এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • baps | ২১ মার্চ ২০০৯ ১৫:৫২ | 203.199.41.181
  • লেকিন বড়রা কুঠে গেলা?
  • baps | ২১ মার্চ ২০০৯ ১৫:৪৪ | 203.199.41.181
  • কেক বিস্কুট নিয়ে বিশেষ মাথা ব্যাথা আমার নেই। আলু টমেটো ইত্যাদি বেক আর তেল ছারা চিকেন রান্না কর্তে পারলে ই খুশি হই।
  • san | ২১ মার্চ ২০০৯ ১৫:৩৭ | 123.201.53.131
  • তা বোধহয় পারিবেন। তবে বিশদে বড়রা এসে পরে বলে দেবেন ঃ-)
  • baps | ২১ মার্চ ২০০৯ ১৫:২৫ | 203.199.41.181
  • তার মানে কি আলু বেক করতে পারুম না কনভেঃ না থাকিলে?
  • baps | ২১ মার্চ ২০০৯ ১৫:১৫ | 203.199.41.181
  • ভাল ভাল এই ৩-৫ হাজার এর বাজেট টা বেশ পকেট সই। থ্যাঙ্কু থ্যাঙ্কু। আর একখান জিগ্গাস্য আছে। মাইক্রো কি বিদ্যুৎ খুব বেশি নেয়?
  • san | ২১ মার্চ ২০০৯ ১৫:১১ | 123.201.53.131
  • তন্দুরি টন্দুরির অপভ্রংশ বানাতে হলে গ্রিল লাগে। বেক করতে হলে কনভেকশন লাগে।
  • Arpan | ২১ মার্চ ২০০৯ ১৫:০৯ | 122.252.231.12
  • কাবাব/তন্দুরি ইত্যাদি বানাতে লাগে।
  • d | ২১ মার্চ ২০০৯ ১৫:০৮ | 117.195.38.198
  • "গ্রীল কি কামে লাগে' মানে?? গ্রীল করতে লাগে।
  • d | ২১ মার্চ ২০০৯ ১৫:০৭ | 117.195.38.198
  • গুড! কৌশিককে "গুড বয়' বলে দিলাম।

    বপ্স, আমি বছর কয় আগে বাজাজের একটা মাইক্রো কিনেছিলাম। কনভেকশান নাই। গ্রীল আছে। ভেটকি আর চিকেন গ্রীল করে থাকি। দিব্বি ভাল হয়। দাম ছিল ৩৯০০/-।
  • baps | ২১ মার্চ ২০০৯ ১৫:০৬ | 203.199.41.181
  • অর্থাৎ কেক বিস্কুট বানাতে না চাইলে কনভেঃ চাই না। ভাল। আর গ্রিল কি কামে লাগে?
  • baps | ২১ মার্চ ২০০৯ ১৪:৫৬ | 203.199.41.181
  • রিভিউ কর্তে গিয়ে ই তো কনফিউজ্‌ড। গ্রিল কি কামে লাগে, কনভেকসান কি কাম এ লাগে জানি নাকি ছাই। এক্টু ফাণ্ডা দিলে ভাল হয়। তার সঙ্গে আপনার মডেল নং।
  • san | ২১ মার্চ ২০০৯ ১৪:৫৬ | 123.201.53.131
  • আমাদেরটাও এলজি, গ্রিল আছে কনভেকশন নেই ।অ্যারাউন্ড পাঁচহাজার দাম ছিল। বেশ ভাল। আর এলজির সার্ভিস খুব ভাল।

    যদি কেক টেক বানানোর উৎসাহ থাকে তো কনভেকশন কাজে লাগে।
  • Arpan | ২১ মার্চ ২০০৯ ১৪:৫০ | 122.252.231.12
  • এলজির মডেলটা বেশ ভাল। কনভেকশনঅলা নিইনি। গ্রিল করা যায়। ১৫ই অগাস্ট নাগাদ কিনেছিলাম তাই ইজোনে ২৫% ফ্ল্যাট ছাড় পেয়েছিলাম।
  • a | ২১ মার্চ ২০০৯ ১৪:৪৭ | 203.201.231.35
  • কনভেকশন যদি কিনতে চান তাহলে ভালো ই হবে। তবে নতুন user দের জন্য আমি আমার মডেলটাই সাজেস্ট করব, স্যামসুঙ্গ ২০ লিঃ, ৪৭০০ এর বেশী হবে না দাম, গ্রীল সহ। আরেকটাও ছিল, একটু বড়, ২৩ লিঃ বোধহয়, সুন্দর দেখতেও। সেটা এই ৫০০০ মত হবে যদি পান তো।

    রিলায়েন্সে না দেখে কোম্পানির নিজের শোরুমে গিয়ে দেখলে ভালো আইডিয়া হবে। এল জি বা স্যাম্‌সুঙ্গ নিন। একটু রিভিউ দেখে নিন কেনার আগে
  • Bhuto | ২১ মার্চ ২০০৯ ১৪:৩৯ | 122.172.6.25
  • আরে খোকাবির্ভাব, শুভেচ্ছা শুভেচ্ছা রতুদা-রিনিদি কে।
  • baps | ২১ মার্চ ২০০৯ ১৪:৩৮ | 203.199.41.181
  • ইলেক্ট্রোলাক্স এর একখান মডেল ২৫ লিঃ ৬৫০০ টাকা এ দেখ্‌লাম রিলায়েন্স ডিজিটাল এ। বল্ল কনভেকসান ও আছে। কেমন হবে?
  • a | ২১ মার্চ ২০০৯ ১৪:৩৩ | 203.201.231.35
  • রিকোয়ারমেন্ট দিন ঠিক করে ঃ) কতজনের জন্য? বাজেট কত? গ্রীল চাই?
  • baps | ২১ মার্চ ২০০৯ ১৪:২৯ | 203.199.41.181
  • বৌ খুব ধরেছে একখান মাইক্রো কিনতে চাই। কেউ ফাণ্ডা দেবেন। সস্তা, মজবুত এবং টিকাও হওয়া চাই।
  • baps | ২১ মার্চ ২০০৯ ১৪:২৫ | 203.199.41.181
  • বেগুন ভাজা আবার মিথ্যেকারের হয় বুঝি!!
  • san | ২১ মার্চ ২০০৯ ১৪:১৫ | 123.201.53.131
  • কি করব, আমি বেগুনভাজা বেজায় ভালবাসি। মানে সত্যিকারের বেগুনভাজা ঃ-))) রোজ পেলে রোজই খাই।
  • Arpan | ২১ মার্চ ২০০৯ ১৪:১১ | 122.252.231.12
  • আমরা এখন মাইক্রোতে গোয়ান ফিশ কারি বানাচ্ছি। খেয়ে উঠে ফিডব্যাক দেব। ঃ)
  • Koushik | ২১ মার্চ ২০০৯ ১৪:০৭ | 220.224.51.160
  • কোয়ার্ক,
    রিলায়েন্সের ডেটা কার্ডের কভারেজ বেশ ভালো। রিলায়েন্সের মোবাইল যেখানে যেখানে চলে তার সব জায়গাতেই ডেটা কার্ড কাজ করে। বিএসনএল বাদ দিলে পাহাড়ে এদের পেনিট্রেশানই সবথেকে বেশি। আমি হিমাচল প্রদেশের আনাচে কানাচে অনেক জায়গায় নিয়ে গিয়ে দেখেছি, এক পুহ (Pooh) ছাড়া সব জায়গাতেই কভারেজ ছিল।
    অন্যগুলো সম্বন্ধে জানি না তাই কমপেয়ার করতে পারব না, তবে এটার কানেকশন বহুত স্লো। জিমেল বা অর্কুট মোটামুটি ঠিকঠাক খোলে, তবে জিমেল-এ ৪০০-৫০০ কেবির বেশি ফোটো বা অন্য অ্যাটাচমেন্ট লাগাতে/নামাতে চাইলে ব্যাথা আছে। জিটক, ইয়াহু মেসেঞ্জার মাঝে মাঝেই অফলাইন হয়ে যায়। লাক ভালো থাকলে কোথাও কোথাও ইস্নিপ্স থেকে গান ডাউনলোডানো যায় বটে (৫ এমবি গান প্রায় ২০ মিনিটে), কিন্তু স্ট্রিমিং ভিডিও, ফ্ল্যাশ প্লেয়ার বা মাল্টিমিডিয়া গ্রিটিং কার্ড মোটেই খোলে না।
    আপনার কোনদিকে যাওয়ার প্ল্যান?
  • d | ২১ মার্চ ২০০৯ ১৪:০১ | 117.195.38.198
  • এঃ খাবারদাবারের নাম দেখলেই স্যান কিরকম ব্যাকুল হয়ে ওঠে!
    এই যে এখান থেকে এলো http://tinyurl.com/cztsey
  • san | ২১ মার্চ ২০০৯ ১২:৪৩ | 123.201.53.141
  • রুহান তো খুব সুন্দর নাম। নেট এ দেখলাম রুহান মানে স্পিরিচুয়াল। অনেক অভিনন্দন।কিন্তু এর মধ্যে বেগুনভাজা এল কোত্থেকে??????
  • sibu | ২১ মার্চ ২০০৯ ১২:৪২ | 71.106.244.161
  • রুহান বোধহয় আরবী রুহ্‌ (আত্মা) থেকে। আত্মিক/আধ্যাত্মিক এই রকম কিছু মানে হবে কি?
  • Binary | ২১ মার্চ ২০০৯ ১২:৩৩ | 70.64.8.206
  • নেবেনা তো জানি, আড্ডাটা আর আছেই বা কই ? কিন্তু যেতে ইচ্ছা করছে ।
  • d | ২১ মার্চ ২০০৯ ১২:৩১ | 117.195.38.198
  • কিন্তু এখন কলকাতায় গেলেই কি আর তোমায় আড্ডায় খেলতে নেবে? ঘুমিয়ে পড়ো বরং।
  • d | ২১ মার্চ ২০০৯ ১২:৩০ | 117.195.38.198
  • রাহান না রুহান? বুনাম্ভুল?
  • Binary | ২১ মার্চ ২০০৯ ১২:২৯ | 70.64.8.206
  • অনেক রাত জেগে আছি। একটু হাই আছি। কোলকাতায় যেতে ইচ্ছা করছে। কেন কে যানে ?
  • I | ২১ মার্চ ২০০৯ ১২:১৮ | 59.93.255.210
  • না;, ইন্দোদা আসছে না। তাকে কেউ নেমন্ত করে নি। ঃ(
    ( as if করলেই আসতে পারতো !!)
  • I | ২১ মার্চ ২০০৯ ১২:১৬ | 59.93.255.210
  • রুহান নামটা সুন্দর। আমার বেশ পছন্দ হয়েছে। মানে?
  • Tim | ২১ মার্চ ২০০৯ ১১:২৩ | 71.62.2.93
  • রতনদাদের অনেক অভিনন্দন। রুহানকে অনেক আদর জানালুম । ঃ)
  • d | ২১ মার্চ ২০০৯ ১০:৫২ | 117.195.44.239
  • র‌্যাটাস ও রিনিকে "কুচো-বেগুনভাজা'র অভিনন্দন। নবজাতককে শুভেচ্ছা।
  • Arpan | ২১ মার্চ ২০০৯ ১০:৩৩ | 122.252.231.12
  • রতন আর রিনি, অনেক অনেক অভিনন্দন। দারুণ দারুণ খবর।
  • rokeyaa | ২১ মার্চ ২০০৯ ১০:২৯ | 203.110.243.21
  • ন্যাড়াদাকে,
    বিজনদা এর আগে হেডু ছিলেন, এখন শংকর চক্রবর্ত্তী। সেও প্রায় শেষ হতে চল্লো। এর পর বোধহয় এস ডি।
  • Somnath | ২১ মার্চ ২০০৯ ০৯:৪৮ | 117.194.194.187
  • যদিও মনে হচ্ছে দুপুরের ব্যপারটা বেশ পার্সোনাল মিটিং গোছের কিছু, ঠিক ভাটিয়ালদের জমায়েত মতো নয়। গিয়ে দেখে বুঝি।
  • Somnath | ২১ মার্চ ২০০৯ ০৯:৩৯ | 117.194.193.105
  • আজকে একটায় চায়না টাউন।

    ইন্দোদা আসছে?

    কলকাতার সৈকত কি আসছে? মানে কনট্যাক্ট ডিটেলস জাতীয় অপ্রাপ্য প্রয়োজনীয় বস্তুসামগ্রীর অভাবে ব্যক্তিগত নিমন্ত্রণাদির অপ্রতুলত্বে যদিও না আসতে পারে, তবে আসতেই পারে এই আর কি। সবিশেষ লজ্জাপ্রাপ্তির অজুহাতে কোনো একটা সময়ে স্রেফ আড্ডাজনিত উৎসাহেও যদি আসে।

    (এইটা কি বেশ বোদাগুদা সুরভিত লেখা হল?)

    অফিসের নেটপ্রতিকুলতায় একটু অনিয়মিত রয়েছি।

    আমি আজ বিকেলেই ফিরাকটা দেখে নেবো, নন্দনে। ৪ টে ১৫ য় শো। সাড়ে ৬ টায় ও একটা অছে। টিকিটের ও একটা পাওয়া না পাওয়ার গল্প থাকবে, যেমন থাকে। তো, সেখানেও কেউ চাইলে আড্ডাতে পারে, মানে এখন কলকাতায় যারা আছে আর গুরু পড়ে টড়ে ইত্যাদি।
  • h | ২১ মার্চ ২০০৯ ০৮:০৬ | 61.95.144.10
  • আইগেট পিছিয়ে এসছে।
  • h | ২১ মার্চ ২০০৯ ০৭:৫১ | 61.95.144.10
  • এবং অনামিক-অর্পণ জিমেল সংযোগ? এটা অবশ্য একটু মার্জিনাল কেস ঃ-)
  • h | ২১ মার্চ ২০০৯ ০৭:৩৬ | 61.95.144.10
  • অক্ষ-রঞ্জনদা র মেল সংযোগের সম্পর্কে অক্ষর পোস্ট টা পড়ে মনে হচ্ছে এটাতে কি এটিকেটের প্রবলেম আছে, নাকি নেই? ভোটাভুটি হোক ;-) ধ্বনি ভোট ই উৎকৃষ্ট পদ্ধতি।
  • h | ২১ মার্চ ২০০৯ ০৭:২৯ | 61.95.144.10
  • আরে অভিনন্দন।ছানা সহ ভালো থাকো।
  • h | ২১ মার্চ ২০০৯ ০৭:২৮ | 61.95.144.10
  • এটা ইজরায়েল নিয়ে যারা আগ্রহী তাদের জন্য। এই লেখকের অন্য লেখা পারলে পড়বেন। কোয়াইট ফ্যান্টাস্টিক। আমি এল আর বি তে পড়েছি।

    http://www.alternativenews.org/content/view/1644/104/
  • RATssss | ২১ মার্চ ২০০৯ ০৬:০৬ | 216.103.147.4
  • অক্কুটে ছবি আপলোডানোর চেষ্টা করছি বটে, কিন্তু হাসপাতালের ইন্টারনেটে হবে বলে মনে হচ্ছে না।
  • RATssss | ২১ মার্চ ২০০৯ ০৫:৪৮ | 216.103.147.4
  • রুহান - আজ সকাল আটটায় এসেছেন।
    সবার জন্য গুপো সন্দেশ রইল। মিষ্টিমুখ করে নিও। ভাল করে মিষ্টি খেতে বাড়ি এসো শনিবার সবাই।
  • Binary | ২১ মার্চ ২০০৯ ০৫:২২ | 70.64.8.206
  • ইন্দুর মিষ্টিমুখ করাও। আর অনেক অভিনন্দন।
  • sibu | ২১ মার্চ ২০০৯ ০৫:১০ | 207.47.98.129
  • ইন্দুরাসের ছেলে হয়েছে।
  • Binary | ২১ মার্চ ২০০৯ ০৩:৪১ | 198.169.6.69
  • ওরাক্যাল-এ ডাটা আপলোড হয় এস্কুএললোডার দিয়ে, মানে র-ডাটা। এখানে এরকম ইনসার্ট-আপডেট ওপসান নেই। ফোর্স্ফুলি ডিজেবলকন্সট্রেন্ট করে করা যায়, কিন্তু সেক্ষেত্রে ডাটায় কোনো ডুপ্লিকেশন নেই এন্সিওর করতে হবে, নইলে পরে কন্সট্রেইন্ট এনাবেল করা যায় না।

    তবে বাল্ক ডাটা লোড করার অনেক অপশন আছে, যার মধ্যে ডিজেবলকন্সট্রেন্ট একটা। কমিট সাইজ বাড়ানো, সাইলেন্ট মোড, রিসিউম ইত্যাদি ইত্যাদি ব্যবহার করে গতি আনা যায়
  • lcm | ২১ মার্চ ২০০৯ ০২:৫২ | 128.48.7.222
  • আচ্ছা ওর‌্যাকেল-এ ইনসার্ট-আপডেট আছে? অর্থাৎ, যখন লোডার দিয়ে বাল্ক ডেটা ধরো লোড হচ্ছে, তখন যদি কোনো রেকর্ড অলরেডি থাকে (প্রাইমারি কি ডুপ্লিকেট) তাহলে আর ইনসার্ট না করে অটোমেটিক্যালি প্রাইমারি কি ধরে আপডেট করে দেবে। এরকম কোনো ফিচার আছে কি? জেনারেলি ইনসার্টে ডুপ্লিকেট পেলে রেকর্ড রিজেক্ট করে দেয় লোডার। লোড বা ইম্পোর্ট কোনো কমান্ড দিয়ে এরকমভাবে ডেটা তোলা যায়? db2-তে এরকম একটা ফিচার আছে বোধহয়।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত