উইপ্রো তো এই কদিন আগে কলকাতায় খুললো - অত বড় একখান বাড়ি বানিয়েছে, ওদের নামে রাস্তা অবধি হয়ে গেলো, তুলে দেবে কি?
Arpan | ১৭ এপ্রিল ২০০৯ ০৯:৫২ | 122.252.231.12
সেন্সেক্ষ আবার ১১কে। গোল্ডমান স্যাক্ষ ভালো ফল প্রকাশ করেছে।
এতেও এক্ষপেক্টেশন বাড়বে না?
h | ১৭ এপ্রিল ২০০৯ ০৯:৫১ | 203.99.212.224
খুব ভাবনা চিন্তা করে যেটা লেখে, সেটা কি কার্নেগীর থেকে বেশি স্ট্যান্ডার্ডের আমার কখনো লাগে না, আপনি আবার সায়েব ম্যাঞ্জার দেকেছেন তো, হয়তো ওয়েল্চ টোকে, বা অরিজিনাল ভাবনা চিন্তা করে সদ্য পড়া ওয়েলে্চ গিয়ে পৌঁছয়।
dipu | ১৭ এপ্রিল ২০০৯ ০৯:৪৭ | 207.179.11.216
আমাগোর দোকানেও সদ্য আম্রিগায় লেঅফ হয়েছে, কিন্তু লুরুতে নতুন রিক্রুট করছে।
d | ১৭ এপ্রিল ২০০৯ ০৯:৪৭ | 117.195.36.193
না না কোন সম্পর্ক নাই -- বলাটা ঠিক হল না। সম্পর্ক আছে, কিন্তু ততটা নয়। এই আর কি। (অজ্জিতকে বললাম, আগের পোস্টের কন্টি হিসাবে)
sibu | ১৭ এপ্রিল ২০০৯ ০৯:৪৭ | 71.106.244.161
ধুস্স্স্। ডেল কার্ণেগী পড়ে চোথা করে নাকি? পিএ-কে বইটা ধরিয়ে দিয়ে বলে পিপিটি বান্যে আন।
h | ১৭ এপ্রিল ২০০৯ ০৯:৪৭ | 203.99.212.224
*বড়রা
h | ১৭ এপ্রিল ২০০৯ ০৯:৪৬ | 203.99.212.224
প্রতিবাদে চাগরি ছেড়ে দিস না। পিপিটি তে চোথা নিয়ে নজ্জা পাওয়ার কিছু নেই। কর্পোতে আইলে যখন দেখবি, বড়া মূলতঃ ডেল কার্নেগির থেকে চোথা করছে তখন ব্যাপক বেজার হবি।
sibu | ১৭ এপ্রিল ২০০৯ ০৯:৪৫ | 71.106.244.161
এক্ষপ্লয়টিং দেখে সেক্ষপীর বানাম জলের মত পরিষ্কার হয়ে গেল ঃ)।
lcm | ১৭ এপ্রিল ২০০৯ ০৯:৪৫ | 69.236.173.221
হে হে... h -- যা বলেছ!
dipu | ১৭ এপ্রিল ২০০৯ ০৯:৪৫ | 207.179.11.216
সাকিং না ভাবাই ভালো।
d | ১৭ এপ্রিল ২০০৯ ০৯:৪৫ | 117.195.36.193
ভ্যাট! তার সাথে আমাদের প্রোজেক্টের ক্লায়েন্টের কি? জানুয়ারীতে তার হাতে যে ডলার ছিলনা, এখন তার হতে সেটা আছে।
উইপ্রো'র কথা বলেইছিলাম, যে ওরা খুব প্ল্যানড ওয়েতে কলকাতা অফিসটা তুলে দেবার চেষ্টা চালাচ্ছে। ইহা সম্পূর্ণই কর্পো দুনিয়ায় আন্তঃরাজ্য পলিটিক্স। ইহার সাথে রিসেশান বা দ্রিসেশান কাহারও কোন সম্পর্ক নাই।
h | ১৭ এপ্রিল ২০০৯ ০৯:৪৪ | 203.99.212.224
সোশালিজম এর একশো বছরের ইতিহাস বেসিকালি বুঝলেন, সেকটারিয়ানিজম এর একশো বছরের ইতিহাস ঃ-)
rokeyaa | ১৭ এপ্রিল ২০০৯ ০৯:৪৪ | 203.110.246.230
ইদিকে আমাকে জয়তী ঘোষের লেখা থেকে পিপিটি বানাতে হচ্ছে। সোসন। (ইহার অর্থ কি সাকিং না কি এক্ষপ্লয়টিং?)
lcm | ১৭ এপ্রিল ২০০৯ ০৯:৪২ | 69.236.173.221
বাবা! এতো কংগ্রেস (ক/খ/গ...)-এর মতন। বড় আশা ছিল, কংগ্রেস(জ) [জ্যোতি] দেখব, বা, সিপিএম(স) [সোনিয়া]... এগোচ্ছিল সেদিকে, কিন্তু, কারাট বোধহয় সিপিআই(ম) [মায়াবতী]-র দিকে যেতে চাইছে,...
sibu | ১৭ এপ্রিল ২০০৯ ০৯:৪২ | 71.106.244.161
পাই,
কোন কিছুকেই আমি জাস্টিফাই করিনি। কিন্তু গুরুর খিল্লি আর র্যাগিং এর মধ্যে তফাৎ শুধু নামের নয়, সাবস্ট্যান্সেরও। একটা পীয়ারদের মধ্যে, অন্যটা দুর্বল আর সবলের মধ্যে। তুমি যদি মনে কর সবল, দুর্বল, পীয়ার এসব কোন গুরুত্বপূর্ণ ব্যাপার না, তুমি সেটা মনে করতেই পার। কিন্তু আমি তা করি না। এতটা স্পষ্ট করে বলার পরে আশা করি তুমি আমার মুখে এই কথাটা গুঁজে দেবার চেষ্টা বন্ধ করবে। যদি তুমি খেয়াল না করে থাক, মামুর সাথে আমার কথা কাটাকাটি এই ধরনের একটা ব্যাপার থেকেই শুরু হয়।
আমাকে কেউ ঢিল মেরেছে বলেই আমি পাটকেল মেরেছি। আর্য্যর ভাষা নকল করে বলি। এখানে টাইপানোটা কাজ, যেটা করতে পরিশ্রম হয় (লেবার অফ লাভ হলেও)। সেখানে কি বলা হচ্ছে সেটাকে ইগনোর করে বারবার করে মুখে কথা গুঁজে দেওয়াটা সেই ফিগারেটিভ ঢিল পাটকেলের চেয়ে ভাল ব্যাপার নয়।
Arijit | ১৭ এপ্রিল ২০০৯ ০৯:৪০ | 61.95.144.123
সে তো তোমরা সত্যম কিনেছ তাই।
কাল তো উইপ্রোর খবর দিলুম - কলকাতার - মে মাস থেকে নতুন ট্রেনিগুলোকে হপ্তায় দুদিন আসতে হবে, হাফ মাইনে, ছাড়ার উপায়ও নাই কার ৭০ হাজারের বণ্ড - সে আবার ব্যাঙ্ক লোন টোনের কি সব গল্প আছে।
লুরুতে উইপ্রোরই ট্রেনি ব্যাচের ৩০০ জনের মধ্যে তিন না চারজন এতদিনে "বিলেবল' হয়েছে - তাও কিছু পুরনো লোক ছেড়ে গেছে বলে।
h | ১৭ এপ্রিল ২০০৯ ০৯:৩৯ | 203.99.212.224
আমি বিলেতে গিয়ে চারিদিকে বুইলে অসংখ্য টুসকির মাঝে কিরকম একটা অসহায় বোধ করতাম বুঝলে, ওমা তার পর দেখি, রীতিমত প্রপার বিশুদ্ধ প্রেসি বা যদু জে-এনিউ বা বালিগঞ্জ প্লেস নকু,মাকু দুদল-ই টুসকি সাহেব আর মেমদের সংগে গুচিয়ে পেম করছে, আর যুদ্ধবিরোধী মিছিলে একটু দুপুর বেলাটার পরিশ্রম কোনমতে করেই, দিকে দিকে সে¾ট্রাল লন্ডনের বিভিন্ন ঐতিহাসিক ঘুপচি পাবের কোণে সেঁটিয়ে যাচ্চে। সুদু তাই নয়, কিরকম লিবেরেল লিবেরেল কতা বলছে তদুপরি আমেরিকায় পোস্ট ডক আর ফ্রান্স বা স্পেনে গ্রীষ্মের ছুটি তথা ওয়ার্কিং হলিডে ছক করছে। সে সব ওয়ার্ক নাকি যৌথ উদ্যোগ ছাড়া হয় ই না। হর্মোন তথা বিপ্লবের এই অপমান সহ্য করতে না পেরে আমি আবার পুনরায় ধানসিঁড়ি পারে চলে এলাম ;-)
Arijit | ১৭ এপ্রিল ২০০৯ ০৯:৩৮ | 61.95.144.123
বোধি আর কই মণ্ডামিঠাই বিলি করে? সেই যে একবার বল্ল আমায় মিষ্টি দিয়ে লাঞ্চ করাবে তাপ্পর থেকে মিষ্টিওয়ালাটাই গায়েব। চক্রান্ত। ;-)
d | ১৭ এপ্রিল ২০০৯ ০৯:৩৮ | 117.195.36.193
ঐটা তো টিমকে বলা। টিম কিছু বললে তবে আগে বাড়বো।
অর্পণ তো মনে হয় ঠিকই বলেছে। আমার প্রোজেক্টেই যেমন জুন রিলিজের জন্য মেরেকেটে ৪০০০ ঘন্টার কাজ পেয়েছি। এদিকে অক্টোবর রিলিজের জন্য ১৫০০০ ঘন্টার কাজ এখনই পেয়ে গেছি, আরও নাকি আসছে।
a x | ১৭ এপ্রিল ২০০৯ ০৯:৩৫ | 99.152.72.73
ও বওয়া এলসিএম, সে আর বলবেন না। ট্রটস্কাইটরা আর স্তালিনিস্টরা একে অপরকে পেলে আর ...
বোঝো! লিও ট্রটস্কি-র নামে আবার আলাদা ব্রাঞ্চ আছে নাকি। এটা তো মাকু-দের দলে হওয়া উচিত, নাকি? এত শাখাপ্রশাখা হলে তো মুশকিল ঃ)
a x | ১৭ এপ্রিল ২০০৯ ০৯:৩২ | 99.152.72.73
দময়ন্তীর পরের পোস্টটা মনে হল মাঝখান থেকে শুরু।
Arijit | ১৭ এপ্রিল ২০০৯ ০৯:৩১ | 61.95.144.123
বোধি - লেখাটা পেয়েছি, পড়ে জানাবো।
কলকাতায় ঝড় অলরেডি বারো ঘন্টা লেট। আদৌ কি এসে পৌঁছবে? বহুত গরম।
a x | ১৭ এপ্রিল ২০০৯ ০৯:৩১ | 99.152.72.73
এখনও বলে ;-) "ওপেন লেটার" এও।
h | ১৭ এপ্রিল ২০০৯ ০৯:৩১ | 203.99.212.224
নানা এল সি এম, অতিতে যাবেন না। অতীতের মতই সেখানে অসংখ্য চাপ রয়েছে।
h | ১৭ এপ্রিল ২০০৯ ০৯:৩০ | 203.99.212.224
ট্রটস্কাইট রা আমাদের কোনরকম মেটাফরের মধ্যে না গিয়ে সরাসরি শুয়োর বলতো ঃ-)
lcm | ১৭ এপ্রিল ২০০৯ ০৯:৩০ | 69.236.173.221
থ্যাংকু h। এইবার এক্কেবারে ক্লিয়ার। তার মানে, অতি-মাকু হল সিপিএম-এর থেকেই বেশী সিপিএম। আর, অতি-নকু হল নকশালদের থেকেও বেশী নকশাল।
h | ১৭ এপ্রিল ২০০৯ ০৯:২৯ | 203.99.212.224
টুসকি।
a x | ১৭ এপ্রিল ২০০৯ ০৯:২৮ | 99.152.72.73
আর ট্রটস্কাইটদের কি বলতে বলে দাও।
h | ১৭ এপ্রিল ২০০৯ ০৯:২৭ | 203.99.212.224
মাকু - মার্কসিস্ট এর শর্ট ফর্ম, তবে ইউসেজ হল, বেসিকালি সিপিএম। নকু - নকশালের শর্ট ফর্ম।
ইত্যাদি , আমাদের সময়ের কলেজের টার্ম। আমরা বিভিন্ন ধরণের নকশাল বন্ধুদের নকু বলতাম, ওরা আমাদের এস এফ আই টাইপদের মাকু বলতো। এল সি এম আপডেট করছে না মাইরি।
Arpan | ১৭ এপ্রিল ২০০৯ ০৯:২৭ | 122.252.231.12
হনু দেখি কঠিন চাপ খেয়ে আছে। ভাটিয়ালিতে এসেমেসের মত পোস্ট করছে।
প্রবন্ধ আজ তোমায় দিলাম ছুটি।
Binary | ১৭ এপ্রিল ২০০৯ ০৯:২৫ | 70.64.8.206
আরে না , মাকু তাঁত যন্ত্র নয়, মাকু তাঁত যন্ত্রের পার্টস, যা কি না, সাটেল-এর মত এদিক-যায় আবার ওদিক যায়।
h | ১৭ এপ্রিল ২০০৯ ০৯:২৪ | 203.99.212.224
অক্ষ আবার অহিংস ঝগড়া করছে।
Arpan | ১৭ এপ্রিল ২০০৯ ০৯:২৪ | 122.252.231.12
আরে ছোড়ো ইয়ার। দ্রিশেসন শেষের মুখে। লোকের মাথা আবার ঠাণ্ডা হতে শুরু করবে। ঃ)
h | ১৭ এপ্রিল ২০০৯ ০৯:২৩ | 203.99.212.224
দময়ন্তী,বাইনারি কঠিন প্যাঁক দিলে। কি আর করা।
lcm | ১৭ এপ্রিল ২০০৯ ০৯:২২ | 69.236.173.221
মাকু তো তাঁত যন্ত্র, কিন্তু নকু শব্দের মানে কি?
Binary | ১৭ এপ্রিল ২০০৯ ০৯:২২ | 70.64.8.206
খাইসে, আবার প্রাইভেট .... ইত্যাদি , ঃ))
a x | ১৭ এপ্রিল ২০০৯ ০৯:২১ | 99.152.72.73
ইনফ্যাক্ট আমি ভাবছিলাম, এই নেট জগতে যেখানে গায়ে আঁচড়টিও পড়েনা সেখানে এইরকম পোলারাইজেশন। এইরকম মারমুখী ভাব। তাহলে যারা গ্রাউন্ডে কাজ করে তাদের কি অবস্থা হয়। কলেজে ছাত্র ইউনিয়ানগুলোতেও কি হয়। নিজের চোখে কিছু যদিও দেখে এসেছি, কিন্তু এখনের অবস্থা নিশ্চয়ই আরো অনেক খারাপ।
bb ঐ "অন্য সুতো" এর প্রসঙ্গ আমি এই "দ্বিচারিতা"র থ্রেডে কাকে কোন কথার উত্তর দেননি সেই প্রসঙ্গে না। এটা গত এক বছরের অভিজ্ঞতার ভিত্তিতে বলা। লালগড়ে আমি কিছু করেছি নাকি? কিন্তু এক কোণার খবর আরেক কোনায় পৌঁছনার মধ্যে আত্মপ্রবঞ্চনা টাইপ শব্দ কোত্থেকে ঢুকলো? এই প্রশ্নগুলো করলে তো মনে হয় আপনি বোধহয় চাননা লোকে জানুক এই সব খবর। আর আপনি আগে লেখেন নি এমনতো না। "ঠিক ঠিক" সময়ে একই কথা এই একই রকম ভাবেই বলেছেন।
h | ১৭ এপ্রিল ২০০৯ ০৯:২০ | 203.99.212.224
নকু একটি ক্যাটেগরি, কারণ নকু এখন আর অবস্থান নয়। মাকু একটি অবস্থন, গত তিরিশ বছর ধরে, শালগ্রাম শিলাও বলা যেতে পারে ঃ-)
h | ১৭ এপ্রিল ২০০৯ ০৯:১৯ | 203.99.212.224
ন্যাড়া সারাজীবন আমারে (ফল্স) ইনটেলেকচুয়াল বলে প্যাঁক দিয়ে গেল, এখন পোবোন্দো না পেয়ে কিরকম হাঁসফাঁস করছে দেখো।
lcm | ১৭ এপ্রিল ২০০৯ ০৯:১৮ | 69.236.173.221
নকু=?
h | ১৭ এপ্রিল ২০০৯ ০৯:১৭ | 203.99.212.224
দোর বিবি, কাটান। বেশি ভাবলে আপনার লেখাটা নষ্ট হয়ে যাবে, নকুরা অমন একটু করে, তাই বলে রাগ কত্তে আছে ;-)
h | ১৭ এপ্রিল ২০০৯ ০৯:১৫ | 203.99.212.224
পুরো অপবাদ দিচ্ছে মাইরি। ন্যাড়ার কনসোলিডেশন এফর্ট সাকসেসফুল।
pi | ১৭ এপ্রিল ২০০৯ ০৯:১৫ | 128.231.22.89
বঞ্চনা ও বৈষম্যের প্রতিবাদে এই ব্যারিকেড রচনার কাজে আমিও আমার যৎসামান্য কϾট্রবিউশন দিতে চাই কমরেড।
d | ১৭ এপ্রিল ২০০৯ ০৯:০৯ | 117.195.36.193
একেবারেই সমালোচনা সহ্য করতে পারে না। টিম কালেদিনে ঠিক রবিন্দোনাথ হবে।
d | ১৭ এপ্রিল ২০০৯ ০৯:০৪ | 117.195.36.193
হুঁ। যারা একটু পন্ডিত পন্ডিত ভাব না দেখায়, হনু তাদের চেনেও না, পোঁছেও না। উল্টে তাদের দেখিয়ে দেখিয়ে অন্যদের মন্ডামিঠাই বিলি করে।
bb | ১৭ এপ্রিল ২০০৯ ০৯:০১ | 125.16.17.152
লিখবনা ভেবেও লিখলাম কারন অনেকের মতই আমি বিশ্বাস করি এই পাতায় ঝগড়াটা সিরিয়াসলি না নিলেই হল। কিন্তু অক্ষ'র বক্তবের পরিপ্রেক্ষিতে এই উত্তর। আমি সুতোটা খুলেছিলাম আপাতঃ দ্বিচারিতার (আমার মতে) কারণ জানতে, বিভিন্ন কারণে তা সিঙ্গুর আর নকশাল ইত্যাদিতে গিয়ে দাঁড়ায়, এবং কিছুটা ব্যক্তিগত পর্যায় চলে যাচ্ছিল with point of no return বলে কথা দিয়েও আমি আর্যকে উত্তর দিনি। তাই সেটাকে সরকার পক্ষের লোকেরা অন্য সুতো.... ইত্যাদি না বললেই চলে। আমার পছন্দ নয় তাই আমি এই আলোচনায় যোগদান করব না এই মতবাদের অনেকেই যোগদান করেন নি তাদের মধ্যে শ্রাবনী বা রিমি সুন্দরভাবে তাদের মতামত জানিয়েছেন। আমারও যখন আমেরিকায় বসে কেউ লালগড়ে কত কাজ হচ্ছে দেখ বলে সুতো পাঠায় তখন মনে হয় আত্মপ্রবঞ্চনা। পরমূহুতে ভাবি কেউ ভালো করছে সেটাই important not the means।কিন্তু সেখানে আমার মতামতও প্রকাশ করিনা বা অন্য জায়গায় লিখিনা। আমি গুরুতে লিখিনা কিন্তু পড়ি, সার্ভের পর ভেবেছিলাম silent majority থেকে transform হয়ে যোগদান করব। কিন্ত দেখছি এখানে typification একটু বেশি। আলোচনা করতে এসে ঝগড়া নেবার চাপ বা সময় কোনটাই নেই। আমি মনে করি হয়ত এই কারণে ভবিষ্যতে নতুন অনেকেই লিখবার আগে দুইবার ভাববেন। গুর-জনেরা একটু ভেবে দেখবেন ঃ)
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন