এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • aja | ০৯ জানুয়ারি ২০০৯ ০৪:২০ | 207.47.98.129
  • আটলান্টাতে দেশী দোকানে শিল-নোড়া পাওয়া যায় আর ইঁট মেলে না?
  • Paramita | ০৯ জানুয়ারি ২০০৯ ০৪:১৯ | 63.82.71.141
  • হোম ডিপোতে ফিপোতে দিব্যি ইঁট ফিঁট পাওয়া যায়।
  • Abhyu | ০৯ জানুয়ারি ২০০৯ ০৪:১৯ | 128.192.7.51
  • জানতাম বিশ্বাস করবে না। আমার মাও বিশ্বাস করতে চায় নি। কিন্তু আমার বাবা ভালো করে অর্ডার দিয়ে বালিশ বানিয়ে দিয়েছিল।
  • a x | ০৯ জানুয়ারি ২০০৯ ০৪:১৮ | 143.111.22.23
  • সেকি তাইলে হুইল-চেয়ারের লোকেদের নিয়ে যায় কি করে?

    দাঁড়াও আজ থেকেই কোথাও একটা গিয়ে নিজে নিজে এস্কালেটার চড়ানো অভ্যেস করাবো!
  • Abhyu | ০৯ জানুয়ারি ২০০৯ ০৪:১৭ | 128.192.7.51
  • ভাবছি শিকাগো যাবো।
  • Paramita | ০৯ জানুয়ারি ২০০৯ ০৪:১৭ | 63.82.71.141
  • ডায়াপার ব্যাগ নিবি না, ব্যাগপ্যাক নিবি। ওতে একটু সুবিধা হয়। আর আমব্রেলা স্ট্রলার। ভারীটা নিস না।
  • a x | ০৯ জানুয়ারি ২০০৯ ০৪:১৬ | 143.111.22.23
  • অভ্যু, বিছনা ঝাড়ার ঝাঁটা আর ফুলঝাড়ু আনো নাই?
  • m | ০৯ জানুয়ারি ২০০৯ ০৪:১৫ | 12.217.30.133
  • অক্ষ,ওটাই তো মজা,কুড়ি টা সিঁড়ির জন্যে এলিভেটর থাকে না।
  • nyara | ০৯ জানুয়ারি ২০০৯ ০৪:১৫ | 64.105.168.210
  • মিটিং ক্যান্সেলড।
  • nyara | ০৯ জানুয়ারি ২০০৯ ০৪:১৪ | 64.105.168.210
  • মাইমা অসুস্থ শিশু নিয়ে এত হটটংটং করে বেড়ান কেন?

    তবে বাচ্চার দুধ ও সিকিউরিটি নিয়ে আমার বউয়ের একটা গল্প আছে। কখনও যদি মিটিং থেকে বেরোতে পারে বলবে 'খন।
  • aja | ০৯ জানুয়ারি ২০০৯ ০৪:১৪ | 207.47.98.129
  • অক্ষকে একা বাচ্চা নিয়ে ট্রাভেল করার যন্তন্না পোহাতে হবে না বাচ্চাটাকে অক্ষের সাথে একা ট্রাভেল করার যন্তন্না পোহাতে হবে?

    মাই বিগ মাউথ...
  • Paramita | ০৯ জানুয়ারি ২০০৯ ০৪:১৪ | 63.82.71.141
  • ডোমেসটিকে বছরখানেক আগে গরম জল আর বরফ একসঙ্গে নিয়ে ঢুকতে চাওয়াতে যা হয়েছিল পুরো খোরাক। বলল, ইউ শুড নট রিকোয়ার আইস অ্যান্ড হট ওয়াটার টুগেদার ফর দা বেবি। বেবির খাতিরে হয় তুমি বরফ নিতে পারো নয় গরম জল। দুটো তোমার লাগা সম্ভব নয়। অনেক করে প্রসেস বোঝানো সত্বেও তার মাথায় ঢুকলো না, শেষে দুত্তেরি বলে গরম জল বিসর্জন দিয়ে বরফ নিয়ে ঢুকলাম। তারপর ভেতরে দয়ালু স্টারবাক্স গরম জল ভরে দিল।
  • Abhyu | ০৯ জানুয়ারি ২০০৯ ০৪:১৩ | 128.192.7.51
  • তোমরা কি বিশ্বাস করবে যে আমি একবার দেশ থেকে চারখানা ইঁট (খাট উঁচু করব বলে) আর দুটো পাশবালিশ এনেছিলাম?
  • a x | ০৯ জানুয়ারি ২০০৯ ০৪:১২ | 143.111.22.23
  • যেখানে চলমান সিঁড়ি থাকে, সেখানে এলিভেটরও থাকে তো। বাচ্চা প্লাস জিনিসপত্র নিয়ে এলিভেটরে ওঠনা কেন?

    এই একা বাচ্চা নিয়ে ট্রাভেল করার যন্ত্রণাটা আমাকে অচিরেই পোহাতে হবে।
  • m | ০৯ জানুয়ারি ২০০৯ ০৪:০৯ | 12.217.30.133
  • একটা কথা মনে পড়ে গেলো- এইবার যাবার সময় জার্মানিতে টার্মিনাল চেঞ্জ করতে করতে হবে- বোধহয় প্রায় মাইল দুয়েক হাঁটা- সঙ্গে অসুস্থ বাচ্চা,কাঁধে ব্যাগের বস্তা। পথে অন্তত চারবার চলমান সিঁড়ি ছিলো। শিকাগো থেকে একমহিলা আমার সঙ্গেই এলেন,কোলে ১১ মাসের মেয়ে,হাতে এক স্ট্রলার-কাঁধে ব্যাগ- দিল্লি যাবেন।পথি মধ্যে আবার একবার সিকিউরিটি চেকিং এর খপ্পরে পড়লাম। মহিলার সঙ্গে বোতলে মাতৃদুগ্‌ধ ছিলো-এগারো মাসের মেয়েকে নিয়ে উনি বোঝাতেই পারলেন না যে বাচ্চা এখনো মার দুধ খায়-ফেলে দেবার চাইতে শেষে খানিকটা সেটাই খেয়েই তিনি বোঝাতে পাল্লেন ওটি কোনো ক্ষতিকারক পদার্থ নয়।
  • Abhyu | ০৯ জানুয়ারি ২০০৯ ০৪:০৮ | 128.192.7.51
  • আহা অক্ষদি, আমার তো এখনো ব্যাগ হারায়নি। হারালে হয় তো আসল রূপ বেরিয়ে পড়বে। প্রার্থনা করি যেন না হারায়। ন্যাড়াদার কথামতো বই থাকলেও।
  • aja | ০৯ জানুয়ারি ২০০৯ ০৪:০৮ | 207.47.98.129
  • একবার সুইডেনে একটা টক দিতে গিয়ে এসএএস চরেছিলাম। তা ওরা বলগা হরিণের মাংস খাইয়েছিল। বাড়ী ফিরে সেই গল্প করেছিলাম। তাতে আমার ছোট মেয়ে ভ্যাঁ করে কেঁদে দিয়েছিল - বাপী রুডলফকে খেয়ে ফেলেছে। এবারে আর সান্তা আসবেনা।
  • a x | ০৯ জানুয়ারি ২০০৯ ০৪:০৭ | 143.111.22.23
  • আমার ব্যাংককে চোদ্দ ঘন্টা লে ওভার ছিল, আমাকে হোটেল ইত্যাদি কিছু দিলনা, আমি পচ্ছানন নাম্নী গাইড মহিলা কে নিয়ে ব্যাংকক ঘুরে দেখলাম আর রাস্তার ধার থেকে বিভিন্ন প্রকার জন্তুর মাংসের সাটে এবং রাত্তিরে এক ঝুপসি দোকানের ট্যালটেলে মাছের ঝোল ভাত খেয়ে ভালোই কাটালাম।
  • Binary | ০৯ জানুয়ারি ২০০৯ ০৪:০৬ | 198.169.6.69
  • আমার আবার ৮/১০ ঘন্টার ফ্লাইটে মাল খেলে পেটজ্বালা-বুকগ্বালা-মাথাব্যাথা-কোমড়ব্যাথা সব একসঙ্গে করে। তাই মাল খাই না।
  • aja | ০৯ জানুয়ারি ২০০৯ ০৪:০৩ | 207.47.98.129
  • থাই এয়ারের ঐ ব্যা-ক প্লেনটাতে নির্লজ্জের মত হুইস্কি খাওয়া যেত। কেন না পাশের লোকটা সবসময়েই আমার চেয়ে বেশী খেত।
  • Binary | ০৯ জানুয়ারি ২০০৯ ০৪:০২ | 198.169.6.69
  • চিকেনে কেসটা খুব কমন। এরা বয়স্ক মহিলাদের মাংস বুঝাতে, মুউমুউ (গোরু), ওয়াঁঙ্ক ওয়াঁঙ্ক (শুকর), আর কোঁক-কোঁক (চিকেন) হামেসা-ই বলে থাকে।
  • a x | ০৯ জানুয়ারি ২০০৯ ০৪:০২ | 143.111.22.23
  • ও ফ্লাইট বাম্প করলে তো বেশ মজা, স্পেশালি যদি রিসিভ করার জন্য লোক দাঁড়িয়ে আছে টাইপের ঝামেলা না থাকে। একটু কয়েক ঘন্টা পরের ফ্লাইটে যাও, নগদ টাকা, লাঞ্চ কুপন সব দেবে। আমার এক বন্ধু এয়ারপোর্টে গেলেই আগে গটগট করে সামনে এগিয়ে গিয়ে জানিয়ে দেয়, ওকে যেন প্লিজ বাম্প করানো হয়। ওর বাড়ি যাবার কোনো তাড়া নেই।
  • nyara | ০৯ জানুয়ারি ২০০৯ ০৪:০২ | 64.105.168.210
  • আমি প্রথমবার যখন আসছি, সস্তার টিকিট কেটেছিলাম বুলগেরিয়ান এয়ারলাইনে। তখন কলকাতা থেকে ছাড়ত। বাংলা সিনেমার নায়কের মতন টাটা করে, সকলকে চোখের জলে ভাসিয়ে এয়ারপোর্টে ঢুকে গেলাম। ঘন্টাখানেক বাদে সুটকেস ঠেলতে ঠেলতে বেরিয়ে এলাম। ওভারবুকিং-এ জায়গা নেই। পরেরদিন ট্র্যাভেল এজেন্ট 'ওরিয়েন্টেশন আছে'-ফাছে বলে সুইস এয়ারে তুলে দিল। খাসা আরামের যাত্রা। খালি আনকোরা দেহাতি ছিলাম বলে ঠিক কতটা ভাল সেটা বোঝা গেল না। তবে নামমাত্র মূল্যে সুইস এয়ারে তো চড়া গেল!
  • Binary | ০৯ জানুয়ারি ২০০৯ ০৩:৫৭ | 198.169.6.69
  • ভাল -ও আছে। কোপেনহাগেন থেকে প্যারিস যাওয়র সময়, এয়ার ফ্রান্স, ওভার দুকিং এর জন্য জায়গা দিতে পারেনি। দেড় ঘন্টা পরের, নেক্সট ফ্লাইটে বুকিং দিয়েছিলো আর দামের প্রায় পুরোটা-ই ফেরৎ দিয়েছিলো , কম্পেন্সেশন হিসাবে।
  • a x | ০৯ জানুয়ারি ২০০৯ ০৩:৫৭ | 143.111.22.23
  • ব্যাংককের ওটা থাই-এয়ার্সের ছিল।

    অভ্যু, আমি নিজে লুফৎকে মেল করেছি কাস্টমার রিলেশনে। সব ট্যাগ নম্বর টম্বর দিয়ে। কোনো উত্তর নাই।
  • Paramita | ০৯ জানুয়ারি ২০০৯ ০৩:৫৭ | 63.82.71.141
  • একি, অক্ষর পোস্ট যেটার উত্তরে লাস্ট পোস্টটা লিখলাম কোথায় গেল? আবার সে বাগ এসেছে ফিরিয়া।
  • nyara | ০৯ জানুয়ারি ২০০৯ ০৩:৫৬ | 64.105.168.210
  • কম্পেন্সেশন যদি পাউন্ড ধরে হয় তবে একবার ফেরার সময় সুটকেস হারালে খারাপ হয়না। মূলতঃ নতুন বই থাকে। কাজেই সলিড ভারী হয়। আর নতুন বই জেনেরালি রিপ্লেস করা সোজা।
  • Abhyu | ০৯ জানুয়ারি ২০০৯ ০৩:৫৬ | 128.192.7.51
  • কে এল এম-ও খুব ভালো। আগে কলকাতা থেকে ছাড়ত। একবার আমার পাশের ভদ্রমহিলা ওদের উরুশ্চারণে চিকেন বুঝতে পারে নি বলে হাত নেড়ে ডানার মতো করে দেখিয়ে এয়ার হোস্টেস "কুরুক" পর্যন্ত বলেছিল।
  • Paramita | ০৯ জানুয়ারি ২০০৯ ০৩:৫৫ | 63.82.71.141
  • ব্যাংকক থেকে কলকাতা ফ্লাইটটা কোন এয়ারলাইনের ছিল? ঐ লোকেদের সঙ্গে প্রচুর জামাকাপড় ঠাসা বিশালাকৃতি বস্তা ছিল কি? ওটা ওদের প্রাত্যহিকী। দমদমে ওদের প্রচুর ধরে আর পয়সা নিয়ে ছেড়ে দেয়। আর প্লেনে উঠে বেলা বারোটার সময় "হুইস্কি লাও" টাইপের অর্ডার শুরু হয়ে যায় - সেইটা বেশ বাজে লাগে।
  • aja | ০৯ জানুয়ারি ২০০৯ ০৩:৫৪ | 207.47.98.129
  • পূব দিয়ে গেলে আমি রয়াল জর্ডানিয়ানে যেতুম। হজ যাত্রীদের সাথে গপ্পো করতে করতে বেশ যাওয়া হত। আর প্লেনটাকে একটু ট্রেনের মতও লাগত।
  • Binary | ০৯ জানুয়ারি ২০০৯ ০৩:৫৩ | 198.169.6.69
  • সুটকেসের হ্যান্ডেল আমার পচ্চুর ভেঙ্গেছে। ওটাকে আমি ভাঙ্গার মধ্যেই ধরিনা। সুধু হাতল ভাঙ্গা সুটকেশ লাগেজকার্টে তুলতে একটু কসরত করতে হয় এই যা। আর ইসে, একবার ব্রিটিশে, এক প্রৌড় দম্পতি কে, নন-ভেজ না পাওয়ার জন্য, ফ্লাইট অ্যাটেনডেন্টের সাথে প্রায় বাপ-মা তুলে খিস্তি মেরে ঝগড়া করতে শুনেছি।
  • aja | ০৯ জানুয়ারি ২০০৯ ০৩:৫২ | 207.47.98.129
  • সিঙ্গাপুর সত্যি বড্ড ভাল। পশ্চিম দিয়ে গেলে ওনার জুড়ি নেই।
  • Abhyu | ০৯ জানুয়ারি ২০০৯ ০৩:৫২ | 128.192.7.51
  • এই আমি অনেকবার লুফৎ-এ গেছি। দেশে এবং আমার বউ ইউরোপেও গেছে। খুবই ভালো এক্সপেরিয়েন্স। একবার দেরি হয়েছিল বলে দেশে ফোন করতে দিয়েছিল, অনেক টাকার ফুড কুপন দিয়েছিল আর হিল্টনে রেখেছিল। লাগেজও সব ঠিক ছিল।

    শুধু তারপরে আমি যখন হিল্টনে রাত কাটানোর জন্যে ডেল্টার মাইল চেয়েছিলাম তখন একটু বেজার হয়েছিল। তবে আমি কিছু মনে করি নি।
  • a x | ০৯ জানুয়ারি ২০০৯ ০৩:৪৬ | 143.111.22.23
  • ন্যাড়াদাবাবু - লুফৎ।
  • Paramita | ০৯ জানুয়ারি ২০০৯ ০৩:৪৫ | 63.82.71.141
  • প্রথমবার তো পশ্চিম দিয়ে যাই নি। পশ্চিম থেকে ভাড়া কম বলে তো জানি না - সিঙ্গাপুর এয়ারলাইনসে এমনি সময়ে তেরো থেকে চোদ্দ আর পিক সিজনে পনেরো থেকে কুড়ি যাখুশী হতে পারে।
  • nyara | ০৯ জানুয়ারি ২০০৯ ০৩:৪৪ | 64.105.168.210
  • অক্ষদিদির শেষ লোমহর্ষক গল্পটা কোন এয়ারলাইনের?
  • a x | ০৯ জানুয়ারি ২০০৯ ০৩:৪২ | 143.111.22.23
  • পশ্চিম দিক থেকে পয়সা কম হওয়ার কথা না? এয়ার-টাইমও তো কম?
  • Paramita | ০৯ জানুয়ারি ২০০৯ ০৩:৩৯ | 63.82.71.141
  • প্রথমবার শিকাগো থেকে রোমানিয়ান এয়ারলাইনেস ধরেছিলাম, সাড়ে আটশো টাকা ভাড়া ছিল। কি মিষ্টি দেখতে এয়ারহোস্টেস, কি ভালো খাবার, কি ভালো কানেকশান, বাচ্চা নিয়ে কেসটা কেমন তা পরীক্ষা করবার উপায় ছিল না কিন্তু কম পয়সা নিয়েছিল বলে সব ভালো লেগেছিল। শুধু অত সুন্দর মহিলাদের দাঁতগুলো কেমন তা একবারও দেখার সৌভাগ্য হয় নি। দিল্লি থেকে কলকাতা খুব ভালো রসোগোল্লা খাইয়েছিল তাও মনে আছে। তরপর এয়ারলাইনটা উঠে গেল।
  • a x | ০৯ জানুয়ারি ২০০৯ ০৩:৩৮ | 143.111.22.23
  • এদিকে আসার সময় কিছু হয়নি। ওদিকে যখন ফেরত গেল জনতা। কনভেয়ার বেল্টের সামনে রাত দুটোয় দাঁড়িয়েই আছে, দাঁড়িয়েই আছে, মাল আর আসেনা। শেষে খালি বেল্ট ঘুরছে। কমপ্লেন করতে গেল। দুটোই মিসিং। কথা বলাকালীন, একজন একটা সুটকেস এনে দিল, বলল আনক্লেমড ছিল, যেটা হতে পারেনা। একখানি সুটকেস নিয়ে বাড়ি এসে দেখে তার zipperএর এমন হাল যে সব বেরিয়ে যায়। আরেকখানি দুই দিন বাদে পরের ফ্লাইটে এল। জনতা যারা নিয়ে এল, তাদের সামনেই খুলে চেক করতে গিয়ে দেখে, বেশ কিছু চকোলেট, লোকেদের জন্য নিয়ে যাওয়া জিনিসপত্র আর জামা কাপড় নেই।

    প্রথমে বলল ফর্ম ফিলআপ ইত্যাদি করুন। করা হল, বলে রসিদ দেখান। গিফট আর পুরোনো জামাকাপড়ের অবশ্যই রসিদ নেই। তখন বলে রসিদ নেই, আদ্ধেক টাকা দেব। তাই দে। এখন বলে তাও দেবোনা। কখন কোথায় কি হয়েছে আমরা জানিনা। এবং আরো মজার হল, এখন অস্বীকার করছে যে পরের ফ্লাইটে এসেছে।

    জিপ ভাঙ্গা সুটকেস নিয়ে গেছে রিপেয়ার করে দেবে বলে, মনে হয়না ও সুটকেসের আর দেখা পাওয়া যাবে।
  • nyara | ০৯ জানুয়ারি ২০০৯ ০৩:৩৭ | 64.105.168.210
  • আমরা চিরকাল সিঙ্গাপোরে যাই। খুবই ভাল। জিনিস-টিনিস হারায় না। শুধু এবার স্যান ফ্র্যান্সিসকো-সিঙ্গাপোর লেগটার সার্ভিস কিঞ্চিত নিরেস ছিল, সিঙ্গাপোরের স্ট্যান্ডার্ডে।
  • nyara | ০৯ জানুয়ারি ২০০৯ ০৩:৩৫ | 64.105.168.210
  • পরের বার এমিরেটসে যাব ভাবছি। এমিরেটসের খারাপ কী কী?
  • a x | ০৯ জানুয়ারি ২০০৯ ০৩:৩০ | 143.111.22.23
  • বৃটিশ কে আমার আদ্যোপান্ত রেসিস্ট লেগেছিল।
  • a x | ০৯ জানুয়ারি ২০০৯ ০৩:২৯ | 143.111.22.23
  • এয়ার এক্সপেরিয়েন্সের যদি লিস্টি বানাতে হয়, তাইলে খারাপ থেকে ভালো তে আমার অভিজ্ঞতায় -

    এয়ার-ইন্ডিয়া
    বৃটিশ এয়ারওয়েস
    থাই এয়ার
    এমিরেট্‌স

    এমিরেট্‌স-এর সব ভালো, খাওয়া দাওয়া, ব্যভার, টাইম মেন্টেন, জিনিস হ্যান্ডলিং।

    আর ঐ ম'র অভিজ্ঞতা আমারও আছে।

    তবে কিছু জিনিস দেখেছিলাম ব্যাংককে। ব্যাংকক টু কলকাতা ফ্লাইট যেই অ্যানাউন্সড হল, হুড়্‌মুড় করে লোকে গেটে বাস ধরার মত লাইন দিতে ছুট লাগাল। যেন আগে উঠলে তবেই সীট পাবে! তারপর সেকি হুজ্জোতি হ্যান্ড-লাগেজ নিয়ে। এয়ারপোর্টেই এত এত বাজার করেছে, এবার হয় ভারী নয় একস্ট্রা। লাগেজ লুকিয়ে নিয়ে যাবার চেষ্টা করছিল, অন্য অচেনা সহযাত্রী কে বলছে তার কিছু জিনিশ যদি একটু ঢুকিয়ে নেয়, একটা লোক তো খালি পালিয়ে পালিয়ে যাচ্ছিল, এ জিনিস না দেখলে বোঝানো যাবেনা।
  • m | ০৯ জানুয়ারি ২০০৯ ০৩:২১ | 12.217.30.133
  • আমার বৃটিশের অভিজ্ঞতা আরো খারাপ ভেবে গতদুবার লুফু তে গেলাম- এখন তো আর চাইলেও বৃটিশে যাবার উপায় নাইঃ((
  • Ishan | ০৯ জানুয়ারি ২০০৯ ০৩:১৯ | 12.163.39.254
  • এবার কলকাতায় আমাকে একজন বলল, তার সুটকেস হারায়নি, ঠিক সময়ে এসেই পৌঁছেছে, ভিতরে সব মালপত্রও ইনট্যাক্ট আছে। শুধু বাক্সের ভিতর থেকে বেচারির নিজের লিখা কবিতার বইগুলো হাপিস। ঃ)

    ডিঃ আমি বিশ্বাস করি নাই।
  • Binary | ০৯ জানুয়ারি ২০০৯ ০৩:১৫ | 198.169.6.69
  • ম-এর এইটাতে এক্কেবারে ডিট্টো। তবে সেটা আলাদা করে লুফ্‌ৎ নয় সক্কল এয়ারলাইন্স। নিজেই দেখেছি, লন্ডন থেকে কোলকাতা-র ফ্লাইট-কে কি রকম রিফিউজির মত ট্রিট করে।
  • m | ০৯ জানুয়ারি ২০০৯ ০৩:০৮ | 12.217.30.133
  • লুফু সম্পর্কে দুচাট্টি কথা।

    কোলকাতা থেকে জার্মানি বা জার্মানি থেকে কোলকাতা যাবার প্লেন,খাবার,পরিষেবা সমস্তই আমেরিকা থেকে জার্মানি যাওয়া বা ফেরার থেকে খারাপ।

    এয়ারপোর্টের মধ্যে ছোট বাচ্চা নিয়ে কোনো অসুবিধা হলে 'ভগবান' ই একমাত্র অবলম্বন।

    কোলকাতায় এইবার দেখলাম,একদল সাহায্যকারী (বুকে ব্যাজ আঁটা)দাড়িয়ে আছে।সাদা চামড়া নাহলে শিশু কোলে মহিলা বা অশক্ত-বৃদ্ধ লোকজন তাদের চোখেই পড়ছে না।

    এসব কিছুর পরেও শিকাগো থেকে বাড়ি যাবার জন্যে আমাদের 'উনি ই ভরসা।
  • pi | ০৯ জানুয়ারি ২০০৯ ০২:২৪ | 128.231.88.7
  • মন্দার বাজারে দুদি কেবল রাগের উপন্যাসের ই রেকুইসিশান দিলে ?
    রাগিণী বাদ ?!
    মেল শভিনিজম কেমন মন্দমন্থরে মেয়েদের অবচেতনেও ছায়া ফেলছে, হায় ! ঃ(
  • Binary | ০৯ জানুয়ারি ২০০৯ ০১:০৪ | 198.169.6.69
  • ভারতবর্ষথেকে ডোমেস্টিক থেকে ইন্টারন্যাশনাল থ্রু চেকইন করলে নির্ঘাত লাগেজ হারাবে। সেটা সুধু লুফান্সার একার প্রবলেম নয়। অমি একবার কেলএম-এ থ্রু করেছিলাম কোপেন্‌হাগেন থেকে। অ্যামস্টারডাম-দিল্লি-কোলকাতা। দিল্লি-কোলকাতা জেট। তো দিল্লিতে নেমে ভাবলাম লাগেজ নিতে হবে না তো, একটু আয়েস করে ডমেস্টিকে চলে যাই। ৩ ঘন্টা এদিক-ওদিক করে, ডোমেস্টিকের বাস ধরার আগে, কি মনে করে একবার বেল্টের কাছে গেছি, দেখি লাগেজ বাথ্রুমের পাশে জমা করা আছে। না দেখলে সিওর গুম হয়ে যেত।
  • aja | ০৯ জানুয়ারি ২০০৯ ০০:৫৫ | 207.47.98.129
  • হুম্‌ম্‌। এরকম একটা ব্যাপার ব্রিটিশ আমার গিন্নির সাথে করেছিল।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত