এক। আমাদের এদিকে বরফের উপদ্রবটা একটু কমেছে। ঠান্ডা না গেলেও।
দুই। আমি আর ছটা উপন্যাস লিখে রিটায়ার করব ঠিক করেছি। নতুন বছরের রেজলিউশন।
Ishan | ০৮ জানুয়ারি ২০০৯ ০৯:৩৫ | 12.217.30.133
আমি পটল তুললে ইপির কি লাভ? ঃ(
বিঃদ্রঃ আমার পুত্র পটল বানানটা খুব পছন্দ করছে দেখছি। কেন কে জানে।
Ishan | ০৮ জানুয়ারি ২০০৯ ০৯:৩৩ | 12.217.30.133
আরও ম? ঃ)
pi | ০৮ জানুয়ারি ২০০৯ ০৯:৩৩ | 128.231.88.5
বোঝা গেল। এখন আর তাইলে মামুর মেশিনে পোকা নাই , বাইরে ঠান্ডা নাই, মনমেজাজ খারাপ নাই, সর্বোপরি আপিসে কাজ করতে হচ্ছে নাই। নাঃ, বোঝা গেল না। এসব একসাথে কি ইহজগতে সম্ভব ? মামু কি স্বর্গে চলে টলে গেলে নাকি ! ঃ)
Arpan | ০৮ জানুয়ারি ২০০৯ ০৯:৩১ | 216.52.215.232
e-খোলাটা কী জিনিস? ইলেকট্রনিক খোলা? ঃ P
Ishan | ০৮ জানুয়ারি ২০০৯ ০৯:৩০ | 12.217.30.133
বুনু আপিস কখন যায়? দুকুরবেলা?
Ishan | ০৮ জানুয়ারি ২০০৯ ০৯:২৮ | 12.217.30.133
আর আমি তোমার মেল পড়লাম এইমাত্তর। ডবল সরি। ঃ)
M | ০৮ জানুয়ারি ২০০৯ ০৯:২৭ | 58.186.39.209
পুরানো পাতার জন্য ক্লিক করলেই বলছে e খুলতে পারবে না।তবে?
দ্য পিয়ানোর মতো ভাঁটের বই কি করে অ্যাকাদেমী অ্যাওয়ার্ড পায় কে জানে?
Ishan | ০৮ জানুয়ারি ২০০৯ ০৯:২৩ | 12.217.30.133
স্যান দেখি ঝগড়া করার লোক পাচ্ছে না। ঃ)
Ishan | ০৮ জানুয়ারি ২০০৯ ০৯:২১ | 12.217.30.133
চিন্তা কোরোনাকো। এই যে আমি। ফিরে এসেছি। ঃ)
বিভিন্ন জাগতিক সমস্যায় জর্জরিত ছিলাম। আপিসে কাজ ছিল, বাইরে ঠান্ডা ছিল, মনমেজাজ খারাপ ছিল, মেশিনে পোকা ছিল, বাংলা লেখার কলে গোলমাল হচ্ছিল (এখনও হচ্ছে)।মোটামুটি ছয় লক্ষ মেলের উত্তর দিইনি। সব একে একে দেব।
M | ০৮ জানুয়ারি ২০০৯ ০৯:২০ | 58.186.39.209
সব ছাদের উপর দিয়ে চলে যাচ্ছে একটাও ব্যালকনিতে ল্যান্ড করছে না।
Arpan | ০৮ জানুয়ারি ২০০৯ ০৮:৫৯ | 216.52.215.232
অর্পণের জীবনে আপাতত কোন গুড নিউজ আছে বলে অর্পণের জানা নেই।
মেয়ের জন্মদিন তিনদিন পরে, এবারো হালায় মিস করব। ঃ(
d | ০৮ জানুয়ারি ২০০৯ ০৮:১৮ | 117.195.35.142
সার্চটা সত্যিই কাজ করছে না দেখছি।
কিন্তু ঈশানের হলটা কি? এবারে সিরিয়াসলি চিন্তায় ফেলে দিল তো!
c | ০৮ জানুয়ারি ২০০৯ ০৭:২৭ | 131.95.30.113
আমি কাল টই সর্চিয়ে সার্চিয়ে কিছু না পেয়ে শেষে বিরক্ত হয়ে ম্যানুয়ালি টেনে টেনে তুললাম পুকুর থেকে কচুরিচিংড়ি তোলার মতন! ঃ-)
nyara | ০৮ জানুয়ারি ২০০৯ ০৬:০১ | 67.88.241.3
টইয়ের সার্চ কি মায়ের ভোগে গেছে? যাই দিই তাতেই বলে নো রেজাল্ট ফাউন্ড?
Binary | ০৮ জানুয়ারি ২০০৯ ০৪:০৯ | 198.169.6.69
ঐ যে 'মাতাস ইনফ্রা' দখল করতে গিয়ে খাবি খেতে সুরু করল।
aja | ০৮ জানুয়ারি ২০০৯ ০৪:০২ | 207.47.98.129
ল্যাং খেল কি করে? সরকার পুকুর বোজাতে টাকা দিল না?
Binary | ০৮ জানুয়ারি ২০০৯ ০৩:৫৩ | 198.169.6.69
সত্যমের ব্যাপারটা অনেকটা এই রকম ঃ
১) পঞ্চায়েত বোর্ড, পুকুর কাটার জন্য সরকার থেকে বরাদ্দ টাকা নিলে। তারাপর টাকা ভাগবাঁটোয়ারা করে গায়েব করে দিলে। তো, খাতায় কলমে পুকুর আছে, কিন্তু আসলে হাওয়ায়। ২) বোর্ড উল্টে গেলে নতুন বোর্ড এসে দেখলো, পুকুর নেই কিন্তু খাতা আছে। বেজায় গ্যাঁড়াকল। তো, এনারা, সরকার থেকে টাকা নিলো, পুকুর বোজানোর জন্যে। তারপর আর কি, পুকুর গায়েব, টাকা-ও গায়েব, খাতাও ঠিক। এই ২নং টা করতে গিয়ে ল্যাং খেয়েছে সত্যম, তাই আজকের খবর।
Binary | ০৮ জানুয়ারি ২০০৯ ০৩:৩৭ | 198.169.6.69
ওহো এখন কিছুটা কিছুটা কিলিয়ার হচ্ছে, পুরোটা এখোনো না। কেন কি আমার আবর্তটা একটু পুরোনো হয় গেছে, বেশী নয় অবশ্য, সামান্য দু/তিন বছর।
a x | ০৮ জানুয়ারি ২০০৯ ০৩:৩৬ | 143.111.22.23
আচ্ছা এই যে অ্যাসেটস ফুলিয়ে ফাঁপিয়ে দেখিয়ে তো ট্যাক্সও অনেক বেশি দিতে হত?
nyara | ০৮ জানুয়ারি ২০০৯ ০৩:৩৫ | 67.88.241.3
এই হালের ছেলেমেয়েদের নিয়ে হয়েছে মুশকিল। কথায় কথায় ঋত্বিক আর মানিক। কেন বাবা, আমাদের রবিবাবু কী দোষ করেছেন? ওনার গান-কবিতাগুলোও তো একটা কন্টিনিউয়াম বলেই সাহেবরা বলে।
Du | ০৮ জানুয়ারি ২০০৯ ০৩:৩৫ | 67.111.229.98
অক্ষ ঃ) ঐরকম কইও না।
Du | ০৮ জানুয়ারি ২০০৯ ০৩:৩৪ | 67.111.229.98
একেবারে তাই। ছোট প্রিস্কুলে তারা লিটল মারমেড খেলত, কিন্তু তারপর দুটো ভাগ হয়ে গেল একেবারে। টীচার মজা করে বলছিলেন অনেকদিন পরে আবার ঘুরে তাকাবে একে অন্যের দিকে আর তখন দুদলেরই একে অন্যকে মনে হবে - wow
a x | ০৮ জানুয়ারি ২০০৯ ০৩:৩১ | 143.111.22.23
দু'র এগুলো তো ধাঁধা না, সেই ঋত্বিকের মত, সব পোস্টই আসলে একটা কন্টিন্যুয়াম, সেল্ফ-রেফারেন্সিয়াল, কোনো এক এপিক পোস্টের। দু সারা জীবন ধরে আসলে একটা পোস্টই করে যাচ্ছে।
Paramita | ০৮ জানুয়ারি ২০০৯ ০৩:৩০ | 63.82.71.141
আমার মেয়ের ক্লাসে অদ্ভুত একটা ভাগ হয়ে যাচ্ছে। গত বছরের বেস্ট ফ্রেন্ড নিকুঞ্জ এবছর পাল্টে কাইলি হয়ে গেছে কারণ ওরা "রেস কার নিয়ে খেলে আর আমরা প্রিন্সেস প্রিন্সেস খেলি"। ড্রেস না পরিয়ে প্যান্ট পরালে কেঁদে ফেলে। অতএব তার বাপ যে বাজ জানবে না কিন্তু বেল জানবে তাতে আশ্চর্যের কিছু নেই। তবে পুতুল বা গাড়ি কোনটাতেই আমাদের কোন হাত নেই। আমরা নীরব দর্শক।
nyara | ০৮ জানুয়ারি ২০০৯ ০৩:২৯ | 67.88.241.3
ফার্স্ট সেনটেন্সটা বুঝেছিলাম। দ্বিতীয়টাই গোলমেলে ছিল।
Du | ০৮ জানুয়ারি ২০০৯ ০৩:২৭ | 67.111.229.98
ঃ)) আমাদের বাড়িতে আবার স্যান্টা নিজেরটাই দিয়েছিল কিন্তু তারপর ফেলে গ্যাছে রোলটা এবং সেটা আর কাউকে দেওয়াও যায়্না। আর ন্যাড়াবাউ, আপনারই তো বোঝার কথা আগে। রাজকন্যেদের আপনিই তো নিয়ে গেলেন রাজকন্যেদের বাড়ি।
nyara | ০৮ জানুয়ারি ২০০৯ ০৩:২৩ | 67.88.241.3
ইয়েস, ইয়েস। উইকি দেখে জেনে ফেললাম। দুকুরদি পরেরটা দিন।
aja | ০৮ জানুয়ারি ২০০৯ ০৩:২১ | 207.47.98.129
Buzz Lightyear?
nyara | ০৮ জানুয়ারি ২০০৯ ০৩:২০ | 67.88.241.3
দুকুরদির এবারের ধাঁধাটা আমি বুঝে ফেলেছি। প্রায়। শুধু যদি জানতে পারি Buzz কে।
Paramita | ০৮ জানুয়ারি ২০০৯ ০৩:২০ | 63.82.71.141
বাই দা ওয়ে, ছুটি থেকে ফিরেই মেয়ের ক্রিসমাস গিফটের আশায় গাছের নিচে গেছে। কয়েকটা রাখা আছে। পর্যবেক্ষণ করে আশাহত অবস্থায় ঃ
মেঘ ঃ স্যান্টা মনে হয় ভুলে গেছে টয় ডাইনোসর পাঠাতে
মা ঃ না না তা কি হয়, দ্যাখ না ওখানে আছে কিনা
মেঘ ঃ ঐ গিফটটা নতুন মনে হয় কিন্তু ওটা তো আমাদের র্যাপার - স্যান্টার র্যাপার নয়
মা ঃ তাই তো.. স্যান্টা কি তবে.. দ্যাখ তো খুলে কি আছে
খোলা পর্বের পর
মেঘ ঃ জানো মা? স্যান্টা যাদের বাড়ি যায় তাদের মত র্যাপার দিয়েই গিফট র্যাপ করে।
ভাগ্যিস!
Du | ০৮ জানুয়ারি ২০০৯ ০৩:১৬ | 67.111.229.98
বাচ্চারা, আমার খুবই সন্দেহ আদৌ ছোট কিনা। এ ঘটনা চার বছর বয়সের।
Paramita | ০৮ জানুয়ারি ২০০৯ ০৩:১৪ | 63.82.71.141
তবে কি সে বড় হয়ে গেল? সাসপেনশান অফ ডিজবিলিফ টিলিফ হবার পক্ষে?
Du | ০৮ জানুয়ারি ২০০৯ ০৩:০৯ | 67.111.229.98
ঝোলায় নি চেষ্টা করে, তবে মুখটাই তো প্লাস্টিক। বাজ যে আসল নয় সেটা সামনাসামনি এসে বুঝে গিয়ে তার আশাভরা মুখটা একটু ছোট হয়ে গিয়েছিল ।
aja | ০৮ জানুয়ারি ২০০৯ ০৩:০২ | 207.47.98.129
চোলাই এদেশে পেলে এক্সপেরিমেন্টটা জমে যেত। চাই কি বাইনারির সাথে একটা থ্রেড খুলে নোট এক্সচেঞ্জ করা যেত। কিন্তু, হায়, কোন ভাল জিনিষই জীবনে শেষ পয্যন্ত মেটিরিয়ালাইজ করে না।
পামিতাকে পোশ্নো হল, স্মৃতিভ্রংশের স্মৃতি কেমন করে থাকে?
Paramita | ০৮ জানুয়ারি ২০০৯ ০২:৪৮ | 63.82.71.141
ইমমেটিরিয়াল। কমপেয়ার করার মত ডিউরেশানে নেশার অ্যামাউন্টের স্মৃতিটুকু থাকলেই হল। এবার আবার ইউনিট জিগেস করে বোসো না।
Binary | ০৮ জানুয়ারি ২০০৯ ০২:৪৮ | 198.169.6.69
ভেবে দেখলাম, ১ আউন্স চোলাই, ১ আউন্স জ্যাড্যা-র সঙ্গে মধু মেশালে কেমন হয় ?
aja | ০৮ জানুয়ারি ২০০৯ ০২:৪১ | 207.47.98.129
কোনটা আগে, কোনটা পরে?
aja | ০৮ জানুয়ারি ২০০৯ ০২:৪০ | 207.47.98.129
দু-এর ওটা ধাঁধা? আমি তো ভাবলাম এ-মেল করতে আলিস্যি লাগছে বলে পার্সোনাল মেসেজ যাস্ট ভাটে লিখে দিল! যাকগে, দিনে দিনে কত কিছুই দেখব।
আরওআই হিসেব করলে অবিশ্যি চোলাই-এর ওপরে কেউ না। কিন্তু অ্যাবসোলিঊট কোয়ালিটিতে?
Paramita | ০৮ জানুয়ারি ২০০৯ ০২:৩৭ | 63.82.71.141
পাশাপাশি মানে একটু গ্যাপ রেখে পাশাপাশি। ধর এক হপ্তা আগে আর পরে।
Binary | ০৮ জানুয়ারি ২০০৯ ০২:৩৬ | 198.169.6.69
আরে না না জ্যাড্যা বিভীষন তো দু-এর ধাঁধা। তবে জ্যাড্যার চেয়ে ব্যারাকপুরের চোলাই-আর-মধু দিয়ে খেলে সর্দিতে উবকার হয়।
aja | ০৮ জানুয়ারি ২০০৯ ০২:৩৫ | 207.47.98.129
দুটো পাশাপাশি খেলে কোনটায় নেশা হল কি করে বুঝব?
Paramita | ০৮ জানুয়ারি ২০০৯ ০২:৩২ | 63.82.71.141
আরে কব স্যালাড তো ক্যাফে থেকে এনে খাচ্ছি। আপিশ ক্যাফেতে যে এত ভালো স্যালাড পাওয়া যাবে ভাবি নি। ইন্টারনেটে খুঁজলে পেয়ে যাবে।
BTW, কেউ ২০০৭ আর ২০০৮-এ কেনা সেম সেম অ্যালকোহল পাশাপাশি ট্রাই করেছো? ২০০৮-এরটায় যেন একটু কম নেশা হচ্ছে, লোকের সন্দ কস্ট কাটিং মেজারে ডাইল্যুটেড মাল বেচছে।
aja | ০৮ জানুয়ারি ২০০৯ ০২:৩২ | 207.47.98.129
তাই বলে জ্যাড্যা-কে বিভীষণ বলবে? আই অ্যাম অফেন্ডেড।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন