এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • dipu | ২৪ এপ্রিল ২০০৯ ০০:৪৪ | 121.243.161.234
  • উঃ, কি খেলা হচ্ছে!!
  • a x | ২৪ এপ্রিল ২০০৯ ০০:৪২ | 143.111.22.23
  • বেঙ্গালুরু বাসীরা, এইটা নিয়ে কিছু শুনছ ?

    http://tinyurl.com/cwknn5
  • pepe | ২৩ এপ্রিল ২০০৯ ২৩:৫০ | 165.91.215.12
  • কি টেস্ট?
  • sinfaut | ২৩ এপ্রিল ২০০৯ ২৩:৩২ | 218.248.76.23
  • টেস্ট
  • pepe | ২৩ এপ্রিল ২০০৯ ২৩:২৪ | 165.91.215.12
  • টৈ সব কমে গেল কেন?
  • Du | ২৩ এপ্রিল ২০০৯ ২২:৫৩ | 65.124.26.7
  • আর সিনেমা ঃ(। সিনেমার থ্রেড দেখবো, ঐ অব্দিই দৌড়। লিখো কিন্তু।

    আচ্ছা ঐ যে লোকটা সাইনবোর্ড রং করতে উঠেছিল, সেই সিনেমাটা কি 'পরশুরাম' ছিল? আর কিছুই মনে নেই কুড়ি কুড়ি বছর পরে।
  • a x | ২৩ এপ্রিল ২০০৯ ২২:৪৫ | 143.111.22.23
  • দু, এখানে প্যালেস্টেনিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে। চলে এসো। আমি শনিবার যাবো। শুক্রবারও যেতে পারি।
  • arjo | ২৩ এপ্রিল ২০০৯ ২২:৪২ | 168.26.215.13
  • *থিওরী
  • arjo | ২৩ এপ্রিল ২০০৯ ২২:৪১ | 168.26.215.13
  • দাদার সাথে বুকাননের ঝগড়া, বুকাননের বহু নেতা থেইওরী, দাদাকে ক্যাপ্টেন্সী থেকে সরিয়ে দেওয়া এবং এখন এই ব্লগ, আসলে সব অভিনয়। দাদাও কি এর সাথে জড়িত? ক্রিকেট থেকে ডাংগুলি, ডাংগুলি থেকে ডাব্লু ডাব্লু এফ। হা ঈশ্বর।

    প্রসঙ্গত গতবারের সবথেকে প্রফিটেবল টীম নাইট রাইডার্স।
  • dipu | ২৩ এপ্রিল ২০০৯ ২২:৩৮ | 121.243.161.234
  • হ্যাঁ, সত্যি। আমি শকুন্তলার হরিণ ছিলাম।
  • dipu | ২৩ এপ্রিল ২০০৯ ২২:৩৭ | 121.243.161.234
  • উচ্ছন্নে যাক!
  • shrabani | ২৩ এপ্রিল ২০০৯ ২২:৩৫ | 59.94.97.178
  • পৌড়ী যাওয়ার পথে কোটদ্বার থেকে শুরু হয় শকুন্তলার এলাকা। কন্ব মুনির আশ্রম, মালিনী নদী। তার আগে নাজিবাবাদ বিজনৌরের পথে হস্তিনাপুর পড়েছে, দুষ্মন্তের রাজধানী। বেশ লাগছিল কিন্তু ঐ জায়গাগুলো দেখে মনে মনে ভাবতে যে হয়ত এসব চরিত্ররা সত্যিই ছিল এইসব জায়গায়!
  • Binary | ২৩ এপ্রিল ২০০৯ ২২:৩৫ | 198.169.6.69
  • দিপু, টিমতা আর কোলকাতার নয়তো, আগামী বছর আমেদাবাদ চলে যাচ্ছে, নাম-ও সুধু হবে 'নাইট রাইডার্স', আর কোলকাতার কেউ খেলবে না।
  • dipu | ২৩ এপ্রিল ২০০৯ ২২:৩১ | 121.243.161.234
  • কলকাতার টিমে আগরকরের জায়গায় আমাকে নেওয়া যায় না? মন্দার বাজারে হাতে চাট্টি পয়সা আসতো!
  • Du | ২৩ এপ্রিল ২০০৯ ২২:১৭ | 65.124.26.7
  • রোজ পোস্ট পড়তো ঃ)
  • Tim | ২৩ এপ্রিল ২০০৯ ২২:১৫ | 71.62.2.93
  • কবে কোথায় কি হচ্ছেনা , এরম নামের একটা টই খুল্লে বেশ হতো। কত কিছুই তো হয়না।
  • Du | ২৩ এপ্রিল ২০০৯ ২২:০৩ | 65.124.26.7
  • বৃটেনের লোকেদের গল্প করছি তো ঃ)
  • Ishan | ২৩ এপ্রিল ২০০৯ ২২:০২ | 12.163.39.254
  • ইকিরে টেক্সাসের লোকেরা নিজেদের সুখ দুঃখের গপ্পো করছে। ঃ)
  • Du | ২৩ এপ্রিল ২০০৯ ২১:৫৫ | 65.124.26.7
  • গান নিয়ে ভয় নয়। বুলিড, সাদামাটা একটা মানুষকে নিয়ে অনেক রকম লোকের পৃথিবীতে কতই তো আমোদ হয়, তাই না?
  • a x | ২৩ এপ্রিল ২০০৯ ২১:৪৬ | 143.111.22.23
  • সুসানের জন্য ভয় কেন? অবশ্য ও ওর প্রাইম সময়টাই পার করে এসেছে।
  • Somnath | ২৩ এপ্রিল ২০০৯ ২১:২৬ | 117.194.194.104
  • স্ক্রিব্‌ড একটি অসাধারণ জিনিস। পুরো বইটাকে ৭০ কেবি র ফায়ার ফক্স ডকুমেন্ট বানিয়ে ডাউনলোডিয়ে দিল। অফলাইনেও পাতি স্ক্রল করে পুরোটা পড়া যাচ্ছে। এ তো লাইব্রেরির সাইজ হাজার ভাগের এক ভাগ করে দেবে!!

    share লিংক টা, বা অমিতের প্রোফাইলে বইটার আইকন রাইট ক্লিক করে সেভ লিন্‌ক অ্যাজ করলেই ত্তো সেভ হল।
  • Du | ২৩ এপ্রিল ২০০৯ ২১:২২ | 65.124.26.7
  • সুসানকে নিয়ে ( মানে সুসানের জন্য) আমার ভয় হচ্ছে অল্প অল্প।

    কালকেই পড়লাম, যে ছেলেপুলে মানুষ করার মত ইম্পর্ট্যান্ট জিনিসের কোন ট্রেনিং হয় না, ধরেই নেওয়া হয় যে ওটা ইনটিউটিভ এবং অত্যন্ত আনন্দদায়ক। ফল দুটো, যে যারা ভালো করে পারে না বা ইল ইকুইপড তারা গিল্টি ফীল করে সদাই। দেখা গিয়েছে যে বাবা মাকে ট্রেনিং দিয়েই নাকি বাচ্চাদের উন্নতি করা গেছে।
    আমি এখনও থিয়োরিটেক্যালি বাচ্চার গায়ে হাত তোলার বিরুদ্ধে, ইট ফীলস অফুল, জঘন্য ব্যপার -- কিন্তু যেসব সিম্পল জিনিস তুতো ছোট ভাইবোনেদের অবলীলায় শান্ত করে দিত, ছেলের বেলায় কাজেই লাগে না। অধিকারবোধ এত বেশি থাকে যে সেটাকে পার হতে প্রয়োজনের চেয়ে কঠোর হতে হয়। কেজানে আমাদেরই হয়তো, কারন আমরা তো দুজনেই কেউ কাউকে মানতে চাইনা, তাই ছেলেও শেখেনি যে এদের মানতে হয়। ( পুলিশের জন্য বিঃ ডিঃ - বহুদিন চেঁচামেচি দিয়েই কাজ সারছি)

    আর অক্ষ, চিন্তা নেই, তোমার বাংলা বিশেষ শব্দদের ওর কান এমনিতেই ফিল্টার করে ছেটে দেবে। ইংরিজীতে দিলে মুশকিল।
  • a x | ২৩ এপ্রিল ২০০৯ ২১:১৬ | 143.111.22.23
  • পাইকে, ঐ টইটা এখন খুঁজে পাচ্ছিনা। আমি একটু ইংরেজি বিশেষজ্ঞদের জিগালাম mass suicideএর ব্যপারে।

    ১) Farmers commit mass suicide in...
    আর
    ২) Mass suicide of farmers in...

    এই দুটোর মধ্যে তফাৎ আছে। প্রথমটা ইন্ডিকেট তুমি যা বললে কাল। দ্বিতীয়টা যেটা রিয়ালিটি।

    MRzine লিখেছে drought and debt drive indian farmers to mass suicide এটা কি সেকেন্ড ক্যাটেগরি?

    ইন্ডেপেন্ডেন্ট লিখেছে 1,500 farmers commit mass suicide in india এটা ডেফিনিটলি প্রথমটা।

    কিন্তু মাস সুইসাইড এই শব্দযুগলের পাশাপাশি অবস্থান মানেই তা প্ল্যানড, অর্গানাইজড এমন না।
  • stoic | ২৩ এপ্রিল ২০০৯ ২১:০৭ | 160.103.2.224
  • বাঃ এখন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন টই এর পেজ।
  • d | ২৩ এপ্রিল ২০০৯ ২০:৫২ | 117.195.32.213
  • টপ টেনের নীচের দিক থেকে দুটো আর উপর থেকে একটা ছেড়ে মাঝের ৭ টা টই।
  • dipu | ২৩ এপ্রিল ২০০৯ ২০:৪৯ | 121.243.161.234
  • সাতটা লেটেস্ট টই।
  • dipu | ২৩ এপ্রিল ২০০৯ ২০:৪৭ | 121.243.161.234
  • ছেলেরা কক্ষণো এমন ভুল করে না।
  • Ishan | ২৩ এপ্রিল ২০০৯ ২০:৪৬ | 12.163.39.254
  • কতগুলো টই মুছতে হবে? লিস্টি দাও।
  • d | ২৩ এপ্রিল ২০০৯ ২০:৩৮ | 117.195.32.213
  • হুঁ আমি মাঝেমধ্যেই ভুল লোককে জিনিষপত্রের দামটাম জিগ্যেস করে আহত দৃষ্টির সম্মুখীন হয়েছি।
  • Samik | ২৩ এপ্রিল ২০০৯ ২০:৩৩ | 122.160.41.29
  • কিন্না পিয়ারা ত্যায়নু, রবনে বনায়া ...
  • dipu | ২৩ এপ্রিল ২০০৯ ২০:৩০ | 121.243.161.234
  • কন্ডাক্টর ভেবে পয়সা দিলে এই বাজারে রাগ করব না, কিন্তু অন্যের পিয়ারা বেচে দিতে মন চাইল না।
  • san | ২৩ এপ্রিল ২০০৯ ২০:২৬ | 12.144.134.2
  • আর পিয়ারা ! আমি যে কতবার ভুল লোককে কন্ডাক্টর ভেবেছি, ভুল লোককে অটোওলা ভেবেছি , আর কতবার আহত দৃষ্টির মুখোমুখি হয়েছি !

    (আজ আমি কোনো ফল কিনি নি)
  • dipu | ২৩ এপ্রিল ২০০৯ ২০:২৩ | 121.243.161.234
  • হায় রম্ভা!! আজ পিয়ারা কিনতে গেছি, দেখি পিয়ারাওলা কোথায় ভেগেছে। ঝুঁকে পিয়ারা দেখছি, ও মা, একটা মেয়ে এসে জিগায় পিয়ারা আমার কিনা ঃ-((((
  • d | ২৩ এপ্রিল ২০০৯ ২০:১৬ | 117.195.32.213
  • হুঁ ৯১১ কল করা উচিৎ
  • Blank | ২৩ এপ্রিল ২০০৯ ২০:১৫ | 170.153.65.23
  • সাত বার চড় মারলি বাচ্ছাটাকে ? এর পরেও রম্ভার সাথে তোর ইয়েটা টিকবে?
  • d | ২৩ এপ্রিল ২০০৯ ২০:১২ | 117.195.32.213
  • অ তাই বলুন। ঠিকই আন্দাজ করেছিলাম।
  • dipu | ২৩ এপ্রিল ২০০৯ ২০:০৭ | 121.243.161.234
  • রম্ভার খুড়তুতো ভাই। ভারি ভালো ছেলে। সাত চড়ে রা নেই গা!
  • d | ২৩ এপ্রিল ২০০৯ ২০:০২ | 117.195.32.213
  • এইরে! স্যানও ব্ল্যাঙ্কির মত ব্ল্যাঙ্ক ঠুসে দিচ্ছে শব্দের মাঝে।

    এই যে দীপুবাবু, ঐ "ব্রম্ভা'টি কিনি?
  • dipu | ২৩ এপ্রিল ২০০৯ ২০:০১ | 121.243.161.234
  • ঃ-))
  • san | ২৩ এপ্রিল ২০০৯ ১৯:৫৯ | 12.144.134.2
  • অনেক গুলো ঘাড়। ফ্রেন্ডজ এর মত।
  • dipu | ২৩ এপ্রিল ২০০৯ ১৯:৫৮ | 121.243.161.234
  • ঘাড়্‌জ কি?
  • d | ২৩ এপ্রিল ২০০৯ ১৯:৫৪ | 117.195.32.213
  • আচ্ছা তখনকার ঐ ইংরাজি টুকরোর কেউ স্ক্রীনশট নিয়ে রেখেছ? ঈশানকে তো বোঝানোই যাবে না, কি অদ্ভুত একটা ব্যপার ছিল। এদিকে এরা খামোখা জঞ্জাল জমিয়ে সেটাকে হাওয়া করে দিল। ওদিকে ঈশান কোন টই মোছে না। স্রেফ টপ টেন থেকে ঘাড়্‌জ ধরে নামিয়ে দেয়।
    ঃ(
  • dipu | ২৩ এপ্রিল ২০০৯ ১৯:৪৪ | 121.243.161.234
  • অ মা গো! ই কি কান্ড!! টইয়ের লিস্টিকে কি ভুতে পেল?
  • san | ২৩ এপ্রিল ২০০৯ ১৯:৪২ | 12.144.134.2
  • প্রথম টই থেকে লিখছেন কথাটাও তো হুড়মুড়িয়ে উবে গেল !
  • san | ২৩ এপ্রিল ২০০৯ ১৯:৪১ | 12.144.134.2
  • এর মানে হল এই সাইটে ভূত আছে
  • r | ২৩ এপ্রিল ২০০৯ ১৯:৩৪ | 198.96.180.245
  • ঈশেন, টইটাকে ভালো করে মুছে দিও। রিপিটেব্‌ল টেস্ট কেস না। কি আর করা।
  • Blank | ২৩ এপ্রিল ২০০৯ ১৯:৩১ | 170.153.65.23
  • হলো ই না ঃ(
  • san | ২৩ এপ্রিল ২০০৯ ১৯:৩০ | 12.144.134.2
  • কিছুই তো হোলোওওওওওওও না।

    (আন্তরিক ভাবে দুঃখিত)
  • r | ২৩ এপ্রিল ২০০৯ ১৯:২৪ | 198.96.180.245
  • ই কি রে? হল না তো? আবার ট্রাই করি।
  • arjo | ২৩ এপ্রিল ২০০৯ ১৯:২১ | 168.26.215.13
  • জিন্নাবা জিন্নাবা করতে করতে তরুণ তুর্কীদের বিজয়োল্লাস। ব্যাকগ্রাউন্ডে চল্লিশোর্ধ (মনে) বাঙালীদের ঘরে ফেরার গান। ;)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত