এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • san | ০৪ মে ২০০৯ ২৩:৪৯ | 123.201.53.141
  • আমি? আমি সিঙারা আর সামোসার তফাৎ বুঝব না কেন????
  • a x | ০৪ মে ২০০৯ ২৩:৪৮ | 143.111.22.23
  • বাওয়া যেখানে দুধের বদলে পিটুলি গোলা জলও মেলেনা, সেখানে দুধের বদলে ঘোল পেলে তো আনন্দই হবে। তবে সামোসা মেলে, কিন্তু পানিপুরি অত সহজে মেলেনা। আর আমি চাইলেই শনিবার বিকেলে এই ৪টে ৫ টা নাগাদ চায়ের জলটা চাপিয়ে ৫ মিনিটে সামোসা নিয়ে আসতে পারি, তো এটা করি বা না করি, এই যে পারি, এই অবস্থানটা ভেবেই আমি আপ্লুত।
  • Blank | ০৪ মে ২০০৯ ২৩:৪৫ | 203.99.212.224
  • স্যানটা কেমন সিঙারা আর সামোসার তফাৎ বোঝে না
  • Arpan | ০৪ মে ২০০৯ ২৩:৩৯ | 122.252.231.12
  • ধুর, সিঙ্গারা হতেই পারে না। সামোসা। সামোসা।

    দুধের স্বাদ কি আর ঘোলে মেটে!
  • a x | ০৪ মে ২০০৯ ২৩:৩২ | 143.111.22.23
  • বাড়ির ঠিক উল্টোদিকেই একটা দোকান খুলেছে, তাতে সিঙ্গারা, পানিপুরি, ভেলপুরি, পাপড়ি চাট ইত্যাদি বিক্রি হচ্ছে। এ আনন্দ রাখি কোথায়!
  • san | ০৪ মে ২০০৯ ২৩:১১ | 123.201.53.141
  • কিন্তু অরিজিত মাঝপথে কেটে পড়ল। বাকি তক্কটা করলনা। এ দুঃখ আমি কোথায় রাখি ঃ-(

    বললে হবে ব্ল্যাংকি, আমার হিসেব কষা আছে। সোডেক্সো নিলে যে দোকানে বাধ্যতামূলকভাবে জিনিস কিনতে হবে তাতে এক্সট্রা দাম কত দিতে হবে। আর উল্টোদিকে ট্যাক্স সেভিং কত হবে, ট্রান্সপোর্ট কস্ট কত কমবে ( দশটা জিনিস কিনতে দশটা জায়গায় যেতে হবেনা বলে)। এক্কেরে কস্ট বেনিফিট অ্যানালিসিস। হাসছেন, হাসুন, গরীবদের অমনি পাইপয়সার হিসেব করতে হয় ঃ-)))
  • Blank | ০৪ মে ২০০৯ ২৩:০৮ | 203.99.212.224
  • সোডেক্সো দিয়ে আর কি কি হয়? সোডেক্সো দিয়ে কি Q ইস্যু সলভ হয়? তাইলে আমারে এট্টু সোডেক্সো দাও না। পিলিজ পিলিজ
  • san | ০৪ মে ২০০৯ ২৩:০৬ | 123.201.53.141
  • এই অপ্পন আমরা হ্যাল মার্কেটে গিয়ে সফলভাবে মাছ কিনে এনেছি ঃ-)
  • d | ০৪ মে ২০০৯ ২৩:০৫ | 117.195.34.245
  • এঃ গুরগাঁওতে থাকতে আমি সোডেক্সো দিয়ে ঝাঁটা, ন্যাতা, বালতি থেকে শুরু করে গায়ে মাখার সাবান, ময়েশ্চারাইজার ইত্যাদি সবই কিনতাম। ও হ্যাঁ আমাদের কারো কারো কুপন ফুরাতো না বলে মাঝে মাঝে প্রোজেক্টে পিৎজা পার্টিও হোতো। এছাড়াও আমার মামাতো বোনকেও আস্ত বই গিফট করতাম , যাতে ইচ্ছেমত খরচ করতে পারে।

    পুণেতে আসার পর আমি সোডেক্সো দিয়ে মিক্সি কিনেছি। এছাড়াও মগরপাট্টায় থাকাকালীন সোডেক্সো দিয়ে রাস্তার ধার থেকে বড়াপাও বা ভেল খেয়েছি। আমার বাড়ীর লাগোয়া পুঁচকে মুদি দোকানটাতেও সোডেক্সো দিয়ে সর্বস্ব কেনা যায়।
  • Arpan | ০৪ মে ২০০৯ ২৩:০০ | 122.252.231.12
  • যা যা বুঝলামঃ

    ১। অরিজিতের সোডেক্সো নিয়ে কোন ফান্ডা নাই। শমিকের আধাখ্যাঁচড়া।

    ২। অরিজিতের ইনস্যুরেন্স/ফাইনান্স ডোমেনে ট্রেনিং চাই।

    ৩। কী যেন ভেবে রেখেছিলাম! এত পাতার ব্যাকলগ ক্লিয়ার করে সব ভুলে গেলাম। ধুস!
  • anaamik | ০৪ মে ২০০৯ ২২:২৫ | 59.164.104.17
  • ১। আয়্যাম ব্যাক।
    ২। এখন শুই।
    ৩। শান্তিতে ঘুমোন এবং ঘুমোতে দিন।

    ( হোম ওয়ার্ক করি নি। ;-) )
    রিসেট --
  • intellidiot | ০৪ মে ২০০৯ ২১:০১ | 61.246.185.180
  • অফিসায়িত = অফিস + শায়িত
    বেড়ে মজা মহাই ঃ-)

    আমি অফিসিটায়িত ঃ-(
  • Samik | ০৪ মে ২০০৯ ২০:৫৭ | 122.160.41.29
  • না। অফিসায়িত।
  • intellidiot | ০৪ মে ২০০৯ ২০:৪৫ | 61.246.185.180
  • শমীক কি অকাল বরিষনে পথহারা?
  • a x | ০৪ মে ২০০৯ ২০:৪৪ | 143.111.22.23
  • প্রচন্ড রিজাইন করলেন।
  • Samik | ০৪ মে ২০০৯ ২০:৪২ | 122.160.41.29
  • শমীক ঘরে ফেরে নাই।
  • intellidiot | ০৪ মে ২০০৯ ২০:০৪ | 61.246.185.180
  • পোড়ামুখো জঘন্য জায়গা... ধুস্‌, একটুও শান্তি দিলে না।

    নয়ডা একটি অতি খাজা জায়গা (এটা শমীক এর উদ্দেশ্যে)
  • Samik | ০৪ মে ২০০৯ ১৯:৫৫ | 122.160.41.29
  • সব শেষ!! আর বিষ্টি নাই। আবার রেগিস্তান। সাহারায় শিহরণ।
  • dipu | ০৪ মে ২০০৯ ১৯:৪৩ | 121.243.161.234
  • আচ্ছা, এদিক থেকে একটু পাঠিয়ে দোবো।
  • intellidiot | ০৪ মে ২০০৯ ১৯:৪২ | 220.225.245.130
  • ধুর... এক্টু হল কি হল না, বিষ্টি খতম। রাস্তা আবার শুকিয়ে খট্‌খটে ঃ-(
  • dipu | ০৪ মে ২০০৯ ১৯:৪০ | 121.243.161.234
  • আমার বাড়ির সামনে জল জমে গেল ঃ-(
  • Bhuto | ০৪ মে ২০০৯ ১৯:২৯ | 203.91.206.167
  • আমার সোডেক্সো ম্যানিয়া আছে, আমি ট্যাক্স বাঁচাবার জন্য পাগল,অনেক কেঁদে কেটে ট্যাক্সওয়ালারা ১০০০ টাকা ট্যাক্স নিতে পেরেছে গত বছর। ঘাবড়িয়ো না, স্যালারিটাও তো কম।

    আমি একবার অটোআলা কে সোডেক্সো দিয়েছিলাম। খুচরো ছিলো না, তাই। সে ব্যাটা পোশ্নো করেছিল, আমি তাকে দোকান দেখিয়ে বলেছিলাম ওখানে গিয়ে লাঞ্চ করে নাও।

    এখানেও বিষ্টি হচ্ছে, ইলেকট্রনিক্স সিটি তে অবশ্য। তেড়ে হচ্ছে, আমার কোল্ড ড্রিংসের বোতলটা (ফোঁৎ, ৫০মিলি ছিল) উড়ে গেছে আরেকজনের গায়ে ঃ((
  • Bhuto | ০৪ মে ২০০৯ ১৯:২৫ | 203.91.207.30
  • যাক তাহলে আমাকে আর কষ্ট করে প্রশ্নটা করতে হলো না,সাঁঝ ই করে দিলো ঃ))
  • Samik | ০৪ মে ২০০৯ ১৯:২২ | 122.160.41.29
  • ফোনে শুনলাম, পাশে দাঁড়িয়ে মেয়ে মাকে বলছে, মা, এই হাওয়াতে বাবাও উড়ে যায় নি তো?
  • Samik | ০৪ মে ২০০৯ ১৯:১৬ | 122.160.41.29
  • কইলকাতার কালবোশেখি আইজ এইহানে আইস্যা পৌঁছাইছে। বউ এইমাত্র ফোং করল, ওদের রিক্সা নাকি উড়ে যাচ্ছিল হাউসিংয়ে ঢোকার মুখে। রিক্সাওলা আর দুজন সিকিউরিটি মিলে ধরে রেখেছে রিক্সাটাকে। লোকের কাঁধ থেকে ল্যাপটপের ব্যাগ উড়ে যাব-যাব করছে, ধুমধাম মোটরসাইকেল উল্টে পড়ছে সোসাইটির পার্কিংয়ে। উত্তাল সাইক্লোন।

    আমার আপিসে খালি বৃষ্টি হচ্ছে তেড়ে। ঝড় টড় নাই।
  • r | ০৪ মে ২০০৯ ১৯:১০ | 198.96.180.245
  • যাও নাই, আও গিয়া।

    আমিও আই গিয়া।
  • san | ০৪ মে ২০০৯ ১৯:০৭ | 12.144.134.2
  • দ্রি ওয়াইন কিনতে বারণ করেছেন নাকি?
  • san | ০৪ মে ২০০৯ ১৯:০৭ | 12.144.134.2
  • ওয়াইন খাবার টাকাটা ট্যাক্স ফ্রি হলে মন্দ কি ? ;-)

    আম্মো ঘর যাই।
  • r | ০৪ মে ২০০৯ ১৯:০৬ | 198.96.180.245
  • আমিও ভেবেছিলাম। কিনেও ফেলছিলাম। তারপর দ্রি-বাক্য স্মরণ করলাম। না কিনেই ফিরে এলাম।
  • sinfaut | ০৪ মে ২০০৯ ১৯:০৫ | 203.91.206.167
  • বাড়ি যাই।
  • sinfaut | ০৪ মে ২০০৯ ১৯:০৪ | 203.91.206.167
  • ওয়াইন।
  • r | ০৪ মে ২০০৯ ১৯:০৪ | 198.96.180.245
  • কি?
  • sinfaut | ০৪ মে ২০০৯ ১৯:০২ | 203.91.206.167
  • খাবো।
  • r | ০৪ মে ২০০৯ ১৯:০০ | 198.96.180.245
  • গত সপ্তাহে সাউথ সিটির স্পেন্সার্সে প্রথম গেলাম। ওদের ওয়াইন স্টোরটা সিরিয়াসলি ভালো। দক্ষিণ আফ্রিকা, চিলে, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ফ্রান্স- দেশ ধরে ধরে আলাদা আলাদা র‌্যাকে ওয়াইন রাখা আছে।
  • r | ০৪ মে ২০০৯ ১৮:৫৩ | 198.96.180.245
  • আমাদের এলাকায় বড় বড় রিটেইল চেইনের তিনটে দোকান ছিল। তার দুইখান ঝাঁপ ফেলে দিয়েছে। ওদিকে মুদীর দোকান একটাও ঝাঁপ ফেলে নি।

    ডিঃ এর থেকে আমি কোনো তাঙ্কিÄক সিদ্ধান্তে পৌঁছাই নি, বা কোনো তাঙ্কিÄক হাইপোথেসিসের বিরোধিতাও করছি না। ;-)
  • stoic | ০৪ মে ২০০৯ ১৮:৪৬ | 160.103.2.224
  • তাও ভাল বহরমপুর বলেছেন, শান্তিনিকেতন বলেননি। ঃ)
  • Samik | ০৪ মে ২০০৯ ১৮:৩৯ | 122.160.41.29
  • সোডেক্সো বোধ হয় অল ইন্ডিয়া ভ্যালিড।
  • san | ০৪ মে ২০০৯ ১৮:৩৯ | 12.144.134.2
  • অন্য শহরে ব্যবহার করা যায়। এখন বহরমপুরে যায় কিনা জানিনা। নো অশ্রদ্ধা ইন্টেন্ডেড। তবে বেঙ্গালুরুরটা কলকাতায় যায়।
  • Samik | ০৪ মে ২০০৯ ১৮:৩৭ | 122.160.41.29
  • মুখ্যত এই সব বোকা বোকা অফারের জন্যেই আমি স্পেন্সার বা বিগ বাজারে যাই না। আরেকটা কারণ, পার্কিং চার্জ লাগে।

    এই সব অফার সম্পর্কে একবার লিখেছিলাম, ঋজুর সেই রিটেল সেক্টরে ... টইতে।
  • stoic | ০৪ মে ২০০৯ ১৮:৩৫ | 160.103.2.224
  • এক শহরের সোডেক্সো অন্য শহরে ব্যবহার করা যায়? মানে বেঙ্গালুরু থেকে দিল্লী গিয়ে কেনাকাটা করা যায় সোডেক্সো দিয়ে? তাহলে তো একটা সর্বভারতীয় জাল সোডেক্সো আইডিয়া ভাবা যেতেই পারে। আর অটো, ট্যাক্সি ইত্যাদি আজ না হয় নিচ্ছে না, কাল যে নেবে না, হু নোস? দুনিয়া পরিবর্তনশীল। ঃ)
  • san | ০৪ মে ২০০৯ ১৮:৩৫ | 12.144.134.2
  • অরিজিতের যদি ধারণা হয়ে থাকে রিটেল স্টোর মাত্রেই শুধু লোকে দুশো টাকা বাঁচাতে অদরকারে দুহাজার টাকার জিনিস কিনতে যায়, তাহলে সে খুব হাস্যকর ধারণা বলতেই হবে । কোথাও কোথাও কখনো কখনো এসব অফার চলে বটে। সবসময় নয়। আর চললেও কেউ মনে হয় ঘাড়ে ধরে কেনায় না ওই পরিমাণ।নিজেরা লোভে পড়লে সে নিজেদের দোষ। সোডেক্সোর নয় ঃ-)
  • Samik | ০৪ মে ২০০৯ ১৮:৩২ | 122.160.41.29
  • ব্যাঙ্গিতে হয় তো চেঞ্জ দেয়। এখানে কখনওই চেঞ্জ দিতে দেখি নি।
  • Samik | ০৪ মে ২০০৯ ১৮:৩২ | 122.160.41.29
  • অ্যাকদম। লোডশেডিং অইলে বা খুব গরম পড়লে আমরা ঘরের কাজ সেরে মলে গিয়ে হাওয়া খেয়ে আসি। এমংকি পায়খানায় জল চলে গেলে আমি মলে গিয়ে হ্যাগ্‌সও করে এসেছি। মলে তো কখনও জল যায় না।
  • r | ০৪ মে ২০০৯ ১৮:২৯ | 198.96.180.245
  • লিফ্‌টের পাশেই মলদ্বার!
  • san | ০৪ মে ২০০৯ ১৮:২৮ | 12.144.134.2
  • স্টৈককে ঃ
    ১) চেঞ্জ কখনো টাকায় দেয়, কখনো সোডেক্সো দেয়। যেমন আমি যেখান থেকে গ্রসারি কিনি সেখানে সোডেক্সো দেয় ফেরৎ।
    ২) অটো ট্যাক্সি নেয় না। মাছমাংসের দোকান নেয় না।
    ৩) হ্যাঁ, নামবারড।
    ৪) চক্রের কথা জানিনা। তবে আইডিয়াখান ভাল। চাক্রি গেলে কামে আইতেও পারে ঃ-)
  • Samik | ০৪ মে ২০০৯ ১৮:২৮ | 122.160.41.29
  • যে সোডেক্সো নেয়, সে দোকানের কাচে স্টিকার লাগিয়ে দেয় তো, যে আমরা সোডেক্সো নিই। চেঞ্জ হিসেবে সোডেক্সো বা টাকা ফেরৎ পাওয়া যায় না। ধরো, তোমার কছে কেবল একটাই দুহাজার টাকার সোডেক্সো কুপন আছে, আর তোমার বিল হল তেরোশো বিরানব্বই টাকা। সেক্ষেত্রে কুপন দিলে পুরো দুহাজার টাকাই গেল, নয় তো ক্যাশ বা কার্ডে পে করো। আবার তোমার কাছে যদি দুটো হাজার টাকার সোডেক্সো থাকে, তা হলে এক হাজার টাকার একটা সোডেক্সো দাও, বাকি তিনশো বিরানব্বই ক্যাশে দাও। আরেকটা হাজার টাকার কুপন পরে কখনও খচ্চা করবে।
  • dipu | ০৪ মে ২০০৯ ১৮:২৭ | 207.179.11.216
  • অটো বা ট্যাক্সিওলাকে সোডোক্সো পেমেন্ট করলে সেও বাম্বু পেমেন্ট করবে।

    আর অনেক দোকানেই সোডোক্সো দেয় না।
  • Samik | ০৪ মে ২০০৯ ১৮:২৫ | 122.160.41.29
  • আমার চারপাশের সমস্ত কিছুই হাঁটা রাস্তার ডিসটেন্সে। বিগ বাজার, স্পেন্সার, ভিশাল মেগামার্ট। তার মধ্যে স্পেন্সার আর বিগ বাজার লাস্ট গেছিলাম তিন কি চার বছর আগে। ভিশালটা একেবারে বাড়ির পাশে তাই দশ কিলো আশীর্বাদের আটার প্যাকেট ওখান থেকেই কিনি। বয়ে নিয়ে আসার সুবিধা। মল থেকে বেরোলেই আমার ঘরের লিফ্‌ট।

    বাকি সর্বত্র তো বাইকেই যাই। ইন ফ্যাক্ট গাড়িতেও মাঝে মাঝে যাই। কোথাও কোনও পার্কিং চার্জ নাই। রাস্তার ধারে গাড়ি লাগাও, কেনো, ফেরৎ এসো। তেলটা এট্টু পোড়ে বটে, তা কি করবো, মাসকাবারী বাজার করতে গেলে একটু তেল তো পুড়বেই।

    কোনও অফার চলে না ঐ সব আতিপাতি গ্রসারি স্টোরগুলোতে। কেবল ঝাঁ চকচকে শেল্‌ফ, আর এসি, আর বাস্কেট। পছন্দমত জিনিস কিনে দাম দাও, বেরিয়ে এসো। বিগ বাজার বা স্পেন্সার মার্কা পাগলপারা ভিড়ও হয় না কখনও। নর্মাল গ্রসারি স্টোর যেমন হয় আর কি।
  • stoic | ০৪ মে ২০০৯ ১৮:২২ | 160.103.2.224
  • বেঙ্গালুরুর অল্টার্নেট কারেন্সি হল সোডেক্সো।ঃ)
    আচ্ছা এই সর্বত্র সোডেক্সো দিয়ে পেমেন্ট করলে চেঞ্জ হিসেবে সোডেক্সো ফেরত দেয়? অটো, ট্যাক্সি এইসব সোডেক্সো দিয়ে পেমেন্ট করা যায়? এই সোডেক্সো কুপন গুলো কি নাম্বার্ড? মানে জাল করা যায় কি সহজে? এরকম কোন চক্র বেঙ্গালুরু তে অ্যাক্টিভ নয়, যারা এই সোডেক্সো জাল করে?
    উফ, কত প্রশ্ন। ঃ)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত