এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arpan | ৩১ মার্চ ২০০৯ ১৫:৫৯ | 216.52.215.232
  • মাইসোরে জিঞ্জার হোটেলে ইন্ডির কানেকশন টানা দু'দিন ডাউন ছিল। কষ্ট করে ল্যাপি বয়ে নিয়ে গেলাম। ঃ(

    তবে টেটলির টি-ব্যাগগুলি মন্দ ছিল না।
  • d | ৩১ মার্চ ২০০৯ ১৫:৫৯ | 203.143.184.11
  • অপ্পন,

    ওগুলো আজ্জো আর অনামিক জানে।

    অজ্জিত,

    ওটা এক ল্যাদখোর বানিয়েছে, আর এক ল্যাদখোর টাংইয়েছে। কাজেই ও জিনিষ বোধহয় চলছে চলবে। আমার তো বিশ্বাস সার্ভে বন্ধ হয়ে যাবার পরও লুটিশ ওখানেই ঝুলে থাকবে যদ্দিন না নতুন গুরু বেরোয়, কিম্বা অন্য কোন ব্যানার ঝোলে। কিছুদিন বাদে নির্ঘাৎ লোকে কমপ্লেইন করবে যে সার্ভেতে ক্লিক করে গিয়ে দেখছি বন্ধ। বেশ কয়েকবার বলার পরে ঈশান অমায়িক হেসে জানাবে " হ্যাঁ ওটা তো বন্ধ হয়ে গেছে, লুটিশটা নামানো হয়নি আর কি!। ও খুব সহজ কাজ। যেকোনোদিন করে ফেলবো'
  • sayan | ৩১ মার্চ ২০০৯ ১৫:৫৭ | 160.83.96.82
  • যাত্তারা, দমদি খচে গেলে কেন! তুমি যার খুশি কানেকশান নিয়ে বলোনা তাতে আমার কি!!! আমি শুধু জানতে চাইছিলাম যে জঘন্য মানে কি। তো তার উত্তর পেলাম তোমার প্রথম প্যারার তৃতীয় ও চতুর্থ সেন্টেন্সে।

    গুড অ্যান্ড টাচ উড্‌। আমি এইধরণের কোনো ঝামেলিতে ভুগিনি। হয়ত ব্যাঙ্গালোরে ইন্ডি'র ব্রডব্যান্ড স্পীড ও সার্ভিস বেটার।
  • dipu | ৩১ মার্চ ২০০৯ ১৫:৫০ | 207.179.11.216
  • কইসে কথা সাড়ে চুয়াত্তরে থাকতে পারে, কিন্তু যেটা খুঁজছি সেটা সাড়ে চুয়াত্তর নয়। ভানুর সাথে ভানুর পিসির কিসব মামলার কেস ছিল। জমাট কমেডি।
  • Arpan | ৩১ মার্চ ২০০৯ ১৫:৪৮ | 216.52.215.232
  • হ্যা, এইটা অত্যন্ত ইরিটেটিং। মানে, আমার মেয়ের ভাষায় বলতে গেলে, ভীষণ পচা।

    ঐটাকে চেঞ্জ করে মুভিং টেক্সট করে দেওয়া যায় না?
  • G | ৩১ মার্চ ২০০৯ ১৫:৪৭ | 123.239.93.108
  • "কইসে কথা......'- সাড়ে চুয়াত্তর, সিওর।
  • Arijit | ৩১ মার্চ ২০০৯ ১৫:৪৬ | 61.95.144.123
  • আর আমার কোশ্চেন হল এই জন্ডিস বা সানলাইট বারসোপ ব্যাপারটা কি কিছুতেই ঠিক করা যায় না?
  • Arijit | ৩১ মার্চ ২০০৯ ১৫:৪৫ | 61.95.144.123
  • আমাকে একজন সেদিন বল্ল ওই সেট-টপ বক্স দিয়ে কেব্‌ল ব্যাপারটা আর এগোবে না। বেহালার ওদিকে কিছুটা হয়েছে - ওদিকে এরিয়া ফোর, তারপর আর হবে না সেটা মোটামুটি পাকা। তাই যদি হয় তাহলে কেব্‌ল ব্রডব্যাণ্ড কখনোই আসবে না। বাজে ব্যাপার।
  • Arpan | ৩১ মার্চ ২০০৯ ১৫:৪৫ | 216.52.215.232
  • দমুকেঃ

    না না। সার্ভের বাংলা নয়। আমার মূল জিজ্ঞাস্য ছিল যে সার্ভের রেজাল্ট কবে পাবলিশ করা হবে? সার্ভেই বা কতদিন খোলা থাকবে?

    তোমার ক্যাম্পাসে ইউপিএস নাই?
  • dipu | ৩১ মার্চ ২০০৯ ১৫:৪৪ | 207.179.11.216
  • না, সাড়ে চুয়াত্তর নয়, ওটা আমার কাছে আছে।
  • dipu | ৩১ মার্চ ২০০৯ ১৫:৪৩ | 207.179.11.216
  • সেই কবে বিদ্যাসাগর আশশোলা বাচ্চা খেয়েছিলেন।
  • d | ৩১ মার্চ ২০০৯ ১৫:৪৩ | 203.143.184.11
  • সিঁফোর কান্নাগুলো বেশ লাগে দেখতে।

    "কইসে কথা আমার লগে' খুব সম্ভবতঃ সাড়ে চুয়াত্তরের ডায়ালগ। নাও হতে পারে অবশ্য।
  • Arijit | ৩১ মার্চ ২০০৯ ১৫:৩৯ | 61.95.144.123
  • বিএসএনএল ইউজার আইডি/পাসওয়ার্ড দিয়ে দিয়েছে - টেক্সট করে। কি বিচ্ছিরি আইডি, পোর্টাল আইডিটা আরো কিম্ভুত। আর প্রোফাইল ইনফো ঠিক করার কোনো অপশনও নেই। মধ্যযুগীয় স্ট্রাকচার।
  • d | ৩১ মার্চ ২০০৯ ১৫:৩৯ | 203.143.184.11
  • সায়ন,

    টাটা ইন্ডি জঘন্য মানে জঘন্যই। সব দিক দিয়ে। স্পীড ৩৫ এর বেশী কদাচ কখনও ওঠে। একটানা ১ ঘন্টা চালাতে গেলে বার দুই ডিসকানেক্ট হবেই হবে। ইউ এস বি'র জন্য অ্যাদ্রেস চেঞ্জ করতে হাল খারাপ হয়ে গেছিল। কাস্টমার সার্ভিস অতি কদাকার। আমাদের ক্যাম্পাসের লোকজন একদিন এদের লিফলেট বিলাতে আসা ছেলেটাকে ধরে বলেছে, সার্ভিস ভাল না করে এইমুখো হলে পা খুলে হাতে ধরিয়ে দেবে। একসাথে জনা ৫০ ওক এত ক্ষেপে গেছে যখন, তখন সকলেই ভুক্তভোগী নির্ঘাৎ।

    আর আমি বাংলা লেখা পড়ে মানে বুঝতে পারি তো। সিফিকে নিয়ে তুমি কিছু বলনি, সিঁফোকে বলেছ, এটা না বোঝার মত কঠিন কিছু তো ছিল না। আমিই সিফির কানেকশান নিয়ে বলেছি। রিলায়েন্স, বি এস এন এল এবং এয়ারটেলের কানেকশান নিয়েও বলেছি। তো??

    অর্পণ,

    কোন কোশ্চেন? সার্ভে'র বাংলা? হ্যাঁ ওটা খুব একটা ঠিক নয়? এছাড়া সমীক্ষা সম্পর্কিত বাকী প্রশ্নের উত্তর তো আজ্জো আর অনামিক দেবে। আমি কি জানি? তবে উপাত্ত হিসাবে দেখাতে পারলে ভাল হত।

    স্যানকেঃ

    কারেন্ট না থাকলে ঘুম হয় না? এত আদিখ্যেতা কেন বাপু? কাল তো আমাদেরও কারেন্ট ছিল না। বোধহয় রাত ১ টায় এসেছে। তো, তাতে ঘুমাতে অসুবিধে কি করে হবে? খেতে অসুবিধে হচ্ছিল অবশ্য। এমনকি ভাত নামিয়ে রেখে গেছিলাম, পরে এসে সেলফোনের আলোয় মনে হল ২টো কচি আশে্‌শালার বাচ্চা ছাঁকনির গা বেয়ে নেমে গেল। শিওর নই অবশ্য। যাগ্গে। তারপর তো আন্দাজে আন্দাজে হাতড়ে হাতড়ে ডাল, মাংস ইত্যাদি নিলাম কিন্তু ঘুমোবার সময় তো দিব্বি শুলাম আর ঘুমোলাম।
  • sinfaut | ৩১ মার্চ ২০০৯ ১৫:৩৫ | 203.91.193.7
  • জানা গেল এয়ারটেল ওখানে দিতে পারবেনা। ঃ(((

    ঃ'-( ঃ'-( ঃ'-(
  • Bhuto | ৩১ মার্চ ২০০৯ ১৫:২৮ | 203.91.207.30
  • মনে হচ্ছে দেখেছি। ঠিক মনে পড়ছে না। দেখি একটু খুঁজে। আছে কয়েকটা ভানুর সিনেমা।
  • dipu | ৩১ মার্চ ২০০৯ ১৫:২৩ | 207.179.11.216
  • ৩৮২৭ পাতায় ১২ঃ০৪ এর পোস্টটা পড়ো।
  • Bhuto | ৩১ মার্চ ২০০৯ ১৫:২২ | 203.91.207.30
  • যাঃ বাব্বা, বলবি তো কোন প্রশ্ন?
  • Bhuto | ৩১ মার্চ ২০০৯ ১৫:১৮ | 203.91.207.30
  • কোন প্রশ্ন?
  • dipu | ৩১ মার্চ ২০০৯ ১৫:১৫ | 207.179.11.216
  • কিন্তুক আমার ভানু সংক্রান্ত অমন ছিরিয়াছ পোশ্নোটির কোনো জবাব এলো নি? আমার যে সিনেমাটা বড্ড দেখতে ইচ্ছে করছে।
  • sinfaut | ৩১ মার্চ ২০০৯ ১৫:১০ | 203.91.207.30
  • ঃ-))))
  • Arpan | ৩১ মার্চ ২০০৯ ১৫:০২ | 65.194.243.232
  • অমন কথা বলিস না বাপ। অন্তহীন র চৌ দুক্কু পাবে।
  • Arpan | ৩১ মার্চ ২০০৯ ১৫:০০ | 65.194.243.232
  • ট্যাক্সো দিয়ে ১২০০ মতো আসত। এখন তো ইন্ডিয়ান রেলের কানেকশন। লাইফ গার্ডেন গার্ডেন হো গয়া।
  • Bhuto | ৩১ মার্চ ২০০৯ ১৪:৫৯ | 203.91.207.30
  • ১২% ধর না। ১১০০\ ১১৫০ এর মধ্যেই থাকবে।
  • sinfaut | ৩১ মার্চ ২০০৯ ১৪:৫৮ | 203.91.207.30
  • এখন কাটিয়ে দিয়ে নতুন কিছু নিলে নাকি? ধরো যদি ঐ ৯৯৯ টাকা নিই, ট্যাক্স কত পড়বে ইয়াদ আছে? আমার এই রিলায়েন্সের বিলিং এ ভরসা নেই। যা তা সার্ভিস ট্যাক্স হ্যানত্যান ভরে দেয়।
  • Bhuto | ৩১ মার্চ ২০০৯ ১৪:৫৪ | 203.91.207.30
  • উফ তখন থেকে ফ্রুট n নাট টা খেয়ে যাচ্ছি, শেষ হতেই চাইছে না। কাউকে দিয়ে দেব এমন কেউ নেই আশেপাশে।
  • Arpan | ৩১ মার্চ ২০০৯ ১৪:৫৪ | 65.194.243.232
  • দুতিন্টে কিবোর্ড জোড়া দিয়ে ভাল পাশবালিশ হত।
  • Bhuto | ৩১ মার্চ ২০০৯ ১৪:৫২ | 203.91.207.30
  • আহা , শুনে চোখে জল চলে এল। ঘুম পেয়েছে বলে মেয়েটা একটু শুতে গেছিল। তাকে এমন করে তাড়িয়ে দিল ? তোকেও বলি, তার পাশেই একটু গুঁজে গাঁজে শুয়ে পড়বি তো?
  • san | ৩১ মার্চ ২০০৯ ১৪:৪৯ | 12.144.134.2
  • ডর্মিটরি না হলেও রিক্রিয়েশন রুম ছিল। সেথায় মোটাসোটা গদিরা ছিল। এইমাত্র গিয়ে দেখলাম গদি-দের উপরে একগাদা ডেস্কটপ ডাঁই করে রাখা আছে। আসলে একটা দিক মেরামত হচ্ছে। এই জন্যই বলে বিপদ অর খারাপ সময় কখনো একা আসেনা ঃ-(
  • Bhuto | ৩১ মার্চ ২০০৯ ১৪:৪৯ | 203.91.207.30
  • বলবি? , বেশ বলিস। তার আগে কল্লোলকাকুকে একটা ফোন। দেখি আজ সন্ধ্যেয়।
  • dipu | ৩১ মার্চ ২০০৯ ১৪:৪৮ | 207.179.11.216
  • ভুতোদা, আমি গেলে তোমাকে ফোন করে বলে দেব।
  • Arpan | ৩১ মার্চ ২০০৯ ১৪:৪৭ | 65.194.243.232
  • unlimited ছিল। দেখে বলছি। কারণ অনেকদিন হল কাটিয়ে দিয়েছি।
  • sinfaut | ৩১ মার্চ ২০০৯ ১৪:৪৬ | 203.91.207.30
  • অর্পণদা, তোমার রিলায়েন্স এর কোন প্ল্যান? flat free না night unlimited?
  • Bhuto | ৩১ মার্চ ২০০৯ ১৪:৪৬ | 203.91.207.30
  • বেশ , আমি না হয় একাই... দেখি মাসিকে নিয়ে যেতে পারি কিনা।
  • anaamik | ৩১ মার্চ ২০০৯ ১৪:৪৫ | 196.15.16.20
  • হাম শুন রহা হ্যাজ। জল্‌দি ডিসাইড নহিঁ হোনে সে সেদিন বিকেল আর রাত্তিরে অন্য প্রোগ্রামে হ্যাঁ বোলে দেগা।
    (সব-ই কেন একটাই উইকেন্ডে হতে হয়ঃ-(((( )
  • h | ৩১ মার্চ ২০০৯ ১৪:৪৪ | 203.99.212.224
  • এভিডেন্স সংগ্রহের সমস্যা থাকায় স্যানের ক্লেম মেনে নেওয়া হল।
  • Bhuto | ৩১ মার্চ ২০০৯ ১৪:৪২ | 203.91.207.30
  • রিসেশন বোধহয় ডর্মিটরি ও খেয়ে ফেলেছে ঃ)
  • Arpan | ৩১ মার্চ ২০০৯ ১৪:৪১ | 65.194.243.232
  • কিন্তু স্যানের আপিসে ডর্মিটরি নাই? লোকে ক্লান্ত হলে যাতে গিয়ে দু'দন্ড ঘুমিয়ে নিতে পারে?
  • Bhuto | ৩১ মার্চ ২০০৯ ১৪:৪১ | 203.91.207.30
  • অনামিক? তুই কি বলিস?
  • san | ৩১ মার্চ ২০০৯ ১৪:৩৭ | 12.144.134.2
  • হ্যাঁ আমি মনে হয় সোসিত হব। তোরা চলে যা। নেকস্ট টাইম দেখা হবে। আর বাই চান্স সোসিত না হলে চলে যাব, কিন্তু আগে থেকে টিকিট কাটা চাপ আছে।
  • Bhuto | ৩১ মার্চ ২০০৯ ১৪:৩৬ | 203.91.207.30
  • আপ্পড়িয়া! স্যান??....
  • dipu | ৩১ মার্চ ২০০৯ ১৪:৩৬ | 207.179.11.216
  • এমনকি আমারও শনিবার সোসিত হওয়ার একটা ক্ষীণ চান্স আছে।
  • Arpan | ৩১ মার্চ ২০০৯ ১৪:৩৪ | 65.194.243.232
  • সনিবার তো স্যান সোসিত হবে।
  • Bhuto | ৩১ মার্চ ২০০৯ ১৪:৩২ | 203.91.207.30
  • আমাদের শনিবারের বারবেলার কি হবে? আমি একটু ডাউন আছি বলে তোরা কি এইভাবে লাগাম ছেড়ে দিবি?
  • san | ৩১ মার্চ ২০০৯ ১৪:২৯ | 12.144.134.2
  • কাল মোটে চারঘন্টা ঘুমিয়েছি, তার আগে লোডশেডিং ছিল ঃ-(

    আমি নাক ডাকি না ঃ-((((((((((((((((((((((
  • h | ৩১ মার্চ ২০০৯ ১৪:২৬ | 203.99.212.224
  • আপিস তথা এস্টাবলিশমেন্টের স্থিতাবস্থাকে কে বড় করে নাড়া দেওয়ার জন্য, আপিসেই ঘুমো। নাক ডাকিস না, প্রথমেই কর্তৃপক্ষের হাতে পরিবেশ সংক্রান্ত ইস্যু তুলে দেওয়া উচিত নয়।
  • Bhuto | ৩১ মার্চ ২০০৯ ১৪:২৬ | 203.91.207.30
  • কটায় উঠেছিস?
  • Arpan | ৩১ মার্চ ২০০৯ ১৪:২৫ | 65.194.243.232
  • হায় সোসিত।
  • san | ৩১ মার্চ ২০০৯ ১৪:২২ | 12.144.134.2
  • যা নয় তাই ঘুম পাচ্ছে । ভাবছি দুঘন্টা বাড়ি থেকে ঘুমিয়ে আসব কিনা। এদিকে নড়তেও ইচ্ছে করছেনা।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত