এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • r | ০৬ মে ২০০৯ ১৮:২২ | 198.96.180.245
  • মানেকা গান্ধী নিজেরটি নিয়েই আর পারছেন না, অন্যেরটি নিয়ে আর ভাববেন কখন?
  • san | ০৬ মে ২০০৯ ১৮:২১ | 12.144.134.2
  • আর কুকুরাধিকার কমিশন কি চুপ করে বসে থাকবে ততক্ষণ ?
  • Arijit | ০৬ মে ২০০৯ ১৮:২০ | 61.95.144.123
  • অভিযোগ করলেই হল? মানেকা গান্ধী নাই? মানবাধিকার কমিশন ভার্সাস মানেকা গান্ধীর লড়াই হলে কি জিতবে?
  • r | ০৬ মে ২০০৯ ১৮:২০ | 198.96.180.245
  • ইন ফ্যাক্ট, বেঙ্গালুরুতে কুকুরের জন্য মোমবাতি জ্বালানো তো হয়েছে। তুমি ফর আ চেঞ্জ মানুষের জন্য মোমবাতি জ্বালালে, একটাই না হয়।
  • intellidiot | ০৬ মে ২০০৯ ১৮:১৯ | 220.225.245.130
  • একটা জব্বর প্ল্যান এসেছে। লোকটাকে একটা MNC তে চাকরি দাও, তার পর কস্টকাটিং বলে ছাড়িয়ে দাও। তখন নিজেকেই চালাতে পারবে না, আর কুকুর পোষাও বন্ধ করে দেবে।
  • dipu | ০৬ মে ২০০৯ ১৮:১৮ | 207.179.11.216
  • ঃ-))))
  • dipu | ০৬ মে ২০০৯ ১৮:১৭ | 207.179.11.216
  • নাঃ, রাজী নই।
  • r | ০৬ মে ২০০৯ ১৮:১৬ | 198.96.180.245
  • অঃ! তোমার প্রতিবাদী সমাধান চাই? সকালে কুকুরের সামনে একটা মোমবাতি জ্বালিয়ে দাঁড়িয়ে পড়। তাতেও কাজ না হলে রাজ্য মানবাধিকার কমিশনে অভিযোগ কর।
  • dipu | ০৬ মে ২০০৯ ১৮:১৬ | 207.179.11.216
  • ও হ্যাঁ, লোকটার বয়স পঞ্চাসের ওদিকেই হবে।
  • dipu | ০৬ মে ২০০৯ ১৮:১৫ | 207.179.11.216
  • সেটা আবার কি ইস্টাইল?
  • Arijit | ০৬ মে ২০০৯ ১৮:১৫ | 61.95.144.123
  • নিগ্‌ঘাত আইটি গাই জাত;-)
  • Bhuto | ০৬ মে ২০০৯ ১৮:১৫ | 203.91.206.167
  • বুঝলি না? আমার গলায় দড়ি বেঁধে তুই ঐ লোকটার বাড়ির সামনে নিয়ে যাবি । আমি ইয়ে করে আসব। এমন করে দুদিন করলেই হয়ে যাবে হয়তো,নইলে নাহয় উইকেন্ডটা কাটিয়েই আসব। বল, রাজী?
  • dipu | ০৬ মে ২০০৯ ১৮:১৪ | 207.179.11.216
  • লোকটা গোল। খুব একটা উঁচুও নয়। রংটা সাদার দিকে। হাফপ্যান্ট আর টিশার্ট পরে থাকে। কি জাত জানিনা।
  • intellidiot | ০৬ মে ২০০৯ ১৮:১৩ | 220.225.245.130
  • দীপু এটা কেমনতর কথা হল বাপু? আমি বোকা হতে পারি কিন্তু কুকুর নই। আমাকে কেলালে ঐ কুকুরটা কিছুতেই হাগু বন্ধো করবে না, গ্যারান্টি
  • Arijit | ০৬ মে ২০০৯ ১৮:১৩ | 61.95.144.123
  • দুৎ - সেটা কুকুরকে নিয়ে থোড়াই। অবিশ্যি ইলেকশনের মার্কেটে সেরকম দাবিও করে ফেলতে পারে - কোন কুকুর মরে গেসলো বলে নাকি রবীন্দ্রনাথ কি একটা যেন গান লিখেছিলেন;-)
  • Bhuto | ০৬ মে ২০০৯ ১৮:১৩ | 203.91.206.167
  • শোন , আমাকে দুটো দিন তোর বাড়ি থাকতে দিবি? আমি সমাধান করে দেব, Me , Myaself and Irene স্টাইলে।
  • dipu | ০৬ মে ২০০৯ ১৮:১২ | 207.179.11.216
  • হুঁ, নাকে রুমাল চেপে হাঁটলেই হয়, কিন্তু তাই বলে লোকটা দিনের পর দিন এমন করে যাবে! কুকুর পুষেছ তুমি, আর হাগাবে আমার বাড়ির সামনে, এ কি ব্যাভার!!
  • Bhuto | ০৬ মে ২০০৯ ১৮:১২ | 203.91.206.167
  • ধ্যাত, ওটা একটু উল্টে যাবে

    আমার হলো শুরু
    তোমার হলে সারা
  • Bhuto | ০৬ মে ২০০৯ ১৮:১১ | 203.91.206.167
  • লিখেছেন,নিশ্চয় লিখেছেন।

    হাগুর পরে গ্যামাক্সিন বা নস্যি বা আতর ছড়াতে ছড়াতে লিখেছেন,

    তোমার হলো শুরু
    আমার হলো সারা
  • Arijit | ০৬ মে ২০০৯ ১৮:১০ | 61.95.144.123
  • এইটে নিয়ে রবীন্দ্রনাথ কোনো গান ল্যাখেন নাই?
  • Bhuto | ০৬ মে ২০০৯ ১৮:১০ | 203.91.206.167
  • দীপু, লোকটা কি লোকাল? মানে কন্নডিগা?
  • Arijit | ০৬ মে ২০০৯ ১৮:০৯ | 61.95.144.123
  • নাসারন্ধ্রে আতরযুক্ত তুলো গুঁজিয়া রাখো।
  • r | ০৬ মে ২০০৯ ১৮:০৮ | 198.96.180.245
  • একটা বৌদ্ধ সমাধানও বলতে পারিঃ গন্ধটা উপভোগ কর। বেশি চাপ নিও না। ;-)
  • Arijit | ০৬ মে ২০০৯ ১৮:০৭ | 61.95.144.123
  • ঠিক ঠিক - তাইলে আরো সোজা হয়ে গেলো - কয়েক কৌটো নস্যি কিনে ছড়িয়ে দাও;-)
  • r | ০৬ মে ২০০৯ ১৮:০৬ | 198.96.180.245
  • গান্ধীগিরি করতেই হলে হাগু করার সময় এক বালতি জল, একটি মগ, একটি সুগন্ধী সাবান ও এক প্যাক টয়লেট পেপার নিয়ে দাঁড়িয়ে থাকো।
  • kallol | ০৬ মে ২০০৯ ১৮:০৫ | 220.226.209.2
  • কুকুরেরা কিন্তু হিসু-হাগু নিয়ে খুব পসেসিভ। দেখিস না কত শুঁকে শুঁকে তবে ঠিক ঠাক জায়গায় হিসু-হাগু করে। তাই বলছিলাম কি, কুকুরটা ওর হাগু নিয়ে অচেনা লোকের ঘাঁটাঘাঁটি কি পছন্দ করবে ?
  • dipu | ০৬ মে ২০০৯ ১৮:০৩ | 207.179.11.216
  • ইন্টেলিকে পোচন্ড ক্যালানো হোক।
  • kallol | ০৬ মে ২০০৯ ১৮:০১ | 220.226.209.2
  • ঐ তো। ভালো উপদেশ দিলে লোকে দর নেয়।
  • intellidiot | ০৬ মে ২০০৯ ১৮:০১ | 220.225.245.130
  • গাঁধীগিরিঃ গোলগাল ভদ্রলোককে দেখিয়ে তুমি কুকুরের হাগু সাফ করতে থাকো। একদিন ওনার বিবেক নিশ্চই জাগ্রত হবে।
  • dipu | ০৬ মে ২০০৯ ১৭:৪৯ | 207.179.11.216
  • গ্যামাক্সিনের দর জানতে হবে।

    সিঁফোদার সলিউশনটায় কুকুর কি বুঝবে জানি না, কিন্তু পাড়ার লোক খুব একটা ভালো বুঝবে না।
  • Arijit | ০৬ মে ২০০৯ ১৭:৪৬ | 61.95.144.123
  • আমি চুলকুনির পাউডারের কথা ভাবছিলুম - ওই আবদুল্লার যেমন ছিলো (ল্যাণ্ড অব ব্ল্যাক গোল্ড)
  • kallol | ০৬ মে ২০০৯ ১৭:৪৪ | 220.226.209.2
  • দূর, ও কিচ্ছু না। লোকটা যেখানে ওর কুকুরকে পটি করায়, পুরো জায়গটা জুড়ে গ্যামাক্সিন ছড়িয়ে দে। তবে সেটা ঠিক পটি করানোর আগে আগেই করতে হবে।
  • Samik | ০৬ মে ২০০৯ ১৭:৪৪ | 122.160.41.29
  • আসলে ঐ বড় কুকুরটাই ছোট কুকুর।

    দীপু ভয় পেও না। তুমি বরম একটা ছোট কুকুর কেনো। ছোটো কুকুরটাই বড় কুকুর হবে।
  • Arijit | ০৬ মে ২০০৯ ১৭:৪১ | 61.95.144.123
  • তাইলে আরো সোজা রাস্তা হল এক প্যাকেট ভুঁইপটকা কেনা।
  • sinfaut | ০৬ মে ২০০৯ ১৭:৪০ | 203.91.207.30
  • কিংবা ভোর হওয়ার আগেই গাড়ু হাতে ওখানে বসে থাকো। ভদ্রলোকের কুকুর ঠিক বুঝবেন।
  • dipu | ০৬ মে ২০০৯ ১৭:৩০ | 207.179.11.216
  • কি সব সমাধানের ছিরি!
  • san | ০৬ মে ২০০৯ ১৭:২৮ | 12.144.134.2
  • অথবা নিজেই একটা বড় কুকুর কেন। ক্যলাকেলিটা কুকুরেরাই করে দেবে। তোমরা রিংএর বাইরে বসে দেখবে। পছন্দ হল না? তা হবে কেন।
  • Arijit | ০৬ মে ২০০৯ ১৭:২৭ | 61.95.144.123
  • বাঘের মতন তো? তুমি একটা সত্যি বাঘ পুষে ফ্যালো।
  • san | ০৬ মে ২০০৯ ১৭:২৭ | 12.144.134.2
  • ভোররাতে বরফগলা জলে চান কত্তে থাকো। সদ্দি বেশি হলে আর গন্ধ পাবেনা মনে হয়।
  • dipu | ০৬ মে ২০০৯ ১৭:২৪ | 207.179.11.216
  • কুকুরটার গতর বাঘের মত। লোকটাকে কিছু বলতে গেলে যদি তেড়ে আসে এই ভয়ে আমি এখনও নাকবুজে সবকিছু সহ্য করে চলেছি।
  • intellidiot | ০৬ মে ২০০৯ ১৭:২১ | 220.225.245.130
  • দুই প্রকার পন্থা অবলম্বন করে এই সমস্যার সুরাহা করা যেতে পারে, যথাঃ নেতাজীগিরি অথবা গাঁধীগিরি।

    এটা ছোটো প্রশ্ন হিসেবে উত্তর দিলাম। বেশি নম্বর থাকলে বিস্তারিত বিবরন দেবখনে ঃ-)
  • r | ০৬ মে ২০০৯ ১৭:১৬ | 198.96.180.245
  • তোমার জামাইবাবুকে বল বাঁদরের বৌকে ডেকে দিতে।
  • dipu | ০৬ মে ২০০৯ ১৭:১২ | 207.179.11.216
  • একটা গোলমত লোক হাফপেন্টুল পরে রোজ সকালে পোষা কুকুরকে আমার বাড়ির সামনে একটা বারোয়ারী জায়গায় হাগাচ্ছে। ঠিক দোরগোড়ায়ও নয় যে তেড়েফুঁড়ে আপত্তি করব, কিন্তু যেতে আসতে নাকে গন্ধ লাগছে। লোকটাকে কি ঢিট করা যায়?
  • intellidiot | ০৬ মে ২০০৯ ১৭:০৫ | 220.225.245.130
  • ** হয়নি
  • intellidiot | ০৬ মে ২০০৯ ১৭:০৪ | 220.225.245.130
  • আমার AI দিয়ে অরিজিতের লেখাটা থেকে যেটা বুঝলাম:

    ১। অরিজিত অর্ধ ক্যালাকেলি করেছেন।

    ২। অরিজিত ওর শালাকে "দিতে' পারেনি কারন বৌ সামলেছে।

    ৩। বাঁদরটাও কিছু করতে পারেনি, কারন তার বৌ সামলেছে।

    ৪। ২ ও ৩ একত্রে, মানুষ আর বাঁদরের বৌএর মধ্যে অদ্ভুত মিল।

    ৫। অরিজিতের গাড়ীর একটাও হ্যাপি বাড্ডে হয়ি্‌ন
  • d | ০৬ মে ২০০৯ ১৬:৫৬ | 144.160.5.25
  • পোষা বাঁদরও আসতেই পারে ..... আসাই উচিৎ। কিন্তু বাঁদরের বৌ??
  • san | ০৬ মে ২০০৯ ১৬:৫১ | 12.144.134.2
  • ঠিকই, মালিকের উপর আক্রমণ হলে পোষা কুকুর ছুটে আসে জানি। তবে পোষা (?) বাঁদরের বউ , মানে .....
  • r | ০৬ মে ২০০৯ ১৬:৪৯ | 198.96.180.245
  • তোমার শালাকে বাঁচাবার জন্য বাঁদরের বউ ছুটে এসেছিল? কি অদ্ভুত!
  • d | ০৬ মে ২০০৯ ১৬:৪৯ | 144.160.5.25
  • অজ্জিত আর সায়ন বেশ সম্ভাবনাময় "বে থে'। এরা "বে থে' হবার দৌড়ে বেশ এগিয়ে আছে। তবে কিনা .... আমাদের শমীক বেথেত্ব ব্যপারটাকে এমন উচ্চতায় পৌঁছে দিয়েছে যে অজ্জিতরা ঠিক সেই মানে পৌঁছাতে পারছে না।
    ঃ)))
  • san | ০৬ মে ২০০৯ ১৬:৪৯ | 12.144.134.2
  • নিজের শালা?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত