এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arijit | ০৪ মে ২০০৯ ১৬:৩৪ | 61.95.144.123
  • LIC-র একটা পেনশন স্কীম আছে/ছিলো - জীবন সুরক্ষা বলে (বছরে বারো হাজার না কত করে জমাবে, চাকরির শেষে প্রতি মাসে ওইরকম একটা অ্যামাউন্ট পাবে) - তার সঙ্গে এটার (নো রিস্ক অপশনের) কোনো তফাত আছে?
  • Arijit | ০৪ মে ২০০৯ ১৬:৩১ | 61.95.144.123
  • চার দুগুণে সাতটা মেল আদানপ্রদানের বেশি আমার দিক থেকে কিছুই হয় নাই। আমার দ্বারা আর কোনো কিছুই হবে কিনা সে বিষয়ে ঘোরতর সন্দেহ আছে। জাস্ট ইচ্ছে করে না কিছু করতে।
  • Samik | ০৪ মে ২০০৯ ১৬:৩০ | 122.160.41.29
  • রিটায়ারমেন্টের পর পেনশন পেতে চাইলে অবশ্যই বোঝার দরকার আছে। সরকারি কর্মচারী নিয়ে ঘর করি, লোভ তো জাগেই।
  • d | ০৪ মে ২০০৯ ১৬:২৫ | 144.160.5.25
  • হনু হ্যাভক খচেছে দেখে নির্মল আনন্দ পেলাম।
    যাইহোক শিশুদের বিভাগ/ পাতা/ সাইট কি হবে কিছুই তো ঠিক নাই এখনও, আর চেষ্টাও কিছু সার্ভে কিম্বা অমুকতমুক দেখে শুরু হয় নি। এখানেই একটা টই ও আছে ঐ নিয়ে। অজ্জিত আর রিমি কাজ করছিল ওটা নিয়ে। কদ্দুর কি এগিয়েছে, সেটা ওরাই বলতে পারবে।

    ভাল কথা, শমীক, এই পেনশনেয়্র হাতির মাথাটা কি আমাদেরও বোঝার দরকার আছে?
  • Blank | ০৪ মে ২০০৯ ১৫:৩০ | 203.99.212.224
  • সবার সেরা আমার হ্যালো টিউন টা। আজকাল ক্রেডিট কার্ড আর লোনের লোকগুলো কম জ্বালাতন করে
  • dipu | ০৪ মে ২০০৯ ১৪:৫৮ | 207.179.11.216
  • স্যান্দি, ইন্দিরানগরে বাবুমশাই কোথায় আছে জানো?
  • san | ০৪ মে ২০০৯ ১৪:৪৬ | 12.144.134.2
  • আমাকে রোজ অফিসের সহকর্মীর রিংটোনে সাঁইবাবার মহিমা শুনতে হয় । সে আবার আমার পাশেই বসে ঠিক ঃ-(((((

    আঃ কি দিলাম টা ভেবেই তো আম্মো লিখলাম , স্টৈকদা ঃ-)))))))
  • stoic | ০৪ মে ২০০৯ ১৪:৪১ | 160.103.2.224
  • ঠিক বলেছেন, নো ঝগড়া। ঝগড়া করলেই বৌদ্ধ বুকির প্রেডিকশন মিলে যাবে।
    অধঃপতন টা ইয়ার্কি করে বলা। অর্থাৎ আমার সোসিত জীবনের সোমবারের সকালে ভাটে এক লাইন লিখে 'আঃ, কি দিলাম' টাইপের চিপ থ্রিল পাওয়া। এই আর কি। ঃ)
  • Samik | ০৪ মে ২০০৯ ১৪:৩৭ | 122.160.41.29
  • শুধু রিংটোন? দিল্লি এসে শুনে যাও। কলার টিউনেও আছেন লতা মঙ্গেশকর গায়ত্রীমন্ত্র সহ, সাথে আছে হনুমানের ভজন, জয় গণেশো জয় গণেশো জয় গণেশো দেবা, আরও কত কী! গুরু গ্রন্থসাহিব পাঠও আছে রিংটোনে।
  • dipu | ০৪ মে ২০০৯ ১৪:৩৩ | 207.179.11.216
  • এই ফেক আইপিএল প্লেয়ারের ব্লগটি টোটাল মস্তি। এবারের আইপিএলের সবচেয়ে ভালো বিনোদন এইটাই।
  • san | ০৪ মে ২০০৯ ১৪:২৭ | 12.144.134.2
  • সাহিত্যিক অর ইকোনমিস্ট থেকে বুকি হওয়া 'অধঃপতন' কেন ?

    (নো ঝগড়া, অনলি কৌতুহল)
  • Arijit | ০৪ মে ২০০৯ ১৪:২৬ | 121.241.214.50
  • ফোর্থ টাইম। মা গো।
  • Arijit | ০৪ মে ২০০৯ ১৪:২৫ | 121.241.214.50
  • বাপের জম্মে গায়ত্রী মন্ত্র কারো রিংটোন হতে পারে ভাবি নাই। কান কটকট করছে - গত পাঁচ মিনিটে তিনবারের পর।
  • r | ০৪ মে ২০০৯ ১৪:২৪ | 125.18.104.1
  • বৌদ্ধ বুকি। ;-)
  • Tim | ০৪ মে ২০০৯ ১৪:২৩ | 71.62.2.93
  • দিন্নেই রাত্নেই, খালি সোসন আর সোসন। ঃ-(
    ঘুমোই।
  • stoic | ০৪ মে ২০০৯ ১৪:২২ | 160.103.2.224
  • ইকোনমিক্স, সাহিত্য, ফিলসফি, ত্রিপিটক থেকে শেষ পর্যন্ত বুকি ? এই অধঃপতন বুড়ো বয়সে দেখতে হল ? ঃ)
  • r | ০৪ মে ২০০৯ ১৪:১৬ | 125.18.104.1
  • আমি তো বুকি। আমার আবার পক্ষেবিপক্ষে কি?
  • san | ০৪ মে ২০০৯ ১৪:১০ | 12.144.134.2
  • একে তিন? কোত্থেকে টাকা পাবে র? মানে তোমার বিপক্ষে তো কাউকে থাকতে হবে , না কি ঃ-)
  • Arijit | ০৪ মে ২০০৯ ১৪:০৬ | 121.241.214.50
  • শনিবার রাতে বিএসএনএলের মিনিটে মিনিটে কেটে যাওয়া কানেকশনের মধ্যে একটা টই এবং ভাট অল্প কিছুদূর পড়ে আমারও কিছু কিছু কথা মনে হচ্ছিলো। গুচ সম্পর্কে একটা টানাপোড়েন তৈরী হচ্ছে।
  • dipu | ০৪ মে ২০০৯ ১৩:৫৯ | 207.179.11.216
  • ঃ-))

    শুধু ভাটিয়া৯ই নয়, নতুন টইটার ব্যাপারেও আমি আশাবাদী।
  • r | ০৪ মে ২০০৯ ১৩:৫৬ | 125.18.104.1
  • নেক্সট তিনদিন গুরুচন্ডালীতে প্রচন্ড ঝগড়া হবে। রেট একে তিন।

    শুক্কুরবারে বিষ্টির প্রেডিকশনটা দুদিন দেরিতে ফলেছে। এই প্রেডিকশনের ব্যাপারে আমি আশাবাদী। ;-)
  • stoic | ০৪ মে ২০০৯ ১৩:৪৬ | 160.103.2.224
  • বোধির হল কি ? মানডে ব্লুস ? ঃ)
  • h | ০৪ মে ২০০৯ ১৩:৪৪ | 203.99.212.224
  • ওকে, আমি ফাইনালি সিদ্ধান্ত নিলাম, গুরুচন্ডালি তে আর লিখবো না। দেখি, যে কোন মহান প্রতিজ্ঞার এটা কত তাড়াতাড়ি ভেঙ্গে ফেলতে পারি।
  • san | ০৪ মে ২০০৯ ১৩:৪২ | 12.144.134.2
  • বাই দ্য ওয়ে এবারের এডিটোরিয়ালটা আগেরগুলোর মত দারুণ মুচমুচে হয়নি (বলে আমার দাবি) ঃ-(
  • h | ০৪ মে ২০০৯ ১৩:৪২ | 203.99.212.224
  • এবং দমু বোধ হয় খেয়াল করে নি, আমি প্রয়োজনে, শিশুপাঠ্য আলাদা কোন পত্রিকা শুরু করার ব্যাপারে কোন আপত্তি করিনি। একটা অ্যাডালট স্পেসে, কাল্পনিক শিশু পাঠকের দোহাই দিয়ে মরাল ক®¾ট্রাল আসার একটা চান্স থাকতে পারে, এটা কেউ অস্বীকার করবে কী? জানি আনন্দবাজারে বা বাঙলালাইভে শিশু বিভাগ আছে বলে এইখানে আনলে ক্ষতি কী এইরকম একটা কথা বলা যাবে। আমার মতে অন্যদের মডেল ফলো করার মত সম্পাদকীয় চিন্তার দৈন্য গুরুচন্ডালি তে আশা করিনি বলেই এত ইমোশনাল ইনভেস্টমেন্ট। তো সেই ইনভেস্টমেন্টের ইনটারপ্রিটেশন যদি দাঁড়ায় শ্রী চরণ স্পর্শ দিয়ে একটা ক্রিয়েটিভ স্পেসকে ধন্য করার বা নিজের যশঃপ্রার্থনা, তাহলে আর কি , বিটার টেস্ট ইন মাউথ, এ ছাড়া আর কিছু বলার থাকে না।
  • h | ০৪ মে ২০০৯ ১৩:৩৪ | 203.99.212.224
  • শিশু বিভাগ লঞ্চ করার বিন্দুমাত্র সম্ভাবনা আছে জানলে এত আশা নিরাশা ইনভেস্ট করতাম না, এ ব্যাপারে আমার কোন সন্দেহ নাই অবশ্য।
  • h | ০৪ মে ২০০৯ ১৩:৩২ | 203.99.212.224
  • দমুর সার্কাজমটা র কোন দরকার ছিল না। শিশু বিভাগ ব্যাপারটা গুরুচন্ডালির আপাততঃ প্রকাশিত এডিটোরিয়াল ইন্টেন্টের সঙ্গে আদৌ মেলে না বলেই আমার যা মনে হয়েছে বলেছি। ইন্টেন্ট বদলে থাকলে আলাদা কথা।
  • Arijit | ০৪ মে ২০০৯ ১২:৫৭ | 121.241.214.50
  • (১) রেলিগেশন এড়াতে পারবে না
    (২) শিয়ারার শুরু থেকে বলেছে যে এটা শুধু আটটা ম্যাচের জন্যে
    (৩) রেলিগেশনের দায় শিয়ারারের নয় - ওই দায়টা অ্যাশলি, ডেনিস ওয়াইজ এট অল আর প্লেয়ারদের
    (৪) শিয়ারার থেকে যাবে - গুড চান্স ফর হিম
  • stoic | ০৪ মে ২০০৯ ১২:৪৫ | 160.103.2.224
  • কিন্তু প্রশ্ন হল, জর্ডিরা যদি রেলেগেশান অ্যাভয়েড করতে না পারে, তাহলে শিয়ারারের চাগরী কি থাকবে?
  • Arijit | ০৪ মে ২০০৯ ১২:৪০ | 121.241.214.50
  • না, আমিও আছি। কালকের ঝড়ে নেটওয়ার্ক কেবল ছিঁড়ে সব ডাউন। অন্য কোথা দিয়ে কি একটা রুটিং করে চালাচ্ছে। তবে খেলাধুলা শেষের মুখে, বেশ কিছুদিন চাপ চলবে - হয়তো রাণীর হেঁসেলে খেতে যেতে হতে পারে ফের কিছুদিনের জন্যে।

    কাল বিই কলেজ রিইউনিয়নে গেছিলুম - কেমন ম্যাদা মেরে গেছে - শুনশান কলেজ চত্বর। আগে পেল্লায় জাঁকজমক হত, পার্টিসিপেশনও বেশি হত। চেনা রাস্তাগুলোয় একটু হেঁটে এলুম - অনেক বদলে গেছে।
  • d | ০৪ মে ২০০৯ ১২:৩৭ | 203.143.184.11
  • গুরুতে যখন শ্রী শ্রী হনুর ফুটপ্রিন্ট প্রথম পড়ে, তখন ভাগ্যিস গুরুচন্ডা৯ সাময়িকীটির অস্তিত্ব ছিল। নাহলে ওটাও পড়ে লঞ্চ করতে চাইলে নির্ঘাৎ উনি প্রচন্ড ক্ষেপে যেতেন।
  • san | ০৪ মে ২০০৯ ১২:৩২ | 12.144.134.2
  • সকলে কি তিনদিনের ছুটিতে ঘুরে বেড়িয়ে ক্লান্ত? আমি একাই অফিসে বোর হচ্ছি? ঃ-(
  • dipu | ০৪ মে ২০০৯ ১১:৫৮ | 207.179.11.216
  • পিডিএফ ভার্সানে ত্ত, ত্র, ক্ত, ক্র ইত্যাদি আসে না। অথচ ট্ট আসে।
  • h | ০৪ মে ২০০৯ ১১:৫০ | 203.99.212.224
  • ও।
  • san | ০৪ মে ২০০৯ ১১:৪৯ | 12.144.134.2
  • বোঝার কিছু নেই হানুদা আমি মঃ করছিলাম। নাহলে তোমার দাবি তো দিনের আলোর মতই পরিষ্কার ঃ-)
  • h | ০৪ মে ২০০৯ ১১:৪৭ | 203.99.212.224
  • স্যানের প্রশ্ন টা বুঝলাম না।
  • dipu | ০৪ মে ২০০৯ ১১:৩৬ | 207.179.11.216
  • এই ওয়ার্ল্ড ডিজিটাল লাইব্রেরীটা চাড্ডি ছবিছাবায় ভত্তি করে রেখেছে। সব বই ডাউনলোডও কত্তে দিচ্ছে না ঃ-(
  • san | ০৪ মে ২০০৯ ১১:৩৫ | 12.144.134.2
  • সাময়িকী ছাড়া অন্য অন্য অংশে, মানে এই ভাট কিম্বা টইতে দলে দলে শিশুর অনুপ্রবেশ ঘটলে হানুদার আপত্তি নেই বলছ? ;-)
  • Tim | ০৪ মে ২০০৯ ১১:৩১ | 71.62.2.93
  • অ্যাডাল্ট সাময়িকী? !! ঃ)

    শিশু বিভাগ হলেও সেটার লিংক প্রথম পাতায় ঠিক মানাবে না। শিশুবিভাগের লিংক, আবার পাশেই কোথাও সরোজিনী শুয়ে আছে..... এইটা এট্টু কেমন যেন। ঃ-))))
  • h | ০৪ মে ২০০৯ ১১:২৫ | 203.99.212.224
  • গুরুচন্ডালি কে একটা অ্যাডাল্ট সাময়িকী হিসেবেই দেখতে চাই।
  • h | ০৪ মে ২০০৯ ১১:২২ | 203.99.212.224
  • এই শিশু বিভাগ কেসটা কি আদৌ না করলেই নয়। আমার কাছে এটা একেবারেই আপদ।
  • h | ০৪ মে ২০০৯ ১১:১৯ | 203.99.212.224
  • পোবোন্দোর চাহিদা দেখে খুশি হয়েছিলাম। শিশু বিভাগের জন্য সাংগঠনিক উৎসাহ দেখে পুরো ফিউজ হয়ে গেলাম। শিশু/কিশোর ইত্যাদিদের জন্য যদি পত্রিকা করতেই হয়, আলাদা করে একটা সামায়িকী করা হোক। এটা আমার ব্যক্তিগত মত।
  • h | ০৪ মে ২০০৯ ১১:০৪ | 203.99.212.224
  • শারিয়া ফাইনান্সের কিছু ডিটেল নিয়ে এল আর বি তে জেরেমি হার্ডিং একটা প্রবন্ধ লিখেছেন। কেউ ইন্টারেস্ট পাইলে পড়ে দেখতে পারো।
  • dipu | ০৪ মে ২০০৯ ১০:২৭ | 207.179.11.216
  • কেন?
  • sinfaut | ০৪ মে ২০০৯ ১০:২০ | 203.91.207.30
  • কি আরাম।
  • Bratin | ০৪ মে ২০০৯ ০৭:৩১ | 117.194.96.232
  • কালকের জমাটি বৃষ্টির পরে জনগন এত চুপচাপ কেন??
  • Tim | ০৩ মে ২০০৯ ২০:৪১ | 71.62.2.93
  • আমি তো প্রথম থেকেই জানি ওগুলো আসলে গু না। কোটেশন টাইপের কিছু। কেমন বুদ্ধি করে ইগনোর কল্লুম!
  • h | ০৩ মে ২০০৯ ১২:৫১ | 61.95.144.10
  • হাহাহাহা। এইটা আমারো হয়েছিল। কি যেন একটা লিখতে গিয়ে, বার বার গু এসে যাচ্ছিল। হাহাহাহাহা। ফ্যান্টাসটিক। কি কল করেচে। হাহাহাহাহাহাহা। ব্যাপক।হাহাহাহা, হেবি দিয়েছে এটা। হাহাহাহা
  • a x | ০৩ মে ২০০৯ ১২:২৯ | 75.53.196.7
  • গুটা আম্মো দেখে বলতে যাচ্ছিলাম। কিন্তু একটু খেপে খেপে না বললে তো আবার ক্ষেপে...
  • dipu | ০৩ মে ২০০৯ ১২:১৬ | 121.243.161.234
  • কজনের এ সৌভাগ্য হয়?!
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত