এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arijit | ২৮ এপ্রিল ২০০৯ ১৮:১১ | 61.95.144.123
  • হুম্‌ম্‌ম। হাতে পেলে ফের পড়তে হবে। আমি এখন লর্ড অব দ্য রিঙস পড়ছি - দ্য টু টাওয়ারস।
  • Samik | ২৮ এপ্রিল ২০০৯ ১৮:০৯ | 122.160.41.29
  • অরণ্যদেব পিগমী ছিল না। বামন ছিল। ডোয়ার্ফ। আর সেটা অন্য কোনো একটা-তম অরণ্যদেব। একুশতম নয়।
  • stoic | ২৮ এপ্রিল ২০০৯ ১৮:০৮ | 160.103.2.224
  • তুফান।
  • Arijit | ২৮ এপ্রিল ২০০৯ ১৮:০৩ | 61.95.144.123
  • যদ্দুর মনে হচ্ছে আমি বেঁটে অরণ্যদেবের কথা পড়েছি। তবে ইন্দ্রজাল কমিকসে তো বেতাল বলতো। অরণ্যদেব তো আবাপ-তে। অরণ্যদেব-ডেভিল-হিরো। বেতালের মনে হয় বাঘা, ঘোড়াটার নাম মনে নেই।
  • arjo | ২৮ এপ্রিল ২০০৯ ১৮:০১ | 168.26.215.13
  • সত্যি কি পিগমী অরণ্যদেব ছিল? না শমীক ওটা ইয়ার্কি মারল? কিছুতেই মনে পড়ছে না। অস্বস্তি হচ্ছে।
  • arjo | ২৮ এপ্রিল ২০০৯ ১৮:০০ | 168.26.215.13
  • শুঃবাঃর ফ্লু - সোয়াইন ফ্লু, এমন কিছু একটা হবে মনে হয়।
  • Arijit | ২৮ এপ্রিল ২০০৯ ১৭:৫৫ | 61.95.144.123
  • খবরে নেই। তবে নামটা এমন দিয়েছে কেন কে জানে - সোয়াইন মানে তো শু-বা। শুওরের মাংস খেলে যদি হয় তো পর্ক ফ্লু নিদেনপক্ষে পিগ ফ্লু বলতে পারতো!
  • arjo | ২৮ এপ্রিল ২০০৯ ১৭:৫১ | 168.26.215.13
  • সিমটম দেখে জানা যাচ্ছে না। ইনফ্লুয়েঞ্জার মতন সিমটম। তাই ফ্লু হলেই ডাক্তারের কাছে গিয়ে টেস্ট করিয়ে নেওয়াটা জরুরী। ভারতে কি এখনো একটাও কেস দেখা গিয়েছে?
  • dipu | ২৮ এপ্রিল ২০০৯ ১৭:৫০ | 207.179.11.216
  • অ্যাটলিস্ট আমার বার্ড ফুলু হয়নি। ওটা হলে ঝুঁটি ফুলে যায় আর বৃত্তাকারে ঘুরতে হয়। আমার মধ্যে এ দুটি লক্ষণের একটিও প্রকাশ পায়নি।
  • Arijit | ২৮ এপ্রিল ২০০৯ ১৭:৪৩ | 61.95.144.123
  • ফ্লু তো ফ্লু-ই - মানে একই তো সিমটম। সোয়াইন না বার্ড জানে কি করে?
  • arjo | ২৮ এপ্রিল ২০০৯ ১৭:৪২ | 168.26.215.13
  • সোয়াইন ফ্লু হলে পাঁচদিনের মধ্যে টেস্ট করাতে ভুলবেন না। পাঁচদিনের বেশি হয়ে গেলে টের পাওয়া যাবে না। আর কাল থেকে আপিসে না এসে পরিবেশ ঠিক রাখতে সহায়তা করুন। আপনার দায়িত্ব অন্যের জীবন।
  • dipu | ২৮ এপ্রিল ২০০৯ ১৭:৪০ | 207.179.11.216
  • আমারও হাল্কা জ্বর, সঙ্গে বাঁদিকের নাক দিয়ে অনবরত জল গড়াচ্ছে। এসকল বাধাবিঘ্ন উপেক্ষা করে কাজ করে চলেছি। যুগে যুগে এসকল বীরগাথা কবিদের অনুপ্রেরণা জুগিয়েছে।
  • h | ২৮ এপ্রিল ২০০৯ ১৭:৩৫ | 203.99.212.224
  • সেক্স নহে হায়, মৃদু জ্বর আসিতেছে। জ্বর ভল্লুকের না বরাহের অদ্যাবধি সহজ নিরূপণ পদ্ধতি নাই। গৃহাভিমুখে যাত্রা করি, দেখি প্রতিবিম্ব কিম্বা গৃহিণী কিভাবে আর্তনাদ করেন। রূপে ভোলানোর প্রতিশ্রুতি তো কদাপী বিতরণ করি নাই।কুল ঠাকুর ভবিষ্যৎদ্রষ্টা, আটপৌরে বঙ্গবাসির নিমিত্ত অ্যাডভাইসরি নির্মাণ করিতে ভুলেন নাই।
  • shrabani | ২৮ এপ্রিল ২০০৯ ১৭:১৫ | 124.30.233.101
  • টেলিপ্যাথি জিনিসটা সত্যিই হয়! আমি দুদিন ধরেই ভাবছি রবিবারে আমার কলেজের বেস্ট ফ্রেন্ডের বাড়ি যাবই যাব। আসলে সল্টলেক থেকে বেহালা অনেকটা, তাই ইচ্ছে থাকলেও অনেকদিন যাইনি, প্রায় দুবছর। আজ ভেবেছিলাম সন্ধ্যেয় ফোন করে জেনে নেব ওর ঐসময় কোথাও যাওয়াটাওয়া আছে কিনা।
    একটু আগে ঐ ফোন করল, অনেককাল বাদে। সাধারনত অফিস টাইমে এভাবে ফোন করেনা। ওর নাকি আমার কথা খুব মনে হচ্ছিল।
  • stoic | ২৮ এপ্রিল ২০০৯ ১৭:১২ | 160.103.2.224
  • http://timesofindia.indiatimes.com/Cities/Bangalore-tops-in-living-quality-Survey/articleshow/4459150.cms

    মার্সার এর কোয়ালিটি অফ লিভিং ২০০৯ সার্ভে তে ভারতীয় শহরের মধ্যে বেঙ্গালুরু বেস্ট সিটি টু লিভ ইন।
    গ্লোবালি প্রথমে ভিয়েনা, তাপ্পর জুরিখ, জেনেভা, ভ্যাঙ্কুভার ইত্যাদি।
  • Arijit | ২৮ এপ্রিল ২০০৯ ১৬:৫২ | 61.95.144.123
  • গুলালের গান ডাউনলোডাচ্ছি। সিনিমাটার টরেন্ট থাকলে জিমেলে পাঠাস তো - ফের দেখবো। আমি দুইখান পেলুম - ১১৬টা সীড আর ১৪৫টা পীয়ার - কিন্তু কেউ নাই। আমি ফের দেখবো। আজ্জো যতই বলুক, আমার বাপু দিব্যি লেগেছে। হয়তো আমি বহু দিন পর সিনিমা হলে সিনিমা দেখেছি বলে। আর কলেজের ছাত্রগুলো দামড়া তাতে কিছু মনে হয়নি - ইউপি/বিহার ইত্যাদি জায়গায় হামেশা দেখবে ওরকম।
  • Bhuto | ২৮ এপ্রিল ২০০৯ ১৬:২৪ | 203.91.207.30
  • পদ্য টদ্য পড়লে বুঝতে পারতিস।
  • san | ২৮ এপ্রিল ২০০৯ ১৬:১৪ | 12.144.134.2
  • আচ্ছা, যোগাড়যন্তর, তবু ভাল। কিন্তু বিনাপয়সার পায়রার ঝোল মানে? সেটা কি ????
  • Samik | ২৮ এপ্রিল ২০০৯ ১৬:১২ | 122.160.41.29
  • হ্যাঁ র, তখনই নিয়ে নেব। ঃ-)
  • shrabani | ২৮ এপ্রিল ২০০৯ ১৬:০৮ | 124.30.233.101
  • শুধু পাশে দাঁড়ায় না, কাটাকুটি গুলো করে। এদেশে যে শুধু কেটে বেটে দেবার লোক পাওয়া যায়না বিশেষ করে আমাদের অফিস আওয়ারস এর পরে। তাই রান্নার নাম করে বেশী পয়সা দিয়ে রাখতে হয়।

    আর আমি বড়লোক! বিনাপয়সার পায়রার ঝোল খাচ্ছি বলে.....................
  • san | ২৮ এপ্রিল ২০০৯ ১৬:০২ | 12.144.134.2
  • মঃ
  • san | ২৮ এপ্রিল ২০০৯ ১৬:০১ | 12.144.134.2
  • দেখেছ, শ্রাবণীদি কি বড়লোক। জাস্ট পাশে দাঁড় করিয়ে রাখবে বলে লোকজনকে হায়ার করে ! ভাবা যায়না ঃ-))))
  • r | ২৮ এপ্রিল ২০০৯ ১৫:৫৯ | 198.96.180.245
  • তখন আলিবাবা নিয়ে নাও না।
  • Samik | ২৮ এপ্রিল ২০০৯ ১৫:৫৬ | 122.160.41.29
  • যাকগে, ২৬ জুনের উইকেন্ডে আমি দেড় দুই দিনের জন্য বাড়ি যাচ্ছি।
  • Samik | ২৮ এপ্রিল ২০০৯ ১৫:৫৬ | 122.160.41.29
  • অ্যাকচুয়্যালি পুরো গানটা নয়, গানের একটা ফ্রেজ।

    বিরাট শিশু।
  • Arijit | ২৮ এপ্রিল ২০০৯ ১৫:৫০ | 61.95.144.123
  • কইয়া ফালাও।
  • Samik | ২৮ এপ্রিল ২০০৯ ১৫:৪৯ | 122.160.41.29
  • অরিজিতের পোস্ট পড়লেই আমার আজকাল একটা নজরুলগীতি মনে পড়ে যায়।
  • Hey | ২৮ এপ্রিল ২০০৯ ১৫:৪৩ | 220.224.14.210
  • ডোন্ট কেয়ার অভিমান, তাও অভিমান
    সাম্যবাদী মনে তাও পাবে কেন স্থান?
    ঃ-)
  • Arijit | ২৮ এপ্রিল ২০০৯ ১৫:৪২ | 61.95.144.123
  • না, তবে নর্মাল লোকের মতন দেখতে হলেই চলতো। আদৌ নয়।
  • r | ২৮ এপ্রিল ২০০৯ ১৫:৩৭ | 198.96.180.245
  • পোসেনজিত কি জোয়ান বেয়েজের মত দেখতে হবে?
  • Arijit | ২৮ এপ্রিল ২০০৯ ১৫:৩৬ | 61.95.144.123
  • একে তো ভয়ঙ্কর রকম ক্যাবলা টাইপ দেখতে, তায় কিরকম বাদামি বাদামি চুলের রঙ করেছে (হাফ ব্লণ্ড বলা যায়), তায় ওই পুরনো নিকারবোকার টাইপের পেন্টুল...উফ্‌ফ্‌ফ্‌ফ্‌ফ্‌ফ্‌ফ
  • Arijit | ২৮ এপ্রিল ২০০৯ ১৫:২৯ | 61.95.144.123
  • না - আমি ঠারে ঠারে বোঝানোর চেষ্টা কল্লুম যে আমি কোনো শালা সেলিব্রিটিকে কেয়ার করি না। বুঝেছে কিনা জানি না।
  • r | ২৮ এপ্রিল ২০০৯ ১৫:২৬ | 198.96.180.245
  • পোসেনজিত অজ্জিতের ভাসুর নাকি লা? উল্টোপানে মুখ করে দাঁড়ায় কেন?
  • h | ২৮ এপ্রিল ২০০৯ ১৫:২৩ | 203.99.212.224
  • তোমার আর পোসেনি্‌জতের কোন হেডাপিস নাই, বা তোমরাই হেডাপিস। এর পরে দেবব্রত বাবু বেশ করে সদর দপ্তরে কামান দাগার কতা বল্লে তকন রাগ করো কেন;-)
  • shrabani | ২৮ এপ্রিল ২০০৯ ১৫:২২ | 124.30.233.101
  • রান্নার লোক হলেই কি আর সে "কুক" বা "রাঁধুনী হয় রে! আমি গত দুবছর ধরে রান্নার মেয়েটাকে রাঁধুনী বানাবার চেষ্টা করে করে হাল ছেড়ে এখন তাকে পাশে দাঁড় করিয়ে নিজেই রাঁধি। আর সে প্রতিটা রেসিপী তেই শিশুর মত বিস্ময় চোখে নিয়ে বলে,
    "ও দিদি, তুমি এভাবে কোফতা বানাও? মাংসটা এমনি করে ভেজে নাও? এই ফোড়ন দাও হ্যান ত্যান"!

    (দুবছর ধরে আমি কতবার যে এইগুলোই বলে বলে তাকে দিয়ে করাতে চেষ্টা করেছি!) ঃ-(
  • Arijit | ২৮ এপ্রিল ২০০৯ ১৫:১৯ | 61.95.144.123
  • মণি স্কোয়্যারে গেসলুম - একটা দোকানে। সেখেনে দেখি আলো টালো জ্বালিয়ে শুটিং হচ্ছে। তো সেই দোকানেই পোসেনজিৎ মহাশয় এসে দেখা দিলেন - দোকানের লোকজন দৌড়দৌড়ি করে ফটোক তুললো - সে সব নাকি হেডাপিসে যাবে। আমি উল্টোদিকে মুখ করে দাঁড়িয়ে রইলুম।
  • Arijit | ২৮ এপ্রিল ২০০৯ ১৪:৩৪ | 61.95.144.123
  • গুগুল ক্রোম নামিয়ে চালানোর চেষ্টা করলুম - কেমন জানি ঘেঁটে গেলো। বাজে পচা ব্রাউজার। ফাফ ছেড়ে ওতে যায় কোন আহাম্মক?
  • dipu | ২৮ এপ্রিল ২০০৯ ১৪:০৯ | 207.179.11.216
  • অ্যাতো ঘুম পাচ্ছে যে চেয়ার থেকে উল্টে পড়ে না যাই ঃ-(
  • Bhuto | ২৮ এপ্রিল ২০০৯ ১৪:০৩ | 203.91.207.30
  • ঃ))
  • san | ২৮ এপ্রিল ২০০৯ ১৪:০০ | 12.144.134.2
  • অ ভুতোর অ্যামন পোস্ট মিস করে গেছিলাম ! আমি কাউকে দিয়ে এমনি এমনি রান্নাফান্না 'করাই' না তবে ইয়ে ভালবেসে করে দিতে চাইলে কি আর না বলতে আছে রে পাগল? ওসব একটু বড় হলে বুঝবি ঃ-)
  • san | ২৮ এপ্রিল ২০০৯ ১৩:৫৪ | 12.144.134.2
  • আমি খচি নি। খচব কিনা বিবেচনা করছিলাম ঃ-))))
  • dipu | ২৮ এপ্রিল ২০০৯ ১৩:৪৯ | 207.179.11.216
  • বা কুকার
  • stoic | ২৮ এপ্রিল ২০০৯ ১৩:৪৯ | 160.103.2.224
  • বেঙ্গালুরু তে লোকজন হাউস-শেফ ও রাখেন ? আয়্যাম কাইন্ড অফ ইন্টারেস্টেড। মাইনে-পত্তর কিরম ? ঃ)
  • lcm | ২৮ এপ্রিল ২০০৯ ১৩:৪৯ | 69.236.185.230
  • কুক-এর বদলে শেফ রান্না করলে, তখন ড্রাইভার এর জায়গায় শফার গাড়ী চালাবে।
  • lcm | ২৮ এপ্রিল ২০০৯ ১৩:৪৭ | 69.236.185.230
  • এক বাড়িতে কাজের ভদ্রমহিলাকে মাসিমনি বলে ডাকত বাচ্চারা, কুক হলে, কুকমনি বলে ডাকতে পারে।
  • r | ২৮ এপ্রিল ২০০৯ ১৩:৪৬ | 125.18.104.1
  • তাও শেফের কথাটা তো বলিই নি। ;-)
  • Bhuto | ২৮ এপ্রিল ২০০৯ ১৩:৪৫ | 203.91.207.30
  • কাকা রে , স্যান খচছে আস্তে আস্তে।
    এক লাখ কাজ যাবে? তারমানে আমিও গেছি ঃ( ইয়া আল্লাহ রেহেম, রাস্তে পে আ জায়ুঙ্গা অ্যায়সা হুয়া তো ঃ((((((
  • r | ২৮ এপ্রিল ২০০৯ ১৩:৪৩ | 125.18.104.1
  • ঃ্‌))
  • san | ২৮ এপ্রিল ২০০৯ ১৩:৪১ | 12.144.134.2
  • কলকাতাতেও অনেকেই কুক বলে। উকিল না বলে অ্যাডভোকেট বলে। মক্কেল না বলে ক্লায়েন্ট বলে।অনেকেই।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত