এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Bratin | ২৩ এপ্রিল ২০০৯ ১২:৪৪ | 117.194.98.118
  • সেকি?? সবে তো ১২ঃ৪৬!! কালকে কখন ফিরেছো?
  • Bratin | ২৩ এপ্রিল ২০০৯ ১২:৪৩ | 117.194.98.118
  • দ, জিন্দাবাদ!!ঃ-)))
  • Blank | ২৩ এপ্রিল ২০০৯ ১২:৪৩ | 59.93.220.121
  • গুড মর্নিং সক্কলে। এবারে আমি আপিস যাবো।
  • d | ২৩ এপ্রিল ২০০৯ ১২:৪১ | 117.195.36.23
  • হুঁ আমার অনেকদিনের একটা অনুমান আজ মিলে গেল। অনেকদিন থেকেই ভাবতাম যে স্যান নির্ঘাৎ "একমাত্র সন্তান'। মানে সিঙ্গল চাইল্ড সিনড্রোমটা বেশ প্রকট হয় কখনও সখনও।
    এখন নিজের বুদ্ধির ওপরে আস্থাটা বেশ ফুলেফেঁপে গেল। ঃ)

    এই আনন্দে গিয়ে এট্টুক "মস্তানি' মেরে আসি।

    পামিতা,
    আরেকটা ব্যপার হল, শিশুরা কিন্তু দিব্বি বোঝে বাবা মা'কে কি কি ভাবে বেশ জব্দ করা যাবে।
  • san | ২৩ এপ্রিল ২০০৯ ১২:৪০ | 12.144.134.2
  • রাদার এইভাবে আমার বলা উচিত ছিল। এক আধবার বিচ্যুতি বা অধৈর্য বা হোয়াটেভার জীবনের কোন ক্ষেত্রে লোকের হয়না? তবে মারধোর 'অভ্যেসের' পর্যায়ে চলে যাওয়া তো কাজের কথা না, তখন পুলিশ আসা খারাপ না।আনফর্চুনেটলি কত লোকে তো অভ্যেসটাকে নর্মাল অভ্যেস ভাবে ঃ-(
  • a x | ২৩ এপ্রিল ২০০৯ ১২:৩৭ | 99.152.72.73
  • না না পূর্ণ সমর্থন। দুচারটে চড় থাপ্পর আমি এখানে লোকজনকে হাইলি মারতে দেখেছি। আমার স্প্যানিশ বান্ধবী রেগুলার রেটে তার ছেলেকে পাছুতে থাবড়া মারে, সে তাই এখন কোনো দুষ্টুমি করলে নিজেই নিজের পাছুতে ছোট ছোট থাবড়া মেরে মার দিকে তাকিয়ে মিটি মিটি হাসে।

    হ্যাঁ ডিসিপ্লিন জিনিসটা খুব একটা সোজা না। তারপর আবার যদি একজন ডু আরেকজন আনডু এই চলে :-|
  • san | ২৩ এপ্রিল ২০০৯ ১২:৩৩ | 12.144.134.2
  • হ্যাঁ হ্যাঁ, সে তো ঠিক, আম্মো 'থিওরেটিকালি' একমত। তাবলে প্র্যাকটিকালি কি করে দেখেছি নাকি? ছোট ভাইবোন থাকলেও না হয় হত।
  • Bratin | ২৩ এপ্রিল ২০০৯ ১২:৩৩ | 117.194.98.118
  • আমি ও বানাতাম অরিজিত। তা এক বার কি হল । আমার ছিলা ছিন্ন ধনুক টা ( মানে basically বেশ দামড়া type র একটা বাঁশের লাঠি।) অব্যবহৃত অবস্থায় পরে ছিল। সেই টা করে বাবা এক দিন সাংঙ্ঘাতিক পিটিয়েছিলেন। আমি দারুন শান্ত শিষ্ট ছিলাম তো!!

    জীবনে ঐ এক বার ই।

    তারপর থেকে আর ঐ রিস্ক নিই নি ঃ-))
  • Paramita | ২৩ এপ্রিল ২০০৯ ১২:৩৩ | 216.10.193.21
  • ব্রতীন, আমরা তো কোন রেফারেন্স নিয়ে যাই না(তবে বই কিনতে চাই সেটা ব্যক্ত করি), কাজেই আমাদের দিলে সবাইকেই ঢুকতে দেওয়া উচিত..
  • sayan | ২৩ এপ্রিল ২০০৯ ১২:২৯ | 160.83.96.82
  • কোনটা কার হাতপাখা খুব সহজেই চেনা যেত।

    পাখার প্রান্তে কাপড়ের ঝালর লাগানো - দিদুন
    পাখায় ডটপেন দিয়ে চিত্রকলায় ভর্তি - দিদিভাই
    পাখার পাতার প্রান্তগুলো খ্যাংরা টাইপের - মা (তোলা উনুনে হাওয়া দিতে দিতে অমন অবস্থা)
    একেবারে মুড়োনো হাতপাখা, শুধু বাঁটটা রয়েছে - পিতাশ্রী (আমার ধোলাইয়ের সময় পাকড়াতে সুবিধে হত)
  • Paramita | ২৩ এপ্রিল ২০০৯ ১২:২৯ | 216.10.193.21
  • এক বন্ধুর বাচ্চা "পিজ্জা খাবো" বলে এমন চিৎকার চেঁচামেচি করছিল যে পুলিশ এসে হাজির। এদিকে তখন রাত হয়ে গেছে, পিজ্জার দোকান বন্ধ, সেও কিছুতেই নড়বে না। পুলিশ ফাইনালি তেমন ঝামেলা করে নি কিন্তু করতেই পারতো। আমারই নিজেরই কতবার হয়েছে পার্কিং লটে হাত ছেড়ে মেয়ে এমন ছুট লাগিয়েছে যে গাড়ি চাপা পড়ে আর কি - তখন আর্তনাদসহ গিয়ে কড়া করে হাত ধরতে শুনতে হয় "ইউ আর হার্টিং মি" - ভাগ্যে এখনও পুলিশকে কল করতে জানে না।

    স্যান, আমি ঠিক জানি না। থিওরেটিকালি আমি একমত যে বাবা-মার একবারের জন্যও গায়ে হাত তোলা উচিত নয়। জানি এই নিয়ে হয়তো একটাও সমর্থন পাবো না কিন্তু বাপ-মার ধৈর্যের পরীক্ষার থ্রেশহোল্ড সবসময় অসীম হবে এটা আশা করাও প্র্যাগম্যাটিক নয়। সেইরকম "বিচ্যুতি"-তে একেবারে দোরগোড়ায় পুলিশ এসে যাবে - এদেশের এই ব্যবস্থাটা একটু বাড়াবাড়ি মনে হয়।
  • arjo | ২৩ এপ্রিল ২০০৯ ১২:২৮ | 24.42.203.194
  • তাই বোধহয় হবে। নাঃ যাই, বাব্বাই।
  • d | ২৩ এপ্রিল ২০০৯ ১২:২৬ | 117.195.36.23
  • যাঃ ঘুমের মধ্যে আজ্জোর পিঠ চুলকুচ্ছে, তাই দেয়ালা কচ্ছে। ঃ))
  • san | ২৩ এপ্রিল ২০০৯ ১২:২৫ | 12.144.134.2
  • আজ্জোদা মনে হয় স্বপ্নের মধ্যে কথা বলছে
  • arjo | ২৩ এপ্রিল ২০০৯ ১২:২৪ | 24.42.203.194
  • পৈতে, পৈতে, খড়খড়ে দেয়াল।
  • d | ২৩ এপ্রিল ২০০৯ ১২:২৩ | 117.195.36.23
  • হাতপাখা খুবই স্থিতিস্থাপক। কিছুতেই ব্যাটারা ভাঙত না।
  • sayan | ২৩ এপ্রিল ২০০৯ ১২:২২ | 160.83.96.82
  • পুরীর সেই লালনীল ডোরাকাটা নাজুক লাঠিগুলো আমার পিঠে কম্প্যাটিবল ছিল। হাতপাখা একটা অন্য লেভেলের জিনিস।
  • arjo | ২৩ এপ্রিল ২০০৯ ১২:২১ | 24.42.203.194
  • কিছু না। ঘুম নেই। রাত। জেগে।
  • Arijit | ২৩ এপ্রিল ২০০৯ ১২:১৮ | 61.95.144.123
  • তালপাতার পাখা, পুরীর লাঠি - আমার আবার আরো অনেককিছু ছিলো - কঞ্চি দিয়ে ধনুক বানাতুম যে ঃ-(
  • Bratin | ২৩ এপ্রিল ২০০৯ ১২:১৭ | 117.194.98.118
  • আর্য র আবার কি হল??
  • Arijit | ২৩ এপ্রিল ২০০৯ ১২:১৭ | 61.95.144.123
  • ও বাবা - সেই ঋতির যেবার হাতে গরম জল পড়ে পুড়ে গেলো বর্ডার জেনারেলে কত্ত কোশ্চেন - কি করে পুড়লো, তোমরা কে কোথায় ছিলে, ফ্যামিলিতে আরো কোনো পোড়ার হিস্টরি আছে কিনা ইত্যাদি ইত্যাদি - তাও একাধিকবার। ঋকেরও তো পোড়ার হিস্টরি ছিলো - আমরা ভাবছিলুম এই বুঝি ভরে দিলো!
  • Bratin | ২৩ এপ্রিল ২০০৯ ১২:১৭ | 117.194.98.118
  • দারুন তথ্য।

    বেটার ছেলে রা আমাকে ২৫% ছাড় দেয়। আর ভেতরে ঢুকতে দেয় না। এবারে গিয়ে মজা দেখাচ্ছি ঃ-))
  • arjo | ২৩ এপ্রিল ২০০৯ ১২:১৭ | 24.42.203.194
  • ভগমান কাল আমাকে রক্ষা করুন।
  • sayan | ২৩ এপ্রিল ২০০৯ ১২:১৫ | 160.83.96.82
  • উফ্‌ সেই তালপাতার হাতপাখাগুলো ...
  • Bratin | ২৩ এপ্রিল ২০০৯ ১২:১৩ | 117.194.98.118
  • @পারমিতা , সবাই কে দেয় কি? আমি তো বেশ কিছু দিন ধরে যাচ্ছি। ঠিক জানি না।

    তবে এবারে "দেব সহিত্য কুটির' এ ঢুকতে দিয়েছিল । মনের আনন্দে পুরোনো "পুজো -বার্ষিকী' গুলো নাড়াচাড়া করলাম । আর যে গুলো নেই সেগুলো কিনলাম ঃ-))
  • a x | ২৩ এপ্রিল ২০০৯ ১২:১২ | 99.152.72.73
  • জোরে বকলেও পুলিশে নাক গলায়?
  • san | ২৩ এপ্রিল ২০০৯ ১২:১০ | 12.144.134.2
  • এহে প্রথম কথায় আই বেগ টু ডিফার। 'বেতের বাড়াবাড়ি' কেন একটি বেত পড়াও অন্যায় বলে মনে করি। আর গায়ে হাত তুললে পুলিশের ডেফিনিটলি নাক গলানো উচিত। আমার মতে আর কি।

    পরেরটা নিয়ে, ইয়ে মানে, বাচ্চাদের ডিসিপ্লিনড করানো নিয়ে ঠিক কোনো আইডিয়া নেই ঃ-))))
  • Arpan | ২৩ এপ্রিল ২০০৯ ১২:১০ | 122.252.231.12
  • ও তো চিরকালই হত। খুব ছোটবেলাতেই তো সেই সিংহ ও চাওলার জোকটা চালু ছিল। ঃ-)
  • d | ২৩ এপ্রিল ২০০৯ ১২:১০ | 117.195.36.23
  • এইরে! যত ভাবি কোন বিতর্কিত বিষয়ে জড়াবো না ......
    দে'জ এ কোন বই হাতে নিয়ে দেখার সুযোগ নে এটা ব্রতীন কোত্থেকে পেলেন? আমি তো গেলে দে'জ এই যাই। ভেতরে ঢুকে গিয়ে যথেচ্ছ বই দেখি। তবে হ্যাঁ দোকানটা বড় ঘুপচি আর এসিও নেই বটে। আর আ পা বা দে'জ ছাড়াও আরো বেশকিছু দোকান আছে তো যারা ভাল ভাল বই রাখে।
  • Arpan | ২৩ এপ্রিল ২০০৯ ১২:০৯ | 122.252.231.12
  • ডিপেন করে বেঞ্চে আছে কি নেই। ঃ-)

    এইবারে বাজারে না গেলে পিঠে পাখার বাড়ি জুটবে। সে আরেক এক্সট্রিম। বিএফএন।
  • Bratin | ২৩ এপ্রিল ২০০৯ ১২:০৮ | 117.194.98.118
  • দ, আমার ex company কে TOTALখোরাক করছে ঃ-)))))))))))
  • san | ২৩ এপ্রিল ২০০৯ ১২:০৮ | 12.144.134.2
  • আর যে বা যাহারা টয়লেটে ঢুকে সেল অফ করে বই পড়ে, তাদের কি হবে ? ;-)
  • Paramita | ২৩ এপ্রিল ২০০৯ ১২:০৮ | 216.10.193.21
  • ব্রতীন, দেজ ভেতরে ঢুকে বই নাড়তে চাড়তে দেয় তো।
  • h | ২৩ এপ্রিল ২০০৯ ১২:০৭ | 203.99.212.224
  • আবার হার্ট কোথায়। কোন হার্ট নাই। ওঃ কাটান।
  • Paramita | ২৩ এপ্রিল ২০০৯ ১২:০৬ | 216.10.193.21
  • কোন এক্সট্রিমই ভালো নয়। দেশে বেতের বাড়াবাড়ি কি এখানে এখানে মা একটু বাচ্চাকে জোরে বকছে দেখলেই পুলিশের নাক গলানো। বাচ্চাদের ডিসিপ্লিনড করার কাজটা খুব নন-ট্রিভিয়াল নয়।
  • d | ২৩ এপ্রিল ২০০৯ ১২:০৫ | 117.195.36.23
  • জানি না। ঃ)
    এছাড়াও আমার আরো কিছু "টেকনিক্যাল' প্রশ্ন ছিল। কিন্তু সংবাদদাতা কোন উত্তর দিতে পারে নি।
  • a x | ২৩ এপ্রিল ২০০৯ ১২:০৪ | 99.152.72.73
  • গিয়ে কতক্ষণ আছে, সেটাও কি মনিটর করবে? মানে বড় না ছোট? টিস্যু রোলারে রেভোল্যুশন কাউন্টার বসাবে? সাবানে ন্যানোড্রপ মেসার? জলের ভেলোসিটি ফ্লো মিটার?
  • Bratin | ২৩ এপ্রিল ২০০৯ ১২:০৪ | 117.194.98.118
  • বোধি,sorry , no offence !! আমি ও ঠিক বুঝতে পারি পারি নি।

    মানে, আমি ও অন্য বই দেখতে ও যায় । কিন্তু dey's বা অন্য দোকানে তো বই হাতে নিয়ে দেখর সুযোগ নেই। সেটাই বলতে চেয়েছিলাম।

    কাউকে hurt করতে চাই নি। ঃ-((
  • Arpan | ২৩ এপ্রিল ২০০৯ ১২:০৩ | 122.252.231.12
  • "যতবার যবে' কী? হা না মু? ;-)
  • d | ২৩ এপ্রিল ২০০৯ ১২:০০ | 117.195.36.23
  • BTW একটা ভীষণ মজার কথা শুনলাম। গুজব তো নির্ঘাৎ। কিন্তু লোকের মাথায় আসেও বাপু ... টিসিএস নাকি টয়লেটের দরজায় অ্যাক্সেস কার্ড সোয়াপিং সিস্টেম বসাচ্ছে। তারপর প্রত্যেকে যতবার যবে, সেই হিসাবে মাসিক বেতন থেকে কাটবে।
  • Arpan | ২৩ এপ্রিল ২০০৯ ১২:০০ | 122.252.231.12
  • আরে আমি স্টোন কোল্ডের ফ্যান শুনে অনসাইটে ক্লায়েন্ট ম্যাঞ্জার চেয়ার থেকে পড়ে যাচ্ছিল। কোথায় দেখেছি, হ্যানো ত্যানো ইত্যাদি। ঃ)
  • a x | ২৩ এপ্রিল ২০০৯ ১১:৫৯ | 99.152.72.73
  • সুপারন্যানি আছে, ন্যানি ৯১১ আছে।
  • san | ২৩ এপ্রিল ২০০৯ ১১:৫৮ | 12.144.134.2
  • বেশ হবে। অন্যান্য দেশের কথা জানিনা, আমাদের দেশে কত বাবামা তো নিজেদের এইওই ফ্রাস্ট্রেশন উজাড় করে দেয় ছেলেপিলেকে শাসনের নামে। সেসব বন্ধ হবে , আহা ঃ-)
  • h | ২৩ এপ্রিল ২০০৯ ১১:৫৮ | 203.99.212.224
  • প্রথমতঃ কারো কোথাও যাওয়া নিয়ে আমার কোন অবস্থান নাই। আপনি একটা কথা বল্লেন , আমিও বল্লাম। এটুকুই। আমি আ.পা র বই এত সহজে পাই, যে তার জন্য ঠেঙিয়ে ক স্ট্রী যাই না। ওখানে অন্যান্য বই দেখতে যাই, প্রায়শঃ। না গেলেও কোন ক্ষতি নেই আদৌ।
  • Arijit | ২৩ এপ্রিল ২০০৯ ১১:৫৭ | 61.95.144.123
  • না না - সুপারন্যানি আছে কি করতে? আম্রিকাতেও তো দেখায় মামী বলেছিলো।
  • d | ২৩ এপ্রিল ২০০৯ ১১:৫৬ | 117.195.36.23
  • ঃ))
  • Paramita | ২৩ এপ্রিল ২০০৯ ১১:৫৫ | 216.10.193.21
  • ব্যাপারটা কেমন উলটপুরাণ হয়ে যাবে ভাবো - পুঁচকেগুলো তাইকোণ্ডো ফোন্ডো শিখে বাপ-মার ওপর প্রয়োগ করবে আর বাপ-মা-রা এদিক ওদিক তাকিয়ে একটু ঠুকুস দিতে গেলেই নাইন ওয়ান ওয়ান।
  • d | ২৩ এপ্রিল ২০০৯ ১১:৫৪ | 117.195.36.23
  • প্রায় কিচ্ছু না জেনেই এটা বলছি। জানাশোনা কেউ ঠিক করে দিও।

    জাপানীদের মধ্যে একটা চাপা হিঁস্রতা আছে বলে আমার মনে হয়। ওদের আত্মহত্যার পদ্ধতিগুলো বেশ ভয়ংকর ধরণের অনেকসময়ই। ওদের ভিডিও গেমসগুলোর মধ্যেও বেশ হিংস্রতা আছে। অথচ উপরে উপরে ওরা খুবই শান্তশিষ্ট টাইপ।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত