ranjan roy | ১১ জানুয়ারি ২০০৯ ০০:০৭ | 122.168.19.192
একটি পাতি পাবলিক সেকটর ইউনিটের প্রাক্তন ট্রেড ইউনিয়ন ও অফিসার অ্যাসোসিয়েশন অর্গানাইজার হিসেবে শ্রাবণীর পোস্টকে পুরোপুরি সমর্থন করলাম। ( বোধির বক্তব্যের মূলসুর, অর্থাৎ, স্ট্রাইক ইত্যাদি প্লেবিয়ানদের লড়াইয়ের মৌলিক অধিকার ও তার বৃহত্তর পরিপ্রেক্ষিত ও সার্বিক ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তাকে মেনে নিয়েও)।
kd | ১০ জানুয়ারি ২০০৯ ২৩:৩৬ | 59.93.242.95
দুটো সর্ষে টইকে (পায়ের তলায়, বাটা) টইপত্তরের top 11 লিস্টে লক্ করে দেওয়া যায় না?
shrabani | ১০ জানুয়ারি ২০০৯ ১২:৩৮ | 59.94.96.12
হানু, আমার বুঝতে অসুবিধা হচ্ছেনা তবে আমি হয়ত বোঝাতে পারছিনা যে আমি বুঝতে পারছি!
আমরা নিজেরা যেখানে প্রতি স্টেপে লড়াই করি, সেখানে অন্য দের (তা সংগঠিত হোক বা অসংগঠিত) দাবীদাওয়ার ন্যায্য লড়াইকে গালাগাল দেবার মানসিকতা কখোনোই হবেনা। সবাইই যে ইমিডিয়েট ইন্টারেস্টের বাইরে গিয়ে দেখেনা তা নয়। হয়ত সবসময় সবাই গিয়ে মোমবাতি জ্বালায় না। এর মানে কিন্তু এ নয় যে তারা সাথে নেই। আবার এটাও ঠিক ইমিডিয়েট ইন্টারেস্ট ছাড়া লোকজনকে মবিলাইজ করা খুব টাফ। তাই যদি না হবে এসইজেড এর ওপর সমস্ত আন্দোলন এত লোক্যালাইজড কেন (ইভন পশ্চিমবঙ্গেও)? অনেক স্টেটেই এই সমস্যা আছে, তবে একটা ভারতব্যাপী আন্দোলন কেন নেই? এই সম্বন্ধীয় ব্যাপারে আলোচনায় কেন সবসময় পলিটিক্যাল কাদা ছোঁড়াছুঁড়ি ছাড়া আর কিছু হয়না?
এইভাবেই যখন ইস্যু গুলো মূল প্রশ্ন থেকে হঠে একটা রাজনীতির খেলার রূপ নেয় তখন কেউ কেউ অসহিষ্ণু হয়ে পড়ে।
h | ১০ জানুয়ারি ২০০৯ ১১:২৮ | 61.95.144.10
কোথাও কি আপনার বুঝতে অসুবিধে হচ্ছে যে, আমি বেসিকালি আপনাদের পক্ষে?
ঃ-))
শুধু ইমিডিয়েট ইন্টারেস্ট এর বাইরে দেখার প্রয়োজনীয়তা আর ঐতিহাসিক প্রেক্ষিত টার কথা মাথায় রাখার প্রয়োজনীয়তার কথা বলছি। ইত্যাদি ঃ-)
h | ১০ জানুয়ারি ২০০৯ ১১:২৪ | 61.95.144.10
যাক অন্তত একটা বিষয়ে মতইক্যে আসা গেল এটা শুধুই মাইনের লড়াই নয়। এবং অ্যানেকডোট টার সত্যতা সন্দেহ করার মত কিছু নাই ও। এটা আমরা সর্বত্রই শুনে থাকি। সংগঠিত এবং অসংগঠিত ক্ষেত্রে।
এবার এই লড়াই এর অন্যন্য ফ্রন্ট যে পি এস ইউ এর বাইরেও বিস্তৃত এবং অসংগঠিত কর্মক্ষেত্রে এর তীব্রতা বেশি বই কম নয়, এটা আপনি একটু ভেবে দেখলেই মতৈক্য চলে আসবে। তবে ভাবনা টা স্ট্রাইকের রেশ থাকতে থাকতেই করা ভালো। এর পরে আবার অটো ওয়ালা রিক্সাওয়ালা দিনমজুর ক্ষেত মজুর দের গাল দেওয়ার নতুন ঢেউ আসবে। কারণ বিচার বিভাগ অটো দের 'ক®¾ট্রাল' করার দায়িঙ্কÄ নিয়েছেন। সেই সুসংবাদ সেলিব্রেট করেছে, আজকের কাগজগুলো, কলকাতায়।
siki | ১০ জানুয়ারি ২০০৯ ১১:১১ | 122.162.83.40
ভারত সরকারের চাকরির অ্যাপো লেটারেই সম্ভবত লেখা থাকে, তুমি চব্বিশ ঘন্টার জন্য এমপ্লয়ি। কেঃ সঃ দরকার হলেই তোমাকে সারাদিন রাত কাজ করাতে পারে, কোনও ওভারটাইম না দিয়েই, বা নাম-কা-ওয়াস্তে ওভারটাইম দিয়ে।
shrabani | ১০ জানুয়ারি ২০০৯ ১০:৪৮ | 59.94.96.12
হানু, আমরা কিন্তু এই লড়াইটা চিরকালই লড়ছি যে গুলোর কথা আপনি বলছেন সবকটার জন্যই, এটা আজ নতুন নয় কিন্তু যতক্ষণ না স্ট্রাইক জাতীয় এক্সট্রীম কিছু হচ্ছে এটা নজরে আসেনা বা স্ট্রাইক হলেও আসেনা!
(আমি জয়েন করার পরেই আমাকে এক হায়ার অফিশিয়াল শুনিয়েছিল, যে আমরা এক্সিকিউটিভেরা কোম্পানীর চব্বিশ ঘন্টার চাকর, যখন ডাকবে তখনই আসতে হবে। ইনডাস্ট্রীর যে ল ফ গুলো তা সবই ওয়ার্কারদের জন্য ওগুলো এক্সিকিউটিভদের জন্য খাটেনা। এটা কিন্তু একেবারে মিথ্যে নয়!)
অবশ্য নেট আর নিউজ দেখতে গেলে জনমত আমাদের পক্ষে এখনও নেই। কাল একটা চ্যানেলে বলছে যে পাবলিকের পয়সায় পাবলিক সেক্টর চলে, ওরা কোন অধিকারে পাবলিককে হোস্টেজ করে। ওরা জানেনা (বা জানে বোঝেনা ) যে পাবলিক সেক্টর কে ওরা এগুলো বলতে পারছে। কাল সবকিছু প্রাইভেট হয়ে গেলে অয়েল সেক্টরে রিলায়েন্স এসে পাবলিক/সরকার সবাইকে হোস্টেজ করবে, কেউ টুঁ শব্দ করতে পারবেনা।
এইসব পিএসিউ তে অ্যাট্রিশন রেট এত হাই গত চার পাঁচ বছরে, তারপর আই টির জন্য নতুন ভাল ছেলে পিলেরা এদিকে এমনিতেই আসেনা, এলেও ছেড়ে দেয়। এখন যদি ভদ্রস্থ মাইনে না করে কালে কালে এগুলো উঠেই যাবে আর সেটাই বোধহয় সবাই চায়।
h | ১০ জানুয়ারি ২০০৯ ০৯:৩৩ | 61.95.144.10
একশোবার। আপনাদের লড়াই টা আপনাদেরি লড়তে হবে। কিন্তু লড়াইটা শুধু আপনাদের নয়। শুধু মাইনের জন্য আপনারা ধর্মঘট করছেন না। ইসমা, গ্রেফতার, পরবর্তী কালে শাস্তি মূলক ব্যবস্থ,ব্যক্তিগত ডিসক্রিমিনেশন ইত্যাদি যে কথা গুলো আপনি ই বলছিলেন, সেগুলোর কারণ হল সরকার এবং আনফর্চুনেটলি রিয়াকশনারি অপিনিয়ন মনে করেন, আপনাদের ধর্মঘট করার অধিকার নেই। এবং বিশেষ যেটা সিচুয়েশন, সেটা হল আপনারা কিন্তু এফিসিয়েন্সী মানেই প্রাইভেট সেক্টর, এবং রাষ্ট্রায়ঙ্কÄ শিল্পক্ষেত্রের প্রয়োজন নেই, এই দুটি বাজে মিথের মোকাবিলাও করছেন। রাজনৈতিক বা ঐতিহাসিক ভাবে যেটা গুরুঙ্কÄপূর্ণ।
বলতে নেই, সরকার এবং এক ধরণের রাজনৈতিক ওপিনিয়ন মনে করেন, প্লেবিয়ান অসংগঠিত শ্রমিকদের বা বিভিন্ন 'অড জব্স' গোত্রীয় পেশার লোকেদের বা দিন মজুর ক্ষেত মজুর দের, রিক্শাওয়ালা অটো ওয়ালাদের , চটকল শ্রমিকদের ধর্মঘট করার অধিকার নেই, পি এফ চাওয়ার ধিকার, পুজোর বোনাস চাওয়ার অধিকার, কারখানার লভ্যাংশ কারখানাতেই রি ইনভেস্ট করার কথা বলার অধিকার নেই, উল্টে জনশুর্তি এই যে, 'এদের লাই দিয়ে দিয়ে মাথায় তোলা হয়েছে।' এরা নিজেদের লড়াই নিজেরাই লড়ছেন, আদৌ মেনস্ত্রীম মিডিয়ার নির্মিত জনমতের সমবেদনা পাচ্ছেন না, এমনকি, সব জায়্গায় স্বীকৃত ইউনিয়ন ও পাচ্ছেন না। প্রথাগত কোনো ফোরামে প্রতিবাদ করে লাভ ও পাচ্ছেন না, নানা জটিলতায়। পোলিটিকাল সিস্টেম, জুডিশিয়াল সিস্টেম যদি প্রতিবাদ প্রতিরোধের ফোরাম হওআর অবস্থান থেকে দূরে সরে আসে, ডিসরাপশনের দিকে লোক তো ঝুঁকবেই।
তো খুব নির্দিষ্ট কতগুলো জায়্গায় এই আন্দোলন ধর্মঘট গুলো একটা কমন পারপস সার্ভ করছে। সেটা হল ভারতীয় প্রজান্তন্ত্রের তালিবানিস্তানে পরিণত হওয়ার সফি ও ক্র্যাস দুটি পদ্ধতি কেই বিরোধিতা তারা করছে।
আপনি হয়তো ভাবছেন, নিজের জ্বালায় মরছি আমরা এখন সলিডারিটির জ্ঞান দিচ্ছে হনু, আমি জ্ঞান দিচ্ছি না, গণতান্ত্রিক আন্দোলনের অধিকার সম্পর্কে ক্লাসিকাল কতগুলি পজিশন রিইটারেট করছি মাত্র, কারণ না করলে আপনাদের আন্দোলন সংগ্রামের বিরুদ্ধে যে সব বাজে রিয়াকশনারি অপিনিয়নের আক্রমণ আসছে তাকে প্রতিহত না করা গেলেও, ডিসেন্ট রেকর্ড করা যাবে না।
a x | ১০ জানুয়ারি ২০০৯ ০৯:২৬ | 76.254.114.136
কেন, প্লে ডো ব্যান কেন? পারলে প্লে ডো দিয়ে আমি এখনো খেলি! আর কদিন বাদেই একসাথে খেলবো।
shrabani | ১০ জানুয়ারি ২০০৯ ০৯:০৮ | 59.94.96.12
আমি এখানে গতকাল পিএসিউ অফিসাররা কেন স্ট্রাইকে যাচ্ছে তার কারণটা বলেছিলাম তাও অর্পণের একটি মন্তব্যের পরিপ্রেক্ষিতে। আমার যুক্তি আমার কাছে ঠিক, তা দিয়ে লোক হাসানো বা বাহবা কুড়নো কোনটাতেই আমার ইন্টারেস্ট নেই। কাল বিভিন্ন মিডিয়া নিউজে এই স্ট্রাইক প্লাস অফিসারদের ইউনিয়নকে ই ইল্লিগাল বলেছে। আমি খুব ভাল রুলটুল গুলো জানিনা তবে এইসব অফিসার ইউনিয়ন (আমাদের টাও) এরা কিন্তু সিটু ইত্যাদি স্বীকৃত ট্রেড ইউনিয়নের আওতায় আসেনা। এগুলি অরগ্যানাইজেশনের ইনার বডি, কোম্পানীর স্বীকৃত কিন্তু হয়ত সুবিধেমত তাই সরকার এদের ইল্লিগাল বলতেই পারে।
আমি কালকে দাদা দিদি নেই বলতে এটাই বলেছিলাম যে এরা পলিটিক্যাল ছায়ায় থাকলে সরকার এই টাফ স্ট্যান্ড কথাটা উচ্চারনও করতে পারত না, কারণ সামনে ইলেকশন! আমাদের নন-এক্সিকিউটিভ অ্যাসোসিয়েশন কিন্তু এইসব ট্রেড ইউনিয়নের আওতায়। তাদের দাবীদাওয়া নিয়ে কোম্পানী/সরকার খুব বেশী ট্যাঁ ফোঁ করেনা আর অ্যাভারেজ এদের মাইনে এদের প্রাইভেটএর কাউন্টারপার্টদের থেকে অনেক বেশী। সেটা বোঝা গেছে ডিসইনভেস্টমেন্টের সময়। আর এই সে¾ট্রাল পিএসিউদের স্ট্রাকচারই হচ্ছে এক্সিকিউটিভ ওরিয়েন্টেড। বাকী বেশীরভাগ কাজই কনট্র্যাক্টএ হয়। ননএক্সিকিউটিভ/লেবার জাতীয় কর্মচারী অনেক কম।
আমার সমস্যা নিয়ে তো প্রতিবাদ আমিই করব, অন্য কেউ করবেনা। তাই পিএসিউ অফিসাররা তাদের দাবীদাওয়া নিয়ে স্ট্রাইক করবে, ভূমিহীন চাষীদের নিয়ে নয় এতে আর আশ্চর্য কি?
h | ১০ জানুয়ারি ২০০৯ ০৮:১৩ | 61.95.144.10
দময়ন্তী, এই ক্ষেত্রে তুমি যে ভুলটা করছ, সেটা জেনেরালি আমি করে থাকি। রেগে গিয়ে যুক্তি হারাই। প্রথমতঃ আমি তোমায় কোট করিনি। করলেও মানেটা বদলাতো না যদিও তবু করিনি। রেফার করেছি মাত্র। একটা রিপ্রেজেন্টেটিভ রিয়াকশনারি অপিনিয়ন হিসেবে। শ্যামলদার পুরোনো বক্তব্যকেও একই ভাবে রেফার করেছি। সিঙুর এ হাই ওয়ে অবরোধের সময়কার রাজনৈতিক চাপান উতোর আমারো মনে আছে, সকলেরি মনে আচ্ছে। অবরোধ পিটিয়ে তোলার কথা যারা বলেন তারা বেশির ভাগ সময়েই ইউনিয়নের সংগঠিত রাজনীতির অধিকারের বিপক্ষে। যেমন বুদ্ধদেব গুহ। বলেছিলেন, গুলি করে অবরোধ তোলা উচিত। তো এই রাজনৈতিক অবস্থানের সমালোচনাই আমার উদ্দেশ্য ছিল। তোমার লেটেস্ট অকারণে ফর্মাল যে পোস্ট তাতে দেখা যাচ্ছে তুমি যে রাজনইতিক অবস্থানের কথা রি ইটারেট করেছো, আমি তার সমালোচনা করেছি। কারণ আমার মতে পার্সোনালি সমর্থন করে বা না করে এই মতামত গুলোকে ক্রেডেন্স দেওয়া যায় না। এটাই আমার দীর্ঘদিনের রাজনৈতিক অবস্থান। তোমার পার্সোনাল মতামত নিরপেক্ষে।
আর পার্সোনাল বিরাগ বিতৃষ্ণা র অভিযোগ হাস্যকর। একটা চ্যাট সাইটে অকারণে পার্সোনাল ভালোলাগা খারাপলাগার, ইগো ক্ল্যাশের অবকাশ কোথায়, রাজনৈতিক বিতর্কে সেটার অবকাশ আরো ই নেই। শুধু তোমার সঙ্গে কেনো ব্যক্তিগত ভাবে ধর্মঘটের অধিকার নিয়ে পৃথিবীর সকলের সঙ্গে বন্ধুঙ্কÄ নষ্ট করে ফেলতে আমার কোন অসুবিধে নেই। আগে প্রচুর হয়েও ছে। তাতে আমার বা বাংলা সাহিত্যের বা অন্য কারো কোনো অসুবিধে হয় নি।
আর সি ই এস সির ইউনিয়ন সেকটারিয়ানিজম নিহত শ্রমিক কে ইন্ডাস্ট্রিয়াল ডিসপুটের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার লজিক হিসেবে আবাপ ব্যবহার করে থাকেন। এই জন্যেই সেকটারিয়ানিজমকে দুঃখজনক বলেছিলাম। প্রথমতঃ ইউনিয়ন আর রাজনৈতিক দলের সম্পর্ক বিতর্কিত। তার উপরে ইউনিয়নের লার্গ স্কেল রাজনৈতিক ওরিয়েন্টেশনের প্রয়োজনীয়তা আছে না নাই, এটাও বিতর্কিত। গোদা গোদা বই লেখা হয়েছে এই নিয়ে। বিশেষতঃ প্রথম বিশ্বের সেই সব দেশে, যেখানে মনে করা হয়েছে, ইউনিয়নএর সঙ্গে রাষ্ট্রের সমস্ত ডিসপুট সঙ্কেÄও, ইউনিয়ন আসলে রাষ্ট্রের কোনো কোনো পলিসিতে পার্টিসিপেট করছে, ধরও যুদ্ধের সময়ে। এই ডিস্পুটের আরম্ভ লেনিনের লেখায়। অসাধারণ লেখা আছে টোনি বেনের, ডোনাল্ড সাসুনের আকাদেমিক কাজ আছে। তবে কেস হল যেট শ্রমিকের হাতে যাদি শ্রমিক মরে, কৃষকের হাতে যদি কৃষক মরে বা ঘরছাড়া হয় তাইলে প্রতিক্রিয়াশীল শক্তি ছাড়া কারো সুবিধে হয় না। এটা ক্লাসিকাল লেফট অফ সেন্টার হিউম্যানিস্ট পজিশন, এর নানা সময়ে নানা ভ্যারিয়েশন হয়েছে। সেটা নিয়ে অনেক মহরথী আলোচনাও করেছেন। কিন্তু সেসবের পরেও একটা কথা মনে রাখা দরকার, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে বা রক্ষা করতে গিয়ে, যত শ্রমিক কে রাষ্ট্র শক্তি বা প্রতিক্রিয়াশীল বিভিন্ন শক্তির হাতে প্রাণ দিতে হয়েছে, সেকটারিয়ানিজম বীভৎস মারামারি সঙ্কেÄও সে জায়্গায় পৌঁছতে পারে নি। হে মার্কেটে নিহত শ্রমিকদেরে একটা প্লাক ও নেই শিকাগোয়। সেখানে শপিং মল বা ম্যাকডোনাল্ডস আছে।
baps | ১০ জানুয়ারি ২০০৯ ০৪:০৯ | 203.199.41.181
সব্বাই ঘুমায়...... সকাল ৬টার আগে ঘুমানোর কোনো উপায় নাই গো ওও ও ও ও
aja | ১০ জানুয়ারি ২০০৯ ০৩:০৬ | 207.47.98.129
যন্ত্র বিদ্যায় ঘেনু পারদর্শী হয়ে উঠেছে তাহলে।
m | ১০ জানুয়ারি ২০০৯ ০২:৫৭ | 12.217.30.133
দু, সেই ছোট থেকে কমোড আর পটি র সঙ্গে ছেলের একটা আত্মিক সম্পর্ক দেখতে পাচ্ছিঃ(
m | ১০ জানুয়ারি ২০০৯ ০২:৫২ | 12.217.30.133
আরে কি বলবো, অ্যাকসেসারিজের মধ্যে একটা ঐ রকম যন্ত্র আছে,তা দিয়ে সবেগে ঐসব বেরোচ্ছেঃ(
pi | ১০ জানুয়ারি ২০০৯ ০২:৫২ | 128.231.88.5
ম দির দুঃখুটা কিসের ? মদির গন্ধ পাওয়া যাচ্ছে না বলে নাকি ঠিকঠাক আশ্বস্ত হতে পারছো না বলে ?
Du | ১০ জানুয়ারি ২০০৯ ০২:৪৭ | 67.111.229.98
ম, ঘেনুর জন্মের পর কি র কে দিয়ে আশীর্ব্বাদ করিয়েছিলে প্রথমে ?
sayan | ১০ জানুয়ারি ২০০৯ ০২:৪৫ | 115.108.25.26
ইয়ে আমি এতক্ষণ জেগে ছিলাম কিন্তু এবার ঘুমুতে যাবো।
aja | ১০ জানুয়ারি ২০০৯ ০২:৪০ | 207.47.98.129
যন্ত্র কোত্থেকে পেল? আর প্লেডো ব্যান আম্মো করেছিলুম। কিন্তু পেন-পেন্সিল ব্যানটা আর করে উঠতে পারলাম না।
m | ১০ জানুয়ারি ২০০৯ ০২:৩৪ | 12.217.30.133
অজদা,ছেলের ঘটি-বাটি পুতুল ইত্যাদিতে আর কোনো মন নেই,এখন সে মন দিয়ে একটা যন্ত্র দিয়ে সমানে পটি বানিয়ে চলেছে-বিভিন্ন রঙের-আমাকে আশ্বস্ত করে জানিয়েছে -কোনো নাকি গন্ধ নেই!!!!ঃ((((
Paramita | ১০ জানুয়ারি ২০০৯ ০২:৩৩ | 63.82.71.141
আমি বাড়িতে প্লেডো ব্যান করে দিয়েছি।
baps | ১০ জানুয়ারি ২০০৯ ০২:২৮ | 203.199.41.181
আমি সাধারণতঃ রাতে কাজানোর জণ্যে জাগি না.... মানে জাগতে হয় না.... আজ ফে'সে গেছি। তাই ভাবলাম ....
aja | ১০ জানুয়ারি ২০০৯ ০২:২৭ | 207.47.98.129
প্লেডো বিল্ডিং বুমের কমেন্টারী চলে?
m | ১০ জানুয়ারি ২০০৯ ০২:২৩ | 12.217.30.133
আছি,কিন্তু এখন ছেলের অতুলনীয় প্লেডো শিল্প কীর্তি দেখতে হচ্ছে,ফলে নেই ও বলা যায়ঃ)
aja | ১০ জানুয়ারি ২০০৯ ০২:১৮ | 207.47.98.129
কেউ নেই, না!
m | ১০ জানুয়ারি ২০০৯ ০১:৪২ | 12.217.30.133
বাপস্ ,আপনাকে দেখতে পাবো না ! যারা আপনার রাতে ভাটায় আমি তাদের একজন।
baps | ১০ জানুয়ারি ২০০৯ ০১:৩৭ | 203.199.41.181
আমি কি invisible লোকে আমাএ দেখতে পায় না কেনো
m | ১০ জানুয়ারি ২০০৯ ০১:৩৩ | 12.217.30.133
দ্রি!!! আপনি আছেন!!! কি কান্ড!
baps | ১০ জানুয়ারি ২০০৯ ০১:২৬ | 203.199.41.181
সব্বাই ঘুমাএ দেখি
baps | ১০ জানুয়ারি ২০০৯ ০১:১৫ | 203.199.41.181
আজ প্রেত্থ্ম বার আমি রাত্রে..... তোমরা অনেকে ভাটাও দেখি। আজ কেকে ভাটাও দেখি...
a x | ১০ জানুয়ারি ২০০৯ ০১:০৩ | 143.111.22.23
রাজু অ্যারেস্টেড।
dri | ১০ জানুয়ারি ২০০৯ ০০:৩৫ | 129.46.154.185
আসলেও আমি বেশীক্ষণ থাকব না। মানে এইবারই কাট মারব।
c | ১০ জানুয়ারি ২০০৯ ০০:৩৩ | 131.95.166.100
আপনি এসেছেন, দ্রি? আমি ভেবেছিলাম আপনি নিরুদ্দেশ! ওয়েলকাম জানাই। ঃ-)
dri | ১০ জানুয়ারি ২০০৯ ০০:৩০ | 129.46.154.185
শুনলাম আয়ারল্যান্ডে ডেল নাকি অনেক লোক ছাঁটাই করে অফিস পোল্যান্ডে নিয়ে যাচ্ছে।
আমাদের পারোলিন আয়ারল্যান্ডে ডেলে কাজ করেন না?
Du | ১০ জানুয়ারি ২০০৯ ০০:৩০ | 67.111.229.98
রান্না আর বেড়ানোর টইগুলো মেনু করে দিয়ে দিলে হয়না?
nyara | ০৯ জানুয়ারি ২০০৯ ২৩:৫৬ | 67.88.241.3
র-বাবু, আমি খুব কিছু বই পড়িনি মিউজিকাল স্ট্রাকচার সম্বন্ধে। যে গুটিকয় বই পড়েছি তার মধ্যে কোপল্যান্ডের What to listen for in music ভাল লেগেছিল - কয়েক জায়গায় কিঞ্চিৎ নিরশ আর অবোধ্য লাগলেও। ওইটা রেকমেন্ড করতে পারিঃ
এছাড়া বিশেষ প্রশ্ন-টশ্নগুলো উইকি আমার কাজ চলার মত করে মিটিয়ে দিতে পারে।
dd | ০৯ জানুয়ারি ২০০৯ ২৩:১৭ | 122.167.8.186
গতকাল থেকে শুরু হয়েছে। ভাটের বন্যা। থামেই না থামেই না।
এখন যেই না আমি এয়েছি অমনি সবাই ভোঁ ভাঁ,
ছেলেমাইনষের দল !! বালক। হা হা হা হা।
রাত তিনটের সময় এলাম দিয়ে উঠে আবার ফুট কাটবো - এ আমার অংগীকার।
d | ০৯ জানুয়ারি ২০০৯ ২২:৪৯ | 117.195.36.206
অক্ষ,
এক্স্যাক্টলী ওটাই, ঐ ক্ল্যাশটাই আমার বক্তব্য ছিল। তখন উল্লেখ করিনি, তবে করা উচিৎ ছিল গতবছর জুলাইয়ে CESC তে অন্য ইউনিয়নের হয়ে লড়াই করা ও ধর্মঘট করার জন্য পিটিয়ে মেরে ফেলার গল্পটাও। সেই লিঙ্ক এখানে দেওয়া হয়েছিল। কোন আহাজারি দেখিনি সে সম্পর্কে।
a x | ০৯ জানুয়ারি ২০০৯ ২২:৩৯ | 76.254.114.136
ও এটাও বলে যাই। সিটু ইত্যাদি... ধর্মঘট করার অধিকার নেই, বা ধর্মঘট ডাকাটা তাদের দ্বিচারিতা... এটাও পড়ে মনে হয়নি। অন্যের অধিকারের বা দাবীর আন্দোলনের ক্রিটিসিজমটা তাদের দ্বিচারিতা।
d | ০৯ জানুয়ারি ২০০৯ ২২:৩৯ | 117.195.36.206
বোধিসঙ্কÄ,
আমি আজকের কোন পোস্টেই সিপিএম সম্পর্কে কিছু বলিনি। শুধু সিপিএম নয়, অনেক সিপিএম বিরোধী এমনকি আমার জানা কিছু তৃণমূল সমর্থকও সেইসময় পুলিশ দিয়ে "পিটিয়ে', আই রিপীট "পিটিয়ে' অবরোধ তুলে দেওয়ার পক্ষে বলেছেন। এঁদের সম্পর্কে উল্লেখ করেছি।
আমার সম্পর্কে তোমার যতই বিরাগ বিতৃষ্ণা থাকুক না কেন, তুমি তার জন্য আমার মুখে তোমার মনোমত কথা বসাতে পারোনা।
ভবিষ্যতে আমার বক্তব্য কোট করতে চাইলে সেটা যথাযথ কোরো।
1. Introduction - Shabnam Hashmi and Ram Puniyani 2. Terror: the aftermath - Anand Patwardhan 3. As the fires die: the terror of the aftermath - Biju Mathew 4. Hotel Taj: Icon of whose India? - Gnani Sankaran 5. Why the United States got it wrong - P. Sainath 6. The Monster in the Mirror - Arundhati Roy 7. Counter: Terrorism must not kill democracy - Praful Bidwai 8. Handling queries: democratic responses. Antuley remarks and the aftermath - Ram Puniyani 9. Need for a thorough investigation - Raveena Hansa 10. Terrorism, rule of law, and humna rights - K.G.Balakrishnan 11. Acts of terror and Terrorising Act: Unfolding Indian tragedy - Sukla Sen 12. Our politicians are still not listening - Colin Gonsalves 13. India?s new anti-terror laws are draconian, say activists - Praful Bidwai 14. Terrorism: are stronger laws the answer? - Prashant Bhushan
a x | ০৯ জানুয়ারি ২০০৯ ২২:৩২ | 76.254.114.136
আমার দময়ন্তীর কথায় পরিষ্কার করে ক্লাস ইন্টেরেস্টটের ক্ল্যাশটা চোখে পড়েছিল। পরে ব্ল্যাংক এবং শ্রাবণীর কাউন্টার যুক্তিগুলো শুনেও বেশ হাসি পেয়েছিল। ভূমিহীন কৃষকদের ধর্মঘটে ডেকে দাবী জানানোটা কতটা এফেক্টিভ হতে পারে ভেবে। বিশেষ করে যেখানে জমিটাই ফুস্।
d | ০৯ জানুয়ারি ২০০৯ ২২:২৩ | 117.195.36.206
আরে না না উবে যাবে কেন? ওস আওয়াজ টাওয়াজ দেওয়ায় ওঁর মত স্থিতপ্রজ্ঞ আলসের কিস্যু যায় আসে না।
আমি তো মাত্র ৫টা কুচো কুচো কাজ বলেছি। বাকী দশটা বড় বড় কাজ নিয়ে কিচ্ছু বলিনি।
ঈশান, ওগুলো করে দেখিয়ে দাও তো লোকজনকে। সব নিন্দেমন্দ করছে মিছিমিছি।
h | ০৯ জানুয়ারি ২০০৯ ২২:২১ | 61.95.144.10
দময়ন্তী আজ সকালে আমাদের এই কচলানির শুরুর দিকে 11:02 AM গতে একটা মন্তব্য করে বলে যে সিঙ্গুরে তৃণমূলের আন্দোলনের সময়ে সিপিআই এম তাদের সমালোচনা করেছিল অতএব পাব্লিক সেক্টরের ইউনিয়ন গুলো, জেগুলো অনেকটাই সিটু বা এ আই টি ইউ সি বা ইউটি ইউ সি র ফেদারেশনের সঙ্গে অ্যাফিলিয়েটেড বা অনেক ক্ষেত্রি একত্রে কাজ করে, তাদের পেট্রোলিয়াম সেকটরে ধর্মঘট করার অধিকার নেই বা সেটা তাদের দ্বিচারিতা। কারণ ইস্যুটা সিপিআইএমের দ্বিচারিতা নয়, ইস্যুটা গণতান্ত্রিক আন্দোলন করার অধিকার। এটা এমনিতে ততটা ইন্টারেস্টিং নয়, কারণ দময়ন্তীর তীব্র সিপিআইএম বিরোধের সঙ্গে আমরা পরিচিত। যেটা ইন্টারেস্টিং ছিল সেটা হল দময়ন্তীর মনে হয়েছিঅ, এরা দু পক্ষই বেসিকালি সমান।
সাম্যের এই রকম ডিরোগেটরি সংজ্ঞার সঙ্গে আমরা অরওয়েল থেকেই পরিচিত, তবে কেস হল আমার মনে হয় এই ক্ষেত্রে দমু র অবস্থান টা সাধারণ ভাবে ধর্মঘট বিরোধী আবাপর ক্লাসিকালের অবস্থানের থেকে আলাদা কিছু নয়। সংগঠিত রাজনীতির বিপক্ষের অবস্থান। শুধু জীবনের অভিজ্ঞতা বা সামাজিক অর্থনৈতিক অবস্থান এই ধারণা দময়ন্তী বা অন্যদের উপহার দেয় নি। এটার পেছনে রয়েছে, মেন স্ট্রীম মিডিয়ার নিরন্তর প্রচার। ট্রেড ইউনিয়নের সেকটারিয়ানিজমের দুঃখ জনক ইতিহাস আরেকটা কারণ হতে পারে।
শ্যামল্দা মাঝে একটা থিসিস নামিয়েছিলেন যে মধ্যবিত্তদের ট্রেড ইউনিয়নের রাজনীতি, রাষ্ট্রায়ত্ত কোং এর কর্মীদের ট্রেড ইউনিয়নের অধিকার, সরকারী কেরাণীদের অ্যাসোসিয়েশন গড়ার অধিকার, বেসিকালি অনৈতিক। এর স্বপক্ষে তিনি দুটি যুক্তি খাড়া করেন, এতে নাকি আসলে গণতন্ত্রের ক্ষতি হচ্ছে কারণ এতে 'আসলে' যারা শোষিত তাঁদের কোমর ভাঙাই থাকছে, বড়লোক 'বাবু' রা সরকারকে এবং দেশকে ব্ল্যাকমেল করতে পারছে। এবং জেনেরালি বলেন, যে একমাত্র সরকারী সংস্থায় এই আপদ আছে, অতএব সরকারী সংস্থা তুলে দিলেই হয়।
এই কথাটা পাড়লাম একটাই কারণে, ধর্মঘটের গণতান্ত্রিক অধিকারকে কতদিক থেকে আক্রমণ সইতে হয় সেটা দেখানোর জন্য। এই জুক্তি গুলোর ট্র্যাপ দুঃখজনক ট্র্যাপ, আমার আজকাল আর অবাক লাগে না, তবে এর পরেও সংগঠিত মধ্যবিত্ত শ্রমিক কর্মচারী রা নিজেরা যতক্ষন না আক্রান্ত হবেন ততক্ষণ কিছুতেই প্লেবিয়ানদের আন্দোলন করর ধর্মঘট করার অধিকার কে সম্পূর্ণ স্বীকৃতি দেবেন না, হলেও দেবেন না কোনো কোন সময়ে, ফোরামের বা ফর্মের বা সংগঠনের অভাবে ডিসরাপশনের দিকে একটা আন্দোলন এগিয়ে গেলে পাতি গাল দেবেন, তুই বেড়াল মুই বেড়াল করবেন।
খুব ই দুঃখজনক।
বহুত কচলিয়ে ফেল্লম , সরি নই।
san | ০৯ জানুয়ারি ২০০৯ ২২:১৬ | 123.201.53.136
দমদি কি অসম্ভব অপটিমিস্ট , আমি শুধু তাই ভাবি
(হয়ে গেল, ঈশান আবার মাস দুয়েকের জন্য স্রেফ উবে যাবে, এ এমনকি আমিও বলতে পারি)
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন