এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arijit | ০৮ এপ্রিল ২০০৯ ১২:০৯ | 61.95.144.123
  • আবাপ লিকেচে যে উনি বুলস্‌ আইয়ে মারতে চাননি!
  • r | ০৮ এপ্রিল ২০০৯ ১২:০৯ | 125.18.104.1
  • কাগজে পড়লাম ওটা টোকেন জেশ্চার ছিল। কাউকে আঘাত করা উদ্দেশ্য ছিল না।
  • dipu | ০৮ এপ্রিল ২০০৯ ১২:০৪ | 207.179.11.216
  • হাগু আবার কি!! শিট বলতে পার না!
  • quark | ০৮ এপ্রিল ২০০৯ ১২:০৪ | 59.93.222.90
  • সত্যি মাইরি! কাল টিভি তে দেখে ঐ সাংবাদিক রেগে গিয়ে জুতো ছুঁড়লেন না মা কালীর পায়ে অঞ্জলি দিলেন বুইতে পারলুম না। আর ফার্স্ট রো তে বসে কি করে চিদাম্বরমকে মিস করলেন কে জানে? নাকি অন্য কেউ (টাইটলার) উদ্দেশ্য ছিল? কিন্তু পাশে তো কেউ ছিল ব'লে মনে হ'ল না।
  • Arijit | ০৮ এপ্রিল ২০০৯ ১২:০৩ | 61.95.144.123
  • হুঁ - পেয়েছি।
  • Bhuto | ০৮ এপ্রিল ২০০৯ ১২:০২ | 203.91.207.30
  • অরিজিৎদা,
    মেলটা পাঠিয়েছি।
  • Bhuto | ০৮ এপ্রিল ২০০৯ ১২:০১ | 203.91.207.30
  • সঙ্গে বর্তমান ফ্রী দেবে না ?
  • r | ০৮ এপ্রিল ২০০৯ ১১:৫৮ | 125.18.104.1
  • আনন্দবাজারের সাবস্ক্রিপশন বন্ধ করে ভাবছি গণশক্তি আর জাগো বাংলার গ্রাহক হব।
  • Arpan | ০৮ এপ্রিল ২০০৯ ১১:৫৫ | 216.52.215.232
  • ভোটের বাজারে গলাঃধরণ না করে উপায় আছে কি!
  • Blank | ০৮ এপ্রিল ২০০৯ ১১:৫০ | 170.153.65.23
  • দিপু কি জগতে নতুন কনসেপ্ট আনলো? টোটাল হাগু !!!
  • lcm | ০৮ এপ্রিল ২০০৯ ১১:৪৩ | 69.236.182.236
  • চিদাম্বরম-কে শিখ সাংবাদিক জুতো ছুঁড়ল এবং চিদাম্বরম সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিলেন!
  • quark | ০৮ এপ্রিল ২০০৯ ১১:৩৫ | 59.93.222.90
  • একচোখে জল? কমপ্লিকেটেড অপথ্যালমিক ইনফেকশন!
  • Arijit | ০৮ এপ্রিল ২০০৯ ১১:৩৫ | 61.95.144.123
  • আমার কাছে তো একবারও আসেনি!!! আমি আদৌ পড়েছি কি? মনে পড়ছে না।
  • dipu | ০৮ এপ্রিল ২০০৯ ১১:৩৪ | 207.179.11.216
  • আমার এখানে বেশ ঝমঝমিয়ে বিষ্টি হল!
  • san | ০৮ এপ্রিল ২০০৯ ১১:৩৩ | 12.144.134.2
  • বোঝো কান্ড। সৈকতদার ন্যানো ফের একটা পিডিএফে চলে এসেছে। এই নিয়ে তিনবার। বিখ্যাত হয়ে গেল তো মাইরি! সেই গরুর মত। যেটা আমি ছবার পেয়েছিলাম।
  • san | ০৮ এপ্রিল ২০০৯ ১১:৩১ | 12.144.134.2
  • কই, ইদিকে তো হয়নি। কি অন্যায়। কি অবিচার। কি একচোখোমি।
  • quark | ০৮ এপ্রিল ২০০৯ ১১:৩০ | 59.93.222.90
  • মল উইথ জল, এঃ একেবারে মাখামাখি কেস!
  • dipu | ০৮ এপ্রিল ২০০৯ ১১:২৬ | 207.179.11.216
  • হল তো! আগের হপ্তায়। নাকি তার আগের?
  • san | ০৮ এপ্রিল ২০০৯ ১১:২৬ | 12.144.134.2
  • বিষ্টি আবার কবে হল ????
  • Arpan | ০৮ এপ্রিল ২০০৯ ১১:২৫ | 216.52.215.232
  • কবে বিষ্টি? কবে? কোথায়? চাতক পাখির মত হাঁ করে বসে আছি।
  • dipu | ০৮ এপ্রিল ২০০৯ ১১:২৪ | 207.179.11.216
  • সেদিন বিকেলের একটুখানি বিষ্টিতে টোটাল মলের সামনে একহাঁটু জল জমেছিল। পরপর কদিন বিষ্টি হলে আর ওখান দিয়ে হাঁটা যাবে না।
  • san | ০৮ এপ্রিল ২০০৯ ১১:২১ | 12.144.134.2
  • কবে যে একটু বিষ্টি নামবে পরপর কদিন। আর পারা যায়না ঃ-(
  • Blank | ০৮ এপ্রিল ২০০৯ ১১:০৩ | 203.99.212.224
  • মামু আর অজ্জিত দার ফন্টের প্রবলেম। তার মধ্যে অজ্জিত দার কেবল লাইন ও গেছে। কি বাজে হাল
  • Bhuto | ০৮ এপ্রিল ২০০৯ ১০:৫৭ | 203.91.207.30
  • যা কেলো , ইকি রে, আমাদের আপিসে কোন কেল্টু একটা এক ডজন সার্ভারের পাসওয়ার্ড 'চম্পাকলি' দিয়ে রেখেছে। বাঙ্গালি কিনা জানার খুব ইচ্ছা আমার।
  • lcm | ০৮ এপ্রিল ২০০৯ ১০:৪৫ | 69.236.182.236
  • হে হে, ন্যাড়া, ওটা হল মাইক্রোসফট্‌ এর কায়দা। ঐ ছোট্ট ফাইলটা হল মিনি ডাউনলোডার, ওটা চালালে, ইন্সটল শুরু হবে, তার প্রথম স্টেপ হল ঐ দামড়া বড় ফাইল নামাবে, কিন্তু কোথা থেকে নামাচ্ছে তোমাকে ডিরেক্টলি দেখাবে না।
  • Arijit | ০৮ এপ্রিল ২০০৯ ১০:৩৬ | 61.95.144.123
  • হুঁ - সেটাও আছে। তবে ছোটদের রমেশচন্দ্র সিরিজের।
  • san | ০৮ এপ্রিল ২০০৯ ১০:৩৫ | 123.201.53.131
  • সেই রাজপুত জীবনসন্ধ্যার সঙ্গে মহারাষ্ট্র জীবন প্রভাত বলে আরেকটা ছিল না?
  • Arijit | ০৮ এপ্রিল ২০০৯ ১০:৩৩ | 61.95.144.123
  • মামী আর রিমি কি "পাই' বানাইবার উয্যোগ করিতেছে? ফোর অ্যাণ্ড টুয়েন্টি ব্ল্যাকবার্ডস বেকড ইন আ পাই?

    অহো - ঘেনু গীটার লইয়া গাহিবে -

    "মামু ওয়াজ ইন দ্য কাউন্টিং হাউজ
    কাউন্টিং আউট হিজ মানি
    মামী ওয়াজ ইন দ্য পার্লার
    ইটিং ব্রেড অ্যাণ্ড হানি
    দ্য মেইড ওয়াজ ইন দ্য গার্ডেন
    হ্যাঙ্গিং আউট দ্য ক্লোদস
    হোয়েন ডাউন কেম দ্য ব্ল্যাকবার্ডস
    অ্যাণ্ড পেক্‌ড অফ্‌ হার নোজ'

    ;-)
  • Arijit | ০৮ এপ্রিল ২০০৯ ১০:২৮ | 61.95.144.123
  • বাংলা কাগজগুলো পড়া যাচ্ছে না।
    বাংলা টিভি চ্যানেলগুলো দেখা যাচ্ছে না (সিবায় আকাশ বাংলায় "কুরুক্ষেত্র')
    বাঙ্ক থেকে ধুলো ঝেড়ে উইয়ে খাওয়া রাজপুত জীবনসন্ধ্যা নামিয়ে পড়ছি।
  • Arijit | ০৮ এপ্রিল ২০০৯ ১০:১৭ | 61.95.144.123
  • ইস্কুলগুলো মাইরি পুরো সরকারি আপিস হয়ে গেছে - এ ওকে দেখায়, সে আরেকজনকে দেখায়। পাঠ ভবনের শিডিউলের হিসেবে এখন ছুটি - সেই কবে লা-লু-রি বুক করেছিলুম - এবার লরেন্সে ১৩ তারিখ স্কুল খোলা। পোশশু ক্লাসটিচারকে ছুটির কথা বল্লুম - তিনি প্রাইমারী ভাইস প্রিন্সিপালকে দেখালেন - কাল তেনাকে বল্লুম, তো তিনি বল্লেন হেডমাস্টারের সঙ্গে দেখা করতে - আজ তেনার সঙ্গে দেখা করে অ্যাপ্রুভাল নিয়ে এই এলুম (তাও তিনি খানিক গাঁইগুঁই করলেন, কিন্তু দু মাস আগে করা প্ল্যান বলে মনে হয় রেহাই দিলেন এবারের মত)। প্রথম দিন বল্লেই হত।
  • Arijit | ০৮ এপ্রিল ২০০৯ ১০:১১ | 61.95.144.123
  • সোসনটা যে সে ছিলো না - একে বাড়ি থেকে, তায় ডিবি দুনিয়ার একজন লেজেন্ডের (মাইক স্টোনব্রেকার-এর) বকবক। কিন্তু হয় নাই - বিএসএনএল কাল রাতেই সিদ্ধান্ত নিলো ঘুমিয়ে পড়ার - জাগাতেই পারলুম না - বারোটা অবধি চেষ্টা করে ক্ষান্ত দিলুম।
  • shrabani | ০৮ এপ্রিল ২০০৯ ১০:০৬ | 124.30.233.101
  • দশ মিনিটে প্রেশার কুকারে তাহিরি হয়। তবে দশ মিনিট শুধু কুকিং টাইম না প্রেপ টাইম ইনক্লুডেড?
  • nyara | ০৮ এপ্রিল ২০০৯ ১০:০৩ | 64.105.168.210
  • মাইক্রোসফট যে শুধু সাড়ে তিন গিগ ডাউনলোড করালো তাইই নয়, IE দিয়ে ডাউনলোড করলে একটা সাড়ে সাতশো বাইটের ফাইল এসে বসে থাকছে। ফায়ারফক্স দিয়ে শেষে সাড়ে তিন গিগ নাবল।

    তবু মার্কেট ক্যাপ ১৭০ বিলিয়ন!
  • h | ০৮ এপ্রিল ২০০৯ ০৯:৫৮ | 203.99.212.224
  • বাংলা কাগজ সম্পর্কে মহান নেতা ইশানের মতামতে টোটাল ক। যেহেতু আমি একটু বেশি মহান তাই এই কথাটা গত বছর বিশেক ধরে বলে আসছি। তার আগে আমি ছোতো এবং গণশক্তি বিক্রেতা ছিলাম(সিরিয়াসলি)।
  • pepe | ০৮ এপ্রিল ২০০৯ ০৯:৪৪ | 74.192.194.238
  • দশ মিনিটে পিজ্জা কিকরে পাবে
  • san | ০৮ এপ্রিল ২০০৯ ০৯:২৪ | 123.201.53.131
  • ১) পিশপ্যাশ খেতে তো আমি খুবই ভালবাসি। এখনো । অসুখ বিসুখ না হলেও।

    ২) এরা এত রান্না করে কেন? পিজ্জা অর্ডার করে খেয়ে ফেলবে আবার কি?

    ৩) আল্টিমেটলি দশ মিনিটে কি রান্না ও খাওয়া হল?
  • Ishan | ০৮ এপ্রিল ২০০৯ ০৯:১৬ | 12.217.30.133
  • তবে বাংলা কাগজগুলো সত্যিই আর পড়া যাচ্ছে না। মাইরি।
  • AB | ০৮ এপ্রিল ২০০৯ ০৭:৩৫ | 24.17.90.79
  • র -কে চিনি মোটামুটি প্রস্তর যুগ থেকে ঃ) ; ও ব্যাটা তো মাধ্যমিক-এর সময় থেকেই বিখ্যাত ছিল, চাক্ষুস আলাপ উ.মা-র সময়

    আমি অবশ্য ৯৩-এ কলকাতা ফিরে আসি
  • arjo | ০৮ এপ্রিল ২০০৯ ০৬:৫৭ | 24.42.203.194
  • না ঠিক সমসাময়িক নয়। একটু পরে ৯৬-৯৮। প্রায় ব্রিটিশ আমলই বলা চলে। চেনাজানা অনেক লোকই কমন পড়িবে। তা র রে চেন না? অনায়াসে তুমি/ই বলতে পার।
  • AB | ০৮ এপ্রিল ২০০৯ ০৬:৪১ | 24.17.90.79
  • হুম, আমি দিল্লী আই. এস. আই -এ ছিলুম ১৯৯২-৯৩ (মোটামুটি ব্রিটিশ আমলের ব্যাপার); আপনিও কি সমসাময়িক আর্য?
  • rimi | ০৮ এপ্রিল ২০০৯ ০৬:৩২ | 24.42.203.194
  • ম,
    আমি মোটেই বিশেষ পাখি টাখি চিনি না, শুধু আমাদের বাড়ির আশেপাশে কি কি পাখি আসে সেটুকু জানি।

    আমাদের বাড়ির আশেপাশে ব্লু বার্ড আর ব্লু জের প্রচুর আনাগোণা। ব্লু জের মাথায় ছোট্টো ঝুঁটি, আর ডানায় সাদা কালো। ব্লু বার্ডের পুরোটা অদ্ভুত সুন্দর নীল, আর পেটের দিকটা হাল্কা লালচে বাদামী আর সাদা। ব্লু বার্ড দিয়ে সার্চ করলেই দেখতে পাবে।

    কালো পাখি সাদা ঠোঁট - আমি দেখি নি কখনো। তবে কোনো এক রকম ব্ল্যাক বার্ড নিশ্চয়ই। প্রায়২০-২৫ রকমের ব্ল্যাক বার্ড আছে আমেরিকায়। একেকটার ঠোঁট আর গলার রং একেক রকম।
  • arjo | ০৮ এপ্রিল ২০০৯ ০৫:৫২ | 24.42.203.194
  • ও এবি, চেনাজানা নাম ধাম তো।
  • sibu | ০৮ এপ্রিল ২০০৯ ০৪:২৫ | 64.168.229.50
  • কে যে কার সাথে কখন ঘোরে মাইমা। কে ভেবেছিল সুমন দিদির সাথে ঘুরবে ঃP?
  • m | ০৮ এপ্রিল ২০০৯ ০৪:১৯ | 12.217.30.133
  • বাব্বা,আজ্জো,এবি!!
    (চক্ষু কপালে তুলিয়া)
  • m | ০৮ এপ্রিল ২০০৯ ০৪:১৭ | 12.217.30.133
  • রিমি পোস্ট টা দেখে থাকলে উত্তর দিওঃ)শিবুদা,
    ঐ কালো পাখিটাকে এখন একদল চড়াই এর সঙ্গে ঘুরতে দেখছি,মনে হচ্ছে ওদের ই আত্মীয়ঃ)
  • AB | ০৮ এপ্রিল ২০০৯ ০৪:১৪ | 135.214.40.68
  • দিল্লী হস্টেলে তীর্থ-দার সঙ্গে বাজি লড়ে সাত খানা এগ-রোল খেয়েছিলাম (বেট-টা অবশ্য হেরে যাই); কিন্ত সে তো ষোলো বছর আগের কথা

    এখন চেষ্টা করলে নির্ঘাৎ মারা যাবো
  • kd | ০৮ এপ্রিল ২০০৯ ০৪:০০ | 72.229.130.144
  • আমি 'ম'এর প্রথম পোস্টের (১ঃ২০AM) উত্তরে লিখেছি। তাতে কোন কোয়ালিফায়ার ছিলো না।

    ভাত বা রুটি সম্প্রদায়ের কোন বস্তু না থাকলে সেটা আমার মতে জলখাবার - পরিমান যতই হোক না কেন।

    ঃ-)
  • pepe | ০৮ এপ্রিল ২০০৯ ০৪:০০ | 74.192.194.238
  • ইগলু তে কিভাবে কোথায় সস্তায় থাকা যায়?
  • lcm | ০৮ এপ্রিল ২০০৯ ০৪:০০ | 128.48.7.72
  • চিমা (ফুটবলার) দিনে ৫/৬ টা ডিম খেত।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত