এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arijit | ০৬ জানুয়ারি ২০০৯ ১০:৩৮ | 61.95.144.123
  • ক্যারেক্টার এনকোডিং সেট করতে হয় (বাংলালাইভের জন্যে) - ISO-8859-1
  • Binary | ০৬ জানুয়ারি ২০০৯ ১০:৩৭ | 70.64.8.206
  • আরে হ্যাঁ, নিজামের বীফ কাবাব, ভুলেই গেছিলাম। তারপর সুমন যখন গাইল ' প্রথমবার নিজামে গিয়ে কাবাব ভরপেট', তখন সুমনের ফ্যান হয়েছিলাম।
  • Somnath | ০৬ জানুয়ারি ২০০৯ ১০:৩৬ | 85.154.255.46
  • অরিদা, বা আর কেউ,

    একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। উইন্ডোজ-এ ফায়ারফক্সে বাংলালাইভ - মজলিশ পড়তে গেলে বংলাফন্টনর্মাল টা ফন্ট ফোল্ডারে ফেলা ছাড়া আর কি করতে হয়?

    শুধু ফন্ট ইন্সটল করে আমার প্রচুর বক্স আর কিছু কিছু বাংলা অক্ষর আসছে এখন।
  • Arijit | ০৬ জানুয়ারি ২০০৯ ১০:৩৩ | 61.95.144.123
  • কিছু ঠিক নাই/করিনি মামী। ভালো লাগছে না - একমাত্র ওটাই কনস্ট্যান্ট।
  • Arijit | ০৬ জানুয়ারি ২০০৯ ১০:৩৩ | 61.95.144.123
  • আমিনিয়ার বিরিয়ানি আমার অতটা ভালো লাগেনি। বরং করিমস ঢের ভালো। খোদ হায়দ্রাবাদে গিয়ে হায়দ্রাবাদি বিরিয়ানি খেয়ে দেখতে হবে - অন্যত্র হায়দ্রাবাদি বিরিয়ানি অতিশয় ঢপের।

    এই টাইপের সিনেমা দেখে খাওয়া আমরাও খেয়েছি কলেজে পড়াকালীন। আর ছিলো নিজামে বীফ কাবাব, পরোটা আর ফিরনি।
  • m | ০৬ জানুয়ারি ২০০৯ ১০:৩২ | 12.217.30.133
  • আবার অতলান্তিকের এদিকে আসবে মনে হচ্ছে- কবে কবে?
  • Binary | ০৬ জানুয়ারি ২০০৯ ১০:২৮ | 70.64.8.206
  • আমার তো আমিনা-র বিরিয়ানিটাই মনে আছে। তাও কত্ত যুগ আগে। গ্লোবে 'ফার্স্ট ব্লাড' দেখে, আমিনায় বিরিয়ানি। যমুনায় 'আল দ্যাট জ্যাজ' দেখে ফ্রীস্কুল স্ট্রীট দিয়ে হেঁটে হেঁটে ধর্মতলায়ে এসে 'ইন্দ্র মহলে' চানা বাটূরা। টাইগারে 'জায়েনট্‌স ওফ ব্রাজিল' দেখে র‌্যালিস-এ কুল্পি। তারপর, পকেটে বাসভাড়া না থাকায় হেঁটে হেঁটে বাড়ি।

    টাইগার হলটা উঠে গেল কব্বে !!!!
  • Arijit | ০৬ জানুয়ারি ২০০৯ ১০:২৪ | 61.95.144.123
  • টেঁসে যাবো বলিনি তো। টিঁকবো কিনা জানি না। টিঁকলে খাওয়াবো।
  • m | ০৬ জানুয়ারি ২০০৯ ১০:২২ | 12.217.30.133
  • অরি!!!
    না হয় একটু বিরিয়ানিই খাবো বলেছিলুম,তাই বলে তুমি টেঁসে যাবার ভয় দেখাবে!!!!
  • Arijit | ০৬ জানুয়ারি ২০০৯ ১০:১৭ | 61.95.144.123
  • আর খোদ আরেন্টিস্যার থাকতে তুমি হরিদাস পালের কাছে আরেন্টিস্যারের অটোগ্রাফ চাইতে যাবে?
  • Arijit | ০৬ জানুয়ারি ২০০৯ ১০:১৬ | 61.95.144.123
  • হুঁ, যদি টিঁকি।
  • m | ০৬ জানুয়ারি ২০০৯ ১০:১১ | 12.217.30.133
  • যাক,কোলকাতা গিয়ে অরির হাতের বিরিয়ানি না খেয়ে আমি মোগলাই খানা স্পর্শ করবই না।

    সবাইইইইই আমার এই প্রতিজ্ঞাআ টা শুনে রাখো।
  • Arijit | ০৬ জানুয়ারি ২০০৯ ১০:০৭ | 61.95.144.123
  • কেন সামরানের দেওয়া রেসিপিও আছে, মামীর ঘরে চুলো-হাতা-খুন্তি-হাঁড়িও আছে। আম্রিকায় ভেড়াও পাওয়া যায়, বাসমতি চালও। তো?

    (সামরানের ওই রেসিপিতে তৈরী বিরিয়ানির চেয়ে ভালো বিরিয়ানী আর কোথাও খাই নি - এটা সিরিয়াস ডিসক্লোজার)
  • m | ০৬ জানুয়ারি ২০০৯ ১০:০৬ | 12.217.30.133
  • আমি যদি এখানে বসে করিম কি সাবিরের জন্যে ফেন্দি ফেলি লোকে কি বলবে!!অ্যাঁ!

    সাবরি বেঁচে থাক।ফিরে গিয়ে না হয় সাবরির নামে দুয়ো দেবো।
  • Arpan | ০৬ জানুয়ারি ২০০৯ ১০:০৫ | 216.52.215.232
  • উঃআঃ মহাদেশে আর সাবরির থেকে বেটার কী পাবা?
  • Arijit | ০৬ জানুয়ারি ২০০৯ ১০:০২ | 61.95.144.123
  • ধেৎ, করিমস, সাবির ছেড়ে কোথাকার ডেভনে সাবরিঃ-( তাও ডেভনের ক্লটেড ক্রীম বল্লে কাজে দিত।
  • Arpan | ০৬ জানুয়ারি ২০০৯ ০৯:৫৯ | 216.52.215.232
  • ডেভনের সাবরি। আহা।
  • m | ০৬ জানুয়ারি ২০০৯ ০৯:৫৫ | 12.217.30.133
  • তিমি,
    তুমি কলিকাতায় তো?আহার বিহার-বৈবাজার কেমন চলছে?
  • m | ০৬ জানুয়ারি ২০০৯ ০৯:৫৪ | 12.217.30.133
  • এইমাত্র ঋতুপন্নোর দোসর দেখে ফেল্লাম-ওফ্‌।
  • m | ০৬ জানুয়ারি ২০০৯ ০৯:৫৩ | 12.217.30.133
  • সাবির নহে অরি, উহা ডেভনের আদি অকৃত্রিম সাবরি।
  • Binary | ০৬ জানুয়ারি ২০০৯ ০৯:৪৭ | 70.64.8.206
  • মাইরি ??? ট্যান = সি ??? যুগে যুগে আবির্ভাব বহুরূপে। নাকি ?
  • Arijit | ০৬ জানুয়ারি ২০০৯ ০৯:৪৬ | 61.95.144.123
  • মামী - সাবরি না সাবির?
  • Binary | ০৬ জানুয়ারি ২০০৯ ০৯:৪৪ | 70.64.8.206
  • উল্‌স্‌স্‌সঃ বিরিয়ানি কতা মনে করাইলে মন কেমন করে।

    ধন্যবাদ।
  • Tim | ০৬ জানুয়ারি ২০০৯ ০৯:২৮ | 117.194.224.199
  • ""অটোর সাথে অটো-কারিতা""ও মন্দ হতো না হিব্রামের গপ্প হিসেবে। ঃ)
    ট্যান এরম সিরূপ ধরে আছে ক্যানো?
  • m | ০৬ জানুয়ারি ২০০৯ ০৮:০৪ | 12.217.30.133
  • সবাই কে শুভ নববর্ষ।
  • m | ০৬ জানুয়ারি ২০০৯ ০৭:৫৭ | 12.217.30.133
  • বাইনারি,জন্মদিনের শুভেচ্ছা।দেরিতে হলেও একপ্লেট সাবরি র বিরিয়ানি দিলামঃ)
  • aja | ০৬ জানুয়ারি ২০০৯ ০৫:১২ | 207.47.98.129
  • বরুণ সেনগুপ্তের ভূত ভাইরাস হয়ে বত্তমান সাইটে ঘোরাঘুরি করছে?
  • Binary | ০৬ জানুয়ারি ২০০৯ ০৪:১৫ | 198.169.6.69
  • ও হ্যাঁ ধন্যবাদ।
  • Du | ০৬ জানুয়ারি ২০০৯ ০৩:৩৭ | 71.164.162.153
  • মেকাফে না দেখালেও , ওখান থেকে কজন ভাইরস পেয়েছে সম্প্রতি।
    এই সুযোগে জন্মদিনের শুভেচ্ছাও জানিয়ে যই।
  • c | ০৬ জানুয়ারি ২০০৯ ০৩:০০ | 131.95.30.113
  • শিব্রাম থাকলে কইতেন ---অটো নিয়ে আঁটাআঁটি।
    ঃ-)
  • Binary | ০৬ জানুয়ারি ২০০৯ ০২:৪৩ | 198.169.6.69
  • বত্তমান পত্রিকা খুলতে গেলেই, নর্টন 'ব্লাডহাউন্ড ভাইরাস' ওয়ার্নিং দিচ্ছে। মেকফি-তে কিন্তুক দিচ্ছে না।
  • Binary | ০৬ জানুয়ারি ২০০৯ ০১:৫৪ | 198.169.6.69
  • তখন সোদপুর থেকে অটোয় অটোয় বেলুড়ের আপিশ যেতুম। সোদপুর টু ডানলপ, ডানলপ টু বালিখাল, বালিখাল টু বেলুড়। রোজ অটোয়ালাদের সঙ্গে বাওয়াল। ডানলপ থেকে পঁচজন নাহলে ছাড়েবে না। শালা চার জন নিয়ে বসে আছে তো বসেই আছে। তারপর হুড়ুম করে একটা ৫১/৫৬ এল আর আমরা দুদ্দাড়িয়ে অটোথেকে নেমে ছুটলাম। তো অটোয়ালা, বাসের কন্ডাকটারকে নামিয়ে খিস্তি। আমাদের-ও বাপ-মা তুলে খিস্তি। যদি খিস্তি খাস্তা-র ভয়ে কোনোদিন অটোতেই বসে রইলাম, সেদিন আরো কেলো, কারণ আগের চারজনের দুজন ৫১/৫৬ তে কেটে পরেছে। আবার, খুচরো নিয়ে বাওয়াল। ২.৫০ টাকা বাবুদের গুনে গুনে দিতে হবে। ১০ টাকা দিলে ঝামেলা। আবার বালিহল্টের অটোতে উঠে বালিখালে নেমে পড়লে হবে না, পুরো বালিহল্টের ভাড়াই (৫টাকা) দিতে হবে।
  • Du | ০৬ জানুয়ারি ২০০৯ ০০:২২ | 67.111.229.98
  • যত দিদি বোন - হবে
  • siki | ০৫ জানুয়ারি ২০০৯ ২০:৫৬ | 122.162.83.109
  • তখুন থেকে কী রে, আমি জম্মো থেকে ডাইভার্জিত, অতি মার্জিত।
  • Blank | ০৫ জানুয়ারি ২০০৯ ২০:৩৯ | 59.93.244.165
  • তখুন থেকে সিকির ছরানোর ট্র্যাডিশান ঃ)
  • siki | ০৫ জানুয়ারি ২০০৯ ২০:৩০ | 122.162.83.109
  • শীলা দীক্ষিত এই একটা কাজ করে দিয়েছিলেন, সিএনজি বিপ্লব, কিন্তু তারপরেও অটো ট্যাক্সির মিটারে চলার ব্যাপারে যে আজ পর্যন্ত কেন কোনও টাফ স্ট্যান্ড নিয়ে উঠতে পারলেন না, শীলাজিই জানেন।
  • siki | ০৫ জানুয়ারি ২০০৯ ২০:২৫ | 122.162.83.109
  • সবাই সারাদিন কী সুন্দর ভাট মারল! আমি ক্যাবোল ঘুমোলাম।

    হিরো হন্ডা বাইকে চড়ে ফিমেলবন্ধন ... আ-হা, সেই সব পুরানো সেই দিনের কথা মনে পড়ে যাচ্ছে; মেঘদূত হোটেলের পার্টি, সদ্য গাড়ি চালাতে শিখেছি, পিলিয়নে স্তুতি ভৎস, স্বস্তি হোটেলের সামনে বাম্পার টপকাতে গিয়ে মোটরসাইকেলের স্টার্ট বন্ধ হয়ে গেল, ব্যালেন্স হারিয়ে আমার হিরো হন্ডা অল্প কাৎ, স্তুতির সেই তিড়িং করে লাফিয়ে নামা, তারপরে ভয়ে ভয়ে মেঘদূতে পৌঁছনো, আর রাতের বেলা ভরুণ আগরওয়ালের গাড়িতে করে তার মেট্রো টাওয়ার ফিরে যাওন, আমার পিলিয়ন সীট ফাঁকা ... বো লম্‌হে, বো য়াদেঁ ....
  • stoic | ০৫ জানুয়ারি ২০০৯ ১৭:৫৩ | 160.103.2.224
  • জেরেমি ক্লার্কসন ফিফথ্‌ গিয়ার।
  • Blank | ০৫ জানুয়ারি ২০০৯ ১৭:৩৬ | 203.99.212.224
  • মোয়ার দোকান হলো ক্লাসিক দোকান। ক্লাসিকরা হোম ডেলিভারি করে না
  • shrabani | ০৫ জানুয়ারি ২০০৯ ১৭:২৮ | 124.30.233.101
  • দুর! আজকাল হোম ডেলিভারি না করলে সে দোকান ভাল দোকান হতেই পারেনা!
    এখানে পানের দোকান, সবজিওয়ালা ফুটপাথের ডিম ব্রেড সব মোবাইলয়ালা উইথ হোম ডেলিভারি অপশন!
  • Blank | ০৫ জানুয়ারি ২০০৯ ১৭:২৫ | 203.99.212.224
  • এই রে, কি চাপ। কেউ করে বলে মনে হয় না
  • shrabani | ০৫ জানুয়ারি ২০০৯ ১৭:২৩ | 124.30.233.101
  • ব্ল্যাঙ্ক, তোর বারুইপুরের ভাল মোয়া কেউ হোম ডেলিভারি করে কিনা খোঁজ নিয়ে পারলে জানাস ফোননাম্বার সহ।
  • Arijit | ০৫ জানুয়ারি ২০০৯ ১৭:০৮ | 61.95.144.123
  • অ বোধি - ডাউনিং তো চল্ল বরো ছেড়ে।
  • Sandip | ০৫ জানুয়ারি ২০০৯ ১৬:২৮ | 220.227.64.166
  • অ ! এই সব ব্যাপার! ভলো জায়গয় আস গেছে !!!
  • Blank | ০৫ জানুয়ারি ২০০৯ ১৬:২০ | 203.99.212.224
  • আমার এবারে একটা মারামারি কত্তে ইচ্ছে হলো
  • Blank | ০৫ জানুয়ারি ২০০৯ ১৬:১২ | 203.99.212.224
  • নাহ, হাই উঠছে বড্ড
  • Blank | ০৫ জানুয়ারি ২০০৯ ১৫:৫৯ | 203.99.212.224
  • এখুনো হাই তোলো ক্যান?
  • r | ০৫ জানুয়ারি ২০০৯ ১৫:৫৬ | 125.18.104.1
  • হ্যাঁ হ্যাঁ, আমি রনোর মোয়াই খেলাম।
  • sayan | ০৫ জানুয়ারি ২০০৯ ১৫:৫৪ | 160.83.96.82
  • হাই!
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত