শুভাপ্রসন্ন কে নিয়ে একটা কথা শুনেছি, সত্যি মিথ্যে জানিনা, ওনার সল্লেকের বাড়ির তিনতলাটার permission ছিলোনা। municipality থেকে সেটা ভেঙ্গে দেওয়ার পরই উনি এপাড়াতে চলে এসেছেন। অপর্ণা সেন কে নিয়েও এরকম গল্প আছে।
saikat | ০১ এপ্রিল ২০০৯ ১৫:৫৮ | 202.54.74.119
গত বিধানসভা ভোটের পর মনে আছে, একটা প্রোগ্রামে , এক দিকে সুনন্দ সান্যাল, অন্যা দিকে সুভাষ চক্রবর্তী, অমিতাভ নন্দী আর সুজন চক্রবর্তী। সুনন্দ সান্যালের 'ছেড়ে দে মা' অবস্থা।
saikat | ০১ এপ্রিল ২০০৯ ১৫:৫৪ | 202.54.74.119
যত দিন যাবে, ডেসিবেল আরো চড়বে। টিভি আর খোলা যাবে না, যদি না entertained হতে চাই ।
Arijit | ০১ এপ্রিল ২০০৯ ১৫:৩৮ | 61.95.144.123
বল্লেই হল? আমি টম্যাণ্ডজেরি দেখা বন্ধ করে দিইছি।
r | ০১ এপ্রিল ২০০৯ ১৫:৩৮ | 125.18.104.1
হ্যাঁ। মাইরি কাক এঁকে আর প্রোফ হিজিবিজবিজের মত দাড়ি রেখে একটা লোক ফেমাস হয়ে গেল!
তারা নিউজ যদি অজ্জিত আর শ্যামলবাবুকে এক মঞ্চে তর্ক করার জন্য ছেড়ে দেয়, কোনো প্রি-অ্যারেঞ্জমেন্টের দরকার পড়বে? ;-)
dipu | ০১ এপ্রিল ২০০৯ ১৫:৩৪ | 207.179.11.216
ঃ))
saikat | ০১ এপ্রিল ২০০৯ ১৫:৩৩ | 202.54.74.119
বিভাস চক্রবর্তী, শাঁওলী মিত্র -- এদের কথাবার্তার চেয়ে, শুভাপ্রসন্নর কথা একটু গাঁটসুলভ মনে হয়।
মনে আছে, এক কালে যখন কবীর সুমন তারা বাংলায় "মুখোমুখি' অনুষ্ঠানটা করতেন , তখন শুভাপ্রসন্নর সাথে একবার লেগেছিল। এখন তো দুজনেই এক সাথে !!!!
Arijit | ০১ এপ্রিল ২০০৯ ১৫:৩২ | 61.95.144.123
ধুর রবীন দেব মারপিট করা লোক নন। মদন মিত্র ঘুষি পাকিয়ে দৌড়ে এলে কুলকাল পকেট থেকে একটা চিরকুট বের করে স্ট্যাটস আওড়াবে - যে অমুক সালের তমুক তারিখে মদন মিত্র ইস্কুলে এক পায়ে দাঁড়িয়েছিলো।
d | ০১ এপ্রিল ২০০৯ ১৫:৩২ | 203.143.184.11
হে হে
r | ০১ এপ্রিল ২০০৯ ১৫:৩২ | 125.18.104.1
প্রি-অ্যারেঞ্জড হওয়ার কি দরকার? মেড়ার লড়াই, বুলবুলির লড়াই কি প্রি-অ্যারেঞ্জড হয় নাকি?
dipu | ০১ এপ্রিল ২০০৯ ১৫:২৯ | 207.179.11.216
লাইভ মারপিট দেখতে চাই। মদন মিত্র ভার্সাস রবীন দেব। কেউ একটু অ্যারেঞ্জ করুক।
Arijit | ০১ এপ্রিল ২০০৯ ১৫:২৪ | 61.95.144.123
আমার কেন জানি না মনে হয় এগুলো সব প্রি-অ্যারেঞ্জড। মিডিয়ার একটাকেও আর বিশ্বাস হয় না।
d | ০১ এপ্রিল ২০০৯ ১৫:২৩ | 203.143.184.11
আরে এতো টোটাল টাইমপাস। ঃ))))))
r | ০১ এপ্রিল ২০০৯ ১৫:২২ | 125.18.104.1
ঃ-)
Arpan | ০১ এপ্রিল ২০০৯ ১৫:১৮ | 65.194.243.232
ঃ))))
Blank | ০১ এপ্রিল ২০০৯ ১৫:১৮ | 203.99.212.224
হে হে হে হে ঃ)
dipu | ০১ এপ্রিল ২০০৯ ১৫:১২ | 207.179.11.216
খ্যা খ্যা খ্যা
saikat | ০১ এপ্রিল ২০০৯ ১৫:০৯ | 202.54.74.119
(আমি যেখান থেকে দেখি .....)
পাশাপাশি এবং খুব কাছাকাছি দুজনে বসে। শুভাপ্রসন্নের ভারী চেহারা এবং নীল পাঞ্জাবী পরিহিত।আবুল বাশারের রোগা চেহারা এবং খয়েরী পাঞ্জাবী পরনে।
আবুল বাশার ঃ আপনি বলে দিলেন জ্যোতি বসু কিছু করেন নি !!! চাষীদের জন্য কিছু করেন নি ? এক টাকায় চাল খাওয়াবেন বলেছিলেন, খাওয়াননি? গ্রামে গিয়ে বলেন নি, ""মা আপনাদের বলেছিলাম এক টাকায় চালের কথা। সেটা আপনার পাবেন।"" আপনি বলবেন আমি জ্যোতি বসুর চ্যালা। সে বলুন, কিন্তু কোনোদিন আমি ওনার সামনে যাইনি। আপনি বলছেন জওহরলাল মহান আর জ্যোতি বসু কিচ্ছু না। বলে দিলেই হোলো? আমি জওহরলালকে অশ্রদ্ধা করছি না, কিন্তু জ্যোতি বসু , এতবড়ো জননেতা , কিছু না ???
(পুরোটাই, মনে রাখতে হবে, আবুল বাশার দু হাত নেড়ে বলে চলেছেন। এটা দেখার যোগ্য।)
শুভাপ্রসন্ন ঃ না , কিছু করেন নি। আপনি কিছু জানেন না। আপনি superficial।
(পুরোটাই রেগে উঠে, গম্ভীর এবং জোর গলায় থ্রো করা। এটা শোনার যোগ্য।)
আবুল বাশার ঃ আমি superficial ? আমি গ্রামে থাকিনি ? গ্রাম দেখিনি ? আপনি গ্রাম দেখেছেন? আপনি সারা জীবন কলকাতায় বিলাসের জীবন কাটিয়ে, মমতার পোঁ ধরে এখন গ্রামে যাচ্ছেন।
শেষ কথাটি বলার সাথে সাথে শুভাপ্রসন্ন চেয়ার ছেড়ে উঠতে থাকেন। কান , গলা থেকে বিবিধ জিনিশ খুলতে থাকেন এবং বলতে থাকেন "" না, না , আর আমি এখানে নেই। এ অপমানের পর ..." ইত্যাদি।
আবুল বাশার বলতে থাকেন ""অপমান আমি করলাম? আপনি আমাকে superficial বলেননি? যা খুশী বলে যাবেন, আর চুপ করে থাকব?""
ক্যামেরা ফোকাস করে দর্শকের কাছে ক্ষমাপ্রার্থনা রত সঞ্চালিকাকে। স্ক্রীনের বাম পাশে দেখা যায় আবুল বাশারও ঊঠে পরেছেন, পাঞ্জাবী ঝেড়ে নিচ্ছেন, আর "যা খুশী বলে যাবে" বলে চলেছেন।
Arpan | ০১ এপ্রিল ২০০৯ ১৪:৪৬ | 65.194.243.232
সরকার মতামত নেয় তো। পাঁচ বছর পরপর। ঃ)
dipu | ০১ এপ্রিল ২০০৯ ১৪:৪০ | 207.179.11.216
শুভাপ্রসন্নর দাড়ি থেকে খুব গন্ধ ছাড়ছিল, তাই বাশার বাবু ওনাকে একটু সরে বসতে অনুরোধ করেছিলেন।
saikat | ০১ এপ্রিল ২০০৯ ১৪:৪০ | 202.54.74.119
আমি শেষ ৩/৪ মিনিট দেখি। সেটা একটা ডায়লগ আকারে দেয়ার চেষ্টা করছি।
Arijit | ০১ এপ্রিল ২০০৯ ১৪:৩৮ | 61.95.144.123
কি নিয়ে ঝগড়া?
Blank | ০১ এপ্রিল ২০০৯ ১৪:৩৮ | 203.99.212.224
ঘটনাটি শুনিতে বা দেখিতে ইচ্ছা প্রকাশ করিলাম
saikat | ০১ এপ্রিল ২০০৯ ১৪:৩৭ | 202.54.74.119
** উন্নতিকল্পে।
saikat | ০১ এপ্রিল ২০০৯ ১৪:৩৭ | 202.54.74.119
এ বিতর্ক নয়, বিশুদ্ধ মজা। দৃশ্য এবং শ্রাব্য সুখকর ঘটনা একটি। আর সার্ভে এবং ঐ ঝগড়া দুইই তো দেশের, দশের ও পত্রিকার উনাতিকল্পে।
গত পরশু, সোমবার, রাত সাড়ে নটায় তারা নিউজে শুভাপ্রসন্ন এবং আবুল বাশারের ঝগড়া এবং তার ফলে শুভাপ্রসন্নর স্টুডিও ত্যাগ দেখার সৌভাগ্য কারোর হয়েছে?
saikat | ০১ এপ্রিল ২০০৯ ১৪:১৪ | 202.54.74.119
ঠিক আছে।
Arijit | ০১ এপ্রিল ২০০৯ ১৪:০৬ | 61.95.144.123
মোটে আটটা ম্যাচ বাকি, তাও কঠিন কঠিন। এই মার্কেটে ক্রিটিক্যাল হওয়ার সুযোগ নাই। এটা জর্ডি ট্র্যাডিশন মেনে আগে হার্ট পরে মাথা গোছের - এবং লোকের ক্যাল থেকে বাঁচার জন্যে মাইক অ্যাশলির পপুলিস্ট স্টান্সও হতে পারে। নইলে কোচিং ক্রেডেনশিয়াল দেখলে শিয়ারারের কিচ্ছু নাই এখনো। কিন্তু - একটা বড় কিন্তু - ড্রেসিং রুমে শিয়ারারের উপস্থিতি বড় ছাপ ফেলতে পারে, যেটা মাঠে হত। ও খেলা ছেড়ে দেবার পর যে ফাঁকা জায়গাটা তৈরী হয়েছিলো সেটা কেউ ভর্তি করতে পারেনি।
যেটা দেখার সেটা হল বোর্ডরুমে কি বদল হয় - কারণ বিগ অ্যাল রিপোর্ট করবে লিটল ডেন (ডেনিস ওয়াইজ) - এটা জাস্ট অসম্ভব। নিউক্লিয়ার বম্ব পুরো। আর ওই শর্তে শিয়ারার রাজি হয়েছে এই কথা ঘোড়ায়ও মানবে না।
stoic | ০১ এপ্রিল ২০০৯ ১৩:৫৫ | 160.103.2.224
অজ্জিত, শুধু লিংক দিলেই হবে, কিছু কমেন্টস দাও। আমি ভাবছি শিয়ারারের ম্যানেজার হওয়া নিয়ে তুমি একখান জবরদস্ত ক্রিটিকাল রিপোর্ট নামাবে, তা না শুধু লিংক ! ঃ-)
r | ০১ এপ্রিল ২০০৯ ১৩:৩৫ | 125.18.104.1
যারা বের করছে তাদের কনট্যাক্ট ডিটেইল্স জানিয়ে দেব।
d | ০১ এপ্রিল ২০০৯ ১৩:৩৩ | 203.143.184.11
!!!!!!!!!! আমাদেরই তো জানুয়ারীতে বেরোবার কথা ছিল। হয়ে ওঠেনি আর কি।
dipu | ০১ এপ্রিল ২০০৯ ১৩:৩০ | 207.179.11.216
হ্যা হ্যা হ্যা
r | ০১ এপ্রিল ২০০৯ ১৩:২৯ | 125.18.104.1
পরে জানাচ্ছি।
rabaahuta | ০১ এপ্রিল ২০০৯ ১৩:২৮ | 121.241.111.12
ওরে বাবা, বাকি সব ব্ল্যাঙ্ক জানে
saikat | ০১ এপ্রিল ২০০৯ ১৩:২৭ | 202.54.74.119
অনিয়মিত নয় ? পাতিরামে পাব ?
a x | ০১ এপ্রিল ২০০৯ ১৩:২৬ | 99.152.72.73
কিন্তু বামুনমশাই হাততালি দেন কেন? নাকি অদৃশ্য পৈতে পাকাচ্ছেন?
rabaahuta | ০১ এপ্রিল ২০০৯ ১৩:২৪ | 121.241.111.12
আর ঘুমন্ত? তাকে নিয়ে কবি বলেছেন '...তার খবর কে রাখে?' তো, আমিও রাখি না।
san | ০১ এপ্রিল ২০০৯ ১৩:২৪ | 12.144.134.2
মানে সেটাও কি ঈশান অ্যান্ড কোং ই বার করছে????
rabaahuta | ০১ এপ্রিল ২০০৯ ১৩:২৩ | 121.241.111.12
আহা যুদ্ধ করতে হবে না? বিনা যুদ্ধে সূচ্যাগ্র মেদিনী ই দিতে নেই, এতো মূল্যবান মতামত। ঐ তিনজনের পকেটে আছে আর কি।
a x | ০১ এপ্রিল ২০০৯ ১৩:২১ | 99.152.72.73
আরে এতক্ষণে বুঝলাম গৈরিকবরণীর হাতে ত্রিশূল!
r | ০১ এপ্রিল ২০০৯ ১৩:২১ | 125.18.104.1
বাই দ্য ওয়ে, নেক্সট তিন চার মাসের মধ্যে "গুরুচন্ডালী" নাম নিয়ে একটি ত্রৈমাসিক পত্রিকাও বেরোচ্ছে (নেটে নয়)।
sayan | ০১ এপ্রিল ২০০৯ ১৩:২১ | 160.83.96.82
"আদর্শেগত'টাই তো ঠিক শোনাচ্ছিল ;))
san | ০১ এপ্রিল ২০০৯ ১৩:১৯ | 12.144.134.2
**আদর্শগত
san | ০১ এপ্রিল ২০০৯ ১৩:১৮ | 12.144.134.2
ও আচ্ছা আমি এতই বোকা যে গতকাল এও বুঝতে পারিনি যে হনুদার সার্ভে নিয়ে আপত্তিটা আদর্শেগত ঃ-)))
মাইরি।
dipu | ০১ এপ্রিল ২০০৯ ১৩:১২ | 207.179.11.216
ঐ কালো কোট পরা ভদ্রলোক বা ওনার পরবর্তী তিনজনের হাতে তো কিছু দেখছি না।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন