অমর্ত্য সেন নোবেল পেয়ে যাওয়াতে এক মাত্তর দুঃখু মনে হয় আমি পেয়েছিলুম ঃ(
san | ২৯ এপ্রিল ২০০৯ ০০:১২ | 123.201.53.131
ধুস কি অ্যান্টিক্লাইম্যাক্স। ঘুমোতে যাই। কেউ হার্ট হয়ে থাকলে অনিচ্ছাকৃত ছিল। বাইবাই।
Ishan | ২৯ এপ্রিল ২০০৯ ০০:১১ | 12.163.39.254
মার্কস-এঙ্গেলস-লেনিন পুলিশ ডাক্তার আইপিএস/আইএ এস প্রফেসর এবং নোবেল লরিয়েটদের তো আমরা সব্বাই পোচ্চুর সম্মান দিয়ে থাকি। অমর্ত্য সেন নোবেল প্রাইজ পাবার পর থেকেই দেখছি, হক্কলে কাঁড়ি কাঁড়ি অমর্ত্য সেন কোট করে।
এরে কয় ল্যালাপনা। আমরা হক্কলেই ল্যালা। ঃ)
pi | ২৯ এপ্রিল ২০০৯ ০০:১০ | 69.255.233.93
গান কি নাটক করার জন্য বাড়ি ছাড়ছে, তাতে সিমপ্যাথি দেখিয়ে গ্লোরিফিকশনের পার্সোন্যাল প্রেফারেন্স থাকতেই পারে, তাতে আপত্তি নাই তো। অন্য প্রফেশান কে খাটো না করলেই হল।
arjo | ২৯ এপ্রিল ২০০৯ ০০:০৬ | 168.26.215.13
মানে আমি মনে করি ছেলেদের জন্যও পড়ানোর চাকরীই সবথেকে ভালো। এই নতুন পে কমিশন হবার পরে তো বটেই। (কি অ্যান্টিক্লাইম্যাক্স ঃ)))))
কাজের নিরাপত্তা, কাজের ডিম্যান্ড, কম্যুনিটির সোশ্যাল ও মরাল ভ্যালু, সোশ্যালি কতটা প্রোডাক্টিভ কাজ, আরো অনেক কিছু বার হবে। এবং জায়গা বুঝে বদলাবেও।
Arpan | ২৮ এপ্রিল ২০০৯ ২৩:৫৯ | 122.252.231.12
স্যান একটু অনলাইন হবে? একটা কথা শুধানোর ছিল।
san | ২৮ এপ্রিল ২০০৯ ২৩:৫৬ | 123.201.53.131
আছে তো, খুব ভাল লজিক আছে। তবে সে লজিকের কেন্দ্রে এমন একটি অ্যাজাম্পশান আছে যা ভাবলে মাথা থেকে পা জ্বলে যায়। মানে যেত।
pepe | ২৮ এপ্রিল ২০০৯ ২৩:৫৫ | 165.91.215.12
আমি টিচার হলে প্রচুর পেটাতাম ঃ)
Blank | ২৮ এপ্রিল ২০০৯ ২৩:৫৪ | 59.93.255.216
না না, সব মেয়েদের পড়ানো উচিৎ। আর ছেলেদের পড়ানো উচিৎ না। ছেলে গুলো বড্ড মারে, মেয়ে টীচার রা অনেক্ক্ক্ক কম মারে। ম্যাক্সিমাম ক্লাসের বাইরে বার করে দেয়। তাইলেই টোটাল মস্তি
pepe | ২৮ এপ্রিল ২০০৯ ২৩:৫৩ | 165.91.215.12
কি লজিক? আমিও ছোট থেকে এসব শুনতে শুনতে হেজে গেছি ঃ(
arjo | ২৮ এপ্রিল ২০০৯ ২৩:৫১ | 168.26.215.13
এটার মধ্যে মনে হয় ডিসক্রিমিনেশন ছাড়াও অন্য একটা লজিক আছে। (বেশ ভয়ে ভয়ে বললাম)।
san | ২৮ এপ্রিল ২০০৯ ২৩:৪৯ | 123.201.53.131
মাইরি 'মেয়েদের জন্য' পড়ানোর চাকরির মত কিছু হয়না এ রাত্রিদিন শুনতে শুনতে তিতিবিরক্ত আমি ছোটবেলাতেই ঠিক করে ফেলেছিলাম বড় হলে খবরের কাগজ বেচব বা ঠোঙা বানাব তবু স্কুল কলেজে পড়াব না ঃ-)
(ওগুলো কাজ খারাপ নয়, তবে পেট চলে না তো, সেই সেন্সে তবু বলা)
ডাইগ্রেস করার জন্য সরি ঃ-)
a x | ২৮ এপ্রিল ২০০৯ ২৩:৪৫ | 143.111.22.23
এই যেমন "মেঘে ঢাকা তারা"তে শঙ্কর (অনিল) গায়ক হয়ে নাম করবে বলে ইররেস্পনসিবলের মত বাড়ি থেকে বেরিয়ে গেল। গিয়ে ঋত্বিকের সিম্প্যাথি পেল। যদি সে ব্যবসা করে টাকা করব তবে বাড়ি আসব বলে বেরোত, পেত ঋত্বিকের সিম্প্যাথি? ঃ-)
san | ২৮ এপ্রিল ২০০৯ ২৩:৪৪ | 123.201.53.131
আচ্ছা জয়েন্টের কথা। আমি ভাবলাম তুমি বলছ যে কাজগুলোতে কম স্কিলসেটের দরকার সেগুলোর তেমন সম্মান নেই আর কি। ব্যবসা তো সত্যিই আমাদের কমিউনিটিতে বিশেষ সম্মানজনক নয়।
Blank | ২৮ এপ্রিল ২০০৯ ২৩:৪০ | 59.93.255.216
আর কত্ত কত্ত 'নোবেল প্রফেশনের' কথা ছোট বেলায় পড়েছি। সেসব প্রফেসানে গেলে ত্যাজ্য পুত্তুর করা হতো হয়তো ঃ)
এমনকি আরো আগে, 'ও কালেজে পড়ায় !!' ব্যপারটা ছিলো। ওর চেয়ে 'সওদাগরি আপিসে' মোটা মাইনের চাকুরির দাম ছিলো বেশী।
a x | ২৮ এপ্রিল ২০০৯ ২৩:৩৫ | 143.111.22.23
না তো স্কুল টীচারদের "নোবেল প্রফেশন" বলা হত। সে তুমি যাই পয়সা পাও। আর "মেয়েদের জন্য" খুবই সম্মানজনক কাজ ওটা।
san | ২৮ এপ্রিল ২০০৯ ২৩:৩৪ | 123.201.53.131
সে আবার কি, ব্যবসায় স্কিল লাগেনা? ঃ-০
san | ২৮ এপ্রিল ২০০৯ ২৩:৩৩ | 123.201.53.131
হ্যাঁ রে ভাই মধ্যবিত্ত বাঙালী। তবে অবভিয়াসলি ওটা আমার অবজার্ভেশন। শুধু নিরপেক্ষ অবজার্ভেশনও নয়, কখনো সখনো ভিক্টিম হয়েই। 'ছ্যা ছ্যা প্রফেসরের মেয়ে হয়ে শেষে বিপিও !' এই রকম আর কি।
Blank | ২৮ এপ্রিল ২০০৯ ২৩:৩৩ | 59.93.255.216
পয়সাটা উড়িয়ে দেওয়ার ব্যপার না। আগে স্কুল টীচারদের মোটেই খুব উঁচু স্তরে দেখা হতো না। আজকাল দেখা হয়, আর ছেলে পিলে রীতিমতন SSC তে বসবে বলে কোচিং এ যায়।
Arpan | ২৮ এপ্রিল ২০০৯ ২৩:৩২ | 122.252.231.12
শিডিউল কাস্ট মানে ওঁচা ছাত্র এই ধারণাটা হয় সংরক্ষণের আওতায় এসে সুযোগ পেলে। আমার জানা দুইজন ছাত্র ছিল যারা কোটার সুযোগ পেয়েও নেয়নি। তাদেরকে কেউ ওঁচা বলেও মনে করত না।
কিন্তু আমাদের একশজনের ক্লাসে এক চতুর্থাংশের মত সংরক্ষণের মাধ্যমে আসা ছেলে ছিল। তারা ওঁচা নয় এমন প্রমাণ পাইনি। হতে পারে খুব ছোট আর বায়াস্ড স্যাম্পল।
ডিঃ এর সাথে 'সোনার চাঁদ' ইত্যাদি বলার সমর্থন খুঁজবেন না। জাতের বিচারে সংরক্ষণের বিরোধিতা করলেও ঐ নামে ডাকা আমার পক্ষে চাপের আছে।
arjo | ২৮ এপ্রিল ২০০৯ ২৩:৩১ | 168.26.215.13
আরে লোকটা কে বলবে তো?
pi | ২৮ এপ্রিল ২০০৯ ২৩:৩১ | 69.255.233.93
লোকে মনে করে এই 'ফ্যাক্ট' টা নিয়েই তো আপত্তি ও তর্কের শুরু ঃ)
a x | ২৮ এপ্রিল ২০০৯ ২৩:৩০ | 143.111.22.23
ডাক্তার, ইঞ্জিনীয়ার এগুলো তো সত্যিই স্কীলড লেবার রে ভাই। তার সাথে পসারও আছে। কিন্তু পসারই সব না। ডাক্তার মানে তার সমাজে একটা "পজিশন" আছে, এইটা চলে বাজারে। আমি এটাতে অবশ্যই আপত্তি করি।
arjo | ২৮ এপ্রিল ২০০৯ ২৩:২৯ | 168.26.215.13
লোকে মানে কি মধ্যবিত্ত বাঙালী?
san | ২৮ এপ্রিল ২০০৯ ২৩:২৮ | 123.201.53.131
কেউ ভুল বুঝবেন না, কলেজের প্রফেসারদের আমি বিপিওকর্মীদের থেকে উন্নত মনে করা 'উচিত' এরকম বলছিনা। কিন্তু লোকে মনে করে এটা ফ্যাক্ট। সেটাই বলছি।
a x | ২৮ এপ্রিল ২০০৯ ২৩:২৭ | 143.111.22.23
আরো আছে ছেলে বাংলা পড়ায়? সংস্কৃত পড়ায়? ছ্যা ছ্যা এর চেয়ে আলু বেচা ভালো (এটা সিরিয়াসলি আমার চেনা এক বামপন্থী ভদ্রলোক নিজের ছেলের সম্বন্ধে বলেছিলেন খুবই দুঃখের সাথে)।
ব্যবসা, বিপিও আর প্রফেসরের ক্ষেত্রে আমি পাই-এর সঙ্গে সম্পূর্ণ একমত ঃ)))
a x | ২৮ এপ্রিল ২০০৯ ২৩:২৪ | 143.111.22.23
কোনটা ঐ ব্যবসার কথাটা? ন্যাকাইপনা হোক যাই হোক, টাকা বেশি পেলেই সেটাতে দলে দলে যায় এটা যে ঠিক না, সেটা দেখাতে ওটা বলা।
Blank | ২৮ এপ্রিল ২০০৯ ২৩:২৩ | 59.93.255.216
ব্যাবসা (বিজনেস বলতে হয়), খুব ই আনসার্টেন ব্যপার তো, ওটা তাই খুব বেশী চালানো যায় না।
san | ২৮ এপ্রিল ২০০৯ ২৩:২৩ | 123.201.53.131
না ব্ল্যাংকি শুধু পয়সা আর মাইনে দিয়ে সব হয়না। তাহলে কলেজের প্রফেসর আর বিপিওকর্মীদের লোকে এক চোখে দেখত। দেখে না।
pi | ২৮ এপ্রিল ২০০৯ ২৩:২২ | 69.255.233.93
উহা বাঙ্গালীজাতির ন্যাকাইপনা ঃ)
a x | ২৮ এপ্রিল ২০০৯ ২৩:২১ | 143.111.22.23
প্রয়োজনীয় কাজ কখনও যাঁরা আর বাকি সব সুযোগ পান, তাঁদের প্রেফারেন্স হয়না?
Arpan | ২৮ এপ্রিল ২০০৯ ২৩:১৯ | 122.252.231.12
স্যানঃ কখনো যাইনি। পয়লা মে যেতে পারি।
Binary | ২৮ এপ্রিল ২০০৯ ২৩:১৭ | 198.169.6.69
বল্লামতো অশ্রদ্ধাটা 'উড়ে' শব্দে, আর এরা কুক ছাড়া কিছু হয় না, এই ধারণাটায়।
অনেকে বলে, দক্ষিণ ভারতীয়রা, আলবাল কলেজ থেকে পাশ করে দলে দলে আইটি-তে ঢোকে আর কিছুই জানে না, তারাও ঐ একই সুপিরিয়ারিটি ইনস্টিংটে ভোগে।
a x | ২৮ এপ্রিল ২০০৯ ২৩:১৬ | 143.111.22.23
সেকি তাইলে বাঙ্গালী বাবা মা যে ছেলে কলেজে পড়ায় বলে বুক ফোলায় অ্যাস অপস্ড টু ছেলে ব্যবসা করে?
pi | ২৮ এপ্রিল ২০০৯ ২৩:১৬ | 69.255.233.93
দমদি আর বাইনারীদা, আমার ডিঃ দেওয়া উচিত ছিল যে উড়ে , পাঁইয়া, মেরো এইসব শব্দ নিয়ে আপত্তি নিয়ে কোনো আপত্তি ই আমার নাই। আমার পোস্ট টা ও নিয়ে ছিল ও না। হ্যাঁ, উড়ে মানেই কুক এটা ঠিক না তো বল্লাম, ঐ অন্যায্য টাইপিফিকেশন। কিন্তু কুক বলেই অশ্রদ্ধার, সেই পয়েন্টাতে আপত্তি।
আর 'বেশি কিছু' নিয়ে আমার ও প্রশ্ন রইলো। কোন কাজে স্কিলসেট কম লাগলেই , মানসিক শ্রম কম লাগলেই,বা তাতে আমার ব্যক্তিগত প্রেফারেন্স না থাকলেই সেটা অশ্রদ্ধার তো হয়ে যায় না। সব চেয়ে বড় কথা, কাজগুলো ভীষণ ভাবে প্রয়োজনীয়।
Blank | ২৮ এপ্রিল ২০০৯ ২৩:১৫ | 59.93.255.216
ধুস, স্কীলসেট টেট কিস্যু না। দারোয়ান ও যদি সফোদের মতন মাইনে পেতো, তো প্রচুর ছেলে পিলে দারোয়ান হতে চাইতো। বাপ মা রা দারোয়ান হবার কোচিং ক্লাসে ভর্তি করাতো। পাড়ায় পাড়ায় ইনস্টিটিউট তৈরী হতো।
a x | ২৮ এপ্রিল ২০০৯ ২৩:১৫ | 143.111.22.23
ওকে, তাহলে সব কাজের "মান" এক না?
Binary | ২৮ এপ্রিল ২০০৯ ২৩:১৩ | 198.169.6.69
সব কাজের মান সমান হতেই পারেনা, যেমন, ইয়েস স্কীলসেট, যেটা যে তৈরী করেছে। রাধুঁনী আর রং মিস্ত্রি-র স্কিলসেট একই। কিন্তু ডাক্তারের স্কীলসেট বেশী। আমরা নিজেদের ছেলেমেয়েদের স্কীলসেট বেশী করতে উৎসাহ দিই মাত্র।
এর সঙ্গে প্রফেশনের প্রতি শ্রদ্ধা-অশ্রদ্ধার কোনো সম্পক্ক নেই।
a x | ২৮ এপ্রিল ২০০৯ ২৩:০৮ | 143.111.22.23
বললাম যে স্কীলসেট বেশি। আমি মনে করি দারোয়ানের চেয়ে রাঁধুনির স্কীলসেট বেশি। বা ঘরমোছার মানুষটির চেয়ে রোগীর সেবা করা আয়াটির বেশি।
তারমানে এই নয়, যখন কথা বলছি বা ভাবছি তখন একজনের প্রতি অনেক বেশি অশ্রদ্ধা রাখছি কম্পেয়ার্ড টু দ্য আদার।
a x | ২৮ এপ্রিল ২০০৯ ২৩:০৬ | 143.111.22.23
যেদেশে এগুলো বেশি বলা হয়, অর্থাৎ অ্যাপারেন্টলি সোশ্যালিস্ট দেশ, যেখানে সব কাজেরই সমান মান বলে দেখানো হয়, সেখানেও এটা যাস্ট লিপ সার্ভিস দেওয়া হয়। সেখানেও ডাক্তার আর জ্যানিটরের মধ্যে তফাৎ করা হয়।
প্রশ্নটা কাজের লেভেলে অশ্রদ্ধার হওয়া উচিৎ না। প্রশ্নটা হওয়া উচিৎ কে কি কাজ করছে সেই বিচারে ব্যক্তি মানুষটিকে অশ্রদ্ধা করার।
Binary | ২৮ এপ্রিল ২০০৯ ২৩:০৪ | 198.169.6.69
দারোয়ানের কাজের 'বেশী কিছু' মানে কি ? 'কম কিছু'র বেঞ্চমার্কটাই বাকি ?
আমরা চাপ খাই, খাওয়া উচিত নয়। আর ২১বছরের ছেলে/মেয়ের কথায় চাপ খাওয়ার আমরা-ই বা কে ?
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন