বড় আনন্দ পেলুম। এবারের আইপিএলে একমাত্তর কাজ বসে বসে হিসেব কোরে এই ধুরন্ধর তথা বহু-নেতা-এক-অভিনেতা টিমকে গোহারান হারানো। Vindictive motive, পরিস্কার কতা!!!
k | ২০ এপ্রিল ২০০৯ ০০:০০ | 124.123.154.174
আমি ভাগ্যিস খেলা শুরুর আগে খেয়ে নিয়েছিলুম। আহা, বুদ্ধি করে যদি ঘুমিয়েও পড়তুম ঃ(
sayan | ১৯ এপ্রিল ২০০৯ ২৩:৪৯ | 115.108.25.26
রাগে দুঃখে না খেয়ে সবাই ঘুমিয়ে পড়ল ঃ((
sayan | ১৯ এপ্রিল ২০০৯ ২৩:০৬ | 115.108.25.26
ডাংগুলির ও একটা জাত আছে, সেটা খেলতেও স্কিল, রিফ্লেক্স ইত্যাদি লাগে। এই শা-খা-মৃগের অ-ক্রিকেটীয় দম্ভের চাপে কেকেআর যদি টেবিলের এক্কেরে রক বটমে শেষ না করে তো অবাক হব।
arjo | ১৯ এপ্রিল ২০০৯ ২২:৫৩ | 24.42.203.194
কেন দাদা কেন? দাদাকে ভাবছি একটা ১০০ ডলারের চেক পাঠাব, নইলে গ্রসারী করতে পারছে না। টাকার জন্য দাদা চণ্ডীদাস গাঙ্গুলিকেও ডাংগুলী খেলতে হয়, না দেখলে বিশ্বাস হত না।
sayan | ১৯ এপ্রিল ২০০৯ ২২:৪২ | 115.108.25.26
টীমে চার্টে আন্তর্জাতীক ব্যাট এর তিন্টে ফ্লপ। বেশ আমোদ হচ্ছে। অর্পণ, কেকেআর এর জার্সি তে লোগো দেখেছ?
আটটা গেল।
Arpan | ১৯ এপ্রিল ২০০৯ ২২:৪০ | 122.252.231.12
যে কারণে আগরকরকে জামাই আদরে প্রতি বছর নেওয়া হয়।
Tim | ১৯ এপ্রিল ২০০৯ ২২:২৮ | 71.62.2.93
ইন্দোদা কি আসেপাশে আছো? তাইলে একবার আওয়াজ দিও।
bb | ১৯ এপ্রিল ২০০৯ ২২:২৮ | 117.195.175.136
পরিষ্কার বোঝা যাচ্ছে বহু ক্যাপ্টেনের থিওয়রীতে টিমের অবস্থা খারাপ। এদের অবস্থাও বেসরকারী চাকুরের মতো মালিকের খামখেয়ালীপনায় কার চাকরী যায় তাতেই তটস্থ ঃ(
dipu | ১৯ এপ্রিল ২০০৯ ২২:২২ | 121.243.161.234
আকাশ চোপরাকে প্রতি বছর কেন নেওয়া হয়?:x:x
Arpan | ১৯ এপ্রিল ২০০৯ ২২:১৩ | 122.252.231.12
মাইরি। বাঞ্চ অফ জোকার্স মনে হচ্ছে। সবচেয়ে বড়টা অবশ্য গ্যালারিতে বসে। ঃ)
dipu | ১৯ এপ্রিল ২০০৯ ২২:১১ | 121.243.161.234
উঃ, কি ছড়ান ছড়াচ্ছে ঃ-((
sayan | ১৯ এপ্রিল ২০০৯ ২০:৪০ | 115.108.25.26
বুলবুলভাজা সুতোয় rawbanz এর পোস্ট প্রসঙ্গে - লোকাল ভলভোর রুট এখন প্রচুর হয়েছে। এই যে ওয়েবসাইট, এখানে ভাড়া ইত্যাদিও ডিটেইলস এ রয়েছে
সাউথ আফ্রিকার বৃষ্টি এখানেও এসে গেল নাকি? গত আধঘন্টা একটানা হয়ে চলেছে।
Sayantan | ১৯ এপ্রিল ২০০৯ ১৭:৩৫ | 115.108.25.26
দ্রাভিড় কে আলবাল বলেও অন্য জেন্টলম্যানদের "ম্যানলিনেস' পোমান করা যায় না। দ্রাভিড়ের মত টেকনিক, ক্রিকেটিং সেন্স আর টেম্পেরামেন্ট সহ খেলোয়াড় আগামী একশ' বছরেও ভূভারতে জম্মো নেবে কিনা সন্দো আছে।
indrani | ১৯ এপ্রিল ২০০৯ ১৭:২২ | 114.73.27.4
শমীক-কে বলি। তালে বেতালে সুতোয় যা লিখছ তবলা নিয়ে, এই লেখাই শুধু তথ্য পরিবেশন না ক'রে একটু অন্যরকম ক'রে লিখবে কখনও, সময় করে? একটা খুব অন্যরকম লেখার সম্ভাবনা আছে তোমার পোস্টে। সাজেস্ট করলাম জাস্ট। বাকি তোমার হাতে।
k | ১৯ এপ্রিল ২০০৯ ১৬:৫৮ | 124.123.154.174
আগের পোস্ট পুরো ছড়িয়েছি। বহুদিন আগের পোস্ট কে রিপ্লাই করে। ঃ(
রঞ্জন্নদার কথায় বলি, দ্রাবিড়ের দিক টাও তো ভাবতে হবে, বেচারী বহুদিন "ম্যান"লিনেস দেখানোর সুযোগ পায় নি ঃ)))
ranjan roy | ১৯ এপ্রিল ২০০৯ ১৬:৩৭ | 122.168.75.190
কালকের প্রথম ম্যাচে অভিষেক নায়ার ও দ্বিতীয় ম্যাচে কুম্বলেকে ""ম্যান অফ দা ম্যাচ'' না করার পিতিবাদে অনশনে বসেছি। আজ রান্না ডিমের ঝোল খাইনি।
k | ১৯ এপ্রিল ২০০৯ ১৬:৩২ | 124.123.154.174
চোর দের পুলিশ করে দিলে এক দিক দিয়ে ভালো হবে, পুলিশ দের আর কষ্ট করে চুরি বিদ্যায় হাত পাকাতে হবে না ঃ)))))
dipu | ১৯ এপ্রিল ২০০৯ ১৩:৫২ | 121.243.161.234
অ রোকেয়া, লিঙ্কটা দে না........আমার মেশিনে ফাফতে কিচ্ছু খুলছে না, আই ই তে শুধু প্রথম পাতা খুলছে :x
Bratin | ১৯ এপ্রিল ২০০৯ ১২:২০ | 117.194.99.60
তবে যা বোঝা যাচ্ছে এবারের লড়াই টা আরো হাডডাহাড্ডি হবে। কেমন যেন একটা "বিনা যুদ্ধে নাহি দেব সূচগ্র মেদিনী" এমন একটা দাবি সব দলের।
rokeyaa | ১৯ এপ্রিল ২০০৯ ১২:১৩ | 203.110.246.230
অপ্পনদা, এবার আর কে কে আর নয়, শুধু নাইট রাইডার্স। লোগোটা দেখে নাও।
Arpan | ১৯ এপ্রিল ২০০৯ ১১:৫৫ | 122.252.231.12
প্রতিদিনের ই-পেপারের সাইটটা তো গুচ্ছ। তবে আইই ছাড়া কাজ করে না। ঃ)
Arpan | ১৯ এপ্রিল ২০০৯ ১১:৫৫ | 122.252.231.12
দুটো টিমকে তো সাপোর্ট করাই যায়। আগের বছরও তাই ছিল। কলকাতা ও বেঙ্গালুরু। তবে একটা অর্ডার মেনে। আগে কেকেআর তারপরে আরসিবি।
এবার দেখি অর্ডারটা চেঞ্জ হলেও হতে পারে!
dipu | ১৯ এপ্রিল ২০০৯ ১১:৪৬ | 121.243.161.234
প্রতিদিন-এর সাইটটা একটা # :x
Bratin | ১৯ এপ্রিল ২০০৯ ০৮:৩১ | 117.194.96.186
অর্পন, আগে থেকে মন শক্ত কর; কাকে support করবে, পরে কিন্তু ডিগবাজি খাওয়া চলবে না।ঃ-)))
rokeyaa | ১৯ এপ্রিল ২০০৯ ০১:৫৯ | 203.110.243.21
আরেট্টা কোচ (ডেভিদ) আর একটা জল নিয়ে যাওয়ার ছেলে।
sayan | ১৯ এপ্রিল ২০০৯ ০০:৫৪ | 115.108.25.26
হুঁ জগৌরভ আবার জুটি বাঁধলে ইনশাল্লাহ বাংলা থেকে দুটো অলরাউন্ডার, একটা ওপেনিং ব্যাট আরেকটা ফাস্ট মিডিয়াম ন্যাশানাল টীমে থাকবে। থাকবে কি? আঃ কঃ বাঃ
Arpan | ১৯ এপ্রিল ২০০৯ ০০:৪৭ | 122.252.231.12
রাম আর বলরাম। জগুদাদা নামক বড়দা মাথার উপর আর নাই তো। তবে জগুদাদা অনেক গভীর জলের মাছ। আপাতত তাঁর পলিসি ওয়েট এন ওয়াচ।
santanu | ১৯ এপ্রিল ২০০৯ ০০:৪০ | 217.196.19.45
দুর অনটন কি, সৌরভ প্রচুর ব্যবসা ফেঁদেছে, ২-৩ টে স্কুল, পয়্সা লাগবে না? ৪.৫ কোটিতে একটা স্কুল বিল্ডিং হয়ে যাবে।
sayan | ১৯ এপ্রিল ২০০৯ ০০:১৭ | 115.108.25.26
অন্য স্টেট এর প্রতি লয়াল রহো ইয়া না রহো, ওরিজিন স্টেটের ক্রিকিট-পলিটিক্সের লুপহোলস আর গভর্নেন্সের প্রতি সওয়াল জরুর করো।
sayan | ১৯ এপ্রিল ২০০৯ ০০:০৮ | 115.108.25.26
এই সৌরভ চন্ডীদাস গাঙ্গুলি'র কি এতই অনটন চলছে! অথচ এই ব্যাটারই কি দাপট ছিল এককালে।
Arpan | ১৯ এপ্রিল ২০০৯ ০০:০৪ | 122.252.231.12
* দিচ্ছে
ভাবছি টেবিট টেস্ট দিয়েই দিই আর এইবছর বেঙ্গালুরুকেই সাপোর্ট করি।
ব্ল্যাংকি তো পুরো পোমো হয়ে গেল। ঃ) ট্র্যাডিশনাল বামপন্থা ছেড়ে এই লাইনে এলে কিন্তু আর সরলরৈখিক "প্রগতি' টগতি নিয়ে কথা বলা যাবেনা।
কিন্তু তাতেও সমস্যা আছে। এখন সময় নেই ছোটো করে বলি। মানুষের বিভিন্ন আইডেন্টিটি সাধারণভাবে একটা লজিকাল কনসিস্টেন্সির মধ্যে থাকে। যথা আমি সকালে কোডার বিকেলে লেখক। এদের মধ্যে হয়তো কোনো বিরোধ থাকতেও পারে, কিন্তু সেটা একটা মাত্রার মধ্যে থাকে। আর সেই মাত্রার বাইরে গেলে সেটাকে "অস্বাভাবিক' বলে। যথা ক্লিনিকাল কেস। যথা স্কিজোফ্রেনিয়া।
sibu | ১৮ এপ্রিল ২০০৯ ২১:৩৩ | 71.106.244.161
পাইকেঃ
টমবয়, এফিমিনেট - দুটো আখ্যাতেই জেন্ডার রোলের একটা ব্যাপার আছে ঠিক, আর না থাকলে ভাল হত এটাও ঠিক। তোমাকে ওটা লিখেছিলাম একটু আধা সিরিয়াস টোনে, আর স্মাইলি ভুলে গিয়েছিলাম।
এখন কথা হল এই শব্দগুলো অনেককাল ধরে ব্যবহার হয়ে আসছে। আর ব্যবহার হতে হতে এদের বেশ জোরালো ব্যাঞ্জনার্থ তৈরী হয়েছে। আজকে হঠাৎ জুৎসই জেন্ডার নিউট্রাল শব্দ চাইলেই পাই (পান নট ইনটেন্ডেড) কোথায়? ঈশানের এই ব্যবহার (যার জন্য ঐ এফিমিনেট শব্দটার ব্যবহার) নিয়ে আমার এক বোনের সাথে একদফা মেইল চালাচালি হয়েছিল আগেই। সেখানে আমি মেয়েলি কথাটা ব্যবহার করেছিলাম, অন্য লাগসই শব্দ না খুঁজে পাবার জন্য প্রচুর অ্যাপোলজি সহ।
আমার মত যদি জিজ্ঞেস কর তো বলি, এই শব্দগুলো থেকেই যাবে, কেন না নতুন শব্দ উপযুক্ত ব্যাঞ্জনা নিয়ে তৈরী হওয়া সহজ নয়। তবে যেটা হবে সেটা হল সমাজে জেন্ডার এক্সপেক্টেশনের বদলের সাথে সাথে লোকে এগুলোর ব্যুৎপত্তির দিকে কম নজর দেবে। শেষে এক শুভ প্রভাতে লিঙ্গুইস্টরাই শুধু এদের ব্যুৎপত্তি মনে রাখবে আর সাধারন কলমবাজেরা খালি ব্যাঞ্জনার্থেই এদের ব্যবহার করবে।
Du | ১৮ এপ্রিল ২০০৯ ২১:২০ | 71.97.53.181
পাই, এইটা ছোট টপিক কিন্তু ইন্টারেস্টিং। আমাদের অবচেতনে কোনটা ভালো কোনটা মন্দ একটা থাকে বোধহয়। আমায় যেমন ছোটবেলায় একটা বন্ধুতুতো মামু 'নাইজেরিয়ান' বলে ডাকতো। আদর করেই এবং ডাকটার শুরু একবার উকুনের ওষুধ দিয়ে মাথায় ফেট্টি বেঁধে ঘুরছিলাম, সেই থেকে- তবুও স্বীকার করি ঐ ডাকটা আমার ভাল লাগতো না। কেন? অপরদিকে ওমুক ডাক্তার সাহেবের মতো দেখতে কথাটা শুনতাম। আমায় সাহেব বলে কেউ ডাকলে খারাপ লাগতো কি? মনে মনে তাহলে আমরাও বর্ণবিদ্বেষ হ্যানাত্যানা যাই বলি- ঠিকই সাদা চামড়াকে সুন্দর দেখি - তাই না কি? কেন? কদিন আগে এক সাদা (মিশ্র রক্ত) বাচ্চার কালো মায়ের গল্প পড়ছিলাম - সে লিখেছে বাচ্চাটির ঠোঁট বছর দুয়েকে এসে মোটাগোছের হয়ে যায়, রংও ধবধবে থাকে না আর। তাতে তার কালো বন্ধুরাও ইশ ইশ করেছিল। মেয়েটি বলছে - কালোদেরও কি করে মনে হয় সাদা সুন্দর বিশেষ করে সাউথের (ইউ এস কনটেকস্টে) কালোদের যেখানে তাদের কাছে এই বিশেষ চেহারার লোক মানেই ভয়!
anaamik | ১৮ এপ্রিল ২০০৯ ১৭:১২ | 59.164.100.180
পচ্ছন্দ-এর ছন্দ-টা আমার বেশ পছন্দ হল। (আর স্ট্রাইকিং ক্ষমতা কম হলে লোকে রাণার হয়েই কাটায়।)
Blank | ১৮ এপ্রিল ২০০৯ ১৫:৩০ | 203.99.212.224
আমি মাল্টিপল চয়েস দিয়েছিলুম। যার যেটা পচ্ছন্দ সেটা সে বেছে নাও। আপাতত আমি ফের শোষিত হতে শুরু করলাম ঃ(
আহাহা, ব্ল্যাংকি শনিবার দুক্কুরে এইসব সিরিয়াস সিরিয়াস চিন্তাভাবনা করছে এই না কত !
তাছাড়া ওসব হল এক ই শব্দের ডিফারেন্ট ডিফারেন্ট আইডেন্টিটি ঃ-)
d | ১৮ এপ্রিল ২০০৯ ১৪:৩৫ | 117.195.38.117
একই লাইনে "প্রগতিশীল' বানানটিকে যে যে রূপে পাওয়া গেলঃ- ১। প্রগতীশিল ২। প্রগতিশিল ৩। প্রাগতিশীল নিম্নোক্ত লেখক শব্দটিকে আরো ২-৩ বার ব্যবহার করিলে আমরা আরও কিছু বৈচিত্র্য পাইতে পারিতাম।
Blank | ১৮ এপ্রিল ২০০৯ ১২:১৩ | 59.93.220.254
কিন্তু এই গালাগাল গুলো ডিপেন্ড করবে আবার কমিদের অন্যান্য আইডেন্টিটির ওপর। কারন এগুলো সব সমাজ ব্যবস্থা থেকে উঠে আসছে। যে কমি লোকটি নীজে বং এবং বেশ প্রাচীন বয়সে, সেই সহজেই 'মেয়ে ছেলে' কথাটি বলবে। কমি, এবং নকু, হয়তো ততটা প্রগতীশিল না (প্রগতিশিল কথাটা খিল্লি নয়, এখানে আমি প্রাগতিশীল কথাটা সেই সব চিন্তা ধারার জন্য ব্যবহার করছি যেখানে নপুংশক দের খারাপ ভাবে ধরা হয় না) সে খুব ক্যাজুয়ালি 'নপুংশক' কথাটা ব্যবহার করবে। আবার বহু বছর হোস্টেলে কাটানো কোনো কমি আরো ভয়ানক সব গালাগাল এমনি এমনি থ্রো করে দেবে। এগুলো হলো এক ই মানুষের ডিফারেন্ট ডিফারেন্ট আইডেন্টিটি। আর এগুলো কে বাদ দিয়ে কোনো একটা আইডেন্টিটি নিয়ে ভাবতে বসলেই এক গাদা ডেটা মিস ম্যাচ আসে আর কি। তখনই অনেক সমস্যা। এসব ই সেন বাবু লিখে গেছিলেন ঐ কি যেনো Identity and Violence এ ।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন