রাজা বসন্ত রায় রোড বিবেকানন্দ পার্কের পেছন থেকে রাসবিহারী এভিন্যু কানেক্ট করে, শুধু শুধু দেশপ্রিয় পার্ক গিয়ে কি হবে?
(ঐ রাস্তায় আশিষ সিদ্ধান্ত-র কাছে পড়তে যাওয়ার প্রচুর খুচরো স্মৃতি আছে। পাশেই সোমনাথ চ্যাটার্জীর বিশাল বাড়ী-কাম-লাইব্রেরী দেখা যেতো রাস্তা থেকে। হায় সেই ফুচকা !)
Arijit | ১৭ এপ্রিল ২০০৯ ১৫:০৬ | 61.95.144.123
অ বুইচি। গড়িয়াহাট মোড় থেকে দেশপ্রিয় পার্ক যেতে যেতে উদিকে যাও ইত্যাদি। কি কঠিন।
shrabani | ১৭ এপ্রিল ২০০৯ ১৫:০৪ | 124.30.233.101
আমারও মনে হচ্ছিল জায়গাটা ঐসব এলাকাতেই হবে। ঠিক হ্যায়, এতেই খুঁজে নেব। আসলে আমি একাই যাচ্ছি আর বিয়েবাড়ীটা এদিককার লোকের, কলকাতার কারুর নয়।
Arijit | ১৭ এপ্রিল ২০০৯ ১৫:০২ | 61.95.144.123
গড়িয়াহাট মোড় থেকে দেশপ্রিয় পার্ক যেতে হিন্দুস্তান পার্কের রাস্তা ধরতে হবে কেন? রাসবিহারি রোড ধরে এগোলেই দেশপ্রিয় পার্ক! সেখানে বাঁদিকে ল্যান্সডাউন ধরে আরেট্টু গেলেই বসন্ত রায় রোড - তাপ্পর ওই বাড়িটা ডান দিকে না বাঁদিকে তা অবশ্য জানি না।
anaamik | ১৭ এপ্রিল ২০০৯ ১৪:৫৮ | 198.17.70.8
১। গড়িয়াহাট মোড় থেকে দেশপ্রিয় পার্ক যেতে বাসন্তীদেবী কলেজের ঠিক পরে হিন্দুস্তান পার্কের রাস্তা ধরে ঢুকতে পারো। সেটা ওয়ান-ওয়ে থাকলে ট্র্যাঙ্গুলার পার্ক-এর মোড় থেকে ভি-এর মত রাস্তাটা ধরে বেঁকে যেও।
২। অথবা গড়িয়াহাট মোড় থেকে বাঁদিকে গোলপার্ক যাও, বিবেকানন্দ-কে চক্কর মেরে সাদার্ণ এভিন্যু নাও। সাঁতারের ক্লাবগুলো যেখানে শেষ, সেখানে বিবেকানন্দ পার্কের গা ঘেঁষে ডানদিকে ঘোরো।
সব কটাতেই একটা দুটো গলি এপাশ ওপাশ করতে হতে পারে। দ্বিতীয়টা দূরত্ব একটু বেশী হলেও ভীড়ের সময়ে সময় কম লাগা উচিৎ।
shrabani | ১৭ এপ্রিল ২০০৯ ১৪:৫৭ | 124.30.233.101
বিয়েবাড়ীর মেনুতে পান্তুয়া আছে কিনা জানিনা।ঃ(
সেদিন শমীককে বলা হয়নি যে কোনো ভাজা মিষ্টি (পান্তুয়া, সরভাজা, চিত্রকূট) ফ্রিজ থেকে বার করে মাইক্রো তে গরম করে খেলে মনে হয় সদ্য তৈরী হওয়া খাচ্ছি।
আমার বাড়িতে কলকাতা থেকে যে কেউ আসুক কিলোখানেক ভি আইপির সরভাজা আনাই।
দেশপ্রিয় পার্ক রাসবিহারী ক্রসিং থেকে ল্যান্সডাউন (শরৎ বোস রোড) ধরবে লেক গার্ডেন্সের দিকে - মানে সাউথ। লেক গার্ডেন্সের মুখে যে ট্রাফিক সিগন্যাল আছে তার ঠিক আগেই ওই রাস্তার পার্পেন্ডিকুলার হল রাজা বসন্ত রায় রোড। আগেরবার উল্টোদিক দিয়ে বলেছিলুম।
shrabani | ১৭ এপ্রিল ২০০৯ ১৪:৪৪ | 124.30.233.101
এরকম যেখানে সেখানে যারা ঘুমিয়ে পড়তে পারে তারা তো সাধু মহাজন। আমায় পারমিশন দিলেও অফিসের ডেস্কে মাথা রেখে ঘুমোতে পারবনা।ঃ(
আমি সল্টলেক থেকে আসব। আমার যতদুর মনে হচ্ছে রাসবিহারীর মোড় থেকে টালিগঞ্জ ফাঁড়ির দিকে যেতে গেলে (মুদিয়ালী লেক ইত্যাদি সাইডে) কোনোখানে বসন্ত রায় রোডে যাওয়া যায়।
ফিঁৎ ফিঁৎ করে কি নাক ডাকা যায়? আমার ধারণা উক্ত মহিলার গলায় বাঁশি আটকে গেছে।
Arijit | ১৭ এপ্রিল ২০০৯ ১৪:৩৭ | 61.95.144.123
নিউক্যাসলে এক পাবলিক ছিলো রব স্মিথ বলে - দুপুরে লাঞ্চের পর মিটিন থাকলেই তাকে দেখেছি মিটিনে বসে বসে ঘুমোতে আর দিব্যি ফুর্র্র্র্র ফুর্র্র্র্র্র্র করে নাক ডাকাতে। একবার ঘুমের মধ্যে তার হাত থেকে কোকের ক্যান পড়ে গিয়ে এক কেলেংকারীঃ-)
d | ১৭ এপ্রিল ২০০৯ ১৪:২৪ | 144.160.5.25
আমার পাশের কিউবিকলের মেয়েটা টেবিলে মাথা রেখে শুধু ঘুমোচ্ছেই না .... ফিঁৎ ফিঁৎ করে নাকও ডাকছে। ইশ্শ্শ্শ
anaamik | ১৭ এপ্রিল ২০০৯ ১৪:২৩ | 198.17.70.8
মানেঃ স্যান= ৫০% পান্তুয়া + ৫০% ঝড়?
Arijit | ১৭ এপ্রিল ২০০৯ ১৪:২১ | 61.95.144.123
এই গরমে ঝড়ের এবং কোনোসময়েই পান্তুয়ার সমবন্টন "কি করিতে হইবে'-বিরুদ্ধ কাজ।
san | ১৭ এপ্রিল ২০০৯ ১৪:১৯ | 12.144.134.2
আমি পান্তুয়া ও ঝড়ের সমবন্টনে বিশ্বাসী
anaamik | ১৭ এপ্রিল ২০০৯ ১৪:১৩ | 198.17.70.8
ঝড় চাই? স্যানের ডিস্কাস-এর নাগালের মধ্যে গিয়ে কিছু অপছন্দের বিষয় ডিস্কাস করলেই পারিস।
(ডিঃ এটা পদ্য হিসেবে এখনও অব্দি অসমাপ্ত, পরেও শেষ হবে কিনা জানা নেই।)
Arijit | ১৭ এপ্রিল ২০০৯ ১৪:১২ | 61.95.144.123
ঈঃ হাঁড়ি ভর্তি পান্তুয়ার ভাগ চাইছে দ্যাখো। খেয়েদেয়ে কিছু বাঁচলে পার্সেল করে দোবোখুনি।
dipu | ১৭ এপ্রিল ২০০৯ ১৪:০৫ | 207.179.11.216
আমাদের ইদিকে একটা ঝড়-টড় কিছু পাঠানো যায় না?
d | ১৭ এপ্রিল ২০০৯ ১৪:০৪ | 144.160.5.25
এঃ এই যে রঙ্গনের ঠান্ডার ধাত ওর আশেপাশের সুস্থ স্বাভাবিক লোকেদের কথা ভেবেই আমার কিরকম লাগে। বেচারীরা
আর্য, চাপ নিও না মেট। আমিও নিই নি। যাস্ট আ গুড নেচার্ড রিবিং, অল ইন গুড ফান। তোমার কোন কমেন্ট কেই জাঙ্ক বলি নি, সেরকম মনে হয়ে থাকলে সরি। কোন ভাবে হার্ট করে থাকলে, সেজন্যও সরি।
ক্যারি অন।
anaamik | ১৭ এপ্রিল ২০০৯ ১৩:৩৩ | 198.17.70.8
ইয়েপ ১ - পাতি পোয়েটিক এবং ২ - গূঢ় উত্তরাধুনিক।
r | ১৭ এপ্রিল ২০০৯ ১২:৫৮ | 125.18.104.1
ফার্স্ট লাইনটি তো বোঝা গেল, দ্বিতীয়টিও কি পদ্য ছেল?
anaamik | ১৭ এপ্রিল ২০০৯ ১২:৫৬ | 198.17.70.8
আপিশিয়ালি এখন হল সকাল / কবিতা লিখেছিলেন র কাল / আমিও তাই রোজ ভোরে কাজ করতে এসে / ঠিক করেছি ভাটে দেবো পদ্য ঠেসে।
শ্রাবণী, আপনি ত্যাগরাজ হল / রাজা বসন্ত রায় রোড কোথ্থেকে কি ভাবে আসবেন?
san | ১৭ এপ্রিল ২০০৯ ১২:৫০ | 12.144.134.2
আসলে তোমরা মনে হয় ( স্ট্রিক্টলি মনে হয়) রিয়েল লাইফে ঝগড়ার সময় লোককে গাল ফাল দাওনা। আমি উল্টোদিকে ঝগড়ার সময় বা খিল্লির সময় বন্ধু শত্রু নির্বিশেষে গাল দিয়ে থাকি। আমারেও লোকে দিয়ে থাকে। আমার মরালিটিতে গাল দেওয়া অত কিছু ভয়ংকর খারাপ ব্যাপার নয়। তোমাদের অনেকের হয়ত খুব বেশি ই খারাপ লাগে। কি করা যাবে।
san | ১৭ এপ্রিল ২০০৯ ১২:৪৬ | 12.144.134.2
ওর সহজ মানে হল, যারা ডিফ্যামেশনে চটে এবং নিজেরা সাধারণতঃ কড়া কথাটথা বলেনা , তাদের ক্ষেত্রে আমি উইথড্র করে নি।
যারা চটেনা, বা নিজেরাও বলে, তাদের ক্ষেত্রে ধরে নেওয়া হয় যে তারাও আমরই মত সবকিছুকে সিরিয়াসলি নেয়না। থেকে যাওয়া না যাওয়ার ব্যাপার নয়, সিরিয়াসলি নেওয়া বা না নেওয়ার ব্যাপার মেনলি।
Bhuto | ১৭ এপ্রিল ২০০৯ ১২:৩১ | 203.91.207.30
রাম আর হুইস্কির ককটেল হবে ঃ))
এটা কিন্তু ল্যাদোষদা দারুণ ধরেছ। একদম ঠিক ঃ))
দাঁড়াও খেয়ে এসে আবার বসছি।
dipu | ১৭ এপ্রিল ২০০৯ ১২:৩০ | 207.179.11.216
রীবকের কি খড়ম পাওয়া যায়?
sibu | ১৭ এপ্রিল ২০০৯ ১২:২২ | 71.106.244.161
হতেই হবে। মনোমোহন মাস্টারি করত। ছাত্তরদের ঝাড় দিয়ে প্র্যাকটিস।
Arijit | ১৭ এপ্রিল ২০০৯ ১২:২০ | 61.95.144.123
আমি কিন্তু মনমোহনের আদবানিকে ঝাড়া দেখে ব্যাপক আনন্দ পেয়েছি - পুরো হিসেব কষে ঝাড়;-)
lcm | ১৭ এপ্রিল ২০০৯ ১২:১৯ | 69.236.173.221
ভুতো, ভরত কি বলেছেন খেয়াল করো... যিনি rum-এ বিশ্বাস করেন এবং জিন্নার (সেই জিন্না যিনি সাহেবদের সাথে বসে হুইস্কি খেতেন) সমাধিস্থানে যান, তিনি লৌহ পুরুষ কিসের?... [ দু ধরনের স্ট্রং লিকার নিয়ে এই কনফিউশন ভরত নিতে পারেন নি] দলের সকলকে একথা বলেছিলেন, কিন্তু কেউ শোনে নি। তাই মদ্য পান করে (আবাপ লেখেনি ঠিক কি ধরনের সুরা) মিটিং-এ নিজের হাতে খড়ম ফেরত দিতে যান।
shrabani | ১৭ এপ্রিল ২০০৯ ১২:১৩ | 124.30.233.101
কিন্তু চিদাম্বরম আর আদবানীর গেম কবে বেরোবে?
sibu | ১৭ এপ্রিল ২০০৯ ১২:১৩ | 71.106.244.161
হুঁ, এখানে একটা অপটিমাইজেশনের অংক হয়। মাল যত বেশী খাবে, ততো বেশী সাহস হবে, ততো বেশীবার জুতো ছুঁড়বে। মাল যত বেশী খাবে তত জুতো লাগার প্রোব্যাবিলিটি কমবে। এখন কতটা মাল খাওয়া অপটিমাল (পান ইনটেন্ডেড)?
কিন্তু বলছে মাল খেয়ে এসেছিল। কমেডি তো তখন হতো , যখন সজ্ঞানে টিপ করে ছুড়তো। তারপর আবাপ গোল করে আডবানী স্যর এর মাথার আব দেখাতো।
ডিঃ নিছক মস্করা।
pi | ১৭ এপ্রিল ২০০৯ ১২:০৭ | 69.255.233.93
আর স্যান, কাল লিখেচিলি, আমাকে মিথ্যেবাদী বলাটা ডিফেমেশন , আর 'সেইজন্য রাগ করলেই উইথড্র করতে হল।' তারপর আবার বল্লি, আমি চটেছি বলেই উইথড্র করতে হল।
তার মানে কি দাঁড়ালো ? আমি চটে না গেলে কথাটা উইথড্র হয়না ? আমাকে ঐ কথাটা বলা পুরো ভিত্তিহীন অভিযোগ, সেই প্রেমাইসে কথাটা উইথড্র হয় না ? তার মানে আমি চটে না গেলে মিথ্যেবাদী ই থেকে যাই !! :o
মানে,তোর কথার মানেটা ঠিক বুঝিনি ভাল, ঐ বাংলা ভাষা জ্ঞানের সীমাবদ্ধতা থেকেই হবে বোধহয় ঃ)।
আর ঐ দিনের ঐ কথা নিয়ে আরো কটা কথা বলার দরকার ছিল, কিন্তু এখন সময় নেই। পরে বলবোখন কখনো।
san | ১৭ এপ্রিল ২০০৯ ১২:০২ | 12.144.134.2
সমাধিস্থান
sibu | ১৭ এপ্রিল ২০০৯ ১২:০১ | 71.106.244.161
মাজার তো পীর ফকিরদের হয়। সারা জীবন হুইস্কি আর হ্যাম খেয়ে জিন্না কি করে পীর হল?
lcm | ১৭ এপ্রিল ২০০৯ ১২:০০ | 69.236.173.221
এই খবরে রয়েছে... জিন্নার মাজারে যান... মাজার- মানে কি?
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন