সমুদ্রেও যেতে পার। গোপালপুর। হোটেল অশোকে বুকিং করে ফেল।
siki | ৩১ ডিসেম্বর ২০০৮ ১০:০১ | 122.162.83.237
তা হবে। ওড়িশা সম্বন্ধে আমার ফান্ডা সবই ঐ ২০০৩ পর্যন্ত সীমাবদ্ধ।
আর চিল্কা নয়, চিলিকা। একটা কারণে ওদিকে যাওয়া যেতেই পারে, সেটা হল উত্তাল শস্তায় ইয়াগ্গোদা গোদা লবস্টার।
Arpan | ৩১ ডিসেম্বর ২০০৮ ০৯:৫০ | 208.57.131.4
আমি সতপাড়ায় থাকিনি। বড়াকুল আর রম্ভায় থেকেছি। বড়াকুলে পান্থনিবাসটায় একটু বেশি ভিড় থাকে। ওখান থেকে লোকে বোটে করে কালিজয় দ্বীপে মন্দির দেখতে যায়। রম্ভা বেশ নির্জন আর নলবন/বার্ডস আইল্যান্ডের কাছে। শীতকালে পরিযায়ী পাখি দেখতে গেলে নলবন/বার্ডস আইল্যান্ড যেতেই হবে।
ডলফিন বড়াকুলেও দেখা যায়। এমন কিছু আহামরি নয়। ইরাবতী প্রজাতির ডলফিন। হাংরি টাইডে এদের কথা অমিতাভবাবু লিখেছেন।
Arijit | ৩১ ডিসেম্বর ২০০৮ ০৯:৪৪ | 61.95.144.123
রাস্তা নিয়ে কনফ্লিক্টিং খবর দিচ্ছে লোকজনঃ-( কেউ কি কনফার্ম করতে পারবে NH60/NH5 - রোড কন্ডিশন কেমন?
Arijit | ৩১ ডিসেম্বর ২০০৮ ০৯:২৯ | 61.95.144.123
ধুস্স্স্স্স্স ভিতরকণিকা তো শুধু জলপথে অ্যাকসেসিবল। তাইলে কি করে হবে?
Arijit | ৩১ ডিসেম্বর ২০০৮ ০৯:২৭ | 61.95.144.123
অপ্পন - রম্ভা আর Satapada (বাংলায় কি?) - এর মধ্যে কোনটে ভালো?
Arijit | ৩১ ডিসেম্বর ২০০৮ ০৯:২০ | 61.95.144.123
টিম - এয়ারটেল কিছু কিছু এলাকায় দেয়। সর্বত্র নয়।
বেথে - এখন তো রাস্তা শুনেছি ভালো - আপিসে একজন বল্ল। পুরী গেছে লোকে সাত ঘন্টায়, তো চিল্কা যেতে আরেকটু বেশি লাগবে? আর শরীল ঠিক করো চটপট। রেস্ট নাও।
Tim | ৩১ ডিসেম্বর ২০০৮ ০৭:৫৫ | 117.194.225.139
দক্ষিণ কলকাতার কোথাও ল্যাপটপ থেকে ওয়্যারলেস কানেকশন পাওয়া যায়? ঐ যারেকয় ওয়াই-ফাই জোন, সেরম কিছু আছে?
Tim | ৩১ ডিসেম্বর ২০০৮ ০৭:৫১ | 117.194.225.139
কোন বাজার? আমি তো বাজার যাচ্ছি রোজ। পাইয়ের এই স্বজনপোষণ নীতির একটা নিন্দাপ্রস্তাব আনা হবে নাকি? ঃ)
pi | ৩১ ডিসেম্বর ২০০৮ ০৪:১৩ | 128.231.88.6
কোথাকার একমাস, কার বে , কে কনগ্র্যা পেল কিছুই বোঝা গেল না। আর আমি এইবার বাজারে আছি, মানে এখন ও ঠিক নেই, এবার বেরোচ্ছি, যাবার জন্য। পাই কিনতে।
ও হ্যাঁ, পারমিতাদিকেও থ্যাংকু। আর ঐ ক্লাশের সবচেয়ে ছোটো হয়ে থাকাটা মনে পড়ে গেল, কদ্দিন বাদে ! এটা কিন্তু আমাদের সময় অব্দি ছিল, তারপরি তো ঐ মে থেকে সেশন চালু হয়ে গিয়ে কেলাসে বসন্তের জাতক জাতিকাদের কাছে ডিসেম্বরীরা গুরুজন হয়ে গেল !
Paramita | ৩১ ডিসেম্বর ২০০৮ ০৪:০৫ | 63.82.71.141
কলিকেও জন্মদিনের শুভেচ্ছা জানাই। ও হ্যাঁ, যারা দ্যাখো নি, সুযোগ থাকলে তারা কোয়েলীর অ্যালবামে উঁকি মেরে কলির হাতের কাজের কিছু নমুনা দেখে এসো গে।
Arijit Paul | ৩১ ডিসেম্বর ২০০৮ ০৩:৩৭ | 12.233.22.10
ডাঋঊণ আআঋ ডঈ
Arpan | ৩১ ডিসেম্বর ২০০৮ ০৩:৩৭ | 216.52.215.232
আমি থেকেও নেই।
Paramita | ৩১ ডিসেম্বর ২০০৮ ০৩:১২ | 63.82.71.141
কেউ নেই বাজারে?
Paramita | ৩১ ডিসেম্বর ২০০৮ ০০:৫২ | 63.82.71.141
বড্ড পিছিয়ে পড়েছি। পাই, ইন্দ্রাণী আর রাত্তিরকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। ডিসেম্বরে জন্মালে ক্লাসের মধ্যে সবচেয়ে ছোট হয়ে থাকতে হয়। তা মেয়েকে ইশকুল ভর্তি করতে গিয়ে শুনি একজন দিদিমণি এক জানুয়ারিতে জন্মানো বাচ্চার মাকে বলছেন, দে আর বর্ন লিডারস, দে ডু ওয়েল ইন এভরিথিং। তারপর আমার অক্টোবরজাতিকার জন্মদিন দেখে "ওয়েল, দে ডু পিকাপ টু" বলে মেকাপ দিলেন। সেই দিদিমণিকে একবার এই তিনজনকে দেখিয়ে দিতে পারলে হত।
Blank | ৩১ ডিসেম্বর ২০০৮ ০০:২২ | 59.93.245.136
কাকে ক্নগ্র্যা?
sayan | ৩১ ডিসেম্বর ২০০৮ ০০:১৬ | 24.0.145.33
বে! ওরেন্নাঃ। কনগ্রা কনগ্রা ঃ))
Blank | ৩১ ডিসেম্বর ২০০৮ ০০:১১ | 59.93.245.136
:-o এক মাসের মধ্যে বে?
sayan | ৩১ ডিসেম্বর ২০০৮ ০০:০৬ | 24.0.145.33
পাইদি, খোসাবিহীন আলু শুনেই জিব আনন্দে উলু দিচ্ছে। এমন স্বর্গীয় একটা দেবভোগ্য বস্তু, তাও ঐ খোসা ব্যাপারটা ছাড়া! ওয়াহ্। দেখি বউকে বলে টলে। দু-চারটে টব থেকে তাঁর শখের ফুলগাছ উপড়িয়ে আলু লাগানো যায় কিনা।
আর অবভিয়াস কারণটা কি? শুবিবা?
pi | ৩০ ডিসেম্বর ২০০৮ ২৩:৫২ | 69.251.184.3
ক্রাইসিসের জন্য পেরোতে পারছেনা, নাকি ?
সে যাই হোক, কলিদিকেও আমার বিলম্বিত শুভেচ্ছা। জীবনে নতুন বছর নিয়ে আসুক আরো আরো নতুন নতুন ভালো ভালো কেক, নতুন নতুন আরো ভালো সিনিমা ঃ)।
আর, আগেভাগে বলে রাখি, আমাকে কিন্তু যেন ১৪ ই মার্চ সকলে উইশ করে। কারণটা খুব অবভিয়াস বলে আর উল্লেখ করার প্রয়োজন বোধ কল্লুম না। 8-)
Blank | ৩০ ডিসেম্বর ২০০৮ ২৩:৩৭ | 59.93.245.136
মামু এখুনো মিড লাইফ পেরোয় নি ? !!!!
san | ৩০ ডিসেম্বর ২০০৮ ২৩:১৯ | 123.201.53.136
কিডন্যাপ নহে, আমার ধারণা উহার মিডলাইফ ক্রাইসিস চলিতেছে ;-)
I | ৩০ ডিসেম্বর ২০০৮ ২৩:১৯ | 59.93.200.79
নির্জনতা চাইলে লেপচাজগত যেতে। আমরা হানি মুনে গেছিলাম। এক ঘন্টা পর মনে হল, অনন্তকাল ধরে এখানে আছি, রডোডেন্ড্রন,সিলভার ফ্লার, বসন্তবৌরী আর মেঘ-কুয়াশাদের সঙ্গে। তবে এখন অবশ্য বিমল গুরুং আছে।
Blank | ৩০ ডিসেম্বর ২০০৮ ২৩:১৬ | 59.93.245.136
আচ্ছা মামু রে কিডন্যাপ কে করিলো?
Arpan | ৩০ ডিসেম্বর ২০০৮ ২২:৫৫ | 65.194.243.232
নির্জনতা যদি চাও তাহলে বড়াকুল না থেকে রম্ভাতে থাকো। পয়সা য়সুল।
pi | ৩০ ডিসেম্বর ২০০৮ ২২:৩৫ | 69.251.184.3
শুভেচ্ছার জন্য সকলকে বিলম্বিত থ্যাংকু। আরো থ্যাংকু আলু ও আলুর নানান ডিশ উপহার দেবার জন্য। এগুলো তোলা রইলো সারা বছরের জন্য। জন্মদিনের দিন জুটলো ওয়েস্ট ভার্জিনিয়ার হোমমেড পোট্যাটো ফ্রাই, মন্দ না। বাড়িতে মা স্পেশাল সেই আলুসেদ্ধ ভাজার সোয়াদের কিঞ্চিৎ ছোঁয়াচ পেলুম যেন। ঃ)
তা সায়ন্দা, রুফ কেন, আমি তো বারান্দার টবেই আলু গাছ করতাম। তাতে আবার খোসা বিহীন আলু জন্মাত। সে আলু আবার একটু আঁচেই মাখনের মতন গলে যেত। এবং খেতে হত খাসা।
তবে হ্যাঁ অজ্জিতদা, আলুর চপের থেকে বেশি ফ্রিকোয়েন্সিতে হয় আলুপোড়া। সেটা চলবে ? রান্না করতে গেলে আমি মোটামুটি ইনভ্যারিয়েবলি পোড়াই। তবে সেটা নিয়ে আমার অন্তত বিশেষ চাপ নাই। বাঁটুলের মতন আমিও খুব আলুপোড়ার ভক্ত। ঃ)
এইবারে ডাক্তারবাবুকে কোশ্চেন। আরো কিছু দিতে পারতে তো। প্লাসমোডিয়াম নোলসেয়াই টাকেই বা বাদ রাখলে কেন আর? অনন্ত মহাদেশ জুড়ে না হলেও আমাদের মহাদেশের দক্ষিন পূর্ব কোণের বনে বাঁদাড়ে, বাঁদরদের ম্যালারিয়ার জীবাণু তো এখন হাঁউ-মাউ -খাঁউ করে মানুষের রক্তের গন্ধ ও পেতে শুরু করে দিয়েছে !
দমদি, তোমার অ্যাসর্টেড মশার বাস্কো নিয়ে আসতে গে সে এক কাণ্ড ! গাড়ির ঝাঁকুনিতে ও খোপ গুলোর ভিতরে ডিভাইডারের ম্যালফাংশনে মশারা মিলেমিশে একাকার ! এখন এই গ্যাম্বিয়াই, স্টিফেনসি, অ্যারাবিয়েনসিস এদের সব আলাদা করে চিনি কেমনে ! ঃ( তবে এবার কনফারেন্সে গিয়ে একটা যন্তরের পোস্টার দেখে এলুম। ফটাফট মশাগুলোকে কিডন্যাপিং স্টাইলে একটু ক্লোরোফর্ম শুঁকিয়ে যন্তরে চিৎপাত করে দাও, অবলোহিত আলো মুহূর্তের মধ্যে রেখা এঁকে বুঝিয়ে দেবে কোন মশার কী জাত, কোন মশা ছুঁড়ি, আর কে বা বুড়ি থুত্থুড়ি ! টিমভায়ার দেওয়া কোয়াণ্টাম কুয়ো গুলো ঐ ইনফ্রারেড ডিটেকটর বানানোর কাজে লাগানো যেতেই পারে। শস্তায় ইন-হাউস মশা চেনার যন্তর তৈরি হয়ে যাবে। ঃ)
siki | ৩০ ডিসেম্বর ২০০৮ ২১:৩৮ | 122.162.82.159
কিলোমিটার দেখে সময় মেপো না ওড়িশার রাস্তায়। মাঝরাস্তায় পড়ে পুউরো মেদিনীপুর। ভয়ংকর রাস্তা। স্পন্ডি হবার পক্ষে যথেষ্ট।
অক্সফোর্ড বা ক্রশওয়ার্ডে পেয়ে যাবে। নইলে হুইলার্স গুলোতে আছে।
Arijit | ৩০ ডিসেম্বর ২০০৮ ১৭:১০ | 61.95.144.123
সেটাই তো তখন জিগালুম - এই রোড অ্যাটলাসটা কোথায় পাবো? বিলেতে তো যে কোন সুপারস্টোরেই পাওয়া যেত।
shrabani | ৩০ ডিসেম্বর ২০০৮ ১৭:০৫ | 124.30.233.101
উড়িষ্যার দিকে এন এইচ/এস এইচ অনেক ভাল বলে লোকে, টি এন এর মতই।
Blank | ৩০ ডিসেম্বর ২০০৮ ১৭:০৩ | 203.99.212.224
তুমি নিজে ড্রাইভ করলে এক পিস অ্যাটলাস নিয়ে নিও। বেশ কাজের ওটা
Arijit | ৩০ ডিসেম্বর ২০০৮ ১৬:৫৮ | 61.95.144.123
ওই তো - এনএইচ ৬০ শেষ হয়েই এনএইচ ৫ শুরু...তাপ্পর পুরোটাই ওই রাস্তা। চেন্নাই অবধি।
Arijit | ৩০ ডিসেম্বর ২০০৮ ১৬:৫৭ | 61.95.144.123
OTDC-র ওই পান্থনিবাস প্রায় সবই ভর্তি - পুরী, কোনারক, সিমলিপাল। চিল্কায় জায়গা আছে, আর ভুবনেশ্বরে আছে।
Blank | ৩০ ডিসেম্বর ২০০৮ ১৬:৫৬ | 203.99.212.224
ভুবনেশ্বর দিয়ে যেও। ঐ দিকটাই ভালো। ডলফিন মোটামুটি ভালই দেখা যায়। ছবিও তোলা যায়। এক খানা টেলি নিয়ে যাও ঃ)
Arijit | ৩০ ডিসেম্বর ২০০৮ ১৬:৫৩ | 61.95.144.123
তাইলে চিল্কা যাবো। Satapada বলে একটা জায়গা আছে চিল্কার পাশে - সেখানে নাকি ডলফিন দেখা যায়।
Blank | ৩০ ডিসেম্বর ২০০৮ ১৬:৪৯ | 203.99.212.224
বাংরিপোসি ও তাহলে খালি থাকার চান্স কম। ঃ( হয়ে গেলো পুরো ঃ(
Arijit | ৩০ ডিসেম্বর ২০০৮ ১৬:৪৮ | 61.95.144.123
ব্ল্যাংকি - লুলুং(সিমলিপাল) ভর্তি। অন্যটা (বাংরিপোসি) অনলাইন দেখা যাচ্ছে না।
san | ৩০ ডিসেম্বর ২০০৮ ১৬:৩২ | 12.144.134.2
কিন্তু আমাদের হাবভাব স্বামী স্ত্রীর মত নয় শুনে যে কি খুশি হয়েছি, বলে বোঝাতে পারবোনা ঃ-))))
shrabani | ৩০ ডিসেম্বর ২০০৮ ১৬:২৯ | 124.30.233.101
প্রথম উটি তে গেছি (বিয়েতে নেওয়া ছুটি ভাঙিয়ে)। খেতে গেলেই শুনতাম , পাশের টেবিলে আর একটি সদ্যবিবাহিত কাপল সারাক্ষণ শুধু কি কি কিনতে হবে তাই আলোচনা করত। " প্রথমে আমরা একটা গীজার কিনব, তারপরে একটা প্রেশার কুকার। তারপরে ........."। কেন যে সবার আগে গীজার কেনার কথা হত কে জানে!
আর একবার দার্জিলিংএ আমাদের হোটেলে ওঠা একটি ফ্যামিলি (বাবা মা মেয়ে জামাই) বলে কিনা (এও সেই খাবার টেবিলে), "রাঁচী ঘোরা হল, দার্জিলিং হল,এখন আমেরিকাটাই বাকী"।
এটা এখনও আমার বাড়ীর জোক!
Arijit | ৩০ ডিসেম্বর ২০০৮ ১৬:২৭ | 61.95.144.123
সিমলিপালে বুকিং রেজিস্টার নিয়ে ফরেস্ট অফিসারের কাছে গেছে বলে নাকি দেখতে পারছে না, পাঁচটার পর ফোন করতে বলেছে। কি কাণ্ড।
Blank | ৩০ ডিসেম্বর ২০০৮ ১৬:২২ | 203.99.212.224
সিমলি পাল টা টের পাচ্ছি না। খুঁজে চলেছি। আপাতত তাই স্ট্যাটাস হলো কোত্থাও নাই ঃ(
একটা নতুন সিনেমা বেরিয়েছে। আমাদের ওদিকে পোস্টার পরেছে প্রচুর, 'রব নেব না দে জোড়ি'
Blank | ৩০ ডিসেম্বর ২০০৮ ১৬:১৮ | 203.99.212.224
কোত্থাও খালি নাই জায়গা। ঃ( আমি দুখী হয়ে পরছি
shrabani | ৩০ ডিসেম্বর ২০০৮ ১৬:১৬ | 124.30.233.101
তোমরা হ্যা হ্যা করলেও আমি খুব সিরিয়াস! একটা ঠিকমত* বেড়ানোর জায়গার খোঁজ দাও দিকি, দুদিনের জন্য (দীঘা না!!)। আমি তেইশের রাত্রে কলকাতা যাব ভাবছি, চব্বিশ পঁচিশ দুটো দিন হাতে থাকবে।
* ভাল থাকার জায়গা থাকতে হবে।
Blank | ৩০ ডিসেম্বর ২০০৮ ১৬:১৫ | 203.99.212.224
স্যান এক খানা বুবুভা নামিয়ে নে
Arijit | ৩০ ডিসেম্বর ২০০৮ ১৬:১৪ | 61.95.144.123
এই লাস্ট লাইনটা জোরে জোরে বল্লে না কেন টেবিলে বসে?
san | ৩০ ডিসেম্বর ২০০৮ ১৬:১২ | 12.144.134.2
আমরা তো কোদাইকানালেও গিয়ে দেখলাম কোটি কোটি বাঙালি।সেটা অবশ্য এক্সপেক্টেড। তা রাতে ডিনার করতে গিয়ে পাশের টেবিলের হানিমুন করতে আসা কাপলের যা বাক্যালাপ শুনলাম ঃ
'আচ্ছা, সামনের টেবিলের ভদ্রলোক ভদ্রমহিলার সঙ্গে একটা ইয়াং মেয়ে (আমাদেরই মত বয়স) আবার একটা বাচ্ছা (বছর দুয়েকের) - দেখেছ?'
বেশ জোরে জোরে কথা।না শুনবার কোন অপশন নেই। যাইহোক এর পরে আমাদের খাবার এল অতএব আমরা একটু ব্যস্ত হয়ে পড়লাম খাবার নিতেটিতে। পরের বাক্যালাপ শুনলাম - (আমাদের সম্পর্কে) -
'এই , এরাও বাঙালি - পাশের টেবিলে - বাংলায় কথা বলল '
'হুঁ, বুঝলে, এরা মনে হয় ম্যারেড নয়'
'অ্যাঁ?'
'দেখ মেয়েটা কোন গয়না পরেনি। বিয়ে হলে অন্তত একটা নোয়া থাকত।'
'তাহলে হয়ত মুসলমান'
'তুমিও যেমন, মুসলমান মেয়ে কখনো জিনস পরে?'
'আমার মনে হয় এরা বাড়ি থেকে পালিয়ে এসেছ। ঠিক স্বামী-স্ত্রীর মত হাবভাবও তো নয়।
'হতে পারে।'
বাঙালিরা কত্ত জানে !!!!! কত্ত বোঝে !!!
Blank | ৩০ ডিসেম্বর ২০০৮ ১৫:৫৫ | 203.99.212.224
আমি অজ্জিত দার প্রশ্নের উত্তরেও হ্যা হ্যা হ্যা বল্লুম
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন