এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • dipu | ৩১ মার্চ ২০০৯ ২২:৩০ | 121.243.161.234
  • রোজ মাংস খাওয়া মোটেই ভাল কথা নয়।
  • d | ৩১ মার্চ ২০০৯ ২২:২৯ | 117.195.43.155
  • *সত্যোপলব্ধি ঘটল।
  • d | ৩১ মার্চ ২০০৯ ২২:২৮ | 117.195.43.155
  • আচ্ছা শোনো সবাই, আমার না এইমাত্র একটা উপলব্ধি ঘটাল। সেটা হচ্ছে ইপ্পি আর অনামিক খুব বলেছিল সার্ভেতে একটা রচনা লেখার জায়গা রাখতে। তো, আমি আর আজ্জো, দুই ----, প্রচন্ড সব যুক্তিজাল দেখিয়ে রচনার জায়গা হটিয়ে মালটিপল চয়েস করে দিলাম। তো, সেটাই ...... সেটাই হচ্ছে যত নষ্টের গোড়া। ওখানে যদি একটা রচনা লেখার সাদা পাতা রাখা যেত, তাহলেই আর হনুর কোন সমস্যা থাকত না। ঢুকত। গাঁ গাঁ করে লিখত, বেরিয়ে আসত। কিন্তু অই মালটিপল চয়েস, ওতেই দিয়েছে সব গড়বড় করে।

    ওফ্‌ এখন আমার ফ্যাঁচফোঁচ করে কান্না পাচ্ছে। অপরাধবোধে না মাংসের ঝালে শিওর নই।

    রবাহুত, তুসি গ্রেট হো!!!!!
    পোয়েটিক "তুইতুকারি' মার্জনীয়।
    (অবশ্যি বাক্যটা খুব একটা পোয়েটিক হল না বটে)
  • a x | ৩১ মার্চ ২০০৯ ২২:২৮ | 143.111.22.23
  • আচ্ছা এইবার ভাট খুললেই পিড়িং পিড়িং আওয়াজ করে স্বাগত জানাবে এরকম কিছু করা হবেনা? ;-)
  • a x | ৩১ মার্চ ২০০৯ ২২:২৬ | 143.111.22.23
  • আরেন্না!! ফাটাফাটি হয়েছে রবাহূত!!

    সামনের বামুনমশাই কি হাততালি দিয়ে ঘুমন্ত (ঈশান?) কে তোলার চেষ্টা করছে? আমি কিন্তু একটা ব্রাহ্মীনিকাল হেজেমনির ছায়া দেখতে পাচ্ছি এবার!
  • rokeyaa | ৩১ মার্চ ২০০৯ ২২:২২ | 203.110.246.230
  • দ-দি কোনটা? লাল দাড়িটা কে?
  • dipu | ৩১ মার্চ ২০০৯ ২২:২০ | 121.243.161.234
  • ঃ-))))
  • I | ৩১ মার্চ ২০০৯ ২২:১৯ | 59.93.244.235
  • তবে ২০৪০ সালের পোর্ট্রেট। হনুর মাথায় তখন একগাছিও চুল নেই, মুগুর ছাড়া হারাবার জন্য আছে শুধু বারমুডা।
  • I | ৩১ মার্চ ২০০৯ ২২:১৫ | 59.93.244.235
  • সার্ভে হল বলেই না নিজের অমন একটা জলজ্যান্ত পোর্ট্রেট মিনিমাগনা পেয়ে গেলে ! সার্ভেকে দুহাত তুলে থ্যাংকু দাও।
  • h | ৩১ মার্চ ২০০৯ ২২:১৩ | 61.95.144.10
  • ছবিটা জাস্ট ব্যাপক।
  • h | ৩১ মার্চ ২০০৯ ২২:১২ | 61.95.144.10
  • ১। চিৎকার টা অন্যরাও কিসু কম করছে না এবং ডেসিবেল তোলাটা আমি শুরু করিনি। ২। সার্ভে ডিজাইন করতে ক পয়সা ট্যাক্স দিলে?

    অ্যাগ্রেসিভ ভাট কয়েনেজ টা ইন্টারেস্টিং।
    তোমার প্রিজাম্পশন হল, আমাদের বাচনভঙ্গীর জন্য অনেকেরি এইখানে অংশগ্রহণ করতে অসুবিধে হচ্ছে। হাইট হল এটা সার্ভে না করেই বলছো ঃ-)

    এইখানে কথা বলতে বলতেই লোকে বন্ধু হয়েছে, বা পরিচিত হয়েছে। আমার মনে পড়ে না, নতুন কাউকে মত প্রকাশ করতে বারণ করেছি বা কারো প্রকাশিত মতে বা লিখিত বক্তব্যে আগ্রহ পেলে তার সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করিনি।

    মতামতের গুরুঙ্কÄ নেই আমি বলিনি, বললে আনএডিটেড টেক্সট কে ফর্ম হিসেবে ইনোভেটিভ বলতাম না। র‌্যাডিকাল হওয়ার নিরন্তর প্রয়াস টা গুরুর ইউজার হয়ে ওঠার আগে থেকেই করছি, বিভিন্ন ভাবে, ভবিষ্যতেও করবো। তোমার মতামত নিরপেক্ষে। আমি যেহেতু কে প্রতিক্রিয়াশীল আর কে বিপ্লবী এই প্রসঙ্গ উত্থাপন করিনি, সেহেতু এই বিষয়ে উপদেশ অযাচিত। একটা সার্ভেকে আমার ওয়েস্টেড এফর্ট আমার মনে হয়েছে আমি বলেছি, যদিও কে সার্ভে ডিজাইন করেছে এটা না জেনে বলেছি, কারণ সেটা ম্যাটার করে না। আমার প্রকাশিত মতামত কে তোমার বাজে এফর্ট বলে মনে হয়েছে। ফাইন। কিন্তু কে র‌্যাডিকাল কে নয় এই বাজে জাজমেন্টের অবকাশ এখানে কোথায়?

    পত্রিকা বেরোনোর ব্যাপারে তোমার ব্যক্তিগত দায়িঙ্কÄ আছে আমি কোথায় বলেছি? আমি শুধু বলেছি, এই কাজ কালেকটিভলি যখন করা গেল, পত্রিকা বার করার কাজটা কালেকটিভলি করাই যেত। আমার কাছে সার্ভের থেকে একটা ভালো মানের পত্রিকা রেগুলার বার করার চেষ্টাটা বেশি গুরুঙ্কÄপূর্ণ। তাতে অন্ততঃ মানুষে ডিটেলে নিজের মতামত প্রকাশ করার একটা জায়্‌গা পায়, ফর্মাটেড প্রশ্নের মাল্টিপল চয়েস উত্তর দেওয়ার বাইরে। আর এই বাধ্যবাধকতা থেকে মুক্ত হয়ে করতে মতটা প্রকাশ করতে পারে, যে অংশগ্রহণ করা আর না করার বাইরেও মতামত থাকতে পারে, একটা সার্ভের ক্ষেত্রে।

    সকলেই অবাক হচ্ছে, একটা সার্ভের সম্পর্কে এত বকর বকর করছি দেখে। একটা প্রিয় ওয়েব সাইটের ডিরেকশন পত্রিকা বার করার থেকে অন্যদিকে চলে যাচ্ছে বলে খারাপ লেগেছে বলে বলেছি, নো রিজন টু রিগ্রেট। এটা ওভার ওনারশিপ বলতে পারো আপত্তি নেই, সার্ভেকে তাহলে ডিফেন্ড কোরো না। অন্যকে ওভার ওনারশিপের অভোযোগ করে সেটা করা যায় না।

    আমার খেয়ে দেয়ে কাজ নেই বলতে পারো, মেনে নিচ্ছি। সত্যি ই নেই। আই গেস ই ডু গেট বাই।
  • dipu | ৩১ মার্চ ২০০৯ ২২:১২ | 121.243.161.234
  • কম্পুর সামনে ঢুলন্ত ঐটি কে?
  • Arpan | ৩১ মার্চ ২০০৯ ২২:০৮ | 216.52.215.232
  • ভাগ্যিস অফিসে বিশেষ কেউ নেই এখন। ঃ))
  • Arpan | ৩১ মার্চ ২০০৯ ২২:০৮ | 216.52.215.232
  • ঃ))))))))))
  • arjo | ৩১ মার্চ ২০০৯ ২২:০৬ | 168.26.215.13
  • দেখবেন ছবি ভালো লাগছে বলে বার তিন চার করে সার্ভে নিয়ে নেবেন না। মুশকিল বড় মুশকিল।

    রবাহুত যাস্ট টু মাচ । অসাধারণ হয়েছে।
  • I | ৩১ মার্চ ২০০৯ ২২:০৬ | 59.93.244.235
  • কেন? খুব সহজ। ঐ মুগুর হাতে মোটা আর বেঁটে লোকটা। সার্ভে চ্যাপ্টা করতে এলো বলে। খুব বেশী রেগে গেছে বলে পাঞ্জাবীটে আর গায়ে গলায় নি।
  • san | ৩১ মার্চ ২০০৯ ২২:০৩ | 123.201.53.131
  • রবাহুত এইটা খুবই ভাল হয়েছে।
  • Arpan | ৩১ মার্চ ২০০৯ ২২:০১ | 65.194.243.232
  • টু মাচ!! আমি ভিড়ের মধ্যে হনুকে খুঁজছি। ঃ)))
  • dipu | ৩১ মার্চ ২০০৯ ২১:৫৬ | 121.243.161.234
  • রবাহুত জিন্দাবাদ ঃ-))
  • I | ৩১ মার্চ ২০০৯ ২১:৫২ | 59.93.244.235
  • বাঃ, এটা বেশ খাসা হয়েছে। বার সাবাংয়ের চেয়ে অনেক ভালো।
  • stoic | ৩১ মার্চ ২০০৯ ২১:৫২ | 160.103.2.224
  • এটা কি রবাহুত বানালেন ? টু গুড।
  • stoic | ৩১ মার্চ ২০০৯ ২১:৫১ | 160.103.2.224
  • ঃ)))))
    এটা যাস্ট ঘ্যামা হয়েচে।
    ঃ-))))
  • I | ৩১ মার্চ ২০০৯ ২১:৪৯ | 59.93.244.235
  • মৌমাছি আর বোলতা কামড়ের একটা জরুরী টোটকা বলে দিই। টাইম-টেস্টেড। ডাক্তারী বইতেই আছে। মৌমাছি কামড়ালে খাবার সোডা (Bee= Bicarbonate) আর বোলতা কামড়ালে ভিনিগার(wasp/Vasp= Vinegar) লাগান।
  • a x | ৩১ মার্চ ২০০৯ ২১:৩৩ | 143.111.22.23
  • অর্পণ, দলাই লামা সংক্রান্ত খবরটা কবেকার আজকালে? কিছু আসছেনা ঐ লিংক থেকে।
  • a x | ৩১ মার্চ ২০০৯ ২১:২৫ | 143.111.22.23
  • মাইরি!
  • rabaahuta | ৩১ মার্চ ২০০৯ ২১:১৭ | 121.241.111.12
  • সার্ভে কি কামড়ায়
    আমাদের চামড়ায়
    সার্ভে কি কাঞ্চন কামিনী

    ভদকা ও রামেতে
    দক্ষিনে বামেতে
    ভরে ওঠে মধ্যম যামিনী

    (প্লিজ ইগনোর ক্যাওড়ামি অ্যান্ড বানান ভুল)
  • stoic | ৩১ মার্চ ২০০৯ ২১:০৮ | 160.103.2.224
  • আর্য, কার মতামতের গুরুত্ব আছে, আর কার মতামতের গুরুত্ব নেই এবং কার কাছে গুরুত্ব আছে এবং কার কাছে গুরুত্ব নেই, এসব হল গিয়া জটিল প্রশ্ন। সবই স্থান-কাল-পাত্রের ব্যাপার। অর্থাৎ কিনা আইনস্টাইন। ঃ-)
  • Arpan | ৩১ মার্চ ২০০৯ ২০:৫৫ | 65.194.243.232
  • মিটিনে আছি। পরে লিখব। ঃ)
  • arjo | ৩১ মার্চ ২০০৯ ২০:৫২ | 168.26.215.13
  • ক্র্যাপ ক্র্যাপ করে না চিৎকার করে এর অর্ধেক এফর্ট একটা ভালো লেখায় দিলে গুরুর পরের সংখ্যাটা বেরিয়ে যেত হয়ত। ক্ষমতার অপব্যবহার ছাড়া আর কিসুই নয়। ঃ))

    গুরুর পরের সংখ্যা বেরনোর সাথে সার্ভের কোনো বিরোধ নেই। কেন এখনো বেরয় নি, কি কি সমস্যা আমার সঠিক জানা নেই। তবে বিরোধ যে নেই তা বলতেই পারি।

    সংখ্যাটা খুব ইম্পর্ট্যান্ট কিসু নয়। বাড়িতে চারজন লোক থাকলে চার সংখ্যাটাই ইম্পর্ট্যান্ট। আমাদের ২০০ লোক থাকলে ১৫০ সংখ্যাটাই ইম্পর্ট্যান্ট। একথা বোঝার মতন অবোধ আমরা কেউই নই। যদি না স্রেফ বুঝেও না বোঝার চেষ্টা করি। পপুলেশন সাইজ দেখেই স্যাম্পেল সাইজ নির্ধারিত হয়।

    ভলান্টারী সমালোচনার সবথেকে বড় ব্যপার হল কোনো ট্যাক্সো লাগে না।

    কেন সার্ভে যদি শুনতেই চাও, তাহলে ব্যপারটা হল আমাদের এই অ্যাগ্রেসিভ ভাটে অনেকেই অংশ গ্রহণ করতে পারে না। তাদের কাছে পৌঁছনর আর কোনো বেটার অপশন নেই। থাকলে জানাও। যদি না তাদের মতামতের কোনো গুরুত্ব নেই এমন র‌্যাডিকাল জায়গায় আমরা পৌঁছে যাই। অবশ্য র‌্যাডিকাল হওয়ার নিরন্তর প্রয়াসে সে জায়গায় পৌঁছে গেলেও অবাক হব না।
  • h | ৩১ মার্চ ২০০৯ ২০:৪৬ | 61.95.144.10
  • সার্ভে ব্যাপারটা কি আগে কোথাও কখনো হয় নি? এটা কি অর্থে এক্সপেরিমেন্টাল? এটা তো অতি পরিচিত টুল। আন এডিটেড টেকস্ট বরঞ্চ অনেক বেশি একসপেরিমেন্টাল, যেটা দিয়ে প্রকাশিত মতামত কিসু কম পড়ে নি।
  • h | ৩১ মার্চ ২০০৯ ২০:৪৪ | 61.95.144.10
  • এইটা হেবি দিল ঃ-))))))
  • Arpan | ৩১ মার্চ ২০০৯ ২০:৪৩ | 65.194.243.232
  • নতুন করে তো কিছু বলার নেই। সার্ভের কনসেপ্ট পছন্দ না হওয়া জানানো আর সেইটাকে সরিয়ে নিতে অনুরোধ করা দুটো এক জিনিস হল না। হনুর কথায় যেমন সার্ভে সরে যাচ্ছে না, তেমনি আমার কথায় ওটা থেকে যাবে না। আমার কথা অর্থহীন হতেই পারে, কিন্তু একটা এক্সপেরিমেন্টাল জিনিস সরিয়ে দেবার প্রস্তাব বিচিত্র লাগলে সেইটা জানানো তো অবাস্তব কিছু নয়, যদিও অর্থহীন হতেই পারে। ঃ)
  • stoic | ৩১ মার্চ ২০০৯ ২০:৪৩ | 160.103.2.224
  • বোধির মনোলগের পর সব্বই চুপ মেরে গেল কেন ? কোন কথা বলা যাবে না তা তো নয়, শুধু সার্ভে নিয়ে না বল্লেই হল। ঃ-)
  • h | ৩১ মার্চ ২০০৯ ২০:২০ | 61.95.144.10
  • অর্পণের কথাটার জাস্ট কোন মানে হয় না অ্যাজ ইফ সার্ভেটা লোকজনের মতামত চেয়ে তারপরে টাঙানো হয়েছে কিম্বা আমার কথায় সার্ভেটা যেন আদৌ সরিয়ে নেওয়া হবে। এক্ষেত্রে অর্পণের কথাটা একেবারেই অর্থহীন কথা।

    একটা সার্ভে তে পার্টিসিপেট করা আর না করার বাইরে একটা বা অনেকগুলো মতামত তো থাকা সম্ভব নাকি? সার্ভেটা আদৌ পসন্দ হচ্ছে না বলতে পারবো না কেন?

    স্যানের মূল অভিযোগ ছিল, বক্তব্যের রিটারেশন নিয়ে। যে কোন প্রসঙ্গেই কি রি ইটারেশন কি নতুন নাকি? এখানে ভাটে? কে কবার কোন কথা বলবে, সেটা কি স্যান ঠিক করে দেবে? ধরে নিচ্ছি সেই আশা নিয়ে স্যান আমাকে তার আপত্তির কথা জানায় নি।

    এইবার এফর্ট। ভলান্টারিজম এর মেন বিপদ হল, একটা কাজ ভলান্টারিলি করলেই ধরে নেওয়া হয়, সেটা সমালোচনার ঊর্ধে। এই জন্যেই এন জিও কে সমালোচনার ঊর্ধে ধরা হয়, আর গভঃমেন্টকে বা পোলিটিকাল পর্টিকে অ্যাকাউন্টেবল ধরা হয়। আজব লজিক। এইটাও বিচিত্র রসিকতা। আমি বা যে কেউ একটা কাজ যদি ভলান্টারিলি করি, সেটা কি আদৌ পাবলিক ডোমেনে সমালোচনার ঊর্ধে যায় আদৌ? এই আশাটা র কি ভিত্তি? এই আশাটা কি আদৌ কনসিস্টেন্ট।

    আমি রেগুলার ভলান্টারিলি বাজে লেখা লিখলে কেউ আমাকে ছেড়ে দেবে বা চুপ করে থাকবে? এইখানে লিখে কি আমরা গুরুচন্ডালির উপকার করছি নাকি?

    this has got to be one of bigger heaps of crap that i have come across here.

    এর পরে র এর প্রশ্ন, শ দেড়েক লোক একটা সার্ভেতে পার্টিসিপেট করলে তাই নিয়ে এত হৈ চৈ এর কি আছে। সত্যি নেই। কিন্তু তাহলে একজনের মতামতে এত লোকের এত বক্তব্য কেন? সার্ভে নিয়ে কেন যে কোন বিষয়েই তো মতামত দেয় সাকুল্যে বিশজন, তাহলে তো কোন বিষয়েই কোন কথা এগোয় না। আমরা তো কোন অর্থেই ওপিনিয়ন মেকার নই।

    মোদ্দা হল, আমার মতে এই এফর্ট ইউজলেস। এই সার্ভের আদ্ধেক এফর্টে হয়তো গুরু র পরের সংখ্যাটা বেরিয়ে যেত। রিসোর্সের বাজে অর্থহীন ব্যবহার। এইটা বলার অধিকার আমার নেই অনেকে বলতে পারে, কিন্তু তাতে কিসু যায় আসে না, কারণ সেরকম ভাবে দেখতে গেলে, কারোরি কিসু অধিকার নেই, দেড়শো জনের একটা ঠেক, তাতে বিহেভিয়োরাল উপদেশ পেলে জঘন্য লাগে।
  • dipu | ৩১ মার্চ ২০০৯ ১৯:৫৪ | 121.243.161.234
  • নাঃ, শ্যামলবাবু সত্যি ই অন্য লেভেলের মানুষ।
  • arjo | ৩১ মার্চ ২০০৯ ১৯:০৭ | 168.26.215.13
  • সৈকতের বানানোর ইচ্ছে আছে কিন্তু সময় করে উঠতে পারছে না। সৈকত বলে কি মানুষ নয় কো?ঃ))
  • sayan | ৩১ মার্চ ২০০৯ ১৯:০৬ | 160.83.96.81
  • সুপ্তু পোতিভা, চেতনা কেউ/কিচ্ছু নাই। খাঁ খাঁ জীবনে সুদু সোসনের সোঁ সোঁ সব্দ। সব সালা ডায়ালাপ কানেকসান হয়ে গেছে। যুদ্ধুক্ষেত্রে পড়ে রয়েছে সুদু সানলাইট বারসোপ আর সমীক্ষার সাসানি।
  • r | ৩১ মার্চ ২০০৯ ১৮:৫৪ | 125.18.104.1
  • গোটা দেড়শ দুশো লোকের ইন্টারনেট সার্ভে নিয়ে এত কথা চালাচালি কেনে? জীবন এত ছোটো কেনে?
  • Arpan | ৩১ মার্চ ২০০৯ ১৮:৪৯ | 216.52.215.232
  • দুকুরের ঘুমটা হয় নাই আসলে।
  • san | ৩১ মার্চ ২০০৯ ১৮:৪৭ | 12.144.134.2
  • সৈকতদা বানাব বানাব বলে কেন? বললেই পারে আমার সময় নেই বা ভাল্লাগছে না তাই বানাবনা। কমিট করে না করলে তো গাল খাবেই।
  • r | ৩১ মার্চ ২০০৯ ১৮:৪৭ | 125.18.104.1
  • স্যান ত্রিপিটকপাঠ হইতে কি অব্যাহতি লইয়াছে?
  • Arpan | ৩১ মার্চ ২০০৯ ১৮:৪৫ | 216.52.215.232
  • ওকে, গচা। ঃ)
  • Arpan | ৩১ মার্চ ২০০৯ ১৮:৪৪ | 216.52.215.232
  • কোন টই? কমরেড, সেই মাঝরাত্তিরে অফিসে এসেছি ...
  • san | ৩১ মার্চ ২০০৯ ১৮:৪৪ | 12.144.134.2
  • এ হে হে। রাগ করতে ব্যস্ত ছিলাম, আজ্জোদা লিখে দিয়েছে। সরি ঃ-)
  • Arpan | ৩১ মার্চ ২০০৯ ১৮:৪৩ | 216.52.215.232
  • আমাকে অ্যাক্সেস দেওয়া হোক। বানিয়ে দেব। বলবার কী আছ? সৈকতকে যখন গাল পাড়ে লোকে তখন কি লোকে বলে আমি আর্কাইভ বানিয়ে দিচ্ছি? ঃ)
  • arjo | ৩১ মার্চ ২০০৯ ১৮:৪৩ | 168.26.215.13
  • কমরেড টই পড়ুন।
  • Arpan | ৩১ মার্চ ২০০৯ ১৮:৪২ | 216.52.215.232
  • বিটিডব্লু, এইখানে মিঃ এডিসন কোনজন? ঃ P
  • arjo | ৩১ মার্চ ২০০৯ ১৮:৪২ | 168.26.215.13
  • যদি রেজাল্ট নিয়ে বলো। সেতো আসবে, ঐ ১৫০ এর কাছাকাছি পৌঁছে গেলেই আসবে। বার, পাই চার্ট নিয়েই আসবে।
  • san | ৩১ মার্চ ২০০৯ ১৮:৪১ | 12.144.134.2
  • এই সানলাইট বার নিয়েও। লোকের এত অপছন্দ। কিন্তু কেউ বলেনা আমি একটা বেটার বানিয়ে দিই? ঃ-)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত