এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Tim | ২৮ এপ্রিল ২০০৯ ০০:৪৫ | 198.82.167.98
  • আমি "ইয়ে দুনিয়া আগার মিল ভি যায়ে " গানটা এম্নিতেই বারবার শুনি। এখন দুটোই শুনছি। তুলনা না করেই।
  • arjo | ২৮ এপ্রিল ২০০৯ ০০:৪৩ | 168.26.215.13
  • :D:D:D

    এটা সোমনাথ আর টিমকে।

    দুদি, কি আর বলব। মায়ের ইনফ্লুয়েন্স। ঃ(
  • omnath | ২৮ এপ্রিল ২০০৯ ০০:৪০ | 117.194.193.55
  • দুর দ্দুর। গুলালের সাথে যারা কোম্পানীর মিল খুঁজে পায় তাদের আবার কথা, তাতে আবার পাত্তা । খ্যাঃ

    য্যায়সে বিসলরিকা বোতল পিকে বন গ্যায়ে ইংলিশ ম্যান!

    গুলারের গানগুনো কেমং নেশার মতো বল? উঃ। দিন রাত শুনছি, রাত দিন শুনছি।
  • Tim | ২৮ এপ্রিল ২০০৯ ০০:২৫ | 198.82.167.98
  • আজ্জোদা গুলালের ওপর একটু বেশি-ই খেপে গেছে। গুলালের থেকে ভালো সিনেমা আগে হয়েছে বলে এটা দেখা যাবেনা এই যুক্তিটা কেমন যেন। প্রায় সব বিষয়েই এতদিনে কিছু ক্লাসিক ছবি হয়ে আছে। তাহলে তো সেগুলো বাদ দিয়ে নতুন কিছু দেখাই উচিত না।
    আমি গানগুলো আবার শুনলাম। তারপর আবার, এখন প্রায় ডো লুপে চলে যাচ্ছে। বিশেহ্‌হ করে ""দুনিয়া""।ঃ-)
  • Tim | ২৭ এপ্রিল ২০০৯ ২৩:৫৬ | 198.82.167.98
  • রঞ্জনদা, হবে হবে। আর দেরি নেই। ঃ-)
  • Bratin | ২৭ এপ্রিল ২০০৯ ২৩:৫৫ | 117.194.98.200
  • hmmm.. আমি কিন্তু KKR কেই সমর্থন করছিলাম। কিন্তু শাহরুখ সৌরভের মত সিনিয়ার প্লেয়ার সাথে এই অসভ্যতা টা না করলেই পারত । ঘোষনা টা আগে করলেই পারত।
  • Tim | ২৭ এপ্রিল ২০০৯ ২৩:৪৯ | 198.82.167.98
  • আমাকে হারাতে চাইছে। ঃ-(
  • ranjan roy | ২৭ এপ্রিল ২০০৯ ২৩:৪৪ | 122.168.69.82
  • এখানে বঙ্গবন্ধুরা বলছে-- টিম গো-হারা হারুক, ক্যাপ্টেন শালে তেল লেনে যাক, দাদা খেলুক, দেখিয়ে দিক।
    বাঙালীর এমন ব্যক্তিপূজা ও তৎসহ টিম স্পিরিটের অভাব দেখিয়া আমি মর্মাহত।
    এদিকে আমার মাথায় কাকে আর পায়রায় হেগেছে, মুখপোড়া হনুমান সুসু করেছে ( মাইরি বলছি, গুল দিচ্ছি না। একেবারে ছ্যার ছ্যার করে,) আমাকে অফিস যাবার পথে ফিরে এসে চান করে ছুটি নিতে হল।
    কিন্তু আমার নামে কোন রাস্তাঘাট হল না, মূর্তি হল না।ঃ(((
  • arjo | ২৭ এপ্রিল ২০০৯ ২৩:৩৮ | 168.26.215.13
  • সে আর দুঃখের কথা কি কইব টিম। একবার আমার এক প্রিয় বন্ধুকে ঢাক পেটানোর দায়িত্ব দিয়েছিলাম। তা সভা শেষে সবাই যখন বাড়ি টাড়ি চলে গেছে তখন সেই বন্ধু আমার কাছেই আমার ঢাক পেটাতে শুরু করলে। সেই থেকে আর চান্স নেই না। ;)
  • Tim | ২৭ এপ্রিল ২০০৯ ২৩:৩৬ | 198.82.167.98
  • এই বাংলা না দেখতে পারাটা একটা অভিশাপ।
  • Tim | ২৭ এপ্রিল ২০০৯ ২৩:৩৫ | 198.82.167.98
  • আমি তো হেব্বি খুশি হচ্চি কেকেআরের পার্ফর্মেন্সে। দাদা খেলে যাক, আর কেকেআর হাত্তে থাকুক।
    আজ্জোদা কেমন নিজেকে বড়ো ক্রিকেট এক্সপার্ট বলে নিলো ফাঁকতালে। এক্টুও বিনয় নেইগো।ঃ-)
  • a x | ২৭ এপ্রিল ২০০৯ ২৩:৩০ | 143.111.22.23
  • এদেশের চকোলেটগুলোতে গুচ্ছ গুচ্ছ বাদাম দেয় কেন! স্নিকার্স খাও বাদাম, বেব রুথ খাও বাদাম, এম&এম খাও বাদাম! তায় আবার চিনেবাদাম।
  • arjo | ২৭ এপ্রিল ২০০৯ ২৩:২৯ | 168.26.215.13
  • টেস্ট
  • arjo | ২৭ এপ্রিল ২০০৯ ২৩:২২ | 168.26.215.13
  • ৩০ বলে ৩৪ করে দাদা আউট হয়ে দাদা দেখিয়ে দিলেন কি করে পার্সেন্টেজ খেলতে হয়।
  • Bratin | ২৭ এপ্রিল ২০০৯ ২৩:০৫ | 117.194.98.200
  • হজ গেলেন।
  • Paramita | ২৭ এপ্রিল ২০০৯ ২৩:০২ | 63.82.71.141
  • আমি এই হপ্তাতেই সাতদিনের রেফ্রিজারেট করা পনীর রান্না করেছি। একটু নুন মাখিয়ে মাইক্রো করে নিয়ে ভেজো, কোন অসুবিধা হবে না।
  • Bratin | ২৭ এপ্রিল ২০০৯ ২৩:০১ | 117.194.98.200
  • ১০ over এ ৭০ । দাদা এখন ও আছে। পারবে কি?? চাপ আছে। ভজ্জি, জাহির আর মালিঙ্গা ঃ-((
  • dipu | ২৭ এপ্রিল ২০০৯ ২২:৫৯ | 121.243.161.234
  • KKR টিমটা এত বাজে খেলছে যে ওদের চিয়ারলিডার্দের দেখতেই পাচ্ছি না
  • arjo | ২৭ এপ্রিল ২০০৯ ২২:৫৫ | 168.26.215.13
  • দাদা পৃথিবীর সমস্ত বাঘা বাঘা ক্রিকেট সমালোচকদের নিজেদের কথা গিলতে বাধ্য করছে, ইনক্লুডিং মি। ঃ)) তাতে অবশ্য বেশ খুশিই হচ্ছি। দাদা ১৮ বলে ২৫।
  • Ishan | ২৭ এপ্রিল ২০০৯ ২২:৩২ | 12.163.39.254
  • হ্যা হ্যা। অক্ষ/ব্রতীন দুজনকেই। ঃ)
  • Bratin | ২৭ এপ্রিল ২০০৯ ২২:২৮ | 117.194.98.200
  • KR র ১৯/২ ঃ-((((
  • a x | ২৭ এপ্রিল ২০০৯ ২২:১৪ | 143.111.22.23
  • নরম নরম লেখা কি খারাপ কিছু নাকি? যেই মেজাজ তিরিক্ষে লাগবে, দুটো আইসক্রীম খেয়ে নেবে, নিদেন পক্ষে মাস্তানি মেরে নেবে।

    কিন্তু তাও জানা গেলনা কে লিখেছে ওটা।
  • san | ২৭ এপ্রিল ২০০৯ ২০:০৩ | 12.144.134.2
  • আমি শনিবার কিনেছি।

    আচ্ছা, জলে ভিজিয়ে রেখে দেব।
  • a x | ২৭ এপ্রিল ২০০৯ ২০:০৩ | 143.111.22.23
  • ধুর কলকাতার ঠেলাগাড়ির লাল-নীল জল, ফুচকাওয়ালার পাছু চুলকানো হাতের আলুমাখা খেয়ে বেড়ে ওঠা পেট, ক্ষুদ্র পনীরে ডরাই নাকি!
  • arjo | ২৭ এপ্রিল ২০০৯ ২০:০১ | 168.26.215.13
  • ও হ্যাঁ ডাক্তারকে আগে থাকতে বলে নিও। বেড পেতে সুবিধা হবে।
  • a x | ২৭ এপ্রিল ২০০৯ ২০:০১ | 143.111.22.23
  • মানে*
  • a x | ২৭ এপ্রিল ২০০৯ ২০:০০ | 143.111.22.23
  • জিনিসটা আছে কতদিন ফ্রীজে? ভেজে রেখে দাও আরো কিছুদিন থাকবে। মনে দিন দুই তিন।
  • Somnath | ২৭ এপ্রিল ২০০৯ ১৯:৫৮ | 117.194.197.190
  • পনীর?? ফ্রীজে রাখুন বাটিতে জলে চুবিয়ে। প্রতিদিন জল বদলে দিন। এক সপ্তাহ অবধি চলে যাবে, চাই কি আরো বেশি। কিন্তু আরো বেশিটুকুর গ্যারন্টি নাই।
  • stoic | ২৭ এপ্রিল ২০০৯ ১৯:৫৭ | 160.103.2.224
  • শমীকের ফরাসীদের ফুড হ্যাবিটসের ব্যাপারে প্রচুর ফান্ডা আছে বলে মনে হচ্ছে ? ঃ)
  • Samik | ২৭ এপ্রিল ২০০৯ ১৯:৪৯ | 122.160.41.29
  • স্যান, ফ্রিজে রাখলেও দিন তিনেকের মধ্যে খেয়ে নিও। না হলে সেই পনীর আর খাদ্যযোগ্য থাকে না।

    অবশ্য ফরাসীদের কাছে তখনই সেটা খাদ্যযোগ্য হয়ে উঠলেও উঠতে পারে।
  • Du | ২৭ এপ্রিল ২০০৯ ১৯:২৬ | 65.124.26.7
  • সংসারীরা কি আর রিস্ক নিতে পারে? ঐ উত্তর জানবে ছেলেছোকরারা ঃ)
  • san | ২৭ এপ্রিল ২০০৯ ১৯:২০ | 12.144.134.2
  • এখেনে এত এত সংসারী মানুষ, আমি পনির নিয়ে একটা জরুরি কোচ্চেন করলাম, কেউ উত্তর অব্দি দিল না? ই কি?
  • Bhuto | ২৭ এপ্রিল ২০০৯ ১৯:০১ | 203.91.207.30
  • আজ আমি এগারটা কবিতা নিকেচি ঃ))
  • Bhuto | ২৭ এপ্রিল ২০০৯ ১৮:৫৪ | 203.91.207.30
  • ভিকি আর অজ্জিতদার পছন্দমাফিক কবতে লেখা হয়ে গেছে।
  • r | ২৭ এপ্রিল ২০০৯ ১৮:২১ | 198.96.180.245
  • জ্যান্ত অবস্থায় কত কাক মাথায় হেগে যাচ্ছে! মরার পরে নাহয় সত্যি কাক একটু আধটু হাগু করল।
  • Arijit | ২৭ এপ্রিল ২০০৯ ১৮:১২ | 61.95.144.123
  • আমি এখনো অবধি রিয়েল লাইফে কোনো জায়গার নাম জ্যোতিনগর বা প্রমোদপাড়া শুনি নাই। সম্মেলন-টম্মেলনের সময় অবিশ্যি সব এরকম নাম দিয়ে থাকে...

    তবে মমতাপাড়া নামটা রিসেন্ট - বছর খানেকের মধ্যে।
  • dipu | ২৭ এপ্রিল ২০০৯ ১৮:০৯ | 207.179.11.216
  • নামকরণ হলেই কলোনীতে আবক্ষ মূর্তি বসাবে, দুনিয়ার কাক মাথায় যথেচ্ছ হাগবে। কি দরকার?
  • r | ২৭ এপ্রিল ২০০৯ ১৮:০৭ | 198.96.180.245
  • কবে যে আমার নামে নামকরণ হবে!
  • r | ২৭ এপ্রিল ২০০৯ ১৮:০৫ | 198.96.180.245
  • সে তো সি পি এমের নেতাদের নামেও অনেক রিফিউজি কলোনির নামকরণ হয়েছে। কোথায় হয়েছে মনে নেই যদিও। তবে হয়েছে।
  • Bhuto | ২৭ এপ্রিল ২০০৯ ১৮:০৫ | 203.91.207.30
  • কোনদিন দেখব আমার পারমানেন্ট অ্যাড্রেস চেঞ্জ করতে হবে। পাড়ার নাম বদলে গেছে তাই। কি কেলো।
  • Bhuto | ২৭ এপ্রিল ২০০৯ ১৮:০৪ | 203.91.207.30
  • কি দিনকাল এল রে? র-দা শুনছ?
  • Arijit | ২৭ এপ্রিল ২০০৯ ১৮:০২ | 61.95.144.123
  • কি রকম মমতা জাগাতে? হাওয়াই চটি পরা? ;-)

    বেহালার দিকে যেতে টালিগঞ্জ করুনাময়ীর ওদিকে একখান পাড়ার নাম দিয়েছে "মমতাপাড়া'। মাইরি। ওই জায়গাটার অজ্জিনাল নাম ছিলো ধোপাপাড়া।
  • Bhuto | ২৭ এপ্রিল ২০০৯ ১৮:০২ | 203.91.207.30
  • ঃ)) শিষ্য কার ...
  • r | ২৭ এপ্রিল ২০০৯ ১৮:০১ | 198.96.180.245
  • ঃ-))

    ছেলে লায়েক হয়ে উঠেছে।
  • Bhuto | ২৭ এপ্রিল ২০০৯ ১৮:০০ | 203.91.207.30
  • হ ম ম ঠিক কইস, সভায় বেশ বেশ বোঝা গেছিল ব্যপারটা। বেশ বাংলার মাটির মানুষের বই-এর প্রতি মমতা জাগাতে অনুষ্ঠান করা হবে। আশা করি এবার ঠিক আছে।
  • r | ২৭ এপ্রিল ২০০৯ ১৭:৫৯ | 198.96.180.245
  • আমিও দেখেছি। কুমার বিমল।
  • Arijit | ২৭ এপ্রিল ২০০৯ ১৭:৫৯ | 61.95.144.123
  • সেকেন্ড লাইনটা "পদধ্বনি ওই শোনা যাচ্ছে'
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত