এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • san | ১৯ মার্চ ২০০৯ ১২:২৩ | 12.144.134.2
  • সল্লেক যদি বারাসাতে হতে পারে,তো বারাসতে বাড়ি হয়ে উত্তরবঙ্গে দাঁড়ানো যাবেনা ক্যানো?
  • Bhuto | ১৯ মার্চ ২০০৯ ১২:২২ | 203.91.207.30
  • অ্যাই বড়রা বলে দেয় নি, যে কানা কে কানা খোঁড়া কে খোঁড়া বলতে নেই। আমি অবশ্য মনে করব না, তবে পাবলিক ভয় পেয়ে যেতে পারে। হাজার হোক মানুষরূপে আছি হঠাৎ করে বললে ঘাবড়ে যেতে পারে। তোরা কয়েকজন ক্লোস ফ্রেন্ড জানিস এই সত্যটা। এসব পাব্লিক প্লেসে বললে গন্ডগোল হয়ে যেতে পারে।

    ল্যাদোশদা, আরে তাইজন্যেই তো বললাম।
  • lcm | ১৯ মার্চ ২০০৯ ১২:২১ | 69.236.175.23
  • না আসলে, আমি ধরতে পারি নি, যে কাকলি নামের কেউ ভোটে দাঁড়াচ্ছেন। কিন্তু, ইনি কি উঠতি নেত্রী। আগে তো নাম শুনেছি বলে মনে হচ্ছে না।
  • dipu | ১৯ মার্চ ২০০৯ ১২:২০ | 207.179.11.216
  • কি নষ্টচিন্তা !!! ঃ))
  • Arijit | ১৯ মার্চ ২০০৯ ১২:২০ | 61.95.144.123
  • "প্রতিদিন' অনুযায়ী কাকলির জন্ম এবং বড় হওয়া নাকি বারাসতে।
  • lcm | ১৯ মার্চ ২০০৯ ১২:১৯ | 69.236.175.23
  • দাঁড়িয়ে পড়েন!! ও, ভোটে দাঁড়ানোর কথা হচ্ছে বুঝি। খুব ঘাবড়ে গেছিলাম। দিপু এনার বাড়ি কোথায় জিগ্গেস করছে কিনা ঃ)
  • Arpan | ১৯ মার্চ ২০০৯ ১২:১৮ | 216.52.215.232
  • এই বিষয়ে ওরাংওটাংকেও জিগ্যেস করা উচিৎ গালাগালিটা সে কেমন এনজয় করল। নাও করতে পারে।
  • Bhuto | ১৯ মার্চ ২০০৯ ১২:১৮ | 203.91.207.30
  • পলিটিক্স নিয়ে আমি খালি সবাইকে খচিয়ে বেড়াই। এই গত বছর আমার এক বন্ধু (তার হোল ফ্যামিলি তৃণমূল করে) আমাকে বেশ জ্ঞান দিচ্ছিল। তাকে আমি উল্টো বুঝিয়ে দিলাম। বললাম শোন পলিটিক্স খুব প্যাঁচালো জিনিস। সাধারণ লোকের মধ্যে থেকে কিছু বিরোধী পক্ষের লোক গোলাগুলি ছুঁড়েছিল হয়তো,তাতে পুলিশ গুলি ছুঁড়তে বাধ্য হয়েছে, বা বাধ্য করা হয়েছে। আবার লাল পতাকা হাতে হয়তো কিছু বিরোধী পক্ষের ভাড়া করা গুন্ডা স্লোগান দিতে দিতে বোমা মেরেছে, বা গুলি টুলি বন্দুক ফেলে দুটো লাল পতাকা গুঁজে রেখে পালিয়েছে। অর্থাৎ সবই সাজানো হতে পারে। তো সে কেমন একটা হয়ে গেল । পরে শুনেছিলাম সে বাড়িতে উত্তম মধ্যম ঝার খেয়েছে এই সব সন্দেহের কথা বলে। লাভের কথা এই যে আমার নাম টি নেয় নি। কল্যাণ হোক তার। নইলে সেখানে গিয়ে ভূরিভোজ উঠে যেত আমার।
  • dipu | ১৯ মার্চ ২০০৯ ১২:১৮ | 207.179.11.216
  • আমি জানতে চাই এই কাকলির বাড়িটা ঠিক কোথায়? আজ হাওড়া, কাল উত্তরবঙ্গ, পরশু বারাসাতে দাঁড়িয়ে পড়েন।
  • lcm | ১৯ মার্চ ২০০৯ ১২:১৭ | 69.236.175.23
  • এই দ্যাখো! h-এর একটু অভিমানী সুর মনে হচ্ছে। আরে ধুর, তোমার স্টাইল-ই তো ওটা। আর কনটেস্ট করবে না কেন, অবশ্যই করবে। এতো নেট ফোরাম। এখানে ফ্রিলি না লিখলে কোথায় লিখবে। যা মনে আসে দুমদাম লিখে যাবার জন্যেই তো নেটে ভাটে লেখা।
  • Arpan | ১৯ মার্চ ২০০৯ ১২:১৫ | 216.52.215.232
  • কাকলি দেখা যাক অরিজিতের রেকর্ড ভাঙ্গেন কিনা। এখন টাই চলছে! ;-)
  • Arijit | ১৯ মার্চ ২০০৯ ১২:১৪ | 61.95.144.123
  • বিই-তে চারবার, যদুপুরে মাস্টার্সের সময় একবার।
  • lcm | ১৯ মার্চ ২০০৯ ১২:১৩ | 69.236.175.23
  • ওহো... এইবার বুঝলাম... lcm=Local Committee Member... তাই তো? কি করা যায়?
  • h | ১৯ মার্চ ২০০৯ ১২:১২ | 203.99.212.224
  • কতগুলো বাজে প্রচলিত ধারণাকে কনটেস্ট করলেই, জটিল বা বোধের অগম্য বলে আইসোলেটেড হতে হয়। এতে আমার জেনেরালি আপত্তি নেই। কারণ কিসু যায় আসে না।
  • san | ১৯ মার্চ ২০০৯ ১২:১২ | 12.144.134.2
  • সেই তো। আমি একটা পাবলিক প্লেসে মিষ্টি করে যদি বলি ভুতোকে দেখলেই আমার কেমন ওরাংওটাং এর কথা মনে পড়ে, তো সেটা কি গালাগালি হলনা?

    ;-)
  • rokeyaa | ১৯ মার্চ ২০০৯ ১২:১১ | 203.110.243.21
  • অরিজিতদা কে একখানি কোচ্চেনঃ
    পাঁচবার ভোটে দাঁড়ানোটা বোঝা গ্যালো না, মানে ইঞ্জিঃ ছাত্র জীবন তো চার বছর?
  • Bhuto | ১৯ মার্চ ২০০৯ ১২:১০ | 203.91.207.30
  • খামোকা ধমকাচ্ছিস কেন বে? আমি তো 'মনে হয়' বলছিলাম। ইয়ে জন্ম থেকে তো লাল একটা ঘর আর ওমুকবাবু LCM তমুকবাবু LCS শুনে আসছি। তাই মনে পড়ে যায়।
  • lcm | ১৯ মার্চ ২০০৯ ১২:১০ | 69.236.175.23
  • ধুর! ভুতো-টা না... পার্টি পলিটিক্স-এ অনেক খাটুনি...
  • san | ১৯ মার্চ ২০০৯ ১২:০৯ | 12.144.134.2
  • ল্যাদোশদাকে খামোখা গালি দিচ্ছিস ক্যান রে ভুতো?
  • Bhuto | ১৯ মার্চ ২০০৯ ১২:০৭ | 203.91.207.30
  • পশ্চিমবঙ্গের মানুষ আমি, তাই আদি টাই মনে পড়ে ছিপিয়েমের লোকাল কমিটি মেম্বার। আহা তুমি চাঁদা দেবে ক্যান, নেবে।
  • Arpan | ১৯ মার্চ ২০০৯ ১২:০৭ | 65.194.243.232
  • বলছি, অঙ্ক না জানলেও চলে, কিন্তু ...
  • quark | ১৯ মার্চ ২০০৯ ১২:০৫ | 202.141.148.99
  • সমাজবাদী পার্টির উপরে ক্ষুব্ধ সমাজবিজ্ঞানী, সমাজবাদী, সমাজতাঙ্কিÄক, সমাজদার্শনিক ইত্যাদি ইত্যাদি ইত্যাদি .....
  • Bhuto | ১৯ মার্চ ২০০৯ ১২:০৫ | 203.91.207.30
  • অপ্পনদার বাক্যটা ঠিক ইয়ে মানে বুইতে পারতেছি না ঃ-( । কি বল্লে ?
  • h | ১৯ মার্চ ২০০৯ ১২:০৫ | 203.99.212.224
  • সেটা ডিপেন্ড করছে, কে কি ভাবে এটিকেট কে ডিফাইন করার দায়িঙ্কÄ কাঁধে নিচ্ছে তার উপরে।
  • lcm | ১৯ মার্চ ২০০৯ ১২:০৪ | 69.236.175.23
  • ভুতো,
    কোন কমিটি মেম্বার? চাঁদা দিতে হলে আমি নেই।
  • Arijit | ১৯ মার্চ ২০০৯ ১২:০৪ | 61.95.144.123
  • না বোধিকে বেশি চটাবো না - তাইলে আমি তো ফাঁকি পড়বোই, রশমির সামনের মিষ্টিওয়ালা বেচারাও ফাঁকি পড়বে;-)
  • dipu | ১৯ মার্চ ২০০৯ ১২:০৩ | 207.179.11.216
  • আমাগো এ লুরুতে তো ভোটের আঁচ কিছু পাই না...না দেওয়াল লেখা....না বলুন সাংসদ।
  • lcm | ১৯ মার্চ ২০০৯ ১২:০৩ | 69.236.175.23
  • h এর কথা বুঝতে পারলে তবে না। ইয়া ইয়া বাক্য। তাতে ঠাসা ভারী ভারী শব্দ। সমাজবিজ্ঞান, সমাজবাদ, সমাজতঙ্কÄ, সমাজদর্শন ... - নানারকম সমাজিক তথ্যে ভরপুর পোস্টিং, শুধু সমাজবাদী পার্টি নিয়ে খুব একটা কিছু লেখে না।
  • Bhuto | ১৯ মার্চ ২০০৯ ১২:০৩ | 203.91.207.30
  • অক্ষদি তুমি ঠিক কইসিলা এবারে ভোটে তো বটেই ভোটের আগের থেইক্যাই অ্যাকশন শুরু হই গ্যাসে।
  • san | ১৯ মার্চ ২০০৯ ১২:০২ | 12.144.134.2
  • ভদ্রভাবে আক্রমণাত্মক কথা বা অভদ্রভাবে রক্ষণাত্মক কথা বলতে সমস্যা কোথায় ?
  • Arpan | ১৯ মার্চ ২০০৯ ১২:০২ | 65.194.243.232
  • জীবনে-মরণে অংক অমনটি জড়ায়ে রেখেছে কি তোমাকে বাছা? ঃ-)
  • Bhuto | ১৯ মার্চ ২০০৯ ১২:০১ | 203.91.207.30
  • সবাই বলে দেখে আমি ও ল্যাদোষ\ল্যাদোশ দা ই বললাম। আশা করি ভুল করিনাই।
  • Arijit | ১৯ মার্চ ২০০৯ ১২:০০ | 61.95.144.123
  • আক্রমণাত্মক কথা বলার সাথে ভদ্রতার বিরোধ কবে থিকা? শা-শু-বা বা দিল্লী ইশটাইলে কথা না বলে বা মিডিয়ার সামনে উচ্চিংড়ের মতন না লাপিয়েও আক্রমণাত্মক হওয়া যায়।
  • Bhuto | ১৯ মার্চ ২০০৯ ১১:৫৭ | 203.91.207.30
  • এই ল্যাদোশদাকে দেখলেই কেমন লোকাল কমিটি মেম্বার কথাটা মনে আসে। অংক মনে পড়ে না,ওটাকে জোর করে ভুলেছি কিনা হে হে।
  • san | ১৯ মার্চ ২০০৯ ১১:৫৬ | 12.144.134.2
  • রেগে যাওয়া ছাড়া
  • h | ১৯ মার্চ ২০০৯ ১১:৫৪ | 203.99.212.224
  • আর বাই দ্য ওয়ে, আমি একটাও অপ্রাসঙ্গিক কথা বলি নি, প্রসঙ্গ নিজের মত করে বদলেও নি-ই নি। বুঝতে না চাইলে কিসু করার নেই।
  • Arpan | ১৯ মার্চ ২০০৯ ১১:৫৪ | 65.194.243.232
  • এক্সিট পোল বন্ধ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে পোস্ট-ইলেকশন অ্যানালিসিস তো হবেই।
  • Bhuto | ১৯ মার্চ ২০০৯ ১১:৫৪ | 203.91.207.30
  • আহা কলেজের কথায় মনে পড়লো। আমার তেমন করে কলেজ লাইফ কিছুই ছিল না। তবুও মাঝে সাঝে গেলেই কলজে হাল্কা করে দিত । একবার টি এম সি র এক নেত্রী (পাড়াতুতো দিদি) কে দেখতে গেলাম অ্যাপেন্ডিক্স অপারেশনের পর, সে উঠে বসে বলে কিনা তুই কলেজে গিয়ে সন্ধ্যেবেলা অমুকের সঙ্গে দেখা করবি , তোকে টিকিট দেবে। সন্ধ্যে কাটিয়ে রাতে কলেজে ঢুকে ভাবছি খুব ফাঁকি দিয়েছি, ওমা এস এফ আই এর G.S এসে দেখি আমার আইডি কার্ড চাইছি টিকিট দেবে বলে। দুপক্ষের হাতে প্রাণ নিধন হবার পূর্বে চম্পট দিয়েছি। এখনো পাড়ায় গেলে দুদিক থেকে দুটো পার্টি আপিস চেঁচিয়ে এমনভাবে ডাকে যেন আমি দুজনের হয়েই বিধানসভা ভোটে একবার - দু বার করে জিতেছি। কি জ্বালা মাইরি। তাই পলিটিক্স নিয়ে কিছু কই না। কইতে গেলেই কেস জন্ডিস।
  • lcm | ১৯ মার্চ ২০০৯ ১১:৫২ | 69.236.175.23
  • এক্সিট পোল হচ্ছে না? প্রণয় রায়?
  • Blank | ১৯ মার্চ ২০০৯ ১১:৫০ | 170.153.65.23
  • লেনোভোর পাওয়ার কর্ড কোলকাতায় পেতে গেলে অনেক কাঠ খড় পোড়াতে হবে। চাঁদনী তে থার্ড পার্টি পেয়ে যাবে। কোলকাতার লেনোভোর সার্ভিস সেন্টার কিছুদিন আগে অব্দি বন্ধ ছিলো। এখন ফের খুলেছে, কিন্তু সব ব্যাঙ্গালোর থেকে আনায়।
  • h | ১৯ মার্চ ২০০৯ ১১:৪৯ | 203.99.212.224
  • কারণ কায়া কম পড়িয়াছে।
  • h | ১৯ মার্চ ২০০৯ ১১:৪৯ | 203.99.212.224
  • ইকি রে তাইলে কি এবার স্যান আর অরিজিত আক্রমণাতমক কথা বলা বন্ধ করে দেবে নাকি। তাহলে তো আদ্ধেক চার্ম ই চলে গেল, ভাটে।
  • san | ১৯ মার্চ ২০০৯ ১১:৪৯ | 12.144.134.2
  • আর হনুদা এরকম ছায়ার সঙ্গে কুস্তি লড়ে কেন?
  • lcm | ১৯ মার্চ ২০০৯ ১১:৪৮ | 69.236.175.23
  • হে হে, h ভালো বলেছে। ঘাম তো বর্জ্য পদার্থ, লোকে ঘাম ফেলে না, ঘাম ত্যাগ করে।
  • Bhuto | ১৯ মার্চ ২০০৯ ১১:৪৮ | 203.91.207.30
  • আহা হ্যাকিং শেখাবে কেন, নানা ধরনের কেস স্টাডি ও তো মাঝে সাঝে দিতে পারো। একটা আইডিয়া হয়।

    স্যান এয়েচে। ওকে পোশ্নো করবো এবার।
  • Arijit | ১৯ মার্চ ২০০৯ ১১:৪৮ | 61.95.144.123
  • যাক - জেবনে একবার অন্তত ভোটে জেতা হল। কলেজে নয় নয় করে পাঁচবারে একবারও জিতিনি;-)
  • h | ১৯ মার্চ ২০০৯ ১১:৪৭ | 203.99.212.224
  • ঘামটা কি মহানিষ্ক্রমণের মধ্যে পড়ছে ?
  • san | ১৯ মার্চ ২০০৯ ১১:৪৬ | 12.144.134.2
  • পাবলিক সার্ভিসের প্রাইমারি রিকোয়ারমেন্ট প্রসঙ্গে অরিজিত আমার ভোটটিও পেল।

    নেটিকেট প্রসঙ্গেও।
  • lcm | ১৯ মার্চ ২০০৯ ১১:৪৬ | 69.236.175.23
  • কবে ভোট?
  • dipu | ১৯ মার্চ ২০০৯ ১১:৪৬ | 207.179.11.216
  • সুজনবাবুও তো এবার সোনারপুর লোকালে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ঘামটাই ঝরালেন......
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত