এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • pi | ০১ জানুয়ারি ২০০৯ ০০:০৬ | 128.231.88.5
  • দমদির একটা হ্যাপ কি হ্যাপেনিং এর ক্ষুদ্র রূপ ?

    তবে, আমার তো এই বছরটার জন্য ভারি মন কেমন করছে।
    বরফের দেখা নাই বলে যাওবা একখান কমপ্লেইন ছিল, বছরের শেষ দিনটা সে খেদ ও আর রাখতে দিল নি।
    ওয়েদার ডট কম গোলদারগিরি করছিল বলে যাও বা একটু গাল পাড়ছিলাম, আজ মনে হল, ভাগ্যিস করেছে।
    রোদ ঝকঝকে আকাশের প্রেডিকশান পড়া না থাকলে বেরিয়ে হাঁটতে হাঁটতে শুকনো পাতার সাথে সাদা সাদা বরফকুচিগুলোকে উড়তে দেখে এত অবাক হতাম কি ? এত মজা লাগত কি ?
  • d | ৩১ ডিসেম্বর ২০০৮ ২৩:৪৩ | 117.195.33.178
  • এতদিন অর্কুট আমায় বলে গেল Marry well settled Konnagar girl বলে .... কিছুতেই প্রলুব্ধ হলাম না দেখে আজ দেখি বলছে Marry well settled Pune Girl :-X :-X
    এই বিজ্ঞাপনগুলো বন্ধ করে কি করে ছাই?
  • san | ৩১ ডিসেম্বর ২০০৮ ২৩:৩৮ | 123.201.53.136
  • আমি আর কারুর বানান ভুল /গ্রামারের ভুল ধরাব না।

    নতুন বছরের রেজলিউশন ঃ-))))))
  • d | ৩১ ডিসেম্বর ২০০৮ ২৩:৩৪ | 117.195.33.178
  • "সমৃদ্ধময় হয়ে উঠুক'???
    হোক তালে .... বলছে যকন....

    সব্বইকে হ্যাপ হ্যাপ হ্যাপ্পী নিউ ইয়ার।
  • Arpan | ৩১ ডিসেম্বর ২০০৮ ২৩:২৭ | 216.52.215.232
  • সবাইকে হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরটি শুভ ও সমৃদ্ধময় হয়ে উঠুক।
  • sinfaut | ৩১ ডিসেম্বর ২০০৮ ২৩:০১ | 117.195.196.164
  • শমীক তাড়াতাড়ি সেরে ওঠো।

    সবাইকে হ্যাপি নিউ ইয়ার।
  • san | ৩১ ডিসেম্বর ২০০৮ ২২:৫৫ | 123.201.53.136
  • সায়নদা, অপ্পন, হ্যাপি হোমকামিং ঃ-)))

    সিকি, তাড়াতাড়ি সেরে ওঠো।

    সকলের নতুন বছর খুব ভাল কাটুক।
  • sayan | ৩১ ডিসেম্বর ২০০৮ ২২:৫৩ | 24.0.145.33
  • সবাইকে হ্যাপি নিউ ইয়ার।
    (* সাত ঘন্টা অ্যান্ড কাউন্টিং ...)
  • Du | ৩১ ডিসেম্বর ২০০৮ ২২:১৬ | 67.111.229.98
  • সবাইকে হ্যাপী নিউ ইয়ার, অনেক কল্পনায় ভরুক মন - বাস্তবও পারলে ক্যাচ আপ করুক একটু।
  • Du | ৩১ ডিসেম্বর ২০০৮ ২২:১৫ | 67.111.229.98

  • Why are there so many
    Songs
    about rainbows
    And what's on the other side
    Rainbow's are visions
    They're only illusions
    And rainbows have nothing to hide
    So we've been told and some chose to
    Believe it
    But I know they're wrong wait and see

    Someday we'll find it
    The Rainbow Connection
    The lovers, the dreamers and me

    Who said that every wish
    Would be heard and answered
    When wished on the morning star
    Somebody thought of that
    And someone believed it
    And look what it's done so far
    What's so amazing
    That keeps us star gazing
    What so we think we might see

    Someday we'll find it
    That Rainbow Connection
    The lovers the dreamers and me

    Have you been half asleep
    And have you heard voices
    I've heard them calling my name
    Are these the sweet sounds that called
    The young sailors
    I think they're one and the same
    I've heard it too many times to ignore it
    There's something that I'm supposed to be

    Someday we'll find it
    The Rainbow Connection
    The lovers, the dreamers and me
  • Arpan | ৩১ ডিসেম্বর ২০০৮ ২০:৫৯ | 208.57.131.4
  • হু।

    কিন্তু তুমি কেমন আছো?
  • siki | ৩১ ডিসেম্বর ২০০৮ ২০:৩৩ | 122.162.84.47
  • অর্পণ আজ উড়ছো না?
  • Suvajit | ৩১ ডিসেম্বর ২০০৮ ২০:৩৩ | 121.221.72.120
  • অস্ট্রেলিয়ায় নতুন বছর এসে গেল। সব্বাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। স্বাগত ২০০৯।
  • Arpan | ৩১ ডিসেম্বর ২০০৮ ১৯:০৫ | 208.57.131.4
  • এঃ অরিজিত দেখছি কলকাতার কিস্যু চেনেনা।
  • h | ৩১ ডিসেম্বর ২০০৮ ১৭:১৫ | 203.99.212.224
  • ভাট বিষয়ে।
  • Arijit | ৩১ ডিসেম্বর ২০০৮ ১৭:১৪ | 61.95.144.123
  • বাড়ি গেলুম - মানে ফুলবাগান আগে, তাপ্পর বাড়ি। রাস্তায় ফ্লুরিজ পেলে কেক। হ্যাপি নিউ ইয়ার সকলকে।
  • biman | ৩১ ডিসেম্বর ২০০৮ ১৭:১৩ | 203.110.243.21
  • কি বিষয়ে যে আলোচনা চলছে কিছুই বুঝতে পরছিনা।
  • Blank | ৩১ ডিসেম্বর ২০০৮ ১৭:০৩ | 203.99.212.224
  • মেল দেখো অজ্জিত দা
  • Arijit | ৩১ ডিসেম্বর ২০০৮ ১৭:০০ | 61.95.144.123
  • না। ওটিডিসি-র একখান এজেন্ট আছে ওখানে। কোনারকে যাত্রীনিবাস ফোনে টেন্টেটিভ বুকিং করে তাপ্পর এজেন্টের কাছে গিয়ে বিল মেটালে কনফার্ম হয়। আর রম্ভার পান্থনিবাস অনলাইন বুক করে এইচডিএফসি-তে ক্যাশ পেমেন্ট করে সেটা জানালে কনফার্ম হয়। কত্ত ঝামেলা!!!
  • san | ৩১ ডিসেম্বর ২০০৮ ১৬:৫৭ | 12.144.134.2
  • এই হচ্ছে গাড়ি থাকার মুশকিল। নয়তো অফিস থেকে বেরিয়ে একটা ট্যাক্সিতে উঠে বলতে ফুলবাগানের মোড় - ব্যস কুড়ি মিনিটে পৌঁছে যেতে। কাঁকুড়গাছি না চিনলেও কিচ্ছু এসে যেত না।

    ফুলবাগানে কি কেক -অভিযান চালাচ্ছ ? ঃ-)))
  • Arijit | ৩১ ডিসেম্বর ২০০৮ ১৬:৪৪ | 61.95.144.123
  • আমি সেক্টর ফাইভ চিনি। চিংড়িহাটা চিনি। হায়াত চিনি। আর উল্টোডাঙার মোড় চিনি। ব্যাস্‌।
  • r | ৩১ ডিসেম্বর ২০০৮ ১৬:৪২ | 125.18.104.1
  • আমড়াগাছির পরের স্টপ।
  • Arijit | ৩১ ডিসেম্বর ২০০৮ ১৬:৪১ | 61.95.144.123
  • আরো গুলিয়ে দিলো। কাঁকুড়গাছি কোনটা?
  • san | ৩১ ডিসেম্বর ২০০৮ ১৬:৪০ | 12.144.134.2
  • এত কিছু কেন করবে? সেক্টর ফাইভ থেকে সোজা কাঁকুড়গাছিতে চলে যাও। মোড়ে চারমাথায় পৌঁছেও যেদিকে যাচ্ছ সেদিকেই যেতে থাকো। বাঁদিকে একটা বাটার দোকান পড়লেই বুঝবে ওটাই ফুলবাগানের মোড়।
  • Arijit | ৩১ ডিসেম্বর ২০০৮ ১৬:৩৪ | 61.95.144.123
  • মানে সেক্টর ফাইভ থেকে বেরিয়ে চিংড়িহাটায় ডানদিকে ঘুরবো, হায়াত অবধি গিয়ে বাঁদিকে বেরিয়ে সোজা চলে যাবো - তাই তো? কোনটা ফুলবাগান ক্রসিং বুঝবো কি করে?
  • san | ৩১ ডিসেম্বর ২০০৮ ১৬:৩২ | 12.144.134.2
  • উল্টো দিকে সোজা রাস্তা আর সোজা দিকে উল্টো রাস্তা কি এক? না হলে কেন এক নয়?
  • Blank | ৩১ ডিসেম্বর ২০০৮ ১৬:৩০ | 203.99.212.224
  • উল্টো দিকে সোজা রাস্তা একদম। ফুল বাগান ক্রসিং
  • Blank | ৩১ ডিসেম্বর ২০০৮ ১৬:২৮ | 203.99.212.224
  • বুশ কে ১৫ বার জুতো মেরে প্রোজেক্ট রেকর্ড করেচি আমি
  • san | ৩১ ডিসেম্বর ২০০৮ ১৬:২৭ | 12.144.134.2
  • ডিডির কালকের কোচ্চেন আমি রিপিট করতে চাই, একটু অন্য ফর্মে -

    জীবনের অর্থ কি শুধুই এক্সেল শিটদের রঙচঙে বানানো আর তাদের ধরে ধরে পিপিটিতে পুরে ফেলা ?
  • h | ৩১ ডিসেম্বর ২০০৮ ১৬:২৬ | 203.99.212.224
  • ইন্ডিপেন্ডেন্ট দেখো। কো ডট ইউ কে। লোকটা মাইরি পারে।
  • Arijit | ৩১ ডিসেম্বর ২০০৮ ১৬:২৪ | 61.95.144.123
  • রাস্তা চেনাও। ফুলবাগান যাবো - হায়াতের উল্টোদিকের রাস্তাটা ধরে যাওয়া যাবে না?
  • r | ৩১ ডিসেম্বর ২০০৮ ১৬:২০ | 125.18.104.1
  • না তো।
  • h | ৩১ ডিসেম্বর ২০০৮ ১৬:১৯ | 203.99.212.224
  • র, লেটেস্ট মার্ক স্টীল পড়লে?
  • Blank | ৩১ ডিসেম্বর ২০০৮ ১৬:১০ | 203.99.212.224
  • ধুস, আমি সুন্দরবনেই যাবো
  • Arijit | ৩১ ডিসেম্বর ২০০৮ ১৬:০৫ | 61.95.144.123
  • ভুবনেশ্বর থেকে চিলিকা যেতে গেলে একদম নীচের দিকে রম্ভা।
  • Blank | ৩১ ডিসেম্বর ২০০৮ ১৫:৫৬ | 203.99.212.224
  • ভুবনেশ্বর দিয়ে গেলে কি ঐ দিক দিয়ে ঢোকে?
  • Arijit | ৩১ ডিসেম্বর ২০০৮ ১৫:৫৩ | 61.95.144.123
  • গোপালপুর গেসলো যখন তখন নীচের দিকেই হবে - রম্ভা ইটিসি।
  • Blank | ৩১ ডিসেম্বর ২০০৮ ১৫:৪৯ | 203.99.212.224
  • অজ্জিত দা, চিল্কার অনেক গুলো এϾট্র আছে। ইনি কোন দিক দিয়ে ঢুকেছেন সেটা কি বলেছেন?
  • Blank | ৩১ ডিসেম্বর ২০০৮ ১৫:৪৮ | 203.99.212.224
  • এতো পুরো খোকা
  • Arijit | ৩১ ডিসেম্বর ২০০৮ ১৫:৪৩ | 61.95.144.123
  • শালা - পুরো ঠাণ্ডা জল ঢেলে দিলো...

    I do not know the road conditions in the rest of Orissa at present but I just came back from Gopalpur 3 days back. I also went to Chilka.

    My observations

    * Orissa probably has the worst roads in the entire world. :-p
    * Potholes at places are big enough to ground your car.
    * At most other places either the road is simply not there or even worse have kuttch roads with small stones and pebbles strewn all over (your car blows a plume of dust and debris when you drive by).
    * Even if you get to see some decent road the euphoria lasts hardly 2 kms and then you again take a diversion and end up on kutchcha-pakka road.

    This is the current state of roads at least in the whole of Berhampur (Brahmapur?) district (Chilka also falls under this).

    By the way, I did not find anything in Chilka that should make you think of a night stay there. I believe you will be better off staying at Bhubaneshwar, Konark, Puri or any other interesting place and just making a road trip down to Chilka for a day at max. There is just nothing out there except for 100s of vehicles and a OTDC run staying place and an attached restaurant. You walk on the reservoir walls and click some snaps. And if you are feeling extremely adventurous you can take a boat ride in the public boats (8-10 people together) in the dark brackish waters of Chilka. Thats about it.


    উদিকে রম্ভাতে বুকিং হয়ে গেছেঃ-(
  • Arijit | ৩১ ডিসেম্বর ২০০৮ ১৫:৪০ | 61.95.144.123
  • SequoiaView-কে বলো রঙিন ছবি দেখাতে। তাপ্পর ইণ্ডিভিজুয়াল সেগমেন্ট দেখা যায় - কোন বাক্সটা কি, কোথায় আছে ইত্যাদি। ওই দিয়ে গলতাগুলো ধরা পড়ে।

    আর একবার ডিফ্র্যাগ চালিয়ে নাও। অনেককাল আগে চেকডিস্ক বলে একটা ইউটিলিটি হত।
  • san | ৩১ ডিসেম্বর ২০০৮ ১৫:৩৮ | 12.144.134.2
  • মাত্তর বাইশ। একে একটুস র‌্যাগ করা হোক।
  • san | ৩১ ডিসেম্বর ২০০৮ ১৫:৩৫ | 12.144.134.2
  • মুন্নারের চারপাশ ভাল করে ঘুরতে চাইলে দিন তিনেক রাখলে ভালো। মুন্নার থেকে চারটে ডিরেকশনে সাইটসিয়িং টুর অ্যারেঞ্জ করা হয়, ওর মধ্যে দুটো একই দিনে করা সম্ভব, বাকি দুটো আলাদা দিনে।

    ১) মাটুপেট্টির দিকে ঃ মাটুপেট্টি ড্যাম, ফোটো পয়েন্ট, শুটিং পয়েন্ট, ইন্দো-সুইস প্রজেক্ট,ইকো পয়েন্ট, টপ স্টেশন।কুনডেল বা কুনডালা লেক।

    ২) কোয়েম্বাটুরের দিকে ঃ রাজমালাই ন্যাশনাল পার্ক,আনাইমুড়ি, স্যান্ডালউড ফরেস্ট,চিনার স্যাংচুয়ারি, ক্রোকোডাইল পার্ক।

    ৩) কোচিনের দিকেঃ আট্টুক্কডু ওয়াটারফল্‌স, পোঠেমেডু পয়েন্ট, ব্লসম পার্ক।

    ৪) thekkady র দিকে ঃ সিতাদেবি লেক, পাওয়ার হাউস ওয়াটারফলস,লক হার্ট গ্যাপ ভিউ, ড্যাম।

    ***এই প্ল্যানটা আমার কাছে এখন আছে। কিন্তু এতে স্পাইস গার্ডেন এর কথা লেখা নেই। সেটা কোন ডিরেকশনে মনে নেই আর ,কিন্তু খুব এনজয় করেছিলাম। প্রায় একশো রকমের স্পাইস আর তাদের গাছ চিনেছিলাম। ভ্যানিলার গাছ থেকে দুটো পাতা বাড়িতে রেখেছিলাম, তাপ্পরে প্রায় কুড়ি দিন মত সন্ধেবেলা বাড়িতে ঢুকলেই তীব্র ভ্যানিলা ফ্লেভার পাওয়া যেত ঃ-))))
  • ami | ৩১ ডিসেম্বর ২০০৮ ১৫:৩২ | 203.110.246.230
  • SequoiaView নামালুম। এ তো বলে ৮৭ জিবি ফাঁকা। কিন্তু সি ড্রাইভের যাবতীয় মাল সিলেক্ট করে (হিডেন সহ) তার সাইজ দেখায় ১১২ জিবি। মানে ২১ জিবি-র খোঁজ নেই।
    আর, আমি এই পৃথিবীতে ২২ বছরের পুরোনো। কাজেই, "আপনি" করে বললে ভারী দুঃখ পাবো।
  • Arijit | ৩১ ডিসেম্বর ২০০৮ ১৫:১৬ | 61.95.144.123
  • সুদীপ্ত - টিম বিএইচপি-র ফোরামটা ঘেঁটে দ্যাখো। অনেক কাজের ইনফো পাবে - সে গাড়ি নিয়েই যাও আর বাসেই যাও।

    আমি ঘেঁটে ঘেঁটে অনেক কাজের ইনফো বের করলুম - এই চিলিকা যাওয়া নিয়ে।

    আবার হাইওয়ের একটা সিগন্যালিং ফাণ্ডা শুনে নিজেও ঘেঁটে গেলুম। এটা আমি সেদিন শক্তিগড় যাবার সময়েও খেয়াল করেছি - ধরো একটা টু-লেন রাস্তা - আপ-লেন আর ডাউন-লেন। নর্মালি আমি ইউকেতে যা দেখেছি, এবং যেটাকে লজিক্যাল মনে হয় - সেটা হল - কেউ যদি সামনের গাড়িকে ওভারটেক করতে যায়, আর সামনের গাড়ি রাস্তা না দিতে চায় - অনেক কারণে হতে পারে - যেমন উল্টো দিক থেকে গাড়ি আসছে - তখন সামনের গাড়ি ডানদিকের ইন্ডিকেটর দেয় - অ্যাজইফ সে নিজে লেন পাল্টাচ্ছে - কাজেই পিছনের গাড়ি ওভারটেক করবে না। কোস্ট ক্লিয়ার থাকলে (মানে ওভারটেক সম্ভব হলে) সামনের গাড়ি বাঁ দিকের ইন্ডিকেটর দেয় - যে তুমি যেতে পারো। এখানে মনে হচ্ছে উল্টো, এবং সেটা লজিক্যাল মনে হচ্ছে না।
  • Arijit | ৩১ ডিসেম্বর ২০০৮ ১৫:০৮ | 61.95.144.123
  • তিন চার জিবির তফাত তো থাকেই - ফিজিক্যাল আর লজিক্যাল স্পেসে। এত তফাত কখনো শুনিনি। একটা ভালো ডিস্ক ইউটিলিটি দিয়ে দেখতে পারেন - ফর এগজাম্পল SequoiaView - ফ্রী।
  • san | ৩১ ডিসেম্বর ২০০৮ ১৫:০৬ | 12.144.134.2
  • ব্যাঙ্গালোর থেকে মুন্নার সাড়ে পাঁচশো কিমির মত হবে।

    ব্যাঙ্গালোর থেকে আমরা গাড়িতে যাইনি। ট্রেনে কোয়েম্বাটুর গিয়ে (আট ঘন্টা মত জার্নি) সেখান থেকে গাড়িতে গিয়েছিলাম,পাঁচ ঘন্টার একটু কম লেগেছিল।গাড়ি বুক করতে হয়নি, ওখানে নেমে পাওয়া গেছিল।

    এছাড়া একইরকম ভাবে ওভারনাইট ট্রেনে কোচিন গিয়ে (এগারো-বারো ঘন্টা) সেখান থেকে গাড়িতে যাওয়া যায়।কোচিন থেকে বোধয় চার ঘন্টা মতন হবে।

    বা ব্যাঙ্গালোর থেকে সোজা গাড়িতেও যাওয়া যায়, সেটার বুকিং একটু খোঁজ করে বলতে হবে। (সোজা বাসে ফিরতে পনেরো ঘন্টা লাগে, এবার গাড়ির টা একটু এদিক ওদিক হবে)।
  • dd | ৩১ ডিসেম্বর ২০০৮ ১৫:০৫ | 122.167.82.186
  • সুদীপ্ত
    কুর্গ ব্যাংগালোর থেকে যেতে ৬/৭ ঘন্টা লাগে। মাইসোরের পথ থেকে রাস্তা বেশ বাজে।
    পথে তো মাইসোর পরেই।আর রংগমথিট্টু বার্ড স্যাংচুয়ারী পরে। এট্টু ঘুড়ে গ্যালে সোমনাথপুরা টেম্পেল।
    কুর্গ যাওয়ার পথে কুশল নগর একটি অতি দ্রষ্টব্য স্থান। তিবত্তী রেফিউজীদের হ্রাম। একটা বিশাল মনাস্টারী। কপাল ভালো থকলে দেখা যাবে একসাথে শ খানেক তিব্বতী ছেলেপুলে মন্ত্র পরে যাচ্ছে। কাঠের পাটা একতালে পিটিয়ে।
    গাড়ী তো সর্বত্রই পাওয়া যায়।
    ব্যাংগালোর থেকে ভাড়া করলেই হোলো।
    কুর্গ মানে মাদিকেরীতে থাকবার যায়গা খুব ভালো নেই, বেশীও নেই। একটু বেশী ট্যুরিস্ট আসলেই আর ঠাঁই মেলে না। সেটাই আগের থেকে ঠিক করতে হয়।
  • ami | ৩১ ডিসেম্বর ২০০৮ ১৫:০৩ | 203.110.246.230
  • আমার একখানি ডেল-এর কোল-কম্পু আছে। সেটাতে জানালা ভিস্তা দেওয়া ছিলো। সি ড্রাইভে মোট ১১০ জিবি জিনিষপত্র আছে বলে আবার চাপ নিয়ে ব্যাক-আপ কপি রেখে অন্য os করা হয় নি। এখন ড্রাইভের প্রপার্টিতে দেখাচ্ছে যে ২২০ জিবি-র মধ্যে ৮০ জিবি ফাঁকা, কিন্তু আমি নিশ্চিত যে ঐ ড্রাইভে ১১০ জিবির বেশী থাকতেই পারে না। ড্রাইভ স্ক্যান করলেও ১১০ জিবি-ই দেখাচ্ছে। হিডেন ফাইল-টাইল সব দেখে ফেলেছি। ৩০ জিবি-র গুপী-টা কোথায় বুঝতে পারছি না। কেউ কি সাহায্য করতে পারেন?
  • Blank | ৩১ ডিসেম্বর ২০০৮ ১৪:৪৩ | 203.99.212.224
  • এয়ার ইন্ডিয়ার খাওয়া টাও বেশ বাজে ঃ(
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত