এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • pi | ১৭ ডিসেম্বর ২০০৮ ০৮:৩৯ | 128.231.88.5
  • ধুর, তাতে তো কুড়ি ঘণ্টা হয়।
    হিসেবটা এইরূপ।
    গেরস্ত লোকে রাতে ঘুমায়। অর্থাৎ যতক্ষণ জেগে আছে, দিন।
    আট ঘণ্টা ঘুমের জন্য বাদ দিলে, এক দিন মানে ষোলো ঘণ্টা।
    দেড় মানে এক প্লাস আধ।
    আধ দিন মানে আট।
    এইবার যোগ করে পাই ...

    দিদিমণি, একখান স্টেপ ও জাম্প করি নাই, নম্বর কাটতে পারবেন নি কো।
  • sayan | ১৭ ডিসেম্বর ২০০৮ ০৮:২৯ | 24.0.145.33
  • প্রথম দিন ১২ ঘন্টা দ্বিতীয়দিন ৮ ঘন্টা
  • Arpan | ১৭ ডিসেম্বর ২০০৮ ০৮:২১ | 65.194.243.232
  • যেমন ২৪/৭, তেম্নি।
  • d | ১৭ ডিসেম্বর ২০০৮ ০৮:০৫ | 117.195.34.204
  • আচ্ছা "২৪ ঘন্টা ধরে দেড়দিন' কেং কয়ে হয়? আমাকে কেউ হিসেবটা একটু বোঝাবে পিলিজ।
  • pi | ১৭ ডিসেম্বর ২০০৮ ০৩:৪৯ | 128.231.88.7
  • এই নিয়ে চারবার হল। গতবছরের গুলো কাউণ্ট করলে নয় হয়।
    স্নো শাওয়ার হবে , স্নো শাওয়ার হবে বলে হিড়িক তুলে সব ওয়েদার সাইট গুলোর এ কি গোলদারগিরি !
    প্রেডিকশান মত বেশ একট বরফ পড়া বরফ পড়া টাইপের আলো ফুটছে, বা র‌্যাদার , অন্ধকার ঘনাচ্ছে। ঠাণ্ডাটাও সেরকম জাঁকালো।
    মানসিক ভাবেও পুরো প্রস্তুত।
    তারপর কোথায় কি !!
    জানলা দিয়ে তাকিয়ে তাকিয়ে নেড়া গাছপালার অ্যানাটমি মুখস্থ হয়ে গেলো অথচ স্নো এর দেখা নাই রে, স্নো এর দেখা নাই !

    কিন্তু রাগটা যে কার উপর করি ! ভেবে মরি। ঃ(
    আবহবিশারদগণ নাকি স্নো-হোয়াইট দেবী না লুইসিয়ানা, টেক্সাসের ওপর রাগটা করবো?
    নাকি মুম্বই হামলার পর রুট কস হিসেবে মোদী বা আমেরিকার উপর যেমন প্রকৃত রাগটা করা উচিত, সেই ট্র্যাডিশন ফলো করে বন উচ্ছেদ, এসি, রেফ্রিজারেটর, গাড়ির ব্যবহার হেতু গোটা নাগরিক সভ্যতা , নাঃ, শুধু নগর কেন, ধানচাষ ও তো গ্লোবাল ওয়ার্মিং এর কারণ, তাহলে পুউউউউরো মানবসভ্যতার উপরেই রাগ করে ফেলবো কিনা, সেটা নিয়ে একটু ঘেঁটে আছি। ঃ(

    আর হ্যাঁ, মামুর গাড়ির এমিশন কি ঠিকঠাক কাজ করছে ? না করলে স্পেসিফিকালি মামুর ওপরেও রাগ করে ফেলা যেতেই পারে। ঃ)
  • Di | ১৭ ডিসেম্বর ২০০৮ ০৩:৪৮ | 71.123.194.97
  • ঃ-)) পড়ে থেকে হাসছি একা একা
  • Arpan | ১৭ ডিসেম্বর ২০০৮ ০৩:১৭ | 65.194.243.232
  • সৈকত একবার অনলাইন হবে জিটকে?
  • sayan | ১৭ ডিসেম্বর ২০০৮ ০৩:০৮ | 160.83.72.211
  • এসকেপ ভেলোসিটি দিয়ে আকাশের দিকে ছুঁড়ে দাও, নইলে এক চামচ অ্যান্টিম্যাটার খাইয়ে দাও। পসন্দ আপনা আপনা।
  • Ishan | ১৭ ডিসেম্বর ২০০৮ ০৩:০৫ | 12.217.30.133
  • আমাকে বল্লো নাকি? ঃ(
  • pi | ১৭ ডিসেম্বর ২০০৮ ০৩:০২ | 128.231.88.7
  • কিন্তু এইবার আমি প্রচণ্ড রেগে যাবো। নেহাত ঠিক করে উঠতে পারছিনা ঠিক কার উপর রাগটা করাটা ঠিক হবে।
  • pi | ১৭ ডিসেম্বর ২০০৮ ০৩:০১ | 128.231.88.6
  • ঃ-)))
  • Ishan | ১৭ ডিসেম্বর ২০০৮ ০২:৫৭ | 12.217.30.133
  • অবশ্য সবচেয়ে হাইট দিয়েছিল মুম্বাইয়ের হামলার পর। আমরা ২৪ ঘন্টা ধরে দেড়দিন মতো সিএনএন দেখার পর, ছেলে জিজ্ঞাসা করল, কি হয়েছে?

    মা বললেন, একটা হোটেলে কিছু দুষ্টু লোক ঢুকে পড়েছে।

    পুত্রঃ ওদের চলে যেতে বলছেনা কেন?

    মাতঃ বললেও যাচ্ছেনা।

    পুত্রঃ তাহলে পুশ করতে বলো।

    বলেই মনে পড়ে, যে, কাউকে পুশ করা বারণ। মা বকতে পারে। অতএব্জ একটু থেমে তিনি যোগ করেনঃ বেশি জোরে না। আস্তে পুশ করবে। যেন ব্যথা না লাগে।
  • Ishan | ১৭ ডিসেম্বর ২০০৮ ০২:৫১ | 12.217.30.133
  • আমার ছেলেও সেদিন "ক্যাশ্মীর' নিয়ে কিসব বলল। খুব উচ্চমার্গের হওয়ায় সেটা অবশ্য বুঝতে পারিনি। ঃ)
  • nyara | ১৭ ডিসেম্বর ২০০৮ ০২:৪৩ | 67.88.241.3
  • ছেলেমেয়েরা আজকাল ইকনমি নিয়ে খুব চিন্তিত হয়ে পড়েছে। কাল না পরশু আমার সঙ্গেও আমার মেয়ে খাদ্যাভাব, হোমলেসনেস ইত্যাদি নিয়ে ওয়ার্থহোয়াইল আলোচনা করল।
  • sayan | ১৭ ডিসেম্বর ২০০৮ ০২:৩৬ | 160.83.72.211
  • এটা আল্টি ঃ))
  • Ishan | ১৭ ডিসেম্বর ২০০৮ ০২:৩০ | 12.217.30.133
  • পুত্র সকালে বলল "ইকনমি ইজ ডাউন। দ্যাটস হোয়াই পিপল আর স্টাক'। কোত্থেকে শুনলি? জিজ্ঞাসা করায় বলল, "আমি আগে থেকেই জানতাম'।

    শেষে এই ছিল কপালে। ঃ(
  • Ishan | ১৭ ডিসেম্বর ২০০৮ ০২:২৮ | 12.217.30.133
  • আমাদের সকালে ৫ ছিল। ফিলস লাইক -১০ না কতো একটা। সঙ্গে স্নো আর আইসের উপদ্রব।

    আমি অবশ্য আপিস কাটিয়ে দিয়েছি। ঃ)
  • c | ১৭ ডিসেম্বর ২০০৮ ০২:০৯ | 131.95.30.113
  • টপ্পাও হতে পারে, গলা খুব কাঁপবে তো শীতে এমনিতেই।
  • c | ১৭ ডিসেম্বর ২০০৮ ০২:০৭ | 131.95.30.113
  • একট জাতীয় সংগীত ঠিক করো গিটকিরি সহযোগে।
  • sayan | ১৭ ডিসেম্বর ২০০৮ ০২:০৬ | 160.83.72.211
  • দাদানাতো। শুধুদা। ঠিকহ্যাজ। দি।
  • Binary | ১৭ ডিসেম্বর ২০০৮ ০২:০৫ | 198.169.6.69
  • জাতীয় সংগীতটা কি ঠিক করা হয়নি, তবে কুমেরুর টাইমজোনটা মনে হয় নিউজিল্যান্ডের।
  • tania | ১৭ ডিসেম্বর ২০০৮ ০২:০৪ | 65.115.93.98
  • সায়ন, আমারে দাদা ডাইক্যোনা। আমি দাদাগিরি করিনা ঃ-)

    আর টিম বুনানরে টেনিদা না ভাইব্যা ক্যাবলা ক্যামনে ভাবল? তবে প্যালারামটা এক্কেরে পার্ফেক্ট!
  • Binary | ১৭ ডিসেম্বর ২০০৮ ০২:০২ | 198.169.6.69
  • সুমেরু-কুমেরু নাম কবে হয়েচে সেটা জানলেই আম্রিগা প্রীতি উৎসসন্ধান সম্ভব।
  • sayan | ১৭ ডিসেম্বর ২০০৮ ০২:০০ | 160.83.72.211
  • এতক্ষণে বুঝিচি, "সু' শুনতে ভালো হলেও বাচ্চাদের ক্ষেত্রে বস্তুটার অন্য মানে।
    আর, ঐ ইরাকি রিপোটার বুশকে শ্যুপ্রীতি জ্ঞাপন করছিলেন।
  • papiya | ১৭ ডিসেম্বর ২০০৮ ০১:৫৬ | 165.91.215.137
  • যাঃ ভারত নিজেকে "সু" প্রমান করতে ওরম নাম দিয়েছে
  • Arpan | ১৭ ডিসেম্বর ২০০৮ ০১:৫৫ | 65.194.243.232
  • তার মানে ভারতের আম্রিকাপ্রীতি বেশ প্রাচীন। সেই বৈদিকযুগ থেকে চলে আসছে।
  • papiya | ১৭ ডিসেম্বর ২০০৮ ০১:৫৩ | 165.91.215.137
  • উত্তর সব সময় "সু" আর দক্ষিন "কু" তাই
  • Binary | ১৭ ডিসেম্বর ২০০৮ ০১:৫৩ | 198.169.6.69
  • নর্থ হচ্চে আম্রিগা তাই সুয়োরানি তাই সুমেরু, আর সাউথ হুগো সাভেজের দ্যাশ তাই দুয়োরানি তাই কুমরু।
  • papiya | ১৭ ডিসেম্বর ২০০৮ ০১:৫২ | 165.91.215.137
  • কুমেরু বেশী ঠান্ডা (উইকি সূত্রে)
    জাতীয় সংগীত সম্পর্কে কিছু লেখা নেই
  • sayan | ১৭ ডিসেম্বর ২০০৮ ০১:৫১ | 160.83.72.211
  • ম্যায় আআআ রাহাআআ হুঁউউউউউউ
  • Arpan | ১৭ ডিসেম্বর ২০০৮ ০১:৫০ | 65.194.243.232
  • আমিও প্রশ্ন করব।

    সু আর কু এইরকম নামকরণ হল কেন? কম না বেশি ঠান্ডা তাই দিয়ে? নাকি নর্থ-সাউথ ডিভাইড?
  • Binary | ১৭ ডিসেম্বর ২০০৮ ০১:৫০ | 198.169.6.69
  • হ্যাঁ এসি-হিটার সব আছে, শ্যাম্পেন-ও আছে, মাছ ভাজা দিয়ে।
  • Binary | ১৭ ডিসেম্বর ২০০৮ ০১:৪৮ | 198.169.6.69
  • সুমেরু বেশী ঠান্ডা না কুমেরু ?
    দক্ষিণ গোলার্ধে কোথায় কোথায় বরফ পড়ে ?
    কুমেরু-র জাতীয় সংগীত কি ?
  • sayan | ১৭ ডিসেম্বর ২০০৮ ০১:৪৮ | 160.83.72.211
  • ইগ্লুতে এসি চলে? হিটিং আছে?? নিদেন শ্যাম্পেন?
  • sayan | ১৭ ডিসেম্বর ২০০৮ ০১:৪৭ | 160.83.72.211
  • রাইট। তখন আরব ভারতে ছিল। (আমার ভুগোলে ফাটাফাটি জ্ঞান)
  • sayan | ১৭ ডিসেম্বর ২০০৮ ০১:৪৫ | 160.83.72.211
  • অক্ষদাকে থ্যাঙ্কুবাদ। এভাবে শেখার পদ্ধতি (পধ্যতি কখনই নয়) বেশ ভালো।
  • papiya | ১৭ ডিসেম্বর ২০০৮ ০১:৪৫ | 165.91.215.137
  • শূন্য প্রথম আরবে আবিস্ক্রত হয় ঃ) (আমি কতো জানি ঃ))
  • a x | ১৭ ডিসেম্বর ২০০৮ ০১:৪২ | 143.111.22.23
  • শূন্য। তোমরা শিখেছ নত্ব ষত্ব, আমি শিখেছি ও তো শূন্য, ফাঁকা, তাই ওর উ-টা পুরো না, আর ও মাথা উঁচু করতে পারেনা।
  • Binary | ১৭ ডিসেম্বর ২০০৮ ০১:৪২ | 198.169.6.69
  • পদব্রজে সুস্বাগতম। ইগলু-র দজ্জা খুলে অপেক্ষায় থাকব।
  • sayan | ১৭ ডিসেম্বর ২০০৮ ০১:৪০ | 160.83.72.211
  • পদব্রজে। পাতি হেঁটে মেরে দেব।
  • Binary | ১৭ ডিসেম্বর ২০০৮ ০১:৪০ | 198.169.6.69
  • কোদালে চেপে আসতে গেলে প্লাস্টিকের কোদাল চাই, লোহার কোদাল হলেই বিপত্তি।
  • papiya | ১৭ ডিসেম্বর ২০০৮ ০১:৩৮ | 165.91.215.137
  • আমি ভাব্লুম কোদালে চেপে হ্যারি ভাই এর মতন
  • sayan | ১৭ ডিসেম্বর ২০০৮ ০১:৩৮ | 160.83.72.211
  • (নাঃ এটাও খাপছাড়া দেখতে)
  • sayan | ১৭ ডিসেম্বর ২০০৮ ০১:৩৭ | 160.83.72.211
  • শুন্য!
  • Binary | ১৭ ডিসেম্বর ২০০৮ ০১:৩৬ | 198.169.6.69
  • হাওয়াই জাহাজে চড়ে।
  • papiya | ১৭ ডিসেম্বর ২০০৮ ০১:৩৪ | 165.91.215.137
  • কিন্তু সুমেরু তে কিভাবে যায় ?
  • a x | ১৭ ডিসেম্বর ২০০৮ ০১:৩৪ | 143.111.22.23
  • শূণ্য হলে মুশকিল নেই, ভুগোল হলে মুশকিল কিসের? স্যান এখনো ছোট আছে, ওর বানান-নির্ভানা এসে যাবে কদিনেই।
  • papiya | ১৭ ডিসেম্বর ২০০৮ ০১:৩৩ | 165.91.215.137
  • বিশাল মজা তো ঃ)
  • Binary | ১৭ ডিসেম্বর ২০০৮ ০১:৩২ | 198.169.6.69
  • আর বরফ ! রোজ সকালে কোদাল চালাতে চালাতে হাতে ফোস্কা পরে গেল।
  • papiya | ১৭ ডিসেম্বর ২০০৮ ০১:৩২ | 165.91.215.137
  • ভুগোল টাই তো ঠিক লাগছিল ঃ(
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত