এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • sayan | ১৩ ডিসেম্বর ২০০৮ ০১:১২ | 160.83.72.212
  • আপিসে পাঁচ ঘন্টা ঘুম তো অনেক! ;))
  • Arpan | ১৩ ডিসেম্বর ২০০৮ ০১:০৯ | 216.52.215.232
  • আমি তো রিটার্ন টিকিট নিয়েই এসেছি। কিন্তু লাইফ পদে পদে জড়িয়ে গেছে জিলাবির প্যাঁচের মত। মাত্র ঘন্টা পাঁচেক আজকাল ঘুমোনোর টাইম পাচ্ছি।
  • siki | ১৩ ডিসেম্বর ২০০৮ ০১:০২ | 122.162.83.144
  • পাইসি। ডাউনলোডাতে দিয়ে ঘুনু কত্তে যাই। গুটেন নাখ্‌ট। নো ড্রিম্‌স।
  • siki | ১৩ ডিসেম্বর ২০০৮ ০০:৫৮ | 122.162.83.144
  • উইন্ডোজের জন্য চাই।
  • siki | ১৩ ডিসেম্বর ২০০৮ ০০:৫৬ | 122.162.83.144
  • আরে, ঘেঁটে ঘুগনি হয়ে যাচ্ছি। jdk1.5টা এক্স্যাক্টলি কোন লিংক থেকে ডাউনলোডানো যাবে? কিছুতেই পাচ্ছি না, সানের সাইটের গোলকধাঁধায় ঘুরে মরছি।
  • lcm | ১৩ ডিসেম্বর ২০০৮ ০০:৫০ | 128.48.7.222
  • ধাক্কা বহু প্রকারের। দেওয়া যায় এবং খাওয়া যায়।
    যেমন, ধাক্কা দিয়ে বের করে দেওয়া, এই ধরনের ধাক্কা গলা-য় এসে পড়লে তা ভারী অপমানজনক।
    ধাক্কা খাওয়া, যেমন, dd নানারকম গৃহস্থালী জিনিসের সাথে ধাক্কা খাচ্ছে।
    আমরা সবাই জেনে বা না জেনে ধাক্কা দিই, এবং খাই। ধাক্কা দিতে দিতে এবং খেতে খেতে মহাকালের ৬০/৭০/৮০ বছরের লম্বা সুতোর ওপর দিয়ে ব্যালান্স করে যাওয়ার আর এক নাম জীবন।
  • sayan | ১৩ ডিসেম্বর ২০০৮ ০০:৪২ | 160.83.72.212
  • তাই বলছি তো! তুই ধাক্কা দিলে ব্যাপার্টা মনে হবে যেন ধাক্কা খেলি। আবার দেখিনি কি? সেদিন জিটক টেস্টিং এর সময় দেখলাম তো।
  • siki | ১৩ ডিসেম্বর ২০০৮ ০০:৩৯ | 122.162.83.144
  • আমি দেব ধাক্কা? তুই আমায় দেখিস নি তাই বলছিস।
  • sayan | ১৩ ডিসেম্বর ২০০৮ ০০:৩২ | 160.83.72.212
  • প্রত্যেক ধাক্কা হ্যাজ ওয়ান অপোজিট অওর ইকুয়াল রিধাক্কা। তখন?
  • arjo | ১৩ ডিসেম্বর ২০০৮ ০০:৩০ | 168.26.215.13
  • ধাক্কা লেনে কা নেহি হ্যায়, ধাক্কা দেনে কা হ্যায়।
  • sayan | ১৩ ডিসেম্বর ২০০৮ ০০:২৪ | 160.83.72.212
  • অর্পণ টিকিট হয়ে গেছে? ভায়া মুম্বই ফ্লাইটগুলোতে কমসেকম পাঁচ থেকে সাত ঘন্টার স্টপওভার। এইমাত্তর রিকোয়েট রেজ কল্লাম দেখি কিসে দেয় ঃ((
  • siki | ১৩ ডিসেম্বর ২০০৮ ০০:১৭ | 122.162.83.144
  • এক ধাক্কা আউর দো
    সিকির নিদ তোড় দো ...??
  • lcm | ১৩ ডিসেম্বর ২০০৮ ০০:০৭ | 128.48.7.222
  • সিকি-র এক পিস ধাক্কা চাই, যা খেয়ে সিকি স্বপ্ন দেখবে।
  • siki | ১৩ ডিসেম্বর ২০০৮ ০০:০৫ | 122.162.83.144
  • বহুবছর হয়ে গেল স্বপ্ন দেখি নি। কী করে স্বপ্ন দেখা যায়?
  • siki | ১৩ ডিসেম্বর ২০০৮ ০০:০৪ | 122.162.83.144
  • তিন হপ্তা। তিন হপ্তা হয়ে গেল ফরিদার আপিসপাড়ায় আপিস করছি। একদিন মাত্র লাঞ্চের পরে বেরিয়েছিলাম, দেখা করে মনে হল ফরিদা বেশ ম্যাঞ্জার হয়ে গেছে। এর পর দুদিন মেল করে ডেকেছিলাম ভাট মারার জন্য। একদিন বল্লো তখনি অফিস ঢুকেছে, আরেকদিন বল্লো মিটিন করছে।

    দেখা হয়নাই। সে-ও ব্যস্ত, আম্মো তাই, জীবনে এখন একটাই দূঃখ, বাড়ির এত কছে অফিস হয়ে গেছে, বাইকের তেল শেষই হচ্ছে না। আগে তিনশো টাকার পেট্রলে সাড়ে তিনদিন চলত, এখন সতেরো দিন চলছে।
  • lcm | ১২ ডিসেম্বর ২০০৮ ২৩:৪৭ | 128.48.7.222
  • সেটা ঠিক। শেষ পাতে ধাক্কা....
    এই শুক্রবার রাতে dd-র টপিক হোক ধাক্কা। ধাক্কা অ্যানালিসিস শুরু হোক।
  • dd | ১২ ডিসেম্বর ২০০৮ ২৩:২৫ | 122.167.40.160
  • না ল্যাদোষ স্যার

    মেনুতে থাকুক। থাকুক না।
    লুচি বেগুনভাজার সাথে তিন চাট্টে ধাক্কা খেয়ে দু গেলাস জল খে' উঠে পরে আকন্ঠ পোলাউ মাংস দিব্বি খাওয়া যায়। কিন্তু এই শেষ পাতে ধাক্কাটা ... বড্ড গুরুপাক।
  • lcm | ১২ ডিসেম্বর ২০০৮ ২৩:১৩ | 128.48.7.222
  • ধাক্কা খেতে খেতে বড় হওয়া, বা, বড় হয়ে ধাক্কা খাওয়া... - খেতে হবেই, মেনুতে ধাক্কা থাকবেই।
  • dd | ১২ ডিসেম্বর ২০০৮ ২৩:০২ | 122.167.40.160
  • আমি সারা বাড়ীতে ধাক্কা খাই। সারাদিন, সর্বক্ষন। সবকটা পায়ের নখ উবড়ে গ্যাচে, হাঁটুতে কালসিটে, কপাল ঢিবি।
    দোষটা আমার নয়।
    খাট পালংক আলমারী সোফা মায় দেওয়ালগুলি পজ্জন্তো যেথায় সেথায় ছড়িয়ে ছিটিয়ে রাখে।
    কি কোরবো ?
  • d | ১২ ডিসেম্বর ২০০৮ ২২:৫৮ | 117.195.42.32
  • * ভয় আছে।
  • d | ১২ ডিসেম্বর ২০০৮ ২২:৫৭ | 117.195.42.32
  • কি জান স্যান, একে বলে ঘটনাচক্র। দিব্বি প্যাঁটপ্যাঁট করে চোখ খুলে চলছি, তাও ধুড়ুম করে ধাক্কা খেয়ে যাই। অথচ দেখো চোখ বোঁজা অবস্থায় --- একদম পারফেক্ট। অনেকদিন ভেবেছি, রাস্তায়ঘাটে এইটা হাতেকলমে পরীক্ষা করে দেখবো। কিন্তু হাল্কার ওপরে পাতলা একটা ভায় আছে, যদি ফলাফলটা আর টের না পাই......
  • d | ১২ ডিসেম্বর ২০০৮ ২২:৫৩ | 117.195.42.32
  • সুমন ফরিদাবাদী দিব্বি আছে। বে থের অফিসের কাছাকাছি অফিস। অফিসে নেট অ্যাকসেস নাই। আর বাড়ীতে হয় লোদশেদিং নয়ত ছেলে কম্পু দখল করে থাকে, তাই আর ওকে জগৎ জোড়া জালে ধরা যায় না। ওর ফাজলামীগুলো সত্যি মিস করি।

    কবিতীত্থ তো ব্যস্ত মানুষ, অধ্যাপক। ওঁয়ার খবর আর সাধারণ মনিষ্যি কি রাখবে!

    ভিকিব্যটাকে আমিও খুঁজছি কব্বে থেকে
  • sayan | ১২ ডিসেম্বর ২০০৮ ২২:৫০ | 160.83.72.212
  • প্রবল শীতের সকালে গরম কম্বলের ওম থেকে বেরিয়ে প্রাত্যহিক কাজকর্ম সেরে হাতে পায়ে ঠাণ্ডা জল ঢালতে হবে ভাবলেই মানুষ হয়ে জন্মানো বৃথা মনে হয় ঃ((

    আর এদিকে পশুপাখীগুলো কি সুন্দর যখন খুশী .. আর জলের কোনও বালাই নেই! এদিকে চরিত্রে কলঙ্কের দাগও পড়ে না। লোকজন তাও বুকে টেনে নিয়ে দিব্যি পুঞ্চুমুনু ঘুঞ্চুমুনু ক'রে আদর করে। হায়।
  • san | ১২ ডিসেম্বর ২০০৮ ২২:৪৭ | 123.201.53.144
  • অ্যাঁ তাই নাকি ? তাহলে সবসময়েই চোখ বুজে হাঁটো না ক্যানো ? চোখ খুলে ধাক্কা খাওয়ার দরকার টা কি ?????
  • dd | ১২ ডিসেম্বর ২০০৮ ২২:৪৬ | 122.167.40.160
  • সন্ধান চাই।

    ভিকিদা, কবি তেথ্‌থ, সুমন ফরিদাবাদী। এঁয়াদের।

    কেউ জানেন ? কিছু ?
  • d | ১২ ডিসেম্বর ২০০৮ ২২:৪৫ | 117.195.42.32
  • আরে ধাক্কাফাক্কা সব চোখ খুলেই দায়িত্বসহকারে খেয়ে থাকি। চোখ বুঁজে কখনও ধাক্কা খাই নি।
  • d | ১২ ডিসেম্বর ২০০৮ ২২:৪১ | 117.195.42.32
  • ঃ( আমি ২-১ টা সুখদুঃখের কথা কইলেই অক্ষ কিসব প্রশ্ন করতে চায়। দুষ্ট লোকজন। ঃ(
  • san | ১২ ডিসেম্বর ২০০৮ ২২:৩৯ | 123.201.53.144
  • দরজা বা দেওয়ালে ধুরুম করে ধাক্কা খাওনা?
  • d | ১২ ডিসেম্বর ২০০৮ ২২:৩৯ | 117.195.42.32
  • আরে স্বপ্নে যে গল্পগুলো পড়ো, যেগুলো তোমার আবার মনেও থাকে সেইগুলো লিখে রাখবে। ভবিষ্যতে স্বপ্নগুলো যদি দেখা বন্ধ হয়ে যায় .....
    তখন ঐগুলো তোমার স্বপ্ন কিম্বা স্বপ্নের স্মৃতিকে ফিরিয়ে আনবে।
  • a x | ১২ ডিসেম্বর ২০০৮ ২২:৩৯ | 76.254.114.136
  • দ এটা কি বলল! কিন্তু আমি কোনো প্রশ্ন করবনা। :-|
  • san | ১২ ডিসেম্বর ২০০৮ ২২:৩৭ | 123.201.53.144
  • খামোখা আমি গল্প লিখতে যাব কেন ?????
  • d | ১২ ডিসেম্বর ২০০৮ ২২:৩৭ | 117.195.42.32
  • এদিকে রাতে তাড়াতাড়ি ঘুম আসে বলে আমার বই পড়ার টাইম হয় না। ঃ(

    স্বপ্ন নয়, ঘুম ভাঙলে আমি ঘুমটা কন্টিনিউ করার জন্য কিছুতেই চোখ খুলি না। যাবতীয় জাগতিক প্রয়োজন চোখ বুজে বুজেই মিটিয়ে ফেলি।
  • san | ১২ ডিসেম্বর ২০০৮ ২২:৩৬ | 123.201.53.144
  • আমিও করি !!
  • a x | ১২ ডিসেম্বর ২০০৮ ২২:৩৪ | 76.254.114.136
  • আর আমি না আমি না ঘুম ভাঙ্গার পরেও প্রাণপনে চোখ বুজে চেষ্টা করি স্বপ্নটা কন্টিন্যু করার।
  • r | ১২ ডিসেম্বর ২০০৮ ২২:৩৪ | 198.96.180.245
  • রাতে গল্প উপন্যাস পড়লে আমার খুব তাড়াতাড়ি ঘুম আসে, স্বপ্নও পায় না।
  • d | ১২ ডিসেম্বর ২০০৮ ২২:৩৩ | 117.195.42.32
  • কিন্তু স্যানের স্বপ্নে পাওয়া গল্পগুলো লিখে ফ্যালো না কেন? সবকিছুরই একটা প্রপার ডকুমেন্টেশান থাকা ভাল।
  • san | ১২ ডিসেম্বর ২০০৮ ২২:৩১ | 123.201.53.144
  • আর ঘুম টা যখন পাতলা হয়ে আসছে, আমি স্বপ্নে বই পড়ছি , বেশ বুঝতে পারি এইবারে তাড়াতাড়ি বইটা শেষ করতে হবে। খুব হুড়মুড় করে শেষ করার চেষ্টা করি , আর অত তাড়াহুড়ো করার জন্যই কিনা কে জানে, শেষ হবার আগেই ঘুম ভেঙ্গে যায় , শেষ পাতা বেশিরভাগ দিনই আর পড়া হয়না ঃ-(((
  • d | ১২ ডিসেম্বর ২০০৮ ২২:২৯ | 117.195.42.32
  • ধুস কি যে বলিস! আমি তো এখনও স্বপ্ন আউটসোর্স করি নি।
  • san | ১২ ডিসেম্বর ২০০৮ ২২:২৮ | 123.201.53.144
  • এই স্টাডি টা কারা করত?

    আমার ঘুম থেকে ওঠার পরে অনেকক্ষণ স্বপ্ন মনে থাকে। সবে ঘুম ভাঙার পরে তো আমি গল্পটাও হুবহু বলে দিতে পারি যেটা দেখেছি।আবার অনেকসময় ঘুমোতে গিয়ে চোখ বুজলেই হঠাৎ করে গত রাতের স্বপ্নটা মনে পড়ে যায় পুরোটা একসাথে।
  • a x | ১২ ডিসেম্বর ২০০৮ ২২:২৭ | 76.254.114.136
  • আরে স্বপ্নে কেউ কলিং বেল বাজায়, বা বাটিটা হাত থেকে পরে যায়, বা কেউ ঠ্যাং ধরে টানে তাতেই তো ঘুম ভাঙ্গে, তাই জানি যে স্বপ্ন দেখি!
  • r | ১২ ডিসেম্বর ২০০৮ ২২:২৭ | 198.96.180.245
  • তুই না জানলে কি হয়েছে? অন্য কেউ জানলেই হল।
  • d | ১২ ডিসেম্বর ২০০৮ ২২:২৬ | 117.195.42.32
  • হ্যাঁ এইটা আমাকে প্রথম বলেছিল বোধহয় কৌশিক। তারপর বেশ ক'মাস এটা নিয়ে একজন সচলায়তনে লিখেছিলেন। পরীক্ষার ফলটা বেশ চমকে দেওয়ার মত।
  • sayan | ১২ ডিসেম্বর ২০০৮ ২২:২৫ | 160.83.72.212
  • তাহলে বেশ কয়েকটা জায়গাকে নিয়ে একটা প্যাকেজ বানাতে হবে। একটু পড়াশুনো করে দেখি। আবার প্রশ্ন করতে ফিরে আসবো।
  • d | ১২ ডিসেম্বর ২০০৮ ২২:২৪ | 117.195.42.32
  • কিন্তু আমি প্রতিরাতে স্বপ্ন দেখি কিনা তা তো জানি না। তোমরা জানতে পাও কি করে?
  • a x | ১২ ডিসেম্বর ২০০৮ ২২:২৪ | 76.254.114.136
  • বোঝো!

    তোমরা কি এই গল্পটা জান? মানে সত্যি স্টাডি।

    একটা বয়স্ক মানুষকে একটা ইলেক্ট্রিকাল চেয়ারে বসানো হল। এবার কাঁচের আড়ালে একজন থাকবে। এবার ঐ মানুষটি কতটা শক নিতে পারে দেখা হবে। কাঁচের অন্য প্রান্তে যে, তাকে ঘরের মধ্যে মাইক্রোফনের থ্রু তে বলা হবে আস্তে আস্তে লেভেল বাড়াতে। লোকটা দেখতে পাচ্ছে যে বয়স্ক মানুষটির বেশ কষ্ট হচ্ছে, আস্তে আস্তে চিৎকার করছে (আওয়াজ শোনা যাবেনা যদিও), ছটফট করছে। তাও ভয়েস ওভারে বলছে গো টু দ্য নেকস্ট লেভেল। এবং অন্য লোকটা অর্ডার ফলো করছে। বুড়ো লোকটা আস্তে আস্তে নেতিয়ে পড়ছে এবার। টলরেন্স লেভেল ক্রস করে যাচ্ছে।

    কাঁচের আড়ালে যে সেই আসলে স্টাডির সাবজেক্ট। কিভাবে স্বাভাবিক সুস্থ বুদ্ধিসম্পন্ন মানুষও অথরটিটিভ আদেশ মানে।

    নাৎসী জার্মানীতে কেন লোকে ঐভাবে অর্ডার ক্যারি করত দেখার জন্য স্টাডি।
  • r | ১২ ডিসেম্বর ২০০৮ ২২:২১ | 198.96.180.245
  • কিন্তু দেওবনে একটা ফরেস্ট বাংলো ছাড়া আর কিছু নেই, অন্ততঃ তখন ছিল না।

    পাতাল ভুবনেশ্বরের নাম শুনেছি, যাই নি।
  • sayan | ১২ ডিসেম্বর ২০০৮ ২২:১৮ | 160.83.72.212
  • রাইট দেরাদুন হয়ে। কিন্তু দেওবন এর কিছু ছবি দেখে ফিদা হয়ে গেলাম।
  • r | ১২ ডিসেম্বর ২০০৮ ২২:১৭ | 198.96.180.245
  • চক্রাতা দেওবন নয়, চক্রাতা থেকে দেওবন যেতে হয়।
  • c | ১২ ডিসেম্বর ২০০৮ ২২:১৬ | 131.95.30.113
  • কেউ কি পাতাল ভুবনেশ্বরে নেমেছেন?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত