এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • m | ১১ মার্চ ২০০৯ ০১:২৯ | 12.217.30.133
  • বাইনারি,
    রোদ উঠেছিলো, আধঘন্টার জন্যে। অফিশিয়ালি স্প্রিং হলেও আমাদের এখন আসলে বর্ষাকাল সঙ্গে ঠান্ডাও আছে, তবে মাইনাসে নয়।
    যেটা বাজে সেটা হলো গতবছরের মত নদীর জল অনেক বেড়ে গেছে-আবার সব ডুবে যাবে কিনা এইটাই চিন্তার।
  • m | ১১ মার্চ ২০০৯ ০১:২৬ | 12.217.30.133
  • ইপি, আসল জিনিস টা কি?
  • m | ১১ মার্চ ২০০৯ ০১:২৫ | 12.217.30.133
  • আরে হেব্বি তো, আমার জাঁদরেল মা কেন জানিনা রং খেলা টা খুব একটা পছন্দ করতেন না- রং ভরা বেলুন কারুর গায়ে ছুঁড়ে মারার মত টিপ ছিলো না( মানে যতদিন দোল খেলেছি) আর পিচকিরি তে রং নিজেরাই নিজেদের গায়ে দিতাম- তবে বিকেলে যেসব রঙিন গোরু আর কুকুর দেখা যেত- তাদের জীবনে বছরে ঐ একদিন ঐটুকু অবদান রেখে যেতে পেরে খুব আমোদ পেতাম।
  • Binary | ১১ মার্চ ২০০৯ ০১:১৬ | 198.169.6.69
  • ছোটবেলায় মা, একটা জলবেলুনের বিকল্প বানিয়ে দিতো। কি নাম বলে মনে নেই। প্রনালীঃ
    -- একটা বড়সড় আলু দু আধখানা করে কাটুন।
    -- আলুর দুটো অর্দ্ধে চামচ দিয়ে খুবলে গত্ত করুন
    -- বড়সড় মোমবাতি গালিয়ে, গলানো মোম একটা আধাআলুর গত্তে ফেলুন
    -- আরেকটা আধাআলুদিয়ে, মোম দেওয়া আলুটা বন্ধ করে, ভালো করে ঝাঁকান।
    -- আস্তে করে আলু দুটো খুলে নিলে, একটা মোমের ফাঁপা বল বেরোবে
    -- ফুচকার মতো ফুটো করে তাতে রং জল ভরুন
    -- যাকে ইচ্ছা তাকে ছুঁড়ে মারুন
  • pi | ১১ মার্চ ২০০৯ ০১:০৬ | 128.231.22.89
  • শুধু জিলিপি ? মঠ , ফুটকলাই কই?
    আর আর , আসল জিনিশটাই তো বাদ গ্যালো ! ;-)
  • Binary | ১১ মার্চ ২০০৯ ০১:০৫ | 198.169.6.69
  • মাইমা এসেই ঝলমলে রোদের কথা বলে, আর বরফ দেখলেই পা ছড়িয়ে কাঁদতে বসে। আর আমার এখেনে যে ঠান্ডায় সবাই কুল্পি হয়ে আছে, তার বেলায় কিচু না ?
  • m | ১১ মার্চ ২০০৯ ০১:০৪ | 12.217.30.133
  • এই যে বাইনারি,কোথায় ডুব দিয়েছিলেন?
    আর অত অট্টহাস্যের দরকার নেই- আমি যে বাংলা সিনেমাটা দেখেছি সেটা সিনেমার ইতিহাসে একটা মাইলস্টোন- পরে তার একটা রিভিউ লিখে দেবোখনঃ)
  • m | ১১ মার্চ ২০০৯ ০১:০১ | 12.217.30.133
  • এমোয়ান,
    বলছিলাম কি,নিশি ডাকলে কাছ পিঠে জলাশয় না থাকাই ভালো;)
  • m | ১১ মার্চ ২০০৯ ০১:০০ | 12.217.30.133
  • আজ নেড়াপোড়া হয়ে গেলো। সবাই বুড়ি পুড়িয়ে আধসেদ্ধ আলু পোড়া খেয়ে কাল সকালের স্বপ্ন দেখছে- আমাদের আজ বৃষ্টির পর ঝলমলে রোদ- সবাই কে একমুঠো আবির আর একটা করে জিলিপিঃ)
  • Tim | ১১ মার্চ ২০০৯ ০০:৫৪ | 71.62.2.93
  • না না সিকি এট্টু মোটা হোক। ব্ল্যাংকিও হোক।
  • Binary | ১১ মার্চ ২০০৯ ০০:৫১ | 198.169.6.69
  • আর কেউ যদি মোটা হয়েই থাকে, এট্টু দৌড়ে নিলেই হবে .... আমি আর মোটা হতে পার্বোনা। তুই-ও মোটা হোস না
  • Binary | ১১ মার্চ ২০০৯ ০০:৪৯ | 198.169.6.69
  • কিন্ত আমি তো সক্কলকে নর্মাল দেখছি, কেউ মোটা হয় নি তো !!
  • siki | ১১ মার্চ ২০০৯ ০০:৪৯ | 122.160.41.29
  • তুমি আর আমি আর আমাদের অক্ষর, এই আমাদের পৃথিবী।
  • Tim | ১১ মার্চ ২০০৯ ০০:৪৭ | 71.62.2.93
  • তোমায় আর আমাকে ছাড়া সব্বাইকে। কিন্তু আর কেউ দেখতে পাচ্ছেনা ক্যানো?
  • Binary | ১১ মার্চ ২০০৯ ০০:৪৩ | 198.169.6.69
  • তোমার হাতে নাই ভুবনের ভার, ওরে ভীরু

    কাকে কাকে বোল্ড দেখাচ্ছে ?
  • Tim | ১১ মার্চ ২০০৯ ০০:৩৯ | 71.62.2.93
  • ঃ-))))))))))))
  • d | ১১ মার্চ ২০০৯ ০০:৩৫ | 117.195.34.133
  • স্বাভাবিক! দুজনের বেশী তো একসাথে ব্যাট করতে দেয় না। তোমাদের দুজনের ওপরেই এখন বাকী ইনিংসের ভার।
  • Tim | ১১ মার্চ ২০০৯ ০০:৩৩ | 71.62.2.93
  • আমি সবাইরেই বোল্ড দেখতাসি! ইকি কান্ড! আমাকে আর বাইনারিদাকে ছাড়া।
  • d | ১১ মার্চ ২০০৯ ০০:৩০ | 117.195.34.133
  • ঃ)))))))))))))))))))))))))))))
    =))
  • siki | ১১ মার্চ ২০০৯ ০০:৩০ | 122.160.41.29
  • চাপ, বোধি প্রবল চাপ অনুভব করে। এত চাপ সামলে রিভিউ লেখা সত্যিই বেশ চাপের ব্যাপার।
  • Ishan | ১১ মার্চ ২০০৯ ০০:২৩ | 12.163.39.254
  • তা বড়ো যখন হয়েই গেছে, নিজেই রিভিউ লেখেনা কেন?
  • d | ১১ মার্চ ২০০৯ ০০:০৯ | 117.195.34.133
  • আরো বড় হবে? ঃ-?
    একটা নির্দিষ্ট সীমার পরে কোন বস্তু তো আর প্রসারিত হতে পারে না ... ফেটে যায় দুম ফটাশ করে।
  • Ishan | ১১ মার্চ ২০০৯ ০০:০৬ | 12.163.39.254
  • কিন্তু হনু আর কবে বড়ো হবে? ঃ)
  • Blank | ১১ মার্চ ২০০৯ ০০:০৪ | 59.93.196.121
  • অর্কুট বলছে যে বৈ দা ত্বক বদল করেছে। মাইকেল জ্যাকসনের পর বৈদার এই ঘটনা যথেষ্ট বোল্ড।
  • Du | ১০ মার্চ ২০০৯ ২৩:৪৮ | 74.7.148.7
  • আমি তো দেখছি সবাই স্টিল ব্যাটিং।
  • siki | ১০ মার্চ ২০০৯ ২৩:৪৭ | 122.160.41.29
  • ৯৯ সাল। ব্র্যাবোর্ন রোডের পাশপোর্ট আপিস। আমিও লাইনে দাঁড়িয়েছিলাম। সকাল সাতটা থেকে। আপিসের সামনেটায় লোকের এন্থু দেখলে মনে হয় একটা ছোটোখাটো "ভারত ছাড়ো আন্দোলন' চলছে। লাইনের প্রত্যেকটা লোকের আলাদা আলাদা কিস্‌সা। কত কারণেই লোকে পাশপোর্ট করাতে আসে।

    আমাকে মাত্র একবার ঘুরতে হয়েছিল। ভোটার আইকার্ড নেই, নবনির্মিত রেশন কার্ড নিয়ে গেছিলাম, তাই দেখে কাউন্টারের লোকটা দূঃখ দূঃখ মুখ করে বলল তিন বছরের পুরনো না-হলে তো রেশন কার্ড গ্রাহ্যি হয় না (আমি তখন সবে জলপাইগুড়ি থেকে ফিরে এসে রেশন কার্ড বানিয়েছি)। ভোটার আইকার্ড নেই? বললাম, না, নেই। তো বলল, বাবা-মায়ের তো আছে? আমি বললাম, তা আছে। বলল, বাবা-মায়ের ভোটার আইকার্ড নিয়ে চলে এসো কাল। পরদিন সকাল সকাল আবার লাইন দিলাম। বাপ-মায়ের ভোটার আইকার্ড দেখিয়ে ২২ বছরের ছেলের পাশপোর্ট তৈরি হতে গেল। কুড়ি দিনের মধ্যে পাশপোর্ট পেয়ে গেছিলাম। পুলিশেও টাকা নেয় নি, পিওনেও টাকা নেয় নি। আ-হা, সেই সব স্বর্ণযুগ ...
  • d | ১০ মার্চ ২০০৯ ২৩:৪২ | 117.195.34.133
  • এখন কিরম সন্দ হচ্ছে কল্লোলদাকে বোধহয় বোল্ড দেখাচ্ছে।
  • arjo | ১০ মার্চ ২০০৯ ২৩:৩৯ | 168.26.215.13
  • তাইলে টিমে কেউ কেউ বোল্ড, বেশির ভাগ ভিতু কিম্বা বিউটিফুল , দু একজন হিট উইকেট।
  • M1 | ১০ মার্চ ২০০৯ ২৩:৩৯ | 59.93.206.2
  • আমি তো কাউকেই বোল্ড দেখিনা,সবাই তো টিমটিম
  • M1 | ১০ মার্চ ২০০৯ ২৩:৩৬ | 59.93.206.2
  • আমি তো টই তে একেবারেই নোভিস তাই আমাকে বোল্ড দেখবেন না,হয়তো বা হিট উইকেট
    'টিম" এ সবাই কি আর বোল্ড হতে পারে?
  • d | ১০ মার্চ ২০০৯ ২৩:৩৬ | 117.195.34.133
  • অ্যাঁ!
  • siki | ১০ মার্চ ২০০৯ ২৩:২৯ | 122.160.41.29
  • কিম্বা বিউটিফুল।
  • arjo | ১০ মার্চ ২০০৯ ২৩:২৮ | 168.26.215.13
  • আমরা সবাই ভিতু।
  • siki | ১০ মার্চ ২০০৯ ২৩:২৬ | 122.160.41.29
  • আমি তো কাউরেই বোল্ড দেখি না!
  • arjo | ১০ মার্চ ২০০৯ ২৩:২০ | 168.26.215.13
  • টিম কি আর সবাইকে বোল্ড দেখছে?
  • Tim | ১০ মার্চ ২০০৯ ২৩:১৮ | 71.62.2.93
  • টইতে আমার আর বাইনারিদার নাম বোল্ড না কেন? এ বৈষম্য কেন মামু? আমরা ভিতু? ঃ(
  • arjo | ১০ মার্চ ২০০৯ ২৩:১৭ | 168.26.215.13
  • যমদত্ত বইয়ের দোকানে কিনতে পাওয়া যায় না। কেউ একটা স্ক্যান করে পড়তে দিলে পরের বার নিশ্চয়ই কিনে নেব (পাওয়া গেলে)।
  • Somnath | ১০ মার্চ ২০০৯ ২৩:১০ | 117.194.193.164
  • বোধিদা,
    যমদত্ত এখনো পড়ি নি।
  • Somnath | ১০ মার্চ ২০০৯ ২১:৫৭ | 117.194.197.232
  • হ্যাঁ সৈকত, প্রশ্ন করে উত্তর পাওয়ার ব্যপারটা তাড়াতাড়ি মিটিয়ে ফেলতে হবে।

    কাল থেকে শনিবার অবধি অফিসের কাজে আউট অব স্টেশন থাকবো।

    ঃ-)
  • r | ১০ মার্চ ২০০৯ ১৮:২৬ | 198.96.180.245
  • ডিটেইল্‌স জিগায়ো না। ;-)
  • h | ১০ মার্চ ২০০৯ ১৮:২২ | 203.99.212.224
  • মানে খেলা ভাঙার খেলা গাইতে গাইতে রঙ দেয় নি তো?
  • arjo | ১০ মার্চ ২০০৯ ১৮:১৭ | 168.26.215.13
  • রাখীও হয় নাকি?

    সেন বাবুর এই আর্টিকলটা এই নিয়ে তিনজন দিলেন। এখনো পড়ে দেখা হয় নি।
  • r | ১০ মার্চ ২০০৯ ১৮:১২ | 198.96.180.245
  • আমাদের আপিসে রবীন্দ্রজয়ন্তীও পালন করা হয়। অতএব হোলিটা এক্সপেক্ট করা উচিত ছিল।
  • Arijit | ১০ মার্চ ২০০৯ ১৮:০২ | 61.95.144.123
  • ঋকদের ইস্কুলে তো টিচাররা রঙ নিয়ে এসে ছেলেপুলেদের মাখিয়েছে। কাল বাড়ি এসেছিলো আবীর মেখে। অবিশ্যি পাঠভবন চিরকালই শান্তিনিকেতনের কলকাতা চ্যাপটার;-)
  • sayan | ১০ মার্চ ২০০৯ ১৮:০০ | 160.83.96.82
  • "মর্যাদার সাথে ...' থ্রেডটা পড়ে প্রশ্ন জাগল। আচ্ছা, শিবুদা, র, হাঞ্চুই, মাম্‌স - এঁদের বাড়ির রেস্ট রুম আর লাইব্রেরির কি কমন দরজা?
  • Bhuto | ১০ মার্চ ২০০৯ ১৭:৫৩ | 203.91.207.30
  • কাকে? তোমাকে? দিয়েছে? দিয়েছে? আহ। ইস্কুলে গোপনে রং রপ্তানী করতাম। আর যে আমদানী করতো সে ঝাড় খেতো।
  • r | ১০ মার্চ ২০০৯ ১৭:৫১ | 125.18.104.1
  • ই কি রে! আপিসেও রং মাখালো!!
  • Bhuto | ১০ মার্চ ২০০৯ ১৭:৫১ | 203.91.207.30
  • এই যে, আমাকে আবার পন্ডিত করলি কবে থেকে।

    শগুন\শগূন (শকুন নয় কিন্তু) হলো ঐ যে রে কি বলে পবিত্র একটা কিছু বা সৌভাগ্যের ভেট বা রূপ। আর শগুফৎ তো প্রস্ফুটিত ।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত