এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arijit | ০৩ এপ্রিল ২০০৯ ১০:০৮ | 61.95.144.123
  • ওয়ানডে খেলছে তো!
  • Arijit | ০৩ এপ্রিল ২০০৯ ১০:০৫ | 61.95.144.123
  • স্কোর দেখছি ক্রিকইনফোতে। সুপারম্যান আউট হল।
  • Tim | ০৩ এপ্রিল ২০০৯ ১০:০৪ | 71.62.2.93
  • আমরা তক্কো কত্তে এত ভালোবাসি ক্যানো? বাঙালীর তক্কোপ্রিয়তা নিয়ে কেউ লিখবে?

    কেউ খেলা দেখছো? নাকি সোসন শুরু হয়ে গেছে?
  • dipu | ০৩ এপ্রিল ২০০৯ ০৯:৫১ | 207.179.11.216
  • হাতে যথেষ্ট সময় থাকলে তবেই রসিয়ে রসিয়ে এনজয় করুন.......

    http://home.comcast.net/]wolfand/
  • dipu | ০৩ এপ্রিল ২০০৯ ০৯:৪৮ | 207.179.11.216
  • সোমনাথদা, ওক্কুটে স্ক্রেপিয়েছি।
  • h | ০৩ এপ্রিল ২০০৯ ০৯:৪৬ | 203.99.212.224
  • টাইটলার ফাঁকে তালে ছাড়া পেলে যাতা হবে। অর্থাৎ অর্পণের সঙ্গে আমি ক।
  • Arijit | ০৩ এপ্রিল ২০০৯ ০৯:৪৬ | 61.95.144.123
  • অক্ষ - সেই মামলা ছাড়াও ঝগড়ার জন্যে অনেকদিন আটকে ছিলো - মানে জমিটাতে কারা স্কুল বানাবে সেই নিয়ে। কয়েক বছর আগে প্রাইমারি আর সেকেন্ডারির ঝগড়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিলো মনে আছে? সেকেণ্ডারি সেকশনের তরফে বলা হয়েছিলো ক্লাস ফোর থেকে ফাইভে যেতে গেলে অ্যাডমিশন টেস্ট দিতে হবে। সেই নিয়ে জল অনেকদূর গড়ায় - হেভিওয়েট লোকজন নেমে পড়েন - যেমন সন্তোষ ভটচাজ্‌ (সেকেণ্ডারির কিছু একটা ইনি)। আল্টিমেটলি রাজ্য সরকার এবং হাই কোর্ট মধ্যস্ততা করে এটা মেটায়। তো তারপরই সেকেণ্ডারি সেকশনের তরফে ফের বলা হয় যে জমিটাতে সেকেণ্ডারি সেকশন বাড়ি বানাবে এবং সেখানে প্রাইমারির ক্লাস হবে না। সেটা সম্ভবতঃ মিটেছে এখন।

    যাই হোক - কারো কি মনে আছে বাংলা ব্যাকরণ কোন ক্লাস থেকে পড়ানো হয়? আমার যতদূর মনে পড়ছে ক্লাস ফাইভে পড়েছি। ক্লাস টু-এর একটা বই দেখে কাল আমার প্রচণ্ড রাগ হল - তাতে কারক, পদ এবং সন্ধি অবধি রয়েছে। বইটা একজন গবেষকের লেখা যিনি এবং তিনি "সর্বশিক্ষা অভিযান'-এর সাথেও যুক্ত (ছিলেন/আছেন)। দেখে মনে হল এরকম গবেষক হলে শিশুশিক্ষার ভবিষ্যত অন্ধকার। এবং এর কারণেই ফের কাল রাত থেকে অন্য ভাবনা ভাবতে শুরু করেছি - ফ্রীজার থেকে ফ্রায়িং প্যানে ফেলার কোনো মানে হয় না।
  • Arpan | ০৩ এপ্রিল ২০০৯ ০৯:৪৩ | 122.252.231.12
  • টাইটলারের কেসটা চাপের হয়ে গেল।
  • arjo | ০৩ এপ্রিল ২০০৯ ০৯:৪৩ | 24.42.203.194
  • কি আশ্চর্য্য সেই একই মেল আমার কাছেও এসেছে। দেকো কংগ্রেসের কি প্রচার। পাঁচজন ভাটুড়ের মধ্যে তিনজনের কাছে ঐ মেল পৌঁছে গেছে।
  • Arpan | ০৩ এপ্রিল ২০০৯ ০৯:৪১ | 122.252.231.12
  • আশ্চর্যের ব্যপার, কালকে আমাকে একজন একই মেল ফরওয়ার্ড করেছিল আর আমিও তাকে আবাজ দিলাম তুমি কবে থেকে কংগ্রেসের হয়ে ক্যাম্পেন করছ?
  • Arpan | ০৩ এপ্রিল ২০০৯ ০৯:৩৯ | 122.252.231.12
  • নাঃ, এলসিএম অনেকদিন দেশের বাইরে।
  • lcm | ০৩ এপ্রিল ২০০৯ ০৯:৩০ | 69.236.182.236
  • ওহ, এই তো h ঠিক ধরেছে। আসলে আমার কেন যেন ধারনা ছিল যে লালু কংগ্রেসের।
    যাক, h বাংলায় ফিরে এসেছে। মাঝে হঠাৎ কি যে হল, ইংরেজিতে লিখতে আরম্ভ করল।
  • h | ০৩ এপ্রিল ২০০৯ ০৯:২৬ | 203.99.212.224
  • আমি কিন্তু বলিনি যে এল সি এম কংগেসের প্রচার করছে। করলেও কোন ক্ষতি নেই। আমি শুধু বলেছি, যে জোক টার, রচয়িতা সম্ভবতঃ কংগ্রেস সমর্থক।

    খুব বোঝা যাচ্ছে যে ইমেল জোক এবং কাট অ্যান্ড পেস্ট এবং এতে এল সি এমের কোন দায় নেই। ডিঃ।

    অর্থাৎ রাজি বা ক।
  • arjo | ০৩ এপ্রিল ২০০৯ ০৯:১০ | 24.42.203.194
  • সোমনাথ, সত্যি বলতে কি ওটাকে ডিফেন্ড না করে ডকুটা বানালে সত্যিই দেশ ও দশের কাজে লাগে। ওটা ডিফেন্ড করতে গেলে বিভ্রান্তি বাড়ার চান্সই বেশি।

    গুগুল ডক শেয়ার করা যায়।
  • Tim | ০৩ এপ্রিল ২০০৯ ০৯:০৫ | 71.62.2.93
  • আজি শেষপাতে
    কলমে-দোয়াতে
    কোন সে হাভাতে
    করেছিলো আড়ি?

    ঘুটঘুটে রাতে
    আলোয়ান হাতে
    সিঁড়িভাঙা ছাতে
    তিনকোনা দাড়ি
  • Tim | ০৩ এপ্রিল ২০০৯ ০৮:৫৪ | 71.62.2.93
  • বারবার কেচে নিতে হবে। অবশ্য রঙিন পাল হলেও ক্ষতি নেই।ঃ)
  • pi | ০৩ এপ্রিল ২০০৯ ০৮:৫১ | 128.231.22.186
  • দিনবদলের হাঔয়া লাগলে আর ধবল তো থাকবে না ঃ)
  • Tim | ০৩ এপ্রিল ২০০৯ ০৮:৪৮ | 71.62.2.93
  • দু'দি,
    সব কাগজই মমতা সহকারে খবর পরিবেশন করে। ঃ)
  • Tim | ০৩ এপ্রিল ২০০৯ ০৮:৪৭ | 71.62.2.93
  • সোসিত (পিষ্টও) মানুষকে টিউশন দিন, অমলধবল পালে দিনবদলের হাওয়া লাগবে।
  • Tim | ০৩ এপ্রিল ২০০৯ ০৮:৪৩ | 71.62.2.93
  • পেষন আর টিউশন এর অদল-বদলে কতকিছু বদলে যায়! ঃ)
  • lcm | ০৩ এপ্রিল ২০০৯ ০৮:৩৯ | 69.236.182.236
  • না, আসলে, কনস্টিপেশন সংক্রান্ত বস্তুটি ইমেলে এসেছে। মজা লাগল, তাই ভাটিয়ালিতে কাট-এন্ড-পেস্ট। খেয়াল করি নি যে ঐ লিস্টে কং-রেস এর কেউ নেই এবং যাতে করে ইলেক্‌শান স্লোগান মনে হতে পারে।
  • Du | ০৩ এপ্রিল ২০০৯ ০৮:৩৭ | 72.64.99.204
  • আচ্ছা , আমি তো বাকীগুলো আজকাল দেখিনা, তাই প্রশ্ন।
    'আজকাল' মমতার বক্তব্য খবর হিসেবে দেয় - কিন্তু 'আবাপ' দেয় না। বাকী সাপোর্টার কাগজগুলো কি ওনার বক্তৃতাগুলো খবরে ছাপায়?
  • bb | ০৩ এপ্রিল ২০০৯ ০৮:১০ | 219.64.71.53
  • And who created the Con(g)stipation? ঃ)
  • Bratin | ০৩ এপ্রিল ২০০৯ ০৮:০৮ | 117.194.96.220
  • যা। ভারতবর্ষের সব উইকেট পড়ে গেল ঃ-((((
  • h | ০৩ এপ্রিল ২০০৯ ০৭:৩৩ | 61.95.144.10
  • বাঃ কংগ্রেস বেশ ইন্বোভেটিভ প্রচার করছে। হাগুকে মেটাফর করে মূলধারায় প্রচার করা, এই মরালিটি অবনত দেশে সোজা কথা নয়।
  • Bratin | ০৩ এপ্রিল ২০০৯ ০৭:২৭ | 117.194.96.119
  • তেন্ডুলি তো ফাটিয়ে দিচ্ছে। ঃ-))
  • lcm | ০৩ এপ্রিল ২০০৯ ০৪:১৫ | 128.48.7.72
  • Subject: Medical help for Indians :

    QUICK REMEDY FOR CONSTIPATION..

    This may be of help to you.

    If you're bothered by occasional or frequent constipation, repeat the following, three times in quick succession, when symptoms occur:

    "My future now lies in the hands of Mayawati, Mulayam Singh, Laloo Prasad Yadav, Jayalalitha, Prakash Karat, Varun Gandhi, Bal Thackeray & L.K.Advani."

    If that doesn't scare the shit out of you, then you are probably destined to be full of it for the rest of your life.

    GO OUT & VOTE !!
  • a x | ০৩ এপ্রিল ২০০৯ ০৩:৩৮ | 143.111.22.23
  • একিরে ভাই। নাওয়া খাওয়া চিকিৎসা সবই গুরুতে হবে নাকি? নিজের ডাক্তারকে ফোন করো। কিছু না হলে অন্তত টাইলেনল আর আইবুপ্রোফেন অল্টার্নেট করে খেয়ে নাও।
  • Ishan | ০৩ এপ্রিল ২০০৯ ০৩:২৯ | 12.217.30.133
  • নানা এটা কাঁপুনির আওয়াজ। ঃ)

    কি যে হয়েছে, চার ঘন্টা অন্তর কাঁপুনি দিয়ে জ্বর আসছে। ডাগদারও নেই এখন, যে কিছু ফান্ডা নি। ঃ(
  • a x | ০৩ এপ্রিল ২০০৯ ০৩:১০ | 143.111.22.23
  • উত্তুরে হাওয়া?
  • lcm | ০৩ এপ্রিল ২০০৯ ০৩:০৮ | 128.48.7.72
  • ঈশান গান গাইবে নাকি!
  • Ishan | ০৩ এপ্রিল ২০০৯ ০৩:০৬ | 12.217.30.133
  • হু হু হু হু।
  • Somnath | ০৩ এপ্রিল ২০০৯ ০২:২৯ | 117.194.193.232
  • আর্য,
    সরি, খানিকটা লিখেছিলাম, কিন্তু লোডশেডিং হল। তাছাড়া এক বন্ধু বরোদা চলে যাচ্ছে, সে সিনেমা ইত্যাদি নিতে এল তাই বাকি লেখা হল না। কাল রাতে বাকিটা।

    কালচারালি চ্যা....ইত্যাদি, কোনো ব্যক্তিবিশেষকে দেওয়া গালি নয়, জেনেরালি। উদা দিয়ে বলে দেবো।

    ঈশান,
    আপাতত করতেই পারি। তবে এখনো খুব বেশি কেউ কিছু করবে বলেনি। শিবুদা (মোস্টলি ইয়ার্কি মেরেছে) আর শমীক। হুতো নিজে কিছু বলেনি ইত্যাদি। rfe থ্রেডে কেউ কেউ বলেছিল, খুঁজতে হবে।
    আমার মনে হয় একটা অনলাইন ফর্ম বানালে, বা শেয়ারড ডেটাবেস, যাতে লোকে ইচ্ছে মতো স্কিলসেট ফিলাপ করতে পারবে - বেটার আইডিয়া। গুগুল ডক কি শেয়ারড এডিটেবল?

    কি কাজ করতে হবে লিখে - কে করতে পারবে জিজ্ঞেস করে মেলে কনট্যাক্ট করতে বলা ও ভালো আইডিয়া।

    দীপু, মাট্টি মায় কোথায় পেলি। dasgupta ডট somnath জিমেলে একটা টোকা মার।
  • Bhuto | ০৩ এপ্রিল ২০০৯ ০০:২৭ | 122.172.3.184
  • মাক্কালি বলছি, ইয়ার্কি নয়, রঞ্জনদার লেখা দেখার পর হঠাৎ মাথায় এলো প্রশ্ন, আর মৌমাছি কামড়ালে কি যেন বলেছিল ইন্দোদা, ... সয়াসস?

    পরক্ষণেই হেসে ফেললাম, মনে পড়ে গেল খাবার সোডার কথা। কেন মনে হল জানিনা, তবে অনিচ্ছাকৃত ভাবে উইদাউট খিল্লিচ্ছায় (খিল্লির + ইচ্ছায়) এটা মাথায় চলে এল।

    ইন্দোদা, নো রাগারাগি। ভালো টোটকা বলেছ, কাজের জিনিস। পোড়া মাথায় ওসব চলে আসে। যা মাথায় এসেছিলো খোলা মনে তা বলে দিয়েছি । আগ করো না। ঃ))
  • AB | ০৩ এপ্রিল ২০০৯ ০০:২৪ | 135.214.42.162
  • মাজনের অন্যান্য উপকারিতা নিয়ে আমার দু পয়সা ...

    ২০০৬ সালে বেঁড়ে পাকামো করতে গিয়ে প্রেসার কুকার বার্স্ট করে এবং আমার মুখে সেকেন্ড ডিগ্রি বার্ন হয়...

    ৯১১ কল করার আগে এক বন্ধুকে ফোন করি এবং তার বউ-এর পরামর্শে আচ্ছা করে মুখে টুথপেস্ট লাগাই...

    ইমারজেন্সিতে যাবার পরে ডাক্তার বেশ প্রশংসা করে এই কাজের জন্য
  • ranjan roy | ০৩ এপ্রিল ২০০৯ ০০:০২ | 122.168.60.141
  • ইন্দোডাক্তারকে ধন্যবাদ। কালকেই আমার ক্যাশিয়ার ছেলেটিকে ব্যাংকের বাথরুমে বোলতা কামড়েছে। তক্ষুণি ভিনিগার লাগাবার বন্দোবস্ত করলাম।
    আমি অনেকদিন পরে এসেছি। জীবনানন্দ নিয়ে তোমার অমন থ্রেড কি শেষ হয়ে গেছে ?
  • a x | ০২ এপ্রিল ২০০৯ ২৩:১৭ | 143.111.22.23
  • ইন্দোকে দুটো পান্তুয়া। বেঁচে থাকো বাবা।
  • a x | ০২ এপ্রিল ২০০৯ ২৩:১৬ | 143.111.22.23
  • সিরিয়াসলি!!? আমিও সত্যি ভাবতাম কেমন চেনা চেনা!!
  • Arpan | ০২ এপ্রিল ২০০৯ ২৩:১৩ | 122.252.231.12
  • আহ্‌হ্‌হ্‌। ধন্যবাদ ডাগদার। এইজন্য এত চেনা চেনা লাগত!

    পুরনো সুকুমার সমগ্র মানে কি সেই লাল রঙের মলাট দেওয়া? আমার কাছে ওটাই ছিল।
  • I | ০২ এপ্রিল ২০০৯ ২৩:০৮ | 59.93.206.206
  • সংসারে এসেছি যখন , একটা দাগ অন্ততঃ কেটে যাই। অক্ষদার পুরনো একটা পোশ্নের উত্তর দিয়ে যাই। মামুর টুকলি করা ঐ নাচুনে ছবিগুলো আসলে সুকুমার রায়ের আঁকা। পুরনো সুকুমার সমগ্র খুললেই জানতে পারবে।
  • I | ০২ এপ্রিল ২০০৯ ২৩:০৫ | 59.93.206.206
  • নাঃ ! নির্বিকল্প বলতে পারো।
  • arjo | ০২ এপ্রিল ২০০৯ ২২:৪৭ | 168.26.215.13
  • আচ্ছা এনপিআর কে কি বিকল্প মিডিয়া বলা যায়?
  • a x | ০২ এপ্রিল ২০০৯ ২২:৪১ | 143.111.22.23
  • ওওওও এলুগো অ্যালপেন?
  • Arpan | ০২ এপ্রিল ২০০৯ ২২:৩৩ | 122.252.231.12
  • ঠিক ঠিক, উরুশ্চারন দোষ।
  • Arpan | ০২ এপ্রিল ২০০৯ ২২:৩২ | 122.252.231.12
  • অক্ষর জন্যঃ

  • arjo | ০২ এপ্রিল ২০০৯ ২২:৩১ | 168.26.215.13
  • নজেন তো। হেবি খেতে। সবার সেরা নজেন হল ঝাল ঝাল কালো কালো।
  • I | ০২ এপ্রিল ২০০৯ ২২:২৮ | 59.93.217.36
  • অপ্পন কিস্যু জানেনা... অ্যালপেনলিবে... লেবি নয়।
  • arjo | ০২ এপ্রিল ২০০৯ ২২:২৭ | 168.26.215.13
  • সালসা সারিবাদি (নাজুখ)
  • a x | ০২ এপ্রিল ২০০৯ ২২:২৬ | 143.111.22.23
  • অ্যালপেনলেবি কি?

    আমি সেদিন থেকে বেশ কটা প্রশ্ন করলাম কেউ উত্তর দিলনা। ঐ দ'র ধরল্লাসি না কিসব রাট্টা গাঁট্টা কি? আর সেদিন দু'র ঐ বকনা বাছুরের গল্পটার ধাঁধা।

    পাঠভবনের সেকেন্ডারির সাথে ঝামেলার জন্য বাড়ি হয়নি কে বলল? মামলা চলছিল তো। ঐ জমি দান করা হয়েছিল, এবং যিনি দান করেছিলেন তার কিছু আত্মীয় স্বজন মামলা ঠোকে।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত