এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • san | ০৫ জানুয়ারি ২০০৯ ১৫:০০ | 12.144.134.2
  • তেলের বিষয়ে অবশ্য কিছু বলছিনা। ডিডিদার বাড়ি যাবার আর ফেরার সময়ে যেহেতু আমি অপ্পনের গাড়িতে চড়েছিলাম, এবং তেলের দাম অফার করিনি, তার প্রায়শ্চিত্ত হিসেবে ঝগড়াতা মুলতুবি রাখলাম ঃ-(
  • h | ০৫ জানুয়ারি ২০০৯ ১৫:০০ | 203.99.212.224
  • পেত্যয় হয় না।
  • r | ০৫ জানুয়ারি ২০০৯ ১৫:০০ | 125.18.104.1
  • অপ্পনের কেপ্পনভাইগ্য! গত পৌনে কুড়ি বছর বাদ দিলে, কাষ্ঠস্পর্শ, মহিলারা ভালই পয়সাকড়ি দিয়েছেন। নইলে কি আর এত বছর আট আনা পকেটে কলেজ যাই?
  • san | ০৫ জানুয়ারি ২০০৯ ১৪:৫৯ | 12.144.134.2
  • বললেই হল ? প্রেমপর্বে আমি বরাবর রেস্টুর বিল মিটিয়ে এসেছি। এখনো বেশিরভাগ সময়ে মেটাই। তাইলে কি আমি মেয়ে নই? কি মুশকিল হয়ে গেল।
  • Arijit | ০৫ জানুয়ারি ২০০৯ ১৪:৫৮ | 61.95.144.123
  • আনকনভেনশনাল মেয়েরা দেয় - তারা সব্বাই গৌরী সেন।
  • Arpan | ০৫ জানুয়ারি ২০০৯ ১৪:৫৭ | 216.52.215.232
  • রেস্টুরেন্টের বিল কক্ষনো মেয়েরা দেয় না। বা তেলের পয়হা। নেহাত কখনো সখনো দুঠোঙা বাদামভাজা কিনে একটা বাড়িয়ে দেয়।
  • san | ০৫ জানুয়ারি ২০০৯ ১৪:৫৬ | 12.144.134.2
  • লাল নীল হলদে কিসুই হয়ো না। হনুদার চোখে ছানি পড়েছে। বা পেটে পানি। তার জন্যে অন্যদের রঙচঙে হবার দরকার কি?অ্যাঁ?
  • h | ০৫ জানুয়ারি ২০০৯ ১৪:৫৬ | 203.99.212.224
  • ঠিক। একমাত্র আনকনভেনশনাল মেয়েরাই পারে, নিজেরা ছড়িয়ে অন্যদের প্যাঁক দিতে।

    আমার কি সাহস।
  • Arijit | ০৫ জানুয়ারি ২০০৯ ১৪:৫৫ | 61.95.144.123
  • সে তো ভালোই, গৌরী সেনই তো টাকা দেয় - তোমার চিন্তা কি? লেগে পড়ো।
  • san | ০৫ জানুয়ারি ২০০৯ ১৪:৫৪ | 12.144.134.2
  • অপ্পনের দেখছি ট্র্যাডিশনাল মেয়ে ছাড়া মনে ধরে না !
  • Arpan | ০৫ জানুয়ারি ২০০৯ ১৪:৫৪ | 216.52.215.232
  • কী কেলো! স্যান কি যাঃ বল্লো? আমার কি এবার লাল হওয়া উচিত?
  • Arpan | ০৫ জানুয়ারি ২০০৯ ১৪:৫৩ | 216.52.215.232
  • আর পয়হা যোগাবে কে? খরচার বাজারে মেয়েরা তো সব একেকজন গৌরী সেন!
  • h | ০৫ জানুয়ারি ২০০৯ ১৪:৫৩ | 203.99.212.224
  • স্যানের ধ্যাৎ টা পুরো বিরিঞ্চিবাবার বুঁচকীর যাঃ এর মত শোনালো।
  • Arijit | ০৫ জানুয়ারি ২০০৯ ১৪:৫২ | 61.95.144.123
  • নাঃ আমার কোর্টে কোর্টে দৌড়নোর কোনো ইচ্ছাই নাই। কোর্টরুমগুলো মোটেও ফিলিমের মতন দেখতে হয় না, শুনেছি গামছা ঝোলে। বরঞ্চ সময়বিশেষে ভিজয় (সিং/খান্না/শ্রীবাস্তভ/চৌহান/কুমার ইত্যাদি) হতে পারলে কাজে দিত;-)
  • r | ০৫ জানুয়ারি ২০০৯ ১৪:৫২ | 125.18.104.1
  • পর কীয়া তো ডরনা কেয়া...
  • h | ০৫ জানুয়ারি ২০০৯ ১৪:৫২ | 203.99.212.224
  • অবশ্য শুধু সুভাষ দত্ত নয়। অরিজিতের পরিবেশ ও ট্রাফিক সংক্রান্ত বক্তব্য হল, যাকে বলে, সিক্রেট লাভ চাইল্ড অফ জেরেমি ক্লার্কসন অ্যান্ড সুভাষ দত্ত, উইথ গেস্ট অ্যাপিয়ারেন্স ফ্রম নাওমি ক্লাইন।
  • san | ০৫ জানুয়ারি ২০০৯ ১৪:৫১ | 12.144.134.2
  • ধ্যাৎ, রিসেশনের সময় মন ভাল রাখার জন্যই বেশি করে দরকার
  • Arpan | ০৫ জানুয়ারি ২০০৯ ১৪:৫০ | 216.52.215.232
  • পরকীয়ার ব্যপারটা মাথায় ছিল। নেহাত এই রিসেশনের যুগে সেইটা জাস্ট প্র্যাক্টিকাল নয়। ঃ(
  • h | ০৫ জানুয়ারি ২০০৯ ১৪:৪৮ | 203.99.212.224
  • অরিজিতের সুভাষ দত্ত - ২ হয়ে ওঠার পথে একমাত্র বাধা অরিজিতের বৌ। ভাবা যায় না কি সাহস।
  • Blank | ০৫ জানুয়ারি ২০০৯ ১৪:৩৮ | 203.99.212.224
  • তখুন তো বহুবিবাহ। ম্যারিটাল ব্যপারটাই এক্সট্রা ছিল
  • san | ০৫ জানুয়ারি ২০০৯ ১৪:৩৮ | 12.144.134.2
  • আঃ, আমি অপ্পনকে বললাম, ফিমেলবন্ধনের 'চান্স' এর সঙ্গে বিয়ের সম্পর্ক কি?
  • r | ০৫ জানুয়ারি ২০০৯ ১৪:৩৬ | 198.96.180.245
  • শুনেছিলাম, বহুযুগ আগে, যখন ঘোড়ায় ট্রাম টানত।
  • san | ০৫ জানুয়ারি ২০০৯ ১৪:৩৪ | 12.144.134.2
  • এরা কোথাকার নাবালক - এক্সট্রাম্যারিটাল বলে কোনকিছুর নাম শোনেনি !
  • Arijit | ০৫ জানুয়ারি ২০০৯ ১৪:৩২ | 61.95.144.123
  • ফিমেলবন্ধনের জন্যে বাইক লাগে - স্লান্টিং সীটের হিরো হণ্ডা;-)
  • Arpan | ০৫ জানুয়ারি ২০০৯ ১৪:৩০ | 216.52.215.232
  • নেহাত বিয়ে হয়ে গেছে। নইলে ওই কারপুলের কনসেপ্টটা এমন কিছু খারাপ নয়। ফিমেলবন্ধনের চান্স ছিল।
  • stoic | ০৫ জানুয়ারি ২০০৯ ১৪:৩০ | 160.103.2.224
  • সব্বাইকে গ্রেগোরিয়ান নববর্ষের শুভেচ্ছা। (বেশ বাজেরকম বিলেটেড, সরি)
    রসেবশে থাকুন।
  • r | ০৫ জানুয়ারি ২০০৯ ১৪:২৯ | 198.96.180.245
  • শুধুই মেলবন্ধন। ফিমেলবন্ধনের এত অভাব! ;-)
  • Arijit | ০৫ জানুয়ারি ২০০৯ ১৪:২৯ | 61.95.144.123
  • হতাশা = হাহুতাশ = বুকে ব্যথা = গ্যাস = বদহজম = পেটে ব্যথা। হরেদরে একই জিনিস।
  • h | ০৫ জানুয়ারি ২০০৯ ১৪:২৬ | 203.99.212.224
  • তোমার প্যারোকিয়াল পেটে ব্যাথার সঙ্গে আমার ইউনিভার্সাল হতাশার এই যে মেলবন্ধন।
  • Arijit | ০৫ জানুয়ারি ২০০৯ ১৪:২০ | 61.95.144.123
  • (৮) বিধানসভায় ফুটবল স্টেডিয়ামের মতন সিমেন্টের বসার জায়গা হবে - শিগ্গিরি টেন্ডার ডাকা হবে, কন্সট্রাকশন কোম্পানি খুলে ফেলুন।
  • r | ০৫ জানুয়ারি ২০০৯ ১৪:১৫ | 198.96.180.245
  • এই সাতটি ভবিষ্যদ্বাণী স্রেফ কলকাতাবাসীর জন্য। এর থেকে বড় কিছু ভাবতে গেলেই পেটব্যথা করছে।
  • h | ০৫ জানুয়ারি ২০০৯ ১৪:০৫ | 203.99.212.224
  • ঃ-)

    এ তো প্রায় উইশ লিস্ট;-) কলকাতা ও পঃ বঙ্গ ওভার অল বাসযোগ্য নয়। ঠিক ভারতবর্ষের ন্যায়।
  • Arijit | ০৫ জানুয়ারি ২০০৯ ১৪:০৩ | 61.95.144.123
  • http://www.aajkaal.net/report.php?hidd_report_id=107273

    দিদি-র ডায়লগটা পড়ো - সেকেন প্যারা। বাকিটুকু না পড়লেও চলবে।
  • r | ০৫ জানুয়ারি ২০০৯ ১৪:০১ | 198.96.180.245
  • দেশী বন্দুক।
  • Arpan | ০৫ জানুয়ারি ২০০৯ ১৪:০০ | 216.52.215.232
  • "কাট্টা' কী বস্তু?
  • r | ০৫ জানুয়ারি ২০০৯ ১৩:৫৬ | 198.96.180.245
  • কলকাতায় ২০০৯ কেমন যাবেঃ

    ১) প্রতিটি পরিবারকে গড়পড়তা মাসে চারবার ডাক্তারের কাছে যেতে হবে।
    ২) প্রতি পরিবারের অন্ততঃ একজন কমের দিকে হাঁপানি এবং বেশির দিকে ফুসফুসের ক্যান্সারে ভুগবেন।
    ৩) প্রতিমাসে অন্ততঃ পাঁচবার বিভিন্ন দল মিলে প্রচন্ড ক্যালাকেলি করবে, এবং আপনার বাচ্চা স্কুলে আটকে পড়বে।
    ৪) প্রতি সপ্তাহে গড়ে একটি করে বাস পোড়ানো হবে। স্থান কাল আগে জানতে পারলে বিনি পয়সায় বনফায়ার দেখতে পারবেন।
    ৫) বছরে বারোটি সাধারণ ধর্মঘট, কুড়িটি পরিবহণ ধর্মঘট এবং পাঁচটি শিল্প ধর্মঘট হবে- একটি বাৎসরিক ক্যালেন্ডার প্রকাশের জন্য ই-পিটিশন করুন।
    ৬) চুল্লু, সাট্টা, কাট্টা এবং কাটা তেলশিল্প রিসেশন অগ্রাহ্য করে ডবল ডিজিট গ্রোথ দেখাবে- সময় থাকতে ইনভেস্ট করুন।
    ৭) যে অসুখই হোক না কেন, কলকাতার বাইরে গিয়েই চিকিৎসা করাতে হবে। অতএব, এখন থেকেই ভেলোর ইত্যাদি জায়গায় থাকা-খাওয়ার বন্দোবস্ত করুন।
  • h | ০৫ জানুয়ারি ২০০৯ ১৩:৩৩ | 203.99.212.224
  • অর্পণের অফিসের ইমেল সম্পর্কে।
  • h | ০৫ জানুয়ারি ২০০৯ ১৩:৩২ | 203.99.212.224
  • খুব ই inadequate এবং deeply reactionary ঃ-)

    কারণ বিনীত ভাবে মহান ও ভলান্টারি উচ্চবিত্তীয় পরিবেশ সচেতনতা র কাছে আবেদন করা হচ্ছে, যেটা অটো সম্পর্কে বেরোনো নানা রকম রেস্ট্রেন্ট আর তার বাধ্যতামূলক আইনি ইমপ্লিমেন্টেশনের ও পুলিশ অ্যাকশনের স্বপক্ষে জনমত তৈরীর সক্রিয় প্রচেষ্টার প্রক্রিয়ার সঙ্গে একেবারেই মেলে না।
  • Arijit | ০৫ জানুয়ারি ২০০৯ ১২:৫১ | 61.95.144.123
  • ভালো তো।
  • Arpan | ০৫ জানুয়ারি ২০০৯ ১২:৫০ | 216.52.215.232
  • আমাদের অফিসে সবাইকে এই মেলটা পাঠিয়েছে।

    As a part of our green initiative we need to ensure that there is less smoke emission in the environment and we let ourselves and our children breathe in a cleaner and healthier earth. Currently, we are trying to compute how much carbon emission we release to the environment and trying to promote car pooling to reduce the strain on that count. I therefore request all of you to take few minutes off from your busy schedule and fill up the questionnaire below which will go a long way for us to make XYZ on its mission to be a carbon neutral company.

    1. Employee ID:
    2. Kilometers commuted to work (One-way):
    3. Mode of Travel, (Diesel Car / Petrol Car / 2 Wheeler / Public Transport):
    4. Average Mileage of Car or 2 Wheeler (km/l):
    5. Do You Participate in Carpool? (Yes / No)
    6. If yes, then please mention the employee ID?s of people in the same car pool
    7. Would you like to participate in CAR POOL for regular commuting? (Yes / No)
    8. If yes, employees owning car please mention the number of seats in your car:
    9. Would you like to participate in CARPOOL during CRISIS (eg: Business Continuity plan)? (Yes / No)
    10. Residing City:
    11. Location in City (Please mention the Primary location / landmark only):
  • Arijit | ০৫ জানুয়ারি ২০০৯ ১২:৪০ | 61.95.144.123
  • বইমেলাতে বই চুরি করে ধরা পড়লে আগে ওখানেই বসিয়ে বই চুরি নিয়ে রচনা লিখতে দিত বলে শুনেছি। সেরকম, এদের ধরে ওখানেই বসিয়ে রোড সেফটি নিয়ে রচনা লিখতে দিক। যারা ট্রাফিক আইন ভাঙে, তাদের সব্বাইকে। পলিউশন চেক না করে থাকলে পলিউশন কনট্রোল নিয়ে রচনা। ঘুষ দিলে সেই নিয়ে...মানে পুরো চূড়ান্ত বোর করে দিতে হবে - এমন বোর যাতে ফের বোর হওয়ার ভয়ে আবার একই কাজ না করে।

    আর সেগুলোকে লাইভ দেখাক টিভিতে, রাস্তায় বোর্ডে টাঙিয়ে দিক নামসহ (নিউক্যাসলে মেট্রোতে বিনা টিকিটের যাত্রী ধরা পড়লে তাদের ফাইন করতো, আর তাদের নাম বেরোত - জার্নালে, আর স্টেশনের দেওয়ালে বড় বড় করে লিখে)।
  • Arpan | ০৫ জানুয়ারি ২০০৯ ১২:৩৫ | 216.52.215.232
  • বাইকওলার রেলা এবং তাহাদের ভালোবাসার স্মৃতিচিহ্ন সর্বত্র বিদ্যমান। ঃ(
  • Blank | ০৫ জানুয়ারি ২০০৯ ১২:৩১ | 203.99.212.224
  • সেই এক বাইক ওলার সাথে মারামারি করে আমি কেমন মার খেয়ে গেছিলুম ঃ(
  • Arijit | ০৫ জানুয়ারি ২০০৯ ১২:৩১ | 61.95.144.123
  • ** নয়, ঘুরছি **

    আর বাঁদিক দিয়ে ঘেঁষে গিয়ে হাতলের দাগ তো কবেই লাগিয়েছে...
  • Arijit | ০৫ জানুয়ারি ২০০৯ ১২:৩০ | 61.95.144.123
  • না বাবা, বহুত করে। রাণীকুঠি থেকে একটু এগিয়ে আমি ডানদিকে ঘুরি - ডানদিকে সিগন্যাল দিয়ে হয়তো এগোলাম, হুশ্‌ করে ডানদিক দিয়ে ঘেঁষে বেরিয়ে গেলো - যেটা আদৌ যাবার কথাই নই, স্পেশ্যালি যখন আমি ইন্ডিকেটর জ্বালিয়ে ধুরছি। লাগলে কিন্তু দোষ হবে আমার।

    বাইপাস দিয়ে যেভাবে বাইকগুলো যায়, তাতে মাঝে মাঝে আমারও মনে হয় এদের ধরে একটু রোড সেফটি লেসন দেওয়া দরকার। আম্রিকায় কোথায় যেন শুনেছিলাম কত পয়েন্ট পেয়ে লাইসেন্স বাতিল হলে চল্লিশ ঘন্টা না কতক্ষণের রোড সেফটি ক্লাস করতে হত। প্রচণ্ড বড় শাস্তি।
  • Blank | ০৫ জানুয়ারি ২০০৯ ১২:২৬ | 203.99.212.224
  • বাইক জিনিসটাও চাপের, তবে রোগা পাতলা গাড়ি বলে অত টা ঝামেলা করে না
  • Blank | ০৫ জানুয়ারি ২০০৯ ১২:২৫ | 203.99.212.224
  • কাটা তেল মনে হয় শুধুই অটো ই ব্যবহার করে।
  • Arpan | ০৫ জানুয়ারি ২০০৯ ১২:২৪ | 216.52.215.232
  • দ্বিতীয়ত, এই কাটা তেল ব্যবহার করার জন্য সবচেয়ে বেশি হ্যাজার্ড যদি কারো হয়, তাহলে সেটা এই অটোচালকদের। শখের পরিবেশবাদী বা মেনস্ট্রিম মিডিয়ার প্লেব রংবাজির প্রতি কোন প্রেম না থাকা সঙ্কেÄও ইন্টারেস্টিংলি তারাই এই আলোচনাটা সামনে আনছেন। লাল বা সবুজ কোন ইউনিয়নেরই সমাজবন্ধু নেতারা এই প্রসঙ্গে গম্ভীরভাবে নীরব।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত