এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arpan | ১২ মার্চ ২০০৯ ১৫:০৫ | 216.52.215.232
  • কলা বেরোয়নি?
  • sayan | ১২ মার্চ ২০০৯ ১৫:০৪ | 160.83.96.81
  • তীস্তা-তোর্সা, কাঞ্চনজঙ্ঘা আর গৌহাটি এক্সপ্রেসে তো অ্যাভেলেবল দেখাচ্ছে। অ্যারাইভাল টাইমগুলো একটু অড।
  • sinfaut | ১২ মার্চ ২০০৯ ১৫:০৪ | 203.91.193.5
  • এসেছিলাম বটে দিল্লী থেকে একবার স্পেশাল ট্রেনে। আসতে আসতে পড়শি যাত্রীবৌদির বিকানির ভুজিয়া শেষ করে ফেললাম। কাঁদির পর কাঁদি বড় বড় সিঙ্গাপুরি কলা ঢুকলো আর ...
    যাত্রা শেষে শুধু একটা বিস্ময়ই চাগাড় দিচ্ছিল ঃ এত কম টাকায় এতক্ষন ধরে ট্রেনে চড়ায় কী করে?!
  • Arijit | ১২ মার্চ ২০০৯ ১৫:০৪ | 61.95.144.123
  • 3AC কাটবো না স্লিপার ঠিক করতে পারছি না। এপ্রিলে তো বেজায় গরম হবে - এখনই যা দেখাচ্ছে...অথচ 3AC-তে ওই WL 12/RAC 6 দেখাচ্ছে।
  • sinfaut | ১২ মার্চ ২০০৯ ১৫:০০ | 203.91.193.5
  • এদিকে স্পেশাল ঠিকঠাকই চলে। ঐ তো বারো ঘন্টার জার্নি, কত আর ঝোলাবে? কেটে ফেলতে পারো।
  • Arpan | ১২ মার্চ ২০০৯ ১৪:৫৯ | 216.52.215.232
  • পেলেনের টিকেটের তো এইরমই ফেয়ার স্ট্রাকচার হয়।
  • sayan | ১২ মার্চ ২০০৯ ১৪:৫৬ | 160.83.96.81
  • স্পেশালে কনফার্ম্‌ড পেলে কেটে রাখো। আট তারিখ সকালে তৎকাল ট্রাই কোরো।
  • Bhuto | ১২ মার্চ ২০০৯ ১৪:৫৬ | 203.91.207.30
  • গাড়ী করে চলে যাবে। সেটাই মনে হয় ভালো হবে। আর থাকার যায়গা বলতে , আমরা তো তারে নারে করে একটা যায়গায় থেকেছিলাম। সেখানে ভালো লাগবে না। দাঁড়াও খোঁজ নিচ্ছি।
  • quark | ১২ মার্চ ২০০৯ ১৪:৫৩ | 202.141.148.99
  • উটি থেকে কি ক'রে যাবো আর ওখানে থাকার যায়গা কি ক'রে বুক করবো?
  • Bhuto | ১২ মার্চ ২০০৯ ১৪:৫১ | 203.91.207.30
  • আমি গেছি মুদুমালাই
  • Arijit | ১২ মার্চ ২০০৯ ১৪:৫১ | 61.95.144.123
  • আট দিয়ে নয়। 0215A
  • Arijit | ১২ মার্চ ২০০৯ ১৪:৫০ | 61.95.144.123
  • হুঁ - ৫০০ টাকার টিকিটে ২০০০ টাকা ট্যাক্স। সাড়ে তিনজনের হিসেবে ৬০০০/-। তাই বা কম কি?
  • sayan | ১২ মার্চ ২০০৯ ১৪:৫০ | 160.83.96.81
  • ওয়েট লিস্ট ৪১ এসি টু/থ্রী টীয়ারে হলে বড়জোর আরেসি হতে পারে। নোন-এসি স্লীপার হলে কনফার্ম হবার চান্স। স্পেশাল ট্রেন লেট করে এটা সত্যি, আরও যদি সেই ট্রেনের নাম্বার তিন সংখ্যার হয় (৮ দিয়ে শুরু)।
  • quark | ১২ মার্চ ২০০৯ ১৪:৪৯ | 202.141.148.99
  • কেউ কি কখনো "মুদুমালাই" গিয়েছে?
  • san | ১২ মার্চ ২০০৯ ১৪:৪৯ | 12.144.134.2
  • কি হল কেসটা ! তোমার কথা শুনে ঘাবড়ে গিয়ে স্পাইসজেটের সাইটে গেলাম। পরিষ্কার দুহাজার টাকা ট্যাক্স দেখাচ্ছে তো ওয়ান ওয়ে।
  • Arijit | ১২ মার্চ ২০০৯ ১৪:৪৮ | 61.95.144.123
  • ওই সুপার স্পেশ্যালের কাটি তাহলে - যা থাকে কপালে। নাকি কাঞ্চনকন্যা বেটার হবে?
  • sayan | ১২ মার্চ ২০০৯ ১৪:৪৭ | 160.83.96.81
  • এখনও সময় আছে ট্রেনের টিকিট কেটে নাও কনফার্ম হবার চান্স প্রবল। নইলে ৮ই এপ্রিল ভাটের সবাই মিলে তোমার তৎকাল টিকিট কেটে দেব। কারুর না কারুর জ্যাকপট লাগবেই।
  • Arijit | ১২ মার্চ ২০০৯ ১৪:৪৭ | 61.95.144.123
  • হাওড়া-এনজেপি সুপার স্পেশ্যাল - টিকিট আছে - স্লিপার ক্লাস। আর দাজ্জিলিং মেল - WL 140/WL 84, কাঞ্চনকন্যা - WL 47/WL 41। সুপার স্পেশ্যালে গোলমাল হবে না তো? আগে দেখেছি স্পেশ্যাল ট্রেনে সার্ভিস খারাপ থাকে, লেট হয়...
  • san | ১২ মার্চ ২০০৯ ১৪:৪৭ | 12.144.134.2
  • যাঃ, সে আবার কি ! আমি এতবার গেছি, এত ফুয়েল চার্জ তো দেখিনি !
  • sayan | ১২ মার্চ ২০০৯ ১৪:৪৫ | 160.83.96.81
  • স্পাইসজেট! খিক্‌ খিক্‌!
  • sayan | ১২ মার্চ ২০০৯ ১৪:৪৪ | 160.83.96.81
  • আর কে মিশ্র।
  • Arijit | ১২ মার্চ ২০০৯ ১৪:৪৩ | 61.95.144.123
  • স্পাইসজেট একটি অতীব হারামি কোং। নইলে ৫০০ টাকার টিকিটের ওপর কে ৫৮৫০ টাকা ফুয়েল চার্জ রাখে?
  • shrabani | ১২ মার্চ ২০০৯ ১৪:৪১ | 124.30.233.101
  • আচ্ছা গতবারে বোধহয় TOI ও আর একটা টিভি চ্যানেল lead India এরকম নাম দিয়ে কোনো একটা কম্পিটিশন কিছু করেছিল না? তাতে ব্যাঙ্গালোরের কোনো একজন জিতেছিল। তা সেই ভদ্রলোক কি ইলেকশনে দাঁড়াবে এবার? এরকম কিছু ছিল কি, কারোর মনে আছে।
  • Bhuto | ১২ মার্চ ২০০৯ ১৪:৪০ | 203.91.207.30
  • নিষ্ঠাভরে কপালে হাত ঠেকিয়ে ৮টায় নেট এ (BSNL হলে কি হবে জানা নেই) বসলে পাওয়া যায়, আমি পেয়েছি বার বার, আপনিও পাবেন।
  • sayan | ১২ মার্চ ২০০৯ ১৪:৪০ | 160.83.96.81
  • এখন আর এস্‌প্ল্যানেড থেকে ভূটান সরকারের রকেট বাসগুলো যায় না?
  • san | ১২ মার্চ ২০০৯ ১৪:৪০ | 12.144.134.2
  • অবশ্য আমি দুগ্গাপুজোর সময়ে কলকেতার টিকিট চাইছিলাম, সেটা একটা কেস হতে পারে
  • r | ১২ মার্চ ২০০৯ ১৪:৩৮ | 125.18.104.1
  • আমি অনেকবার নেটে তৎকাল কেটেছি, ভুবনেশ্বর, হায়দ্রাবাদ প্রভৃতি। এন জে পি থেকে ফেরার টিকিট কেটেছি। যাওয়ার টিকিটে পাঁচ মিনিট দেরি হওয়ায় আর পাই নি।
  • san | ১২ মার্চ ২০০৯ ১৪:৩৬ | 12.144.134.2
  • তৎকাল কি নেটে কখনো কেউ পেয়েছ? আমি যতবার ট্রাই করেছি সার্ভার জ্যাম থাকে প্রথম কয়েক মিনিট, তারপর আরেসি হয়ে যায় ঃ-(
  • h | ১২ মার্চ ২০০৯ ১৪:৩৫ | 203.99.212.224
  • আমি রাতে একজন এজেন্টের নাম দিয়ে দেবো। টিকেট থাকলে পাবে।
  • san | ১২ মার্চ ২০০৯ ১৪:৩৪ | 12.144.134.2
  • স্পাইসজেটে একবার দেখে নাও। এখন অনেক অফার চলছে।
  • r | ১২ মার্চ ২০০৯ ১৪:৩৩ | 125.18.104.1
  • তৎকালে কাটলে যে মূহুর্তে নেটে কাউন্টার খুলবে, ঠিক তখনই ট্রাই করবে। পাঁচ দশ মিনিট দেরি হলেই আবার আর এ সি।
  • Arijit | ১২ মার্চ ২০০৯ ১৪:৩২ | 61.95.144.123
  • তৎকালের অনেক হ্যাপা। ভোর পাঁচটায় উঠে লাইনে দাঁড়াতে হবে আর দালালের ভিড় থাকে।
  • r | ১২ মার্চ ২০০৯ ১৪:৩২ | 125.18.104.1
  • বাস খুব একটা কমফোর্টেবল নয়, একমাত্র রয়াল ক্রুইজারের ভলভো ছাড়া। কিন্তু ওটা মনে হয় সপ্তাহে এক দিনই যায়।
  • Arijit | ১২ মার্চ ২০০৯ ১৪:৩২ | 61.95.144.123
  • ইন্ডিগো তো বাগডোগরা যায় না!
  • Bhuto | ১২ মার্চ ২০০৯ ১৪:৩১ | 203.91.207.30
  • কেউ কিন্তু তৎকালের কথাটা একবার বলতিছেনা। এখন কেটে রাখো, ৫ দিন আগে তৎকালে আর একবার ট্রাই মেরো।
  • Bhuto | ১২ মার্চ ২০০৯ ১৪:৩০ | 203.91.207.30
  • ইস্‌স কতো সিরিয়াসলী বললাম, আর প্যঁক খেয়ে গেলাম ঃ-) quark এর কাছে। মান সন্মান রইল না, কি দুক্কু, আমি ও ঐ WL\RAC ফান্ডাটা শিখেছিলাম এখন ভুলে গেছি। কিন্তু সিকির কথায় আবার একটু শিখলাম বটে কিন্তু কনফিউস ও হয়ে গেলাম ।

    তবে RAC (greater than) WL এটা ঠিক, অনেক সেফ।
  • sayan | ১২ মার্চ ২০০৯ ১৪:২৯ | 160.83.96.81
  • ওহ্‌ ৯ই এপ্রিলের ঢের দেরী এখনও। নির্দ্বিধায় কাইট্যা লাও। কনফার্ম হয়ে যাবে।
  • sinfaut | ১২ মার্চ ২০০৯ ১৪:২৯ | 203.91.193.5
  • এসি তে কনফার্ম না হওয়ার চান্স বেশি।
  • Arijit | ১২ মার্চ ২০০৯ ১৪:২৮ | 61.95.144.123
  • হুঁ - কনফার্মড না হলে বাসে চলে যাবো ভাবছি। একবার প্লেনেও দেখে নিই। ইন্ডিগো ওড়ে তো?
  • sayan | ১২ মার্চ ২০০৯ ১৪:২৮ | 160.83.96.81
  • জার্নির ক'দিন বাকি আছে? মোটামুটু দিন দশ হ'লে WL RAC তে চলে যায়।
  • siki | ১২ মার্চ ২০০৯ ১৪:২৭ | 122.162.81.253
  • ইন ফ্যাক্ট ৯ এপ্রিল তো? ওয়েটিং কাটলেও ওটা কনফার্ম্‌ড হয়ে যাবে। হয়ে যাওয়া উচিত। কেটে রেখে দাও। না হলে ক্যানসেল করিয়ে নিতে কতক্ষণ?
  • r | ১২ মার্চ ২০০৯ ১৪:২৬ | 125.18.104.1
  • প্লেনে বাগডোগরা যাও। ইন্ডিগোতে খুব সস্তায় টিকিট পাওয়া যাচ্ছে শুনলাম।
  • siki | ১২ মার্চ ২০০৯ ১৪:২৬ | 122.162.81.253
  • রেলে কেউ চেনাশোনা নেই?
  • Arijit | ১২ মার্চ ২০০৯ ১৪:২৫ | 61.95.144.123
  • বেথে - থ্যাংকু। RAC একটাতেই পাচ্ছি। বাকি সব WL - কি মুশকিল।
  • quark | ১২ মার্চ ২০০৯ ১৪:২৪ | 202.141.148.99
  • ইয়েস, ৬/৭ RAC কেনা যেতেই পারে।
  • siki | ১২ মার্চ ২০০৯ ১৪:২৪ | 122.162.81.253
  • কাটলে সেটা RAC হবে। ডোন্টোরি।
  • siki | ১২ মার্চ ২০০৯ ১৪:২৩ | 122.162.81.253
  • অরিজিৎ, আমি এইমাত্র পড়ে উঠলাম সব পাতা।

    WL40 / RAC6 মানে এই ট্রেনের এই ডেটের রিজার্ভেশন যেদিন শুরু হয়েছিল, সেইদিন থেকে যদি ধরে নেওয়া যায় যে মাঝের কেউ টিকিট ক্যানসেল করে নি, কেবল টিকিট কেটেই গেছে, তা হলে আজ এই মুহুর্তে যে টিকিট কাটছে, তার নম্বর হল WL40। কিন্তু এর মধ্যে যেহেতু অনেকেই টিকিট ক্যানসেল করিয়েছেন, তাই ব্যাপারটা কমতে কমতে আসলে RAC6তে এসে দাঁড়িয়েছে।

    RAC হলে আরামসে কিনে ফেলতে পারো, মিলে যাবে সীট।
  • Arijit | ১২ মার্চ ২০০৯ ১৪:২২ | 61.95.144.123
  • ধুর মাইরি - সেটা তো সবাই জানে। কিন্তু আমি টিকিট কাটিনি, কাটবো - আমাকে WL16/RAC6 দেখানোর মানে কি? কাটলে সেটা WL হবে না RAC হবে?
  • quark | ১২ মার্চ ২০০৯ ১৪:১৯ | 202.141.148.99
  • ভুতো কতো জানে!
  • san | ১২ মার্চ ২০০৯ ১৪:১৯ | 12.144.134.2
  • এদেশের বাসে আবার টয়লেট থাকে নাকি?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত