এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • a x | ২৮ এপ্রিল ২০০৯ ২৩:০০ | 143.111.22.23
  • নেপালী মানেই দারোয়ান এটা অশ্রদ্ধার তার কারণ ইট ইমপ্লাইস যে দারোয়ানের কাজের "বেশি" কিছু করতে সে অক্ষম।
    এই বেশি কিছু কি? সেরিব্রাল কিছু? নট নেসেসারিলি, কিন্তু স্কীল সেট বেশি এরকম কিছু।
  • Binary | ২৮ এপ্রিল ২০০৯ ২৩:০০ | 198.169.6.69
  • এইত্তো, অক্ষ অক্ষ-র মত বক্তব্য রাখলো ঃ)))
  • a x | ২৮ এপ্রিল ২০০৯ ২২:৫৮ | 143.111.22.23
  • অশ্রদ্ধার নয় কিন্তু কেউ আমরা নিজের মেয়েকে প্রস্টিট্যুশনে যাওয়ার জন্য উৎসাহ দিইনা। বরঞ্চ সে অ্যাস্ট্রনমিতে আগ্রহ দেখালে খুব খুশি হই। ছোট ছেলে যখন বড় হয়ে রং মিস্ত্রী হব বা দারোয়ান হব বলে, কি সুইট বলে হাসি, কিন্তু ২৩ বছর বয়সে বললে একটু ছোট করে চাপ খাই। এই আর কি।
  • d | ২৮ এপ্রিল ২০০৯ ২২:৫৪ | 121.245.175.232
  • রাইট।
  • Binary | ২৮ এপ্রিল ২০০৯ ২২:৫০ | 198.169.6.69
  • কথাটা, প্রফেশনের অশ্রদ্ধা প্রকাশ নয়, কথাটা, 'উড়ে','মাওড়া','পাঁইয়া' এইসব শব্দ নিয়ে। আর উড়ে মানেই কুক এই ধারনাটা নিয়ে। আর সিডিউল কাস্ট মানেই ওঁচা ছাত্র এই ধারনাটা নিয়ে।
  • pi | ২৮ এপ্রিল ২০০৯ ২২:৪৩ | 69.255.233.93
  • আচ্ছা, একটা কথা। লোকের বাড়ির দারোয়ান বা রাঁধুনী এই ব্যাপারগুলো ও নিশ্চয় অশ্রদ্ধার নয়। নেপালী মানেই বাহাদুর মানেই লোকের বাড়ির দারোয়ান এটাকে অশ্রদ্ধা প্রকাশের উদাহরণ হিসেবে ভাবি কেন আমরা ?
    মানে, উদাহরণ হিসেবে ঠিক ই আছে। অশ্রদ্ধা প্রকাশ করতেই ব্যবহার করা হয় তো বটেই, কিন্তু আমার বক্তব্য আপত্তিটা ঐ দারোয়ান বলে অশ্রদ্ধা প্রকাশ নিয়ে।
    সেটা না হলে নেপালী মানে দারোয়ান দ্বাহাদুর বল্লে একটা অন্যায্য টাইপিফিকেশন করা হয় বটেই, কিন্তু অতটা অশ্রদ্ধার কিছু থাকেনা।
  • sinfaut | ২৮ এপ্রিল ২০০৯ ২২:৩৯ | 218.248.76.23
  • জন্ম থেকে শুনে আসা ওঙ্কারনাথ ঠাকুরের গানগুলো কম্পিউটারে আবার পেয়ে শুনে দারুন ভালো লাগছে।
  • Binary | ২৮ এপ্রিল ২০০৯ ২২:৩৮ | 198.169.6.69
  • আরে রিপ্লেস করার পর দেখেতে হবে তো, ন্যাজ উল্টে, এঁড়ে না বকনা ঃ)))
  • d | ২৮ এপ্রিল ২০০৯ ২২:৩৮ | 121.245.175.232
  • আরে আমি একটা রিপ্লেস অল এর হেব্বি গল্প জানি। দাঁড়াও খেয়ে এসে লিখছি।
  • arjo | ২৮ এপ্রিল ২০০৯ ২২:৩৬ | 168.26.215.13
  • একবার ঐ রিপ্লেস অল করতে গিয়ে সিকোয়েল সার্ভার 8i হয়ে গিয়েছিল। বলাই বাহুল্য প্রোজেক্ট পাওয়া যায় নি।
  • d | ২৮ এপ্রিল ২০০৯ ২২:৩৪ | 121.245.175.232
  • হ।
    খামোখা জোর করে এইসবে পাঠায়। ঃ(
  • Binary | ২৮ এপ্রিল ২০০৯ ২২:২৯ | 198.169.6.69
  • এঃ প্রোপোজাল ল্যাখার আবার টেরেনিং কি। চাড্ডি টেমপ্লেট থাকে তো, টাইম-অ্যান্ড-মানি, ফিক্স-বিড, ইমপ্লিমন্টেশন, এ-এম-সি আর প্রোডাক্ট, ঝেরে ঝুরে, ক্লায়েন্টের নাম চেঞ্জ করে ... ইত্যাদি ইত্যাদি ।
  • san | ২৮ এপ্রিল ২০০৯ ২২:২২ | 123.201.53.131
  • অপ্পন বা অন্য কেউ ঃ হ্যাল মার্কেটে কখনো শনিরোব্বার ছাড়া অন্য সময়ে গিয়ে দেখেছো কি, কি পাওয়া যায় না যায়? ধরো পয়লা মে টাইপের ছুটিদ্দিনে যদি চেষ্টা করি যেতে?
  • d | ২৮ এপ্রিল ২০০৯ ২২:১৯ | 121.245.175.232
  • আজ আমাকে একটা প্রোপোজাল রাইটিং ওয়ার্কশপে জেতে হয়েছিল .... তা সেখানে কাকুকে কিভাবে বিভিন্ন জিনিষ জিগাতে হয়। তাই খুব ভাল করে শেখালো। কেন যে এইসব অখদ্যে অবদ্যে টেরনিংগুলো নিতে হয়!
  • Du | ২৮ এপ্রিল ২০০৯ ২২:১৮ | 65.124.26.7
  • অসমে 'বঙ্গাল' মানে বহিরাগত এবং বঙালী মানে বাঙালী। কিন্তু এমনই তিক্ত ইতিহাস যে ভদ্র অসমীয়াদের কাছে ইংরিজী bengali ছাড়া আর শব্দই রইলোনা বাঙালীদের বোঝানোর জন্যে ঃ)
  • Tim | ২৮ এপ্রিল ২০০৯ ২১:৫৯ | 198.82.167.98
  • আরে তোমরা এত কষ্ট করে টরেন্ট ডাউনলোড কচ্ছো কেন? bollyfm.net এ গুলালের দুটো বাদে বাকিসব গান আছে।
    যেদুটো ওখানে নেই সেগুলোও অন্য সাইটে আছে। কাকুরে জিগালেই বলে দেবে।
  • a x | ২৮ এপ্রিল ২০০৯ ২১:৫৫ | 143.111.22.23
  • টুকরোটা নেই, কিন্তু ফন্ট চেঞ্জটা আছে।
  • a x | ২৮ এপ্রিল ২০০৯ ২১:৫৪ | 143.111.22.23
  • এই হমীনস্ত খুব রহস্যজনক একটা ব্যাপার হয়ে উঠেছে!
  • Binary | ২৮ এপ্রিল ২০০৯ ২১:৪৮ | 198.169.6.69
  • উড়ে, মেরো, মাওড়া এইসব খুবই ডেরোগেটারি শব্দ, বাঙ্গালীদের সাহেবতোষনের ঐতিহ্য থেকে এসেছে। অশ্রদ্ধা পুরোমাত্রায় আছে, এতে, অ্যাপারেন্টলি মনে না হলেও।

    সিমিলারলি, 'সোনার চাঁদ', 'সোনার টুকরো'-তেও।
  • d | ২৮ এপ্রিল ২০০৯ ২১:৪১ | 121.245.175.232
  • আমি যে সকালে হমীনস্ত এর টুকরো রেখে গেছিলাম টইয়ে, সেটা কি ঈশান মুছে দিল? টই তো তেমন বাড়ে নি, যাতে ওটা তলাতে পারে!
  • d | ২৮ এপ্রিল ২০০৯ ২১:৩৪ | 121.245.175.232
  • "বাঙ্গাল' কথাটাও পশ্চিমবাঙ্গীয়রা গালাগাল হিসাবেই ব্যবহার করত ..... এই কদিন আগেও। এখনও সামহোয়ারইন বা আমার-বাংলা ব্লগে কথাটা ব্যবহার করলে প্রচন্ড রেগে যাবে -- এরকম লোক বেশ কিছু পাওয়া যাবে। আর পোলিটিকাল কারেকটনেস নিয়ে অত টিটকারী দেবার কিছু নেই। বরং কোন লোককেই তাচ্ছিল্য না করতে শিখতে পারলেই ভাল।
  • a x | ২৮ এপ্রিল ২০০৯ ২১:২৭ | 143.111.22.23
  • উড়ে ঠাকুর কথাটা যথেষ্ট অশ্রদ্ধারই। একটা কালেক্টিভ মানসিকতার অশ্রদ্ধা একজন ইন্ডিভিজুয়াল সবসময় অশ্রদ্ধা দেখানোর জন্যই যে ব্যবহার করেন তা না। কিন্তু তিনি সেই অশ্রদ্ধাটা প্রোপাগেট করতে সাহায্য করেন। নেপালী মানেই বাহাদুর মানেই লোকের বাড়ির দারোয়ান এটা একটা উদাহরণ যেমন।

    বাঙ্গাল কথাটা বাঙ্গালরাই ব্যবহার করে। যেমন নিগার শব্দটা, কালোরা এখন ব্যবহার করে, টু টার্ন ইট অন ইট্‌স হেড।
    উড়ে কথাটা বা মেরো কথাটা রেস্পেক্টিভ লোকজন ব্যবহার করে না।

    আর পলিটিকাল কারেক্টনেস খুব খারাপ কি? মৌখিক ভদ্রতা অন্তত একটা স্টেপ ফরওয়ার্ড।
  • dipu | ২৮ এপ্রিল ২০০৯ ২০:৫৭ | 121.243.161.234
  • বহুদিন ধরেই বাঙালী "উড়ে ঠাকুর' ই বলে আসছে, বিন্দুমাত্র অশ্রদ্ধা না থাকা সঙ্কেÄও। ইদানীং কালে পলিটিকাল কারেক্টনেসের জাঁতাকলে পড়ে উড়ে ক্রমশঃ ওড়িয়া হয়ে যাচ্ছে।
  • Samik | ২৮ এপ্রিল ২০০৯ ২০:৫০ | 122.160.41.29
  • তা হবে। তবে "উড়ে' কথাটা একটু অশ্রদ্ধাজনক। ওড়িশার লোকেদের ওড়িয়াই বলা হয়। ঃ-)
  • dipu | ২৮ এপ্রিল ২০০৯ ২০:৪৭ | 121.243.161.234
  • ধুস্‌স্‌স, বিহারীদের বিহারীই বলি। উড়ে ঠাকুর কথাটা তবে দোষের।

    কিন্তু তবে কি এবার থেকে পূর্ববঙ্গীয়, পশ্চিমবঙ্গীয় এরকম বলতে হবে? বিহারীদের খোট্টা বলায় যা দোষ, পূর্ববঙ্গীয়দের বাঙাল বলায় একই দোষ।
  • Samik | ২৮ এপ্রিল ২০০৯ ২০:৪০ | 122.160.41.29
  • বিহারিদের খোট্টা বলায় যে দোষ, ওড়িয়াদের উড়ে বলাতেও সেই দোষ।
  • dipu | ২৮ এপ্রিল ২০০৯ ২০:৩৭ | 121.243.161.234
  • ক্যানো, উড়ে কি দোষ কল্ল?
  • Samik | ২৮ এপ্রিল ২০০৯ ২০:৩৬ | 122.160.41.29
  • সোয়েন। Swain

    উড়ে নয়, ওড়িয়া।
  • dipu | ২৮ এপ্রিল ২০০৯ ২০:৩৪ | 121.243.161.234
  • সোয়াইন উড়েদের পদবী হয়।
  • h | ২৮ এপ্রিল ২০০৯ ২০:৩৪ | 61.95.144.10
  • এটা হেবি দিল দু ঃ-)

    ঠিক ঠিক। তবে সোয়াইন রা নিজেরাও কখনো ড্রেসিং গাউন পরে শুধু তাই নয় চুরুট খায়, অ্যানিমাল ফার্ম?
  • Du | ২৮ এপ্রিল ২০০৯ ২০:৩২ | 65.124.26.7
  • সোয়াইনটা এককালে ড্রেসিং গাউন পরা বড়লোকেদের গালি ছিল না? বহুদিন পরে শুনলাম।
  • dipu | ২৮ এপ্রিল ২০০৯ ২০:১৯ | 121.243.161.234
  • সোমনাথদা, পাঠ্যে দিইচি।

    আর ওটা দীপা মেহতার আর্থ ঃ-))
  • Somnath | ২৮ এপ্রিল ২০০৯ ১৯:৪৭ | 117.194.195.198
  • দীপু আমায় লিস্টি পাঠায় নি ক্যানো? দীপুকে কি ক্যালাবো? এখুনি পাঠা। ব্ল্যাংকি আমায় লিস্টি পাঠাবি, সিফো ও।

    আমার টেরাবাইটটা এখন নাকি চেন্নাই থেকে কলকাতা অভিমুখে রওনা দিয়েছে সবে।

    আমি আমার লিস্টি টা আপডেট করছি। সাইটে তুলে দোবো।

    রিচার্ড গেরে র ব্রুকলিন ফাইনেস্ট কেউ দেখলে? কেমন লাগল?
  • Blank | ২৮ এপ্রিল ২০০৯ ১৯:৩১ | 59.93.220.122
  • ম্যান উইথ এ মুভি ক্যামেরা আছে
  • sinfaut | ২৮ এপ্রিল ২০০৯ ১৯:৩০ | 203.91.207.30
  • ম্যান উইথ আ মুভি ক্যা। আছে।
  • r | ২৮ এপ্রিল ২০০৯ ১৯:২৫ | 198.96.180.245
  • হুঁ। দভঝেঙ্কো। ভালো বানাত। ঝিগা ভের্তভ আছে?
  • Blank | ২৮ এপ্রিল ২০০৯ ১৯:১৮ | 59.93.220.122
  • দভজেঙ্কোর আশায় বসে আছি
  • sinfaut | ২৮ এপ্রিল ২০০৯ ১৯:১৭ | 203.91.207.30
  • না দভঝেঙ্কো।
  • sinfaut | ২৮ এপ্রিল ২০০৯ ১৯:১৬ | 203.91.207.30
  • পুদোভকিন?
  • Blank | ২৮ এপ্রিল ২০০৯ ১৮:৫৬ | 59.93.220.122
  • তোর এই Earth টা কি?
  • dipu | ২৮ এপ্রিল ২০০৯ ১৮:৪৫ | 207.179.11.216
  • ঃ-))
  • Blank | ২৮ এপ্রিল ২০০৯ ১৮:৪১ | 59.93.220.122
  • আমার মনেও ওটা নিয়ে এক কুটিল প্রশ্ন এসেছিলো
  • Blank | ২৮ এপ্রিল ২০০৯ ১৮:৪০ | 59.93.220.122
  • সব ল্যাদ কাটিয়ে উঠতে পারলে ১ টেরা নিয়ে সিঁফোর বাড়ি গিয়ে সব তুলে নেবো।
  • sinfaut | ২৮ এপ্রিল ২০০৯ ১৮:৩৯ | 203.91.207.30
  • হুম। আম্মো নাম্বারগুলো কেন অমন বোঝার চেষ্টা করলাম। বিশেষ করে বিএফ-১৩ নিয়ে।
  • Blank | ২৮ এপ্রিল ২০০৯ ১৮:৩৮ | 59.93.220.122
  • ওহ, ওগুলো বুঝি ডিভিডি নাম্বার। আমি অনেক কিছু ভাবলাম ওগুলো নিয়ে। শেষে ভাবলাম, ওগুলো নিশ্চয় এক্সেলের সেল নাম্বার। তোর কোনো একটা ফর্মুলা করা ছিলো ওগুলো দিয়ে ঃ)
  • sinfaut | ২৮ এপ্রিল ২০০৯ ১৮:৩৪ | 203.91.207.30
  • গুড। হ্যাঁ, অবিশ্যি নিস।
  • dipu | ২৮ এপ্রিল ২০০৯ ১৮:৩০ | 207.179.11.216
  • তা পারব, তবে সিনেমার নাম না বলে ডানদিকের ব্র্যাকেটের মধ্যে ডিভিডির নাম্বার বোলো।

    আর তোমার থেকেও কিছু নোবো।
  • sinfaut | ২৮ এপ্রিল ২০০৯ ১৮:২৭ | 203.91.207.30
  • দিপু, তোরে ১৬ খানা মত সিনেমা আনতে বললে আনতে পারবি?
  • Blank | ২৮ এপ্রিল ২০০৯ ১৮:২০ | 59.93.220.122
  • জ্বরের চোটে ল্যাদ খেয়ে আপডেটানো হয় নি। আপডেটিয়ে পাঠিয়ে দেবো ঃ)
  • dipu | ২৮ এপ্রিল ২০০৯ ১৮:১৪ | 207.179.11.216
  • অ ব্ল্যাংকিদা, লিস্টি?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত