এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Du | ০৯ এপ্রিল ২০০৯ ২৩:০৯ | 65.124.26.7
  • এর পর কি ইভ টিজিং এর কথায়ও আসবে - এখানে হাত দিলে যা শাস্তি ওখানে হাত দিলেও তাই? অর্থাৎ হাত দেওয়াটা তেমন কিছু না বলে মেনে নেবার পয়েন্ট থেকে কথা শুরু হচ্ছে।
    এর পরেও আবার জিজ্ঞেস করি - যার ছমাস সাসপেন্সন বন্ধ করানোর চেষ্টা হচ্ছে সে কি শুধুই গালাগালি করেছিল? একতা দেখানোর জন্য তার বন্ধুরাও ঐ একই ক্রাইমের দায় নিয়ে সহ সাসপেন্সন চাইছে না কেন? শুধু এইটুকু প্রমাণ করার জন্য যে তারা র‌্যাগিংএর বিরুদ্ধে । তা না হলে তাদের কেন 'সে' থাকবে র‌্যাগিং নিয়ে?
  • arjo | ০৯ এপ্রিল ২০০৯ ২৩:০৯ | 168.26.215.13
  • সিবুদা, সব ব্যাপারে আইন আনাতে অনেক অসুবিধা সেটাই বলার চেষ্টা করছিলাম। বাইনারীদা জিগ্যেস করল না পুলিশ কোথাথেকে আসছে তাই বলছিলাম।

    স্যান, ঐ যে লিখলে ""মদ গাঁজা ছাত্রজীবনে লোকে খাবে বেশ করবে (আম্মো খেয়েছি)""। তাই বললাম আর স্মাইলি দিতে ভুলে গিয়েছি।
  • san | ০৯ এপ্রিল ২০০৯ ২৩:০৭ | 123.201.53.131
  • ঈশান ঢপ বলতেই পারে, সে তো ছমাস আগে অব্দি আমায় চোখেই দেখে নি, তিনবছর আগে নেটের পরিচয়ও হয়নি, জন্মে কোনো কমন ফ্রেন্ড ছিলনা, অতএব আমার জীবনের সত্যমিথ্যে যাচাই করার জন্য তার থেকে বেশি কোয়ালিফায়েড আর কে !!!
  • sibu | ০৯ এপ্রিল ২০০৯ ২৩:০৪ | 71.106.244.161
  • ক্রিমিনালদের শাস্তি অনেক লেভেলে হয়। যেমন এই কনটেকস্টে, ছোটোখাটো র‌্যাগিং ক্রাইমের শাস্তি কোন একটা ফ্যাকাল্টি কমিটি দেয়। বড় ক্রাইম হলে (বা ফ্যাকাল্টি কমিটির কাজ অসম্ভব করে তোলা হলে) পুলিশ আদালত ইনভলভড হয়ে পড়ে। এই রকম।
  • san | ০৯ এপ্রিল ২০০৯ ২৩:০৩ | 123.201.53.131
  • এই আজ্জোদা আমি কস্মিন কালে এসব বলিনি। যা নয় তাই বলে যাচ্ছে এবার। আমি শুধু বলেছি 'ছাত্র' বলে এক্সট্রা প্রোটেকশন লোকে পাবে কেন? বেসিক মানবাধিকার ভঙ্গ তো অপরাধযোগ্য। সেই অপরাধের শাস্তি আদালত ঠিক করবে। ছাত্রদের তাতে 'সে' রাখতেই হবে এমন কোনো কথা নেই। পুলিশ আসতেই হবে এমন কোনো কথা নেই কিন্তু যে যে ক্ষেত্রে অ-ছাত্রের এই আচরণে পুলিশ ডাকা হত সেক্ষেত্রে ছাত্র বলেই পুলিশের আর আইনের থেকে সযত্নে সরিয়ে রাখতে হবে এমন যেন না হয়।

    ক্যাম্পাস মাত্রেই পুলিশ ঢোকা যাবেনা, এটা আদিখ্যেতা। এর মানে এই নয় ছাত্রদের সবেতেই পুলিশ ঢোকা উচিত। বেসিক লজিকে গোলমাল কোরোনা ।
  • a x | ০৯ এপ্রিল ২০০৯ ২৩:০১ | 143.111.22.23
  • আরে পুলিশ স্টেট মানে কি নিশ্চয়ই জানা আছে?

    আইন ভাঙ্গলে শাস্তি কে দেবে? "র‌্যাগিং ইজ ক্রাইম, ক্রাইম শুড বি পানিশড" - আইন আদালতের পর কি জেলে যাবার কথা হচ্ছিল না চিড়িয়াখানা? "ক্রিমিনালদের প্রসেকিউট (9:03 PM)" কারা করে?
  • Binary | ০৯ এপ্রিল ২০০৯ ২২:৫৯ | 198.169.6.69
  • আর ঈশান বলেছে, সেটাও নাকি 'বিশুদ্ধ ঢপ' ঃ) তাইলে আর কি ঃ)))
  • sibu | ০৯ এপ্রিল ২০০৯ ২২:৫৯ | 71.106.244.161
  • আজ্জো প্লীজ আমাকে মিসকোট কোরো না। আমি বলেছি বেআইনী আচরণ হল বেআইনী আচরণ। সেটাকে র‌্যাগিং বললেই সেটা আইনসঙ্গত হয়ে যায় না। আর শাস্তির ধরন ও পরিমান আদালতে ঠিক হওয়া উচিৎ।
  • arjo | ০৯ এপ্রিল ২০০৯ ২২:৫৮ | 168.26.215.13
  • ধ্যার গাঁজা খাওয়া বেআইনী। স্যান শাস্তিযোগ্য অপরাধ করেছে।
  • sibu | ০৯ এপ্রিল ২০০৯ ২২:৫৭ | 71.106.244.161
  • রোকেয়া।

    সাধারণ শাস্তিতে যদি র‌্যাঃ না কমে তো র‌্যাঃবাঃ দের এক্সপেল করলেই হবে। ইউনির ভেতরে না থাকলে আর র‌্যাঃ করবে কি করে?

    র‌্যাঃ করলে শাস্তি পেতে হবে, এটা মেনে নিলে শাস্তির স্কেল ক্যালিব্রেট করার চিন্তা শুরু করা যায়।

    দীপুঃ

    কোনটা ভদ্র ব্যবহার সেটা নিয়ে কখনো কখনো কনফিউশন হয়, সব সময় না। যেক্ষেত্রে সেটা হয়, সেক্ষেত্রে ডিসিশন নেবার দায় ভিক্টিমের। অর্থাৎ, কেউ যদি বলে যে অমুক কথাটা অভদ্র (এবং সেটা ঐ রকম বর্ডারলাইন কেস হয়) তো তাকে আর ঐ কথাটা বোলো না।
  • san | ০৯ এপ্রিল ২০০৯ ২২:৫৫ | 123.201.53.131
  • বাই দ্য ওয়ে, ইঞ্জিনিয়ারিং কলেজের ছেলেপুলে নিজেদের আইনের ঊর্দ্ধে ভাবে, এটা ঠিক মিডিয়ার অপপ্রচার নয়।এই গুরুর বুলবুলভাজা আর তার পরের প্রসঙ্গে লেখা হয়েছিল, বিই কলেজের মদ গাঁজা বন্ধ করা নিয়ে। এই ঈশান লিখেছিল বিই কলেজের পালস বোঝেননা বলেই প্রশাসন এই কাজ করলেন। এবং করে ভুল করলেন।

    ভুল বুঝবেন না, মদ গাঁজা ছাত্রজীবনে লোকে খাবে বেশ করবে (আম্মো খেয়েছি), এনিয়ে আমার কোনো দ্বিমত নেই। আমার বক্তব্য হল এখানে বিই কলেজের 'পালস' আসে কেন ? কোন যুক্তিতে? আইদার বলা হোক কলেজে/হোস্টেলে অ্যাডাল্টদের জন্য (বিই কলেজ পঃ বঙ্গের একমাত্র হোস্টেল নয় বলেই জানি) মদ গাঁজা বারণ হাস্যকর , অথবা বলা হোক ডিসিপ্লিনারি অ্যাকশন সব জায়গায় সমান প্রযোজ্য। কিন্তু রেলা দেখিয়ে পরের পর একই কথা বলা হল, বিই কলেজের পালস। সংস্কৃতি। ঐতিহ্য। ভাবা যায় , একটা স্পেসিফিক কলেজ বলে ডিসিপ্লিনের জন্য একটা আলাদা ট্রিটমেন্ট দাবি করছে জনতা !!! জাস্ট ওটা বিই কলেজ বলেই !!!!

    এর পরেও নাকি এরা নিজেদেরকে হনু ভাবে না !

    *** পুরোনো কাসুন্দি ঘাঁটার একটাই উদ্দেশ্য, ঈশান/পাইদি উদাহরণ চেয়েছিল , কে কারা নিজেদের স্পেশাল ভেবেছে। তো গুরুর বাইরের জনতার উদা দিয়ে বেসিকালি লাভ নেই। তাই এখানকারই দিলাম।
  • arjo | ০৯ এপ্রিল ২০০৯ ২২:৫৪ | 168.26.215.13
  • বাইনারীদা একটুও পড়া করছে না। 4004 পাতা থেকে পড়ে এসো।
  • Du | ০৯ এপ্রিল ২০০৯ ২২:৫৩ | 65.124.26.7
  • এই ছেলেকে কি গালাগাল করা হয়েছিল শুধু?
  • Binary | ০৯ এপ্রিল ২০০৯ ২২:৫২ | 198.169.6.69
  • অক্ষ, 'পুলিশ স্টেট' কথাটা কে জানি বল্ল প্রথম ?
  • arjo | ০৯ এপ্রিল ২০০৯ ২২:৫২ | 168.26.215.13
  • না আমি তো ডাইভার্ট করতে চাই নি। শিবুদা আর স্যান বলেছে র‌্যাগিং মানে র‌্যাগিং সে এক্সটেম্পোরই হোক বা ফিজিকাল অ্যাসল্ট, তাদের উল্টো ঝুলিয়ে রাখা হোক বা পুলিশ দিয়ে কেলিয়ে দেওয়া হোক। সেইখানে আপত্তি। নয়ত বহু আগেই তো বলেছি র‌্যাগিং বন্ধ হওয়া দরকার। আর সেটা পুলিশ দিয়ে হবে না। ইভেন ঐ ছোটখাটো মৌখিক হ্যারাসমেন্টও বন্ধ হওয়া দরকার। কিন্তু পুলিশ দিয়ে করাতে গেলে অসুবিধা আছে সেটাই বলছিলাম। বাইনারীদা সবটা না পড়ে বলছে।
  • Binary | ০৯ এপ্রিল ২০০৯ ২২:৫১ | 198.169.6.69
  • আর ঈশেন-এর গপ্পটা, যদি এরম হয়,

    এক সিনিয়ার, নতুন ছেলেকে বল্ল, 'তোর মা খান....' বা 'তোর মা সায়া তোলে ?'। তো এই টা, প্রমানিত হয়ে গেল। তারপর পুলিশ-ফুলিশ এল না কিন্তু যে বলেছে, তার ছ মাস কলেজে আস বন্ধ করে দেওয়া হল।

    এতে আপত্তি কিসের ?
  • rokeyaa | ০৯ এপ্রিল ২০০৯ ২২:৫০ | 203.110.246.230
  • ১) শাস্তি দিয়ে কিছু লোকের মনে শান্তি আসতে পারে, র‌্যা কমবে না
    ২) কারুকে থাপ্পড় মারার শাস্তি এক বছর ল্যাগ, গালাগাল করলেও তাই?
  • dipu | ০৯ এপ্রিল ২০০৯ ২২:৫০ | 121.243.161.234
  • মুশকিল হল, ভদ্র ব্যবহার বা ভদ্রতার কোন সর্বজনগ্রাহ্য দেফিনিশন নেই। "এই শালা, কখন বাড়ি যাবি?', এটা পত্রবিশেষে অভদ্র কথা।

    কিন্তু তাহলে র‌্যাগিং বন্ধ করা যাবে কিকরে? আমার জানা নেই। ন্যাসডাক ৩% বেড়েছে, সেই আনন্দে ঘুনু কত্তে যাই।
  • a x | ০৯ এপ্রিল ২০০৯ ২২:৪৯ | 143.111.22.23
  • কি আশ্চর্য! নিজেরাই তো পুলিশের কথা আনলেন। পুলিশ দিয়ে ভয় দেখানো!!
  • lcm | ০৯ এপ্রিল ২০০৯ ২২:৪৮ | 128.48.7.72
  • যা তেরি! এখানে দেখছি মাথায় চাঁটা মারা, সাইন কার্ভে হাসা থেকে শুরু করে পিটিয়ে হাড়গোড় ভেঙ্গে দেওয়া, মেরে স্বর্গে পাঠানো - এ সব কিছুকেই র‌্যাগিং-এর মধ্যে ফেলা হচ্ছে।
    কাউকে ফিজিক্যালি আস্যাল্ট করা বাজে কাজ, শাস্তিযোগ্য অপরাধ। পিরিয়ড। হস্টেলে, রাস্তায়, বাড়িতে, ময়দানে... যেখানেই হোক...ছাত্র, মাস্টার... যেই করুক...
  • Du | ০৯ এপ্রিল ২০০৯ ২২:৪৭ | 65.124.26.7
  • বাইনারী, তাই তো।
  • sibu | ০৯ এপ্রিল ২০০৯ ২২:৪৭ | 71.106.244.161
  • আর আজ্জো খালি আলোচনা র‌্যাগিং থেকে ডাইভার্ট করতে চাইছে কেন?
  • Du | ০৯ এপ্রিল ২০০৯ ২২:৪৬ | 65.124.26.7
  • পুলিশ না হলে সমাজের কাছে কারও কোন দায় নেই?
  • sibu | ০৯ এপ্রিল ২০০৯ ২২:৪৬ | 71.106.244.161
  • কে পুলিশের নিরপেক্ষতার টেস্ট নেবে?
  • Binary | ০৯ এপ্রিল ২০০৯ ২২:৪৫ | 198.169.6.69
  • এখানে পুলিশ-ফুলিশ এলিট-ফেলিট এসব বলে আসল ঘটনাকে ডাইভার্ট করা হচ্ছে, আসলে, র‌্যাগিং হয়েছে, প্রমানিত। তার জন্য ছ্‌মাসে সাসপেন্সশন হয়েছে, বেশ হয়েছে, আবারো এরাম শাস্তি হওয়া উছিত। কম্যুনিটি ওয়ার্ক স্রেফ ভাঁওতা এটা সক্কলে জানে। এখানে পুলিশ-ফুলিশ আলোচনাতেই আসছে কেন ?
  • arjo | ০৯ এপ্রিল ২০০৯ ২২:৪৩ | 168.26.215.13
  • স্যান তো পয়েন্ট বোঝে নি। পুলিশ ঢোকায় আপত্তি নেই কিন্তু তার আগে পুলিশকে নিজের নিরপেক্ষতা এস্টাবলিশ করতে হবে। বাড়ি আর ক্যাম্পাসের মধ্যে ডিফারেন্সটা হল পলিটিক্সের। এর বামপন্থী ব্যাখ্যা দিতে গেলে হেজেমনি ফনি এসে পড়বে সে ব্যাপারে আমার জ্ঞান খুবই সীমিত।
  • sibu | ০৯ এপ্রিল ২০০৯ ২২:৪০ | 71.106.244.161
  • দীপুকে।

    আমি একটা আরো ভাল উপায় বাতলাতে পারি। সেটা হল ভদ্র ব্যবহার করতে শেখা।
  • a x | ০৯ এপ্রিল ২০০৯ ২২:৩৮ | 143.111.22.23
  • না না হুকো যা বলেছে, সবাই একটা করে বন্দুক কেন। পুলিশ ফুলিশ। বাড়িতে চোর এলে ঢিঁকচ্যাও, হ্যারাসড ফিল করলে ঢিঁকচ্যাও, রাস্তায় টিটকিরি শুনলে ঢিঁকচ্যাও। ও আমার একটা ফেভারিট আছে। রাস্তার ধারে হিসি করা পুং সম্প্রদায় দেখলেই - ঢিঁকচ্যাও!
  • dipu | ০৯ এপ্রিল ২০০৯ ২২:৩৭ | 121.243.161.234
  • র‌্যাগিং রোখার ভালো উপায়....সকল ফ্রেশার ভর্তির সময় নিজ নিজ অপছন্দের লিস্টি জমা দেবে। সিনিয়ররা কথা বলার আগে টুক করে লিস্টিতে চোখ বুলিয়ে নেবে। লিস্টির বাইরে কথা হলেই পুলিশ বাটাম মারবে।

    হয় এই, নয় সিনিয়র - জুনিয়র কথাবার্তা একদম বন্ধ করে দেওয়া। আর কোনো রাস্তা নেই।
  • san | ০৯ এপ্রিল ২০০৯ ২২:৩৬ | 123.201.53.131
  • এই যারা কলেজ ইউনির ক্যাম্পাসে পুলিশ ঢোকাই উচিত না বলে দাবি করেন - ছাত্রদের আঠেরো হওয়ার পরে তারা আগে তো একটা দেশের অ্যাডাল্ট সিটিজেন তবে তো ছাত্র ! ছাত্র বলে সে আলাদা প্রোটেকশন পাবে কেন !
  • Binary | ০৯ এপ্রিল ২০০৯ ২২:৩৬ | 198.169.6.69
  • র‌্যাগিং যে ঘটনাটা ঘটেছে, সেখানে কিন্তু পুলিশ-ফুলিশ আসে নি, খালি ছয় মাসে সাসপেন্সশন হয়েছে, তাতেই সকলে চিল্লাচ্ছে !!
  • arjo | ০৯ এপ্রিল ২০০৯ ২২:৩৬ | 168.26.215.13
  • আমার কথায় কি আর এসে যায়। তবে থেকে যে কোনো লাভ হয় না সেতো রোজই দেখতে পেয়েছি। আমজনতার কাছে আইন ও পুলিশ একটা মানসিক স্বান্তনা মাত্র, তার বেশি কিছু না। কাজে লাগে বড়লোকদের নয়ত রাজনৈতিক নেতাদের।
  • sibu | ০৯ এপ্রিল ২০০৯ ২২:৩৬ | 71.106.244.161
  • সহপাঠিকে গালাগালি দেওয়া যদি সেই সহপাঠি পছন্দ না করে তো শাস্তি হওয়াই উচিৎ। আর পুলিশ যদি সেই গালাগালি দেয় তো পুলিশেরও সেই একই শাস্তি হওয়া উচিৎ।
  • san | ০৯ এপ্রিল ২০০৯ ২২:৩৪ | 123.201.53.131
  • তবে আর কি, বাড়িতে ডাকাতি পড়লে পুলিশ ঢুকতে দিও না, কখন বাড়ির মেয়েদের রেপ করে যায় !!!

    মাইরি।
  • Du | ০৯ এপ্রিল ২০০৯ ২২:৩৪ | 65.124.26.7
  • অভয়ারন্য দরকার ঃ)
  • sibu | ০৯ এপ্রিল ২০০৯ ২২:৩৩ | 71.106.244.161
  • তবে তো আজ্জোর যুক্তিতে আমাদের দেশে পুলিস থাকাই উচিৎ নয়।

    আর ইউনিভার্সিটি ক্যাম্পাস কি স্যাংচুয়ারি? যে ক্রিমিনাল ক্যাম্পাসে থাকলে (বা কিছু স্টুডেন্ট তাদের শেলটার দিলে) পুলিশ কিছু করতে পারবে না!!
  • arjo | ০৯ এপ্রিল ২০০৯ ২২:৩০ | 168.26.215.13
  • আরে আমি তো র‌্যাগিং পছন্দ করি না। কিন্তু তাবলে পুলিশ দিয়ে র‌্যাগিং রোখা যাবে তাও মনে করি না। তা পুলিশ দিয়ে কেন করা যাবে না তার একটা কারণ আমাদের দেশের আইন ও পুলিশ কখনোই নিরপেক্ষ নয়, ক্ষমতার পক্ষে। তা, পুলিশ ক্যাম্পাসে ঢুকলে কখন ক্ষমতার পক্ষ নিয়ে ঢুকল আর কখন র‌্যাগিং রুখতে ঢুকল সে বোঝা খুব কেলো ব্যাপার। তাই পুলিশ ক্যাম্পাসে ঢোকাতেই আপত্তি। তুলনামূলক বিচারে র‌্যাগিংয়ের থেকে ক্ষমতার পক্ষে থাকা পুলিশ ছাত্র কেলিয়ে যাওয়াটা বেশি ভয়াবহ। কথায় আছে পুলিশে ছুঁলে ২২ ঘা।
  • a x | ০৯ এপ্রিল ২০০৯ ২২:৩০ | 143.111.22.23
  • আপনি যদি বলতে চান মরে যাওয়াটা একটা একস্ট্রীম স্টেপ না, তাইলে আমি আর কি করতে পারি?
  • Ishan | ০৯ এপ্রিল ২০০৯ ২২:৩০ | 12.163.39.254
  • পুলিশ?

    ধরা যাক, সহপাঠীকে "খানকির ছেলে' বলার জন্য ফৌজদারি মামলা হল। বেচারি হিউমিলিয়েটেড। পুলিশ কেস হল। অতঃপর পুলিশি কত্তা এলেন। এসে অভিযুক্তকে কোমরে দড়ি দিয়ে বললেন, "চল খানকির ছেলে। হাজতে চল।'

    এবার পুলিশি হিউমিলিয়েশনের বিচার করবে কে? যত্তসব অ্যাবসার্ড কথাবার্তা।

    মিডিয়া এমন একটা জিনিস খাওয়ায়, যেন ইঞ্জিনিয়ারিং কলেজের ছেলেরা সারাদিন খায়-দায় ফুত্তি করে, আর বাওয়াল করে। অন্য জায়গার ছেলেরা সব দেবশিশু। তারা কদাচ সহপাঠীদের খিস্তি দেয়না। খেলার সময় খেলে পড়ার সময় পড়ে। আর ইঞ্জিনিয়ারিং এর বাঁদর ছেলেরা শুধু ধরাকে সরা জ্ঞান করে। তারা নিজেদের আইনের ঊর্ধ্বে ভাবে। খুন জখম করেও পুলিশকে ঢুকতে দেয়না। এলিট বলে পার পেয়ে যায়। ছাত্র থেকে শুরু করে পুলিশ অব্দি সবাই আইন মেনে চলে, শুধু ইঞ্জিনিয়ারিং কলেজের ছেলেরা বাদ।

    এইসব গালগপ্পো লোকে খায় আর চোঁয়া ঢেকুর তোলে। যত্তোসব। এর সঙ্গে রিয়েলিটির কোনো সম্পক্কো নেই।
  • Du | ০৯ এপ্রিল ২০০৯ ২২:২৯ | 65.124.26.7
  • ডিট্টো শিবুকে। ছত্রেরা জানে না, কোনটা খারাপ ?? এক বছর আগে যখন র‌্যাগড হয়েছে তখনও জানে নি??
    যদি না জেনে থাকে তার কারন হচ্ছে ঐ, যে যারা তখন র‌্যাগ করেছিল তারা বুক ফুলিয়ে ঘুরেছে।
  • Binary | ০৯ এপ্রিল ২০০৯ ২২:২৯ | 198.169.6.69
  • মানে যেমন খুশি গাল দাও, হীটারে হিসি করাও, কিন্তু দেখো যেন মরে না যায়, নাকি? অক্ষ ? ঃ)))
  • a x | ০৯ এপ্রিল ২০০৯ ২২:২৮ | 143.111.22.23
  • বাই-দ্য-ওয়ে, এটা নট-রিলেটেড, টেক্সাসকে আমি পুলিশ স্টেটই বলব। এখানে অফিসিয়াল সাইটে লেখা থাকে "Don't mess with Texas"।
  • Binary | ০৯ এপ্রিল ২০০৯ ২২:২৮ | 198.169.6.69
  • আজ্জোভাইকে তাঁলিয়া, শেষমেশ আমার বক্তব্যে এগ্রি হওয়ার জন্য, স্যান-কেও পোষ্টের লাস্ট লাইনটার জন্য।
  • a x | ০৯ এপ্রিল ২০০৯ ২২:২৫ | 143.111.22.23
  • আরে মরে গেলে! সেতো র‌্যাগ করতে গিয়ে কেউ মারা গেলে ছেড়ে দেবার কথা কেউ কোথায় বলেছে কি!!
  • sibu | ০৯ এপ্রিল ২০০৯ ২২:২৪ | 71.106.244.161
  • আজ্জো ভারী চালাক ছেলে। যেই দেখেছে র‌্যাগিং নিয়ে আলোচনায় সুবিধা হচ্ছে না, অমনি পুলিসি করাপশনের দিকে আলোচনা ডাইভার্ট করে দাও।
  • san | ০৯ এপ্রিল ২০০৯ ২২:২৪ | 123.201.53.131
  • আর হ্যাঁ একবার স্টুডেন্ট ইউনিয়নকে জিগ্গেস করে নেওয়া হবে বাংলা হাতের লেখা, না ইংরিজি ঃ-)
  • san | ০৯ এপ্রিল ২০০৯ ২২:২৩ | 123.201.53.131
  • পাইদি, আমি পরিষ্কার লিখেছি, শিবপুর যাদবপুরের 'যে যে' মালেরা, এবং এটাও ব্র্যাকেটে লিখেছি যে সব নয়। এর পরেও তুমি যখন 'এলিট কলেজের ছেলেপুলে মানেই.... জেনারালাইজেশন ইত্যাদি ' বলে শুরু করেছো তখন .......মানে বাংলা ঠিক মতন না পড়লে তো তর্ক হয়না।

    তবে তাই ঠিক হল, র‌্যাগিং করলে বৃদ্ধাশ্রম, রেপ করলে বাগান করা, মানুষ খুন হলে দশপাতা হাতের লেখা করা ঃ-))))))

    পুলিশ দিয়ে আর কি হবে।
  • arjo | ০৯ এপ্রিল ২০০৯ ২২:২২ | 168.26.215.13
  • আসলে পুলিশের আরও অনেক বড় বড় কাজ আছে। ছাত্রদের রিলেটেড কিছু কাজ হল, কলেজে কলেজে এসএফাইয়ের দাদাগিরি বন্ধ করা। পরীক্ষা দিতে যাওয়া ছাত্রকে পার্টির লোকজন কেলালে তাদের গ্রেফতার করা, অন্য কলেজে ঢুকে ছাত্র কেলালে তাদের গ্রেফতার করা। লিখতে গেলে লিস্টি শেষ হবে না। তা আমাদের অকর্মণ্য পুলিশ তো সেসবই করে উঠতে পারে না। বা করতে চাইলেও হুকুম নেই। পুলিশের এমন সময় সুযোগ বুঝে ব্যবহারও কেমন জানি একটু। ঐ যে বাইনারীদা বললে রাজনীতিই ঠিক করে কখন পুলিশ ব্যবহার হবে আর কখন নয়। র‌্যাগিংয়ের থেকেও সেটা অনেক বেশি অপরাধযোগ্য। ক্ষমতার সুযোগ নিয়ে পুলিশের অপব্যবহার। অতএব বেশি প্রতিবাদযোগ্য।
  • sibu | ০৯ এপ্রিল ২০০৯ ২২:২২ | 71.106.244.161
  • পাই, যদি মনে কর হ্যারাসমেন্টের (বা অন্যান্য যা কিছু র‌্যাগিং-এ হয়) উপযুক্ত শাস্তি কম্যুনিটি সার্ভিস, তো তাতে আমার আপত্তি নেই। কিন্তু কথা হল সেটা ইউনিফর্মলি সবার জন্য হতে হবে। কলেজে ফার্স্ট ইয়ারের মেয়েটিকে কুৎসিত কথা বললে কমিউনিটি সার্ভিস আর একই কথা পাড়ার চায়ের দোকানের ছেলে বললে জেল - সে হবে না।

    আর ভয় সিভিক সেন্স তৈরী করার একমাত্র রাস্তা - এ কথা কেউ বলে নি। কিন্তু শাস্তির ভয় একটা নেসেসারি কম্পোনেন্ট। যদি সমাজের কোন অংশের জন্য পেনাল কোড অচল হয়ে যায়, তাহলে তাদের দিয়ে সিভিল আচরণ করানো যায় না। ব্যাতিক্রম থাকতে পারে। কিন্তু তারা ব্যাতিক্রম, নিয়ম নয়।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত