জানিরে অপ্পন্দা, আমার ক্লাঃ ম্যাঃ ধরেই নেছিল আজ ইন্ডিয়া ছুটি এবং সব কংকল পোস্পোন্ড। এবং সে সিডনীর সী-বীচে নেত্য করবে। আমাদের লেটেস্ট আপডেট পেয়ে সে এখন কালিয়ানাগের মুডে আছে।
r | ২৩ এপ্রিল ২০০৯ ১৩:০৮ | 125.18.104.1
শুদু এট্টু যদি বিষ্টি হত মরু সাহারার বুকে! তার উপর আমাদের আপিস এলাকায় ঢোকার মুখে স্যান্ড ডিউন, রাজস্থানী মেয়ে, উট- এই সবের মূর্তি বানিয়ে বসিয়ে দিয়েছে। কি সেন্স অফ আয়রনি!
Arpan | ২৩ এপ্রিল ২০০৯ ১৩:০৮ | 122.252.231.12
আট ঘন্টা কাজ, আট ঘন্টা নিজের ও পরিবারের জন্য, আট ঘন্টা নিদ্রার সোসনমুক্ত পৃথিবী।
এদিকে অফিস যেতে আসতে আমার কম করে দেড় ঘন্টা লাগে আজকাল। কোন বালতিতে যে ফেলি ওটাকে!
কিন্তু সিনড্রোম টা কি? তেমন কিছু খুঁজে পেলাম না, লম্বা লম্বা আর্টিকল দেখলাম কিছু। দমদি বা কেউ পয়েন করে সংক্ষেপে বলে দিলেই তো পারে । জনস্বার্থে।
Arpan | ২৩ এপ্রিল ২০০৯ ১৩:০৪ | 122.252.231.12
কংকলে সেদিন লেবার ডে-র ফান্ডাও বোঝাতে হল। শুনেটুনে ভদ্রলোক বল্লেন ও মে ডে? আগে বলবে তো!
d | ২৩ এপ্রিল ২০০৯ ১৩:০৪ | 117.195.36.23
সে তো তুই রোজই আইবুড়ো অবস্থায় ভাত খাবি, খেয়েই যাবি। আইবুড়োত্ব ঘোচার সম্ভাবনা থাকলে নাহয় একটা শেষ-আইবুড়োভাত খাওয়ানো যেত।
r | ২৩ এপ্রিল ২০০৯ ১৩:০৩ | 125.18.104.1
এ বছর আবার মে দিবসেরও ছুটি আছে। ভাবলেই ঠান্ডা লাগছে।
Blank | ২৩ এপ্রিল ২০০৯ ১৩:০২ | 59.93.220.121
কিন্তু বে না হয় না হলো, কিন্তু আইবুড়োভাত তো অ্যাটলিস্ট হওয়া উচিৎ ঃ(
Blank | ২৩ এপ্রিল ২০০৯ ১৩:০২ | 59.93.220.121
ঃ( আমার বে ফান্ডে টাকা কমে গেছে। খুচরোর জন্য ছানা গুলো আমার বে ফান্ড থেকে কয়েন বার করে নেয় ঃ( ঃ(
Arpan | ২৩ এপ্রিল ২০০৯ ১৩:০১ | 122.252.231.12
আর দাদা, নিম্নমধ্যবিত্ত কোংপানি। নুন আনতে পাস্তা ফুরোয়।
r | ২৩ এপ্রিল ২০০৯ ১৩:০০ | 125.18.104.1
তোমরা কি পচা পচা কোম্পানিতে কাজ করো গো!
Arpan | ২৩ এপ্রিল ২০০৯ ১২:৫৯ | 122.252.231.12
জানিস সান্দা, ক্লায়েন্ট ম্যাঞ্জার বেশ হতাশ হল যখন শুনল আমরা শনিবার কাজে আসব। একটা দিনের বিলিং মায়া হতে হতেও হল না।
r | ২৩ এপ্রিল ২০০৯ ১২:৫৮ | 125.18.104.1
হ্যা হ্যা হ্যা।
Arpan | ২৩ এপ্রিল ২০০৯ ১২:৫৮ | 122.252.231.12
আম্মো তো সিঃচাঃ। বেশ শান্তশিষ্ট। তার জন্য পিঠে গালে পাঁচ আঙ্গুলের দাগ কম পড়েছে নাকি?
sayan | ২৩ এপ্রিল ২০০৯ ১২:৫৮ | 160.83.96.82
ভোটের দিনের পড়ে পাওয়া ছুটিটা একটা অতিরিক্ত ছুটিই। এর বদলে কোনও শনিবার "ওয়ার্কিং ডে' হয়ে পারে না। তবে। তবে কিছু ওঁচা কোং অপ্স, সাপোর্ট ও ৫০% বিলেব্ল রিসোর্স কে কাজে আসতে বলেছে এবং তাতে এই পরিস্থিতি তে কেউ না বলেনি। আজকের কাজের বদলে কোনও কম্পালসারি অফ নেওয়া যাবে না। (আমার সোম্বার মায়া।) সোসন বলে সোসন! ঃ(((
পামিতা, তুমিও সিঃ চাঃ নাকি? তোমার ভেতরে কিন্তু সেই সিনড্রোমটা এখনও লক্ষ করিনি আমি।
san | ২৩ এপ্রিল ২০০৯ ১২:৫৫ | 12.144.134.2
হ্যাঁ তোর বিয়ের ফান্ডের কি দশা? কত খুচরো পড়ল?
shrabani | ২৩ এপ্রিল ২০০৯ ১২:৫৫ | 124.30.233.101
শমীক, যখনই যাবে তার বেশ কিছুদিন আগে GMVN সাইটে গিয়ে খিরসু ট্যুরিস্ট বাংলো বুক করে নিও। অনলাইন হয়ে যায়, কোনো ঝামেলা নেই। আমরা পুরোটা খিরসুতে পাইনি বলে পৌড়ীতে ছিলাম। কিন্তু পৌড়ী ডিস্ট্রিক্ট টাউন, স্বভাবতই একটু ঘিঞ্জি মত। পৌড়ী খিরসু তে ভাল থাকার জায়গা বলতে ঐ GMVN বাংলো। পৌড়ীতে দু চারটে প্রাইভেট থাকলেও খিরসুতে আর কিছুই নেই। তবে বাংলোর লনে বসে সামনে হিমালয়ের বর্ফিলা চোটি। আর পিছনে নেচার পার্ক জঙ্গল (ছবিতে দেখুন)।
থাকার জায়গা ঠিক হয়ে গেলে এবার যাবে কি করে। নয়ডা থেকে পৌড়ী শহরের দুরত্ব ৩১০ কিমির মত হবে যদি সীধা রুটে যাও। সোজা রুট হল (আমরা যাতে গেছি)ঃ
মীরাট রোড (NH58) ধরে যাও মোদীনগর ইত্যাদি পেরিয়ে ইউজুয়্যাল হরিদ্বার দেরাদুন রুটে। মীরাটে ঢোকবার মুখে বাইপাস না ধরে শহরের ভেতরের রাস্তা ধরে ক্যান্টের দিকে যাও। ওখান থেকে পৌড়ী যাবার রাস্তা পাবে (SH47 যা এখন NH119 হয়েছে)। এই রাস্তা ধরে বিজনৌর, নাজিবাবাদ হয়ে কোটদ্বার যাও। কোটদ্বার থেকে চড়াই শুরু হবে।কোটদ্বার থেকে পৌড়ী প্রায় ১০০ কিমি। একটু গেলেই ল্যান্সডাউনের রাস্তা পাবে, ওদিকে যাবেনা (আমরা ফেরার পথে ল্যান্সডাউনে ঢুকেছিলাম)। সোজা NH119 ধরে যাবে সতপুলী। সতপুলী থেকে হাইওয়ে চওড়া করার কাজ হচ্ছে, গাড়ি নিয়ে যাওয়া খুব ঝামেলার। একটা অলটারনেট রুট আছে জঙ্গলের মধ্যে দিয়ে, রাস্তা সরু কিন্তু মোটামুটি ঠিক। সতপুলী থেকে পৌড়ী ৫৪-৫৫ কিমি। পৌড়ী শহরে ঢোকার ৫ কিমি আগেই বুয়াখাল থেকে খিরসুর রাস্তা বেঁকে গেছে।
পাহাড়ে রাস্তায় অনেক জায়গায় বোর্ডটোর্ড পাবেনা, একটু জিজ্ঞাসাবাদ করে নিও। খিরসু আর পৌড়ী দু জায়গাতেই অবশ্য FRH আছে, তবে লোকেশন GMVN এর বেস্ট দু জায়গাতেই।
খিরসু তে থেকে পৌড়ী ঘুরে টুরে নিও, কিছু মন্দির টন্দির আছে তবে শপিং লায়েক কিছু নেই।
অন্য রুটঃ এছাড়া হরিদ্বার হয়ে যাওয়া যায়। হরিদ্বার থেকে কোটদ্বার লাগে ৫০-৫৫ কিমি। কোটদ্বার থেকে আগের রুট। তবে রাস্তা বেশী পড়ে কিন্তু হরিদ্বারে স্টে করে ব্রেক জার্নি করা যায়।
এছাড়া হৃষিকেশ থেকে লছমনঝুলা হয়ে একটা রুট আছে, যেটা গিয়ে সতপুলীর আগে NH119 ধরে।
Arijit | ২৩ এপ্রিল ২০০৯ ১২:৫৪ | 61.95.144.123
বুনুর বে-ফাণ্ড ভেঙে আমরা বার্বিকিউ নেশনসে খেয়ে আসতে পারি। গুণলে নেহাত কম না - বুনু, ভুতো - আর কার কার হার্টব্রেক হল?
sayan | ২৩ এপ্রিল ২০০৯ ১২:৫৩ | 160.83.96.82
অজ্জিদ্দা, হ্যা হ্যা ঃ)))
Paramita | ২৩ এপ্রিল ২০০৯ ১২:৫২ | 216.10.193.21
এই সিংগল চাইল্ড সিমড্রোমটা ঠিক কি বল তো? জীবনের বিভিন্ন সময়ে সুবিধে পেলেই বিপক্ষের লোকেদের এটা ব্যবহার করতে শুনেছি - কিন্তু অধিকারী/ণীদের মধ্যে কমন কিছু পড়ে নি। সিম্পটম কি?
বাচ্চারা বাপ-মাদের প্রচন্ড ম্যানিপুলেট করে - এই নিয়ে কোন সন্দেহ নেই।
Blank | ২৩ এপ্রিল ২০০৯ ১২:৫২ | 59.93.220.121
আমার আর বে করা হলো না ঃ(
a x | ২৩ এপ্রিল ২০০৯ ১২:৫২ | 99.152.72.73
কিন্তু i would rather have a system যেখানে বাচ্চা দরকার হলে পুলিশ ডাকতে পারে। অ্যাবিউস হচ্ছে কিনা সেদিকে কেউ একটা নজর রাখে।
আমাদের আপিসে মেইল করেছে যেদিন যে শহরে ভোট সেদিন সেই শহরে পেইড লিভ বাধ্যতামূলক। শুধু তাই নয়। এইদিন ছুটি দিচ্ছি বলে কোনো শনিবার বা রবিবার এক্সট্রা কাজের দিন বলে ডিক্লেয়ার করা যাবে না, কারণ তা বেআইনী। মানে এই বছর একটা এক্সট্রা ছুটি। তাই আমি আশায় আছি থার্ড ফ্রন্টের সরকার তৈরি হবে।
san | ২৩ এপ্রিল ২০০৯ ১২:৫১ | 12.144.134.2
ইয়েস, আমি একমাত্র মেয়ে, এবং কিঞ্চিৎ স্পয়েল্ট,প্রচন্ড প্রোটেক্টেড, সে সত্যি ঃ-)
তবে শাসন কম ছিল না তার জন্য। গায়ে হাত না তুলেও ঃ-(
Bratin | ২৩ এপ্রিল ২০০৯ ১২:৫০ | 117.194.98.118
সেদিন একটু র জন্যে তোমার সাথে ব্যাটে বলে হল না। পরে আরেক দিন বসতে হবে।
Arijit | ২৩ এপ্রিল ২০০৯ ১২:৫০ | 61.95.144.123
সায়ন্দার লিঙ্কের খবরটার ওপর একটা কমেন্ট আছে - IT MARKET IS DOWN...MANY OF THE PARENTS DNT WANT THIER DAUGHTER TO BE MARRIED TO AN IT ENGINEER..IN SHAADI.COM etc THEY R SPECIFIC IN WRITING it. MARKET IS REALLY DOWN FOR IT PEOPLE.
Blank | ২৩ এপ্রিল ২০০৯ ১২:৪৯ | 59.93.220.121
বাইরে একটা শোঁ শোঁ আওয়াজ হচ্ছে। মনে হয় তুষার ঝড়। আমার ইগলু টাতে জানলাও নেই। দেখতে পাচ্ছি না ঃ(
r | ২৩ এপ্রিল ২০০৯ ১২:৪৯ | 125.18.104.1
পারমিতাদিকে ডিটো। কিছু ব্যাপারে থিওরির কোনো মূল্য নাই। বাচ্চা মানুষ করা, প্রোজেক্ট ম্যানেজমেন্ট ও ব্যবসা তার মধ্যে অগ্রগণ্য।
a x | ২৩ এপ্রিল ২০০৯ ১২:৪৮ | 99.152.72.73
অ্যাঁ? চিমনি গলে নামা যাবে তো? লাল কোটটা ধোয়া আছে?
Bratin | ২৩ এপ্রিল ২০০৯ ১২:৪৮ | 117.194.98.118
যদি সত্যি এমন হত!! ঃ-))))
Blank | ২৩ এপ্রিল ২০০৯ ১২:৪৮ | 59.93.220.121
ঘড়ির সাথে আর কোনো সম্পক্ক নেই ব্রতীন দা
d | ২৩ এপ্রিল ২০০৯ ১২:৪৮ | 117.195.36.23
যাঃ ছেলেটার তো এখনও ঘুম ভাঙে নি!!! গভীর স্বপ্নের ভেতরে। অফিস যাবে কি করে?
Blank | ২৩ এপ্রিল ২০০৯ ১২:৪৬ | 59.93.220.121
সক্কাল থেকে উঠে মুড ঢিলে। একটা হরিণের শরীর খারাপ। পায়ে ব্যথা টাইপ কিছু হয়েছে। স্লেজ টা টানতে পারবে না। কি করে এখন অপিস যাই আমি !! যা বরফ চারদিকে, অন্য কিছু ভেবেও পাচ্ছি না। স্কেটিং করা যেতো, কিন্তু হাতে ম্যাপ না থাকলে এখান থেকে সল্টলেক রাস্তা চিনে যেতে পারবো না। বরফে সব ধু ধু করছে, কিছুই চেনা যাচ্ছে না। ঃ(
Paramita | ২৩ এপ্রিল ২০০৯ ১২:৪৫ | 216.10.193.21
বাচ্চাদের ডিসিপ্লিনড করার ওটা সহজ রাস্তা (বাপ-মাদের পক্ষে) - তাই আমাদের সময় অমন পপুলার ছিল। শর্ট টার্ম রেজাল্ট অনেক তাড়াতাড়ি পাওয়া যায়। কিন্তু লং টার্মে ভালো হয় না, প্রবলেমের ভেতরে না গিয়ে প্যাচিং হয় শুধু। তবে আশার কথা, অনেক বাপ-মা-দের বলতে শুনেছি, আমাদের জেনারেশনের নাকি বাচ্চা মানুষ করার ব্যাপারে অনেক বেশী ধৈর্য।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন