেন গুলোর নাম দেওয়াটা একটা নিয়মের মতন এখন। World Meteorological Organization থেকে এই নাম ধরেই ট্র্যাক করা হয়। নাম দেওয়ার ওপরে অনেক নিয়ম কানুন ও আছে। কোনো জায়গায় বছরের প্রথম হারিকেনের নাম A দিয়ে, পরেরটা B দিয়ে.. এমনি ভাবে চলে
  • Bhuto | ১৭ এপ্রিল ২০০৯ ১৫:৪১ | 203.91.207.30
  • ঃ))
  • Arijit | ১৭ এপ্রিল ২০০৯ ১৫:৪০ | 61.95.144.123
  • ইয়ে আর ইসের অনুপাত তো ঠিকই আছে প্রায়। দ্রিসেশনের মার্কেটে ঝাঁটা/ফিনাইলের আকাল পড়েছে।
  • Bhuto | ১৭ এপ্রিল ২০০৯ ১৫:৪০ | 203.91.207.30
  • এই কেলো করেছে, এই রোকেয়া, দেখছিস ইয়ে নিয়ে কথা হচ্ছে। মার খাওয়াবি শেষে দ-দির হাতে? সময়জ্ঞান নেই একদম। এখনি দ-দিকে ডাকতে হলো।

    কথার প্রসঙ্গ চেঞ্জ করি বাবা।
  • r | ১৭ এপ্রিল ২০০৯ ১৫:৩৯ | 198.96.180.245
  • গুরুতে আর একটা রিমার্কেবল চেঞ্জ হয়েছে। ঝাঁটা ফিনাইলের চল কমেছে। আগে টন টন ইয়ে, লিটার লিটার ইসে, আর সেই অনুপাতেই ঝাঁটা ফিনাইল। ঃ-)
  • rokeyaa | ১৭ এপ্রিল ২০০৯ ১৫:৩৮ | 203.110.246.230
  • দ-দির মোবাইক সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হল?
  • dipu | ১৭ এপ্রিল ২০০৯ ১৫:৩৮ | 207.179.11.216
  • ভুতোদা, রিতুপন্নোর ঐ খেলা নামক সিনেমাটা দেখতে পার।
  • Arijit | ১৭ এপ্রিল ২০০৯ ১৫:৩৭ | 61.95.144.123
  • ওই একটা হনুমান যে মাঝে মাঝেই ভ্যাঁ করতো - বাব্বা আয়্যাম ডেস্পারেট।
  • r | ১৭ এপ্রিল ২০০৯ ১৫:৩৬ | 198.96.180.245
  • ভুতো যদি গ্যাসবেলুন হত
    করত না কেউ মানা
    দূর আকাশে উড়িয়ে দিতাম
    ছাড়ত না গ্যাস জমা।
  • Bhuto | ১৭ এপ্রিল ২০০৯ ১৫:৩৬ | 203.91.207.30
  • ইয়ে অরিজিৎদা কার কাজে? ঃ))
  • dipu | ১৭ এপ্রিল ২০০৯ ১৫:৩৬ | 207.179.11.216
  • কিউব থেকে টয়লেট অবদি পাইপ লাগালেই পারে, বোতল লাগবে না।
  • Bhuto | ১৭ এপ্রিল ২০০৯ ১৫:৩৫ | 203.91.207.30
  • দীপু কি বোতল আনতে গেলি নাকি রে?
    বুনু কি আবার ঘুমে তলিয়ে গেলি নাকি?

    দুটো পদ্য লিখলাম, এক র-দা ছাড়া আর সব পালালে মাইরি ঃ((
  • Arijit | ১৭ এপ্রিল ২০০৯ ১৫:৩৪ | 61.95.144.123
  • আমরা লং ড্রাইভে গেলে গাড়িতে বোতল থাকতো - ঋকের জন্যে। দুবার খুব কাজে এসেছিলোঃ-)
  • Bhuto | ১৭ এপ্রিল ২০০৯ ১৫:৩৩ | 203.91.207.30
  • আহ সব অনামিকের জন্য হয়েছে। পদ্য নিয়ে মাথার পোকা না নাড়ালেই হত, আমি আবার গদ্যে ফিরে আসি।
  • Bhuto | ১৭ এপ্রিল ২০০৯ ১৫:৩৩ | 203.91.207.30
  • রিসেশনের কুড়ুল দেখিয়ে করাইতেছ কাজকর্ম,
    কেমন লাগিবে ছাড়ি যদি মোর বহুকাল জমা বাতকর্ম।
  • r | ১৭ এপ্রিল ২০০৯ ১৫:৩১ | 198.96.180.245
  • এটা মনে হয় উপমন্যু চ্যাটার্জির লেখায় ছিল- হিসি করে ফ্লাশ করে দেওয়ার সাথে সাথে মনে হয় ফ্লাশটা আর পাঁচ সেকেন্ড পরে করাই ঠিক ছিল। ;-)
  • Bhuto | ১৭ এপ্রিল ২০০৯ ১৫:২৯ | 203.91.207.30
  • বা

    অত্যাচারে হাগুমুতু সব করিয়া দিয়াছ স্তব্ধ।
    থান ইট মেরে মাথা ফাটিয়ে তোমারে করিব জব্দ।
  • Bhuto | ১৭ এপ্রিল ২০০৯ ১৫:২৮ | 203.91.207.30
  • দিনরাত্তির খাটিয়ে মেরে হিসি করলে বন্ধ,
    এবার তোমার বোতলে মুতে ভ্যানিলার দেব গন্ধ।

    এটা কেমন?
  • Bhuto | ১৭ এপ্রিল ২০০৯ ১৫:২৪ | 203.91.207.30
  • রিসাইকেলিং, পারলে ম্যাঞ্জারের বোতলটাকেও কাজে লাগাস। মোরারজী দেশাই ।
  • anaamik | ১৭ এপ্রিল ২০০৯ ১৫:২৩ | 198.17.70.8
  • এই জন্যেই তো আমি লিখতে চাই শুধু তাড়া তাড়া পদ্য,
    না বুঝলেও নেই কোন ব্যথা, লোকে ভাবে 'এফেক্ট অফ মদ্য'।

    (ডিঃ এটি একটি পূর্ণাঙ্গ কবিতা।)
  • dipu | ১৭ এপ্রিল ২০০৯ ১৫:২২ | 207.179.11.216
  • কি অসব্য
  • Blank | ১৭ এপ্রিল ২০০৯ ১৫:২২ | 170.153.65.23
  • হাগিস পরে বোস দীপু
  • r | ১৭ এপ্রিল ২০০৯ ১৫:২১ | 198.96.180.245
  • জল খেতেও বাইরে যেতে হবে না।
  • Bhuto | ১৭ এপ্রিল ২০০৯ ১৫:২১ | 203.91.207.30
  • হ্যাঁ রে বিদেশ গেলি না এদেশে ই বাড়িতে ঘুমোচ্ছিলিস? ভোর ভোর করছিস কেন?
  • Bhuto | ১৭ এপ্রিল ২০০৯ ১৫:২০ | 203.91.207.30
  • বোতোল রেখে দে সাথে।
  • Blank | ১৭ এপ্রিল ২০০৯ ১৫:২০ | 170.153.65.23
  • গুড মর্নিং এবং গুড ভোর
  • dipu | ১৭ এপ্রিল ২০০৯ ১৫:২০ | 207.179.11.216
  • আমার ম্যাঞ্জার বড্ড খাটাচ্ছে। হিসি কত্তে যাবার টাইম পাই না।
  • dipu | ১৭ এপ্রিল ২০০৯ ১৫:১৯ | 207.179.11.216
  • বসন্তর সাথে রাসবিহারীর সম্পর্ক চিরকালই গভীর।
  • Arijit | ১৭ এপ্রিল ২০০৯ ১৫:১৯ | 61.95.144.123
  • এর থেকে একটা জিনিস প্রমাণ হয় - সেটা আমি বলবো না;-)
  • Bhuto | ১৭ এপ্রিল ২০০৯ ১৫:১৭ | 203.91.207.30
  • ওরকম করছিস তুই? আর আমার ম্যঞ্জার পাশে বসে আছে। কাজ দেয় না। আমার কাজ চাইইইইই, এই কথা টা কেউ শুনতে পারছে না। ইয়া আল্লাহ আমি কাজ চাই, বসে থাকতে চাই না। গতরে বেদনা হয়ে যাচ্ছে, কাজ চাই।
  • Arijit | ১৭ এপ্রিল ২০০৯ ১৫:১৫ | 61.95.144.123
  • না মানে রাজা বসন্ত রায় রোড যে উদিকে গিয়ে রাসবিহারিতেই পড়েছে সেটা খ্যাল ছিলো না।
  • dipu | ১৭ এপ্রিল ২০০৯ ১৫:১৫ | 207.179.11.216
  • এইমাত্ত জান্তে পাল্লুম ম্যাঞ্জার পরের হপ্তা ছুটি নেছে। হেবি ফুত্তি হচ্চে।
  • sinfaut | ১৭ এপ্রিল ২০০৯ ১৫:১৪ | 203.91.207.30
  • একবার বলচে ধুস্‌স্‌স একবার বলচে দুটৈ ঠিক। কি যে চায়। আবার মিক বলছে ধ্যেৎ।
  • Arijit | ১৭ এপ্রিল ২০০৯ ১৫:১৩ | 61.95.144.123
  • দুটোই ঠিক। এক হাঁড়ি পান্তুয়াতে কি হবে?
  • Arijit | ১৭ এপ্রিল ২০০৯ ১৫:০৯ | 61.95.144.123
  • ধুস্‌স্‌স্‌স হতেই পারে না। রাজা বসন্ত রায় রোড লেক মার্কেটের পিছন দিয়ে রাসবিহারী অ্যাভিনিউয়ের প্যারালাল রাস্তা - বিবেকানন্দ পার্ক অবধি যেতে পারে যদিও - তবে ল্যান্সডাউনকে কাটে আমি সিওর। শরৎ বোস রোড পোস্টাপিসের গা দিয়ে। আমি এই সেদিন গেলুম যে! আর ওই রাস্তার ওপরেই ক্যালকাটা অনলাইনের প্রথম ঘুপচি আপিসটা ছিলো।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত