এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • r | ০১ এপ্রিল ২০০৯ ২০:৩৩ | 125.18.104.1
  • আঃ ট্যাঃ যাঃ। এঃ বেঃ।
  • h | ০১ এপ্রিল ২০০৯ ২০:৩২ | 203.99.212.224
  • সেঃ ফাঃ। বাঃ লাঃ র সাঃ দাঁঃ
  • r | ০১ এপ্রিল ২০০৯ ২০:৩১ | 125.18.104.1
  • বোঝো! তুমি কোন আপিসে? তোমারে তো মুঠোফোনেও পাওয়া যাইব না।
  • h | ০১ এপ্রিল ২০০৯ ২০:৩০ | 203.99.212.224
  • আরে যাব দাঁড়াও। কখন বল্লে? আমি ঝগড়া কছিলাম।
  • r | ০১ এপ্রিল ২০০৯ ২০:৩০ | 125.18.104.1
  • ধুউউউউউউউউস!

    বোধি বললও না বাড়ি যাবে কিনা। কাটি ভ্রাতাভগিনীগণ।

    টুমরো ইজ অ্যানাদার ডে। ;-)
  • h | ০১ এপ্রিল ২০০৯ ২০:৩০ | 203.99.212.224
  • চলো বাই। আজকের মত তোমাদের মুক্তি দিলাম। কারণ আমার শৃংখলসুখের সময় হয়ে এসেছে, এসব অবশ্য মৌলিক ভাবে বড়দের কতা এবং স্বভাবতই পারিবারিক ও কনজারবেটিব ঃ-)
  • arjo | ০১ এপ্রিল ২০০৯ ২০:২৬ | 168.26.215.13
  • হ্যাঁ কাজ না করলে সুবিধা, অসুবিধা বোঝা যায় না। এটা সত্যি। কিন্তু কাজ না করলে বলার অধিকার নেই, একথা কেউই মনে করে না।
  • h | ০১ এপ্রিল ২০০৯ ২০:২৬ | 203.99.212.224
  • পরে একটা কিসু ইংরেজিতে লিকে দোবো, যেটা কেউ বুঝবে না।
  • h | ০১ এপ্রিল ২০০৯ ২০:২৪ | 203.99.212.224
  • আরে লগ করলে লোকজনের সমস্যা হবে। ছোটোদের দোষ দেওয়ার লোকের অভাব আছে, এই টলারেন্ট লিবেরাল সংসারে?
  • Arpan | ০১ এপ্রিল ২০০৯ ২০:২৩ | 65.194.243.232
  • মাপ কর ঠাউদ্দা (এইটাও কি লিবেরাল মুখখারাপ হয়ে গেল?)! আমার কাজ আছে, বাড়ি যাওয়া আছে, তারপরে গিয়ে মেয়ের সাথে গিয়ে একটু খেলতে বসার ব্যপার আছে। এইসব আমার কাছে অনেক দামি।

    আর বলেছি তো লিখে লিখে তর্ক করার এন্থু আপাতত চলে গেছে। এই প্রসঙ্গে। তুমি বেঙ্গালুরু বা আমি কলকাতা এলে সুযোগ ও সময় পেলে বিয়ারের পাইন্ট নিয়ে বাকিটা সারা যাবে।
  • Du | ০১ এপ্রিল ২০০৯ ২০:২২ | 74.7.148.7
  • ও হনু, আমি তো মজা করছিলাম- দুঃখ পেয়ে গেলে নাকি তুমি? তোমার লেখাগুলো আমি মন দিয়ে পড়ছি তো আর এগ্রীও করি সাধারনভাবে। কিছু লিখিনি কেন জানো? এখানে ঠিক অবজেক্টিভ তর্ক হচ্ছেনা।

    অনেকটা আমি তোমায় সরভাজা ভেজে দিলাম কষ্ট করে আর তুমি মিষ্টির অপকারিতা নিয়ে বলতে শুরু করলে আমার যেমন খারাপ লাগবে তেমন সিচুয়েশন। এমনিতে কিন্তু আমিও জানি মিষ্টির নানান দোষ আছে, তাও।
  • Arpan | ০১ এপ্রিল ২০০৯ ২০:২০ | 65.194.243.232
  • দেকেচ, ডিফেক্ট লগ অব্দি কব্বে না। প্রসেসের নিকুচি করেচে। ;-)
  • h | ০১ এপ্রিল ২০০৯ ২০:২০ | 203.99.212.224
  • কোন জায়গাটা আলট্রা রাবিশ? বল, শুনি।
  • h | ০১ এপ্রিল ২০০৯ ২০:১৯ | 203.99.212.224
  • আমি কিন্তু তোর উপরে কেন কারোর উপরেই আদৌ রাগিনি। সত্যি। ইন ফ্যাক্ট এসব ভাট বকতে বকতে মন দিয়ে একটা কোডের বড় ভুল ধরে ফেল্লাম। ছেলেটা ভালো, মুখে বলে দিলেই ঠিক করে দেবে। ইন ফ্যাক্ট সত্যি ট্যালেন্টেড, ওর বয়সে আমি কিসুই জানতাম না।

    শুধু দেখছিলাম , লিবেরাল অপিনিয়ন কেন মেজরিটি ওপিনিয়ন, এমনকি বেশ অনেকদিনের ভালো বন্ধুদের মধ্যেও, মতের অমিল হলে তাকে সেই মতামতকে কি কি আখ্যা দেবে নিজেই সবসময়ে ঠিক করতে পারে না। অসুস্থ, নার্ড/গোঁয়ার, পাগলাটে তদুপরি কনজার্ভেটিভ ইত্যাদি বলতে হয়। তোর চিন্তা নেই, আমিও এই মেজরিটিরি পার্ট, নিজেকে আলাদা করে দেখছি না।

    সাঁওতাল বা দলিত বা মোঠলমান বা অন্ততঃ মেয়েছেলে হয়েতো জন্মাই নি। চাকরি বাকরিও বলতে নেই, ঠাকুরের কৃপায় ভালো-ই। বউটিও ফস্‌সা ঃ-)

    নেভার মাইন্ড।
  • Arpan | ০১ এপ্রিল ২০০৯ ২০:১৪ | 65.194.243.232
  • হনুর লাস্ট লাইনটা একবুক টলটলে অভিমানের কথা। বাকি কার কী মনে হয়েছে জানি না, আমার মোটেও এরকম মনে হয়নি, কারণ সবিনয়ে জানাই এইভাবে ভাবতে আমি অভ্যস্ত নই। আর আমি নিজেও সার্ভের কোন কাজে একপয়সা দিইনি।

    বাকি জিনিসগুলি আলোচনায় আমি আর আগ্রহী নই। আপাতত। পরে এন্থু ও সময় পেলে করব। তবে জানিনা লাভ হবে কিনা, কারণ বেসিক কিছু জিনিস অনেকে মিলে চেষ্টা করেও হনুকে বোঝানো যাচ্ছে না। তার উপরে যা বলিনি সেই কথা মুখে বসাচ্ছে। আÒট্রা রাবিশ বলতে পারতাম, কিন্তু বলব না। ঃ)
  • arjo | ০১ এপ্রিল ২০০৯ ২০:১৩ | 168.26.215.13
  • এই মুহুর্তে হানুদার মাথায় একপিস চাল রেখে কেউ দেখো মুড়ি হয়ে যাবে। (ডিঃ এটা একটি পিজে)
  • arjo | ০১ এপ্রিল ২০০৯ ২০:১২ | 168.26.215.13
  • মাইরী আর রাগ কইরো না। কনজার্ভেটিভ উইথড্র করে নিলাম। তোমারে কনজারভেটিভ কইলে আমি সুপার কনজারভেটিভ।
  • h | ০১ এপ্রিল ২০০৯ ২০:০৮ | 203.99.212.224
  • ম্যানেজমেন্ট ব্যাপারটায় সত্যি এত লিবেরাল, আপিসে এসি অব্দি চালায়।
  • h | ০১ এপ্রিল ২০০৯ ২০:০৭ | 203.99.212.224
  • মতে না মিললে একজনকে খিল্লি করে অসুস্থ বলা, ধরে নিচ্ছি এটা লিবেরালিজম।
  • dipu | ০১ এপ্রিল ২০০৯ ২০:০৭ | 121.243.161.234
  • হুঁ।
  • arjo | ০১ এপ্রিল ২০০৯ ২০:০৭ | 168.26.215.13
  • বোধিদা এত রেগে গেছে নাম অবধি নিচ্ছে না। ত্যায্য করেছে মনে হয়।
  • h | ০১ এপ্রিল ২০০৯ ২০:০৬ | 203.99.212.224
  • গড়াবে না।
  • Du | ০১ এপ্রিল ২০০৯ ২০:০৩ | 74.7.148.7
  • দিপু, আমারও মনে পড়ে নি। কিন্তু র বললে - সার্ভে নিয়ে আর কতদূর গড়াবে তাই আমি ভানু অব্দি গড়িয়ে দিলাম - এই আর কি। না বুঝতে দেওয়ার আনন্দে ঃ)
  • Blank | ০১ এপ্রিল ২০০৯ ২০:০০ | 170.153.65.23
  • বোধি দা আজকাল লেখার পরে নীচে সারাংশ জুড়ে দিচ্ছে।
  • sayan | ০১ এপ্রিল ২০০৯ ২০:০০ | 160.83.96.81
  • এক বড় গামলা গরম দুধ আর এক জামবাটি খই - এই দিয়ে ভোজন সারলে হানুদা কাল সকালে অনেকটা ভালো বোধ করবে।
  • r | ০১ এপ্রিল ২০০৯ ১৯:৫৮ | 125.18.104.1
  • বোধি, বাড়ি যাবা?
  • dipu | ০১ এপ্রিল ২০০৯ ১৯:৫৮ | 121.243.161.234
  • ও দু দি, সাড়ে চুয়াত্তর ছাড়া আর কোন সিনেমায় ভানুর এমন ডায়লগ আছে? সিনেমাটায় ভানুর সাথে ভানুর পিসির কিসব মামলা হয়েছিল।
  • san | ০১ এপ্রিল ২০০৯ ১৯:৫৬ | 12.144.134.2
  • হয়ে গেল। স্ট্রাকচার, প্রসেস !! যত ম্যানেজমেন্ট সংক্রান্ত খারাপ খারাপ কথা ! আরেকটি লম্বা প্রবন্ধ আসিতেছে। প্রস্তুত থাকুন ।
  • h | ০১ এপ্রিল ২০০৯ ১৯:৫৬ | 203.99.212.224
  • এইবার ইংরেজি প্রসঙ্গ। আমি কমপ্লিটলি বাইলিংগুয়াল। কোন ভাষাই ভাল করে জানি না। যখন যেটা বললে সুবিধে হয় বলি। নো রিগ্রেটস।
  • h | ০১ এপ্রিল ২০০৯ ১৯:৫২ | 203.99.212.224
  • অর্পণের জন্য আর কটি কথা -

    ১। পবিত্র ভলান্টারিজম বা নোংরা আকাউন্টেবিলিটির দিক থেকে রোজকার কাগজের পোল এর আর সেনশাস এর একটা গুণগত পার্থক্য আছে সেটা বোধ হয় বলে দিতে হবে না।
    ২। সরকারী বা আধা সরকারী বা বেসরকারী সংস্থায়, সারা পৃথিবীতেই কি কোথাও সেনশাসের থেকে অবজেক্টিভিটির দিক থেকে কম রিগরাস, বেসিকালি প্রচন্ড ওপিনিয়নেটেড এবং প্রি ইনফরম্‌ড পোলিং হয় না? আমাদের দেশে এমনকি প্রাইভেট সেনশাস কি হয় নি? এবং সর্বোপোরি জনমত তৈরী তে প্রভাব ফ্যালে বলে আমরা যতটা সহজে ধরো সেফোলোজিস্ট দের পোলিং রে গাল দি, প্রায় একই গাল কি সোশাল প্রেজুডিস দ্বারা নির্মিত পোলিং রে দেওয়া যায় না? টুলের ইন্ডিপেন্ডেন্সের কথা বলতে গেলে তো এইগুলো মনে রেখেই বলতে হবে। মনে রাখাটা কনজারভেটিজম হয়ে গেল?
    ৩। পরিসরের অভাবে, ইমপ্লিমেন্টেশনের সমস্যার অভাবে, সাইলেন্ট মেজরিটির মতামতকে রিফ্লেক্ট করানোর কাজ, বড় করে ছোটো স্যাম্পেল সাইজেও করা যাচ্ছে না, এই লজিকটা অদ্ভুত লাগলো।
    ৪। সবচেয়ে ইন্টারেস্টিং হল, জানা গেল যে, একটা টুল ব্যবহার না করলে(পোলিং) আর আরেকটা টুল( আনেডিটেড টেক্সট বা বাংলায় টই বা ভাট) ব্যবহার করলে কনজার্ভেটিভ হওয়া যায় সহজে।

    আসলে তোদের মেন খারাপ লাগছে, হনু কোথাকার কে, সার্ভে তৈরী তে এক পয়সার কাজ না করে বেশি হ্যাজাচ্ছে, বেসি কপচাচ্ছে।
  • Du | ০১ এপ্রিল ২০০৯ ১৯:৫১ | 74.7.148.7
  • ভানু অবদি গড়িয়ে দিই তাহলে।
    "আমার লগে কথা কইসে (একগাল হেসে)"
    'তাই নাকি? তা কি বললো?'
    'মানে এমনি কয় নাই, জিগাইসিলাম - আপনে জিলাপি খাইবেন? কেমন মিষ্ট হাইসা কইল - না।'
  • arjo | ০১ এপ্রিল ২০০৯ ১৯:৪১ | 168.26.215.13
  • এইয়ো র, ওদিক পানে আইলে পিং কইরো। কইলাম না ব্যক্তিগত দরকার আছে।
  • arjo | ০১ এপ্রিল ২০০৯ ১৯:৪১ | 168.26.215.13
  • ওটা তো ঝাড়া। অরিজিনটা কোথায় মনে পড়ছে না। অন্য কনটেক্সটে ইউজ করতাম। ;)
  • stoic | ০১ এপ্রিল ২০০৯ ১৯:৩৮ | 160.103.2.224
  • আর্যর 'আমাদের বের করাতেই আনন্দ' কমেন্ট টা আমার বেশ লেগেছে। ;-)
  • r | ০১ এপ্রিল ২০০৯ ১৯:২২ | 125.18.104.1
  • সার্ভে-সেন্সাসের অন্তর্লীন রাজনৈতিক ও সামাজিক ম্যানিপুলেটিভ হেজিমনিতে শুরু হয়ে আর্যর অ্যান্ড্রোজিনাস মাতৃভাবনা অবধি গড়াল। আর কতদূর গড়াবে ভাবছি। ;-)
  • arjo | ০১ এপ্রিল ২০০৯ ১৮:৫০ | 168.26.215.13
  • হানুদা আমার মায়ের মতন রেগে গেলে ইংরিজীতে কথা বলে। আর সেটা বললে আরও রেগে যায়। ঃ))

    লেখাটার অপেক্ষায় রইলাম।

    আর টুল বা টেকনলজি কোথায় বাজে ভাবে ইউজ হয়েছে তার উদাহরণ দিয়ে গুরুর সার্ভেও বাজে এইটা আমার বোগাস লজিক বলে মনে হয়েছে। এবং এখনও হচ্ছে। তবে, যদি দেখা যায় ফ্রি ফর্ম টেক্সট থেকে অ্যাকশন আইটেম বের করে পুরো ব্যপারটা স্মুদলি চলছে তাহলে সেটাই ফলো করব। কিন্তু এখানে প্রশ্ন হল ফ্রি ফর্ম টেক্সট তো গুচ্ছের দিয়েছে লোকে। গুরু rfe এবং আরও দু চারটে টই আছে। তার থেকে অ্যাকশন আইটেম বের করে, প্রায়োরিটাইজ করে দেখাক। আমি মেনে নেব। এবারে এগুলোর কি দরকার আছে? সেটা কদিন ইনভলভড হয়ে প্রতি সপ্তাহে খবর্ণয় বা বুলবুলভাজা বা কূটকচা৯ নিয়মিত বের করে দেখতে হবে। নিয়মিত কোনো কাজ স্মুদলি করতে গেলে মিনিমাম স্ট্রাকচারের দরকার আছে, প্রসেসের দরকার আছে। সে আবাপই বের করি অথবা z-communication। যদি না আমাদের বের করাতেই আনন্দ অ্যাটিটিউড হয়।

    অক্ষ, সার্ভের কোশ্চেইনিয়ার নিয়ে চিন্তাভাবনা করার জায়গা তো আছেই। কিন্তু তাবলে সার্ভে করবই না এটা আমার এখনো মনে ধরে নি। এটা এক ধরণের অদ্ভূত স্ট্যান্স, যা নতুন টুল এবং টেকনলজির অ্যাডভান্টেজ নিতে দেয় না।
  • Arijit | ০১ এপ্রিল ২০০৯ ১৮:১৭ | 61.95.144.123
  • মানে মিতাদি?
  • r | ০১ এপ্রিল ২০০৯ ১৮:১৬ | 198.96.180.245
  • ভদ্রমহিলা নিরাপদে পৌঁছেছেন?
  • Bhuto | ০১ এপ্রিল ২০০৯ ১৮:১১ | 122.172.8.41
  • বেঙ্গালুরুবাসীরা মিতামাসি কে চেনে কি? যাই হোক,বেঙ্গালুরু গুরুসদস্য বাড়লো এটা জানিয়ে রাখি।
  • Arijit | ০১ এপ্রিল ২০০৯ ১৭:৪৭ | 61.95.144.123
  • আইয়াই যখন পড়স তখন সকালের সেনসেশনাল খপরটা নিয়া দুই লাইন লিখ্যা যাও। প্যাডি পাওয়ার এই মুহুর্তে চেলসী ম্যাচ জেতার পক্ষে ১০/১ দর দিচ্ছে। মাইরি - সেন্ট জেমস পার্কে যেতে ইচ্ছে করছে খুব।
  • h | ০১ এপ্রিল ২০০৯ ১৭:৪৫ | 203.99.212.224
  • মূল সুর যেটা পাবি, সেটা হল, একটা সময়ের পোলিটিকাল এক্সিজেন্সির গুলোর থেকে সরকারী সেনশাসের মত পবিত্র কর্তব্যও মুক্ত নয়। নাথিং পার্সোনাল।
  • h | ০১ এপ্রিল ২০০৯ ১৭:৪৩ | 203.99.212.224
  • অর্পন, ভারতে বিভিন্ন সময়ে সেনশাস নিয়ে যে ডিবেট গুলো হয়েছে সেটা নিয়ে একটু পড়ে নিস। ১৯৩১, ২০০১ এই দুটো বছর নিয়ে পড়ে নিস। আর একটা ঐতিহাসিক বা রাজনৈতিক প্রশ্নে, বড়দের মুখ থেকে অন্ততঃ একটা কথা শুনতে পাবি যে , ভারত কেন, সম্ভবতঃ সারা পৃথিবীর সবচেয়ে এক্সটেন্সিভ সেনশাস টি নিয়েও ডিবেট সম্ভব। তখন ছবির ভুঁড়িয়ালের থেকে আরেকটু সিরিয়াঅসলি আমার কথ গুলো নিয়ে ভাববি মনে হয়। ইনটারনেটে কিছু পাবি, তাতে একটা ধারণা হবে, তার পরে ধরে পুরোনো ইপিডাব্লিউ পড়তে পারিস। সিডি পাওয়া যায়।
  • Arijit | ০১ এপ্রিল ২০০৯ ১৭:২৭ | 61.95.144.123
  • ইস্‌স্‌স্‌স্‌স্‌স বেচারা সুইমিং পুল আর পুলের জল... ;-)
  • san | ০১ এপ্রিল ২০০৯ ১৭:০১ | 12.144.134.2
  • আরে আমার অনেকক্ষণ আগেই মনে হয়েছে, কিন্তু নিজের কম্পুতে বসবার সময়ই পাচ্ছিনা তো। গুচ্ছের মিটিং মিছিল , তারপর সাঁতার ক্লাসে ভত্তি হয়ে এলাম ঃ-)
  • r | ০১ এপ্রিল ২০০৯ ১৬:৫৭ | 198.96.180.245
  • স্যান সন্ধেটাও হতে দিল না।
  • dipu | ০১ এপ্রিল ২০০৯ ১৬:৫২ | 207.179.11.216
  • শ্যামলবাবু আবার কলকাতা এসেছেন ঃ-))
  • d | ০১ এপ্রিল ২০০৯ ১৬:৫১ | 203.143.184.11
  • আরেঃ তাইত্তো! আজ তো ১লা এপ্রিল। স্যানটার কি বুদ্দি!
    এহেহেহেহেহেহেহে
  • san | ০১ এপ্রিল ২০০৯ ১৬:৫০ | 12.144.134.2
  • আর তক্ক অনেক হয়েছে। অরিজিত আর শ্যামলবাবুকে এইবারে বক্সিং রিংএ তুলে দেওয়া হোক সোজাসুজি।
  • san | ০১ এপ্রিল ২০০৯ ১৬:৪৮ | 12.144.134.2
  • আচ্ছা র কি ওটা এপ্রিল ফুল করল? ত্রৈমাসিক পত্রিকাটা?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত